হ্যাঁ আপু একই কমপ্লেন অনেক আপু করেছিলেন। আমি শুনেছি যে আটা দিয়ে তৈরি বা ময়দা দিয়ে তৈরি সাগু নাকি এখন বাজারে আসছে। আমি এটা নিয়ে একটা ভিডিও দিব যে আসলে এবং নকল সাবু আসলে চেনার উপায় কি।
Api onk sondor hoyse...api amr twin baby 9 mas cole but dud sara ora kisu khite china..ami apnar recipe golo folo kore banea dei but ora khina ki korbo apo please pleasel bolben.
Kola diye 7 mash a dewa jabe ar khejur diye 8 mashe. Tokhon bikaleo dite paren. 6 mashe khabar shuru korar por 1 ta 1 ta kore khabar porichoi korate hoi.tokhon Combined khabar dewa uchit hobe na.
Didi 18maser baby ke saradine ko chamoch dite peri? jehetu akhon winter chol6e tai Ami 6oto chamocher 3chamoch khabera misieya dei.ata ki tik a6e bolun..didi bol6i Ami oneksomoy je pan e bay r khaber ranna Kori sei pan ta thekei drirect baby ke khaber ta khaiya dei.ata te kono problem a6e??plz Bolun??❤️❤️
apu ami tomar shob video gulo dekhi onek valo lage.amr babyr 7 month khete chay na r ami oke koto tuko khaoabo tao bjhtese na din din weight loss hosche akhon ki korbo apu
Apu amar bacca kichu khete chai na.ekhn 6mas ami 5 mas 3din theke solid diyechi.7/8din masallah kheyeche. Ekhn jai di na kn khai na.mone hoi valo lage na...amr bacca k ei recipe ta dite parbo??r khejur er pest ta dite parbo??plz rply me
Apu tahle emn kichu bolen ja dite parbo. Jemon suji ranna kori khai na.valo lage na hoito.ektu misti lagle hoito valo lagbe.accha kismis er pest ki dite parbo
আসসালামু আলাইকুম আপু একটা বিষয়ে কথা বলার ছিলো,,, আমি দেখেছি ৬মাস বয়স থেকেই অনেক বাচ্চারাই ভাত খেয়ে থাকে যেমন আমার আম্মুই আমার ছোট বোনকে খাওয়াতো আমার প্রশ্ন হলো বাচ্চাদের এই ৬মাস বয়স থেকে ভাত টা ওদের দেওয়া ঠিক হবে নাকি কোনো সমস্যা হতে পারে দোয়া করে জানাবেন আপু,,, Thank you😊
আপু আপনি একদম যাও ভাত করে, নরম ভাত, কোন দানা থাকবে না, এভাবে চটকে অল্প অল্প বাচ্চার মুখে দিতে পারেন, প্রথম সলিড খাবার হিসাবে, জাও ভাত একটা অপশন, তবে এটাও মনে রাখতে হবে, ভাতে কিন্তু কার্বোহাইড্রেট টাই বেশি পাচ্ছে, বাচ্চা অন্যান্য পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে, আপনি যাও ভাত দিয়ে বাচ্চা সলিড শুরু করতে পারেন, তারপরে সাধারণত ছয় মাসে যেরকম সলিড দেওয়া যায় সেভাবে শুরু করতে হবে,
আপু দিনে একবার দিলেই যথেষ্ট। তবে দুইবার দেওয়া যাবে। একই খাবার বারবার দিলে কিন্তু বাচ্চার অরুচি চলে আসতে পারে। তাইতো ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন রকম খাবার রাখার চেষ্টা করুন। ❤️
Apu protidin diyen na. Ar thanda laga obsthai kola dite paren jodi babyr Allergy na hoi. Kintu olpo. Onk shomoi thanda laga obsthai kola ta gilte koshtto hoi tai kichu din off rakhte paren
@@BabyFoodBD নুডুলস কিভাবে কতটুকু দিতে পারবো আপু? আমি সিদ্ধ করে একটু শক্ত করে হাত দিয়ে খাওয়াই। কিছু খেতে চায় না আপু নুডুলস ছাড়া। 😭 রিপ্লাই দিবেন আপু প্লিজ 🙏🙏
আপু এটা শুধু সাগু খাওয়ালে হবে তা কিন্তু না শুধুমাত্র সাগু অথবা সুজি বা অথবা কার্বোহাইড্রেট এর ওপরে নির্ভর হলে এ ধরনের সমস্যা হতে পারে।তাই কার্বোহাইডেট গ্রুপের কোনো খাবার দিলে সে খাবারটাকে একটু পুষ্টিসমৃদ্ধ করে দিতে হবে। সাগু দেওয়া যাবে না তা না কিন্তু সাগু বাচ্চার প্রধান খাবার হবে না। মাঝেমধ্যে আপনি দিতে পারেন। কিন্তু প্রতিদিন নয়। 🙂
Apu Allergy hole ga a mukhe lal lal rash hote pare, ba fule jete pare, abar poti hote pare patla, ba shobuj, ba sabu khwano r por hacchi, kashi shordi jatio kichu hote pare, kheal korte hobe. Tobe aita j kono khabare hote pare jodi shei khabare Allergy thake baby r, shei khetre off kore diben shei food, ar doctors ar shathe poramorsho niben.
Amar bhai er boyosh 17 mash. Amar bhai kiccu chibie khete pare na..... Or 16 mashe dat uthece . o panio khete pare na chamoch die pani khawate hoi..... Oke kibhabe khabar khawano shikhate pari ektu jodi bolten upokar hoto??plz ektu bolben
আপু যেহেতু 16 মাসের দিকে দাত উঠেছে তাই চিবাতে কিন্তু সময় লাগবে, প্রথমে পানির বিষয়টা বলবো, পানি একটা পটে করে আপনি পাইপে করে চুষে চুষে খেতে শেখাতে পারেন, তারপর আস্তে আস্তে গ্লাসে করে শেখাতে পারেন, আর চিবানো শেখানোর জন্য ব্লেন্ড করা খাবার আস্তে আস্তে বাদ দিতে হবে। ছোট ছোট দানা যুক্ত খাবার অল্প অল্প করে দিতে হবে। ফিঙ্গার ফুড ইন্ট্রোডিউস করাতে পারেন। যেমন আলু সিদ্ধ করে সেটাকে লম্বা লম্বা করে কেটে বাচ্চার হাতে ধরিয়ে দিবেন। গাজর একদম সিদ্ধ করে নরম করে ছোট ছোট টুকরা করে বাচ্চাকে চিবাতে দিবেন। যতক্ষণ বাচ্চা এই ধরনের খাবার খাবে আপনারা তার কাছেই থাকবেন যেন বাচ্চার গলায় যাতে কোনো ডানা আটকে না যায়।
@@BabyFoodBD আপু আমার একটা প্রশ্ন ছিল আমার বাচ্চার বয়স ৮মাস ৯দিন আমার বাবুকে আমি ছয় মাস পর থেকে ৬মাস পর থেকে ফর্মুলা দুধ দিচ্ছি ৬মাসেরপরেও আমি ভুল করে ল্যাকটোজেন ১দিছি দুইটা এখোন ল্যকটোজেন ২ দিচ্ছি, বাবু ফিডার খায় না আমি সুজি শাবু ফলের পিউরি তে ফর্মুলা দুধটা,দিয়ে থাকি আমি সব খাবারেই ১চামচ করে দুধ দেই,আচ্ছা আপু খাবার কম বেশি হলে কি দুধটাও কম বেশি দিতে হবে প্লিজ আপু রিপ্লাই দিও অনেক চিন্তায় আছি আর ল্যকটোজেন ২ দেওয়ার পর মনে হচ্ছে বাবু শুখিয়ে যাচ্ছে কি করবো দুধ না দিয়ে কি বাবু খাবার খাওয়ানো যাবে?
৮ মাস বয়সের শিশুকে গরুর দুধ দিচ্ছেন এটা সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। দয়া করে আজকে থেকে বন্ধ করুন। মায়ের বুকের দুধ ছাড়া, কোন কিছুই পুষ্টিকর না বিকল্প হিসেবে ফর্মুলা দুধ দিতে পারেন কিন্তু গরু ছাগলের দুধ এক বছরের আগে দিবেন না।
সাবুদানার সাথে ঠান্ডা লাগার কোন সম্পর্ক নেই। কিন্তু যদি সাবুদানা তে বাচ্চার অ্যালার্জি থাকে তাহলে সাবুদানা খেলে ঠান্ডা লাগতে পারে। সেই এলার্জি থেকে। ঠান্ডা লাগা অবস্থায় সাবুদানা টা কিছুদিন বন্ধ রাখুন দেওয়া। সাবুদানা যেহেতু একটু ঘন এবং পিচ্ছিল জাতীয় খাবার তাই ঠান্ডা লাগা অবস্থায় গলায় যদি কফ সর্দি থাকে তাহলে সাবুদানা গিলতে সমস্যা হতে পারে।
আপু আমার ১১মাস বয়সী মেয়ে সুজি,সাগু,খিচুড়ি, ডিমের পুডিং, সেরেলাক মুগ ডালের স্যুপ, টমেটো র স্যুপ কিছুই খায় না।দিন দিন শুকিয়ে যাচ্ছে বাড়ছে না এখন আমি ওকে কী খাওয়াবো।মেয়ের চিন্তায় চিন্তায় আমি পাগল হয়ে গেলাম।কি খাওয়ালে কীভাবে খাওয়ালে ও পর্যাপ্ত পুষ্টি আর ব্রেইন এ-র সঠিক বিকাশ হবে দয়া করে জানাবেন।আমি আর পারছিনা।ধন্যবাদ
আপু প্রথমত বাচ্চা যদি বুকের দুধ খায় তাহলে তাকে বেশি বেশি বুকের দুধ দিন। বাচ্চা যা খায় তাই অল্প অল্প করে দিন। বোঝার চেষ্টা করুন আপনার বাচ্চা কি ধরনের খাবার খেতে পছন্দ করে। যেই ধরনের খাবারের প্রতি বাচ্চার আগ্রহ আপনি সেই খাবার টা বেশি বেশি দিন। বাচ্চার খাবার পুষ্টিসমৃদ্ধ করতে ব্রেনের বিকাশ ভালো করতে বাচ্চার যে কোন খাবারে সপ্তাহে তিন থেকে চারদিন বাদামের গুঁড়ো যুক্ত করুন। যদি বাদামে আপনার বাচ্চার এলার্জি সমস্যা না থাকে থাকে। ডিমটা যদি এমনি খেতে না চায় তাহলে সুপের মধ্যে ডিমটা ভেঙে দেবেন অথবা আপনি সুজির মধ্যে ডিমটা ভেঙে দেবেন। চেষ্টা করবেন বাচ্চাকে খেলতে খেলতে খাওয়াতে। টিভি মোবাইল ট্যাব এ ধরনের গ্যাজেট খাবারের সময় বাচ্চাকে দিবেন না। খাবারের প্রতি বাচ্চার একটা আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করবেন। অনেক সময় খাওয়াটাকে ভয় মনে করে যার কারণে কিন্তু বাচ্চারাও খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয়। আপনার বাচ্চা যতটুকুই খায় ততটুকুই আপনি অল্প অল্প করে খাওয়ান। কলা ডিম, বাদাম খেজুর, ঘি বাটার, শষ্য জাতীয় খাবার, সবুজ শাক, সবজি, ডাল জাতীয় খাবার, ফলমূল, ইত্যাদি মানুষিক বিকাশে সাহায্য করে,
আমার ছেলে থ্যালাসেমিয়ার বাহক তার বয়স ১ বছর, ডাক্তার বাচ্চাকে দুধ ু দুধ জাতীয় কোন খাবার দিতে নিষেধ করেছে, বাচ্চার ওজন খুবই কমে যাচ্ছে কি করবো, প্লিজ হেল্প
আপু 1 বছরের নিচের বাচ্চাদেরকে লবণ এবং চিনিটা দিতে ডাক্তার নিষেধ করেন। কারণ এক বছর নিচের বাচ্চাদের কিডনি টা কিন্তু অপরিপক্ক অবস্থায় থাকে। লবণে থাকা সোডিয়াম বাচ্চাদের হজম করা অনেক কঠিন।।এটা সরাসরি বাচ্চার কিডনির উপরে একটা বিরূপ প্রভাব ফেলে। প্রতিটা বয়স অনুযায়ী প্রতিটা মানুষের লবণ এবং চিনির চাহিদা থাকে। একটা একবছর নিচের বাচ্চাদের লবণ এবং চিনির যতটুকু চাহিদা তারা মায়ের বুকের দুধ অথবা বিকল্প ফর্মুলা দুধের মাধ্যমে সেটা পূরণ করতে সক্ষম ।এরপরে যে বাড়তি চিনি বা লবণ বাচ্চাদেরকে দেয়া হয় সেটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক
আপু ওজন বাড়ানোর জন্য কিন্তু শুধু সাবুদানায় যথেষ্ট না। সাবুদানার পায়েস রেসিপি তে সাবুদানার সাথে যে যে উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলা ৬ মাস বাচ্চাকে দেওয়া যাবে না। বয়স অনুযায়ী সঠিক পরিমান ও সঠিক খাবার দিতে হবে। এই ভিডিও টি দেখবেন প্লিজ। ua-cam.com/video/ai5cPdAtMI0/v-deo.html
বাচ্চাদের জন্য চিনির বিকল্প খেজুরের সিরাপ রেসিপি ua-cam.com/video/T4mYOku0S04/v-deo.html
বাচ্চাদের জন্য চিনির বিকল্প কিসমিস এর সিরাপ রেসিপি ua-cam.com/video/mCivYwEGzck/v-deo.html
বাচ্চাদের জন্য বাড়িতে তৈরি ড্রাই ফ্রুটস পাউডার রেসিপি ua-cam.com/video/-u9QNQzKrlU/v-deo.html
খেজুরের সিরাপ
খেজুরের সিরাপ
কতো মাস বয়স থেকে খেজুরের সিরাপ দেওয়া যাবে???? প্লিজ বলবেন।
@antoratahsin-mu9op ৮ মাস নিরাপদ সময়
Assalamualaikum apu...i. tried ur rcp to my baby today & he loves it...this is really yummy..thank u so much for ur rcp 😍😍❤️❤️💯💯
Thank you so much apu ❤️
Onk onk Valo lage apnar video gulo...apni khubi sundor kotha bolte paren ... thanks api..
Onek Thanks 🙂🙂
আসসালামুআলাইকুম,, আপু আপনার ভিডিও সবসময় দেখি বাবুকে খাওয়ানোর জন্য,,, আপনার রেসিপি দেখে বাবুর জন্য ২বারে সাগু আনিয়েছি বাট সাগু রান্না করলে গলে যায় আপনার রেসিপিতে যেমন সাগুগুলা গোটা গোটা আস্ত থাকে ওমন হয়না একদম গলে পাতিলে লেগে যায় এবং ওগুলা ভেজানোরও প্রয়োজন নাই পানি লাগালেই গলে যায়ভালো সাগু কিভাবে চিনবো জানাবেন প্লিজ,,,!
হ্যাঁ আপু একই কমপ্লেন অনেক আপু করেছিলেন। আমি শুনেছি যে আটা দিয়ে তৈরি বা ময়দা দিয়ে তৈরি সাগু নাকি এখন বাজারে আসছে। আমি এটা নিয়ে একটা ভিডিও দিব যে আসলে এবং নকল সাবু আসলে চেনার উপায় কি।
খুব উপকার হলো আপু। পাশে থাকো আমার আপু।
Apu ai khabarta Amar baby Onek posondo kre....ai rokom aro video niye ashben please.....
জি আপু আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আপু। ইন শা আল্লাহ আপু নিয়ে আসব 🙂 আমার চ্যানেলে আরো এরকম ভিডিও আছে আপু। আপনি প্লেলিস্ট চেক করলেই পাবেন 🌺🌺
Api onk sondor hoyse...api amr twin baby 9 mas cole but dud sara ora kisu khite china..ami apnar recipe golo folo kore banea dei but ora khina ki korbo apo please pleasel bolben.
আপু এই ভিডিও টি দেখে নিন। 👇ua-cam.com/video/KdbfBy7E7_s/v-deo.html
মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও খুব ভাল লাগল আপু আমার জেনি কে করে দেবো
অনেক অনেক ধন্যবাদ আপু। জেনি বেবির জন্য দোয়া করি।
Amio eivabe khaouai
Apu doi er akta recipi dio pls...
Useful for me❤️❤️❤️❤️
❤️❤️
Kola r khejur diye j sabudana recipe dekhaiso oita ki 6mas bachak khaoyano jabe..r oita ki bikale nastar poriborte khaoyabo.. please reply
Kola diye 7 mash a dewa jabe ar khejur diye 8 mashe. Tokhon bikaleo dite paren. 6 mashe khabar shuru korar por 1 ta 1 ta kore khabar porichoi korate hoi.tokhon Combined khabar dewa uchit hobe na.
Thank you so much Apu
Apu Amar baby Apple ek Dom iii khete chai nah siddo kore o nah.kacha o nah...apple er shate ki onno fol mix Kore khaoyate parbo
জি কলা দিতে পারেন
Thank you apu
Apu apni kon brander sabu use koren... Plz bolen
Ami sabu ranna kori ta aerokom dana thake na gole jai...plz bolen
Kjejurer poriborte talmisri dewa jabe?????
1 year er niche hole jabe na.
Subscrib kore delam
Thank you :)
Didi 18maser baby ke saradine ko chamoch dite peri? jehetu akhon winter chol6e tai Ami 6oto chamocher 3chamoch khabera misieya dei.ata ki tik a6e bolun..didi bol6i Ami oneksomoy je pan e bay r khaber ranna Kori sei pan ta thekei drirect baby ke khaber ta khaiya dei.ata te kono problem a6e??plz Bolun??❤️❤️
Nice apu
Thank you
Baby der jornno setkale kon oil valo aktu bolben..Ami bujtei per6e na konta use korbo
apu ami tomar shob video gulo dekhi onek valo lage.amr babyr 7 month khete chay na r ami oke koto tuko khaoabo tao bjhtese na din din weight loss hosche akhon ki korbo apu
Amr o same apu amr baby o 7 month thik moto khay naa
Amk ayo suggest koro apu ki korbo
আপু আমার মেয়ের বয়স তিন মাস শেষ হয়ে চার মাসে পড়ছে তাকে কি খাওয়ানো যাবে
না আপু। ৬ মাস থেকে।
Thanks apo
Didi baby r khabera ki reguler ghee,butter dite peri,bolun plz
Apu amar bacca kichu khete chai na.ekhn 6mas ami 5 mas 3din theke solid diyechi.7/8din masallah kheyeche.
Ekhn jai di na kn khai na.mone hoi valo lage na...amr bacca k ei recipe ta dite parbo??r khejur er pest ta dite parbo??plz rply me
Khejurer paste apni 8 month ar age parben na dite.
Apu tahle emn kichu bolen ja dite parbo.
Jemon suji ranna kori khai na.valo lage na hoito.ektu misti lagle hoito valo lagbe.accha kismis er pest ki dite parbo
R apu amr bacca k sabodana dite parbo??sbodana ki baby der pet norom kore???
Assalamu alaikum apu kmn acen
Ma sha allah onk sundor
Full watch kre 🔔 on kre nilam niyom mene 24 gonta por asben dawat roilo 👈❤️🙏❤️🏠🏠🏠
Kon store e gele asol sabudana ta pabo apu???
Apu sheita to bolte parsi na. :(
Didi baby ke kivabe cold pressed olive oil use korbo plz didi aktu bole din❤️❤️
6mas er baby k deya jabe
না
সাবুদানা কয়মাস থেকে দিতে পারবো আপু।আমার বাচ্চার বয়স ৬মাস চলতেছে।সাবুদানা সাথে কি কিশমিশ এর সিরাপ টা দিতে পারব??
প্লিজ প্লিজ বলবেন
Sabu dana 8 month theke dite parle valo. Tobe 6 month ar dike blend kore dile valo. Jehetu dana dana roye jai
আপু ৭মাস থেকে এখন ১৪মাস সাবু ছাড়া আর কিছু খায়না তিনবেলা সাবু খাওয়াচ্ছি তাও ওজন বরেনা, এখন ওজন ৯+ কেজি
কি আজব এক খাবার তিনবেলা দেয় কেও
Apu sagu dana 6 month baby der khaoale ki thanda lage??
আসসালামু আলাইকুম আপু একটা বিষয়ে কথা বলার ছিলো,,,
আমি দেখেছি ৬মাস বয়স থেকেই অনেক বাচ্চারাই ভাত খেয়ে থাকে
যেমন আমার আম্মুই আমার ছোট বোনকে খাওয়াতো
আমার প্রশ্ন হলো বাচ্চাদের এই ৬মাস বয়স থেকে ভাত টা ওদের দেওয়া ঠিক হবে নাকি কোনো সমস্যা হতে পারে দোয়া করে জানাবেন আপু,,,
Thank you😊
আপু আপনি একদম যাও ভাত করে, নরম ভাত,
কোন দানা থাকবে না, এভাবে চটকে অল্প অল্প বাচ্চার মুখে দিতে পারেন, প্রথম সলিড খাবার হিসাবে, জাও ভাত একটা অপশন, তবে এটাও মনে রাখতে হবে, ভাতে কিন্তু কার্বোহাইড্রেট টাই বেশি পাচ্ছে, বাচ্চা অন্যান্য পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে, আপনি যাও ভাত দিয়ে বাচ্চা সলিড শুরু করতে পারেন, তারপরে সাধারণত ছয় মাসে যেরকম সলিড দেওয়া যায় সেভাবে শুরু করতে হবে,
@@BabyFoodBD Thank you......বুঝিয়ে বলার জন্য 😊
আপু দিনে কতবার খাওয়ানো যাবে
আপু দিনে একবার দিলেই যথেষ্ট। তবে দুইবার দেওয়া যাবে। একই খাবার বারবার দিলে কিন্তু বাচ্চার অরুচি চলে আসতে পারে। তাইতো ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন রকম খাবার রাখার চেষ্টা করুন। ❤️
Apu ei khabar ta ki protidin deyaa jabe?babur thanda legeche sekhetre ki kola ta dibo?
Apu protidin diyen na. Ar thanda laga obsthai kola dite paren jodi babyr Allergy na hoi. Kintu olpo. Onk shomoi thanda laga obsthai kola ta gilte koshtto hoi tai kichu din off rakhte paren
Didi drirect khajur dite peri ki??bolben plz
Baby chibate parle diben.
Aytate...gajor cara onno sobji.daowa jabe
Khub valo
ধন্যবাদ আপু
সাবুদানা খাওয়ালে বাচ্চাদের কি ঠান্ডা লাগে?
Good
আপু আমার বাবুর পটি অনেক শক্ত ওর খুব কষ্ট হয় কি করবো???
নুডলস খেলে কি পটি শক্ত হয়??
রিপ্লাই দিবেন আপু প্লিজ 🙏🙏🙏
জি অতিরিক্ত মাত্রায় নুডুলস পটি কষা করে। এই ভিডিও টি দেখে নিবেন। ua-cam.com/video/EUmde2AMP9M/v-deo.html
@@BabyFoodBD নুডুলস কিভাবে কতটুকু দিতে পারবো আপু?
আমি সিদ্ধ করে একটু শক্ত করে হাত দিয়ে খাওয়াই।
কিছু খেতে চায় না আপু নুডুলস ছাড়া। 😭
রিপ্লাই দিবেন আপু প্লিজ 🙏🙏
আপু ৬ মাসের বাচ্চা পাতলা পাইকানা করে এমন একটা রেসেপি দেন পাইকানা শক্ত হবে
কি দেব
কি দেব আমার বাচচার পাতলা পায়খানা হয়েছে
আপু আমার বাবুকে ডাক্তার সাবু খাওয়াতে নিষেধ করেছে। বলেছে সাবু খাওয়ালে নাকি বাচ্চা ফেপে যায় এবং আয়রনের অভাব হয়।
আপু এটা শুধু সাগু খাওয়ালে হবে তা কিন্তু না শুধুমাত্র সাগু অথবা সুজি বা অথবা কার্বোহাইড্রেট এর ওপরে নির্ভর হলে এ ধরনের সমস্যা হতে পারে।তাই কার্বোহাইডেট গ্রুপের কোনো খাবার দিলে সে খাবারটাকে একটু পুষ্টিসমৃদ্ধ করে দিতে হবে। সাগু দেওয়া যাবে না তা না কিন্তু সাগু বাচ্চার প্রধান খাবার হবে না। মাঝেমধ্যে আপনি দিতে পারেন। কিন্তু প্রতিদিন নয়। 🙂
Thank you আপু জানানোর জন্য। আমি প্রতিদিন এক বেলা দিতাম এখন থেকে দুদিন পরপর দিব।
Apu ai khabar ta ki 6 moments baby khete parbe
না আপু ৮ মাস হতে
Apu kivabe bujhbo sabu dana te bacchar alarji hocce plz bolben...r alarji hole koroniyo ki
Apu Allergy hole ga a mukhe lal lal rash hote pare, ba fule jete pare, abar poti hote pare patla, ba shobuj, ba sabu khwano r por hacchi, kashi shordi jatio kichu hote pare, kheal korte hobe. Tobe aita j kono khabare hote pare jodi shei khabare Allergy thake baby r, shei khetre off kore diben shei food, ar doctors ar shathe poramorsho niben.
Amar bhai er boyosh 17 mash. Amar bhai kiccu chibie khete pare na..... Or 16 mashe dat uthece . o panio khete pare na chamoch die pani khawate hoi..... Oke kibhabe khabar khawano shikhate pari ektu jodi bolten upokar hoto??plz ektu bolben
আপু যেহেতু 16 মাসের দিকে দাত উঠেছে তাই চিবাতে কিন্তু সময় লাগবে, প্রথমে পানির বিষয়টা বলবো, পানি একটা পটে করে আপনি পাইপে করে চুষে চুষে খেতে শেখাতে পারেন, তারপর আস্তে আস্তে গ্লাসে করে শেখাতে পারেন, আর চিবানো শেখানোর জন্য ব্লেন্ড করা খাবার আস্তে আস্তে বাদ দিতে হবে। ছোট ছোট দানা যুক্ত খাবার অল্প অল্প করে দিতে হবে। ফিঙ্গার ফুড ইন্ট্রোডিউস করাতে পারেন। যেমন আলু সিদ্ধ করে সেটাকে লম্বা লম্বা করে কেটে বাচ্চার হাতে ধরিয়ে দিবেন। গাজর একদম সিদ্ধ করে নরম করে ছোট ছোট টুকরা করে বাচ্চাকে চিবাতে দিবেন। যতক্ষণ বাচ্চা এই ধরনের খাবার খাবে আপনারা তার কাছেই থাকবেন যেন বাচ্চার গলায় যাতে কোনো ডানা আটকে না যায়।
আপু আমার বাবুর বয়স ৮মাস ৮দিন আমার বাবুর পটি শক্ত ২-৩দিন পর পটি করে,বাবুকে আমি শাবু খাওয়াই,, আমি সপ্তাহে কয়দিন সাবু দিবো
2 din dilei hobe
@@BabyFoodBD আপু নাসপাতি খাওয়ালে তো পটি হয় আমি বাবুকে নাসপাতি সপ্তাহে কয়দিন দিবো
2 - 3 din.
@@BabyFoodBD আপু আমার একটা প্রশ্ন ছিল আমার বাচ্চার বয়স ৮মাস ৯দিন আমার বাবুকে আমি ছয় মাস পর থেকে ৬মাস পর থেকে ফর্মুলা দুধ দিচ্ছি ৬মাসেরপরেও আমি ভুল করে ল্যাকটোজেন ১দিছি দুইটা এখোন ল্যকটোজেন ২ দিচ্ছি, বাবু ফিডার খায় না আমি সুজি শাবু ফলের পিউরি তে ফর্মুলা দুধটা,দিয়ে থাকি আমি সব খাবারেই ১চামচ করে দুধ দেই,আচ্ছা আপু খাবার কম বেশি হলে কি দুধটাও কম বেশি দিতে হবে প্লিজ আপু রিপ্লাই দিও অনেক চিন্তায় আছি আর ল্যকটোজেন ২ দেওয়ার পর মনে হচ্ছে বাবু শুখিয়ে যাচ্ছে কি করবো দুধ না দিয়ে কি বাবু খাবার খাওয়ানো যাবে?
apu regurai batar khayano jabe ki
Apu bujhte parlam na
Pottek din baby ke khabarer sathe batar khayano jabe ki
সপ্তাহে আপনি ২_৩ দিন বাটার অন্য দিন তেল অথবা ঘি দিন।
Apu apnar channel a music ta avoid korle valo hoto
Ok.
Didi dupure er rate dite perbo?
Parben.
Nice
আপু আমার ছেলের বয়স ৮ মাস আমি বিভিন্ন খাবারের সাথে আমার ছেলেকে গরুর দুধ খায়াই এতে কোন সমস্যা হবে কি
৮ মাস বয়সের শিশুকে গরুর দুধ দিচ্ছেন এটা সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। দয়া করে আজকে থেকে বন্ধ করুন। মায়ের বুকের দুধ ছাড়া, কোন কিছুই পুষ্টিকর না বিকল্প হিসেবে ফর্মুলা দুধ দিতে পারেন কিন্তু গরু ছাগলের দুধ এক বছরের আগে দিবেন না।
আমার বেবির ঠান্ডা আছে,ওকে কি সাবুদানা দিতে পারবো?
প্লিজ রিপ্লে করবেন।
সাবুদানার সাথে ঠান্ডা লাগার কোন সম্পর্ক নেই। কিন্তু যদি সাবুদানা তে বাচ্চার অ্যালার্জি থাকে তাহলে সাবুদানা খেলে ঠান্ডা লাগতে পারে। সেই এলার্জি থেকে। ঠান্ডা লাগা অবস্থায় সাবুদানা টা কিছুদিন বন্ধ রাখুন দেওয়া। সাবুদানা যেহেতু একটু ঘন এবং পিচ্ছিল জাতীয় খাবার তাই ঠান্ডা লাগা অবস্থায় গলায় যদি কফ সর্দি থাকে তাহলে সাবুদানা গিলতে সমস্যা হতে পারে।
Apu 17maser baby k cha coffee dewa jabe?
Ekdom na apu. No caffeine
আপু আমার ১১মাস বয়সী মেয়ে সুজি,সাগু,খিচুড়ি, ডিমের পুডিং, সেরেলাক মুগ ডালের স্যুপ, টমেটো র স্যুপ কিছুই খায় না।দিন দিন শুকিয়ে যাচ্ছে বাড়ছে না এখন আমি ওকে কী খাওয়াবো।মেয়ের চিন্তায় চিন্তায় আমি পাগল হয়ে গেলাম।কি খাওয়ালে কীভাবে খাওয়ালে ও পর্যাপ্ত পুষ্টি আর ব্রেইন এ-র সঠিক বিকাশ হবে দয়া করে জানাবেন।আমি আর পারছিনা।ধন্যবাদ
আপু প্রথমত বাচ্চা যদি বুকের দুধ খায় তাহলে তাকে বেশি বেশি বুকের দুধ দিন। বাচ্চা যা খায় তাই অল্প অল্প করে দিন। বোঝার চেষ্টা করুন আপনার বাচ্চা কি ধরনের খাবার খেতে পছন্দ করে। যেই ধরনের খাবারের প্রতি বাচ্চার আগ্রহ আপনি সেই খাবার টা বেশি বেশি দিন। বাচ্চার খাবার পুষ্টিসমৃদ্ধ করতে ব্রেনের বিকাশ ভালো করতে বাচ্চার যে কোন খাবারে সপ্তাহে তিন থেকে চারদিন বাদামের গুঁড়ো যুক্ত করুন। যদি বাদামে আপনার বাচ্চার এলার্জি সমস্যা না থাকে থাকে। ডিমটা যদি এমনি খেতে না চায় তাহলে সুপের মধ্যে ডিমটা ভেঙে দেবেন অথবা আপনি সুজির মধ্যে ডিমটা ভেঙে দেবেন। চেষ্টা করবেন বাচ্চাকে খেলতে খেলতে খাওয়াতে। টিভি মোবাইল ট্যাব এ ধরনের গ্যাজেট খাবারের সময় বাচ্চাকে দিবেন না। খাবারের প্রতি বাচ্চার একটা আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করবেন। অনেক সময় খাওয়াটাকে ভয় মনে করে যার কারণে কিন্তু বাচ্চারাও খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয়। আপনার বাচ্চা যতটুকুই খায় ততটুকুই আপনি অল্প অল্প করে খাওয়ান। কলা ডিম, বাদাম খেজুর, ঘি বাটার, শষ্য জাতীয় খাবার, সবুজ শাক, সবজি, ডাল জাতীয় খাবার, ফলমূল, ইত্যাদি মানুষিক বিকাশে সাহায্য করে,
সাত বছরের বাচ্চাদের জন্য কিছু রেসিপি দেন আপু
Didi sabai bole sagu khele thanda lage eta ki thik?r sagu khaoale gorom gorom khaoate hoi noile bachhar kof hoi?
আপু সাগুএ সাথে ঠান্ডা লাগার কোন সম্পর্ক নেই বলেই জানি।তবে সাগু খেলে যদি আপনার বাচ্চার এলার্জি সমস্যা হয় তাহলে এলার্জি থেকে ঠান্ডা লাগতে পারে।
আপু ১১ মাসের বাবুকে সাবুদানা দিনে কতবার দেওয়া যাবে।
এক বার ই যথেষ্ট
6 month ar baby ki kheta parba
Na apu. 6 month baby e jonno ei video ta dekhe nin pls ua-cam.com/video/J2CyZZq44Yk/v-deo.html
Thnx
আমার ছেলে থ্যালাসেমিয়ার বাহক
তার বয়স ১ বছর, ডাক্তার বাচ্চাকে দুধ ু দুধ জাতীয় কোন খাবার দিতে নিষেধ করেছে,
বাচ্চার ওজন খুবই কমে যাচ্ছে
কি করবো, প্লিজ হেল্প
Tomar chaler koi month's boyos a thalasemia dora pore6e go
Tomar chaler thalasemia hoye6ilo tokhn 1st step ki kore tmra bujle
আপু আমার বাচ্চার গাজর খেলে পেটে সমস্যা হয় তাই গাজর না দিলে হবে?
Ji apu hobe.
আপু ঘি এর বদলে অলিভ অয়েল দেওয়া যাবে
Ji apu tobe olive oil beshi tape gunagun noshhto hoi. Tai rannar por add kore dite parle valo.
আপু আমার বেবির ১১ মাস 180ml খেতে পারে কোন সমস্যা হবে
আপু কি খেতে পারে বুঝলাম না। দুধ নাকি সলিড? আবার একটু বলবেন
আপু সুজি সাবু
আপু সুজি এবং সাগু একটু কম করে দিবেন। কারণ স্থূলতা কিন্তু বাচ্চাদের রোগে পরিণত হয়ে যায় এই দিকটাতেও কিন্তু লক্ষ্য রাখতে হবে।
ধন্যবাদ আপু
Apu sabu khele na ki babyder pothi shokto hoy eta ki shotti???
Apu beshi matrai dile shoktto hoi. Karon sabu vater moto carbohydrate group er food.abar shabu shoktto poti ke norom o kore
Sabu ai khabar ta kon time a khawabo?
সকালের নাশতা
6 months baby k ki sabu dana dewa jay apu???
না আপু।
আপু সাবুদানা তে কি বাচ্চার ঠান্ডা লাগে
সাবুদানা তে বাচ্চার ঠান্ডার সম্পর্ক নেই। কিন্তু সাবুদানা তে যদি বাচ্চার এলার্জি হয় তাহলে সেই এলার্জি থেকে বাচার ঠান্ডা লাগতে পারে।
7 months baby k deoa jbe
না আপু ৮ মাস থেকে পারবেন
Apu 1 bochore nice baby der ke kichuri ranna korleo ki lobon dibo na.
আপু 1 বছরের নিচের বাচ্চাদেরকে লবণ এবং চিনিটা দিতে ডাক্তার নিষেধ করেন। কারণ
এক বছর নিচের বাচ্চাদের কিডনি টা কিন্তু অপরিপক্ক অবস্থায় থাকে। লবণে থাকা সোডিয়াম বাচ্চাদের হজম করা অনেক কঠিন।।এটা সরাসরি বাচ্চার কিডনির উপরে একটা বিরূপ প্রভাব ফেলে। প্রতিটা বয়স অনুযায়ী প্রতিটা মানুষের লবণ এবং চিনির চাহিদা থাকে। একটা একবছর নিচের বাচ্চাদের লবণ এবং চিনির যতটুকু চাহিদা তারা মায়ের বুকের দুধ অথবা বিকল্প ফর্মুলা দুধের মাধ্যমে সেটা পূরণ করতে সক্ষম ।এরপরে যে বাড়তি চিনি বা লবণ বাচ্চাদেরকে দেয়া হয় সেটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক
আট মাস রানিং বাচ্চাকে দেওয়া যাবে
Ji recipe ta dekhe niben. Details bola ache
apu 15 month running baby k koita kismiss dau jhaba ar vegetable kichuri recipe deo apu
Apu 1 teasp dilei hobe. Ar ai link vegi khichuri ache. Vegitable bariye nite paren ua-cam.com/video/sS9GaPl8-Ok/v-deo.html
@@BabyFoodBD apu amr baby dal khata parha nha.. apu winter ar vegetable niya recipe dean pls...
আসসা আপু
আপু ছয় মাসের বাচ্চাদের দেওয়া যাবে
৬ মাস বাচ্চাকে এই সাগু রেসিপি টা দেওয়া যাবে না । ৬ মাস শিশুর জন্য এই টা দেখে নিন আপু
ua-cam.com/video/g4waDql7BK0/v-deo.html
@@BabyFoodBD Thanks apu
আপু ওই ভাবে তো খাওয়াই কিন্তু ওজন বাড়ছে না ওর ওজন পাঁচ কেজি
@@juthiislam6677
আপু বেবির কয় মাস
আপু ওজন বাড়ানোর জন্য কিন্তু শুধু সাবুদানায় যথেষ্ট না। সাবুদানার পায়েস রেসিপি তে সাবুদানার সাথে যে যে উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলা ৬ মাস বাচ্চাকে দেওয়া যাবে না। বয়স অনুযায়ী সঠিক পরিমান ও সঠিক খাবার দিতে হবে। এই ভিডিও টি দেখবেন প্লিজ। ua-cam.com/video/ai5cPdAtMI0/v-deo.html
Ata rata dinnera doya jaba
Dite paren.tobe baby hojom korte na parle diben na.
১ বছরের ওপরের বাচ্চার জন্য চিনির বদলে গুড় ব্যবহার করা যাবে?
Ji kintu protidin na.
Apu amr baby ghee er gran ta nite pare na kabare mixed korle khete cay na ... Akhn ki korbo apu?? Plz boilo
আপু আপনি বাটার চেষ্টা করে দেখুন। বাটার টা ঘি এর মতই। অনেক সময় বাচ্চারা ঘি খেতে না পারলেও বাটার টা খায়।
বানামটা কি কাচা নাকি বাজা বাদাম আর কোন বাদাম
L
Didi,apner Facebook page ki tik hoya6e??SMS korte perbo plz bolun
P
8:oi8
BAH!!!! recipe ta pochhondo hoyese
❤️❤️
Nice apu
Thank you apu