সাগর-রুনী হত্যা আজও রহস্য: কে বেশি ব্যর্থ

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2022
  • পুলিশ কি কাউকে বাঁচাতে সাগর-রুনী হত্যার তদন্তে বারবার সময় নিচ্ছে? এই হত্যা রহস্য উদঘাটন না হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায় কার? সত্য লুকাতে কে বেশি তৎপর?
    ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টকশোতে এবারের আলোচনার বিষয়: সাগর-রুনী হত্যা আজও রহস্য: কে বেশি ব্যর্থ৷ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে রয়েছেন অনুসন্ধানী সাংবাদিক বদরুদ্দোজা বাবু এবং যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম৷
    অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন @arafatul2008৷
    #সাগররুনী #সাংবাদিকহত্যা #খালেদমুহিউদ্দীন
    সাব্সক্রাইব করুন: bit.ly/2SJoeQq
    ফেসবুকে ডয়চে ভেলে: / dwbengali
    টুইটারে ডয়চে ভেলে: / dw_bengali

КОМЕНТАРІ • 1 тис.

  • @DWKhaledMuhiuddinJanteChay
    @DWKhaledMuhiuddinJanteChay  2 роки тому +253

    প্রিয় দর্শক, সাগর-রুনী হত্যার রহস্য অনুসন্ধান সাংবাদিকদের পক্ষে কি এখনও সম্ভব?

  • @NurMohammad-rq5bw
    @NurMohammad-rq5bw 2 роки тому +127

    সুবিধা ও নিবেন বিচারও চাইবেন ব্যাপারটা হাস্যকর। সাংবাদিকদের কাজ সত্য খুঁজে বের করা আর এখন আপনাদের কাজ হচ্ছে সত্যকে চাপা দেওয়া

    • @afrozakusum7181
      @afrozakusum7181 11 місяців тому

      কেয়ামতের লক্ষন,,,,সব কিছু উলটে যাওয়া

  • @tuneclamor4406
    @tuneclamor4406 2 роки тому +120

    খালেদ ভাই আপনার যে প্রশ্নগুলো করছেন,
    উনারা যদি সঠিক উত্তর দেয়
    হয়তো ঘুম হয়ে যাবে, না হয়
    সাগর-রুনির মত অবস্থা হবে
    আর এইটাই বাস্তব।

    • @faysalahmedmirdha1644
      @faysalahmedmirdha1644 2 роки тому +7

      গুম

    • @mohaiminulhasankhan
      @mohaiminulhasankhan 2 роки тому +3

      সহজ হিসাব।

    • @riadaronnoacca
      @riadaronnoacca 2 роки тому +2

      কথা সত্য।

    • @nazimuddin838
      @nazimuddin838 2 роки тому +1

      Right

    • @user-vl1qi8sf5c
      @user-vl1qi8sf5c Місяць тому

      এ ব্যাপারে দায় কি দেশের তথাকথিত
      সাংবাদিকদের নেই?
      তোষামোদি ছাড়া কি এ দেশে কোন সাংবাদিক তা আছে?

  • @mistimeye6941
    @mistimeye6941 2 роки тому +122

    উপস্থাপক প্রজ্ঞার সাথে জনগণের মনের কথা গুলো তুলে ধরেছেন।অসংখ্য
    ধন্যবাদ আপনাকে💕

    • @arifislam5136
      @arifislam5136 2 роки тому

      আপনাকেও ধন্যবাদ আপনার উনূসটানটা আমি ওনেক পছনদ করি

  • @KhalilRahmanali
    @KhalilRahmanali 2 роки тому +160

    বাবু এবং মহসিন সাহেব নিজেদের বাঁচিয়ে অনেক কিছু বলেছেন, আমরা কতটা বুঝতে পেরেছি সেটাই আসল কথা।

    • @pronabkumar5061
      @pronabkumar5061 2 роки тому +10

      কারন ওনারা বাংলাদেশে থাকেন।

    • @tomalabbasi3905
      @tomalabbasi3905 Рік тому +1

      সঠিক।।

  • @zaiamibodrudduza
    @zaiamibodrudduza 2 роки тому +53

    মোহসিন ভাই বলেই বলছি, অনেক শ্রদ্ধা রেখে বলছি এটা প্রতিয়মান যে কথা বলার স্বাধীনতা খুব নিম্নমানের হয়ে গেছে।

  • @shahadoathossain328
    @shahadoathossain328 2 роки тому +324

    বেকার সমস্যা প্রখর, বিশেষ করে শিক্ষিত বেকার। এ বিষয়ে একটা এপিসোড করার অনুরোধ রইলো।

    • @Ruhulamin-6305
      @Ruhulamin-6305 2 роки тому +3

      সহমত ভাই

    • @dhumketu0073
      @dhumketu0073 2 роки тому

      এপিসোড করলেই কি সমাধান হবে

    • @redfanush
      @redfanush 2 роки тому +5

      সমাধান না হলেও এটা নিয়ে কেউ কথা বলেনা। তাই একটা এপিসোড করলে ভালো হয়।

    • @kasperwazed141
      @kasperwazed141 2 роки тому

      Right

    • @nursagor2020
      @nursagor2020 2 роки тому +1

      Rights brother

  • @alihossain11
    @alihossain11 2 роки тому +83

    হাকিমের চাইতে বাবুকে অনেকবেশী সৎ সাহসী মনে হয় উচ্চারণে, হাকিমকে মনে হয় প্রশ্নের জবাবে অনেক কৌশলী!

    • @MahmudNewazJoyRecitation
      @MahmudNewazJoyRecitation 2 роки тому +1

      বাবু ভাই বাইরে থাকেন। হাকিম ভাই দেশে।

    • @alihossain11
      @alihossain11 2 роки тому +1

      @@MahmudNewazJoyRecitation সমস্যাটি যত না সাহসের তার চেয়ে বেশী নৈতিকতার! আমার কলিগের মৃত্যু নিয়ে কথা বলতে ভয় পেলে এ অনুষ্ঠানে আসার দরকার কী! বাংলাদেশে থেকেও অনেকে বলছেন বিবেক তাড়িত হয়ে!

  • @saifuddin7210
    @saifuddin7210 2 роки тому +21

    সবিনয়ে বলছি, জনাব খালেদ মহিউদ্দীন, এই ঘটনার পর আপনি দীর্ঘ দিন দেশে ছিলেন, ঐসময় টা তে আপনি আপনার জায়গা থেকে এই হত্যা রহস্য উন্মোচন ক্ষেত্রে কি বিশেষ কোন উদ্যোগ নিয়েছিলেন? আশা করছি আপনার নিজের ভূমিকা কি ছিল সেটা একটু আমাদের সাধারণ দর্শকদের জানাবেন।

    • @thuhidahammad2267
      @thuhidahammad2267 3 місяці тому

      খালেদ মহিউদ্দিন এই অনুষ্টানটার আয়োজন করসে। এইটাও কিন্তু একটা বড় উদ্যোগ।
      আফসোস সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাহ!

  • @mdsofiulalamsakil1175
    @mdsofiulalamsakil1175 2 роки тому +7

    বাবু ভাই বাস্তব কথা তুলে ধরেছেন৷স্যালুট ভাইকে

  • @Azadpksc8032
    @Azadpksc8032 2 роки тому +3

    আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরনো কথাগুলো উঠানোর জন্য

  • @Userid1914link
    @Userid1914link 2 роки тому +29

    সাংবাদিক বাবু ভাই অনেকটাই সত্য বলেছেন। উনার মধ্যে ভয় কাজ করছে সেটা স্পষ্ট।

  • @ibrahimhassen5059
    @ibrahimhassen5059 2 роки тому +14

    সাংবাদিক মানে সাহসি হতে হবে এবং সত্য কথা বলতে হবে,কিন্তু মহসিন ভাইকে ত দেখছি সুন্দরবনে অনেক সাহসের সাথে কাজ করতে দেখি, কিন্তু এখানে কেনো এমন

  • @luxurylifestyle569
    @luxurylifestyle569 2 роки тому +3

    উপস্থাপক প্রজ্ঞার সাথে জনগণের মনের কথা গুলো তুলে ধরেছেন।অসংখ্য
    ধন্যবাদ

  • @mdadmon8475
    @mdadmon8475 2 роки тому +2

    আপনাদের প্রতি শ্রদ্ধাশীল, বিচার বা আইনি প্রক্রিয়া পরের কথা, আপনাদের যে দায়িত্ব আমাদের কাছে সঠিক টা তুলে ধরুন।

  • @rumanasiddique8863
    @rumanasiddique8863 2 роки тому +18

    শর্ষের মধ্য যদি ভুত থাকে ,তাহাহলে বিচার হবে কিভাবে ,ক্ষমতা বদল হলে হয়ত বিচার হইতে পারে ।

  • @tanvir1113
    @tanvir1113 2 роки тому +53

    বাংলাদেশের সাংবাদিকরা কেমন আছে , এই বিচারহীনতা দেখেই বোঝা সম্ভব।

    • @saifdevdas7656
      @saifdevdas7656 2 роки тому +1

      IN AMERICA___200,000 murders have gone unsolved since the 1960s, leaving family and friends to wait and wonder. IF ALMIGHTY FBI CAN NOT SOLVE THE 33% OF THE CASES IN AMERICA___HOW CAN ILL-EQUIPPED BANGLADESHI POLICE SOLVE IT? BNP/JAMATIS WILL ALWAYS CREATE DOUBT IN PEOPLES MIND TO GAIN CHEAP POPULARITY. IN AMERICA'S NEWS ROOMS__BOSS KILLS A STORY, PERIOD.

  • @360Islambd
    @360Islambd 2 роки тому +18

    তাহলে এই অনুষ্ঠান থেকে বোঝা যায় বাংলাদেশের সকল টেলিভিশন Not সাংবাদিক ক্ষমতাসীন দের কাছে ধরা‌।।

  • @nazmulchowdhury3606
    @nazmulchowdhury3606 2 роки тому +25

    খালেদ ভাই , শ্রদ্ধা থেকেই বলছি , আপনার কাছে জানার ইচ্ছা দেশে থাকলে আপনার এই প্রশ্নগুলো আপনাকে করলে আপনি কিভাবে উত্তর দিতেন ? আপনার এন্ড থেকে জিজ্ঞাসা করা টা সহজ কিন্তু তাদের দিক থেকে উত্তর দেয়াটা চ্যালেন্জিং।আশা করি বুঝতে পেরেছেন ।

  • @uzzalhossain6634
    @uzzalhossain6634 2 роки тому +22

    দেশে বেকারত্ব নিয়ে খালেদ মহিউদ্দিন সাহেব কে বলবো, বেকার সমস্যা নিয়ে আপনি অবশ্যই দু একটা এপিসোড করবেন,,আমরা সাধারণ জনগণ এই বেকার সমস্যা নিয়ে ভালো কিছু সংবাদ আশা করছি,,খালেদ মহিউদ্দিন সাহেব আপনার জন্য শুভ কামনা রইলো,,

  • @bdupdate7235
    @bdupdate7235 2 роки тому +69

    এই হত্যার সাথে সরকার এর বিশেষ লোকজন জড়িত, এই বিচার এই সরকারের সময়ে হবে না

  • @anamulnext4102
    @anamulnext4102 2 роки тому +6

    মহসিন হাকিম ভাই কে বিবিসি বাংলায় দেখে খুবই খুশি হয়েছি। তবে হাকিম ভাই তার প্রশ্নের উওর গুলো স্রোতাদের মন জয় করে নিতে পারে নি

  • @aminislam4884
    @aminislam4884 2 роки тому +1

    অসংখ্য ধন্যবাদ খালিদ মহিউদ্দিন ভাইকে এই সব কথার আলোচনা করার জন্য, মহসিন উল হাকিম ভাইকেউ

  • @user-im3rq2zd2c
    @user-im3rq2zd2c 2 роки тому +1

    খুব সুন্দর একটা আলোচনা হলো আজ। ধন্যবাদ খালেদ ভাইকে ও Dw কে। এবং দুজন অতিথিই আমার খুব প্রিয় সাংবাদিক এবং তারা অনেক সত্যি কথা বলেছেন এবং আরো অনেক কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু তারা বিভিন্ন সত্য উন্মোচন করতে গিয়েও কোন না কোন কারনে তা এড়িয়ে যাচ্ছেন।

  • @mohiuddinsumon1044
    @mohiuddinsumon1044 2 роки тому +3

    প্রিয় খালেদ মুহিউদ্দিন স্যার।
    সালাম ও শুভেচ্ছা নিবেন। বিভিন্ন বিষয়ে আপনাদের আয়োজন সত্যি আমার অনেক ভালোলাগে। আমার প্রত্যাশা ভবিষ্যতে তরুণদের নিয়েও বা যুক্ত করে কিছু পোগ্রাম রাখবেন।
    অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
    ধন্যবাদ
    মহিউদ্দিন সুমন।

  • @iqbalkabir2325
    @iqbalkabir2325 2 роки тому +6

    বিচার তো পরের কথা, আসামিই আটক হয়নি।

  • @saidulgony9237
    @saidulgony9237 Рік тому +2

    নিষ্ফল আলোচনা

  • @world4351
    @world4351 2 роки тому

    ধন্যবাদ!
    মহসীন উল হাকিমকে অনুষ্ঠানে আনার জন্য😍

  • @kamrulkamarum7849
    @kamrulkamarum7849 2 роки тому +44

    এটার বিচার হবে না এই সরকারের আমলে কারণ এটার সাথে সরকারের লোক জড়িত

    • @saifdevdas7656
      @saifdevdas7656 2 роки тому

      IN AMERICA___200,000 murders have gone unsolved since the 1960s, leaving family and friends to wait and wonder. IF ALMIGHTY FBI CAN NOT SOLVE THE 33% OF THE CASES IN AMERICA___HOW CAN ILL-EQUIPPED BANGLADESHI POLICE SOLVE IT? BNP/JAMATIS WILL ALWAYS CREATE DOUBT IN PEOPLES MIND TO GAIN CHEAP POPULARITY. IN AMERICA'S NEWS ROOMS__BOSS KILLS A STORY, PERIOD.

  • @billalhossain9332
    @billalhossain9332 2 роки тому +20

    ভাই বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে কথা বলেন ভাই বাংলাদেশের আদালতের বিচারকরা যখন ন্যায় অন্যায় করে এবং ন্যায়বিচার পেতে হলে যদি ঘুষ দিয়ে করাতে হয় ঘুষ দিতে দিতে আমরা তো নিঃস্ব হয়ে গেছি ভাই বিচারকের বিরুদ্ধে কোন জায়গায় কি করলে দেশ আমাকে সাহায্য করবে সে ব্যাপারে জানতে চাই ভাই

  • @mathacademy8242
    @mathacademy8242 2 роки тому

    Thanks khaled vai...

  • @maybeuddinahammed9065
    @maybeuddinahammed9065 2 роки тому +2

    Khaled Saheb bes Valo laglo. Thank you again

  • @mdkowsaralam7068
    @mdkowsaralam7068 2 роки тому +33

    আমাদের সাংবাদিকেরা শুধু একটাই পারে সাগর রুনির ছেলে মেঘ কে নিয়ে কিছু ইমোশনাল কথা বলে রিপোর্ট করে। মেঘ ক্রিকেট খেলে, সে সাকিব হতে চায় ব্লা ব্লা..

    • @ArifulIslam-bq8ix
      @ArifulIslam-bq8ix 2 роки тому

      এমন মেঘ অনেক ঘরেই আছে, বিচারের জন্য হাহাকার করছে.....
      বেঁচে থাকলে একদিন কোন না কোন মেঘ ঠিকি বিচার করবে, যেভাবে কেচোঁ খুড়ে বের করা হয় ঠিক সেভাবেই বের করা হবে....
      ইনশাআল্লাহ

  • @mohammadislam6291
    @mohammadislam6291 2 роки тому +3

    রুনির শেষ কয়েকটা এ্যাসাইনমেন্টগুলি কোথায় বা কি ছিল ??

  • @mdserajulislam-vp8bf
    @mdserajulislam-vp8bf Рік тому

    Alhamdulillah
    You are actually representing me and my country as well

  • @nazrulislambabul9704
    @nazrulislambabul9704 2 роки тому +10

    সাংবাদিকদের ব্যর্থতা সবচেয়ে বেশী। প্রতিবাদ হিসাবে পত্রিকার পাতায় এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখতে পারেনি। টেলিভিশনের স্ক্রীনে একটি শোকের চিহ্নও রাখেনি। একদিনের জন্যও গণমাধ্যমের কর্মীরা কর্মবিরতি পালন করেনি। সবচেয়ে হতাশার বিষয় এখানেই।

  • @KamalUddin-zg2jm
    @KamalUddin-zg2jm 2 роки тому +3

    Very clear what Mr Babu tried to say.

  • @ArifurRahman-hd2oy
    @ArifurRahman-hd2oy 2 роки тому +5

    বাবু সাহেব, নির্ভক সাহসী সাংবাদিক।
    পক্ষান্তরে.....
    মহসিন সাহেব, ভিতু ও সুকৌশলী সাংবাদিক।

  • @walidhasanrabbi3197
    @walidhasanrabbi3197 2 роки тому +9

    এই সরকারের পতন হোক একমাসের মধ্যে বিচার করা সম্ভব।

  • @MdKhadamul-yr6qx
    @MdKhadamul-yr6qx 2 роки тому +9

    বিচার হতে কেন দেরি হচ্ছে,,এটা বাংলার মানুষ ভালোই জানে।।

    • @suruzsikder9335
      @suruzsikder9335 2 роки тому

      আপনি কি জানেন? কেউ তো কিছু বলছেনা।

    • @denlywhite1732
      @denlywhite1732 2 роки тому

      Sobai jana...

  • @mohammadmannan6116
    @mohammadmannan6116 2 роки тому +9

    কথা শুনে আবারো মনে হচ্ছে ডালমে অনেক কালাহ্যায় । এটা বুঝতে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়ও যাওয়ার দরকার হয় না। হায়রে আমার সোনার দেশ।

  • @estiyakhossain1021
    @estiyakhossain1021 2 роки тому +3

    প্রিয় তিনজন ব্যক্তিত্ব ❤️🇧🇩

  • @mdabuhasan9252
    @mdabuhasan9252 2 роки тому +5

    সাংবাদিক ও মিডিয়া দায়ী।

  • @MahadiShovo
    @MahadiShovo 2 роки тому +4

    মহাসীন উল হাকিম " আমার প্রিয় একজন সাংবাদিক "আপনার পরিশ্রমের ফসল হিসেবে সুন্দরবন অনেকটাই শান্ত। ধন্যবাদ আপনাকে।

  • @samirahmad4508
    @samirahmad4508 2 роки тому +7

    দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে একটি শো করবেন আমার মনে হয় এটা সবচেয়ে জরুরি বর্তমানে বাংলাদেশের জন্য 🤔🤔

  • @noormohd6563
    @noormohd6563 2 роки тому +37

    সাংবাদিকদের আগে তেলবাজী থেকে বের হওয়া লাগবে, তাহলেই অনুসন্ধান সাংবাদিকতা সফল হবে। ধন্যবাদ

  • @s.m.golamrobbani1307
    @s.m.golamrobbani1307 2 роки тому +1

    সবাইকে ধন্যবাদ। কিন্তু বুঝতে এবং বাস্তবায়নের জন্য এতো দেরি কেন?

  • @Tahseen_jahan
    @Tahseen_jahan 2 роки тому +2

    Both journalist well said. Specially mr babu ❤️

  • @shorifulislam9185
    @shorifulislam9185 2 роки тому +13

    বিচার চাহিয়া লজ্জা দিবেন না! বিচার প্রতি বনবাসে বিচার দিমু কার কাছে। বিচার একদিন হবে রোজ হাশরের মাঠে।

    • @AlaUddin-nu6zm
      @AlaUddin-nu6zm 2 роки тому +1

      একে বারে সঠিক।

  • @SahidulIslam-mu7ep
    @SahidulIslam-mu7ep 2 роки тому +5

    Surviving is a question. The content of the discussion is very nice. If you are not good yourself, you cannot cooperate to keep someone good.We are all corrupt is one way or another. we can keep our mouths shut for any reason. The two negotiators did just that.

  • @mdkamal610
    @mdkamal610 2 роки тому

    Thank you so much

  • @jahan1913
    @jahan1913 2 роки тому +2

    সহজ উত্তর সরকারের লোক জড়িত ভাই

  • @helalhossain8529
    @helalhossain8529 2 роки тому +12

    খালেদ ভাই মাত্র ৭৬ বার আমার মনে হয় না ১০০০ হলেও সঠিক তদন্ত রিপোর্ট আসবে।
    একমাত্র যদি আল্লাহ চায় তাহলেই সম্ভব।

  • @asadarif4031
    @asadarif4031 2 роки тому +8

    আজকের অনুষ্ঠান না দেখলে বুঝতেই পারতাম না- মহসিনুল হাকিম সরকার ঘনিষ্ঠ কেউ! র‍্যাবের কাছ থেকে পুরস্কার নিতে দেখেও মনে হয়নি।

    • @humanity9862
      @humanity9862 2 роки тому +1

      Vai uni Awamilig er dalal. Tai uni ato kisu pay

  • @rozyanwar134
    @rozyanwar134 2 роки тому

    খালিদ ভাই, ও সাথে আরো যে দুইজন আছেন,আপনারাই বাংলাদেশের মানুষের কাছে অনেক আপন, সত্য, শক্তি, সুন্দর মনের মানুষ, আপনাদের জন্য অনেক দোয়া।

  • @nurulhussain4348
    @nurulhussain4348 2 роки тому

    Ami sudu proshno suni vai, eto valo lage

  • @kamrulkamarum7849
    @kamrulkamarum7849 2 роки тому +9

    সাংবাদিকরা সাধিন ভাবে কাজ করতে পারতেছে না ভাই এই সরকারের কারনে

  • @Mehedi_Hasan64
    @Mehedi_Hasan64 2 роки тому +4

    মহসিন ভাইয়ের মুখে সব সময় হাসি থাকেই❤️❤️❤️❤️❤️

  • @khurshidnahar5257
    @khurshidnahar5257 2 роки тому +1

    খালিদ মহিউদ্দিন ভাই অসাধারণ

  • @emrannhossain4602
    @emrannhossain4602 2 роки тому +1

    Two One Of My Fvrt Journalist 💔

  • @drhemel
    @drhemel 2 роки тому +23

    হাস্যকর যুক্তি! এত চাপ থাকাতে(জনগনের) তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করতে পারে নাই, এটা হাস্যকর! কি টাইপের সাংবাদিক এগুলো?

  • @abulhasnat9590
    @abulhasnat9590 2 роки тому +18

    দুঃখজনক সত্য - এই এপিসোডটি সাগর রুনি বিষয়ক আগে হওয়া টকশোগুলর মতই একটি নিস্ফল টকশো মনে হল।

  • @habibultalukder903
    @habibultalukder903 2 роки тому +1

    Thank you Mr khaked mohi uddin.

  • @slngldotcom922
    @slngldotcom922 2 роки тому

    Thanks sotobai k mohiuddin sir desher jatir jibon rokkharthe sesta kortesen alhamdulillah salam sonman doya rohilo Allah aponar sohay hok hayat dan korun ameen thanks otithibindo

  • @tarhakjonijonimiha9963
    @tarhakjonijonimiha9963 2 роки тому +15

    বাবু অনেক সহজসরল তবে মহসিন কিন্তু চতুর।

  • @mdislam-su6wy
    @mdislam-su6wy 2 роки тому +4

    এখন দেখছি সাগর-রুনী নামে কেহ ছিল না, তদন্ত কোথায় করবে।

  • @Junayed_Fc_Mobile_24_
    @Junayed_Fc_Mobile_24_ 2 роки тому

    Thank you babu

  • @rkkhan7843
    @rkkhan7843 2 роки тому

    প্রিও মহসিন ভাই।

  • @rofikulislamkhokon614
    @rofikulislamkhokon614 2 роки тому +11

    খালেদ মহিউদ্দিন ভাই খুবি ভালো লোক। তিনজনই খুবি ভালো বলেছেন। তবে হাকিম ভাই তদন্ত করবেন আশা করি।

  • @videosongtv9826
    @videosongtv9826 2 роки тому +8

    সামিট গ্যাস বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিলো যা রুনি একটি রিপোর্ট করেছিলো সেখান থেকে তদন্ত করতে পারেন

    • @a.f.m.sharifulislam3648
      @a.f.m.sharifulislam3648 2 роки тому +3

      Absolutely correct, Mainly 2nd great of this country is related with the murder, so , this matter will never be revealed at this present Govt period.

    • @russian6584
      @russian6584 2 роки тому

      👍👍👍👍

  • @hasanbarichawdhury6848
    @hasanbarichawdhury6848 11 місяців тому

    Wow nice awesome

  • @abidrehman4309
    @abidrehman4309 2 роки тому

    Love you Mohshin Bhai.....

  • @gazikobir5691
    @gazikobir5691 2 роки тому +4

    কয়েক জন কে বাচাবার জন্য এই হত্যার উধঘটন হয় না

  • @cricketlovers6290
    @cricketlovers6290 2 роки тому +3

    মহসিন ভাইকে দেখে অনেক ভালো লাগলো💕💕💕

  • @lovereaction1392
    @lovereaction1392 2 роки тому +1

    I like you❤️❤️❤️ খালেদ মহিউদ্দিন

  • @rahajulamin7062
    @rahajulamin7062 2 роки тому +2

    শিক্ষাব্যবস্থা ও চাকরি নিয়ে পর্ব চাই

  • @sajonkumar9706
    @sajonkumar9706 2 роки тому +6

    Mr খালেদ, if you intend to broadcast the truth, then bring some brave guests who's already been talking about it, who had insight on...journalist who are safe from danger.

  • @viennacalling85
    @viennacalling85 2 роки тому +13

    Never expected Mohsinul Hakim to try talk like this. It was evident on his face that he was trying to hide the truth. Whom is he trying to save?

  • @mdmission9340
    @mdmission9340 2 роки тому +2

    হে আল্লাহ আপনি সকল কে বুঝার তৌফিক দান করুন আমিন ভাই আজ হোক আর কাল হোক সাগর রুনির বিচার হবেই। ইনশাআল্লাহ ✌ নিশি রাতের সরকার আর নাই দরকার খালেদ মহিউদ্দিন সাহেব অনেক অনেক ধন্যবাদ ভাই।

  • @kamalahmed1462
    @kamalahmed1462 2 роки тому

    Mohsin ul Hakim bhai oshsadaron bolechen sob gulu kotha!

  • @michaelangelo2980
    @michaelangelo2980 2 роки тому +4

    সবাই জানে কেন কিন্তু কেউ বলবে না🙂

  • @naimurrahman7868
    @naimurrahman7868 2 роки тому +6

    সত্য চাপা থাকবে না আর থাকেওনা । বের হবেই একদিন ।

  • @pronabkumar5061
    @pronabkumar5061 2 роки тому +2

    আমার এক বন্ধু স্কুলে ঠিক ভাবে পড়া করে দিতে পারতো না, এখন সে সময় টিভির একজন সাংবাদিক।

    • @MdIslam-ut6di
      @MdIslam-ut6di 2 роки тому

      আমার এক বন্ধু এস এস সি পরীক্ষায় পাশ করছে বলে আমার জানা নাই , কিন্ত সে এখন একটা লোকাল পত্রিকার জেলা প্রতিনিধি।

  • @kmtv1456
    @kmtv1456 2 роки тому +2

    ১০ বছর পরে হলেও এই প্রচেষ্টায় সত্য ঘটনা যদি আমরা জানতে পারি। সেলফি গ্রুপ এইবার যদি কিছু শিক্ষা পায়। ধন্যবাদ খালেদ ভাই, ধন্যবাদ বাবু ভাই এবং হাকিম ভাই।

  • @zahid1762
    @zahid1762 2 роки тому +3

    আদালত বলে দিলে পারে ""যেদিন পারেন দিয়েন, বারবার সময় বৃদ্ধির আবেদন করে লজ্জা দিবেন না""

  • @burhanuddin221
    @burhanuddin221 2 роки тому +8

    ওই সময় যখন ইকবাল সোবহানকে তথ্য উপদেষ্টা করা হল তখন থেকেই শেষ হয়ে গেছে আসল ঘটনা ইকবাল সোবহান জানে

  • @abdullotif6449
    @abdullotif6449 2 роки тому

    বদরুদ্দোজা বাবু প্রিয় একজন সাংবাদিক

  • @ROKEYABEGUM-sp3mt
    @ROKEYABEGUM-sp3mt 2 роки тому +2

    সবাই মানুষকে ভয় করে, আল্লাহ কে কেউই ভয় করে না এটাই সত্য কথা

  • @MrAkash...
    @MrAkash... 2 роки тому +18

    ৩টা প্রিয় মুখ ১সাথে। আলহামদুলিল্লাহ

  • @rakibgazi2067
    @rakibgazi2067 2 роки тому +3

    শিক্ষিত বেকারদের নিয়ে ও ৩৫ করার বিষয়ে একটা এপিসোড দেখতে চাই

  • @KJ-so9sz
    @KJ-so9sz 2 роки тому

    Kaleda you are right thanks ❤️ I love you

  • @mehedi885
    @mehedi885 2 роки тому

    Good 😊

  • @mohammadrobel689
    @mohammadrobel689 2 роки тому +4

    বাবু ভাই আর মহসিন ভাইয়ের কথায় অনেক কিছু বুঝলাম। সাগর রুনি হত্যায় অনেক ঘাপটি আছে।

  • @MdHasan-mg7ek
    @MdHasan-mg7ek 2 роки тому +8

    কেঁচো খুঁড়তে যদি সাপ বেরিয়ে আসে 😜

    • @trainerzamirul6844
      @trainerzamirul6844 2 роки тому +1

      সঠিক। PM & Secretary of BAL ও জানে।

  • @shruwarhossain1118
    @shruwarhossain1118 Рік тому

    খালেদ মহিউদ্দিন ভাই আপনি কেমন আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার প্রতি রহিলো সংগামী সালাম ভালো থাকবেন সুস্থ থাকুন সুন্দর থাকেন এই দোয়া করি

  • @TanvirSirajBandicom
    @TanvirSirajBandicom 2 роки тому

    Mind-blowing 😀😀😀😀😀😀😀😀

  • @jutychowdhury
    @jutychowdhury 2 роки тому +4

    দেশটা আজও স্বাধীন হয়নাই খুন জুলুম ধর্ষণের বিচার নেই বাংলাদেশে।

  • @arifislam5136
    @arifislam5136 2 роки тому +5

    আমি আপনাকে বলছি যাদেরকে নিয়া আসছেন তারা ভয়এ রিপোরট করেনা এই সহজ কথাটা আপনে জিগাননা কেন?

  • @CRICKETLOVER-bg7ev
    @CRICKETLOVER-bg7ev Рік тому +1

    মহসিন এবং বাবু ভাই যা বোঝাতে চেয়েছেন সেটা আমরাও বুঝতে পেরেছি।বিচার হবে তবে প্রেক্ষাপট পরিবর্তন হলে।

  • @tunjinaferdous8022
    @tunjinaferdous8022 2 роки тому +1

    বেকার বিষয়টি নিয়ে একটা এপিসোড করলে খুব ভাল হত স্যার।বিষয়টি এখন আলোচিত