শিরায় শিরায় আগুন জ্বালো"লড়ো"।।ফাতিহা||মুজিযা||Shiray Shiray agun jalo❤️

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024
  • গান: লড়ো
    কথা: বিলাল হোসাইন নূরী
    সুর: রাআদ ইজামা
    শিল্পী: ফাতিহা নুসাইবা
    মুজিযা মাশিয়াত
    ✅✅লিরিক্স✅✅
    শিরায় শিরায় আগুন জ্বালাও দীপ্র থেকে দীপ্রতর-
    তরুণ তোমার চলার গতি ক্ষিপ্র করো, ক্ষিপ্র করো!
    আর কতকাল শুনবে তুমি অত্যাচারীর মিথ্যা ভাষণ
    আর কতকাল গুনবে তুমি হত্যাকারীর স্বৈর-শাসন-
    বারুদ বারুদ বুক চিতিয়ে
    সত্যকে আজ দাও জিতিয়ে
    হাতের মুঠোয় জীবন নিয়ে তীব্র লড়ো, তীব্র লড়ো!
    কোন্‌ চেতনার গল্প-কথায় বিভোর তুমি অন্ধকারে-
    এই তো সময় আঘাত হানার ইতিহাসের বন্ধ দ্বারে।
    আর কতকাল সইবে তুমি নষ্ট লোকের নগ্ন বড়াই
    আর কতকাল বইবে তুমি কষ্ট-শোকের তপ্ত কড়াই-
    পাথর পাথর পথ মাড়িয়ে
    শুয়োরগুলো দাও তাড়িয়ে
    দিন বদলের সবুজ নিশান শীঘ্র ধরো, শীঘ্র ধরো!
    #police #duet #banglablockade #bangladesh #dhaka #kids #qouta #savebangladeshstudents #savedu #time #banglablockade #banglaburning #song #new #newsong #newvideo

КОМЕНТАРІ •