Violin | ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা....
Вставка
- Опубліковано 9 лют 2025
- এক সপ্তাহ হয়নি ভায়োলিন হাতে তাঁকে দেখা গিয়েছে বিডন স্ট্রিটে। তাঁর একপাশে স্ত্রী দাঁড়িয়ে। আর তিনি এক মনে বাজিয়ে চলেছেন বেহালার তার। বেহালা বাজানোর ভিডিয়ো প্রকাশ্যে আসতে তা ছড়িয়ে যায় মোবাইলে-মোবাইলে। এক কথায় ভাইরাল সে ভিডিয়ো। তারপর শুরু হয়ে যায় খোঁজ। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে রাজ চক্রবর্তী। খোঁজ করছেন বেহালা বাজানো লোকটার। ভদ্রলোকের নাম ভগবান মালী। বিবেকানন্দ রোডের ব্রিজের নীচে ফুটপাথে তাঁর থাকা-খাওয়ার জায়গা। স্ত্রীর সঙ্গে রাস্তাতে সংসার। তিন ছেলে, এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে, কিছুদিন আগেই মা হল মেয়ে। মালদা থেকে শহরে আসা ভগবানের। তারপর লকডাউন ফেরা হয়নি। কার কাছেই বা ফিরবেন? দুই বড় ছেলের বিয়ে হয়েছে, কিন্তু মা-বাবকে আর দেখেননি তাঁরা। তাই একলা শহরে ওঁরা দুজনে একসঙ্গে। ভগবান ও তাঁর স্ত্রী সরিতা। না-দু’জন নয়। মোট তিনজন। বেহালাও তো তাঁর আপনজন। TV9 বাংলার প্রতিনিধি শুভঙ্কর চক্রবর্তী ও ক্যামেরায় নন্দন পালও ভাসলেন ভগবানের সুরে।
For Every News Update Click On : bit.ly/3p7spVT
Follow Us On Facebook: / tv9banglalive
Follow Us On Instagram: / tv9_bangla
Follow Us On Twitter: / tv9_bangla
Subscribe Us On UA-cam: bit.ly/34uWUvN
#Violin #Lockdown #TV9Bangla