Thanks to all our viewers who have watched and appreciated the interview. We have received many comments comparing this to Neelesh Mishra's slow interview. As a matter of fact, yes our inspiration to do "Soul Connection" is the "Slow Interview" and we are honored that people are liking it. We will be coming up with more artists and their journey of life. Stay tuned!!! Keep giving love!!! That's what motivates us!!!
For the first time I got to know the person behind the persona thanks to this excellent interview. Only if I could pass on this request to Khoraj Da to take care of his health and refrain from abusing it. He was perspiring so profusely. Dada we adore you and do not want to lose you. Regards.
মাটির কলসির জল খেয়ে যেমন তৃপ্তি মেলে, বৃষ্টির জল পড়ে সোঁদা মাটির যেমন গন্ধ মেলে, বুকের ভিতর শূন্যতায় যে জীবনের শ্বাস শোনা যায়, এই কথোপকথন বুনতে থাকে শিল্পীর আখ্যান। অসাধারণ।
একটা কথা গর্বের সাথে বলতেই হয় শ্রদ্ধেও খরাজ কাকুর মতো একজন এতবড় প্রতিভার সাথে আমার বাবা খুব অল্প সময়ের জন্য থিয়েটারে অভিনয় করেছিলেন, এবং বাবা জীবিত থাকাকালীন ওনাদের বন্ধুত্বের কথা প্রায়ই বলতেন। মনে এক অদম্য আশা আছে, যদি ওনার সাথে একটি বার অল্প সময়ের জন্যে হলেও দেখা করতে পারি। ভিডিও প্রসঙ্গে বলি, ২৩ মিনিট থেকে ২৪ মিনিটের মাঝে যে প্রসঙ্গ আলোচনা হচ্ছিলো, তাতে আমার পলাতক ছবিটির কথা মনে পড়ে গেলো। সেই অর্থে আমরা হয়তো বলতেই পারি মনোজ বাজপেয়ী বা পঙ্কজ ত্রিপাঠিদের বহু আগে বাংলায় এই ধরণের কাজ হয়ে গেছে।
খরাজ বাবুর এমন একটি অসাধারণ সাক্ষাৎকার নিয়ে আপনারা একটি মূল্যবান সম্পদ তৈরি করে রাখলেন চলচ্চিত্র জগতের ইতিহাসে । শিল্পীসত্তা নিয়ে অনেকেই জন্মায় ও সুযোগ পেলে তার নিজস্ব সম্ভাবনা - শক্তিকে আরও প্রখর ও উজ্জ্বল করে তোলেন । ফলে যারা মানুষের ভালোবাসা পেয়ে একটা উচ্চতায় চলে গিয়ে নিজের প্রকৃত ভূমিতল ভুলে গিয়ে এক স্বতন্ত্র ভূমিকা নিয়ে নিজের জীবনশৈলী গঠন করে ' একটু তফাতে ' থাকতে স্বচ্ছন্দ বোধ করেন , খরাজ বাবু যে কতটা আলাদা -- তা আপনাদের পারস্পরিক আলোচনার মধ্যে চমৎকার ফুটে উঠেছে । তাঁকে আমার অগাধ শ্রদ্ধা ও সম্মান জানাই । তিনি প্রবল শক্তিশালী অভিনেতা । ভারতীয় চলচ্চিত্রে তাঁর বহু কিছু দেবার আছে । বাংলা চলচ্চিত্র জগতে অতি কতিপয় বর্তমান শিল্পীর মধ্যে তিনি তাঁর নিজস্ব মৌলিক ধারা অব্যাহত রেখে আমাদের আরও সমৃদ্ধ করুন , এটাই আমাদের অভিলাষ । আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই । ভবিষ্যতে এই ধরণের মৌলিক দৃষ্টিভঙ্গি নিয়ে আরও কাজ করে বাংলার ক্ষয়িষ্ণু অবস্থা থেকে উদ্ধার করুন , এটুকুই আমাদের আশা । 🙏💗🙏💗🙏💗🙏
very well conducted. You asked questions and gave the actor time to talk and listen to him, not interrupting after every few minutes and laughing and loosing the chain of emotions. Great work Arunava. Looking forward to more such interviews.
Kharajda,you are one of my favourite actor... rather say artist...i wish you a very healthy life...to create and gift a lot to your admirers....take care...
I am so happy that you chose to open with Kharaj Mukherjee! He is an extremely talented performer albeit under-utilised. Also, appreciate the restraint shown by Arunava as an interviewer.
Thanks for doing two episode with Kharaj. This will go into archives of all time greats of actor s of Bengali cinema, even after Kharaj is gone. His acting skills are yet to be utilized to a greater extent, hopefully he will entertain us for many more years to come.
The interviewee has guided those who are not conversant with the world of acting into a space which is stimulating and standing on the pillars of sensitivity and revelation. Also, an accomplished raconteur can happily envy Mr. Kharaj Mukherjee for his spellbinding narrative aplomb.
যে মানুষটিকে সবসময় হাসাতে দেখেছি,সেই মানুষটির চোখে জল!সত্যি উনি অনন্য! আর ওনার গান গুলো যে শুধুই কোন হাসির গান,তা নয়,সামাজিক একটা মেসেজ ও থাকে।সেটা হয়তো সবাই বুঝতে পারে না। ওনাকে বেশির ভাগ ক্ষেত্রেই কমেডি তে দেখা যাক,কিন্তু যে কয়টা অন্য চরিত্রে দেখা গেছে,তিনি দাপটের সাথে অভিনয় করেছেন। আর সব শেষে, গুরুর প্রতি যে শ্রদ্ধা এখনো ও উনি রেখেছেন,তা খুবই বিরল। ওনার গান ওনার লেখা ওনার অভিনয় সব কিছুই বড় ভালোলাগে,,,প্রণাম রইলো মানুষটির প্রতি। 🙏🙏
Kono promotion na kono bekar plug in na...just khati adda die manush ta ke kichuta chena gelo... etakei bole interview. Shotti bhari shundor hoyeche dada❤
aami jokhon i kaj korte bosi.. sathe gaan na cholle , powerpoint, excel er kaj hotei pare na.. aj first time.. gaan na sune tomader duto part interview sune...sob kaj sesh korlam... erom interview aro chai.. kharaj sir er moto protibha der aro samne chai jaate porer generation rao bojhe... kudos to the interviewer .. osadharon chilo interview.. aar interviewer.. thik somoy chup kore sunlo.. thik somoy question jiges korlo.. osadharon interview
একজন শিল্পীর ক্রিয়েটিভিটি শেষ হলে যে বেচে থেকেও মরে যাই এই কথা টা আমি একজন খুদে শিল্পী হয়ে ভাবতাম জানতাম না খরাজ বাবুর মত একজন মানুষ ও এই কথা টা ভাবে সত্যিই তার মুখ থেকে শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না শত শত প্রণাম ওনাকে 🙏🙏🙏
Kharaj Mukherjee is not used by Tollywood.His acting skills not only in Bengali films and stage is unparalleled. Kharajbabu i would like to request you perform a dream character of GIRISH GHOSH ,..a script by Sri Sanjiv Chattopadha named RAMKRISHNA KRIPADHANYA GIRISH GHOSH.It is only you can perform.
One of the finest actors of the world... I have never seen him over act or underact in any movies.. be it so called commercial movies or art films daily soaps... one of the finest actors India has ever produced!!
Bhai Rabi Ghosh onno level ar chilo bhai.....India te total 36 ta film industry chole.....Ravi Ghosh ar moto acting skill onno karur nei eta soyong Amitabh bolechilen
Excellent. After a long time I saw a good content in youtube about one of a great actor in industry. Kharaj da tum sudhu comedian noa tumi bhalo actor r khub bhalo manush
আপনি ভারতীয় চলচ্চিত্র জগতের এক বিরল প্রতিভা। আপনাকে আমরা আরও অনেক অনেক বছর দেখতে শুনতে চাই। শুধু একটা অনুরোধ সিগারেট (আমি নিজে দিনে চল্লিশটা সিগারেট খেতাম, তের বছর হলো ছেড়েছি এবং ভালো আছি) খাওয়াটা ছেড়ে দিন, মনে হচ্ছে এটা আপনাকে হয়তো কষ্ট দিচ্ছে।
Mr. Kharaj Mukherjee ekjon top grade actor and not enough used by Bengali movie industry, as I believe but etto norom moner sorol manush aaj janlam, tai to uni etto boro silpi.
Thanks to all our viewers who have watched and appreciated the interview. We have received many comments comparing this to Neelesh Mishra's slow interview.
As a matter of fact, yes our inspiration to do "Soul Connection" is the "Slow Interview" and we are honored that people are liking it.
We will be coming up with more artists and their journey of life. Stay tuned!!! Keep giving love!!! That's what motivates us!!!
ei sotto mene neoa ebong bhalo kaaj duto korar jonnei khub abhinondon aaj sob ta episode dekhbo aar porer gulor jonne opekkha korbo...
For the first time I got to know the person behind the persona thanks to this excellent interview. Only if I could pass on this request to Khoraj Da to take care of his health and refrain from abusing it. He was perspiring so profusely. Dada we adore you and do not want to lose you. Regards.
খরাজ একটাই হয়। দ্বিতীয় আর হবে না।❤❤
মাটির কলসির জল খেয়ে যেমন তৃপ্তি মেলে, বৃষ্টির জল পড়ে সোঁদা মাটির যেমন গন্ধ মেলে, বুকের ভিতর শূন্যতায় যে জীবনের শ্বাস শোনা যায়, এই কথোপকথন বুনতে থাকে শিল্পীর আখ্যান। অসাধারণ।
After Nilesh Mishra's Slow cafe, Soul connection is the only podcast show, that touches my soul
আমার 65 বছর বয়সে পৌঁছে এই অনুভূতি হয়েছে খরাজ মুখোপাধ্যায় বাংলা সিনেমা মাধ্যমে সেরার সেরা অভিনেতা, যাকে ব্যবহার করার মত যোগ্য পরিচালক পাওয়া গেলোনা।
Ekdom sohomot
Exactly
একটা কথা গর্বের সাথে বলতেই হয় শ্রদ্ধেও খরাজ কাকুর মতো একজন এতবড় প্রতিভার সাথে আমার বাবা খুব অল্প সময়ের জন্য থিয়েটারে অভিনয় করেছিলেন, এবং বাবা জীবিত থাকাকালীন ওনাদের বন্ধুত্বের কথা প্রায়ই বলতেন। মনে এক অদম্য আশা আছে, যদি ওনার সাথে একটি বার অল্প সময়ের জন্যে হলেও দেখা করতে পারি।
ভিডিও প্রসঙ্গে বলি, ২৩ মিনিট থেকে ২৪ মিনিটের মাঝে যে প্রসঙ্গ আলোচনা হচ্ছিলো, তাতে আমার পলাতক ছবিটির কথা মনে পড়ে গেলো। সেই অর্থে আমরা হয়তো বলতেই পারি মনোজ বাজপেয়ী বা পঙ্কজ ত্রিপাঠিদের বহু আগে বাংলায় এই ধরণের কাজ হয়ে গেছে।
প্রবাদপ্রতীম অভিনেতার মুখে মাননীয় রমাপ্রসাদ বণিক মহাশয়ের স্মৃতি তর্পণ চোখে জল এনে দিল! 😢😢😢❤❤
খরাজ মুখার্জি 'র গলায় নাটকের গান বেশ ভালোই লাগলো ভাব, মেজাজ, গলা সব মিলিয়ে অপূর্ব এক গাইয়ে সে, জানলাম। ❤❤❤
আমাদের চারপাশের আলোচনায় শুনি Kharaj Mukherjee comedian হিসেবে নয় প্রথমে বড় অভিনেতা হিসেবে গন্য বেশিরভাগ দর্শকের কাছে।
জীবন যদি সত্যিই বৈচিত্র্যময় করতে হয় তাহলে এই অসাধারণ প্রতিবেদন গুলো শুনতেই হবে।
Tollywood industry already made huge loss of not having kharaj Mukherjee centric movie. He is Pankaj Tripathi in our industry
এমন আবেগ না থাকলে এমন শিল্পী হয়! মন ভরে গেল।
খরাজ বাবুর এমন একটি অসাধারণ সাক্ষাৎকার নিয়ে আপনারা একটি মূল্যবান সম্পদ তৈরি করে রাখলেন চলচ্চিত্র জগতের ইতিহাসে । শিল্পীসত্তা নিয়ে অনেকেই জন্মায় ও সুযোগ পেলে তার নিজস্ব সম্ভাবনা - শক্তিকে আরও প্রখর ও উজ্জ্বল করে তোলেন । ফলে যারা মানুষের ভালোবাসা পেয়ে একটা উচ্চতায় চলে গিয়ে নিজের প্রকৃত ভূমিতল ভুলে গিয়ে এক স্বতন্ত্র ভূমিকা নিয়ে নিজের জীবনশৈলী গঠন করে ' একটু তফাতে ' থাকতে স্বচ্ছন্দ বোধ করেন , খরাজ বাবু যে কতটা আলাদা -- তা আপনাদের পারস্পরিক আলোচনার মধ্যে চমৎকার ফুটে উঠেছে । তাঁকে আমার অগাধ শ্রদ্ধা ও সম্মান জানাই । তিনি প্রবল শক্তিশালী অভিনেতা । ভারতীয় চলচ্চিত্রে তাঁর বহু কিছু দেবার আছে । বাংলা চলচ্চিত্র জগতে অতি কতিপয় বর্তমান শিল্পীর মধ্যে তিনি তাঁর নিজস্ব মৌলিক ধারা অব্যাহত রেখে আমাদের আরও সমৃদ্ধ করুন , এটাই আমাদের অভিলাষ । আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই । ভবিষ্যতে এই ধরণের মৌলিক দৃষ্টিভঙ্গি নিয়ে আরও কাজ করে বাংলার ক্ষয়িষ্ণু অবস্থা থেকে উদ্ধার করুন , এটুকুই আমাদের আশা ।
🙏💗🙏💗🙏💗🙏
অসাধারণ।
Love from Bangladesh
Kharaj Mukherjee দাদা এবং Arunava Khasnobis দাদা কে....
তথ্যচিত্রের মতো লাগল পুরো interview টা...অসাধারণ
very well conducted. You asked questions and gave the actor time to talk and listen to him, not interrupting after every few minutes and laughing and loosing the chain of emotions. Great work Arunava. Looking forward to more such interviews.
Ki bolbo....ak kothay onoboddo.onekta jante parlam manustike.amazing.
মনে হলো, ছোট্ট করে খরাজ দার বায়োপিক দেখে নিলাম।❤❤
আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ওনাকে ব্যবহারই করতে পারলো না।
Think
Akdom thik katha 👍
Absolutely true!
True
বাংলা ইন্ড্রস্টি কাকে ব্যবহার করতে পেরেছে আর? শুধু ম্যাগী বাজি করে শেষ হয়ে গেল। স্বস্তিকা শ্রাবন্তী রাই স্টার
Kharajda,you are one of my favourite actor... rather say artist...i wish you a very healthy life...to create and gift a lot to your admirers....take care...
36:44 - The best part of the entire two-episode series. Can't have a better conclusion.
I am so happy that you chose to open with Kharaj Mukherjee! He is an extremely talented performer albeit under-utilised.
Also, appreciate the restraint shown by Arunava as an interviewer.
Just saw this full ... mindblowing ... Kharaj is a super talented artist
বর্তমান সময়ের একজন অসাধারণ শিল্পী 🙏
Osadharon . Amar prio akjon manush .. obhiony ta sotti uni mon theke koren . Tai atota praner choya thake ..
Truly speechless. আপনার জন্য সশ্রদ্ধ সালাম খরাজদা।
Thanks for doing two episode with Kharaj. This will go into archives of all time greats of actor s of Bengali cinema, even after Kharaj is gone. His acting skills are yet to be utilized to a greater extent, hopefully he will entertain us for many more years to come.
The interviewee has guided those who are not conversant with the world of acting into a space which is stimulating and standing on the pillars of sensitivity and revelation. Also, an accomplished raconteur can happily envy Mr. Kharaj Mukherjee for his spellbinding narrative aplomb.
একজন প্রতিভাবান শিল্পী মানুষের অসাধারণ একটি সাক্ষাৎকার। খুব ভাল লাগলো। চমৎকৃত।
লোবা, বীরভূম।
Ritwik Chakroborty ke parle please niye ashun. Khub bhalo laglo! Erom shundor interview er jonye opekhay roilam
দারুন শো...
এভাবেই চলতে থাকলে দারুন জায়গায় যাবে এই শো টা ।
যেমন আজ স্লো-ইটারভিউ উইথ নিলেস মিশ্র হয়েছে...
দারুন .... দারুন .…....🙏🙏🙏🙏🙏
যে মানুষটিকে সবসময় হাসাতে দেখেছি,সেই মানুষটির চোখে জল!সত্যি উনি অনন্য!
আর ওনার গান গুলো যে শুধুই কোন হাসির গান,তা নয়,সামাজিক একটা মেসেজ ও থাকে।সেটা হয়তো সবাই বুঝতে পারে না।
ওনাকে বেশির ভাগ ক্ষেত্রেই কমেডি তে দেখা যাক,কিন্তু যে কয়টা অন্য চরিত্রে দেখা গেছে,তিনি দাপটের সাথে অভিনয় করেছেন।
আর সব শেষে, গুরুর প্রতি যে শ্রদ্ধা এখনো ও উনি রেখেছেন,তা খুবই বিরল।
ওনার গান ওনার লেখা ওনার অভিনয় সব কিছুই বড় ভালোলাগে,,,প্রণাম রইলো মানুষটির প্রতি।
🙏🙏
ঋদ্ধ আর প্রাণিত হলাম,, আমার সৌভাগ্য ওনার সাথে স্টেজ share করার,,অনন্যসাধারণ শিক্ষক, অভিনেতা ও মানুষ।🙏🙏🙏
Ei rakam interview khub kom dekhechi. Osadharon sarajibon mone thakbe kotha gulo.
Kono promotion na kono bekar plug in na...just khati adda die manush ta ke kichuta chena gelo... etakei bole interview.
Shotti bhari shundor hoyeche dada❤
Apnake onek dhonyobad etoh sohoj bhabe etoh bhalo ekjon manusher kotha sunte pelam bole....Khub bhalo...asha rakhi apnar ei proyas aro boro hobe.....
গুনি জন বলেই শুধু নন , অসাধারণ অভিনেতা ।ভালো লাগল যতটুকু পাওয়া গেলো।
আপনি আমার কাছে একজন প্রীয় সম্পূর্ণ শিল্পী । একধারে অভিনয় আর গান আমাকে মুগ্ধ করে ।
A pure gem in all aspects... 🌸♥️
আমার ভীষণ পছন্দের একজন অভিনেতা ۔۔۔খুব ভালো লাগলো ۔۔۔এভাবে যদি আরও আরও প্রিয় ব্যক্তিদের vdo দেখতে পাই খুব ভালো হয় ۔۔۔۔
Onek dhonyobaad! Apni channel e aro onek video dekhte paben!
aami jokhon i kaj korte bosi.. sathe gaan na cholle , powerpoint, excel er kaj hotei pare na.. aj first time.. gaan na sune tomader duto part interview sune...sob kaj sesh korlam... erom interview aro chai.. kharaj sir er moto protibha der aro samne chai jaate porer generation rao bojhe... kudos to the interviewer .. osadharon chilo interview.. aar interviewer.. thik somoy chup kore sunlo.. thik somoy question jiges korlo.. osadharon interview
Kharaj বাবু এর মত talented অভিনেতা কে শুধু comedian হিসেবে দাগ লাগিয়ে দেওয়া যায় না, খুব সুন্দর লাগছে অনুষ্ঠান গুলো.
To hear such an interview is really a lifetime experience to preserve. Thanks.
apnar abhigata amar sotti khub bhababegkore dilo. biseskore ramada... r apni robi ghosg, anup kumarer moto khub-e prio abhineta. r sobcheye akjon bhalo manus.
Khub valo laglo. Khoraj babu k amar pronam janai.
Asambhab valo laglo..r Sesher gaan ta aaha... Perfect ending. Hats off to Kharaj Daa
Reminded me of the- "Ekbar biday de ma.." song
Ashadharon laglo :)
He is an exceptional actor ♥️♥️♥️ this is how interview should be 😌♥️
He is an asset of Indian cinema 🙏🏽
একজন শিল্পীর ক্রিয়েটিভিটি শেষ হলে যে বেচে থেকেও মরে যাই এই কথা টা আমি একজন খুদে শিল্পী হয়ে ভাবতাম জানতাম না খরাজ বাবুর মত একজন মানুষ ও এই কথা টা ভাবে সত্যিই তার মুখ থেকে শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না শত শত প্রণাম ওনাকে 🙏🙏🙏
এমন অসাধারণ ব্যক্তিত্বদের এই interview গুলো চলতেই থাকুক, অপেক্ষায় রইলাম আরও অনেক শিল্পীদের কাছ থেকে জানার... অনেক ধন্যবাদ ও অভিনন্দন
বাংলা ইন্ডাস্ট্রির অমূল্য সম্পদ গুলোর মধ্যে ইনি অন্যতম। Just অসাধারণ...
আমার জীবনে দেখা প্রথম এরম একটা সাক্ষাৎকার। ওনার গলায় গানটা লুপ এ শুনেই যেতে ইচ্ছে করে।♥️♥️
চোখের কোনে জল যেনো গড়িয়ে এলো 😢সত্যি আপনি খুব কাজ করছেন আমাদের শুনতে হবে অনেক এমন কথা
এত ভাল লাগল ভাষা নেই প্রকাশ করার।spell bound ❤❤
The most underrated powerful actor in Indian cinema...
Pronam guru....love you
খরাজ মুখোপাধ্যায় পথ চলা এখনো বাকী! যত দূরেই পৌঁছন, সঙ্গে আমরা যেন থাকি। আপনি দক্ষ অভিনেতা জানতুম ; আজ আপনার শিল্পীসত্তার খোঁজ পেলুম॥ ভালো যে লেগেছে বলাই বাহুল্য- ভালোবেসেও ফেললাম🙏🏾
অভিনয় শিল্পী হিসাবে তো খরাজ অসামান্য কিন্তু আমি ওঁর গানের অসম্ভব ভক্ত...ভুষুন্ডির মাঠের থেকেই।
Oshadharon nijer paribarer dukhkho koshto r modhye Khoraj dar modhye onek kichu shekhar achey
khub valo , erokom interview dekhtew valo lage, suntew valo lage. Kharaj Mukherjee ❤❤🙏🙏
Kharaj Mukherjee is not used by Tollywood.His acting skills not only in Bengali films and stage is unparalleled. Kharajbabu i would like to request you perform a dream character of GIRISH GHOSH ,..a script by Sri Sanjiv Chattopadha named RAMKRISHNA KRIPADHANYA GIRISH GHOSH.It is only you can perform.
Darun laglo ... Aaro airokom interview dekhte chai
The legendary Kharaj Mukherjee ❤... that's what he is made up of ...
Love you sir ❤
I love this man.
What a genius actor.
Great performer ❤️
Love from Bangladesh 🇧🇩🇧🇩❤️❤️
Incredible. 🤠 OFF my beloved kharaj Mukherjee
Dada apni amader khub khub pachonder actor . Khub bhalo thakun. Aktai request shorir tar ektu jatno nin
One of the finest actors of the world... I have never seen him over act or underact in any movies.. be it so called commercial movies or art films daily soaps... one of the finest actors India has ever produced!!
তুলসী চক্রবর্তী, ভানু ব্যানার্জী, রবি ঘোষ, অনুপ কুমারের পরে খরাজ মুখার্জীকে মনে রাখবে ! খুব শক্তিশালী অভিনেতা! 👌👌👌
Bhai Rabi Ghosh onno level ar chilo bhai.....India te total 36 ta film industry chole.....Ravi Ghosh ar moto acting skill onno karur nei eta soyong Amitabh bolechilen
Highly talented Kharaj Mukherjee and most important underated actor,
Osadharon ekta episode...Archive korar moto.. ❤️❤️ Tobe onar childhood take ar ektu touch korle khb khusi hotam... Ekhn concrete er jongole matir gondho pawa e jaena...
অসাধারণ , এক অন্য খরাজ মুখার্জিকে চিনলাম।
This is more of a shundor adda with lots of knowledge and information than an interview.
এই প্রথম বোধহয় কোনো সাক্ষাতকার অশ্রু ঝরালো... অসংখ্য ধন্যবাদ ❤️
ki bhalo akta interview dekhlam. Anek dhonyobaad...
শেষ গানটা জুড়িয়ে দিল প্রাণটা ❤️
Osamanyo proyas.... Egulo gem... These interview can be stored... ❤
Interview-ta khub-i bhalo laglo....
Really it's a soul connection. Thanks.
সমৃদ্ধ হলাম সম্পৃক্ত হলাম মুগ্ধ হয়ে গেলাম পুরো
yes sir, that's why you are more popular than the people u named as Rama Prasad banik students, you respected your teacher, world respect you
অসাধারণ বললেও কম বলা হবে।
আশাকরি আগামী পর্বগুলি এমনভাবেই ঋদ্ধ করবে আমাদের। আকাঙ্ক্ষা বাড়িয়ে দিলেন।
ভীষণ ভালো লাগলো । নতুন ভাবে চিনলাম
Excellent. After a long time I saw a good content in youtube about one of a great actor in industry. Kharaj da tum sudhu comedian noa tumi bhalo actor r khub bhalo manush
Puro shunlam, khub bhalo laglo. Eirokom interview aro hok. Egiye jaak Soul connection. ❤
Really, it touched my soul.....Khoraj Babu.
অসাধারণ সত্য বক্তব্য এইভাবে বলতে পারেন সেটা এই মানুষটির কথা না শুনলে বোঝা যায়না।
Theater silpi toiri kore.. ekdom thik kotha.. ❤
Your every words r very important
Puro interview ta sunlam,jani na kno mon ta bes vara kranto hoye gelo. Apni thakben sokol er hridoy.
So happy to watch this type of interview.
It reminds me of the Slow Interview by Neelesh Mishra.
Want more from you❤😊
Watchable material. Format appears similar to the’slow interview’..
Waiting for more. Cheers!!
আপনি ভারতীয় চলচ্চিত্র জগতের এক বিরল প্রতিভা। আপনাকে আমরা আরও অনেক অনেক বছর দেখতে শুনতে চাই। শুধু একটা অনুরোধ সিগারেট (আমি নিজে দিনে চল্লিশটা সিগারেট খেতাম, তের বছর হলো ছেড়েছি এবং ভালো আছি) খাওয়াটা ছেড়ে দিন, মনে হচ্ছে এটা আপনাকে হয়তো কষ্ট দিচ্ছে।
আমিও তাই বলি সিগারেট ও সাথে হয়তো সুরাপান ও নিয়মিত ভাবে চলে সেগুলো বাদ পড়লে উনি সুস্থ শরীরে দীর্ঘদিন বেঁচে থাকবেন যেটা আমাদের মতো সাধারণ ভক্তরা চাই..
.
Thik bolechen....
@@pritam913 Khub bhalo commentary!!!!
Dada apnar acting khub pachondo kori..akta request shorir tar aktu jatno nin.
অসাধারণ মানুষ খরাজ বাবু সাথে সঞ্চালক মহাশয়ও দারূণ 🙏
অসাধারণ বললেও কম। খুব ভালো। লাগলো। খরাজদার কথা শোনা দারুন
This is Begal and Bengali culture... keep sharing such grassroots level views as we learn the value system of life.. 🙏
Osadharon bhalo laglo
Khub shanti pelam dekhe, mone hochhe sesh keno hochhe kotha gulo
Mr. Kharaj Mukherjee ekjon top grade actor and not enough used by Bengali movie industry, as I believe but etto norom moner sorol manush aaj janlam, tai to uni etto boro silpi.
Thanks for doing this show. Please continue. I am looking forward to the next episodes
Awesome artist... No doubt.... 👍👍👍👍