জুবায়ের ভাই, ভিডিও র শেষ লাইনে যে কথাগুলো বলেছেন তা সত্যি সত্যিই ভাববার বিষয়, কত নান্দনিক আর সৌন্দর্য মোড়া ছিল ইমারত গুলো, পাথরের উপর খোদাই করা ক্যালিগ্রাফি গুলো ছিল মন মুগ্ধ কর যা আপনার উপস্থাপন, বিশ্লেষণ ও বর্ণনার গুনে অসাধারণ । আপনি এভাবেই এই ঐতিহাসিক ভিডিও গুলো করতে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ।🇮🇳
আপনার ভিডিও গুলো দেখি সবসময় আর তা অনেক কাজেও লাগে। ইসলামের ইতিহাস বইয়ে এগুলো বর্ণনা করা থাকলেও আপনার মাধ্যমে সরাসরি দেখে খুবি উপকৃত হই।মনেও থাকে অনেকদিন।
আমি পুরনো স্মৃতি খুবই ভালোবাসি আমি ডুবে থাকি তার মধ্যে জানিনা কোনদিন এখানে যেতে পারবো কিনা তবুও যেন মনে হল আমার দেখা হয়ে গেছে। এত সুন্দর করে আপনি দেখালেন এবং গুছিয়ে বললে খুবই ভালো লাগলো। মন চাইছে একবার ছুটে গিয়ে ওই জায়গাটা ঘুরে আসি ওখানে বসে থাকি সারাদিন বসে কাটিয়ে দিই কতই না ভালো লাগতো। ❤️❤️❤️❤️❤️
দাদাভাই যিনি গাইডের ভূমিকা নিয়ে এই ঐতিহাসিক নিদর্শন গুলো দেখাতে দেখাতে যে ভাবে বর্ণনা করছেন তা সত্যি অতুলনীয়।বলার টেকনিকের মধ্যে ই লুকিয়ে আছে ঐতিহাসিক নিদর্শন এর এক একটি স্মৃতি বিজড়িত ভারী বাতাসের আনাগোনা । খুব ভালো লাগলো দাদাভাই।
প্রিয় ভাইয়া,বেহেশতের, সৌন্দর্য্য,মানব,জাতির,কল্পনার,বাইরে।এটা আল্লাহর কথা,,এবার,বুঝুন, সৌন্দর্য কাহাকে,বলে I am from 🇮🇳 India Assam, karimganj district
ইমারতগুলো যেমন নয়নাভিরাম ও অসাধারণ কারুকার্য শোভিত; উপস্থাপকের শব্দ চয়ন, উচ্চারণ ও উপস্থাপন শৈলীও তেমনি অনুপম ও অলঙ্কারমণ্ডিত। অফুরন্ত ধন্যবাদ উপস্থাপক কে।
আমি নিজেই গেছি সেখানে। সত্যিই খুব সুন্দর ছিল। এখানকার এমন কোন কর্নার ছিল না যেখানে পাথরে খোদাই করা অতি সুক্ষ্ম কারুকার্য করা ছিল না। এককথায় বলা যায় তাজমহল থেকে কোন অংশে কম ছিল না। তবে এখন কিছু কিছু স্থান নষ্ট হতে শুরু করেছে। রানা, দিনাজপুর থেকে।
আমি জীবনে কখনো আগ্রায় গিয়ে এই অকল্পনীয় নান্দনিক কারুকার্য খচিত মহামূল্যবান বহুপ্রাচিন অবকাঠামো বা স্হাপনা দর্শন করতে পারব না৷ আপনার বদৌলতে সেগুলো দেখে আমি মুগ্ধ হলাম,আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🇧🇩
বাস্তব চোখ ধাঁধানো লাগার মতোই সুন্দর্য খুব সুন্দর আশা আছে দেখার জন্য চেষ্টা করব এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা এগুলো জিনিসগুলো দেখতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন নতুন কিছু দেখার জন্য আরো অপেক্ষা করলাম এই শুভকামনা
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি তাজ দেখে এসেছি কিন্তু হায়, যদি জানতাম এ স্থাপনা সম্বন্ধে তাহলে তাজের আগে দেখে নিতাম। আর তো এ জীবনে ২য় বার যাবার সুযোগ নাই, তখন মা বেঁচে ছিলেন, ২০০৯ সালে তিনি পরলোক গমন করেন,আর বাবাতো দেখিই নাই,দেড় বছরের ছিলাম, আল্লাহপাক বাঁচিয়ে রাখাতে এটুকু লিখতে পারছি,আপনাকে আল্লাহপাক দীর্ঘজীবি করুক এই অধমের জন দীর্ঘ নেক হায়াতের দোয়া রাখবেন। আপনাকে একজন মুমিন বান্দা লাগছেে তাই এতটুক লিখলাম,ভা থাকেন, আল্লাহ হাফেজ।
সাবস্ক্রাইব করলাম। আমি অনেক ভিডিও দেখি কিন্তু কাওকে সাবস্ক্রাইব করিনি। আপনার টা করলাম। কারন আপনার বলার স্টাইল, ইতিহাস কে আশ্রয় করে ধারাবিবরণী, ক্যামেরার কাজ, অসাধারণ। এক কথায় পারফেক্ট। আপনি এগিয়ে যান।
আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমতুল্লাহ জুবায়ের ভাই... ভাই আপ্নার বানানো ভিডিওগুলা জাস্ট অসাধারান হয়... আমি আপ্নার একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলা ভিডিও দেখেছি... আপ্নি english sub-title দিলে আপ্নার বানানো তথ্যসমৃদ্ধ ভিডিওগুলা বাহিরের দেশেও অনেক জনপ্রীয় হবে বলে বিশ্বাস করি... অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইলো আপ্নার এবং আপ্নার পরিবারের সবার জন্য... আল্লাহ পা'ক রাব্বুল আল-আমীন আপ্নাকে সর্বদা রহমত ও বরকত নসিব করে তার আরশের ছায়া নসিব করেন... ভালোবাসা অবিরাম জুবায়ের ভাই❤❤❤❤❤❤
আপনার বিশেষত্ব হল এই যে আপনার স্ক্রিপ্ট সুলিখিত, আপনার কথা বাংলাদেশের কথ্য ভাষার প্রভাবমুক্ত (এক কথায় নিউট্রাল বলা যেতে পারে)। তাই পুরোটাই অত্যন্ত উপভোগ্য হয়।
আমি হিন্দু ভারতবাসী হিসেবে গর্বিত।
আমার ভারত সরকার কে জানাই অনেক অনেক ধন্যবাদ সৌধ কে এত সুন্দর রক্ষণাবেক্ষণ করে ও যত্নসহকারে রাখার জন্য।🙏
অনেক ধন্যবাদ
চমৎকার উপস্থাপনা আপনার। ইতিহাসের সাথে দর্শককে কল্পনার সাগরে ডুবিয়ে দিয়েছেন। ধন্যবাদ
thank you so much
কল্পনা নয় যুক্তি দিয়ে বল। তুমি মুসলিম হলেও তোমার কথা আমি মানবো। যুক্তি ছাড়া আমি কোনো কথা মানতে পারবোনা।
@@amitbarman2896কিসের যুক্তি চান সে কি মিথ্যা কথা বলতাছে
Bmmmmmmmmmmmm 😮mmmM mmmmmmmm mmm m 97@@amitbarman2896
জুবায়ের ভাই, ভিডিও র শেষ লাইনে যে কথাগুলো বলেছেন তা সত্যি সত্যিই ভাববার বিষয়, কত নান্দনিক আর সৌন্দর্য মোড়া ছিল ইমারত গুলো, পাথরের উপর খোদাই করা ক্যালিগ্রাফি গুলো ছিল মন মুগ্ধ কর যা আপনার উপস্থাপন, বিশ্লেষণ ও বর্ণনার গুনে অসাধারণ । আপনি এভাবেই এই ঐতিহাসিক ভিডিও গুলো করতে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ।🇮🇳
অনেক ধন্যবাদ ভাই
আপনার ভিডিও গুলো দেখি সবসময় আর তা অনেক কাজেও লাগে। ইসলামের ইতিহাস বইয়ে এগুলো বর্ণনা করা থাকলেও আপনার মাধ্যমে সরাসরি দেখে খুবি উপকৃত হই।মনেও থাকে অনেকদিন।
Thank you so much
খুব সুন্দর লাগল ভাই। আমি ভারতবাসী হয়েও এমন সুন্দর জায়গা দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি।
ধন্যবাদ আপনাকে
আমি পুরনো স্মৃতি খুবই ভালোবাসি আমি ডুবে থাকি তার মধ্যে জানিনা কোনদিন এখানে যেতে পারবো কিনা তবুও যেন মনে হল আমার দেখা হয়ে গেছে। এত সুন্দর করে আপনি দেখালেন এবং গুছিয়ে বললে খুবই ভালো লাগলো। মন চাইছে একবার ছুটে গিয়ে ওই জায়গাটা ঘুরে আসি ওখানে বসে থাকি সারাদিন বসে কাটিয়ে দিই কতই না ভালো লাগতো। ❤️❤️❤️❤️❤️
অনেক অনেক ধন্যবাদ আপু
একজন ইতিহাস প্রেমিক হিসেবে ভিডিও টা দেখে খুব ভালো লাগলো অসম্ভব চমৎকার 💖💖ধন্যবাদ
thank you so much
স্মৃতি অসাধারন রূপেও তিনি
অনন্যা সেইসঙ্গে অসাধারন শিল্পী মানের
অধিকারী।
thank you
Voice modulation asadharan..
Thank you
আসলেই সত্য বলেছেন।
আফসোস করতেছি এখন
এইতো কয়দিন আগেই ঘুরে এলাম আগ্রা
এখানে যাননি?
@@bengaldiscovery অনেক কম সময় নিয়া গিয়াছিলাম আগ্রা।
তাই যাওয়া হয় নাই।
আগামী তে হয়তো যাওয়া ইচ্ছা আছে
ইনশাআল্লাহ
ধন্যবাদ
বলার কিছু নাই শুধু মুগ্ধ হয়ে দেখলাম
thank you
অসাধারণ মনু মুগ্ধ কর পরিবেশ চুখ ধাঁধানু সুন্দর না দেখলে কোন দিন বিশ্বাস করতে পারতাম না।যেই ভাই এই অসাধারণ ভিডিও আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Vaiapnakaonakdhanobad
thank you so much
Surndba
NsurdRbann@@bengaldiscovery
বলার ভাষা নেই ,,, ঠিক বলেছেন তাজমহল থেকেও সুন্দর,,,,,।।
thank you
@@bengaldiscoveryfvv CT by t hi CT hi Yvette ICC At on mb CV
Hugh his mm
বেশ ভালো লাগলো
thank you
দাদাভাই যিনি গাইডের ভূমিকা নিয়ে এই ঐতিহাসিক নিদর্শন গুলো দেখাতে দেখাতে যে ভাবে বর্ণনা করছেন তা সত্যি অতুলনীয়।বলার টেকনিকের মধ্যে ই লুকিয়ে আছে ঐতিহাসিক নিদর্শন এর এক একটি স্মৃতি বিজড়িত ভারী বাতাসের আনাগোনা । খুব ভালো লাগলো দাদাভাই।
অনেক ধন্যবাদ
বিশ্ব আরও অনেক আগেই আধুনিকতার ছোঁয়া পাইছে। অসাধারণ
thank you
যেমন সুন্দর কারুকাজ তেমনি সুন্দর এই জায়গা সত্যি বলতে অসাধারণ ইমারতটি 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰ভাইয়া আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই 💜💜💜💜💜
আপনার বর্ণনা খুব সুন্দর যার দরুন দেখতে ভালো লাগে শুনতেও ভালো লাগে।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ
,❤️😅
আপনার উপস্থাপনা ভালো
ধন্যবাদ
, আমি আপনার মত এত সূক্ষ্ম এত সুন্দর এত নরম কন্ঠে ঐতিহাসিক সৃতির উপর রং লাগিয়ে কথা বলতে কম লোক দেখেছি।অতি সুন্দর।অতি চমৎকার।
ধন্যবাদ
আমি শুধু আপনার ভিডিওতে কমেন্ট করি। কতোবার যে এক একটা ভিডিও দেখি।
অনেক ধন্যবাদ আপু
Great
Thanks
অসাধারণ আপনার উপস্থাপনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাইয়া আমার মনে হয় আপনার কথা শুনে মুঘল আমলের কোন ইতিহাস বিখ্যাত লেখক ধন্যবাদ ❤❤❤❤❤
ধন্যবাদ আপনাকেও
অপূর্ব,সত্যিই সমাধির নকসা ও আসপাশ
দেখতে চমৎকার লেগেছে।আপনার মাধ্যমে এই প্রথম দেখলাম,সে জন্য
অশেষ ধন্যবাদ।
Thank you so much
Really awesome expend, right?
ধন্যবাদ
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
চমৎকার করে এই নান্দনিক ঐতিহাসিক স্থাপনার বনর্না দিয়েছেন।
শুভকামনা রইলো।
অনেক অনেক ধন্যবাদ
প্রিয় ভাইয়া,বেহেশতের, সৌন্দর্য্য,মানব,জাতির,কল্পনার,বাইরে।এটা আল্লাহর কথা,,এবার,বুঝুন, সৌন্দর্য কাহাকে,বলে I am from 🇮🇳 India Assam, karimganj district
একমত
বিস্মিত হতবাক করা নজরকাড়া অপূর্ব সুন্দর নান্দনিক কারুকাজ সত্যিই আপনার কথার সাথে একমত সুন্দর ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ
thank you
ইমারতগুলো যেমন নয়নাভিরাম ও অসাধারণ কারুকার্য শোভিত; উপস্থাপকের শব্দ চয়ন, উচ্চারণ ও উপস্থাপন শৈলীও তেমনি অনুপম ও অলঙ্কারমণ্ডিত। অফুরন্ত ধন্যবাদ উপস্থাপক কে।
Thank you so much
Ufffhhhhhhhhhh. Oshadharon. Apnar uposthapona'r protita kotha montro mugdher motoi shune thaki. Khubbbbb valo lage. Ar video-er ekebare sesher kotha gulu shuntechi ar chukher jol beye beye porteche. Khubbbbb valo laglo video ta.
thank you so much
আমি নিজেই গেছি সেখানে। সত্যিই খুব সুন্দর ছিল। এখানকার এমন কোন কর্নার ছিল না যেখানে পাথরে খোদাই করা অতি সুক্ষ্ম কারুকার্য করা ছিল না। এককথায় বলা যায় তাজমহল থেকে কোন অংশে কম ছিল না। তবে এখন কিছু কিছু স্থান নষ্ট হতে শুরু করেছে।
রানা, দিনাজপুর থেকে।
ঠিকই বলেছেন। আমি গিয়ে পুরাই অবাক হয়েছি
আমি জীবনে কখনো
আগ্রায় গিয়ে এই অকল্পনীয়
নান্দনিক কারুকার্য খচিত
মহামূল্যবান বহুপ্রাচিন অবকাঠামো বা স্হাপনা দর্শন
করতে পারব না৷ আপনার
বদৌলতে সেগুলো দেখে আমি
মুগ্ধ হলাম,আপনাকে অসংখ্য
ধন্যবাদ। 🇧🇩
thank you
বাস্তব চোখ ধাঁধানো লাগার মতোই সুন্দর্য খুব সুন্দর আশা আছে দেখার জন্য চেষ্টা করব এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা এগুলো জিনিসগুলো দেখতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন নতুন কিছু দেখার জন্য আরো অপেক্ষা করলাম এই শুভকামনা
thank you so much
ভাইজান আপনার উপস্থাপনা অসাধারণ লেগেছে,আমি আপনার কথা যতই শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম😍
thank you so much
খুব সুন্দর ইমারত!
খুব সুন্দর পরিবেশনা!
খুব সুন্দর ভিডিও!
Thank you so much
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি তাজ দেখে এসেছি কিন্তু হায়, যদি জানতাম এ স্থাপনা সম্বন্ধে তাহলে তাজের আগে দেখে নিতাম। আর তো এ জীবনে ২য় বার যাবার সুযোগ নাই, তখন মা বেঁচে ছিলেন, ২০০৯ সালে তিনি পরলোক গমন করেন,আর বাবাতো দেখিই নাই,দেড় বছরের ছিলাম, আল্লাহপাক বাঁচিয়ে রাখাতে এটুকু লিখতে পারছি,আপনাকে আল্লাহপাক দীর্ঘজীবি করুক এই অধমের জন দীর্ঘ নেক হায়াতের দোয়া রাখবেন। আপনাকে একজন মুমিন বান্দা লাগছেে তাই এতটুক লিখলাম,ভা থাকেন, আল্লাহ হাফেজ।
আল্লাহ আপনার মাকে জান্নাত নসিব করুন। আমীন
আমীন।
এই ভিডিওতে সকল গুণীজন যেসব কমেন্ট করেছেন, দেখে অফুরন্ত ভাল লেগেছে, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছ্বা,ভালবাসা ও শুভ দোয়া জানাচ্ছি।
মাশাআল্লাহ, খুব সুন্দর লাগলো ভিডিও টি ❤️
Thank you
YOUR EXPLANATION SUPER FANTASTIC.
THANKS MANY MANY.
welcome
আপনার উপস্থাপনা প্রশংসনীয়!!!
আমার কাছে এধরনের ঐতিহাসিক স্থানের ভিডিও ভালো লাগে।।। একদম ডাউনলোড করে দেখি।। নাইস!!!!!!
শুভ কামনা
সত্যিই মনমুকধকর।আপনাকে ধন্যবাদ।আপনার উপস্থাপনা সত্যি অসাধারণ।
ধন্যবাদ আপনাকেও
আহ কতই না সুন্দর ❤
অনেক ধন্যবাদ
বাংলাদেশ থেকে দেখছি
ধন্যবাদ দাদাভাই, আপনার সুন্দর নান্দনিক উপস্থাপনায় আমি আপনার প্রতিটা ভিডিওতেই মুগ্ধ হই, আপনার দীর্ঘায়ু কামনা করি, এগিয়ে যান নিরপেক্ষ অসামপ্রদায়িক বাংলার দার্শনিক,,
Thank you
দারুন
অনেক ধন্যবাদ
অসাধারণ জায়গার অসাধারণ ভিডিওটি! মুগ্ধ হয়ে দেখলাম!
thank you
সাবস্ক্রাইব করলাম। আমি অনেক ভিডিও দেখি কিন্তু কাওকে সাবস্ক্রাইব করিনি। আপনার টা করলাম। কারন আপনার বলার স্টাইল, ইতিহাস কে আশ্রয় করে ধারাবিবরণী, ক্যামেরার কাজ, অসাধারণ। এক কথায় পারফেক্ট। আপনি এগিয়ে যান।
congratulations
নুর জাহান নামটাই যেন আমার কাছে চির চেনা চির চিন্তা চেতনা থেকে ও অসাধারণ লাগে
thank you so much
ধন্যবাদ
ধন্যবাদ, অনেক সুন্দর আর দেখে অনেক ভালো লাগলো, সম্রাট জাহাংগীর আর সম্রাগী নুরজাহানের সমাধী দেখতে চাই, ধন্যবাদ।
ইনশাল্লাহ
Thanks so much for your post. Really Nurjahan was the best character of Indian history. Thanks again for your beautiful description.
thank you
খুবই সুন্দর কারুকার্য 😊🇧🇩
অনেক ধন্যবাদ
আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমতুল্লাহ জুবায়ের ভাই...
ভাই আপ্নার বানানো ভিডিওগুলা জাস্ট অসাধারান হয়...
আমি আপ্নার একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলা ভিডিও দেখেছি...
আপ্নি english sub-title দিলে আপ্নার বানানো তথ্যসমৃদ্ধ ভিডিওগুলা বাহিরের দেশেও অনেক জনপ্রীয় হবে বলে বিশ্বাস করি...
অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইলো আপ্নার এবং আপ্নার পরিবারের সবার জন্য...
আল্লাহ পা'ক রাব্বুল আল-আমীন আপ্নাকে সর্বদা রহমত ও বরকত নসিব করে তার আরশের ছায়া নসিব করেন...
ভালোবাসা অবিরাম জুবায়ের ভাই❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ ভাই
মাশাআল্লাহ ভালো লাগে
অনেক ধন্যবাদ
এত সুন্দর একটা স্থাপনা দেখানোর জন্য অনেক ধন্যবাদ।
শুভ কামনা থাকলো আপনার জন্য
আজকেই প্রথম দেখলাম
congratulations
Darun....presentaion....
thank you
الله أكبر الله أكبر الحَمْدُ ِلله الحَمْدُ ِلله مرحبا مرحبا
ان شاء اللہ
শুভকামনা
মাসাআল্লাহ্ খুব সুন্দর চমৎকার।
ভাইয়ের র্বরণা অসাধারণ। 👍💞
Thank you so much
Oshadharon vaiya...video ta dekhe mon ta vore gelo...Thank you...By the way vaiya Behessto 8ta naa, Behessto1 ta r Behesstor gate holo 8 ta.
তাই নাকি?
Excellent presentation. Thanks for your information.
thank you
ইতিহাস ঐতিহ্য আমার আগ্রহের ভিডিও
Thank you
অসাধারণ!
thank you
ধন্যবাদ আপনাকে।
চমৎকার বর্নণা শুনলাম মোগল ইতিহাস।
ধন্যবাদ
খুব ভালো লাগলো ভিডিও
thank you
এতই সুন্দর আপনার বর্ননা। আমি অভিভূত। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ
আপনার বিশেষত্ব হল এই যে আপনার স্ক্রিপ্ট সুলিখিত, আপনার কথা বাংলাদেশের কথ্য ভাষার প্রভাবমুক্ত (এক কথায় নিউট্রাল বলা যেতে পারে)। তাই পুরোটাই অত্যন্ত উপভোগ্য হয়।
Anekbar Agra giyachi, kintu etajantamna. Ebar jabo. Apnakay Anek Dhanyabad.
ভুলে গেলে চলবে না যে ভারতের অংশ এখনকার বাংলাদেশ
@Bengal Discovery
@@basantabhattacharyya5160 00
সবার জন্য শুভকামনা। আমি বাংলাদেশের মানুষ।
😢😢😢❤❤❤😢😢😢সবই আল্লাহর নিধস্রশ্ন
শুভকামনা
সব কিছু মিলিয়ে আপনার বাচন ভঙ্গি টা অদ্ভুত। চোখের কোনে জল চলে আসে
অনেক ধন্যবাদ
From 🇮🇳 India Assam, karimganj district
congratulations
অনেক ধন্যবাদ আপনাকে মুহতারাম, খুব সুন্দর উপস্থাপন া, সামনে এগিয়ে যাবেন আমরাও দেখত থাকবো। শুভ কামনা য়।
thank you so much
নতুন তথ্য নতুন ইতিহাস জানতে পেরে মুগ্ধ হলাম ধন্যবাদ।
thank you so much
আমার খুব ভালো লাগলো। আমি ঐতিহাসিক দেখতে পছন্দ করি।
অনেক ধন্যবাদ
Informative speech 💬 Your voice is magnetic!! Thanks a lot💫
thank you so much
অসাধারণ কন্ঠ আপনার
Thank you
নূর জাহানের সৃষ্টি
Yes
অনেক সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ আপনাকে।
শুভকামনা
অসাধারণ একটা ভিডিও
নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম ❤️❤️
ইনশাল্লাহ
Bhai apnar description khub khub sundor lagche and,sweet sound aro sundor koreche
thank you so much
ইতিহসের এমন ঘটনা আপনার সুন্দর উপস্থাপনায় আজও যেনো চাক্ষুষ করতে পারি।
Thank you
অসাধারণ মুসলিম আর্কিটেকচার!!
অনেক ধন্যবাদ
আল্লাহ যেন এ সমস্ত ইমারতের হিফাজত করেন।
thanks
আপনার জন্য দোওয়া ও শুভ কামনা রইলো।
অনেক ধন্যবাদ
উপস্থাপনা খুব সুন্দর এবং তথ্যপূর্ণ। বাকী ভিডিওগুলি ও দেখব ।
নতুন ভিডিও আসার আগে, আমাদের পূর্বের ভিডিওগুলো দেখুন। আশাকরি ভালো লাগবে
খুব সুন্দর উপস্থাপনা, শুভ কামনা রইলো 🌹🤗
Thank you
মিউজিক যুক্ত করাটা অসাধারণ ছিল।
ধন্যবাদ
আপনার ভিডিও গুলো এতো ভালো লাগে
অনেক ধন্যবাদ
দুর্দান্ত....!!!
Thank you so much
Good historical context gives a higher value to your presentation!
Thank you so much
ভাই আপনার উপস্থাপনা অনেক সুন্দর এই ভিডিও দেখে নিজের ভারত গিয়ে দেখার ইচ্ছে হচ্ছে
অনেক ধন্যবাদ
Brilliant. Your commentary touched my heart. You knowledge of and befitting voice are matchless.
অনেক ধন্যবাদ
So beautiful commentary.i like it.thanks.
you are most welcome
Mashallah .. Very good presentation
Thank you so much
Uncommon Scenery 😍😍
thank you
অসাধারণ শিল্প শৈলী
ইস !!! তখনকার দিন কতই না সুন্দর ছিলো,,,আর তখনকার দিনের মানুষদের কতো বুদ্ধি ছিলো !!!! ঐ দিন গুলো যদি ফিরে আসতো !!!!! ❤️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আরে তখনকার দিনে অনেক খারাপও কষ্টের ছিল। তখনকার দিনে কেউ কারো জমির মালিক ছিল না মালিক ছিল একমাত্র জমিদাররা।
Ll HV
😅😮 ji ji hu CT CT in
😅rrsu
জনগনের টাকা
একদম ঠিক কথা । মন ছুঁয়ে যায় ।
দারুণ খুবভালো লাগলো
thank you
সুন্দর। মুগ্ধ হয়ে গেলাম। সোবহান আল্লাহ!
thank you
আপনার শেষের মেসেজগুলো আমার খুবই ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে। আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে একটা শিক্ষামূলক মেসেজ দেওয়ার চেষ্টা করছি
Vai kono din jete parbo kina jani na,apni video banaccen tai dekhci,Allah apnake suctho rakhun.
thank you so much
असाधारण पोस्ट जोबायेर भाई आपके हार्दिक अभिनंदन और हजारों शुभकामनाएं
হিন্দি লেখা পড়তে পারি না
MashaAllah!❤💚
অনেক ধন্যবাদ
Apnar vlog khb excellent ❤
Thank you
Nice presentation with history. Thanks.
অনেক ধন্যবাদ