সকালের নাস্তায় ইলিশ পোলাও রান্না করে এলোমেলো রুমটাকে Re-organize করে নিয়েছি//My morning routine

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 41

  • @TasnimtopsCallection
    @TasnimtopsCallection Місяць тому

    মাশাআল্লাহ আল্লাহ হাফিজ

  • @mirza.entertainment
    @mirza.entertainment 29 днів тому

    দারুন লাগল ভ্লগটি ❤❤❤❤❤

  • @akandhomesdairy394
    @akandhomesdairy394 Місяць тому +1

    আসসালামুআলাইকুম আপু,কেমন আছো?বাচ্ছারা কেমন আছে আপু?বাচ্ছাদের পরীক্ষা শেষ মানে মায়ের উপড় থেকে ভারী কোনো বোঝা নেমে যাওয়া,দোয়া রইলো আপু ওরা দুই ভাই-বোন যেনো একি স্কুলে পড়তে পারে🤲💞
    আপু ইলিশপোলাও খুব ইয়াম্মী ছিলো দেখেই বুঝা যাচ্ছে। তুমার নতুন বছর খুবভালো কাটুক শুভকামনা রইলো আপু,আর হে ভিডিও দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ,ভালো থেকো আপু তুমার জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপু🤲🤲🤲💞💞

    • @mumhafsasvlog4105
      @mumhafsasvlog4105  Місяць тому +1

      @@akandhomesdairy394 ওয়ালাইকুম আস সালাম,, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমার প্রিয় আপু তুমিও অনেক অনেক ভালো থেকো সবসময়🥰🥰

  • @farhafarha1541
    @farhafarha1541 Місяць тому

    জাস্ট অসাধারণ আপু,আমাদের চিটংয়ের গর্ব❤❤❤।

  • @bithisvlog1220
    @bithisvlog1220 13 днів тому

    ইলিশ পোলাও রান্না সুন্দর হয়েছে আপু ❤❤ পুরো ভিডিওটি খুব সুন্দর হয়েছে আপু 😊😊

  • @SMuktasLifestylevlog
    @SMuktasLifestylevlog Місяць тому

    রোজা আর রাজ নামগুলা খুব সুন্দর 😊ইলিশ পোলাও প্লেটারটা খুব সুন্দর হয়েছে দেখতে❤❤❤

    • @mumhafsasvlog4105
      @mumhafsasvlog4105  Місяць тому

      @@SMuktasLifestylevlog প্রিয় আপু অনেকখানি ভালোবাসা নিও🥰

  • @samiras_lifestyle_vlog
    @samiras_lifestyle_vlog Місяць тому

    ইলিশ পোলও রান্না, রুম গুছানো, সিতের স্কিন কেয়ার, সবকিছু খুব ভালো লাগলো ❤।

  • @Nabilazaman12
    @Nabilazaman12 29 днів тому

    ইলিশ পোলাও প্লেটে সাজানোর পর অনেক ভালো লাগছে আপু। পুরো ভিডিওতে শুধু আপনার হাতের চুরি গুলো দেখলাম অনেক সুন্দর ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mumhafsasvlog4105
      @mumhafsasvlog4105  29 днів тому

      বর গিফট করেছিলো,, ওর নিজের পছন্দসই। ধন্যবাদ আপুনি 🥰🥰

  • @shabihasharminvlogs
    @shabihasharminvlogs Місяць тому

    মাশাল্লাহ ভীষণ সুন্দর ছিল অর্গানাইজেশন। আর সাথে তোমার বরাবরের মতো উপস্থাপন ধরন মাশাআল্লাহ 😊❤❤

  • @Rehanaparvin-tc7cu
    @Rehanaparvin-tc7cu Місяць тому

    শুরু করলাম সাথে আছি আপু

  • @TasteandTaleswithSalma
    @TasteandTaleswithSalma Місяць тому

    কত অপেক্ষা করাও গো তোমরা 😢সুন্দর সুন্দর কাজ ও কথা শুনবার জন্য তো আকুল হয়ে থাকি 😊লাইক করে আপু ভিডিও দেখা শুরু করলাম❤ ইনশাআল্লাহ পুরো ভিডিওটি জুড়েই আমি থাকবো❤ ভালো থেকো

    • @mumhafsasvlog4105
      @mumhafsasvlog4105  Місяць тому

      @@TasteandTaleswithSalma
      প্রিয় আপু 🥰🥰

  • @Taniya098tafti
    @Taniya098tafti 28 днів тому

    আসসালামু আলাইকুম আপু কেমন আছো ❤আপু আজ প্রথম আপনার ভিডিও দেখলাম আপনার ভিডিওটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো আপু লাইক দিয়ে শেষ করলাম আপু ❤ভালো থেকো আপু সব সময় ❤এত সুন্দর একটা ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

    • @mumhafsasvlog4105
      @mumhafsasvlog4105  28 днів тому

      ওয়ালাইকুম আস সালাম, অসংখ্য ধন্যবাদ আপুনি

  • @taslimasvlog8689
    @taslimasvlog8689 Місяць тому

    ওয়াআলাইকুম আসসালাম আপু।কী সুন্দর নেইল পলিশ লাগিয়েছো।তোমার তেজপাতা কাটা দেখে আমার ছোট মেয়ের কথা মনে পড়ে গেলো ।ও আগে আমাকে এভাবে তেজপাতা কেটে যারে রেখে দিতো।আপু অন রেখে তোমার রান্না দেখছি আর আমিও রান্না করছি ।ইনশাআল্লাহ ফুল ওয়াচ হয়ে যাবে 🥰🥰🥰

    • @mumhafsasvlog4105
      @mumhafsasvlog4105  Місяць тому

      @@taslimasvlog8689 যেখানেই থাকুক, মায়েদের বাচ্চাগুলো সবসময়ই ভালো থাকুক🥰🥰

  • @ASSimplelifestyle
    @ASSimplelifestyle 24 дні тому

    আপুমনি আপনার ভিডিওটা ফার্স্ট দেখলাম এত ভালো লেগেছে মাশাল্লাহ আপনার যেমন কথাগুলো ভাল লেগেছে তেমন আপনার কাজকর্মগুলো ইলিশ পোলা ওটা কিন্তু দুর্দান্ত হয়েছে দেখেই বুঝা যাচ্ছিল যাই হোক রোজা আর রাজ নাম দুটো বেশ লেগেছে মামুনিটা আর বাবা টার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ পাক যেন ওদেরকে সর্বভারত এর সুস্থ রাখে পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ ❤❤❤❤

    • @mumhafsasvlog4105
      @mumhafsasvlog4105  24 дні тому

      @@ASSimplelifestyle অনেক অনেক ধন্যবাদ আপুনি

  • @SMuktasLifestylevlog
    @SMuktasLifestylevlog Місяць тому

    আপু চলে আসলাম 💃💃💃💃

  • @farhafarha1541
    @farhafarha1541 Місяць тому

    আমার আম্মুও ছোটবেলায় পড়ালেখার পাশাপাশি অনেক ড্রয়িং করতে দিতো,এতে আমার মনটা ভালো লাগতো😊।

  • @BdVloggerSubarna
    @BdVloggerSubarna Місяць тому

    মাশাল্লাহ্ আপু ইলিশ পৌলাওটা কিন্তু খুবই লৌভনীয় হয়েছে😍দেখেই লৌভ লেগে যাচ্ছিলো,,সেইসাথে তোমার বাচ্চার কী সুন্দর স্কিল মাশাল্লাহ্ ড্রইংগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার ছেলেটাও এমন করে অন‍্য পড়ার চেয়ে ড্রইংটাকে গুরুত্ব দেয় বেশী আকিবুকি করে 😅আমিও মানা করিনা তবে সব পড়ালেখা শেষ করে,,শীত আসলেই আমারো ত্বকের অবস্থা বারোটা বাজে রুক্ষ হয়ে যায় বেশী।।যাই হোক আপু অনেক ভালো লেগেছে ভিডিও টা ☺ভালো থেকো আপু ভালোবাসা নিও🥰❤

    • @mumhafsasvlog4105
      @mumhafsasvlog4105  Місяць тому

      প্রিয় আপু, মন ভালো করা একটা কমেন্ট ছিলো। আন্তরিক ধন্যবাদ জানাই ❤️❤️

  • @habibaskitchenandvlog
    @habibaskitchenandvlog Місяць тому

    আপু আস্সালামুআলাইকুম 🥰🥰🥰

    • @mumhafsasvlog4105
      @mumhafsasvlog4105  Місяць тому

      @@habibaskitchenandvlog ওয়ালাইকুম আস সালাম আপু🥰

  • @Shikhashometales_0
    @Shikhashometales_0 Місяць тому

    আপনার ভিডিওর নোটিফিকেশন কেন যেন পাচ্ছিনা। সার্চ দিয়ে আপনার চ্যানেলে ঢুকে দেখছি। খুব সুন্দর হয়েছে আপু। আমি আপনার ব্লগের অপেক্ষায় থাকি। ভালোবাসা র‌ইল আপু 💝💝💝

    • @mumhafsasvlog4105
      @mumhafsasvlog4105  Місяць тому

      @@Shikhashometales_0
      প্রিয় আপু, ভালোবাসা নিও🥰

  • @VillageFlavourr
    @VillageFlavourr Місяць тому

    আপু ইলিশ পোলাও দারুণ হয়েছে আর সত্যি আপু বাচ্চাদের নিয়ে এতো চাপ আমার মেয়ের আজকে পরীক্ষা শেষ হবে তার পর বৃত্তি পরীক্ষা আছে আবার এডমিশন টেষ্ট ও বাকি আছে সব মিলিয়ে খুব নাজেহাল অবস্থা 😢❤❤❤

    • @mumhafsasvlog4105
      @mumhafsasvlog4105  Місяць тому

      আসলেও আপু......এগুলো সব মায়েদের উপর দিয়ে যায়। যাইহোক, আল্লাহ আমাদের জীবন -যাপনকে সহজ করে দিন❤️❤️মামনির জন্য দোয়া রইলো।