Best Lyancha Shop At Shaktigarh Burdwan (শক্তিগড়ের সেরা ল্যাংচার ঠিকানা)

Поділитися
Вставка
  • Опубліковано 30 лип 2021
  • শক্তিগড়, নামটা শুনলেই মনটা কেমন যেন ল্যাংচা ল্যাংচা করে ওঠে, বিশেষ করে আমার মত মিষ্টিখোরদের। কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বর্দ্ধমানের পথে যাওয়ার সময় শক্তিগড় এলেই চোখে পড়বে হাইওয়ের দু'ধারে সারি দিয়ে শুধু ল্যাংচার দোকান। শ্রীকৃষ্ণের অষ্টোত্তরশতনামের মতই সেসব ল্যাংচার দোকানের নামের বাহার। কি নেই তাতে, ভবন, নিকেতন, আলয়, নিলয়, গৃহ, ঘর, সদন, মহল, কুঠি, প্যালেস, হাট, হাউস, সবার আগে শুধু ল্যাংচা শব্দটা বসিয়ে দিলেই হলো। ইনফ্যাক্ট "ঘর" শব্দটির বাংলায় এবং ইংরেজীতে যতগুলো প্রতিশব্দ হতে পারে এখানে এই কিলোমিটার দেড়েক রাস্তায় একবার চক্কর কাটলে সবকটাই খুঁজে পাওয়া যাবে। উপরন্তু সম্রাট, স্টেশন, মন্দির,গ্যালারি, বাজার এসবও আছে। কিছু নামের আগে "আদি" আবার কিছু নামের আগে "নিউ" বসানো। কয়েকটি দোকানে উত্তম কুমারের বাঁধানো ছবি ঝুলছে, সঙ্গে তাঁর লেখা, ল্যাংচা খেয়ে নাকি তিনি বড়ই তৃপ্তি পেয়েছিলেন। এই লিস্টে অবশ্য আমাদের বেল্টম্যান রঞ্জিত মল্লিক থেকে শুরু করে হাল আমলের দেব, জিৎ এবং 'দাদা' সৌরভ গাঙ্গুলী, এঁরাও সব আছেন। এনারা সবাই ল্যাংচা খেয়ে বেজায় খুশি, সার্টিফিকেটও দিয়ে গেছেন। দুলাল চন্দ্র ভড়ের তালমিছরির বোতলের গায়ে যেমন লেখা থাকে, ছবি এবং সই দেখিয়া কিনিবেন, তেমনি দোকানে দোকানে ছবি আর সই ঝুলছে।
    তবে বাস্তব ঘটনা হলো এসবই এখন অতীত, ইদানিং বেশিরভাগ দোকানেরই ল্যাংচা অতি খাজা মার্কা। কয়েকটি পুরোনো দোকান, যেগুলো জিটি রোডে বহুদিন থেকে ছিল, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তৈরী হওয়ার পরপরই এখানে উঠে এসেছে, সেগুলোতে হয়ত কিছুটা মন্দের ভালো জুটতে পারে। তবে এখানের কোন দোকানেরই ল্যাংচা খেয়ে আদতে সেই এসেন্সটা আর পাওয়া যায় না যেটার কারণে এককালে শক্তিগড়ের ল্যাংচার খ্যাতি ছিল।
    তবে উপায় কি? ভালো ল্যাংচা পাবেন কোথায়? সে জিনিস আদৌ কি আর পাওয়া যায়, নাকি সবই ওই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়? সে প্রশ্নের উত্তর খুঁজতে চট করে দেখে নিন এই ছোট্ট মিনিট পাঁচেকের ভিডিওটি।

КОМЕНТАРІ • 12

  • @user-ei2jo9md1r
    @user-ei2jo9md1r 2 місяці тому

    Thanku

  • @sandipandutta3494
    @sandipandutta3494 Рік тому

    Ei video ta ageo dekhechi. Abar dekhlam aj. Carry on.

  • @saifislam3319
    @saifislam3319 2 роки тому

    Thank you sir for providing the correct location of Lancha Bhavan. Certainly I shall visit once again my old Lancha sweet shop. I have saved your video and I'll use it to take me to the correct location. I shall travel by local train from Howrah to Shaktighar. Thanks once again to you sir.

  • @WickedSanny
    @WickedSanny 5 місяців тому

    Sir atr Google map location dile valo hoto....akn rasta onek change hoache....Ami gachilam khuje pai ni.....

  • @TravelTvBangla
    @TravelTvBangla 3 роки тому +1

    ভিডিও ল্যান্ডস্কেপ তুলে এডিট করলে ভালো। ভয়েস ওভার সাউন্ড ভালো লাগলো ।
    ইনফো গুলো খুব ভালো আছে।

    • @sagar1969m
      @sagar1969m  3 роки тому +1

      থ্যাঙ্ক ইউ, আসলে এই ভিডিওটা ইচ্ছাকৃত ভাবেই ভার্টিক্যাল শ্যুট করা হয়েছে কারণ প্রাথমিকভাবে এটা ফেসবুক ওয়াচ আর IGTV প্ল্যাটফর্মের কথা ভেবে তোলা। এগুলো ৮০% বেশি লোক মোবাইলে দেখেন, যেটা ভার্টিক্যাল ভিডিওর উপযুক্ত।

  • @sibsankarchakraborty8222
    @sibsankarchakraborty8222 2 роки тому

    Best dada.Thank you.

  • @Wellness_coach_Prabal
    @Wellness_coach_Prabal 2 роки тому

    Saktigarh station thakey kotota dur hobey ba ki vabe jabo?

    • @sagar1969m
      @sagar1969m  2 роки тому +2

      স্টেশন থেকে একদম সামনেই। স্টেশনে নেমে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে

    • @ptatapkumar60897
      @ptatapkumar60897 Рік тому

      দোকানের টাইম টেবিল টা বলবেন প্লিজ 🙏🙏🙏

  • @alokdas4798
    @alokdas4798 2 роки тому

    ট্রেন এ গেলে কি ভাবে যাবো ? যদি একটু জানান 👍

    • @sagar1969m
      @sagar1969m  2 роки тому +1

      আপনাকে শক্তিগড় স্টেশনে নামতে হবে।