Horse tunnel Tasmina তাসমিনা ঘোড়াদৌড়

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • জীবন মানে তো যন্তনা / রাস্তার শিল্পি উজ্জল • Video
    আরো ঘোড়াদৌড় দেখতে
    • Horse tunnel Tasmina ত...
    হানাদার মুক্ত দিবস উপলক্ষে নওগাঁ
    শহরের এ-টিম মাঠে গতকাল রোববার
    আয়োজন করা হয় ঘোড়দৌড়
    প্রতিযোগিতার। এতে অংশ নিয়ে
    সবার দৃষ্টি কাড়ে ঘোড়সওয়ার
    কিশোরী তাসমিনা আক্তার। তার
    ঘোড়দৌড় দেখতে ভিড় করে
    হাজারো মানুষ।
    স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক
    সংগঠন একুশে পরিষদ আয়োজিত এই
    প্রতিযোগিতায় দুটি দলে ২৩টি
    ঘোড়া অংশ নেয়। ‘এ’ গ্রুপে তাসমিনা
    তার ঘোড়া ‘বিজলিকে’ নিয়ে প্রথম
    হয়। আর ‘বি’ গ্রুপে প্রথম হয় স্থানীয় আইনুল
    হকের ঘোড়া। উভয় গ্রুপের প্রথম স্থান
    অধিকারীদের একটি করে টেলিভিশন
    এবং বাকি দুজনকে একটি করে
    মুঠোফোন উপহার দেওয়া হয়।
    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব
    করেন একুশে পরিষদের সভাপতি ডি এম
    আবদুল বারী। তিনি বলেন, ‘১৯৭১
    সালের ১৮ ডিসেম্বর নওগাঁ
    হানাদারমুক্ত হয়। এই আনন্দ সবাই একসঙ্গে
    উপভোগ করতে আনন্দ শোভাযাত্রা ও
    ঐতিহ্যবাহী ঘোড়দৌড়
    প্রতিযোগিতার আয়োজন করা হয়।’
    তাসমিনাকে নিয়ে গত বছরের ১৭ জুন
    ‘এক দুঃখী ঘোড়সওয়ারের গল্প’
    শিরোনামে প্রথম আলোর ‘অধুনা’
    পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
    খবরটি প্রকাশের পর গাজীপুরের ঘোড়া
    খামারি উলফত কাদের তাকে ঘোড়া
    উপহার দেন। প্রথম আলোর পক্ষ থেকেও
    তাসমিনাকে ঘোড়া কিনে দেওয়ার
    উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি তাকে
    নিয়ে নির্মাণ করা হয় প্রামাণ্যচিত্র।
    প্রামাণ্যচিত্রটি প্রথম আলো ডটকম, প্রথম
    আলো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল
    এবং বিভিন্ন টিভি চ্যানেলে
    প্রদর্শিত হলে তাসমিনার পরিচিতি
    ছড়িয়ে পড়ে। তাসমিনা ধামইরহাট
    উপজেলার শঙ্করপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ
    শ্রেণির ছাত্রী।
    নওগাঁয় হানাদার মুক্ত দিবস উপলক্ষে
    আয়োজিত এই ঘোড়দৌড়
    প্রতিযোগিতাটি ছিল একেবারে
    ব্যতিক্রম। সেই দৌড়ে অংশ নিয়েছে
    কিশোরী তাসমিনা, ঘোড়া
    ছোটানো যার নেশা। মাঠে
    দাঁড়ানো হাজার হাজার দর্শক
    হাততালিতে ফেটে পড়ছে l
    ভিডিও: উদয় খান

КОМЕНТАРІ • 8

  • @mdshamsulalam9494
    @mdshamsulalam9494 7 років тому +5

    আমরা সবাই তাসলিমার জন্য দোয়া করি এবং তার এগিয়ে জারয়ার জন্য ও বিশের দরবারে মাথা উচু করার সুজগ করে দিলে আমরা নওগাঁ জেলার ধামুইরহাট বাসির অকুল আবেদন রইল । প্রচারে ধামুইরহাট থানা এলাকা বাসি।

    • @chobiproduction
      @chobiproduction  7 років тому

      +Md Shamsul Alam
      অবশ্যই ভাই অামরা অাপনার সাথে এক মত প্রকাশ করলাম

    • @MDabdulrakib-cv6rk
      @MDabdulrakib-cv6rk 7 років тому

      আমার তরফ থেকে তাসলিমার জন্য রইলো দোয়া

    • @Ileasable
      @Ileasable 5 років тому

      @@MDabdulrakib-cv6rk কোন যায়গায় দোয়া করতে হবে, তাও জানি না।

  • @Ileasable
    @Ileasable 5 років тому +1

    আল্লাহর বিধানের বিরুদ্ধে কেহ সহযোগীতা করলে, প্রশংসা করলে তার ঈমান যাবে। এটা একটা ইসলাম বিরোধী ষড়যন্ত্র। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তওফিক দান করুন।

  • @shamimansari7961
    @shamimansari7961 7 років тому +1

    তাসলিমার জন্য দোয়া করি

    • @kamalkh2937
      @kamalkh2937 6 років тому

      shamim ansari
      তাসলিমার সার্বিক সাফল্য কামনা করি।

  • @Ileasable
    @Ileasable 5 років тому +1

    কয়েকটা টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে তা কল্পনা করা যায় না। মনে রাখতে হবে আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর আইন মানতে হবে।