তুমি যদি আমাকে না ভালোবাসো আর এই মুখে কবিতা ফুটবে না, এই কণ্ঠ আবৃতি করবে না কোনো প্রিয় পঙ্ক্তিমালা তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী। আমি আর পারবো না লিখতে তাহলে ...অনবদ্য একটি চরণ, একটিও ইমেজ হবে না রচিত, তুমি যদি আমাকে না ভালোবাসো তবে কবিতার পান্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি, খরা। তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে, সন্ধ্যাতারা মনে হবে মৃত নিষ্পলক চোখ যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা। তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা মরা গাঙে জাগবে না ঢেউ, দুই তীরে প্রাণের স্পন্দন, হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ হৃদয়ে হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা, বাজবে না গান। তুমি যদি আমাকে না ভালোবাসো আর প্রকৃতই আমি আগের মতন পারবো না লিখতে কবিতা আমার আঙুলে আর খেলবে না জাদুর ঝিলিক, এই শাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুঁই আর চাঁপা। একবার ভালোবেসে দেখো, একবার কাছে ডেকে দেখো আবার আগের মতো কীভাবে ফুটাই এক লক্ষ একটি গোলাপ অনায়াসে কীভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত, একবার ভালোসেবে দেখো আবার কীভাবে লিখি দুহাতে কবিতা।
Valobese dekho, eto tantram korbe je agey ja abostha chhilo, valobese e o sai ek e abostha.... Be practical. Kobita mane e je kadte hobe that's not true.
অসামান্য আবৃত্তি ❤️❤️
সত্যিই মনোমুগ্ধকর❤
অসংখ্য ধন্যবাদ
কী অসাধারণ ভোকাল আর অনুভূতি!!! কেমন করে কলি,,,,,
অনন্য !!!
অনবদ্য !!!
তুমি যদি আমাকে না ভালোবাসো আর
এই মুখে কবিতা ফুটবে না,
এই কণ্ঠ আবৃতি করবে না কোনো প্রিয় পঙ্ক্তিমালা
তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী।
আমি আর পারবো না লিখতে তাহলে
...অনবদ্য একটি চরণ, একটিও ইমেজ হবে না রচিত,
তুমি যদি আমাকে না ভালোবাসো তবে
কবিতার পান্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি, খরা।
তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু
উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে,
সন্ধ্যাতারা মনে হবে মৃত নিষ্পলক চোখ
যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা।
তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা
মরা গাঙে জাগবে না ঢেউ, দুই তীরে প্রাণের স্পন্দন,
হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ
হৃদয়ে হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা, বাজবে না গান।
তুমি যদি আমাকে না ভালোবাসো আর
প্রকৃতই আমি আগের মতন পারবো না লিখতে কবিতা
আমার আঙুলে আর খেলবে না জাদুর ঝিলিক,
এই শাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুঁই আর চাঁপা।
একবার ভালোবেসে দেখো, একবার কাছে ডেকে দেখো
আবার আগের মতো কীভাবে ফুটাই এক লক্ষ একটি গোলাপ
অনায়াসে কীভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত,
একবার ভালোসেবে দেখো আবার কীভাবে লিখি দুহাতে কবিতা।
থ্যাংক্যু রে
Valobese dekho, eto tantram korbe je agey ja abostha chhilo, valobese e o sai ek e abostha.... Be practical. Kobita mane e je kadte hobe that's not true.
মনোমুগ্ধকর আবৃত্তি
অনেক ভালো লাগলো গো ।
কি বলব আর.,,,,,,,,
অসাধারণ।
অনন্য সুন্দর ♥️♥️
সাধু সাধু সাধু।
অসাধারণ
সুন্দর!
অনবদ্য !!!
আহা😢
তুমি আজ অনেক দূরে। তুমি কি আজও কবিতা শোন
ভীষণ সুন্দর আবৃত্তি।
Darun কন্ঠস্বর ❤❤sathe thaklam asben bondhu ❤❤
মুগ্ধতা দাদা ❤️
Kono jani na kotha gulo suna monar ojanta chokr kona jol asca....
Mon suya kotha👌👌👌👌
সত্যিই তাই
মুগ্ধতা ছড়ানো আবৃত্তি দাদা। খুব খুব ভালো লাগল। শুভকামনা অবিরাম...🙏❤❤
Asdharon uccharon. Vaab. Valobeshe fellam. ❤
😢😢😢😢😢
Khub sundor Laglo 👍
অনেক ধন্যবাদ
আহ্ আমার প্রিয় কবি। ২৭ বছর আর যাওয়া হয় না বাংলা একাডেমীর বই মেলায়। আর নেয়া হয় না বইয়ে প্রিয় কবির অটোগ্রাফ
আপনার কমেন্ট দেখলাম দুই বছর পর
অনেক ধন্যবাদ
হৃদয় ছুঁয়ে গেলো। ধন্যবাদ আঙ্কেল❤️
থেঙ্ক্যু
প্রান ভোরে উঠলো।।।
অনেক ধন্যবাদ
দরাজ কণ্ঠের কারুকাজে বিমোহিত হয়ে গেলাম। শুভকামনা নিয়ে পাশে আছি সবসময় পাশে থাকুন আপনিও।
osadharn
অসাধারণ কন্ঠ। ভাল লাগল।
অসাধারণ !!!
একরাশ মুগ্ধতা নিয়ে গেলাম ভালবাসা দিয়ে গেলাম।
অসাধারণ মুগ্ধ করা রচনা । 🙏🙏🙏
ধন্যবাদ
অসাধারণ কবিতা ও আবৃত্তি
অনেক ধন্যবাদ
অসাধারণ কণ্ঠ ও আবৃত্তি আপনার...
অনেক ধন্যবাদ
মাশাল্লাহ কণ্ঠ অনেক সুন্দর।
অনেক ধন্যবাদ
দাদা অসাধারণ আবৃত্তি করেছেন
দাদা অসাধারণ
থ্যাংকু রে বুড়া
অসাধারণ
দুর্দান্ত
ধন্যবাদ
অনেক সুন্দর আবৃত্তি করেছেন।
অনেক ধন্যবাদ
Osadharon....
অসাধারণ..
থ্যাঙ্ক্যু
দারুণ
আপনার কন্ঠের প্রেমে পড়ে গেছি
ধন্যবাদ
94 no subscriber
Onk valo laglo 💚💜❤️
অনেক ধন্যবাদ
Amar gan o sunta hobe. Ami Parthapratim Ganguly.🙏🙏🙏
😭😭😭❤️
অনেক ধন্যবাদ
অসাধারণ অপূর্ব কন্ঠ। শুভকামনা ও অভিনন্দন। যদি সম্ভব হয়,নির্মলেন্দু গুণ স্যারের কবিতা ( - -বলছি না তো ভালবাসতেই হবে।) আবৃত্তি করবেন।🙏🙏
অনেক ধন্যবাদ
করবো
issss ki sweet
ধন্যবাদ
Nice
ধন্যবাদ
আচ্ছা আপনার বাসা কি নড়াইল ?
কর্মসূত্রে আমি নড়াইল ছিলাম।
@@kobitabehari আমার বাসা নড়াইল আপনার ভিডিওর সিনারি দেখে জিজ্ঞেস করেছি। আপনার ভয়েস খুব সুন্দর
Aita ki patriot molok kobita
না।
দেশাত্মবোধক না, প্রেমাত্মক!
sundor hoyeche bt lyrics dile aro valo hoto
আচ্ছা, এরপর থেকে তাই হবে
lyrics ta diben
অসাধারণ !!!
অনেক ধন্যবাদ
Nice