ঘুরে আসলাম সেখান থেকে সব কিছু ভালো ছিলো কিন্তু খাবার মান এতোটা ভালো ছিল না। আরো ভালো করতে হবে। নিরাপত্তা আরো ভালো করতে হবে। যখন তখন অন্য মানুষ রিসোর্টে ঢুকে।
ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ারের জন্য। আসলে প্রত্যন্ত গ্রাম এলাকা তো তাই খাবারের মান সাধারণ। আর গ্রামের লোকজন আসে। কিন্তু তাতে নিরাপত্তা নিয়ে কোন সমস্যা মনে হয়নি।
ভাইয়া আপনি যে এই মিউজিক গুলো ব্যবহার করেন, এইগুলোতে কি কোন কপিরাইট স্ট্রাইক / ক্লেইম আসে না ? মিউজিক গুলো ভবিষ্যতের জন্য কতটুকু নিরাপদ ? প্লিজ রিপ্লাই দিয়েন ভাইয়া 💖
প্রপার ক্রেডিটসহ ব্যবহার করলে সমস্যা নেই। তবে ভবিষ্যতে কখনো কোন সমস্যা হবে না, এটা জোর দিয়ে বলা যায় না। পুরোপুরি সেইফ থাকতে চাইলে অডিও লাইব্রেরির মিউজিকগুলো ব্যবহার করাই ভালো।
থাকার খরচ বেশ কম। দুইজনের জন্য কটেজের ভাড়া ২০০ টাকা। আমরা ৪ জন ছিলাম। ওদের সবচেয়ে বড় কটেজটা নিয়েছিলাম। সেটার ভাড়া ছিলো ৬০০ টাকা। খাবার খরচ নির্ভর করে মেন্যুর উপরে। আর আমরা ২ দিনের প্লানে গিয়েছিলাম। ঢাকা থেকে সরাসরি হানিফ বাসে সাপাহার গিয়ে প্রথমদিন সেখানে ঘুরেছি। পরদিন পোরশায় গিয়েছি। পোরশায় সরাসরি যাওয়ার বাসও আছে।
অসাধারণ
ধন্যবাদ। আসলেই অসাধারণ 🙂
এই সৎ চরম সৎ সত্যিকারের শান্তিময় জায়গা গুলো ভাইরাল করতে চাই,, আমি ইন্ডিয়া আসাম থেকে বলছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ধন্যবাদ আপনার মন্তব্য এবং এতো দূর থেকে অনুপ্রেরণা দেয়ার জন্য।
liked the video
Thank you brother 🙂
খুব সুন্দর গ্রামীণ পরিবেশ
আসলেই তাই। দারুণ কিছু সময় কাটিয়ে এসেছি।
Erokom vinno jinis koi j pan🎉🎉🎉
ধন্যবাদ আপু। মাথায় যে কতো ট্রিপের আইডিয়া ঘুরছে। কিন্তু সময়ের অভাবে যেতে পারছি ন।
Beautiful ❤❤❤❤
Thank you 🥰
It’s really beautiful.
আপনার ভিডিওগুলো অনেক অসাধারণ । আগামীকাল নওগাঁ যাব । এই জায়গা গুলো ঘুরে দেখব
অনেক ধন্যবাদ প্রশংসার জন্য। ঘুরে আসেন। আশাকরি খুব ভালো লাগবে।
জাহিদ ভাইয়ের পরিশ্রম আর মেধার মিশেলে গড়ে উঠা সৌন্দর্য
একদম তাই। ভিডিওতে সেটাই বলেছি।
Ami porsha theke dektese 👌 nejer Upozilla mobile video te dekte valoi lagse 🤗
ধন্যবাদ দেখার জন্য। খুব সুন্দর আপনাদের পোরশা। খুব ভালো লেগেছিলো আমার। 🥰
@@vromonwala ❤❤❤
😍
ভাই আপনার উপজেলা য় ঘুরতে আসব।
ঘুরে আসেন ভাই। ভালো লাগবে।
আসবো এখানে এই বর্ষায়। মাটির ঘরে থাকার শখ খুব।
ঘুরে আসেন। বর্ষায় এখানে খুব ভালো লাগবে। আমার আরেকবার যাওয়ার ইচ্ছা শীতকালে।
Exciting video❤❤😮😮😮😮
Thank you Apu 🙂
আমার নিজের গাঁয়ের কথা মনে পড়ে
একদম তাই। আমারও গ্রামের কথা মনে পড়ে গিয়েছিলো এখানে গিয়ে। একটা আদর্শ গ্রাম বলতে যা বোঝায়, এটা তেমনই।
খুব ভালো ভিডিও
অনেক ধন্যবাদ 🙂
আমি সাপাহার থেকে দেখতেছি ❤
অনেক ধন্যবাদ ভাই। এর আগের পর্বে কিন্তু সাপাহার নিয়েও একটা ভ্লগ করেছি। সেটাও দেখবেন। আশাকরি ভালো লাগবে।
প্রকৃতির নির্মলতা আপনাকে মুগ্ধ করবেই। প্রকৃতির সকল স্বাদ খুঁজে পাবেন নওগাঁর কুঁড়েঘর ম্যাংগো রিসোর্টে গেলে।
একদম তাই। এখানকার প্রকৃতি মুগ্ধ করবে যে কাউকে।
ঘুঘুডাঙ্গায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে
বাহ। নিশ্চয়ই খুব ভালো লেগেছে?
@@vromonwala জি আলহামদুলিল্লাহ খুবি ভাল লেগেছে
🙂
ভাই আমি পোরশা থানা থেকে দেখতেছি❤❤
ভালোবাসা জানবেন ভাই 🥰
অনেক সুন্দর আপনাদের থানাটা।
❤
🥰
❤❤❤❤
🥰🥰🥰
ঘর গুলোকে একটু ফুল ফল দিয়ে র্ংক করলে সেই লাগবে
ধন্যবাদ আপনার মতামতের জন্য। হয়তো ওরা পুরো ব্যাপারটাকে একদম র' রাখতে চেয়েছে। তাই কোন কালার করেনি।
সাবস্ক্রাইব করলাম
ধন্যবাদ পাশে থাকার জন্য 🥰
ঘুরে আসলাম সেখান থেকে সব কিছু ভালো ছিলো কিন্তু খাবার মান এতোটা ভালো ছিল না। আরো ভালো করতে হবে। নিরাপত্তা আরো ভালো করতে হবে। যখন তখন অন্য মানুষ রিসোর্টে ঢুকে।
ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ারের জন্য। আসলে প্রত্যন্ত গ্রাম এলাকা তো তাই খাবারের মান সাধারণ। আর গ্রামের লোকজন আসে। কিন্তু তাতে নিরাপত্তা নিয়ে কোন সমস্যা মনে হয়নি।
কোথায় থেকে অটো নিয়েছিলেন আর অটে ভাড়া কতো পড়েছিলো
সাপাহার থেকে অটো রিসার্ভ নিয়েছিলাম পোরশা পর্যন্ত। ৫০০ টাকা নিয়েছিলো। এরপর বিকালে আবার একটা অটো নিয়েছিলাম নিয়ামতপুরের ঘুঘুডাঙা তাল সম্রাজ্য ঘুরিয়ে নওগাঁ শহরে নামিয়ে দিয়েছিলো ৭০০ টাকা দিয়েছিলাম।
বুকিং এর জন্য নং থাকলে দেবেন প্লিজ
কুঁড়েঘর- 01311039028
Excessive BGM
BM ki jinish bhai?
@@vromonwala Sorry BGM
ও আচ্ছা। ধন্যবাদ ভাই মতামত দেয়ার জন্য 🥰। এরপর বিজিএমের ব্যাপারে আরো সতর্ক থাকবো
কয়েকদিন আগে গেলাম। খাবার খরচ মান অনুযায়ী একটু বেশি মনে হয়েছে ।
প্রত্যন্ত একটা গ্রাম তো। তাই খাবারের মান সাধারণ। এটা মেনে নিয়েছি।
Vaia eikhan e ki mango season e best,naki Ekhon jabo
আমের সিজনে একরকম সুন্দর। ভরপুর আম থাকে গাছে। খুব ভালো লাগে দেখতে। এখন শীতকালে আবার অন্যরকম সুন্দর লাগবে। গ্রামে শীতকাল সবসময়ই দারুণ হয়।
Vai apni kon month e gesilen
জুন মাসে গিয়েছিলাম
@@vromonwala গরম কি সহনীয় ছিল ?
আমরা জুন মাসে আমের সিজনে গিয়েছিলাম। তখন দুপুরের সময়ে গরম সহনীয় ছিলো না। বাকি সময়ে ঠিকঠাক ছিলো।
রিসোর্ট ভাড়া কত?
খুবই কম। ২০০-৬০০ টাকা।
ভাইয়া আপনি যে এই মিউজিক গুলো ব্যবহার করেন, এইগুলোতে কি কোন কপিরাইট স্ট্রাইক / ক্লেইম আসে না ? মিউজিক গুলো ভবিষ্যতের জন্য কতটুকু নিরাপদ ? প্লিজ রিপ্লাই দিয়েন ভাইয়া 💖
প্রপার ক্রেডিটসহ ব্যবহার করলে সমস্যা নেই। তবে ভবিষ্যতে কখনো কোন সমস্যা হবে না, এটা জোর দিয়ে বলা যায় না। পুরোপুরি সেইফ থাকতে চাইলে অডিও লাইব্রেরির মিউজিকগুলো ব্যবহার করাই ভালো।
ঠিকানা ও নাম্বার দেন না কেনো??
লোকেশনের ব্যাপারে ভিডিওতে বিস্তারিত বলেছি। ফোন নম্বর: 01311039028
কুড়িঘর ম্যাংগো রিসোর্ট এর নাম্বার টা দেওয়া জাবে
+8801311039028
ভাই ঈদের সময় কি এটা খোলা
কোরবানির ঈদের কথা বলছেন?
ওখানে যোগাযোগ করে দেখতে পারেন খোলা থাকবে কি না?
যোগাযোগের নম্বর: 01311-039028
ভাই এখানে রাস্তার পাশে জমির শতাংশ কতো করে বলার অনুরোধ করছি ধন্যবাদ?
দুঃখিত এই ব্যাপারে জানা নেই। স্থানীয় কারো সাথে বা রিসোর্টের লোকজনের সাথে যোগাযোগ করলে জানতে পারবেন আশাকরি।
ভাই এইদিকে জমির দাম অনেক কম। রাস্তার পাশে জমি গুলো সর্বোচ্চ ৪০-৫০ হাজার টাকা শতাংশ হতে পারে। গ্রামের ভেতরে গেলে আরও কমে পাবেন😊
Manager mobile number daoya jaba ,ajka need
01603-585960
ভাই থাকা খাবার খরচ, এবং যাতায়াতের বিস্তারিত জানান
থাকার খরচ বেশ কম। দুইজনের জন্য কটেজের ভাড়া ২০০ টাকা। আমরা ৪ জন ছিলাম। ওদের সবচেয়ে বড় কটেজটা নিয়েছিলাম। সেটার ভাড়া ছিলো ৬০০ টাকা। খাবার খরচ নির্ভর করে মেন্যুর উপরে। আর আমরা ২ দিনের প্লানে গিয়েছিলাম। ঢাকা থেকে সরাসরি হানিফ বাসে সাপাহার গিয়ে প্রথমদিন সেখানে ঘুরেছি। পরদিন পোরশায় গিয়েছি। পোরশায় সরাসরি যাওয়ার বাসও আছে।
Achcha
ঢাকা থেকে কিভাবে যাব?
আমরা ঢাকা থেকে সরাসরি নওগাঁর সাপাহারে যে বাস যায়, সেটায় গিয়েছিলাম। সাপাহার ঘুরে পরে পোরশার এই রিসোর্টে গিয়েছিলাম।
এর আগের পর্বটা দেখলে ধারণা পাবেন।
খাওয়ার খরচ তিনবেলা ৪০০ করে। কিছুটা বেশি মনে হয়েছে তুলনামূলক।
Resort manager ar Mobile number paowya jaba ke
Obosshoi. 01311039028
Bharai to bollen na. Video dekhe ki laab hoilo
ভাড়ার ব্যাপারগুলো ইচ্ছা করেই এভয়েড করি। কারণ এটা প্রতিনিয়ত পরিবর্তন হয়।
বর্তমানে কটেজ ভাড়া আকারভেদে ২০০-৬০০ টাকা।