পুরুলিয়ার নিঃঝুম তিলাবনিতে ঘুরতে এসে ফিরে আসাটাই সংশয় হয়ে গিয়েছিল । Tilaboni , Futiyari , Purulia

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2022
  • ফুটিয়ারি , তিলাবনি ঃ-
    মানুষ জীবনে চলার পথে বিভিন্ন রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয় আর আমাদের মত যারা ঘুরতে ভালোবাসি তারা তো পথের আনাচে-কানাচে এদিক সেদিক বিভিন্ন রকম ভাবে ছোট বড় চ্যালেঞ্জের মোকাবিলা করি । হয়তো তাদের মধ্যে সবকিছু ভিডিওর মধ্যে আনা যায় না কিন্তু আজ আমি আপনাদের এমন এক ক্যামেরাবন্দি বাস্তব অভিজ্ঞতা দেখাবো যা দেখে আপনারাও চমকে যাবেন আর ভাববেন এরকমও আবার হয় নাকি ? এছাড়াও এ ভিডিওতে রয়েছে পুরুলিয়ায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অসাধারণ কিছু ডেস্টিনেশন সঙ্গে থাকছে কিভাবে সেখানে যাবেন আর থাকবেনই বা কোথায় সেই সংক্রান্ত ইনফরমেশন । আশা করব এনজয় করতে পারবেন ভিডিওটা । সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে ।
    Google Location - www.google.com/maps/place/Til...
    কি ভাবে যাবেনঃ
    পুরুলিয়া স্টেশন থেকে ফুটিয়ারির বা কিছুটা এগিয়ে তিলাবনির দূরত্ব 27 কিলোমিটার । গাড়িতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট । পুরুলিয়ার যে কোন ট্রেনে পুরুলিয়া স্টেশন এ নেমে গাড়িতে পৌঁছে যাওয়া যায় । বাসে করে এলে নামতে হবে পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডে । গাড়িতে করে গেলে কলকাতা থেকে ফুটিয়ারির দূরত্ব ২৮০ কিলোমিটার । পৌছাতে সময় লাগবে 5 সাড়ে পাঁচ ঘণ্টা । চাইলে আপনি বরন্তি ঘুরতে এসে চলে আসতে পারেন এখানে । বড়ন্তি রিসোর্টের নাম্বারও দেওয়া রইল ।
    Follow us on Instagram - ghurtefirte...
    Video Link For Boronti -
    1.ঘোর অমাবস্যায় রাত দুটোতে সাইকেল নিয়ে ওরা কারা যাচ্ছে । Mid Night Journey from kolkata to Boronti
    • অমাবস্যায় রাত দুটোতে ...
    2. Garpanchkot ,Purulia|পুরুলিয়ার গড়পঞ্চকোটের নয়শো বছরের কল্যাণেশ্বরী মন্দিরের অবহেলিত রহস্যময় ইতিহাস
    • Garpanchkot ,Purulia|প...
    3. Travel Guide for Baranti , Garpanchkot , Joychandi Pahar | Purulia | বরন্তি ভ্রমণ ডায়েরি (Part-1) |
    • Travel Guide for Baran...
    4. এখানে একা আসতে সাহসের প্রয়োজন | শিউলিবনা | Baranti Travel Guide (Part-2) | Susunia Hill | Purulia
    • এখানে একা আসতে সাহসের ...
    5. পুরুলিয়ার আদিবাসী বাড়িতে মাটির উনুনে মাংসের নতুন ধরনের ঝোল রান্না করে উঠোনে বসিয়ে আমাকে খাওয়ালো ।
    • পুরুলিয়ার আদিবাসী বাড়ি...
    6. পুরুলিয়ার গ্রাম্য পরিবেশে পাহাড় আর লেকের জলের ধারে বসে দেখুন সূর্যাস্তের রঙের ছটা । Baranti ।বড়ন্তি।
    • পুরুলিয়ার গ্রাম্য পরিব...
    Baranti Village Resort ( Google Location )- www.google.com/maps/place/Bar...
    Booking Number - 7439128209 / 7980797583 / 8240533779
    Room Rent - Dormitory Rs 500 / Double bedded Room / Cottage Room - Rs 2000 , Four bedded Room - Rs 2600 , Tent - Rs 2400
    Car Booking - Same Phone Number
    Pick and Drop Facilities available from Asansol , Adra , Muradi Rail Station
    Sightseeing Cost Extra
    Food Facility - Breakfast , Lunch , Snacks ,Dinner ( Standard Quality - Rs 650 )
    Hotels in Futiyari :-
    Futiyari adventure Camp- 7980113151 / 9233322222
    Futiyari Retreat - 9051166563 /9830271064

КОМЕНТАРІ • 703

  • @Shanjoydas
    @Shanjoydas 2 роки тому +70

    গ্রামের মানুষের মন সব সময় এরকমই থাকে। তাদের মন- মানুষিকরা এখনো শহরের যান্তিকতার ভীড়ে হারিয়ে যায়নি। প্রণাম জানাই তাদের যারা আপনার বিপদের সময় পাশে ছিল। 🙏🙏🙏 ❤️❤️❤️

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +2

      ভালবাসা রইল

    • @ivabasu5666
      @ivabasu5666 2 роки тому

      Pppllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @sanjoymitra6663
    @sanjoymitra6663 2 роки тому +23

    এরাই হল আসল বন্ধু, যারা কোনো কিছুর বিনিময়ে উপকার করতে এগিয়ে আসে ।🙏🙏🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +3

      বন্ধুরূপী ভগবান

    • @tarapadamurmu6168
      @tarapadamurmu6168 8 місяців тому

      a re apni sese 'na' lagate bulege6en

  • @senapatimahato5144
    @senapatimahato5144 2 роки тому +55

    রুখা, সুখা পুরুলিয়াকে এত সুন্দর করে বর্ণণা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন দাদা। আশা করি আবার আসবেন আমাদের এই পুরুলিয়াতে।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +5

      বাইরে থেকে শুকনো ভেতরে রসে টইটুম্বুর

    • @jaynalabedin6079
      @jaynalabedin6079 2 роки тому

      @@GhurteFirte ii88

  • @babluhembram8820
    @babluhembram8820 2 роки тому +10

    সর্বপ্রথমে অশোক বাবু কে ধন্যবাদ জানাই ।এভাবে বিপদের সময় কয়জনই বা পাশে দাঁড়ায় ? গ্রামের সহজ সরল মানুষেরা এভাবেই নিঃস্বা্র্থ ভাবে মানুষের পাশে দাঁড়াতে জানে ।আপনার উপস্থাপনা অনবদ্য । ধন্যবাদ ।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +1

      হিসাব মত পুরো গ্রামে আমার পাশে ছিল

  • @biswajitgoswami8866
    @biswajitgoswami8866 2 роки тому +29

    পুরুলিয়াকে এত চমৎকার ভাবে পরিবেশন করলেন যা আগে কেউ এভাবে দেখান নি মন ভরে গেল

  • @jayasreedas952
    @jayasreedas952 2 роки тому +8

    ঘুরতে ঘুরতে ভাই আপনার এই ভিডিও টি দেখার পর একটা কথা ই আমার মনের মধ্যে উকি মেরে গেল সমস্ত জীবের মধ্যে ভগবান বিরাজমান। ঈশ্বর কে আমরা কেউ চোখে দেখিনি ঈশ্বর কে আমরা নানা রূপে কল্পনা করে নিজেদের সুখ দুঃখের কথা জানাই।আপনি মানব রূপে ‌ভগবানের‌ সাহায্য পেয়েছেন।এটা আপনার কাছে ‌পরম প্রাপ্তি।তিলাবনি বেশ ভালো লাগলো। সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনাকে।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      ঈশ্বর রয়েছেন মানুষের মধ্যেই

  • @beautifulnature4194
    @beautifulnature4194 2 роки тому +4

    আমরা পুরুলিয়ার মানুষ আমরা সদা সর্বদা মানুষের পাশে আছি আগামী দিনেও থাকবো।

    • @amritakumar5343
      @amritakumar5343 2 роки тому +1

      এই ঘোষণা , মানুষের মনের জোর ও আন্তরিকতা বহুগুণ বাড়িয়ে দেবে ।
      অনেক , অনেক ধন্যবাদ দাদা ।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      ভালোবাসা রইল

  • @rahulmajumder6949
    @rahulmajumder6949 2 роки тому +38

    দাদা গ্রামের মানুষেরা এখনো জটিল হয়ে যায় নি। ভালোবাসা রইলো ♥️♥️

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      একদম ঠিক

    • @arindampaul6277
      @arindampaul6277 2 роки тому

      Kintu amdr ekhane sob manush guloi khub jotil hoe geche

  • @sharmisthabhatt5158
    @sharmisthabhatt5158 2 роки тому +16

    বাইক দেওয়া বিশাল মানবিক দিক, দারুন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।। এখনও গ্রাম বাঙলার কোথাও সজীবতা আছে। চমৎকার

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +1

      ভীষণভাবে সজীব

    • @anindyaroy05
      @anindyaroy05 2 роки тому +1

      Eayta aamader purula

    • @parthasinha1618
      @parthasinha1618 2 роки тому

      সত্যিই সরলতা আছে বলে বাইক দিতে চেয়েছিল।

    • @sagunsaren3346
      @sagunsaren3346 2 роки тому

      Ashok da er bike e tel vote diben dada

  • @jayantadeogharia4070
    @jayantadeogharia4070 2 роки тому +22

    এই রুখা মাটি(পুরুলিয়া)-এর মানুষের মনটা কখনোই ছোট নয় দাদা। সহজেই আপন করে নিতে জানে এরা। ধন্যবাদ। আনারাতে আমার বাড়ি। নিয়মিত আপনার ভিডিও দেখি এবং ভালো লাগে।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +2

      এর আগেও আমি পুরুলিয়া গেছি ওখানকার মানুষ সত্যিই খুব ভালো।

    • @arnabmukherjee643
      @arnabmukherjee643 2 роки тому

      দাদা আপনার ভিডিও দেখলে মনে হয় সত্যি জানো সেই জায়গা তেই দাড়িয়ে আছি।খুব সুন্দর ভিডিও দাদা।ছোট ভাই এর ভালোবাসা নেবেন দাদা।ধন্যবাদ।

  • @amritakumar5343
    @amritakumar5343 2 роки тому +10

    অশোক হেমব্রম এবং অন্যদের অনেক অনেক শুভেচ্ছা ।

  • @Sayeed6
    @Sayeed6 2 роки тому +3

    বাংলাদেশের সালাহউদ্দিন সুমন ভাইয়ের ভ্রমনের ভিডিওগুলো অসাধারণ লাগে। মন জুড়িয়ে দেয়

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +1

      ওনার ভিডিওগুলো সত্যি অসাধারণ।

  • @krishnachandra4577
    @krishnachandra4577 2 роки тому +19

    পুরুলিয়া বাকুড়ার গ্রামের মানুষের মন এখনও অনেক সহজ সরল।

    • @biplabchakrabortty3887
      @biplabchakrabortty3887 2 роки тому +3

      Sudhu Purulia ba Bankura noy, Purba Bardhaman er gramer manush raw erokomi sorol....

    • @rajibmukherjee1812
      @rajibmukherjee1812 2 роки тому +3

      Bankura r Manush er Mon Bhalo Noy .... India r Sab Cheye Bhalo District PURULIA ...... Jodio Aami Bankura r Manush

    • @biplabchakrabortty3887
      @biplabchakrabortty3887 2 роки тому +1

      @@rajibmukherjee1812 Bankurar lokera khub bedo hoy

  • @user-rt5eb7fo9v
    @user-rt5eb7fo9v 7 місяців тому

    দারুণ দারুণ লাগল ।মানুষ কে ভালোবাসতে শেখায় এই ভিডিও ।

  • @prithwirajroy23
    @prithwirajroy23 2 роки тому +3

    খুব ভালো লাগলো দাদা... আমরা শহরের মানুষেরা আন্তরিকতা, মানবিকতা ভুলে গিয়েছি... ব্যাতিক্রম আছেন নিশ্চয়ই... তবুও... গ্রামের সহজ-সরল পরিবেশের মতোই ওই মানুষগুল‌োও অসম্ভব সহজ সরল... খুব ভালো লাগলো... আর আপনার কথাবার্তা এতো সুন্দর... ফলে আন্তরিকতাটা আরও বেড়ে যায়...
    পআনারা গাড়ির নম্বর আর মেকানিকদাদার গাড়ির নম্বরের শেষটা এক... এটা যেমন এক কো-ইন্সিডেন্স... তেমনই আমি এখন যখন ঘরে বসে আপনার এই ভিডিওটা দেখছি... আমার বাড়িওয়ালা দাদা হঠাৎ. এসে বলেন "তুমিও এই vlog টা দেখছো... আমি এইমাত্র দেখে ইউটিউব অফ্ করলাম"... এও এক কো-ইন্সিডেন্স... ভ্লো থাকবেন দাদা...

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +1

      ওফ.. বলছেন কি ... আমি অবাক হয়ে গেলাম

    • @prithwirajroy23
      @prithwirajroy23 2 роки тому

      @@GhurteFirte আমিও spellbound হয়ে গিয়েছিলাম...

  • @tistapal6851
    @tistapal6851 2 роки тому +5

    খুব সুন্দর লাগলো আরও ভালো লাগলো মনুষ্যত্ব ও হৃদয় আজও আছে।👍

  • @sukdebbarman4973
    @sukdebbarman4973 2 роки тому +9

    পুরুলিয়ার মানুষ জন এতটাই ভাল! নমস্কার পুরুলিয়ার মানবতাসম্পন্ন ভাইদের। ত্রিপুরা থেকে। ধন্যবাদ

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      বেশ লাগলো আপনার কমেন্ট

  • @triggeredzindagi5265
    @triggeredzindagi5265 2 роки тому +43

    এরাই হল প্রকৃত মানুষ। মানবতা ও মনুষ্যত্ব বোধ এদের কাছ থেকেই বাঙালী জাতির শেখা উচিত।

    • @goutamsaha4328
      @goutamsaha4328 2 роки тому

      Kintu Maximam educated rich manush ra ai sob kichui jane na.

    • @prosenjitadhikari4611
      @prosenjitadhikari4611 Рік тому

      Bangali sikhbe. Ki kore gramer porichito lok Kolkatay ele byastota dekhiye pas katate hoy.

    • @bidyutmahato5936
      @bidyutmahato5936 Рік тому

      Atai puruliar sondorjya dada💚

  • @Chhoubangla
    @Chhoubangla 2 роки тому +12

    পুরুলিয়ার মানুষ সবসময়ের জন্যই উদার

  • @anjanchatterjee335
    @anjanchatterjee335 2 роки тому +4

    সত্যিই গ্রামের মানুষ কতো সুন্দর কতো সহজ সরল অবশ্যই যদি নিজের ব্যাবহার ভালো রাখা যায় ।
    যাক সবই ঈশ্বর এর কৃপা❤️

  • @sanuhansda8734
    @sanuhansda8734 2 роки тому +33

    আমাদের পুরুলিয়া ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sayandas703
    @sayandas703 2 роки тому +10

    শুধু পুরুলিয়া না গ্রাম বাংলার লোক জনেরা এমনিতেই খুব ভালো হয়. আর এটা সত্যি যে বাঁকুড়া পুরুলিয়ার লোক রা খুব ভালো হয়.

    • @sudhirkumarmurmu1645
      @sudhirkumarmurmu1645 2 роки тому

      সত্যিই বাঁকুড়ার/পুরুলিয়া জনগণের মানসিকতা ভাল।

  • @earning-projects1606
    @earning-projects1606 2 роки тому +6

    খুব সুন্দর উপস্থাপনা,
    , বাংলাদেশ থেকে

  • @bijoymakhal7228
    @bijoymakhal7228 2 роки тому +6

    ভালো মানুষ আজও আছে ঠাকুরের দোয়ায় আপনি পেয়ে গেছেন

  • @samitasamajdar7447
    @samitasamajdar7447 2 роки тому +15

    পৃথিবী তে এখনো ভালো মানুষ আছেন.... না হলে দুনিয়া থেমে যেত। ভগবান মানুষ রূপেই দেখা দেন... এটাই তার প্রমাণ।

  • @AjantaUpadhyaya
    @AjantaUpadhyaya 2 роки тому +33

    পুরুলিয়ার প্রকৃতি ও লোকজন খুব ভালো।এত ফাঁকা জায়গা এখনও আছে আমরা শহরে থেকে ভাবতে পারি না। তিলাবনি পাহাড় আর ড্যাম খুব সুন্দর। ওখানের লোকজন এতো ভালো বলে আপনার বিপদ থেকে রক্ষা পেলেন। ভালো থাকবেন।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +1

      একদম সত্যি

    • @sanjoydey3593
      @sanjoydey3593 2 роки тому

      Ei sharollo aar shanti chot korey paoa jaey na.

    • @pritambiswas8341
      @pritambiswas8341 2 роки тому

      @@GhurteFirte Dada apnader satheYy ekta trip a amay neben.?.Ami apnar biggest fan. Sobb video dekhi.

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      @@pritambiswas8341 সময় উত্তর দেবে

    • @pritambiswas8341
      @pritambiswas8341 2 роки тому

      @@GhurteFirte thik a6e.
      Nxt trip er agey janaben dada.

  • @df-ko2yu
    @df-ko2yu 2 роки тому

    ভিডিও টা খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

  • @evanybar6989
    @evanybar6989 2 роки тому +1

    ব্লগ ভিডিও গুলো,অনেক ভালো লাগে,,
    বাংলাদেশ থেকে কে কে দেখছেন🇧🇩

  • @nilimanaskar6941
    @nilimanaskar6941 2 роки тому +2

    আমরা পুরুলিয়া ও বাঁকুড়া গেছিলাম , এখানকার মানুষ খুব সহজ সরল । এগুলো দেখানোর জন্য ধন্যবাদ দাদা আপনাকে ।

  • @bhairabbiswas9390
    @bhairabbiswas9390 2 роки тому

    Thik bolechen .....
    Gramer manush gulo sohoj , sorol. Mon ta khub valo.

  • @or-topic743
    @or-topic743 Рік тому

    দাদা ভগবান আপনাকে এই যাত্রায় বাঁচিয়ে দিলো দারুন দাদা অনিক ঢাকা বাংলাদেশ।

  • @papitachatterjee689
    @papitachatterjee689 Рік тому

    সত্যি আজ ও ভালো মানুষ আছে
    আপনার video টা মন ভরে গেলো
    পুরুলিয়া মানুষের কথা শুনলাম দেখলাম বেশ ভালো লাগলো

  • @saibaldeb7052
    @saibaldeb7052 2 роки тому +5

    দারুণ লাগলো আপনার "তিলাবনী " ভ্রমণ কাহিনী! আমি গত পঁচিশ বৎসর ধরে পুরুলিয়া যাই কর্মসূত্রে! ওখানকার মানুষজন অনেক সৎ, পরিশ্রমী, বিশ্বাসী যারা সবাইকেই বিশ্বাস করতে চায়! কর্মসূত্রে অযোধ্যা পাহাড়, কাশিপুর, রঘুনাথপুর, আনারা, হুড়া, পাড়া, দুবরা, কমলপুর, ঝালদা, তুলিন এই সমস্ত জায়গা আমার ঘুরতে হয় ডিস্ট্রিবিউটর এর বাইকের পিছনে বসেই!
    বেশ ভালো লাগলো আপনার প্রেজেন্টেশন! আর আপনার ভয়েস তো সুপার্ব! -----
    শৈবাল দেব
    কোন্নগর

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +1

      রেগুলার কমেন্ট দেবেন... আপনার কমেন্ট দেওয়ার ভঙ্গি বেশ ভালো এবং অবশ্যই সঙ্গে থাকবেন

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 2 роки тому +1

    অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি ❤️❤️❤️ (7779.....!!!)
    (Pranab Traveller's)

  • @subhadipadG
    @subhadipadG 2 роки тому +1

    Osadharon!!!

  • @subracet.v2583
    @subracet.v2583 2 роки тому +3

    এটাই পুরুলিয়ার মানুষের
    মানসিকতা। ভীষন ভালো।
    আমি জানি।কর্মসূত্রে আমি পুরুলিয়ায় থাকতাম

  • @SSchotu
    @SSchotu 2 роки тому +11

    একই রকম আতিথ্য পেয়েছিলাম বাঁকুড়ার সোনামুখীতে। সতিই গ্রামের মানুষ এখনো সহরের মানুষের মতো মনুষ্যত্বহীন হয়ে যায় নি।

  • @windmunna4991
    @windmunna4991 Рік тому

    খুব সুন্দর লাগলো ভিডিওটা

  • @SukumarSahaVlog
    @SukumarSahaVlog 2 роки тому +7

    যাদের যাদের ঘুরতে ভালো লাগে লাইক দিয়ে যাবেন।

  • @subhassahi9930
    @subhassahi9930 2 роки тому

    Dudantto aviggota,,khub valo laglo, dhannabad.

  • @sudhirkumarmurmu7993
    @sudhirkumarmurmu7993 Рік тому

    আপনার পরিবেশন খুবই ভালো লাগলো

  • @jitsuroofficial4341
    @jitsuroofficial4341 2 роки тому

    আপনার ভিডিও টা খুব ভালো লাগলো

  • @SingleBoyBiplab2003
    @SingleBoyBiplab2003 2 роки тому +1

    Just awesome👍👍

  • @tanaydas4897
    @tanaydas4897 Рік тому

    অসাধারণ দাদা, পুরো মন ছুঁয়ে গেল |👍👍

  • @nabinkumarmurmu8151
    @nabinkumarmurmu8151 2 роки тому

    I love you puruliya jila Amar jibone sesh koyekta din karate chai puruliyate

  • @sangjuktakarmakar
    @sangjuktakarmakar 2 роки тому +5

    Uncle খুব ভালো লাগলো, পুরুলিয়া রঘুনাথ পুরে আমার দেশের বাড়ি, অনারা তে আমাদের আত্মীয় স্বজন আছেন 🙏🙏🙏🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      আরে দারুণ তো

  • @bhutnath8554
    @bhutnath8554 2 роки тому +3

    আমাদের পুরুলিয়া মানুষকে ভালোবাসা দিলে আর ভালো ব্যাবহার করলে জীবন দিতে বাধা দিবে না। দাদা আপনি ভালো থেকো সুস্থ থেকো আরো পুরুলিয়ার নতুন নতুন ভিডিও চাই।👍👍👍👍❤️❤️❤️❤️

  • @reizenworld
    @reizenworld 2 роки тому

    খুব সুন্দর ভালো লাগলো

  • @ganeshbarat9831
    @ganeshbarat9831 2 роки тому +1

    আমার বাড়ী পুরুলিয়ার কাশীপুরে আপনার ভিডিও লিঙ্ক একজন বন্ধু পাঠিয়ে ছিল দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ আমাদের পুরুলিয়ার কে এই ভাবে তুলে ধরার জন্য।

  • @shibodyutisengupta7893
    @shibodyutisengupta7893 Рік тому

    এখনও এই রকম কিছু মানুষের জন্য পৃথিবীতে বিশ্বাস বেঁচে আছে।
    ......Debjani Sengupta

  • @mukulkarmakarwb153
    @mukulkarmakarwb153 2 роки тому

    বাহ্ - ভালো পরিবেশনা _!_
    সুন্দর বাংলা.

  • @goutamkumarmahato7923
    @goutamkumarmahato7923 2 роки тому +6

    আমাদের এলাকায় মানুষ মানবিকতা এবং সব রকম সহযোগিতা করতে এগিয়ে আসে ।আবার আসুন ।ধন্যবাদ ।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      অবশ্যই যাব, ভালোবাসা রইল।

  • @baneswarchowbey2171
    @baneswarchowbey2171 2 роки тому +3

    সত্যি দাদা আপনাকে আমাদের পুরুলিয়া র সন্ধর্য্যকে তুলে ধরার জন্য ,আর পুরুলিয়ার মানুষ খুব খুব হেল্পফুল হয় ,আপনাকে ধন্যবাদ...

  • @somenathpathak7738
    @somenathpathak7738 2 роки тому

    Darun..

  • @pratimabhui553
    @pratimabhui553 Рік тому

    Outstanding.

  • @kukmuofficel3384
    @kukmuofficel3384 Рік тому

    Good disition ashok hembram And welcome back sirji

  • @kamalakshabardhan
    @kamalakshabardhan 2 роки тому +7

    আবার পুরুলিয়া টুর করতে বাধ‍্য করলেন। যেতেই হবে। আর কিছু লিখলাম না। ধন্যবাদ।

  • @subhroghosh3657
    @subhroghosh3657 2 роки тому +1

    আপনার কণ্ঠস্বর ও উপস্হাপনা সঙ্গে আপনার চলার পথের যে সব দৃশ্যগুলি ও স্হানগুলি তা সত্যিই মুগ্ধকর , মনে হয় সত্যিই আমাদের এই বাংলায় যাযা আছে , তা যে কোন জায়গাকে টেক্কা দিতে পারে

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      পুরোপুরি একমত

  • @barnalidas7824
    @barnalidas7824 2 роки тому

    Khub bhalo laglo 👍

  • @sudipmahato032
    @sudipmahato032 2 роки тому

    Khub bhalo laglo

  • @AR-86
    @AR-86 Рік тому

    খুব ভালো লাগলো

  • @sabyasachichakrabarty8959
    @sabyasachichakrabarty8959 Рік тому

    KHUB SUNDOR

  • @soumitrapramanik745
    @soumitrapramanik745 2 роки тому

    Amazing and unbelievable👍

  • @jyotsna891
    @jyotsna891 2 роки тому

    Darun bhalo legacha thank you❤❤

  • @withrajarshi.1130
    @withrajarshi.1130 2 роки тому +15

    এই হলো ঈশ্বরের কৃপা, প্রতি মূহুর্তে ওনাকে সর্বদা স্মরণ করে চললে ওনি রক্ষা করবেন। এই ঘটনা আপনার সাথে ঘটলেও আমার কাছে এই ঘটনা অনেক কিছু প্রমাণ করলো। 🙏🙏🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      মেনে চলি

    • @vu2bbe250
      @vu2bbe250 2 роки тому

      ঈশ্বরের কৃপা, হরে কৃষ্ণ

  • @ashokekumarmandal3360
    @ashokekumarmandal3360 2 роки тому

    Gramer manush ra koto sundar r helpfull er bhagaban

  • @TRAVELIFIED
    @TRAVELIFIED 2 роки тому

    দারুন লাগলো!

  • @rumasaha395
    @rumasaha395 Рік тому

    ভীষন ভালো লাগলো দাদা
    অনেক ধন্যবাদ আপনাকে
    ভালো থাকবেন

  • @mithubiswas9648
    @mithubiswas9648 2 роки тому +1

    পুরুলিয়া থেকে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে এই সমস্ত এলাকায় যত গ্রামগঞ্জে আছে প্রত্যেক মানুষেরই ব্যবহার অতি সুন্দর জায়গাগুলো অতি সুন্দর প্রকৃতি মনে হয় ঢেলে সাজিয়েছে আর ওই দিককার মানুষেরও মনটাও খুব সুন্দর ভগবান যেন ওদেরকে সবাইকে ভালো রাখে

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      আমিও তাই প্রার্থনা করি

  • @Pagol655
    @Pagol655 2 роки тому

    Khub bhalo laglo vediota bisesh kore oi upokari manusti sab che sundor apnar kantho swar khub misti ar kathagulo khub spasto khub poriskar

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      Thanks, সঙ্গে থাকবেন

  • @debnathrajesh
    @debnathrajesh 2 роки тому

    ভীষণ ভালো অভিজ্ঞতা শেয়ার করলেন। খুব ভালো লাগল। ধন্যবাদ।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      সঙ্গে থাকবেন

  • @AKCAKC1977
    @AKCAKC1977 2 роки тому

    Darun.

  • @sinhacuisine8151
    @sinhacuisine8151 2 роки тому

    Bhalo laglo.

  • @BiswajitDas-dv3bd
    @BiswajitDas-dv3bd 2 роки тому +1

    I'm into tears, God bless all of them.

  • @togbogstur6822
    @togbogstur6822 2 роки тому

    gramer manus manei gramer moto khola mon,gayer rong kalo holeo moner vethorer rong ta , akdom sada, love you village ❤️👌👌 darun apnar video gulo.

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ

  • @barunkumarbasu4510
    @barunkumarbasu4510 2 роки тому +1

    Every salute all time to him. This is our Indian all villages.Very good👍., 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      ভালোবাসা রইলো

  • @milanmajee4501
    @milanmajee4501 2 роки тому

    আমি রঘুনাথপুরের বাসিন্দা , আপনার মাধ্যমে পুরুলিয়া কে যেন নতুন করে দেখলাম . অসাধারন আপনার পরিবেশনা .

  • @aparnamondal3716
    @aparnamondal3716 2 роки тому +6

    ভিডিও টা খুব সুন্দর লাগলো। দাদা তোমার নিজের সম্পর্কে বিস্তারিত জানতে চাই, নিজের ওপরে একটা ভিডিও বানাও। অনেক অনেক ভালোবাসা নিও।❤️❤️

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +1

      হা ... হা ... আমার তরফ থেকেও রইল অনেক ভালোবাসা ও শুভ কামনা

  • @shibanikisku7125
    @shibanikisku7125 2 роки тому

    Darun amr purulia.ami purulia basi aii video ta dekhe onek vlo laglo

  • @banimukherjee1006
    @banimukherjee1006 2 роки тому +4

    আমার বাবার বাড়ি ছিল পুরুলিয়া জেলায় ।আপনার আবেগ পুর্ন উপস্থাপনায চোখে জল এসে গেছে। বরাবর সবার কাছে শুনেছি পুরুলিয়ার মানুষের ভাষা খারাপ, কিন্তু কখনোই কেউ বলেনি যে পুরুলিয়ার মানুষের মনটা কতটা বরো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। 🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      সঠিক তথ্যটা তুলে ধরেছেন

  • @souravmukherjee7508
    @souravmukherjee7508 Рік тому

    আমার পুরুলিয়া মহান ❤️

  • @sudurerpiyasi480
    @sudurerpiyasi480 2 роки тому

    Apurbo...

  • @jaaechetaikori
    @jaaechetaikori 2 роки тому

    খুব সুন্দর ❤️

  • @suvendukhamrai6668
    @suvendukhamrai6668 2 роки тому

    দারুণ দারুণ দারুণ ভাল ।

  • @kashinathpal681
    @kashinathpal681 2 роки тому

    They are very inocent and honest. Among the country common people there is no any complex or politics among their mind. I.e. Tilaboni saved you. You have enjjoyed and got experiece a lot.

  • @akashmal1796
    @akashmal1796 Рік тому

    All the best dada 👍👍💜💜💚💚💙💙

  • @destination4mrc
    @destination4mrc 2 роки тому

    Mr Soumendu Hansmukh Bhattacharya, bhalo lokeder sathey bhaloi hoy. Nice touching vdo

  • @hemantamudimudi582
    @hemantamudimudi582 Рік тому

    খুব সুনদর

  • @chandanamahato7845
    @chandanamahato7845 2 роки тому

    I love you PURULIA। ❤️❤️❤️❤️

  • @milonmilon4608
    @milonmilon4608 2 роки тому

    সত্যি এটা আপনার অনেক বিপদ ছিল আপনার সব সময় সুস্থতা কামনা করি আপনার মাধ্যমে অনেক ভালো ভালো সুন্দর অনুভূতি গড়া এবং সুমিষ্ট কন্ঠে অনেক ভিডিও দেখতে পায়

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      বিপদে ঠান্ডা থাকতে হয়.... হা.. হা জ্ঞান দিলাম

  • @yaminnaher5371
    @yaminnaher5371 2 роки тому +1

    Apnar kota o Apnar sob vidou valo ami sob vidou deki onek kish janta pare.

  • @journeywithpujag
    @journeywithpujag 2 роки тому

    খুব সুন্দর

  • @avijitkundu9557
    @avijitkundu9557 2 роки тому

    Oooo nice dada

  • @rithvikraaj83
    @rithvikraaj83 Рік тому

    দাদা আপনার ভিডিও আমার খুবই ভালো লাগে

  • @swapnasingh3228
    @swapnasingh3228 2 роки тому

    Khub bhalo laglo
    Apnio valo thakben

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      সঙ্গে থাকবেন, আমার ভালো লাগবে।

  • @biprasarkar8415
    @biprasarkar8415 2 роки тому

    Sotti eta boltei hoi J prakriti nijer hat a kore sajiye sundor rup dan koreche ei Purulia k. Khub sundor. Apnake onek dhonyobad Dada. Valo thakben,🌲🌲🌳🌲🌲🌳🌲🌲

  • @sudipde5966
    @sudipde5966 2 роки тому

    Khoob bhalo laglo. Apnar description bhison attractive.

  • @bananibasumallick6254
    @bananibasumallick6254 2 роки тому +1

    প্রকৃতির রূপ দেখা যায় সত্য কিছু কষ্ট তো আছে

  • @dipankarchoudhury5718
    @dipankarchoudhury5718 2 роки тому

    Darun, Opurbo, ai gramer lokrai ashol manush

  • @ratanbag6503
    @ratanbag6503 2 роки тому

    খুব ভালো