eReturn Submission 2023 // দ্বিতীয় রিটার্ন

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 357

  • @mateokovacic4102
    @mateokovacic4102 Рік тому +1

    অনেক ধন্যবাদ,ভাই। আপনার পরিশ্রম আমি সহ আমার মতো আরো অনেক ভাই বোনের অনেক উপকারে আসতেছে। ইউটিউবে অনেক ভিডিও দেখে সময় নষ্ট করি। কিন্তু আপনার চ্যানেলের সব ভিডিও খুবই কাজের।

  • @shahadadhossen8356
    @shahadadhossen8356 Рік тому +1

    এত সুন্দর ভাবে বুঝানো আর কোনও চ্যানেল নাই। অনেক সুন্দর ভাবে সকল বিষয় বুঝানো হয়। ধন্যবাদ আপনাকে।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      U r welcome

    • @mr.sobuzsaha
      @mr.sobuzsaha Рік тому

      গত বছর প্রথম রিটার্নে গিফটের গোল্ড দেখিয়েছি ১০ ভরি মুল্য ০ দিয়েছিলাম। এইবার ও সেটা দেখিয়ে দেব। যেহেতু সেটা আমার কাছেই আছে।
      এবার সেইম ভাবে ফিলাপ করেছি। কিন্তু রিটার্ন ভিউ তে এবার অলংকারে ০ দেখায়। ভরি এর পরিমান ও দেখায় না।
      কিন্তু গত বার ইংরেজী ভিউ ছিল তখন ১০ ভরি উল্লেখ ছিল। এবার উল্লেখ টা দেখাচ্ছে না।
      এখন কি করলে ভাল হবে।@@TechProSOHRAB

  • @user-pf1bt5gy4t
    @user-pf1bt5gy4t 2 місяці тому

    চমৎকার ভিডিও। দোয়া ও শুভকামনা রইলো।

  • @hafizja6480
    @hafizja6480 3 місяці тому

    Vaia apnake onek onek onek dhonnobad,,aj ami nije nijei 1 patar e return submit koresi,,AL HAM DU LILLAH 😊

  • @muttakinahmed2506
    @muttakinahmed2506 Рік тому

    এই প্রশ্নটাই গতকাল ভিডিওতে করেছিলাম। ধন্যবাদ উত্তর পেয়েছি। 1:59

  • @MahmudulHasan-ul2lc
    @MahmudulHasan-ul2lc Рік тому

    জাযাকাল্লাহ ভাই। কর প্রত্যর্পণ নিয়ে আমাদের বাংলাদেশি কোনো ভিডিও নেই। এটি নিয়ে একটি ভিডিও তৈরী করলে উপকৃত হতাম।

  • @md.kumruzzamanasst.teacher4566

    স্বামী অবসরপ্রাপ্ত সরকারি জীবি ছিলেন।স্বামী মৃত্যুর পর পেনশনের টাকা দিয়ে একজন গৃহিণী সঞ্চয়পত্র কিনেছেন। এক্ষেত্রে জিরো রিটার্ন কিভাবে দাখিল করতে হবে? প্লিজ এ বিষয়ে একটি ভিডিও দিবেন।।

  • @shafimotorslimited9284
    @shafimotorslimited9284 Рік тому

    ভাইয়া আপনার উপস্থাপনা খুব সুন্দর আর সহজ। যার জন্য আমার অনেক উপকার হয়েছে। একটু কষ্ট করে যদি ত্রিতয় রিটান টা দিতেন বড় উপকার হত।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      ভাইয়া আমার ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন নিচেই পাবেন ইনশাআল্লাহ

  • @anamulhaque700
    @anamulhaque700 Рік тому

    ভাই আপনার উপস্থানা ও বুঝানো খুব সুন্দর। কলেজ শিক্ষকদের ৭ নং কোডের রিটার্ন জমা দেওয়া দেখালে খুব ভালো হতো।

  • @mithankorsarkar6387
    @mithankorsarkar6387 Рік тому

    ভাই আপনার উপস্থাপনা অনেক সহজ ও সাবলীল। অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। লাস্ট ইয়ারে গিফট পাওয়া গোল্ড যদি বিক্রি না করি তাহলে কি এই ই রিটার্নে দেখাবো? গত বছর ম্যানুয়াল রিটার্ন দিয়েছি।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      জি ভাইয়া দেখাতে হবে ।

    • @mithankorsarkar6387
      @mithankorsarkar6387 Рік тому

      @@TechProSOHRAB ভ্যালু দিতে হবে?

  • @misbahuddin15
    @misbahuddin15 Рік тому

    Congratulations Brother for your clear Disscus

  • @md.kaderulislam4054
    @md.kaderulislam4054 Рік тому

    Good Idea , thank you.

  • @mrinalkantidey1545
    @mrinalkantidey1545 Рік тому

    ভাইয়া গাড়ি থাকলে ও ব্যবসা করলে আয়কর রিটার্ন কিভাবে দিব। প্লিজ এই নিয়ে একটি ভিডিও তৈরি করিয়েন। 🎉🎉🎉🎉

  • @mr.sobuzsaha
    @mr.sobuzsaha Рік тому +1

    গত বছর প্রথম রিটার্নে গিফটের গোল্ড এভাবে মুল্য ০ দিয়ে দেখিয়েছিলাম।
    এবছর সেইম ভাবে ফিলাপ করলে রিটার্ন ভিউ তে গেলে কিছুই শো করছে না।
    এটা নিয়ে আপনার পরামর্শ আশা করছি।

  • @HABIBURRAHMAN-tj3tc
    @HABIBURRAHMAN-tj3tc 3 місяці тому +1

    আমার একটা ২০১৯ সালের ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র (ম্যানুয়াল)ছিল। সেটার টিডিএস ক্লেম করা যাচ্ছে না ক্লেম করলে নীচের মত একটা মেসেজ দেখাচ্ছে। এটার সমাধান কি?
    error.
    system is unable to process request temporarly.

  • @kawsarhossain7076
    @kawsarhossain7076 Рік тому

    আসসালামু আলাইকুম, পূর্বের বছরের বেশি / অতিরিক্ত ট্যাস্ক দেওয়া থকলে তা কিভাবেই সমন্বয় করার জন্য একটি ভিডিও করলে উপকৃত হতাম

  • @tanjinatanni1019
    @tanjinatanni1019 Рік тому

    Apnak onk thanks ami ajka return dilam

  • @asmziauddinahmed1964
    @asmziauddinahmed1964 4 місяці тому

    ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ধারণা দিলে ভালো হতো, সেটা হলো অনেকের রিটায়ার্ড লাইফে পেনসনের টাকা দিয়ে ১/২ টা ফ্লাট কিনে থাকে। তার একটাতে থাকে, অন্যটি ভাড়া দিয়ে কোনোমতে চলে। এক্ষেত্রে এসেট দেখা যাবে কোটির উপরে অথচ ইনকাম খুবই কম। এক্ষেত্রে জিরো ট্যাক্স রিটার্ন কিভাবে দেওয়া যাবে?

  • @njk8021
    @njk8021 Рік тому +2

    ভাইয়া কিছু প্রশ্ন ছিল, উত্তর দিলে উপকৃত হব।
    ১. আগে যদি একাধিক বার রিটার্ন
    দেয়া হয়, তখন যেই সম্পদ গুলো inheritance হিসাবে দেখানো হয়েছে, ঐ গুলো কি আবার দেখাতে হবে? Gold (inheritance) টা কি আবার দিতে হবে?
    ২. Inheritance (যেমন - Gold) এর ক্ষেত্রে তো আগে কোনো price দেয়া হয় নি। তাই তার value মোট সম্পদ এর সাথে যোগ হয়নি। এখন যদি তার দাম বসানো হয়, তাহলে কিভাবে করতে হবে? এতে কি সম্পদ এর হিসাব এর গড় মিল হবে নাহ, আগের হিসাব এর সাথে?

  • @mdsarwarahmmed6305
    @mdsarwarahmmed6305 Рік тому +1

    thanks, bro for your presentation. amar question Adjustment of Previous year Excess Tax kothay dekhate hobe? amar previous year excess tax idea ache.

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      খুব সম্ভবত এটা হচ্ছে আপনি টেক্স ক্যালকুলেশনের যে পেইজ আছে ওই পেইজে পাবেন । after the asset and liability page

  • @mustafakamal2314
    @mustafakamal2314 Рік тому

    ভাই আপনার উপস্থানা ও বুঝানো খুব সুন্দর। ভাই আমি আপনার কাছে আরো একটি পরামর্শ চাই,
    আমার বেসিক 10200/- টাকা আমি GPF এ জমা রাখি প্রতি মাসে 2000 টাকা এখন Income Details এ Basic Pay কত দেখাবো (10200- GPF 2000/-= 8200 ) 8200 * 12 মাস = 98400/-
    নাকি 10200 * 12 = 1,22,400/-

  • @salimal-mamun497
    @salimal-mamun497 2 місяці тому

    ভাই গত বছর ২০২৩-২০২৪ বছরে নতুন আয়কর রিটার্ন দাখিল করেছি। বেতন বিবরণী জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজ দাখিল করেছি। এই বছরে অন লাইন আয়কর রিটার্ন দাখিল করা যাবে কিনা।

  • @faysalahmmad-yq1yq
    @faysalahmmad-yq1yq 5 місяців тому

    ভাই, সঞ্চয়পত্র/এফডিআর/ডিপিএস ভেংগে টাকা ক্যাশ / নিজ একাউন্টে জমা করা নিয়ে একটা ভিডিও চাই। ধন্যবাদ । আপনার ভিডিও গুলোর উপস্থাপনা এক্সিলেন্ট।

  • @mdsolaiman1218
    @mdsolaiman1218 2 місяці тому

    ধন্যবাদ, গতবারের হাতে নগদ যা ছিল তা কি এই বার ওপেনিং এ দেখাতে হবে।

  • @sarahchowdhury4405
    @sarahchowdhury4405 3 місяці тому

    Govt pension holder der jnno ekti video jodi diten

  • @successstory123
    @successstory123 2 місяці тому

    Vi zero returne a first time gold, taka, furniture ei gulo dekhai ni. Ei bar ki oi gulo dekhate parbo.

  • @md.faysal3164
    @md.faysal3164 2 місяці тому

    ভাই আমি 2019 সালে একটা জমি কিনেছিলাম।যেটা প্রথম এবং দ্বিতীয়বার আয়কর রিটেনের সময় দেখাই নাই। এখন তৃতীয়বার রিটার্নের সময় জমিটা দেখাতে পারব কিনা ?

  • @user-pf1bt5gy4t
    @user-pf1bt5gy4t 2 місяці тому

    ভাইজান, আমি এ বছর ফার্স্ট রিটার্ন সাবমিট করতে চাচ্ছি, জিড়ো রিটার্ন। আমার প্রশ্ন হলো আমার ইনকাম মোটামুটি 360000 ইয়ার্লি শুধু বেসিক এ দেখাইলে কোন সমস্যা হবে, প্লিজ।
    আমি মেটলাইফ এ জব করি। আমাদের বিস্তারিত নাই। তাই সব ইনকাম বেসিকেই দেখাতে চাচ্ছি। প্লিজ।

  • @rafiulislamshazu5831
    @rafiulislamshazu5831 Рік тому

    আমি ব্যাংকার মাসিক বেতন থেকে ২৫০ টাকা করে ১২ মাসে ৩০০০/- tax দিয়েছি কিন্তু e return জমা দিতে payment option এ কিভাবে বাদ দিয়ে submit করবো.....জানাবেন প্লিজ

  • @shaikhjafarmohiuddin5446
    @shaikhjafarmohiuddin5446 Рік тому

    ভাইয়া, ফার্স্ট টাইম রিটার্ন যারা দিচ্ছে তাদের জন্য এরকম একটা ভিডিও দেন, যাতে আমরা আমাদের প্রিভিয়াস বছরের এসেট এবং লাইয়াবিলিটিস গুলো দেখাতে পারি।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      same process, just Net wealth shown in previous income year er jaygay 0 hobe

  • @saifulislam-ty1ln
    @saifulislam-ty1ln Рік тому

    অনেক ধন্যবাদ ভাই, Provident fund rebate নেওয়ার system দিয়ে একটা ভিডিও প্রয়োজন ।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      okay

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      আপনি রিবেডের ওখানে প্রভিডেন্ট ফান্ডটা অ্যাড করে দিলেই কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে ।

  • @salahahammadhridoypatowary5957
    @salahahammadhridoypatowary5957 Місяць тому

    ট্রেড লাইসেন্স এর জন্য সিটি কর্পোরেশন যে কর নেয় সেই টাকা টা এখানে পরিশোধিত কর হিসেবে কোথায় কি ভাবে দেখাবো যে ২ হাজার টাকা কর পরিষোধ করেছি?
    যেহেতো সিটি কর্পোরেশন থেকে কোনো চালান দেয়না শুধু ট্রেড লাইসেন্স এ লিখে দেয় ২ হাজার টাকা কর দিসেবে নিয়েছে।
    একটু দ্রুত বলবেন প্লিজ।

  • @sarkersarker-w4h
    @sarkersarker-w4h Рік тому

    thanks . pls explain asset detail in second return. cost value at the start of income year and cost value at the end of income year. kon ghoray ki amount debo

  • @mfftv5934
    @mfftv5934 3 місяці тому

    ১ম রিটার্ন আয়কর অফিসে ফরম ফিলআপ করে হাতে হাতে জমা দিয়েছি।
    ২ য় রিটার্ন অনলাইনে দিতে চাচ্ছি,সেক্ষেত্রে কোন আলাদা নির্দেশনা আছে কিনা জানালে খুবই উপকৃত হতাম।

  • @sayeedrahman-dv1tl
    @sayeedrahman-dv1tl 3 місяці тому

    I have a TIN certificate but I did not return tax in last 4 years. I am a pvt job holder and my yearly salary is not more than 3.4 lac.
    Should I have to pay income tax?

  • @tariquzzaman1080
    @tariquzzaman1080 2 місяці тому

    আস্‌সালামু আলাইকুম। ভাই জনৈক ব্যক্তি সরকারী চাকুরী থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি প্রায ১২/১৫ লক্ষ টাকা পেনশন পেয়েছেন এখন এই টাকার রিটার্ন দাখিল করবো কি ভাবে অনুগ্রহ করে জানাবেন।

  • @imranhq8216
    @imranhq8216 Рік тому

    vi 2nd retutn a asset kon price debo purchase price na current price. current price show korlay to asset baray jay.ps explain

  • @shujanmia7910
    @shujanmia7910 Рік тому

    ভাই আমি আগের বছর ২২-২৩ এ যে Net Wealth দেখেছিলাম ঐ টাকা এখন সব খচর হইয়ে গেছে। এবং এই বছর ২৩-২৪ এ যে টাকা ইনকাম করছি ঐ টাকাও খরচ হইয়ে গেছে এখন কি ভাবে হিসাব মিলাবো? হিসাব মিলাতে পারতেছিনা।

  • @linkonrakibuddin9470
    @linkonrakibuddin9470 Рік тому

    অফিস থেকে কর হিসাব করা হয় এপ্রিল মাসে। তখন পুরাতন নিয়ম নূন্যতম কর 5000 টক অফিস থেকে জমা করে দিয়েছিল। এখন নতুন নিয়ম এ আমার করযোগ্য আয় 35000 এর বেশি হয়না এবং আমার কর শূন্য আসে। এমতাবস্থায় জমা দেওয়া টাকা কি হবে?
    এবং আমি জমা দিবো 0 tax return। কিন্তু অমর চালান 5000 টক।

  • @mdshron420
    @mdshron420 Рік тому +1

    Vai youtube adsense income er 2nd time zero return kivabe dibo seta niye ekta video cai please

  • @InfitarMedia
    @InfitarMedia Рік тому

    গত বার ১ম রিটার্ন যাকে দিয়ে জমা দেই, সে গোল্ড কথায় Fourty five অংকে 65 দিয়েছে। এই বছর আমি কোনটি ধর্তব্য করবো? আর গোল্ড গিফট হিসেবে দেখানো ছিল, কিন্তু অনলাইনে এবার গোল্ড মূল্য না লিখলে গোল্ড পরিমাণ পরিবর্তন হচ্ছে না। কী করা যায়, একটু জানান ভাইজান।

  • @ZahurulIslam-i8m
    @ZahurulIslam-i8m Рік тому

    Vai,Assalamualikum.1st time return a land er dolil dieasi.Question holo 2nd Return a 1. land dolil dite hobe?jodi dolil na lage,Information gulo kivabe likbo. 2. 2nd Return a picture dite hobe? 3 .2nd Return a ki 1st Return er photocopy dite hobe? 4. 2nd Return a TIN certficate

  • @musicvideocontent
    @musicvideocontent Рік тому

    আমি গত বছরের নেট ওয়েলথ থেকে ৩০ হাজার টাকা খরচ করেছি, এখন sources of fund, যদি ৩০ হাজার দেখায় তাহলে গত বছরের নেট ওয়েলথ এর সাথে যোগ হচ্ছে, তাহলে সোর্স অফ ফান্ড কি দেখাবো না,, যদি দেখায় তাহলে আমার হ্যান্ডক্যাশ ৩ লাখ ৭০ হাজার থাকলেও আমাকে হ্যান্ডক্যাশ দেখাতে হচ্ছে ৪ লাখ টাকা, যেহেতু আমি বেকার তাই আমার কোনো ইনকাম নাই,

  • @travelbag5245
    @travelbag5245 Рік тому

    I cant see the "claim source tax option. plz advice

  • @humayonkabir3353
    @humayonkabir3353 Рік тому

    আমি প্রথম বার রিটার্ন দাখিল করি আফিসে এবার নিজেই অনলাইনে দাখিল করেছি কিন্তু গত বছরের নীট সসম্পদের জাইগায় গতবছরে সর্বমোট আয়ের টাকা বসিয়ে দিয়েছি। আমার রিটার্ন ০ দাখিল হয়েছে।এখন আমার সমস্যা হবে কি। আর হলে সমাধান কি একটো বলবেন।প্লিজ হেল্প

  • @genius_jenny
    @genius_jenny Рік тому

    অনেক ধন্যবাদ ভাই এভাবে নিরলসভাবে আমাদের মতো আয় না থাকা বোনদের উপকার করার জন্য। একটা প্রশ্ন ছিলো। এর আগের ভিডিওতে দেখিয়েছেন সঞ্চয়পত্রের টাকা পাওয়ার উৎস হিসেবে বাবার টিন সার্টিফিকেট নাম্বার দেখাতে হবে। কিন্ত আমার আব্বু তো টিন খোলেননি। সেক্ষেত্রে টিন কিভাবে কিভাবে দেখাবো বাবারটা?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому +1

      আপু নিয়ম এটাই যে আপনি যার থেকে টাকা গিফট পেয়েছেন তার পিন নাম্বার এবং তার নামটা মেনশন করা এখন যদি না থাকে তাহলে আর কি করবেন ওইখানে NIL লিখে দেন ।

    • @genius_jenny
      @genius_jenny Рік тому

      @@TechProSOHRAB ওকে ভাই ধন্যবাদ।

  • @mdraihan3061
    @mdraihan3061 Рік тому

    ভাইয়া, গত বছর আমার বেতন থেকে ট্যাক্স কেটে রাখা হয়েছিল এবং সেটা চালানোর মাধ্যমে ব্যাংকে জমাও দেওয়া হয়েছে বাট নতুন আইনে আমার আমি ট্যাক্স এর আওতায় পরি না।সে ক্ষেত্রে কি আমি আমার এই এডভান্স টেক্সটা পরবর্তী বছরের জন্য কি এডভান্স ট্যাক্স হিসেবে দেখাতে পারবো? এবং পরবর্তী বছর কি সেটা এডজাস্ট করা যাবে?

  • @shujanmia7910
    @shujanmia7910 Рік тому

    ভাই গত বছর আমি, যে টাকা ক্যাশ অন হ্যান্ড দেখাইছি ওই টাকা আমার কাছে নাই খরচ হইয়ে গেছে, এখন আমি কিভাবে হিসাব মিলাবো?

  • @xyz-gn7cl
    @xyz-gn7cl Рік тому

    প্রতর্পনযোগ্য করের সমন্বয় , এটা কিভাবে Fill up করতে হবে। e Return এ কোনো অপশন খুঁজে পাচ্ছি না ।

  • @syedroppo
    @syedroppo Рік тому

    system is unable to process request temporarily. এখন কি কোনো সমস্যা হচ্ছে অনলাইন রিটার্ন জমা দিতে?

  • @rafiulislamshazu5831
    @rafiulislamshazu5831 Рік тому

    আমি মাসিক ভিত্তিতে১২ মাসে ৩০০০ টাকা জমা দিয়েছি, কিন্তু e return এ পেমেন্ট system বাদ দিয়ে submit করবো? ব্যাংকার যারা তারা সবাই মাসিক ভিত্তিতে tax জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে e return এ payment option বাদ দিয়ে কিভাবে return জমা দিবেন....plz

  • @mahimabanu4455
    @mahimabanu4455 Рік тому

    2nd return a gold er value ki current value hisebe dite hbe? Seta dile balance minus asche. Asset er ghore GPF er total amount add krle minus figure bere jacche. Somadhan ki hobe?

  • @creative-nb1vz
    @creative-nb1vz Рік тому

    vai jara job kore plus shancoypotro ache tader ereturn kivabe dibo atar akta video korle valo hoy

  • @ahsansabik6872
    @ahsansabik6872 Рік тому

    ভাই,
    ১৷ ই-রিটার্নে অ্যাসেট হিসেবে মোটর কার দেখানোর ব্যাপারে বিস্তারিত জানালে উপকৃত হতাম ৷ মোটর কার ক্রয়ের উৎস যেমন ব্যাংক লোন অথবা দানপ্রাপ্ত অর্থ কিভাবে রিটার্নে দেখাতে হবে ৷ প্রতিবছরই কি একই গাড়ি হিসাব দেখাতে হবে? অ্যাকুইজিশন টাইপ গিফট হলে মূল্য কি দেখাতে হবে?
    ২৷ অ্যাসেট লাইবেলিটি পেইজের লাস্ট রো তে ডিফারেন্স এর অ্যামাউন্ট শূন্য বা শর্টেজ বা সার প্লাস এর অর্থ কি?

  • @noobjection1790
    @noobjection1790 4 місяці тому

    ভাই ২০২৪-২৫ এর রিটার্ন জমার একটা ভিডিও দিবেন।সরকারী চাকরিজীবির gp ফান্ড থাকলে কিভাবে হিসাব করব।এবং রিটায়ার্ড সরকারি চাকরীজীবি কিবাবে জমা দিবে দয়া করে উল্লেখ করে দিবেন।

  • @mohammadjakirhossain3826
    @mohammadjakirhossain3826 Рік тому

    Goto year e ki ki dekhaychilam seta mone nai. EKhon ki kora jay? Kothao ki record thake.

  • @Ediyen1
    @Ediyen1 3 місяці тому

    In which section I will put Advance tax for car.

  • @amazonnnn5682
    @amazonnnn5682 Рік тому +1

    গতবছর যে সকল সঞ্চয়পত্র এবং fdr দেখানো হয়েছিলো সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে এবং নতুন করে সঞ্চয়পত্র ও fdr ক্রয় করা হইছে সেক্ষেত্রে কিভাবে করতে হবে?

  • @SANJITCHANDRADAS-d3z
    @SANJITCHANDRADAS-d3z 4 місяці тому

    আমি দাখিল কিরছি ভুলে Difference 31,600 রয়ে গেছে। এখন কোন সমস্যা হবে নাকি ?

  • @Nodi-p1o
    @Nodi-p1o 3 місяці тому

    আসসালামু আলাইকুম ভাইয়া।আমি ২য় বার জিরো রিটার্ন কীভাবে দিব গৃহিণী। সঞ্চয় পত্র আছে।

  • @masumbillah8426
    @masumbillah8426 4 місяці тому

    গত বছরে নীট সম্পদ দেখাতে ভুল করেছিাম। এ বছর সঠিকটি দেবো নাকি? জানাবেন প্লিজ

  • @rashedulh
    @rashedulh Рік тому

    I st time manually diyesi 0 return, 2nd time online e dite chassi 0 return, possible?

  • @NazmulHossen-d2x
    @NazmulHossen-d2x 2 місяці тому

    Single Page Return e মোট সম্পদ ৫ লাখ দেখিয়েছি, মোট আয় ৩ লাখ ১০ হাজার , মোট ব্যয় ৭২k দেখিয়েছি। সামনের বছর মোট সম্পদ কি ৮ লাখ ১০ হাজার দেখাবো ?

  • @RockStar-bd23YR
    @RockStar-bd23YR Рік тому

    রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক গুলো তে তো govt pay scale অনুযায়ী বেতন ভাতা হয়, কিন্তু ibas এ হয় না,তাহলে এটা কি govt pay scale without ibas select করতে হবে??

  • @auspiciousgirl9660
    @auspiciousgirl9660 Рік тому

    Vaiya ami 21-22 e net wealth zero dekhiyechi. Akhn 22-23 korte giye ki zero dekhabo? System error ashtese keno submission er khetre? Eta ki oder server e prob?

  • @raziakhatun-b6o
    @raziakhatun-b6o Рік тому

    amar non agriculture asset acay. cost value at the start of income year and cost value at the end of income year akhanay asset ta kon price debo

  • @mohammadjakariya3132
    @mohammadjakariya3132 Рік тому

    ভাই আমি একটা জব করি। বর্তমান জবে আমি তিন মাসের বেতন পেয়েছি এবং আগের চাকুরিতে আমাকে ৩ মাস বেতন দিছে বাকি ৬ মাস বেতন দেয়নি এই অর্থ বছরে।আমি এই অর্থ বছরে ৬ মাসে ৪২০০০০ টাকা আয় হয়েছে এবং অফিস থেকে ট্যাক্স কেটে রেখেছে।আমার বেতন ছিলো ৭০,০০০ টাকা।এখন আমি কিভাবে ট্যাক্স রিটার্ন দিবো।একটু কাইন্ডলি উত্তর দিবেন?

  • @evancerozario714
    @evancerozario714 Рік тому

    একই অর্থ বছরে চাকুরি পরিবর্তন করলে ২ প্রতষ্টানের বেতন কিভাবে দেখাব

  • @anisulhoquechowdhury7873
    @anisulhoquechowdhury7873 Рік тому

    এখন ঠিক আছে। আপনি লাস্ট ১ টা ভিডিওতে বলছিলেন আগের বছরের সম্পত্তি এই বছরে দেখাইতে হবে না। না দেখাইলে অনেক বড় মাইনাস ফিগার ক্যাশ ইন হ্যান্ড বা অন্যান্য বসানো দৃষ্টিকটু।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      Hmm true, But ae ta dekhano lagbe noile hiseb ta milbe na …

  • @robertdas8862
    @robertdas8862 4 місяці тому

    Hi brother ami 7lak diye family soncoypotro korbo tho 0 return ar certificate diye ki faribarik soncoy potro ta open kora jane naki?

  • @nazmulalam2579
    @nazmulalam2579 Рік тому

    Vai thanks for your nice presentation,
    Jodi 6500 tax ase but 5000 tk source a kety rakhse, 1500 ki online return deowar somoi pay Kora jaby?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      জি ভাইয়া অনলাইনে পেমেন্ট করতে পারবেন ।

  • @mdsojib2267
    @mdsojib2267 Рік тому

    Vai akta jinis janar chilo....amr vai oman asbe ...toh bisoy ta hocche tar manpower card korte dea hoyeche ..seikhan theke card na diye clip diche akta..bolche j 2mas aag theke card naki bondho kore diyeche sorkar...akhon aita niya kono problem hobe ki ?

  • @mamunvaibarisal7754
    @mamunvaibarisal7754 4 місяці тому

    এই নিয়মে কি ২০২৪ ২৫ দ্বিতীয়বার জিরো রিটার্ন দাখিল করলে হবে

  • @AkibHossainShuvo
    @AkibHossainShuvo Рік тому

    ami 2020 a tin khuli kono return joma dei ni, ekhon ki ami online thekei retun joma dite parbo naki office a giye korte hobe

  • @MasumsLanguageITZone
    @MasumsLanguageITZone Рік тому

    ভাই, বকেয়া আয়কর কিভাবে জমা দিব? অনলাইনে কি দেওয়া যাবে? ধরুন প্রথম কয়েক বছর আয়কর দেওয়ার পর কয়েক বছর যদি আয়কর রিটার্ট দেওয়া না হয় তখন করণীয় কী?

  • @shajiaannoor2426
    @shajiaannoor2426 Рік тому +1

    ভাইয়া গতবছর আমার ফার্স্ট রিটার্ন এ গিফট হিসেবে ২ ভরি স্বর্ণ দেখিয়েছি। এইবারের রিটার্ন এ আপনার কথা অনুযায়ী স্বর্ণের ভ্যালু 200000 বসিয়েছি। এখন ডিফারেন্স আসে -200000। কি করতে পারি এখন ?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      আমি গত চারদিন আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে এই ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিয়েছি কিভাবে কি করবেন দুইটা অপশন বলে দিয়েছি ।

  • @alfazhossain1031
    @alfazhossain1031 Рік тому

    ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ❤

  • @বাড়িররান্না-ত৬জ

    ভাই আমার অফিস ১২ মাসে ১২ টি চালানের মাধ্যমে জমা দিয়েছে এবং বাকী টাকা আমি নতুন চালানের মাধ্যমে জমা দিয়েছি। সেক্ষেত্রে ১৩ টি চালান কিভাবে পোস্টিং দিব।

  • @mohammadshafiqueuddinahmed1846

    How Do I show the Dividend from Share and Secondary Share transactions and investment?

  • @heromsh524
    @heromsh524 Рік тому

    Ager bosor mot tk er upor return diyesilam akn savings account korr joggo noi taholey ki zero return deuya jabey

  • @sheulymansura4619
    @sheulymansura4619 2 місяці тому

    ঢাকা সিটি কর্পোরেশন এর মধ্যে ৪,৫০,০০০ চার লাখ পঞ্চাশ হাজার টাকার সম্পত্তি থাকলে কর কতো আসবে?

  • @hrjoy3041
    @hrjoy3041 Рік тому

    Goto bar er 3 ta file Income Tax Certificate, Proof of Submission of Return, E-return Acknowledgement Receipt of Return of Income file gulo ache certificate a total income show kora but net wealth dekhano nai akhn ami ki korbo?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому +1

      ভাইয়া একনলেজমেন্ট সিটে তো নেট ওয়েলথ টা থাকার কথা । যদি না থাকে তাহলে গতবছরের আপনি কি বসাইছেন কত বসাইছেন সেটা এবারও বসাইলে দেখতে পারবেন ।

    • @hrjoy3041
      @hrjoy3041 Рік тому

      @@TechProSOHRAB net wealth zero (0) show korche. R goto bochor kothay koto dekhai c oita to mone nai r download er o option chilo na. 😢

  • @mdmoinul6641
    @mdmoinul6641 Рік тому

    আমি গত বছর জুলায়ে পেনশন পেয়েছি ৩২ লক্ষ টাকা আমি ৩০ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনেছি এটা কিভাবে দেখাবো ভাই পেনশনের টাকা কি মূলধনে দেখাবো বিস্তারিত জানালে খুশি হতাম ধন্যবাদ

  • @MdMamun-rx1hu
    @MdMamun-rx1hu Рік тому

    গত বছর ১ম রিটার্ন এ স্বর্ণ দেখিয়েছিলাম পাঁচ ভরি, মূল্য দেখানো হয়েছিল ৩,৫০,০০০।
    গিফট হিসাবে
    এই বছর তো স্বর্ণের দাম বেড়ে গেছে এখন দ্বিতীয় রিটারনে স্বর্ণের দাম কত বসাবো??

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      দাম দিতে হবে না আপনি যেহেতু এই জিনিসটা গিফট আকারে পাইছেন ব্যালেন্স জিরো দেখাবেন এটা নিয়ে আমি গত কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম

  • @necodimbiswas9718
    @necodimbiswas9718 Рік тому

    আমার গত বছর নভেম্বরে 5.5 লাখ টাকার সঞ্চয় পত্রের মেয়াদ শেষ হয়েছে। পরে আমি নতুন করে আবার ওই 5.5 লাখ টাকার সাথে আরো 1.5 লাখ টাকা যুক্ত করে আবার সঞ্চয় পত্র কিনি। এখন কথা হচ্ছে দ্বিতীয় রিটার্নে এটা কিভাবে উল্লেখ করব?
    কারণ প্রথম রিটার্নে তো 5.5 লক্ষ টাকা ইতিমধ্যে উল্লেখ করা আছে। এছাড়া জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আগের 5.5 লাখ টাকা থেকে মুনাফা আসতো। নভেম্বরে পর থেকে 7 লাখ টাকা থেকে মুনাফা আসতেছে। দ্বিতীয় রিটানে মূল টাকা, মুনাফা এবং টিডিএস কিভাবে সমন্বয় করবো।৭৭

  • @mdtaijulislam8345
    @mdtaijulislam8345 Рік тому

    ভাই আমার একটা প্রশ্ন ছিল আমরা তো প্রতিমাসে মাসেই আপনার আয়কর দিয়ে থাকি। সেই ক্ষেত্রে রিটার্ন দাখিল করার সময়। আমরা যে টাকাটা দিই ওই টাকাটা রিটার্ন দাখিল আসবে না। আমরা তো প্রতিমাসে আয়করটা দি । আমরা তো এত বছরে আয়কর দিছি সেই ক্ষেত্রে ওই আয়কর রিটনের ওইখানে তো টাকাটা আসবে কিভাবে ভাই একটু জানাইতেন ভালো হতো

  • @hannankhandaker2926
    @hannankhandaker2926 Рік тому +1

    জনাব, আমি প্রথম রিটার্ন ম‌্যানুয়া‌লি হা‌তে‌লি‌খে জমা দি‌য়ে‌ছি। এখন দ্বিতীয় রিটার্ন অনলাইনে দি‌তে পারব না‌কি প্রথমটা অনলাইন কর‌তে হ‌বে? প্লিজ জানা‌বেন।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому +1

      আপনি প্রথমটা অফলাইনে দিলেও দ্বিতীয় টা অনলাইনে দিতে পারবেন ।

  • @khansalauddi
    @khansalauddi 4 місяці тому

    গত বছর যেগুলো আসবাবপত্র স্বর্ণ কেনা হয়েছিল সেগুলা আর কেন দেখাতে হবে পুরাতন নেটওয়েলত সাথে যোগ হয়ে গেছে

  • @alamkhan-ft7lc
    @alamkhan-ft7lc 2 місяці тому

    আমি ২য় বার জিরো রির্টান সাবমিট করতে চাই, একপাতার কি ভাবে করবো দেখাবেন, আমার একপাতা আসতেছে না।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  2 місяці тому +1

      আপাতত বন্ধ করে দিছে

  • @SKZobayear
    @SKZobayear Рік тому

    ভাইয়া গত অর্থবছরে কত সম্পদ দেখিয়েছিলাম মনে নাই,, কিভাবে গত অর্থবছরের সম্পদের পরিমাণ বের করবো ?

  • @AbdulOhab
    @AbdulOhab Рік тому

    আসসালামু আলাইকুম প্রিয় ভাই আশা করছি একটু রিপ্লাই দিবেন ইনশাআল্লাহ
    আমি আমার বাবার নামে টিন সার্টিফিকেট করেছি এখন গত বছরে ফ্রিলান্সার হিসাবে আপনার দেখানো ভিডিওতে যে ভাবে দেখিয়েছেন ঠিক সে ভাবেই ০ রিটার্ন দিয়েছি এখন আমার বাবার তো সম্পদ আছে সে ক্ষেএে আমি যে ০ রিটার্ন দিলাম কোন সমস্যা হবে কিনা? এবং এ বছরে আমি একই নিয়মে দিবো নাকি কারণ টিন তো বাবার নামে কি করবো এখন?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому +1

      প্রথম কথা হচ্ছে সম্পদ থাকলে কিন্তু ট্যাক্স দিতে হবে এমন না সম্পদের পরিমাণ যদি 40 লক্ষ নিচে হয় কোন সার চার্জ এড হবে না ।
      যদি ওনার লাস্ট অর্থবছরে সাড়ে তিন লক্ষ টাকার নিচে ইনকাম হয় তাহলে কোন ট্যাক্স আসবে না শূন্য রিটার্ন হবে ।

    • @AbdulOhab
      @AbdulOhab Рік тому

      @@TechProSOHRAB শুকরিয়া প্রিয় ভাই আব্বুর ইনকাম তো জমি থেকে আসে কিন্তু তা তো ৩ লক্ষ হবে না তাহলে আমি আপনার ০ রিটার্ন ভিডিও দেখে গত বছরে যে ভাবে দিয়েছি এবারো দিবো এই ভাবে ৩ বছর দিয়ে আমি যদি টিন বাতিলের আবেদন করি তাহলে তো সমস্যা নেই প্রিয় ভাই

  • @mohammadal-amin51
    @mohammadal-amin51 Рік тому

    ভাই আমরা জারা গ্রামে ক্ষুদ্র ব্যাবসা করি অথাৎ ক্ষুদ্র উদ্যোগতা ,ভুল করে আমরা টিন করেছি ,আমাদের ইনকাম এক দেড় লক্ষ টাকা ।কিন্তু আমাদের 0 রির্টান জমা দিতে হবে ।
    কবে আমাদের জন্য ভিডিও দিবেন ।

  • @SharifulIslam-to4ei
    @SharifulIslam-to4ei Рік тому

    আসসালামুয়ালাইকুম ভাই আমি চাকরী জিবি গতবছর জিরো রিটার্ন জমা দিয়েছি, এই বছর দ্বিতীয় রিটার্ন জমা দিব কিন্তু আমার কোন ডকুমেন্ট নাই কিভাবে দ্বিতীয় রিটার্ন জমা দিবো।

  • @rubelhossain324
    @rubelhossain324 Рік тому

    ভাই আমি গত বছর ০ রিটার্ন সাবমিট করেছি ‌ । এ বছর কিভাবে ০ রিটার্ন সাবমিট করবো। যদি একটা ভিডিও দেন অনেক ভালো হয়। অগ্রিম ধন্যবাদ

  • @mobassherhossain8033
    @mobassherhossain8033 Рік тому

    Failed to save or updating existing Data এসেসমেন্ট এন্ড লায়াবিলিটিসে তথ্য দেয়ার পরে কেন এমন লিখা আসছে? কেন ডাটা সেভ হচ্ছে না? এক্ষেত্রে কী করণীয় জানালে উপকৃত হতাম।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      এটা সার্ভার সমস্যা পরে আবার ট্রাই করলেই ঠিক হয়ে যাবে অথবা অন্য কোন ব্রাউজার দিয়ে চেষ্টা করুন ।

  • @banashrikirtania1759
    @banashrikirtania1759 2 місяці тому

    সঞ্চয় পত্রের 1st রিটার্ন দেই ম্যানুয়াল, 2nd রিটার্ন সঞ্চয় পত্রের দেয় নাই। এখন আমি সরকারি চাকরি করি। 3rd কি অনলাইন এ দেওয়া যাবে? গত বছরের না দেবার জন্য কোন সমস্যা হবে কিনা?

  • @md.abulmonsur3244
    @md.abulmonsur3244 4 місяці тому

    thx

  • @AsifAhmed-l8n
    @AsifAhmed-l8n Рік тому

    গত বছরের এফডিআর দেখিয়ে ছি ভাই সেই এফডিআর এখনো আছে এখনো কি গত বছর এফডিআর দেখাতে হবে আর একটা প্রশ্ন ভাই এফডিআর থেকে ইনকাম
    টাকা দেখানো পর TDS অপশনে কি লিখতে হবে বা কি দেখাতে হবে ভাই
    আশা করি আপনার উত্তর পাবো

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      FDR টা যদি এখনো থাকে তাহলে অবশ্যই দেখাবেন আর যে পরিমাণ টাকা ইন্টারেস্ট পেয়েছেন তার থেকে কত পারসেন্ট আপনার টেক্স কাটছে সেটা হচ্ছে tds এর ঘরে বসাবেন ।

  • @azamansari9
    @azamansari9 Рік тому

    কোম্পানি কর্তৃক প্রতি মাসে ভিন্ন ভিন্ন চালান এর মাধ্যমে ট্যাক্স এর টাকা দেওয়া হয়েছে কিন্তু e ledger চালান এর বক্স একটা তাই এটি কিভাবে আপডেট করবো একটু বললে অনেক উপকৃত হতাম।ধন্যবাদ

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      Ekta entry diye save diben
      Tar pore r ekta entry diye save diben
      Evabe joto ecce add korte parben

  • @nibeditamallik
    @nibeditamallik Рік тому

    @Tech Pro Sohrab : What is the procedure of rectifying any item in submitted return?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  Рік тому

      So far, I know it’s not possible after submission

    • @nibeditamallik
      @nibeditamallik Рік тому

      @@TechProSOHRAB Yes, I've looked for option, but couldn't find any. But do you know if I apply offline- for the rectification, would it affect on my previous submissions? Thank you for the video.