আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক দূর হতে আপনি সেখানে গিয়ে ভিডিও ধারণ করেছেন এবং তথ্যগুলো সংগ্রহ করেছেন,এরকম পুরনো স্থাপত্য কীর্তি বাংলাদেশে আরো বহু রয়েছে,এগুলো দেখে মন খারাপ ছাড়া আর কিছুই করার থাকেনা,কত অযত্ন অবহেলা এগুলো পড়ে আছে,সংস্কারের কেউ নেই দেখার মত কেউ নেই এরকম অবস্থা,তবুও এখানে কিছু লোক মনে হচ্ছে রয়েছে জমিদারি বাড়িঘর দেখার শোনার জন্য এবং পাশাপাশি পূজা অনুষ্ঠান করার জন্য,এই জমিদারদের পূর্বপুরুষের জমিদারের পরিধি যে কতটুকু বড় পরিধি ছিল তা আন্দাজ করা যাচ্ছে।😢
আমার বাবার সরকারি চাকরি সুবাদে আমরা এই বাড়িতে তিন বছর ছিলাম। আপনার ভিডিও দেখে ছোট বেলার সেই সৃতি মনে পরে গেল। এই বাড়িতে ঠোকার সময় প্রথম দোতলা ঘরটিতে থাকতাম
দাদা খুব সুন্দর লাগলো আপনার ভিডিওটা, আমি পশ্চিমবঙ্গ থেকে লিখছি আমার ও পূর্বপুরুষদের বাড়ী ছিল বাংলাদেশে,আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারলাম,ধন্যবাদ আপনাকে।🌷🌷🌷
এক সপ্তাহে আগেও এই জায়গায় গিয়ে আড্ডা দিয়ে আসছি। কিন্তু আপনি এত সুন্দর করে ভিডিও উপস্থাপন করলেন দেখে খুব ভালো লাগলো। আর এটা আমার পার্শ্ববর্তী এলাকার গ্রাম নাম তার জাহাপুর।
খুব সুন্দর ভয়েস ডেলিভারি, চমৎকার ভিডিও গ্রাফি, কিন্তু কানে খটকা লাগছিলো খ শব্দটি ক এর মতো শোনাতে, আর স্হানীয় কথাটি স্তানীয় বলাতে!ধন্যবাদ, কষ্ট করে এমন একটি এক্সপ্লোয়ার করাতে!
@@revealermorshed Apni Mitra Village Life Cooking er latest video dekhun. Amar request e oi meyeti amader Barishal er je jomidari chhilo taar video korechhe. Amader gyati Jara amader property jobordokhol korechhe Tara ekhon nijeder jomidar boley porichoy diyechhe oi video tey.
প্রতিবারের মতো আজকের ভিডিওটা মায়ের সাথে বসে দেখতেছিলাম 🥰 আপনার প্রশংসা করছিলো পুরো ভিডিও জুড়ে কিন্তু এর মাঝেই শুরু হলো 😅 আমার মায়ের বকাবকি আমাকে প্রচুর কবলো কেন জানেন 🤔 আমাকে বলছে দেখো কিছু শিখো তুমি এই ভিডিও থেকে কতো সুন্দর করে কতো সুন্দর করে কথা বলছে ভালো করে দেখো এতো ক্যামেরা ট্রাইপড ফোন ড্রোন কতো কিছু কিনে দিলাম কিন্তু এখনো ভালো করে ভিডিও করতে শিখলে না এবার তোমার এই ভাইয়ের ভিডিও দেখে কিছু শিখো তাকে লক্ষ করো 🥰🥰❤️ এই দিকে আম্মু আপনার প্রশংসা করছে অন্য দিকে আমাকে বকতে ছিলো 😁 আর কখনো মায়ের সাথে বসে ভিডিও দেখবো না আলাদা আলাদা দেখবো। আপনার ভিডিও দেখার সময় অন্যরকম এক অনুভূতি হয় মনে সত্যি ই অসাধারণ আপনার যতই প্রশংসা করি না কেন তা কম হয়ে যায়। এগিয়ে যান ভাই দোয়া রইলো ভালোবাসা নিবেন আম্মু আপনাকে সালাম জানিয়েছেন। সবসময় আপনার ভিডিওর অপেক্ষায় থাকি আর নতুন কিছু শিখার এবং জানার চেষ্টা করি ❤️❤️💕
আমন্ত্রণ রইলো চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার উত্তর রূপসা গ্রামের জমিদার বাড়ি ভ্রমনের। একজন মুসলিম জমিদারের সমজকল্যান নানা কাজ কর্মের ভিডিও ধারন সাথে আপনার সুমধুর কন্ঠে তৈরি ভিডিওর অপেক্ষায়।
আমার বাড়ি এই জাহাপুরে। আর এই জমিদার বাড়িটি এক সময় কিন্ডারগার্টেন স্কুল ছিল। আমি ঐ স্কুলে পড়েছি। বর্তমানে স্কুলটি জমিদার বাড়ির সামনের দিকে স্থানান্তর করা হয়েছে। এই বাড়িতে অলি-গলিতে কত ঘুরেছি। ছোট বেলার অনেক কিছু মনে পড়ে গেল ❤️
খুব সুন্দর উপস্থাপনা। আমার বাড়ি জাহাপুর আর ভিডিও টা দেখে খুব ভালো লাগলো।জমিদার বাড়ি, মন্দির,জাহাপুর কমলাকান্ত স্কুল সবসময় আসা যাওয়া হয় আর আজকে এগুলোর কাহিনি শুনে আরো ভালো লাগলো🖤
" আজকের গল্প নয় ,আজকের ইতিহাসের কথা " খুব ভালো লেগেছে ,খুব ভালো ....!! আপনাকে অসংখ্য ধন্যবাদ,কারন কমলাকান্ত রায়ের ইতিহাসের পরিচয় দিয়েছেন ,যা আমি একদম-ই জানতাম না তিনি জমিদার পরিবারের সন্তান ও ওনার রায় পদবি । শুধু তাঁর নাম শুনেছি এবং তিনি কালি ভক্ত ছিলেন এটুকুই জানতাম ।
Osadharan laglo....kaal sob e haran kore....tar e etihas er saksha dilen ..ender present descendants ra kothai achen bolte paren....apnar presentation opurbo....from Howrah WB
আপনার উপস্থাপনা মনো মুগ্ধকর,ভিডিওতে দেখার মতো কিছু না থাকলেও কথা গুলোর গুরুত্ব অনেক
এত সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে !
পুরো হৃদয় ছুয়ে গেল আমার । 🙏💝
From (WB)
চমৎকার উপস্থাপনা।মুগ্ধ হয়ে শুনেছি আর দেখেছি।জানতে পারলাম ইতিহাসের অনেক কিছু।
আপনার কথা সুনে আমি বিভোর হয়ে গেছি।কত সুন্দর করে বলছেন।
খুবই মনোগ্ৰাহী প্রতিবেদন।👍👍👍👍👍
খুব ভাল লাগল ভাই সুন্দর আওয়াজ খুব সুন্দর
অসম্ভব সুন্দর উপস্থাপনা। বাংলার অজানা ইতিহাস এভাবেই তুলে ধরুন আমাদের মত নতুন প্রজন্মের কাছে।।💌💌
খুব সুন্দর উপস্থাপনা । বাংলার ইতিহাসের অজানা বিস্মৃত অনেক কিছু জানতে পারলাম ।
অনেক ধন্যবাদ ❤।
PeeKay,HKD,ASSAM
ধন্যবাদ
খুব সুন্দর উপস্থাপন। খুব ভাল লাগল দাদা। আপনার কন্ঠ অতীব সুন্দর এবং বাচনভংগীও অতীব সুন্দর। ভাল থাকবেন। আরও ভাল জিনিস উপস্থাপন করুন।
আপনার উপস্থাপনা অতীব সুন্দর। ভালো থাকুন।
খুব সুন্দর তথ্যসমৃদ্ধ ভিডিও। ইতিহাসের অনেক অজানা তথ্য জানলাম ও দেখলাম। আপনার অসাধারণ উপস্থাপনায় ঘরে বসেই আমরাও ঘুরে এলাম ঐতিহাসিক এ স্থানটিতে। ধন্যবাদ
আপনার উপস্থাপনা দারুণ।
আপনার ভিডিওগুলো খুবই তথ্যবহুল।
এগিয়ে যান ভাই
বাংলাদেশের ইতিহাস অনেক রহস্যময়। কোন৷ অনেক সুন্দর উপস্থাপন।
ভাইজান আপনার ভিডিও অনেক দিন পর পর আপলোড হয় আমরা ভক্তরা চাই প্রতিনিয়ত এরকম ভিডিও দেন আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার উপস্থাপন এবং কন্ঠস্বর খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক দূর হতে আপনি সেখানে গিয়ে ভিডিও ধারণ করেছেন এবং তথ্যগুলো সংগ্রহ করেছেন,এরকম পুরনো স্থাপত্য কীর্তি বাংলাদেশে আরো বহু রয়েছে,এগুলো দেখে মন খারাপ ছাড়া আর কিছুই করার থাকেনা,কত অযত্ন অবহেলা এগুলো পড়ে আছে,সংস্কারের কেউ নেই দেখার মত কেউ নেই এরকম অবস্থা,তবুও এখানে কিছু লোক মনে হচ্ছে রয়েছে জমিদারি বাড়িঘর দেখার শোনার জন্য এবং পাশাপাশি পূজা অনুষ্ঠান করার জন্য,এই জমিদারদের পূর্বপুরুষের জমিদারের পরিধি যে কতটুকু বড় পরিধি ছিল তা আন্দাজ করা যাচ্ছে।😢
আমার বাবার সরকারি চাকরি সুবাদে আমরা এই বাড়িতে তিন বছর ছিলাম। আপনার ভিডিও দেখে ছোট বেলার সেই সৃতি মনে পরে গেল। এই বাড়িতে ঠোকার সময় প্রথম দোতলা ঘরটিতে থাকতাম
... 💙💙💙
Deyal dhoshe morosni ai beshi.....allah allah kor 🧐🧐🧐
@@shamssanam9888 🤣🤣
দাদা খুব সুন্দর লাগলো আপনার ভিডিওটা, আমি পশ্চিমবঙ্গ থেকে লিখছি আমার ও পূর্বপুরুষদের বাড়ী ছিল বাংলাদেশে,আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারলাম,ধন্যবাদ আপনাকে।🌷🌷🌷
অসাধারন উপস্থপনা!♥♥
শুভ কামনা সব-সময়! ♥♥
❤❤❤ assalamu alaikum very nice beautiful thank you so much saying that picture
চমৎকার উপস্থাপন🌹শুভ কামনা সতত
আমার খুব ভালো লাগে রাজাদের আমলে কথা 🎉🎉🎉🎉🎉😮😮
খুব ভাল লাগল। আপনার বন'না মন ছুঁয়ে গেল। ভাল থাকুন, ধন্যবাদ।
এই সব পুরানো জমিদার বাড়ি দেখতে ভাল লাগে।ভাবি কত জনমুখর ছিল।একটি সমস্যা আবহ সংগীত একটু কম হলে আপনার বিবরণ শুনতে সুবিধা হয়।-আসানসোল -বাংলা -ভারত।
আপনার উপস্থাপনা সত্যি অসাধারণ, আমি অনেক দিন পরে এ রকমের vlog দেখলাম ।কথা দিলাম আপনার সাথে থাকব, পশ্চিমবঙ্গ থেকে ।
@@revealermorshed ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার, নমস্কার ।
মাসাআল্লাহ আপনার কন্ঠ খুবই সুমধুর
expression is high quality,language style is aristrocratic,Thanks
Osadharon uposthapona.... Very good ❤❤❤
@@revealermorshed swagotom vai.... Keep it up👍👍👍
এক সপ্তাহে আগেও এই জায়গায় গিয়ে আড্ডা দিয়ে আসছি। কিন্তু আপনি এত সুন্দর করে ভিডিও উপস্থাপন করলেন দেখে খুব ভালো লাগলো। আর এটা আমার পার্শ্ববর্তী এলাকার গ্রাম নাম তার জাহাপুর।
অনেক ভালো লাগলো। ধারা বিবরণ ও কন্ঠস্বর চমৎকার।
এই জমিদার বাড়ি আমার খুব কাছের একটি এলাকা ভালো লাগলো ভিডিওটা দেখে। তবে এই বাড়ির ইতিহাস আমার ছিল একদম অজানা আজকে জেনে আমি সত্যি আতঙ্কিত।
আপনার গ্রামের না,,,আমি জাহাপুর এরই
খুব সুন্দর ভয়েস ডেলিভারি, চমৎকার ভিডিও গ্রাফি, কিন্তু কানে খটকা লাগছিলো খ শব্দটি ক এর মতো শোনাতে, আর স্হানীয় কথাটি স্তানীয় বলাতে!ধন্যবাদ, কষ্ট করে এমন একটি এক্সপ্লোয়ার করাতে!
🙏🙏🙏
এখানে দেখানো একটা কথা খুব সুন্দর। ভারত এ ও জমিদার বাড়ীর আলাদা
শ্মশান থাকতো ।
Very nice to look at. Thanks.
Thank you too!
KHOOB SUNDAR BOLECHEN..ELABORATED DESCRIPTION APURBO LAGLO..BHALO THAKUN NAMASTE 🙏
Historical sites need to be preserved properly .well narrated by you.
Tomar golar misti vasa suna mudgha holam
সময়ের রথের চাকায় চূর্ণবিচূর্ণ হয়ে যায়। নিশ্চিহ্ন হয়ে যায় রাজা রাজত্ব অহংকার সবকিছুই।
And it seems time will erased any memory
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভিডিও দেখানোর জন্য
খুব সুন্দর উপস্থাপনা, আরও চাই
Oshadharon laglo. Kolkata-r theke shubhechcha pathalam
ইতিহাসের সাক্ষী হিসেবে এগুলো সংস্কার করা জরুরী।
🤚🤚🤚
Excellent Voice Over and very informative report.
Darun laglo, lndia theke
Bhai apnar khub sundar upathapan, ami khub upavog abang anubha karechi, dhanybad bhai❤❤❤🎉🎉
Your voice is nice.presentation is also good.thanks.
ভীষন ভীষন ভাল লেগেছে। আমি যোগাযোগ করতে চাই।
Thank you for your information I feel well about golden voice and good describe about that
অপনার কথা বলার ধরন ও কন্ঠ সুন্দর।
এরকম বড় একটি মটকা আমরা সংরক্ষণ করে রেখেছি আমাদের পূর্বপুরুষদের স্মৃতি হিসেবে
@@matv6733 koi raksot
ভেরি ভেরি নাইস অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ,, সামনে আরো ভিডিও দিয়েন ভাই,, আমি ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি জানতে পারি ভালো লাগে ভাই,,,
ধন্যবাদ ভাই।
মনমুগ্ধকর উপহার পেলাম।
অভিনন্দন জানাই।
Khub sundor laglo bhai apnar video gulo anek kichu jante parlam 🙏🙏🙏🙏
বাহ্
খুব সুন্দর উপস্থাপনা।
আশাকরি আপনি আরো অনেক দূর এগিয়ে যাবেন।
শুভকামনা রইলো ভাই
চেনা জায়গা কে অসাধারণ ভাবে উপস্থাপন টা সুন্দর
এটা আমার গ্ৰাম
ধন্যবাদ
Outstanding Representation ❤❤
আপনার ভাষা খুব ভালো লাগছে
Khub sundor.aro natun kichu bishoye janar apeksheya roilam.
Video bhalo laglo. Erokom purono bari dekhle mon kharap hoye jaye je noshto hoye jachhe. Mondirer naksha dekhar moto. Barishal er ek gramey amader nayeb bari bhognodashay achhe. Amader familyr alada shoshan chhilo. Shob chhere thakurda, jethu, baba 1947 e India chole ashen. Amader jonmo India tey kintu nijer gram ekbaar dekhar ichhe achhe. Baba shesh din obdi pheley asha gram ke mone korey mon kharap korten. Bhalo thakben.
@@revealermorshed Thank you baba. 60+ boyesh asha kori shighri jetey parbo. Bhalo theko.
@@revealermorshed Ashbo ekbar. Dhonnobaad amantran korar jonno.
@@revealermorshed Apni Mitra Village Life Cooking er latest video dekhun. Amar request e oi meyeti amader Barishal er je jomidari chhilo taar video korechhe. Amader gyati Jara amader property jobordokhol korechhe Tara ekhon nijeder jomidar boley porichoy diyechhe oi video tey.
আহা কি সুন্দর ভিডিও ধন্যবাদ ভাই ভিডিও টা দেয়ার জন্য
কে করবে এই জরাজীর্ন ভবন গুলির পুনরুদ্ধার। ভারতের বিভিন্ন রাজ্যে এই রকম জরাজীর্ণ কত নির্মাণ পড়ে আছে! যা দেখলে মন খারাপ ছাড়া আর কিছুই মনে পড়ে না।
Akdom thik likhechen. Unnayaner gutoi purano smriti K dhare rakhbe?
@@revealermorshed p
কঝঢ
P
Pl
ভাই টাংগাইলে মধুপুর ধনবাড়িতে একটা রাজ বাড়ি আছে অনেক সুন্দর ওই টার ভিডিও বানাইয়েন অনেক ভালো লাইক পাবেন।ধন্যবাদ
Khulna jelar haridhalir jamidar barita ekbar dekhabn plz anurodh roilo
ধন্যবাদ ভাই, আসবে সকল ভিডিও। চ্যানেল জুড়ে থাকুন।
আপনার ভিডিওটা দেখলাম। দারুণ সুন্দর হয়েছে। ভারত থেকে বলছি। ধন্যবাদ।
Thanks a lot. Excellent.
উপস্থাপন ভঙ্গি ও শৈলী মনোহর!
অসাধারণ অসাধারণ অসাধারণ!!
khub valo dekhalen bhai. thanks. Kamala kantake somahito kora hoyeche. Khub sraddhar sahit. thanks a lot.
So much history in our backyard.
Very nicely presented. Dhanyabad.
অসাধারণ উপস্হাপনা বাঙলাদেশের আরো ঘটনা উপসহাপন করুন
প্রতিবারের মতো আজকের ভিডিওটা মায়ের সাথে বসে দেখতেছিলাম 🥰 আপনার প্রশংসা করছিলো পুরো ভিডিও জুড়ে কিন্তু এর মাঝেই শুরু হলো 😅 আমার মায়ের বকাবকি আমাকে প্রচুর কবলো কেন জানেন 🤔 আমাকে বলছে দেখো কিছু শিখো তুমি এই ভিডিও থেকে কতো সুন্দর করে কতো সুন্দর করে কথা বলছে ভালো করে দেখো এতো ক্যামেরা ট্রাইপড ফোন ড্রোন কতো কিছু কিনে দিলাম কিন্তু এখনো ভালো করে ভিডিও করতে শিখলে না এবার তোমার এই ভাইয়ের ভিডিও দেখে কিছু শিখো তাকে লক্ষ করো 🥰🥰❤️ এই দিকে আম্মু আপনার প্রশংসা করছে অন্য দিকে আমাকে বকতে ছিলো 😁 আর কখনো মায়ের সাথে বসে ভিডিও দেখবো না আলাদা আলাদা দেখবো।
আপনার ভিডিও দেখার সময় অন্যরকম এক অনুভূতি হয় মনে
সত্যি ই অসাধারণ আপনার যতই প্রশংসা করি না কেন তা কম হয়ে যায়। এগিয়ে যান ভাই দোয়া রইলো ভালোবাসা নিবেন আম্মু আপনাকে সালাম জানিয়েছেন। সবসময় আপনার ভিডিওর অপেক্ষায় থাকি আর নতুন কিছু শিখার এবং জানার চেষ্টা করি ❤️❤️💕
বাস্তবে না জানি কতো সুন্দর হবে আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সৃষ্টি গেরা
Good morning,Dada, Good Luck,Your,Voice,Is,So,Nice, Insaalia,
আমন্ত্রণ রইলো চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার উত্তর রূপসা গ্রামের জমিদার বাড়ি ভ্রমনের।
একজন মুসলিম জমিদারের সমজকল্যান নানা কাজ কর্মের ভিডিও ধারন সাথে আপনার সুমধুর কন্ঠে তৈরি ভিডিওর অপেক্ষায়।
Dhonnobad revealer morshed vay ke🙏💕🇧🇩
খুব ভালো লাগলো । ভারতের পুরনো জমিদার বাড়ী গুলোর এক দশা।
😪😪😪
আমার বাড়ি এই জাহাপুরে। আর এই জমিদার বাড়িটি এক সময় কিন্ডারগার্টেন স্কুল ছিল। আমি ঐ স্কুলে পড়েছি। বর্তমানে স্কুলটি জমিদার বাড়ির সামনের দিকে স্থানান্তর করা হয়েছে। এই বাড়িতে অলি-গলিতে কত ঘুরেছি। ছোট বেলার অনেক কিছু মনে পড়ে গেল ❤️
আপনার কন্ঠ উপস্থাপনার জন্য যথোপযুক্ত....
Bhison rokom valolaglo uposthapona.... Bangladesh er proti amader ek omogh tan.....purbopurus der sikor je
আমি হোমনা থেকে ❤😊
Very nice 🙏🙏🙏🙏🙏
সুন্দর লাগলো।।।
ভিডিওধারনও সুনৃদর।
😍😍😍
Oi rokom ekta bari ami pele khub bhalo lage
Khub sundar ❤
Excellent brother, mainly your presentation and very good story.keep it up.
উপস্থাপনা বা ধারাবর্ননা এক কথায় অনেক ভালো লেগেছে। যার জন্য ভিডিও টা শেষ পযর্ন্ত দেখলাম 👍
খুব ভালো লাগলো। শুধু জানতে ইচ্ছে করে এদের বংশধরদের বর্তমান বাসস্থান কোথায়?
Good question
খুব সুন্দর উপস্থাপনা। আমার বাড়ি জাহাপুর আর ভিডিও টা দেখে খুব ভালো লাগলো।জমিদার বাড়ি, মন্দির,জাহাপুর কমলাকান্ত স্কুল সবসময় আসা যাওয়া হয় আর আজকে এগুলোর কাহিনি শুনে আরো ভালো লাগলো🖤
আপনাদের গ্রাম টা অনেক সুন্দর 🥰
" আজকের গল্প নয় ,আজকের ইতিহাসের কথা " খুব ভালো লেগেছে ,খুব ভালো ....!! আপনাকে অসংখ্য ধন্যবাদ,কারন কমলাকান্ত রায়ের ইতিহাসের পরিচয় দিয়েছেন ,যা আমি একদম-ই জানতাম না তিনি জমিদার পরিবারের সন্তান ও ওনার রায় পদবি । শুধু তাঁর নাম শুনেছি এবং তিনি কালি ভক্ত ছিলেন এটুকুই জানতাম ।
ধন্যবাদ।
good looking youtuber❤❤
এই ইতিহাসটা অসাধারণ খুব সুন্দর হয়েছে কিন্তু মাঝে মাঝে ভাঙ্গা দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে
Onek valo legece video ta dehke
ধন্যবাদ
চমৎকার সঞ্চালনা করেছেন।
অসাধারণ নতুন কিছু জানতে পারলাম
Drone shot ta darun chhilo
আমি প্রথম কমেন্ট করলাম ভাই
জাহাপুর গ্রামটা আমাদের গ্রামের মোটামুটি কাছাকাছি আমার নানির বাড়ির পাশের গ্রাম তবু যাওয়া হয়নি সময়ের কারণে
Very nice & informative video, thank you dada, I am from Kolkata.
আপনার ভয়েজ অসাধারণ। শুনতে ভাল লাগে
Nice presentation sir
Osadharan laglo....kaal sob e haran kore....tar e etihas er saksha dilen ..ender present descendants ra kothai achen bolte paren....apnar presentation opurbo....from Howrah WB
@@revealermorshed apnake onek onek dhanyawad janai.... Bangladesh er parate parate etihas....eto etijhya eto garima apnara tule dharen...edike sei prayas dekhi na... personally amar ei etihas er nesha amake apnader duar e paunche dei...ekbar khub jabar echha...dekhi...bhalo thakben.
@@revealermorshed 👏👏
Chamatkar bolechhen.
এখনো ভালোভাবে সংরক্ষণ করলে এটা হতে পারে অনেক সুন্দর একটা
পিকনিক স্পট।
জ্বী ভাই।