Tahsan Khan: নিজের জীবন, হতাশা ও স্বপ্ন নিয়ে নানা কথা বললেন তাহসান | BBC Bangla
Вставка
- Опубліковано 7 лют 2025
- #BBCBangla #Tahsan
নিজের জীবন, প্রাপ্তি, হতাশা আর স্বপ্ন নিয়ে জানা-অজানা নানা বিষয় নিয়ে বিবিসির আকবর হোসেনের সাথে কথা বলেছেন তাহসান খান।
বিবিসি বাংলার সাথে
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
www.bbc.co.uk/...
/ bbcbengaliservice
/ bbcbangla
এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলার মধ্যে ভীষণ একটা আর্ট রয়েছে। ❣️তাহসান
গুছিয়ে ও সুস্থ্য মস্তিষ্কে কথা বলাটা অনেক বিশাল !
তাহসান খান আমাদের এমন একজন বিশেষ ব্যক্তিত্ব ❤️
আমরা অনেকদিন যাবৎ খুঁজছিলাম এমন একজনকে যাকে আমরা কাছ থেকে দেখবো তার আচার-আচরন থেকে শিখবো এবং অনুসরন করবো এবং যিনি আমাদের নিজেদেরই(দেশেরই) কেউ হবেন। আমরা এমন একটা সময়ই পাড় করছি যেখানে অনুসরন করার মতো তেমন কেউই(উচ্চ শিক্ষা,সাহিত্য এবং সংস্কৃতিতে পরিশীলিত)নেই বলতে গেলে শুধু এই অনন্য মানুষটা ছাড়া।চমৎকার ব্যাপার হলো মি.তাহসান খান প্রতিনিয়ত আমাদের এই দু:সময়ে আলো ছড়াচ্ছেন।
ধন্যবাদ গায়ক,অভিনেতা,শিক্ষক এবং লেখক।
An Inspiration of Millions.
indeed He is a Legendary Superstar.
Rt, bro
Thank you via for this comment. We are extremely lucky. The man belongs in BD!!
❤❤❤❤
একান্ত ব্যক্তিগত প্রশ্ন করা ছাড়া একজন তারকা'র যে সাক্ষাৎকার নিতে বাংলাদেশের উপস্থাপক তা অনেকদিন পর দেখলাম😊😊😊
এমন এমন প্রশ্ন করা হয়ে যার উত্তর এর মধ্যে ব্যক্তি তাহসান কেমন???
প্রকৃত শিক্ষিত আর রুচিশীল চিন্তাধারার প্রকাশ পেয়েছে 💜
তাহসান ভাইয়া একজন সুন্দর ব্যক্তিত্বে মানুষ♥♥
❤️❤️ তাহসান একজন মার্জিত সুস্থ চিন্তাধারার মানুষ। ❤️❤️
যত দেখি ততই অবাক হয়ে যায়, এক জন মানুষ এতটা সুন্দর করে কিভাবে কথা বলতে পারে।
Beshi perfect dekhaite gie Shongshar gese
@@nasreenzinia8664 1 joner dosh a songsar ji na
@@shanjidarinky8514 Tahsan nishchoi Mithila k time dae nai ejonne I Mithila chole gese ekta meye Emni emini Shongshar vangbe na
ইস এই ১৯:৩৮ সেকেন্ড কত সুন্দর একটা সময় কাটালাম 💚
আমি এর আগেও তাহসান ভাইয়ের নানান সাংবাদিকদের বলেন তার পর বিভিন্ন টিভি চ্যানেলে কথা বলতে শুনেছি উনি এতো সুন্দর করে কথা গুলো বলে। একেবারে মানসিক অস্থির অবস্থায় অস্থিরতার ট্রিটমেন্টের মত কাজ করে। শুনলেই হৃদয় কেম শিতল হয়ে যায় 💚
thanks to bbc, akbar hossain for presenting a nice interview of a genuine polite and educated person tahsan khan .
উচ্চমানের ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ।যা পরিবারের সুশিক্ষা।
love forever..❤️❤️
right
তাহসান খানের... ভালোবাসার পঙক্তিমালা... নাটক দেখে প্রাক্তনকে ভুলার অনুপ্রেরণা পাইছি।। ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য ❤️❤️
আপনি যে উত্থান পতনের মধ্যে থেকেও নিজেকে জিইয়ে রেখেছেন , একটি মানুষ তার জীবনের অনেক কিছুই মিলিয়ে শিক্ষা নিয়ে নতুন করে ইতিবাচক জীবন সংগ্রামের অনুপ্রেরণা পায় ।
আপনাকে অনেক সম্মান করি ।। ❤️
Tahsan Khan is a very smart person who is a polite speaker. I like him.
গান , গান আর গান ,
তার মাঝেই থাকবে তাহসান ,
সাথে আছে অগণিত প্রিয় ফেন ।
( ভালো লাগলো ইন্টারভিউ )
তাহসান ভাইয়া সব সময় মনে রাখবেন আল্লাহ সবচেয়ে আপন আমিন
ভাইয়া এত সুন্দর করে কথা বলেন! 💕
সবারই হতাশা থাকবেই এটাই বাস্তবতা
অনেক উচ্চ মন-মানসিকতা সম্পন্ন মানুষ যা আপনার আচার আচরণে ফুটে উঠেছে। চলার পথে সামনের দিনগুলো যেন আরো সুন্দর ও সাবলীল হয় মহান আল্লাহ পাকের কাছে এটাই প্রার্থনা করি..
আকবার ভাইয়ের উপস্থাপনায় তাহসান ভাইয়ের কথা গুলা ভাল লাগলো
"আমি এখন নিজেকে খুব কম judge করি, আর চারপাশের মানুষকে একদমই judge করিনা।"
"প্রত্যেকটা পেশার একটা occupational hazard থাকে আবার power ও থাকে।"
Tahsan Rahman Khan- the true polymath of 🇧🇩
Tahsan vai... Khub organised way te kotha bolen... Bravo man...
TAHSAN is the best as always
কিছু মানুষকে দেখলে মন থেকে শ্রদ্ধা,মায়া ও দোয়া চলে আসে,সেই মানুষ হলো তাহসান, মাশরাফি ও আরো কিছু ভদ্র মানুষ আছেন।
The smartest person I have ever seen. May Allah bless you.
allrounder Tahsan Khan💖
বহুমুখী প্রতিভার অধিকারী, রুচিশীল,পরিপাটি,,,বাংলাদেশের গর্ব, তরুণ সমাজের আইডল,,,, তাহসান ❤️❤️❤️ আপনাকে সম্মান করি, ভালোবাসি
তাহসান মানে আমার চোখে সম্মান।
তাহসান ভাই তো খুবই চমৎকার ব্যক্তিত্ব।
উপস্থাপকও খুবই স্মার্ট।
Respect for the presenter and Tahsan bhai for asking some meaningful question and answer. Take love from here ✌️
তাহসান ভাই শান্ত সভ্য ও ভদ্র একটা মানুষ,,, সবচেয়ে বড় কথা উনার কথা বলার স্টাইল সবার থেকে আলাদা এবং উনি একজন উচ্চশিক্ষিত
Ai manush take jotoi dekhi different personality. Truly admire.
আপনি অসাধারণ তাহসান ভাই!
কিন্তু আপনাকে নাটক কিংবা মুভিতে নয় বরং সংগীত জগতেই বেশি ভালো লাগে! 🙂
আলহামদুলিল্লাহ আমাদের সবার শিক্ষক হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
Tahsan vaiya" multi talented "
তাহসান খান একজন জোস মানুষ। খুবই স্মার্ট।
ভালোবাসার তাহসান ভাই❤️❤️
আসসালামু আলাইকুম
আমরা হতাশাগ্রস্ত হয়ে এদিক সেদিক
এদেশ ওদেশ ঘুরে বেড়াই একটু সুখে, শান্তির জন্য
আসল সুখ, শান্তি আছে আপনার আমার ঘরে জায়নামাজে
আসল সুখ, শান্তি দিতে পারেন একজনই
আল্লাহ রাব্বুল আলামিন
রবের নিকট যেতে পারলে
আপনি বুঝতে পারবেন
কতটা শান্তি,, মন থেকে চেষ্টা করেন
আল্লাহ কাছে যাওয়ার
ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনি হতাশা, দুশ্চিন্তা, মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবেন
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন
বাংলাদেশের মানুষদের শিখতে হবে - সব পেশাকে সম্মান প্রদর্শন করতে । ( Specially all those honorable musicians . Because making music is a hard job .👌🎻 )
১৩ঃ৪০ সেকেন্ডের সময় অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। তাহসান ভাইয়ের বাম পাশে।।।।অসাধারণ বাচন ভঙ্গি ❤️
13:40
সত্যিকারের অনুসরণীয় ব্যক্তিত্ব।
Excelent !!!
Though he didn't say the words in the tone of advice, then the words were very motivational. His words may be the path of someone's life.
জীবনে হতাশা ও একাকিত্বকে জয় করতে হবে 😘
সুন্দর বলেছেন
তিনি একজন ধর্ম নিরপেক্ষ মানুষ। তাই উনাকে এত ভালো লাগে। ATM, তাসান, ইলাইস কাঞ্চন এরা খুবই ভালো ও সেকুলার।
হতাশা গ্রস্থ মানুষ আমি পছন্দ করিনা। আমি তাহসান ভাই কে smart আর হাসিখুশি দেখতে ভালো বাসি।
অনেক সুন্দর একটা সাক্ষাৎকার ছিলো❤️❤️
He has no anxiety,what he has in his life is "life with happiness"
A complete Gentleman.
অনেক ভালবাসি আপনাকে তাহসান ভাই😍🥰
শুরুটা দেখছেন…..কি অসাধারন…..
অসাধারণ। প্রশ্নগুলো ভালো ছিল
Best interview forever💙
one of the best interview in bangladesh
Love and respect for Tahsan
তাহসান গুছিয়ে কথা বলতে পারাও আপনার একটা বিশেষত। এরকম মানুষের লেখা মানুষ সাচ্ছন্দ্যে গ্রহণ করবে আশাবাদী ।
Someone taking and making sense is very rare in Bangladesh. Tahsan khan is one of them
Gotta admit the questions asked are very constructive.
ভালো লাগার একটি মানুষ।
একজন ভালো মানুষ
মিডিয়া জগতের মোটামুটি একজন ভালো মানুষ।
আপনার কথার বলার ভঙ্গিটা অনেক ভালো লাগে। তাহসান ভাই❤️
আলহামদুলিল্লাহ ভাল লাগলো!
Tahsan vai is an Art❤️
ধন্যবাদ ভালো লাগলো
ভাল মানুষ একজন
Tashan Khan is
💙💙💙💙💙💙
Great Tahsan
এখন মানুষ নিজদেশের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির গুরুত্ব খুব ভালোভাবেই বুঝতে পারছে। ভিনদেশের সংস্কৃতির ফলে আমাদের দেশীয় অর্থনীতি ও সংস্কৃতির যে ক্ষতি সাধন হয়েছে । সেটা আবার পুনরাবৃত্ত হোক আমরা যুব সমাজ সেটা আর কখনো চাইনা। দেশের উন্নতির সাথে সাথে আমাদের দেশের নাটক ও চলচিত্রের ভালো একটা উন্নতির পথে আছে। তাই একটা চক্র কতিপয় কিছু সাংস্কৃতিক নামধারী মানুষের সহায়তায় আমাদের চলচিত্র ও নাট্য প্রতিষ্ঠান গুলোকে কোণঠাসা করে ধ্বংস করার জন্য আবারও উঠেপড়ে লেগেছে। আর এইখানে কোন দেশ ও জাতির হাত আছে। সেটা জনগন এখন খুব ভালোভাবে বুঝতে পারে। তাই আমদের দেশের অভিনেতা, অভিনেত্রীদের নিকট আবেদন আপনারা নির্ভয়ে সামনে এগিয়ে চলুন । জনগণ আপনাদের পাশে আছে।
অসাধারণ কথা গুলো
এই ভদ্রলোকের কথাগুলো শুনে অনুপ্রাণিত হই।
আকবর ভাই সাংবাদিকের বাইরে এসেও এতো দারুন উপস্থাপক,বারবার মুগ্ধ হই।
আপনার জীবন আরো সুন্দর হোক, হোন কোটি মানুষের প্রেরনা
আমার প্রিয় তাহসান ভাই
🥀🥀ধন্যবাদ ভাইয়া🥀🥀
My favourite two fan
Take my heartiest gratitude 🙏👍
Nice interview 👍
He's perfect Gentlemen 😍
Every time I hear something from Tahsan bhai I get motivated and it feels like i am learning something from him. Such an amazing person.
I always want to be positive like him.
Thx vhaia, onek valo bolchen .
প্রিয় মানুষ
One of my best person
You!!! Genius Boss!!!
MasAllah darun bolecen Bai, we don't need so many things to get life well
Life is unfair.. Universal true.
NICE INTERVIEW
দ্বীনের পথে জীবনযাপন করলে
আল্লাহর নিকটে ফিরলে
ইবাদত করলে
কুরআনে আল্লাহ কি বলেছেন সেই সম্পর্কে জানলে
কিভাবে আমাদের রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জীবনযাপন করতে বলেছেন তা জেনে মানলে
হতাশার ছায়া জীবনে পড়ে না
এটাই চিকিৎসা এবং ঔষধের থেকে বেশি
দ্রুত কাজ করে হতাশা , দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, মানসিক চাপ দূর করতে
প্রকৃতভাবে জীবনের কিছুটা সময় ইসলাম
ধর্মে মনোনিবেশ করলেই বুঝতে পারবেন
আসল শান্তি কিসে
মন শান্তি, মনের সুখই আসল সুখ
God bless him..
Bangla Bhasha r upor eto bhalo grip..khub kom dekha jai..
Tikhno medha er oshadharon baktitto love 💕 you brother
বস আমাদের ❤️❤️❤️
Best interview
Akdin actor hobo inshaallah 🤲🥰🙏
Doya korben apnara...🖤🙏
onek kichu shekhar ache ete. jodi kew shikhte chay.
Thanks for the episode though I might be a little late to watch it.
Telented actor....
If I were a telent like tashan my outmost dream... may Allah bless tashan...
অসাধারণ
BBC 💗💗💗
আলো গান আসলেই অনেক ভালো। ফেভারেট আমার
তাহসান খানের প্রথম ও একমাত্র বই "অনুভূতির অভিধান" বইটি কেউ পড়েছেন?
Onek kichu shikhlam
BBC কে বলছি 13:45 সেকেন্ডে এটা কি ব্লার করলেন।
I love him very much.