চোখের বালি || আশুতোষ মুখোপাধ্যায় | Ashutosh Mukhopadhyay || Bengali Audio Story | Prithar Ichhedana
Вставка
- Опубліковано 10 лют 2025
- Story: চোখের বালি | Chokher Bali ||
Author: আশুতোষ মুখোপাধ্যায় | Ashutosh Mukhopadhyay ||
Bengali Audio Story Narrated By Pritha
বাংলা সাহিত্য আরও বেশী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমার এই প্রয়াস। গল্প পড়ার সময় না হলেও, গল্প শোনার জন্য আজও আমাদের অসীম উৎসাহ !
#bengaliaudiostory #banglagolpo #audiobook #pritha #audiostory #bengaliaudiobook #pritharichhedana
আপনার গল্প চয়ন ও গল্প পাঠ অনবদ্য। যেটা আমাদের আকাঙ্ক্ষিত এবং যাতে আমরা অভ্যস্ত। গলার আওয়াজটি মিষ্টি, গল্পের শেষে প্রায়শই মিঠে গলার যে গানটি শুনতে পাই, সেটি আপনার অনন্য বৈশিষ্ট্য। তেমনি বিশেষ ছিল আজকের গল্পের পরে আপনার ব্যক্তিগত আলাপচারিতা। এই ছোটখাটো আন্তরিকতার ছোঁয়াচ আপনার পরিবেশনাকে অন্যদের থেকে একটা আলাদা মাত্রা দেয়। ভালো থাকবেন। আপনি পড়তে থাকুন আর আমরা শুনতে থাকি।
আপনার মনোনীত প্রায় সব গল্পের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য থাকে যা মনকে নাড়া দেয় এই গল্পের মধ্যে ও সেটা পেলাম স্বামী ও স্ত্রীর মধ্যে একটা সুন্দর বোঝাপড়া খুব দরকার , একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত,এই গল্প আমাদের ফেলে আসা দিনের কথা মনে করিয়ে দিল। আপনার জীবনের অভিজ্ঞতা সুন্দর ভাবে পরিবেশন করলেন। সত্যি কথা এই গল্প আমাদের মন জয় করে নিল।
Thank you so much 🙏❤️
অন্য সব গল্পের মতোই লাগলো। অসাধারণ নির্বাচন আপনার গল্প গুলো। পাঠের তো তুলনা হয় না।
Thank you 😊 🙏
Khoob bhalo laaglo
@@shubhsgupshup7410 Thank you ❤️
Onekdon por comment dekhe bhalo laglo 🙏
Khubi bastob r Khub vhalo golpo❤❤
Thank you 🙏❤️
বড্ড ভাল , সত্যিই জীবনের গল্প , আমরা অনেকেই আমাদের প্রিয় মানুষের মনটাকে বুঝি , তাই অবহেলায় নিজের আরামের চিন্তাকে দূরে সরিয়ে দিয়ে কষ্টে থাকাকে বরণ করে নিই । ভাবি মানুষটা তার শখ পূরণ করুক । যদিও , সকলের আত্মত্যাগ বা সহমর্মিতা যে অন্য মানুষটার মন এমনভাবে স্পর্শ করে তা কিন্তু হয় না ! অবশ্য , আপেক্ষিকতাই তো পৃথিবীকে এগিয়ে নিয়ে চলেছে !
Thank you 🙏❤️
Shundor likhlen...❤️
Khuuub valo laglo, tomar moto abosthay hoyto anekei pore
Thank you 🙏❤️
Vow! Very nice story .selection is praiseworthy. Specially you draw us closer to you by sharing your own experience with us.keep well.
I'm so happy you connected with the story and my experience 😊🙏
খুব ভালো লাগলো। এই গল্প শুনতে শুনতে মনে পড়ে গেল পুরনো দিনের কথা। একেক জনের একেক রকম ভাবে কেটেছে, তুমি অকপটে তোমার কথা বললে আমার অবস্থা ও প্রায় একই রকম ছিল। মন জয় করার মতো গল্প ও পরিবেশন।।
Thank you 🙏❤️
Bhalo thakben 😊
❤
বাহ্ ! বেশ লাগলো গল্পটা। তোমার জীবনের অভিজ্ঞতার কথা শ্রোতাদের কাছে বর্ণনা করে তুমি আমাদের আরও কাছের মানুষ হয়ে গেলে। ❤❤❤❤❤
Thank you so much 🙏❤️
গল্প টা তো ভালোই, শেষে তোমার জীবনের যে ছোট্ট গল্পটিও বেশ ভালো, গল্প নয় সত্যি টা। তোমার সবকটা গল্প বেশ দোলা দিয়ে যায় মনটাকে
Thank you so much 🙏❤️
কি যে ভালো লাগলো বলার নয়।তোমার বলাটাও যেন একটা গল্প।❤️❤️
Thank you 🙏❤️
খুব ভালো লাগলো। আর আপনার নিজের অভিজ্ঞতা। যাই হোক ভালোথাকবেন। সুস্থ থাকবেন।
Thank you 🙏❤️
খুব সুন্দর গল্প শুনতে লাগলো। তোমার জীবনের অভিজ্ঞতা খুব ভালো লাগলো। তুমি খুব ভালো ।
Thank you 🙏❤️
There is uncommon similarity of problem of dress before joining in corporate company is real life experience. I enjoyed it. I am amazed how you explain the theme of the story in one lime .I will eagerly wait to listen the next story from you , certainly with a good son of tagore.
Thank you so much ❤️❤️❤️❤️. I am glad you enjoyed it! 🙏🙏
খুউব ভালো লাগলো।🎉🎉
Thank you 🙏❤️
গল্পের বিষয়বস্তু ও গল্প পাঠ এর ব্যাপারে নতুন করে কিছু বলছি না, তোমার জীবনের অভিজ্ঞতা যেটা শেয়ার করলে, এক কথায় অসাধারণ, ভীষণ ভালো থেকো ❤❤
Thank you so much 🙏❤️
সত্যি ছোট হলে কি হবে, দারুণ লাগলো শুনতে গল্পটা। স্বামী, স্ত্রীকে পুরোপুরি বুঝবে আর স্ত্রী, স্বামীকে পুরোপুরি বুঝবে তবেই তো সংসার হবে প্রকৃত খুশির ও শান্তির। পৃথা, তোমার এই মনে পড়ে যাওয়া কষ্টের কাহিনীর ব্যাপারে একটা কথাই ভীষণভাবে বলতে ইচ্ছে করছে যে ঐ বয়সে এতোটাই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে বলেই জানবে আজ তোমার এতো ভালোবাসা আর এতো হিতাকাঙ্খী। অতীতটা কষ্টের ছিল বলেই তো আজ .......
জীবন কাটাতে গিয়েই যায় জীবনকে চেনা। সোনা মেয়ে, খুব ভালো থেকো, রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ❤❤❤😘❤❤❤।
Apnader eto bhalobasha peye shotti e ami dhonyo❤️❤️❤️❤️❤️🙏
তোমার গল্প পাঠ ও গল্প খুব ভালো, তার ৎেকেও ভালো লাগলো তোমার স্মৃতি চারন আর কৃতজ্ঞতা বোধ, খুব ভালো থেকো। ❤❤
Thank you so much 🙏❤️
ঠিক তাই 😊😊😊😊
খুব সুন্দর গল্প মধ্যবিত্ত জীবনের এই রকম একটা মুহূর্ত প্রতিমুহূর্তেই যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি❤
Khub bhalo thakben 🙏😊
চমৎকার
Thank you 🙏❤️
খুব সুন্দর ।
Thank you 🙏❤️
কণ্ঠস্বর আবেগ পাঠ সব কিছু মিলিয়ে এক অদ্ভূত অনুভূতি নিয়ে শুনি l
Thank you 🙏❤️
অসাধারণ 👍
Thank you 🙏❤️
Ha re ma etai jibon theke neoa ,eta golpo noy ,jiboner kotha ,ma aei rakam kotha aro chai,bhalo thako ,sustho thako
Thank you 🙏❤️
❤khub bhalo laglo ❤
Thank you 🙏❤️
👏
খুব সুন্দর।❤❤❤
Thank you 🙏❤️
Apurbo
Thank you 🙏❤️
খুব ভালো লাগলো । তোমার গল্প বলা শুনতে ভালো লাগে। সাথে লেখকের নির্বাচিত গল্প হলে ।
Thank you 🙏❤️
Shudhu swami - stree nay, je kono samporko nibir hay parosparke bojhar modhyo diey , sukkho onubhutir karone❤
Thhik ❤️🙏
এতো ভালো লাগে তোমার গলায় এতো সব গল্প শুনতে
Thank you 🙏❤️
গল্প আর গল্প পাঠ সুন্দর তো বটেই তোমার স্মৃতি চারণ মনে হল তোমার কণ্ঠের মত তোমার মন টা ও খুবই সুন্দর ও বড় মাপের
Thank you so much 🙏❤️
খুব ভালো লাগলো
Thank you 🙏❤️
সব থেকে ভালো লাগে তোমার
গলার স্বর।
কথা ও যে গানের মতো হতে
পারে, তোমার আওয়াজ না
শুনলে কেউ বুঝবে না।
মানুষটাকে দেখার ইচ্ছে হয় !!
তবু দেখতে চাইব না।
Thank you so much 🙏❤️
Bhalo thakben ❤️
Sunil Gangopadhaya and Asapurna Devir golpo apnar golate r o sunte echha achhe
Thank you 🙏❤️
শুনতে এলাম তোমার গল্প
Thank you 🙏❤️
সকালে। রাতে কাজ করি।
ধন্যবাদ তবুও......
Thank you 🙏❤️
সেই চাকরীটা এখনোও করছেন কি না বলবেন
Na seta r Kori na😊