আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন।

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • আগের তুলনায় পাট এবং পাটখড়ির চাহিদা ও দাম বাড়লেও অন্য সব ফসলের মতোই পাট চাষিরা ভালো দাম পায় না। তবু কৃষক তাঁর সবটুকু শ্রম আর ভালোবাসা দিয়েই ফসল ফলায়।
    আমার বাবার বাড়ি শরীয়তপুর। পাট চাষের জন্য এই এলাকার সুনাম আছে। জমিতে বছরে দুই থেকে তিন বার ফসল হয়। ধান, গম, সরিষা, ধনিয়া, পাট ইত্যাদি এই এলাকার প্রধান ফসল। এখনো এখানে বর্ষাকাল পুরোপুরি শেষ হয়নি। আজও অনেক বৃষ্টি হয়েছে।
    বাংলার অন্যতম ঐতিহ্য সোনালী আঁশ নামে পরিচিত পাট একটি বর্ষাকালের ফসল। বাংলাদেশে দুই ধরনের পাট চাষ হয়। সাদা পাট এবং তোষা পাট।
    চৈত্র-বৈশাখ মাসের বৃষ্টিতে পাট বীজ বোনা হয়। সাধারণত নিচু জমিতে পাট চাষ হয়। জ্যৈষ্ঠ মাসে গাছ বাছাই, আগাছা পরিষ্কার ইত্যাদি। পাট ক্ষেতে কোন রকম সেচ অথবা পানি নিষ্কাশন প্রয়োজন হয় না। সাময়িক খরা অথবা জলাবদ্ধতা পাটের তেমন ক্ষতি করতে পারে না। আষাঢ়-শ্রাবণ মাসে পাট কেটে কিছুদিন জলাশয়ে ভিজিয়ে "জাগ" দেয়া হয়। নারী ও শিশুসহ সবাই মিলে রৌদ বৃষ্টিতে ভিজে পাট তোলেন এবং পাট ধুয়ে শুকাতে দেন। পাট এবং পাটখড়ি - দু'টোই বিক্রি হয়।
    এবার বাবার বাড়ি এসে পাট তোলার কিছু ভিডিও করেছি। ভিডিওর সাথে কিংবদন্তি শিল্পীর কালজয়ী একটি দেশাত্মবোধক গান।
    আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন
    কন্ঠ: শাহনাজ রহমতউল্লাহ
    কথা: মোহাম্মদ মনিরুজ্জামান
    সুর: আব্দুল আহাদ

КОМЕНТАРІ •