How to go Remakri Nafakhum and Amiakhum | বান্দরবানের নাফাখুম এবং আমিয়াখুমের পূর্ণাঙ্গ গাইড লাইন

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • সাকা হাফং ঘুরতে গিয়ে আরাকান আর্মির হাতে বন্দি ১২ ঘন্টা - • সাকা হাফং ঘুরতে গিয়ে ...
    বান্দরবান ট্যুরের একমাত্র মানচিত্র এবং বিস্তারিত - • Bandarban tourist spot...
    সীতাকুন্ডের দর্শনীয় স্থানসমূহ - • সীতাকুন্ডের দর্শনীয় স...
    বান্দরবান, থানচি, রেমাক্রি ও নাফাখুম ভ্রমণ গাইডলাইন
    কথায় আছে “থানছি যে দেখে নাই সে বাংলাদেশ দেখে নাই”। তাই ছুটির এডভেঞ্চার প্রিয় ১৫জন ট্রাভেলার নিয়ে ঘুরে আসলাম বাংলার ভূস্বর্গ বান্দরবান, থানচি, তিন্দু, রাজাপাথর, রেমাক্রি ও নাফাখুম। নাফাখুম মূলত বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত। প্রায় ৩০ ফুট জলপ্রপাতটি রেমাক্রি হয়ে সাঙ্গু নদীতে মিলেছে যেখানে মিলনস্থলে প্রাকৃতিক ভাবেই কয়েকধাপ সিঁড়ির মত করে হেলে দুলে নৃত্যের ছন্দে সাঙ্গু তে মিশে গেছে। আর এই নৃত্যের দলে এখানে সৃষ্টি হয়েছে আরেকটি ফলস যার নাম রেমাক্রি খুম। খুবই দৃষ্টিনন্দন দুটি ফলস দেখাই একমাত্র উদ্দেশ্যে হলেও বান্দরবান থেকে থানচি তারপর নৌকায় করে তিন্দু, রেমাক্রি যাওয়া সেখান থেকে ২ ঘন্টা ট্রেকিং করে নাফাখুম যাওয়ার পথ যেনো স্বর্গের থেকে সুন্দর, তার থেকেও মনোরম।
    ট্যুর প্ল্যানঃ
    ট্যুর প্ল্যান আসলে নিজেদের সময় ও সুবিধে মতো সাজিয়ে নিতে হয়। যেভাবে সময় বাচবে এবং অর্থ সাশ্রয় হবে আমি সেভাবে প্ল্যান করে দিচ্ছি। যদি আপনাদের বান্দরবান ঘুরার উদ্দেশ্যে থাকে তাহলে প্ল্যান একরকম হবে আর যদি বান্দরবান বাদ দিয়ে সরাসরি নাফাখুমের পথ ধরতে চান তাহলে প্ল্যান আরেক রকম হবে।
    অবশ্যই রাত ১০টার বাসে রওনা দিন তাহলে জ্যাম না থাকলে সকাল ৬ টায় পৌছে যাবেন বান্দরবান শহরে।বান্দরবান শহরে ঘুরার মতো নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত যা ১২টার মধ্যে ঘুরা শেষ হয়ে যাবে। তারপর শহরে ব্যাক করে লাঞ্চ করে থানচির পথে রওনা হবেন। থানচি পৌছতে সন্ধ্যা হবে তাই এখানে থানচি কুটির / বিজিবি কটেজ এ রাত কাটিয়ে দিন। পরদিন সকালে থানচি ঘাট থেকে নৌকা নিয়ে রওনা দিন রেমাক্রির পথে।
    রেমাক্রি পৌছাতে কমপক্ষে ৩ঘন্টা। আর যদি তিন্দু এবং রাজাপাথর সময় ব্যয় করে তাহলে ৪ঘন্টার মতো। সকাল ৬টায় রওনা দিলে ১০টার মধ্যে রেমাক্রি। এবার চাইলে এখনি ট্রেকিং করে নাফাখুম যেতে পারেন এবং সন্ধ্যার মধ্যে ফিরে আসবেন। অথবা, রাত রেমাক্রি থেকে পরদিন সকালে নাফাখুম ঘুরে আসলেন। রেমাক্রি থেকে নাফাখুম ঘুরে আসতে আসা যাওয়া দুই ঘন্টা করে চার ঘন্টা আর, যতক্ষন থাকবেন ততক্ষন সময়। মোট ৬ ঘন্টা ধরলেই হবে। নিজেদের মতো সাজিয়ে নিন সময়। তবে এই প্ল্যানটা খুব একটা ভালো প্ল্যান নয়।
    নাফাখুম, বান্দরবান, থানচি, রেমাক্রি, ট্যুর, ভ্রমণ
    থানচি থেকে রেমাক্রি যেতে নৌকায় অসাধারন দৃশ্য
    দুপুর ১২/১ টার মধ্যে রেমাক্রি ফেরত এসে নৌকায় করে বিকেল ৩-৪টার মধ্যে থানচি ব্যাক করে পূর্বে ঠিক করে রাখা চান্দের গাড়ি করে ৭-৮ টার মধ্যে বান্দরবান শহরে ফেরত এসে ডিনার করে রাত ১০টার গাড়িতে ঢাকা ব্যাক করার গাড়ি ধরলেন। এতে সময় বাচবে এবং দ্রুত সব কভার করতে পারবেন।
    নাফাখুম, বান্দরবান, থানচি, রেমাক্রি, ট্যুর, ভ্রমণ
    বিকেলে রেমাক্রি পৌছেই আগে গোসল সেরে নেই ফলসে
    কিভাবে যাবেন?
    আগেই বলেছি অবশ্যই রাতের ৯-১০টার গাড়িতে (কলাবাগান, গাবতলি, ফকিরাপুল থেকে শ্যামলি, ইউনিক, হানিফ সহ অনেক বাস ছেড়ে যায় প্রতিদিন।) রওনা দিন যাতে জ্যামে পরলেও সকালে ৬-৭টার মধ্যে বান্দরবান পৌছে যান। সেখান থেকে থানচি বাস স্ট্যান্ড যেতে পারেন ১০-১৫টাকা সিএনজি ভাড়া। তবে ১০জন হলে চান্দের গাড়ি নিয়ে যাওয়া বেস্ট হবে। কারন, থানচির বাস গুলো স্লো এবং অনেক সময় লাগায় পৌছাতে। চান্দের গাড়িতে ১০জন আরামে বসা যায়। একটু কষ্ট হলেও সর্বোচ্চ ১২জন আর সামনে ১জন সহ ১৩ জন যেতে পারবেন। ঢাকা থেকেই থানচি গাইড ঠিক করে যাবেন তাহলে ঝামেলা কমবে।
    নাফাখুম, বান্দরবান, থানচি, রেমাক্রি, ট্যুর, ভ্রমণ
    অবশেষে ক্লান্তিকর ট্রেকিং শেষে দেখা পাই নাফাখুম ঝর্ণার
    খরচাপাতিঃ
    ১০জনের একটা দলের জন্য ১রাত - ২দিনের ট্যুরের পুরো খরচ তুলে ধরছি।
    বাস ভাড়া ৬২০*২ = ১২৪০ আপডাউন।
    চান্দের গাড়ি ৬০০০ * ২ = ১২,০০০ (জনপ্রতি ১২০০ টাকা)
    থানচি গাইড খরচ ৮০০ টাকা ১ম দিন, ৭০০ টাকা ২য় দিন = ১৫০০ টাকা (জনপ্রতি ১৫০টাকা)
    রেমাক্রি গাইড খরচ ৫০০ টাকা (জনপ্রতি ৫০ টাকা)
    রেমাক্রি থাকার খরচ জনপ্রতি ২০০ টাকা।
    ১ম দিনের খাবার খরচ ৮০+১৫০+১৫০ = ৩৮০ টাকা জনপ্রতি।
    ২য় দিনের খাবার খরচ ৮০+১৫০+২০০=৪৩০ টাকা জনপ্রতি।
    থানচি - রেমাক্রি - থানচি নৌকার খরচ ৩টা = ১২,০০০ টাকা (জনপ্রতি ১২০০ টাকা)
    সর্বমোট খরচ = ৪৮৫০ টাকা জনপ্রতি ( ~৫০০০ টাকা)
    প্রয়োজনীয় তথ্যাবলীঃ
    থানচি গাইড - 01849556340 (হারুন ভাই), 01833846234 (হাসান), 01885088796 (নথি ক্রিপুরা)।
    চান্দের গাড়ি - বান্দরবান পৌছে জীপ সমিতি থেকে নিবেন।
    বাসের ফিরতি টিকেট - ১ম দিন পৌছে নাস্তা করেই টিকেট কেটে নিবেন।
    রেমাক্রি থাকা - থানচি গাইড ঠিক করে দিবে।
    রেমাক্রি গাইড - থানচি গাইড ঠিক করে দিবে।
    নৌকা ভাড়া - থানচি গাইড ঠিক করে দিবে।
    বিশেষ নির্দেশনাঃ
    ১/ জাতীয় পরিপত্রের বা, পাসপোর্টের ১টা ফটোকপি নিবেন।
    ২/ Cap Doxycycline 100 mg এই ওষুধটি ৩০টা (৩পাতার মতো) কিনে নিবেন ট্যুরের ৪-৫দিন আগেই। এটি ম্যালেরিয়া প্রতিরোধ করে এবং যেকোন ফার্মেসীতে পাবেন। ট্যুরে যাওয়ার ২ দিন আগে থেকে রাতের খাবার খাওয়ার পর প্রতিরাতে একটি করে খাওয়া শুরু করবেন এবং ট্যুরের দিনগুলোতেও রাতের খাবার খেয়ে প্রতিদিন একটি ক্যাপসুল খাবেন এবং ট্যুর থেকে ফিরে আসার টানা ২৮ দিন পর্যন্ত প্রতি রাতে খাবার খাওয়ার পর একটি করে ঔষধ খাবেন। ওডোমস, মোজা, গ্লোভস, গামছা, শীতের কাপড়, হাফপ্যান্ট।
    ৩/ কেউ যদি সাতার না জানেন তাহলে লাইফ জ্যাকেট নিতে পারেন। তবে লাইফ জ্যাকেট ম্যান্ডাটরি নয় কারন শীতে সাঙ্গু শান্ত থাকে। তবে কারো নিজের এক্সট্রা সিকিউরিটি লাগলে অবশ্যই নিবেন। শীত ছাড়া গেলে অবশ্যই লাইফ জ্যাকেট লাগবে। থানচিতে ৫০ টাকা দৈনিক ভাড়া পাওয়া যায়।

КОМЕНТАРІ • 41

  • @mahabubhasan4675
    @mahabubhasan4675 4 роки тому +6

    অসাধারণ ভিডিও বর্ননা। আপানর মত এত সুন্দর করে খরচসহ বিবরন আর কেউ দেয় নাই।

  • @mdhabiburrahaman5848
    @mdhabiburrahaman5848 5 років тому +4

    অসাধারণ ভাবে তুলে ধরেছেন ভাই! জাজাকাল্লাহ!

  • @nazmulhuda2055
    @nazmulhuda2055 4 роки тому +3

    সত্যি বলছি ভাই, এতো তথ্য বহুল ভিডিও আর একটাও পায়নি। ধন্যবাদ ❤

  • @movewithsaiful9083
    @movewithsaiful9083 4 роки тому +2

    তথ্যভান্ডার, এক কথায় অনবদ্য। ধন্যবাদ

  • @sathisaha7283
    @sathisaha7283 4 роки тому +3

    Bhaia very very informative. I am so happy.

  • @shahriarsakib2057
    @shahriarsakib2057 3 роки тому

    ধন্যবাদ ভাই ভিডিওটি খুব ইনফরমেটিভ ছিল।

  • @mdrayhanrakib3678
    @mdrayhanrakib3678 3 роки тому

    ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ

  • @nowshadahmed5697
    @nowshadahmed5697 3 роки тому

    অসাধারণ ভাবে তুলে ধরেছেন, এতো তথ্যবহুল ভিডিও আর একটাও পায়নি। দারুণ ভিডিও। ভালো লাগলো....

  • @alimranmolla
    @alimranmolla 4 роки тому

    তথ্যভাণ্ডার, এক কথায় অনাবদ্ধ। আপনারা এমন ভিডিও দেন বলে আমরা এখনও শান্তিতে ঘুরতে পারি। ধন্যবাদ 💟💟

  • @tasrif_hossain_topu3430
    @tasrif_hossain_topu3430 2 роки тому

    Best Informative Video ever🔥🤘

  • @editwith-rahmanzahid5117
    @editwith-rahmanzahid5117 5 років тому +1

    Osadharon vabe bujiyasen vai.....

  • @riasmr2240
    @riasmr2240 3 роки тому

    Hlw sir Assalamualaikum. apnader video ta osadharon chilo. onk gulo confusion chilo ja clear hoye geche. thank you so much.

  • @MizanurRahman-wv2vl
    @MizanurRahman-wv2vl 4 роки тому

    ভিডিও টা খুবই তথ্যবহুল। ধন্যবাদ ভাই।

  • @beautifulbdland
    @beautifulbdland 3 роки тому

    😍😍মাশাল্লাহ দারুণ ভিডিও। ভালো লাগলো আপনার ভিডিও গুলো😍😍😍

  • @mdsaifulislam1802
    @mdsaifulislam1802 2 роки тому

    wow,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @jenifarhoque81
    @jenifarhoque81 3 роки тому

    Onk informative vdo vai..Dekhe valo laglo.😊Best of luck to you ❤

  • @dota2progaming397
    @dota2progaming397 5 років тому

    atto sundor video thakte, ki habijabi e na khuje beriyachi a kodin...thanks bro

  • @RingkuTraveler
    @RingkuTraveler 3 роки тому

    এতো তথ্য বহুল ভিডিও লাইক না দিয়ে থাকা অসম্ভব

  • @mohinaim5292
    @mohinaim5292 3 роки тому

    আমাদের দেশ প্রেমিক সরকার ও সেনা বাহিনীর উচিত ভালোভাবে পাবত্য চট্টগ্রামের নিরাপত্তা, স্বাধীনতা ও স্বারভৌমত্ব রক্ষার জন্য মনোযোগ দিয়ে দয়া করে কাজ করবেন। পাবত্য চট্টগ্রাম প্রত্যেক টা অঞ্চলে পুলিশ, B D R ও সেনা বাহিনীর ক্যাম্প স্থাপন ও ভালো করে পাহারা ও যাতায়তের জন্য রাস্তা তৈরি করবেন। এবং প্রত্যেকটা অঞ্চলের নাম সারকারি অফিসিয়ালি ভাবে শুদ্ধ বাংলা সুন্দর নামে নামকরণ করবেন এবং গুগল ম্যাপে লিপিবদ্ধ করবেন। সাফা হাফং কে, Tallest *"bonggo বঙ্গ পর্বত"* mountain নামে নামকরণ করলে খুব ভালো হবে।

  • @azizrahman7391
    @azizrahman7391 Рік тому

    salut vi

  • @santohossain3650
    @santohossain3650 4 роки тому

    Very nice

  • @teampanda5376
    @teampanda5376 3 роки тому

    good job bro

  • @ahmedjony7351
    @ahmedjony7351 4 роки тому +1

    ভাইয়া দুইজন গেলে যাওয়া আসার কত টাকা খরচ হবে

  • @lockdown8004
    @lockdown8004 4 роки тому

    Best video Vai ❤️
    Kichu Kotha chilo ...kindly reply diben

  • @minhajramim601
    @minhajramim601 3 роки тому

    Vai, bandarban theke thanchi jawar chander garir vara 5200 bolsen. Eta ki shudhu jawa? Naki jawa asha.

  • @gani_giri
    @gani_giri 4 роки тому

    Vi naphaghum porjonto ghure ashte chi...guide ki akjon e lagbe!koto porbe.

  • @RezaulKarim_
    @RezaulKarim_ 4 роки тому

    ভাই আমার কিছু গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞাসা করার ছিলো।
    কিভাবে কন্ট্যাক্ট করতে পারি একটু বললে আমার খুব উপকার হয়।প্লিস।

  • @peak2414
    @peak2414 4 роки тому

    ভাইয়া, থানচি পর্যন্ত শুধু যাবার জন্য কি লোকাল চান্দের গাড়ি পাওয়া যায়? আসার সময় থানচি থেকে বাসে আসতাম

  • @zahidjitu9937
    @zahidjitu9937 5 років тому

    বগালেক এর guide dile valo hoito

  • @kausarahmed2085
    @kausarahmed2085 3 роки тому

    একদিনে কি সম্ভব?

  • @shuvoahmed2131
    @shuvoahmed2131 4 роки тому

    Hi

  • @alsabab5330
    @alsabab5330 4 роки тому

    Thuisha para te charge deyar bebostha ase?

    • @TRAVELWITHFIVEFINGERS
      @TRAVELWITHFIVEFINGERS  4 роки тому +1

      হুম। তবে সোলার দিয়ে

    • @alsabab5330
      @alsabab5330 4 роки тому

      Thuishapara theke jinnapara kotodur? And nafakhum theke jinnapara kotodur?

    • @TRAVELWITHFIVEFINGERS
      @TRAVELWITHFIVEFINGERS  4 роки тому

      @@alsabab5330 থুইসাপাড়া থেকে জিন্না পাড়ার দূরত্ব আনুমানিক দেড় কিংবা দুই কিঃ মিঃ। আর নাফাখুম থেকে ১৫ থেকে ২০ কিঃ মিঃ

    • @alsabab5330
      @alsabab5330 4 роки тому

      Ami jante chacchilam kotokhn lage jaite

    • @TRAVELWITHFIVEFINGERS
      @TRAVELWITHFIVEFINGERS  4 роки тому

      @@alsabab5330 ২০ মিনিট আর ৩ থেকে ৩.৩০ ঘন্টা

  • @annandotvmusic-3096
    @annandotvmusic-3096 4 роки тому

    আমিয়াখুম
    পাগল করা জায়গা