আনকাহি মন্ত্র আলোচনা৷ হিন্দুশাস্ত্র থেকে প্রমাণ সহ
Вставка
- Опубліковано 5 лют 2025
- আনকাহি মন্ত্র আলোচনা৷ হিন্দুশাস্ত্র থেকে প্রমাণ সহ
মুসলমানরা মৃতদেহকে গোসল করিমে সাদা কাপড় ও মাথার পাশে বসে কোরান তেলাওয়াত করে কবর দেয়। আর হিন্দুরা মৃতদেহকে গোসল করিয়ে সাদা কাপড় রাখে তারপর তাদের পুরোহিতরা এসে মৃতদেহের কানে বারবার একটি মন্ত্র পাঠ করতে থাকে, তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পুরোহিতরা যে মন্ত্রটি পাঠ করে সেটা অন্য কাউকে জানতে দেয় না সেটি সকল হিন্দুদের কাছে গোপন করা হয়েছে এই মন্ত্রটি যদি হিন্দুরা জেনে যায় তাহলে হিন্দুরা আর হিন্দু ধর্ম পালন করবে না, এবার ভারতের এক হিন্দু পুরোহিত এই মন্ত্রটির রহস্য ফাঁস করলেন তিনি বলেন হিন্দু ধর্মগ্রন্থে বেদে একটি মন্ত্র আছে তার। নাম আনকাহি মন্ত্র যেটি পুরোহিতরা সকল হিন্দুদের কাছে গোপন করে রাখে, এই মন্ত্রটি সংস্কৃত ভাষায় আছে যার অর্থ হল এই ভক্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তোমার পাপ মোচন হয়ে যাবে আর আল্লাকে তোমার সৃষ্টিকর্তা মেনে নিলে তোমার পরিত্রাণ হয়ে যাবে আর চিরজীবনের জন্য তুমি স্বর্গ লাভ করবে তাই মুহাম্মদ নাম বার বার জপ ।
আর সংস্কৃত ভাষায় এই মন্ত্রটি হল, লা ইলাহা হরতি পাপম্ ইল ইলাহা পরম পাদম
জন্ম বৈকুণ্ঠ অপ্ ইনুতি ত জপি নাম মুহাম্মদ।
এই মন্ত্রের সত্যতা আলোচনা প্রমান সহ
#hinduism #ankahimantra
________________________
কিভাবে নিজ গৃহে শিবপুজা করবেন ? • নিজেই পালন করুন শিবরাত... কন্যাসম্প্রদান আসলেই কি শাস্ত্রীয় প্রথা? • কন্যাদান-বৈদিক আচার না... কৃষ্ণের রাসলীলা আসলে কি অর্থ বহন করে? • কৃষ্ণ করলে লীলা, আর আম... প্রাচীন ভারতের নারীশিক্ষা • প্রাচীন ভারতের নারীশিক... শংকরাচার্য্য বিরচিত গীতামাহাত্ম্য_ • মাত্র ৭ টি শ্লোক সম্বল... গণেশ দ্বাদশনাম স্তোত্রম্ - বঙ্গানুবাদ ও যথার্থ ব্যাখ্যা সহ • গণেশ দ্বাদশনাম স্তোত্র... রামনবমী কি?কেন বাসন্তী দুর্গাপুজার নবমী তিথিতেই রামনবমী পালিত হয়? • রামনবমী কি?কেন বাসন্তী... বাসন্তী পুজায় বোধন হয়না কেন • বাসন্তী পুজায় বোধন হয়ন... অর্গলা স্তোত্রম্ পাঠ • আপনিও করুন অর্গলা স্তো... ৮ প্রকার বিবাহ_ • প্রাচীন ভারতে প্রচলিত ... কেন আজকের সমাজে এত ধর্ষণ,খুন,ছিনতাই?কি বলেছেন শ্রীকৃষ্ণ? • মানুষ কখন অমানুষ হয়ে য... ব্রহ্মা-বিষ্ণু-মহেশ সনাতনধর্মের ত্রিদেবতত্ত্ব/Theory of Brahma-Bishnu-Mahesh Trinity-- • ব্রহ্মা-বিষ্ণু-মহেশ সন...
_________________________________________________________________________________
নমস্কার , আমি আপনাদের সনাতন বন্ধু শ্রীশিবপ্রসদ। এই চ্যানেলে আমি সনাতন হিন্দু ধর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয় ও গুরুত্বপূর্ণ অজানা তথ্য আমি সহজভাবে বাঙলা ভাষাতে আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করে থাকি ।
বিভিন্ন পৌরাণিক কাহিনীর অন্তর্নিহিত তত্ত্ব,বিভিন্ন মন্ত্রের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা , বিভিন্ন প্রচলিত সংস্কার ও কুসংস্কার, বিধর্মীদের দ্বারা প্রচারিত বিভিন্ন অপপ্রচারের জবাব পেতে ,আর সর্বোপরি শ্রীমদ্ভগবদ্গীতা,উপনিষদ,মহাকাব্য,দর্শন,বেদাদি শাস্ত্রের বিষয়ে সহজভাবে জানার জন্য সঙ্গে থাকুন ।
বর্তমানে অনেক সনাতনী ভাইবোনেরা নিজের ধর্ম সম্পর্কে না জানার কারণে হীনমন্যতায় ভোগে ও অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয় । আমার সমগ্র সনাতনী ভাইবোনেরা এই ভিডিওগুলির মাধ্যমে নিজের ধর্মকে,নিজের দেশকে ও নিজেকে জানতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে ।
সবার আগে ভিডিওর নোটিফেকিশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেননা ।
ধন্যবাদান্তে,
শ্রীশিবপ্রসাদ মুখোপাধ্যায়
অপপ্রচারের বিরুদ্ধে মানুষকে সজাগ করার লক্ষ্যে আপনার প্রচেষ্টাকে জানাই হার্দিক অভিনন্দন
🙏🙏🙏
দাদা তুমি এভাবে বুঝাতে থাকলে আমরা ধর্মের অনেক কিছু জানতে পারবো এবং অপপ্রচারের বিরুদ্ধে আমরা সজাগ হব। তোমার এই প্রচেষ্টাকে জানাই হার্দিক অভিনন্দন।
Apni hindu vat deken tahole bujte parben
@@obaidulislam2418 তাতে তোমাদের জ্বলে কেনো ?
Vhai amader jole na. Kintu tomra tomader dhormo gronto birodhi .murti baniya tomader ma bon k cinemar dance er sate dance korao ata te tomader ma boner sonman Nosto hoy at k dhormo bole na !!!! Dhormo k bujte hole vhad gita porte hobe.
একমত দিদিভাই
দাদা তুমি এভাবে বুঝাতে থাকলে আমরা ধর্মের অনেক কিছু জানতে পারবো যা আগে বুঝিনি 🙏
🕋 আমাদের অতি প্রিয় নবী মুহাম্মদ ( শিশু ও পুত্রবধূ ধর্ষক) শয়তানের বিশস্ত অনুচর ছিল।🕋
🌹 কারণ তার জৈবিক পিতা-মাতা অর্থাৎ আমিনা এবং আব্দুল মুত্তালিব সেক্স করে মুহাম্মদকে জন্ম দেওয়ার আগে "বিসমিল্লাহ, আল্লাহুম্মা জাননিবনা আশশাইতান, ওয়া জান্নিব আশ-শাইতানা মা রজাকতানা" এই জাদু শব্দগুলি কখনও উচ্চারণ করেননি। 🌹
🕋 নবী মুহাম্মদের মতে যদি কোন স্বামী - স্ত্রী সেক্স করার আগে এই শব্দগুলি উচ্চারণ না করে তবে শয়তান অবশ্যই সেই শিশুর ক্ষতি করবে যা সেই যৌন মিলনের ফলে তৈরি হবে। 🕋
😀আমিনা এবং আবদুল মুত্তালিব মুশরিক ছিলেন এবং তারা কাবার যোনি সদৃশ পাথরকে চুম্মা চাটি এবং স্পর্শ করে উপাসনা করতো তাই তারা ইসলামের এই শব্দগুলি কখনোই উচ্চারণ করেননি, বা জানতো না 😂
🕋 তাই আমিনা এবং আব্দুল মুত্তালিবের ঔরসে জন্মজাত
শিশু মুহাম্মদ শয়তানের একটি বিশস্ত চাকর ছিল। নিচের সহীহ হাদীসটি পড়ুন:-
Sahih al-Bukhari 7396
Narrated Ibn `Abbas:
Allah's Messenger (ﷺ) said, "If anyone of you, when intending to have a sexual relation (sleep) with his wife, says: Bismillah, Allahumma jannibna ashShaitan, wa Jannib ash-Shaitana ma razaqtana, Satan would never harm that child, should it be ordained that they will have one. (Because of that sleep).
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ فَقَالَ بِاسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا. فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرُّهُ شَيْطَانٌ أَبَدًا ".
Reference : Sahih al-Bukhari 7396
In-book reference : Book 97, Hadith 25
@shamsdoha952বাপ দাদার ধর্মে ফিরে আসো, সনাতন ধর্ম গ্রহণ করো
🤣🤣🤣🤣🤣🤣
বাঃ! বেশ মজার ছড়া। মন্ত্রের সংজ্ঞায় যা আসেনা তাকে মন্ত্র না বলে ছড়া বলায় ভালো। এখন এই যে ছড়া টা আমি প্রথমবার শুনলাম সেটা শুনে এইটুকুই বুঝলাম যে, অদ্ভুৎ ছড়া লেখার অভ্যেস বেশ পুরোনো।
প্রণাম নেবে দাদা।🙏
আমি নিজেও অনেক খেয়াল করে দেখেছি পাঁচালী, নিত্যপুজার মন্ত্রের বই ইত্যাদি যেসব বই বহুল ব্যবহৃত তাদের মধ্যে প্রচুর প্রক্ষেপ ঢুকে আছে। প্রণম্য পুরূতমশায়েরা অজ্ঞানতাবশত সেই সব ছড়া কেটেই দিন চালাচ্ছেন। আমরা নিজেরা সংস্কৃতমুখী না হয়ে উঠলে আগামী দিনে প্রক্ষেপ আরও বাড়বে বৈ কমবেনা।
Ei sob ei muslim suarer bacha somrat der opobakkha montro ja Hindu dhormo ke kolusito korar chesta koreychey,
যথার্থ বলেছেন দাদাভাই; খুব উপকৃত হলাম ❤❤
অপপ্রচারের বিরুদ্ধে মানুষকে সজাগ করার লক্ষ্যে আপনার প্রচেষ্টাকে জানাই হার্দিক অভিনন্দন 🙏🏻,,,,,
অনেক ধন্যবাদ
হিন্দু ধর্মে পূজা নিষিদ্ধ। রেফারেন্স সহ প্রমান দিলামঃ
====================================
১. না তাস্তে প্রাতীমা আস্থি ( রীগ বেদ ৩২ অধ্যায় )
অর্থাৎ ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই ।
২. যারা নিজের বিবেক বুদ্ধি হারিয়েছে তাঁরাই মূর্তি পূজা করে ( ভগবৎ গীতা অধ্যায় ৭, ) ।
রেফারেন্স সহ দিলাম ।
৩. হিন্দুরা অনেক দেব দেবির পুজা করলেও হিন্দু ধর্ম গ্রন্থ গুলোতে হিন্দুদের কেবল মাত্র এক জন ইশ্বরের উপাসনা করতে বলা হয়েছে॥
বেদের ‘ব্রহ্ম সুত্র’ তে আছে “একম ব্রহ্মা দ্বৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন” অর্থাৎ ইশ্বর এক তার মত কেউ নেই কেউ নেই সামান্যও নেই । আরও আছে “সে একজন তারই উপাসনা কর” (ঋকবেদ ২;৪৫;১৬)।
“একম এবম অদ্বৈত্তম” অর্থাৎ সে একজন তাঁর মত আর দ্বিতীয় কেউ নেই (ঋকবেদ ১;২;৩) ।
“এক জনেই বিশ্বের প্রভু” (ঋকবেদ ১০;১২১;৩) ।
৪. হিন্দু ধর্মে মূর্তি পুজা করতে নিষেধ করা হয়েছে॥
ভগবত গীতা - অধ্যায় ৭ - স্তব ২০ - [ যাদের বোধশক্তি পার্থিব আকাঙক্ষার মাধ্যমে বিলুপ্ত হয়ে গেছে শুধু তারাই উপদেবতার নিকটে উপাসনা করে। ]
৫. ভগবত গীতা - অধ্যায় ১০ - স্তব ৩ -
[ তারা হচ্ছে বস্তুবাদি লোক ,তারা উপদেবতার উপাসনা করে ,তাই তারা সত্যিকার স্রস্টার উপাসনা করে না।]
৬. যজুর্বেদ - অধ্যায় ৪০- অনুচ্ছেদ ৯ -
[ অন্ধতম প্রভিশান্তি ইয়ে অশম্ভুতি মুপাস্তে - যারা অশম্ভুতির পুজা করে তারা অন্ধকারে নিমজ্জিত হয়। তারা অধিকতর অন্ধকারে পতিত হয় শাম মূর্তির পুজা করে । অশম্ভুতি হল - প্রাকৃতিক বস্তু যেমন- বাতাস,পানি,আগুন । শাম মূর্তি হল - মানুষের তৈরী বস্তু যেমন - চেয়ার ,টেবিল ,মূর্তি ইত্যাদি।]
.
জানি , হিন্দুরা মূর্তি দিয়ে পূজা নিষিদ্ধের এইসব কথা বা রেফারেন্স কখনো মানতে চাইবে না , একটা কথা , যে জেগে জেগে ঘুমায় , তাকে ঘুম থেকে জাগানো খুব কঠিন।
.
মহান রাব্বুল আলামীন আল্লাহ আমাদেরকে সবকিছু যুক্তির সাথে বুঝার তৌফিক দান করুক যাতে আমরা শিরক না করি ।(আমীন)
.
Noted : এখানে আমি কোন প্রকারের hate speech প্রদান করি নাই । কোন ধর্মকেই কটাক্ষ করি নাই । হিন্দু ধর্ম গ্রন্থের রেফারেন্স দিয়েছি মাত্র।
কারন হিন্দু ধর্মে মূর্তি পূজা করতে নিষেধ করা হয়েছে।
.
আমার প্রশ্ন হল এই , যেটা নিষেধ করা হয়েছে , সেটা লক্ষ লক্ষ টাকা খরচ করে , পরিবেশ দূষন করে কেন এই কাজ করবেন ?
জবাব চাই , হিন্দু ধর্মের মানুষের কাছে ।
Durga pujai ki montro phat kren bangla Ortho blen,,, biddar debir ki montro pren bangla Ortho blen
@@SriSibaprosad
ভূল প্রমাণ করার চ্যালেঞ্জ :
সহি মুসলিম; বই ৮, হাদিস নম্বর ৩২৪০:
জাবির বলেছেন: আল্লাহ’র নবী (সা) একদিন এক স্ত্রীলোক দেখে তাঁর স্ত্রী জয়নাবের কাছে এলেন, সে তখন একটা চামড়া পাকা করছিল। তিনি তার সাথে সহবাস করলেন। তারপর তিনি তাঁর সাহাবীদের কাছে গিয়ে বললেন, নারী শয়তানের রূপে আসে যায়। তাই তোমাদের মধ্যে কেউ কোনো নারীকে দেখলে নিজের স্ত্রীর কাছে যাবে, তাতে তার মনের অনুভূতি দুর হবে। [হাদিসটি ‘ইসলামে যৌনতা’ পর্বেও আছে-এখানে সুবিধার জন্যে দেয়া হলো-লেখক] (সূত্র ৩)
🕋 আমাদের অতি প্রিয় নবী মুহাম্মদ ( শিশু ও পুত্রবধূ ধর্ষক) শয়তানের বিশস্ত অনুচর ছিল।🕋
🌹 কারণ তার জৈবিক পিতা-মাতা অর্থাৎ আমিনা এবং আব্দুল মুত্তালিব সেক্স করে মুহাম্মদকে জন্ম দেওয়ার আগে "বিসমিল্লাহ, আল্লাহুম্মা জাননিবনা আশশাইতান, ওয়া জান্নিব আশ-শাইতানা মা রজাকতানা" এই জাদু শব্দগুলি কখনও উচ্চারণ করেননি। 🌹
🕋 নবী মুহাম্মদের মতে যদি কোন স্বামী - স্ত্রী সেক্স করার আগে এই শব্দগুলি উচ্চারণ না করে তবে শয়তান অবশ্যই সেই শিশুর ক্ষতি করবে যা সেই যৌন মিলনের ফলে তৈরি হবে। 🕋
😀আমিনা এবং আবদুল মুত্তালিব মুশরিক ছিলেন এবং তারা কাবার যোনি সদৃশ পাথরকে চুম্মা চাটি এবং স্পর্শ করে উপাসনা করতো তাই তারা ইসলামের এই শব্দগুলি কখনোই উচ্চারণ করেননি, বা জানতো না 😂
🕋 তাই আমিনা এবং আব্দুল মুত্তালিবের ঔরসে জন্মজাত
শিশু মুহাম্মদ শয়তানের একটি বিশস্ত চাকর ছিল। নিচের সহীহ হাদীসটি পড়ুন:-
Sahih al-Bukhari 7396
Narrated Ibn `Abbas:
Allah's Messenger (ﷺ) said, "If anyone of you, when intending to have a sexual relation (sleep) with his wife, says: Bismillah, Allahumma jannibna ashShaitan, wa Jannib ash-Shaitana ma razaqtana, Satan would never harm that child, should it be ordained that they will have one. (Because of that sleep).
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ فَقَالَ بِاسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا. فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرُّهُ شَيْطَانٌ أَبَدًا ".
Reference : Sahih al-Bukhari 7396
In-book reference : Book 97, Hadith 25
হরে কৃষ্ণ❤❤❤দাদা খুব সুন্দর আলোচনা। ❤❤❤
আমি এই প্রথম শুনলাম যে এরকম কোনো মন্ত্র আছে, আমার বাবা ও মা অনেক দিন গত হয়েছে কিন্তু আনকাহি মন্ত্র বলে কিছু আছে এই প্রথম শুনলাম। খুব ভাল লাগল আপনার আলোচনা।ভালো থাকবেন 🙏
আপনার সঙ্গে একমত।
আপনারা নিজেরাই জানেন না মৃত্যুর সময় কি বলতে হয়
@@somisomi9994আমরা ধর্ম ধর্ম করে মরি না তাই ধর্মের খুঁটিনাটি বিষয় নিয়ে মাতামাতি করি না।
@@somisomi9994 আপনাদের অবস্থা দেখেছেন? এখানে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দ্যেশ্যে উনি জ্ঞান বিতরণ করছেন। ভালো লাগল শুনুন। না লাগলে শুনবেন না কিন্তু আমাদের ধর্মের লোকদের গালাগালি দিতে আসবেন না। আপনারা নিজেদের রূপ খুব তাড়াতাড়ি দেখিয়ে দেন। আর তারপর ভিকটিম সেজে বলেন আপনাদের কেনো আমরা বিশ্বাস করিনা। আমরা অন্যদের নিজেদের ধর্মে রূপান্তর করার চেষ্টা করছিনা। এখানে নিজেদের ধর্মের ব্যাপারে আলোচনা হচ্ছে। ভালো লাগলে শুনুন কিন্তু এত আস্পর্ধা দেখবেন না যে আমার ধর্মকে বা ধর্মের মানুষকে কলুষিত করার চেষ্টা করবেন।
বাংলাদেশের আকাশে বাতাসে এই মন্ত্রের কথা শোনা যায়।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসো গুল্লা🙄😐🤣🤣🤣🤣🤣 রসো গুলা🤣🤣🤣
😄@@devil-hf6ft
@@devil-hf6ft Sonaton dharam ta vlo kore research korben 😅tarpor bujhte parben 🤣koto boro vul korchhen 😂
@@dhaksjaj এই আধুনিক যুগে ভবিষ্যতে ওই ধর্ম টিকে থাকবে যেই ধর্ম মানবতা স্বতন্ত্রতা প্রদান করে ও আধুনিক বিজ্ঞানের সাথে চলতে সক্ষম , এ থেকে বোঝা যায় সত্য সনাতন বৈদিক ধর্মই একমাত্র ধর্ম যা কিনা স্বয়ং ঈশ্বর দ্বারা পরিচালিত এই ধর্ম রক্ষা করতে প্রতিটি যুগে স্বয়ং ঈশ্বর অবতার নিয়ে থাকে ইসলামের কোনো স্ট্রং প্রমাণ নেই ইসলাম শুধুমাত্র মুসলিমদের জন্য মানবতা ঝান্ড করে রেখে রাখা হয়েছে ইসলামে
@@devil-hf6ft হিন্দুর বাচ্চারা মানুষ হবে না
নমস্কার দাদা।এ মন্ত্রের কথা আমি কয়েকজনের মুখে শুনেছি। তবে কখনো গুরুত্ব দেইনি।তবে আপনার আলোচনা প্রয়োজনীয় ছিল।ধন্যবাদ।
I'm a Hindu woman of 64 years old from india but living abroad for the last 23 years in the West. I have come across this mantra that Thakur Purahits recite into the ears of the dead. Since that time, I've started to read Koran and learn about Islam.
R u mad!
Learning is essential for everyone even for Muslim about other religious texts
@@Jagadiswar why
Mam , you have chosen the correct way !
You are right mam
অনেক ধন্যবাদ দাদা❤❤❤❤❤❤
একমাত্র সনাতম ধর্মের পথই সঠিক।
apnar kase 1ta prosno, apni ki mone koren quran manus likhase
অতি উত্তম আলোচনা ।সুন্দর কথা ।অনেক অনেক ধন্যবাদ ।আমি আসাম থেকে বলছি লব রাম দেওয়ান ।
সনাতনী হিন্দু সম্প্রদায়ের অন্যতম অপরাধ হলো কোনো ধর্মিয় পুস্তক পাঠ না করা,সুধু কে কি বলল শোনা আর বিভ্রান্ত হোয়া।
একদম ঠিক বলেছেন
আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো আপনি যে ভাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জ্ঞান বিতরণ করছেন কৃতজ্ঞতা প্রকাশ জানানোর ভাষা আমার জানা নেই, আপনি ব্রামভন কুলের মানুষ আপনাকে প্রনাম।
শুধু আপনাদের গ্রস্হ পড়বেন কেন অন্য ধর্মের গ্রন্হ গুলোও পড়ুন।জানা থাকলে তবেই না উত্তর দিতে পারবে।
দাদা আমি আপনার সঙ্গে একমত পোষণ করছি। অন্য ধর্মের কিতাব পড়লে অসুবিধা কোথায়? জানার দরকার আছে।
ঠিক বলেছেন
দাদা ভাই আপনাকে অনেক ধন্যবাদ। কর্মজীবনে আমি উত্তর 24 পরগনা হাড়োয়ায় ছিলাম কিছু দিনের জন্য। সেখানে 99 শতাংশ মুসলমান। সেখানে এক মসজিদ থেকে এক মৌলভী ঘোষণা করেছিল যে হিন্দুদের ধর্মশাস্ত্রে আল্লাহর নাম আছে, মোহাম্মদের নাম আছে। সেখান থেকে শুধু খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় আল্লাহ আছে, কোথায় মোহাম্মদের নাম আছে ।আজকে তার সঠিক উত্তর পেলাম। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। নমস্কার।
হরেকৃষ্ণ।প্রভুভালোথাকবেন।
কেন দাদা সব ভাষার ভিতরে বিদেশি ভাষা মিক্স আছে। আমাদের মুহাম্মাদ (সা) শেষ নবী, আগে ও ইসলাম ছিল তা বিক্রিত হওয়ায় আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন। হজরত আদম প্রথম মানুষ এবং নবী।
আপনি আরো অনেক কিছু জানতে পারবেন কুরআন শরীফ পড়েনএটি আল্লাহর বাণী। মানুষের বানানো বই তো পড়েছেন। পৃথিবীতে জে কাজ করেছেন সামনে জে কাজ করবেন সব কুরআনের ভিতর দেওয়া আছে। আসা করি আলোর পথ খুঁজে পাবেন খুব খিয়াল ☝️
@@sobujdewan2228 apni likhsen mne hoy. Bro. Amr to mne hoy hosse apni manuser sristy dhormo palon koren.akno
কি বলো উওর 24 পরগণায় এতো মুসলমান ও নেই বেশির ভাগ হিন্দু।
সঠিক টা তুলে ধরার জন্য ধন্যবাদ ❤❤❤
[২:২২] আল বাকারা
الَّذي جَعَلَ لَكُمُ الأَرضَ فِراشًا وَالسَّماءَ بِناءً وَأَنزَلَ مِنَ السَّماءِ ماءً فَأَخرَجَ بِهِ مِنَ الثَّمَراتِ رِزقًا لَكُم فَلا تَجعَلوا لِلَّهِ أَندادًا وَأَنتُم تَعلَمونَ
বায়ান ফাউন্ডেশন:
যিনি তোমাদের জন্য যমীনকে করেছেন বিছানা, আসমানকে ছাদ এবং আসমান থেকে নাযিল করেছেন বৃষ্টি। অতঃপর তাঁর মাধ্যমে উৎপন্ন করেছেন ফল-ফলাদি, তোমাদের জন্য রিয্কস্বরূপ। সুতরাং তোমরা জেনে-বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না।
জাযাকাল্লহু খয়রান(আল্লহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন) প্রিয় ভাই। আমিন।
আকাশ ছাদ কেমনে?
বিজ্ঞানীরা তো এটাকে স্পেস / শুন্য স্থান হিসেবে দেখে
আসমান কিভাবে ছাদ হই।জমিন কেমনে বিছানা হই।মানুষ জমিনে ঘুমাই নাকি
@@mdshihabalimullah2352 lol...🤣🤣🤣
Lol..🤣🤣🤣 oder nobi bole prithibi naki soman....😆😂
একটা সঠিক তথ্য তুলে ধরলেন। অনেক অনেক ধন্যবাদ।
ভুল।
@@md.wakibulislam4943 🤣🤣🤣
@@md.wakibulislam4943 😍😍😍
জয় গুরু জয় রাধে জয় গোবিন্দ আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ভাবে ধর্মাবলম্বীদের বুঝিয়ে দেয়
অশেষ ধন্যবাদ প্রিয় ভারতীয় দাদা । এই ধর্মীয় অপব্যাখ্যার উচিত জবাব অনেকদিন ধরে খুঁজতে ছিলাম, আপনার মাধ্যমে তা পেয়ে আমার মনে কনফিউশন দূর হল । এই বিষয়ে বিধর্মীদের আমি উচিত জবাব দিতে পারব । পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার সদা সর্বদা মঙ্গল ও দীর্ঘায়ু করুন ।
🙏
😁
Dada aktu bed ta porun tahole tumi asol baparta bujbe .tomar ganer vandar Khali ache . Thanks
Jay Ma Durga....Jay Ma Kali.... Har Har Mahadev... Jay Ma Lakshmi..... Jay shree Hari Narayan.... Jay Ma Swarsati...
Jay Bramha dev.... Koti koti pranam.....
ইসলাম হচ্ছে পিথিবিতে একমাত্র ধর্ম। যা আল্লাহ পদততো। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে উনিও কয়দিন পর দেখা যাবে। কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে।
কালেমা পড়ে যদি সত্যিই মুসলিম হওয়া যেত তাহলে লিংগ সেদ করে মুসলিম হও কেনো। তোমার আল্লাহ জন্মের সময় লিঙ্গ কেটে পাঠায় না কেনো। হিন্দু হয়ে জন্ম নিয়েছো হিন্দু হয়ে থাকাটা স্বাভাবিক না, শালিক কখনও ময়ূর হতে পারে। Jay Hindu Jay shree Ram
@@krishnadas8986 পিথিবির সকল শিশু মুসলিম হয়ে জন্ম নেয়। পারিবারিক কালচারের কারণে ভিন্ন ধর্ম অনুসরণ করে। আর কালেমা পড়েই মুসলিম হতে হয়।লিংগ কাটা সুন্নাত ভালো বাবে জেনে নিবেন।
@@mdmamunmbmamun5626 এটা তোমার ভুল ধারণা।
@@krishnadas8986 ভুল ধারনা না দাদা হিন্দুদের মধ্যে যারা মুসলিম হয়েছে তার মধ্যে বেশি ভাগই ব্রাহ্মন এর কারন হল সত্যি টা তারা জানে তাই সেটাই তারা গ্রহন করে।
@@krishnadas8986 tomar vul dharona
নমস্কার মহারাজ আমি এক নরাধাম বেক্তির কাছে এই রকম একটি প্রশ্নের সম্মুখীন হয়েছি। তাকে এমন উওর আমি দিয়ে গিয়েছিলাম কিন্তু সেই উওর শুনে সে দূরত্বে ভাবে চলে গেছে। নমস্কার
ধন্যবাদ দাদা, আপনার মঙ্গল কামনা করি, এভাবে আমাদেরকে ভালো ভালো জ্ঞান দিয়ে যাবেন।
Jode o apnader mirtur somoy amader muhammad Rasul ullah sallallahu alaihewa sallam er naam newa hoy tobeh amader kuno somossa nai apnader eccha
Ami kuno dhormo k chuto mone korina apnader dhormo niyei apnader gourab r amader dhormo niyeh amader gourab shusto takun shobai balo takun shobai duwa o ashirbaad roilo shobar jonno
মরুর বুকে ছিলো একটি গোলাপ 🌹
সেই গোলাপ হলো
আমাদের সকলের প্রিয় ❤️❤️
হযরত মোহাম্মদ (সাঃ) ❣️❣️
Pagol cilo
Tui hajart mahmmd nie thak. Tabe hindu dharmer madhye toder Allah dhokas kano. Jadi man chay hindu hoe ja, ato cenali karat darkar ki
নবী কোনো ভালো কাজ করেছে জীবনে আমাকে দেখাতে পারবেন
নবীর সময় থেকে যে রক্তপাত শুরু হয়েছিল ইসলাম ধর্মে সেই রক্তপাত আজও অব্যাহত। রক্তপাত থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে তার পথ তো ইসলাম আজও খুঁজে পেল না। নিজেরাই নিজেদেরকে হত্যা করছে। প্রথম চারজন খলিফা কে হত্যা করা হয়েছে, আরও অসংখ্য ব্যক্তি ধর্মীয় কারণে নিহত হয়েছে। নৃশংসতা কোন ধর্মের ভিত্তি হতে পারে না। বিবেক, মনুষ্যত্ব দিয়ে তো ধর্মটাকে বিচার করলেন না, শুধুই অন্ধ বিশ্বাস।
মরুর বুকে ছিল এক শুয়োর যে ৬ বছরের বাচ্চাকে রেপ করেছে পুত্রবধূকে রেপ করেছে শালা কুকুর মেরে মেরে বেড়াতো লুটপাট করতো দাসীদের লাগাতো
সবাই কে সচেতন থাকতে হবে বিধর্মীরা অনেক কিছু করতেছে
খুব সুন্দর তথ্য মুলক আলোচনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৷৷৷ জয় শ্রীকৃষ্ণ।।।
হরে কৃষ্ণ
অনেক অনেক ভালো লাগজে দাদা, আপনার সব ভিডিও এই অনেক ভালো হয়,আর আমারো অনেক ভালো লাগে
নমস্কার দাদা, ধন্যবাদ আপনাকে এইসব তথ্য প্রকাশ করার জন্য।
- পৌঁছে দাও কালেমার দাওয়াত!🌸🌺
🌸 لَا اِلَهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْلُ الله(ﷺ)__🥰🌺
- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)-🥰🌸
Kuor frog 🐸 well frog
নবি শুয়োরের বাচ্চা
লা ইলাহা ইল্লাল্লাহু বিশ্বাস করে সেই আল্লাহর উদ্দেশ্যে আল্লাহু আকবর বলা মুমিনীয় অজ্ঞতার পরিচায়ক ও শির্ক করা।
'আল্লাহু আকবর' এর অর্থ 'আল্লাহ সর্বশ্রেষ্ঠ'।একের মধ্যে কেউ কখনো সর্বশ্রেষ্ঠ হতে পারেনা, 'সর্ব' বা অনেকের মধ্যেই যে শ্রেষ্ঠ তাকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়। অর্থাৎ আল্লাহু আকবর তাকবীরের অর্থ সকল উপাস্যের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ। একাধিক উপাসের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ বলাটাইতো শির্ক।
লা ইলাহা ইল্লাল্লাহুর আল্লাহ সাত আসমানের উপরে আরশে বসে থাকা ইসলামের আল্লাহ। অন্যদিকে "আল্লাহু আকবর' এর আল্লাহ কাবাঘরে থাকা কাফের-মুশরিকদের উপাস্য মূর্তি আল্লাহ, যে আল্লাহ বর্তমান কোরআনের ৫৩:১৯-২২ আয়াতে উল্লেখ থাকা লাত, ওযযা ও মানাতের পিতা আল্লাহ।
তোমার দাওয়াত তোমার কাছে শেয়ার করুন
Duchmad এর মত নিজের পালিত ছেলের বিবি কে nikha কর আর নিজের মেয়েকে নিজের চাচার ছেলের সাথে nikha দে
নমস্কার দাদা ভালো আছেন দাদা পরম ঈশ্বরের অনেক আপনার উপর আমাদের একজন পথপ্রদর্শক দরকার যিনি ভুলা এবং ঠিক পার্থক্য করে দেখাবেন দাদা এগিয়ে যান পরমেশ্বর অনেক কৃপা করুক আপনার উপরে দাদা অনেক কিছু বলার ছিল কিন্তু এভাবে তো সম্ভব হবে না ভালো থাকবেন ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে বলছিলাম প্রণব বিশ্বাস
ধন্যবাদ, এমন সুন্দর আলোচনার জন্য, যাতে কি -না মানুষের ভুল ভেঙে সত্যিটা উন্মোচিত হয়েছে।
আল্লাহ হিন্দুদের বাঁচাও
ইসলাম টিকে আছে মিথ্যার উপর। অনলাইনে সব পুস্তক পাওয়া যায়। আলেমদের মিথ্যা আবেগী ভাষন শুনতে শুনতে মুসলিম জাতি মিথ্যাকেও সত্য মনে করে।
স্বয়ং তিনিই হিন্দুদের বাঁচিয়ে রেখেছেন। যেমন রেখেছেন আর বাকি মতবাদীদেরকেও
হে ইশ্বর মুসলিম দের সু বুদ্ধি দাও
ধর্ষক বর্বর শিশু কামি মুরুভূমীর ডাকাত হযরত নবী মুহাম্মাদের গাঁড়ের বাল। 😂😂😂😂😂
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
কালিমার দাওয়াত দিয়ে গেলাম
জাহান্নাম বা চীর-নরকে প্রবেশের থেকে বাচতে চাইলে ইসলাম কবুল করে নাও, কোরআন অর্থসহ পাঠ করলে আরও জানতে পারবে
তুমি ভীতি নামক জাহান্নামের আগুনে ইতিমধ্য জ্বলতেই আছো😊😊😊
😂😂😂😂😂
আমরা চির নরকে গেলে কার কী সমস্যা?
সত্য তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনার দীর্ঘয়ু কামনা করি ❤🙏🚩জয় শ্রী রাম ❤🙏🚩
উপকৃত হলাম 🙏🌼
Proud to SANATANI .JAY SHREE RAM 🚩🚩 JAY DADA PARSURAM 🚩🚩 JAY BAJRANGBALI 🚩🚩 HAR HAR MAHADEV 🚩🚩
ধন্যবাদ জানাই আপনাকে এই গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করার জন্য
খুব সুন্দর। জয় শ্রী কৃষ্ণ।
Mashallah, Onek sundor hoise
অমনং জগত গুরু রূপনমং মুহাম্মদং।।। গুরু দের শ্রেষ্ঠ গুরু হোলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অনু:স্বর যুক্ত করলেই সংস্কৃত হয়ে যায়না। আগে সংস্কৃত শিখুন, তারপর মন্ত্র রচনা করবেন
গুরুর শ্রেষ্ট গরু হলো মহাম্মদ। যেছিল একটা অসুর।
Yes, Muhammad SA is final Massanger.
মোল্ল্যা মিথ্যা কে ঢাকতে অার কত কি করবেন ভাই।ভবিষ্য পূরাণে লেখা অাছে অাপনাদের নবী পিচাশ দৈত্যরাজ। সত্য প্রকাশ করলে ইসলাম ত্যাগ করতে বাধ্য হবেন।পরে মোল্ল্যা মুমিনরা অাপনার ঘাঁড়ে কল্লা রাখবে না।বস্তার মুখ খুলেন না ভাই
@@SriSibaprosad surah Baqarah ayat- 23to24 (quran)
ভিডিওটি অসাধারণ লাগল।দাদা আপনার মাধ্যমে অনেক তথ্য বহুল তথ্য জানতে পারলাম। ধন্যবাদ দাদা। আপনাকে।
•আল্লাহ তায়ালা সঠিক হিদায়াতের পথে চলার তৌফিক দান করুন আমীন,👈🏿👆
Apni age tik pothe cholun vai. Apni to wrong
ভাক
মুসলিমদের কোরআনের অর্থ কারো কাছে গোপন করি হয় নি কারণ এটা সত্য পথে পরিচালিত করে । তথাপি হিন্দুদের ধর্ম সবার জন্য পাঠ নিষিদ্ধ কেন ।হিন্দুদের সকলকে হিন্দু ধর্ম জানা উচিত
মহমোইদার আয়েশা তোমাকে হেডায়েত দিক ।মহমোইদার বিবিদের কাছেই নামাজ ঠেলা খোর আল্লা আছে ।আয়িচা তোমাকে হেডায়েত দান করুক আল্লা দর্শন করাক ।
ইসলামের দাওয়াত! লজ্জা বলে কোনো কিছু নেই?
ভিডিওটি অতুলনীয়।।❤❤❤ ।।অনেক ভালো থাকার শুভেচ্ছা রইল বাবা।।
🙏🙏🙏
ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখেন।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদের সকলকেই ঈশ্বর সঠিক পথে চলবার রাস্তা দেখান, এবং ভালো রাখুন। ধন্যবাদ।
আরে আবাল তোরা তো হলি আল্লাহর অভিশপ্ত জাতি। তোদের আল্লাই তোদের বেহেশতে হতে বিতারিত করছে।
নড়াইলের হামলার বিচার চাই।
মন গড়া তোর ধর্ম।
তুই নিজেই জানিস না তোর আল্লাহ কে? জীবনে দেখেছিস? সাইন্টিক প্রমাণ মারাচ্ছিস আাবার। আবার এটাও চ্যালেন্জ করে বলছিস যে কোরানের কেউ ভুল প্রমাণ করে দেখাতে?
তুই জানিস ও না তোর আল্লাহ কেমন?
যাকে চিনিস না জানিস না ওই ধর্মকে কে মানবে?
পারলে এইটা প্রমাণ করে দেখা তোর আল্লাহ দেখতে কেমন ছিল?
আর যদি না পারিস তাহলে বুঝবো তোদের কোরান, আল্লাহ সব ভুল।
যাকে আমি চিনি তাকে মানবো কেনো??
তোকে উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করছি-
তুই যখন বিয়ে করবি তোর বউ/ ওই মেয়েকে না দেখেই বিয়ে করবি?- অবশ্যই দেখে / জেনে শোনে বিয়ে করবি।
আর যদি না দেখে বিয়ে করিস তাহলে তুই বুঝবি কি করে এইটাই তোর বউ😂🤣🤣
-😂প্রমাণ করে দিয়েছি তোর ধর্ম মন গড়া ধর্ম
সুতরাং তোর ধর্ম কেউ আসবে না।
আর যারা তোর ধর্মে আছে তারা এই দুনিয়ার সবচেয়ে মূর্খ এবং বলদ।
নমস্কার দাদা ভালো আছেন দাদা পরম ঈশ্বরের অনেক আপনার উপর আমাদের একজন পথপ্রদর্শক দরকার যিনি ভুলা এবং ঠিক পার্থক্য করে দেখাবেন দাদা এগিয়ে যান পরমেশ্বর অনেক কৃপা করুক আপনার উপরে দাদা অনেক কিছু বলার ছিল কিন্তু এভাবে তো সম্ভব হবে না ভালো থাকবেন ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে বলছিলাম প্রণব বিশ্বাস
দাদা দারুণ ভালোলাগলো ❤❤❤ দাদা আমার মাথায় জোট পড়েছে । আমায় সবাই বলছে কাটা যাবেনা আপনি যদি এই বিষয়ে একটি ভিডিও তৈরী করেন খুব উপকার হয়❤❤❤ হিন্দু মতে এই নিয়ে ইউটিউব এ কোনো ভিডিও নাই....!!!
আপনার মন্ত্রপাঠ বড়ই সুন্দর 🙏
অনেক অনেক ধন্যবাদ
এগিয়ে যান দাদা সনাতন ধৰ্মর কল্যাণএ
দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আপনার প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করার জন্য 'আমি একটা অনুরোধ করতেছি আপনাকে যে শ্লোক গুলো আপনি মুখস্থ বলেন এই শ্লোক গুলো যদি স্ক্রিনে দেখা যেত তাহলে আমরা খুব উপকৃত হতাম
নমষ্কার দাদা,,,বইয়ের নাম,, অধ্যায়,, শ্লোক সংখ্যা তুলে ধরার অনুরোধ রইল।
আমরা মুসলিম হিসেবে গর্বিত ❤❤❤❤❤❤❤❤
মুসলিম রা জঙ্গি
@AdityaDas-f7t
ar hindhu ra magi
Muslim ra sobche vallo
Ami Muslim hoye gorbito.
Alhamdulillah
@AdityaDas-f7t ar hindhu ra magi
আপনাদের মতন জ্ঞানীগুণীদের জন্য সরকারের কাছে অনুরোধ রাখবো উপযুক্ত সম্মান যাতে আপনারা পান সেটার যেন ব্যবস্থা করেন।
🕋 আমাদের অতি প্রিয় নবী মুহাম্মদ ( শিশু ও পুত্রবধূ ধর্ষক) শয়তানের বিশস্ত অনুচর ছিল।🕋
🌹 কারণ তার জৈবিক পিতা-মাতা অর্থাৎ আমিনা এবং আব্দুল মুত্তালিব সেক্স করে মুহাম্মদকে জন্ম দেওয়ার আগে "বিসমিল্লাহ, আল্লাহুম্মা জাননিবনা আশশাইতান, ওয়া জান্নিব আশ-শাইতানা মা রজাকতানা" এই জাদু শব্দগুলি কখনও উচ্চারণ করেননি। 🌹
🕋 নবী মুহাম্মদের মতে যদি কোন স্বামী - স্ত্রী সেক্স করার আগে এই শব্দগুলি উচ্চারণ না করে তবে শয়তান অবশ্যই সেই শিশুর ক্ষতি করবে যা সেই যৌন মিলনের ফলে তৈরি হবে। 🕋
😀আমিনা এবং আবদুল মুত্তালিব মুশরিক ছিলেন এবং তারা কাবার যোনি সদৃশ পাথরকে চুম্মা চাটি এবং স্পর্শ করে উপাসনা করতো তাই তারা ইসলামের এই শব্দগুলি কখনোই উচ্চারণ করেননি, বা জানতো না 😂
🕋 তাই আমিনা এবং আব্দুল মুত্তালিবের ঔরসে জন্মজাত
শিশু মুহাম্মদ শয়তানের একটি বিশস্ত চাকর ছিল। নিচের সহীহ হাদীসটি পড়ুন:-
Sahih al-Bukhari 7396
Narrated Ibn `Abbas:
Allah's Messenger (ﷺ) said, "If anyone of you, when intending to have a sexual relation (sleep) with his wife, says: Bismillah, Allahumma jannibna ashShaitan, wa Jannib ash-Shaitana ma razaqtana, Satan would never harm that child, should it be ordained that they will have one. (Because of that sleep).
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ فَقَالَ بِاسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا. فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرُّهُ شَيْطَانٌ أَبَدًا ".
Reference : Sahih al-Bukhari 7396
In-book reference : Book 97, Hadith 25
সনাতনই শ্রেষ্ঠ,
সনাতনই সত্য,
সনাতনই আদি।।
সূরা ৯৮. আল-বায়্যিনাহ
আয়াত নং ৬
اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ اَهۡلِ الۡکِتٰبِ وَ الۡمُشۡرِکِیۡنَ فِیۡ نَارِ جَهَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡهَا ؕ اُولٰٓئِکَ هُمۡ شَرُّ الۡبَرِیَّۃِ ؕ﴿۶﴾
অনুবাদঃ
নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরী করেছে ও মুশরিকরা, জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে। ওরাই হল নিকৃষ্ট সৃষ্টি। -(আল-বায়ান)
কিতাবধারীদের মধ্যে যারা কুফুরী করে তারা আর মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। এরাই সৃষ্টির অধম। -(তাইসিরুল)
কিতাবীদের মধ্যে যারা কুফরী করে তারা এবং মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে; তারাই সৃষ্টির অধম। -(মুজিবুর রহমান)
www.hadithbd.com/quran/link/?id=6136
ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রনিতাম।
ধর্ম স্বয়ং ভগবান হতে প্রবর্তিত
আর কৃষ্ণয় হচ্ছে পরমেশ্বর
এসব হুমকি ও ঘৃণা ছড়ানো কেবল মুসলিমদের পক্ষেই সম্ভব।
তাহলে হিন্দু ধর্ম শাস্ত্র নিয়ে কারসিট করেছে সবচেয়ে বেশি মুঘলরা ভারতবর্ষে শাসনকালে, তাহলে বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান আওরঙ্গজে ব এরা সবাই জাহান্নামের আগুনে জ্বলবে সাথে জাকির নায়েক
@@kangtheconqueror8784 কী বলবেন বলুন যাদের ধর্মে তৈরী হয়েছে পরীদের থেকে 😂 এরাতো জানেই না যে পরী হচ্ছেন একটা মধ্য-নিম্ন প্রকরের জীব এদের উপরেও কত জীব আছে যেমন গন্ধর্ব, অপ্সরা ইত্যাদি।
আমার তো মনে হয় মহম্মদ কোন খারাপ মরুভূমির পরির পাল্লায় পড়েছিল 😂
বলছি আললার তো পোদ নেই তাহলে কীভাবে সে সাত আসমানের ওপরে থাকে নাকি চেয়ারে বসে আছে তাহলে তার তো পোদ নেই কীভাবে সে থাকে ।।
আপনার বোঝানোর স্টাইল খুব ভালো।
আপনাকে সত্য প্রকাশ জন্য অসংখ্য ধন্যবাদ
হিন্দু ধর্মে পূজা নিষিদ্ধ। রেফারেন্স সহ প্রমান দিলামঃ
====================================
১. না তাস্তে প্রাতীমা আস্থি ( রীগ বেদ ৩২ অধ্যায় )
অর্থাৎ ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই ।
২. যারা নিজের বিবেক বুদ্ধি হারিয়েছে তাঁরাই মূর্তি পূজা করে ( ভগবৎ গীতা অধ্যায় ৭, ) ।
রেফারেন্স সহ দিলাম ।
৩. হিন্দুরা অনেক দেব দেবির পুজা করলেও হিন্দু ধর্ম গ্রন্থ গুলোতে হিন্দুদের কেবল মাত্র এক জন ইশ্বরের উপাসনা করতে বলা হয়েছে॥
বেদের ‘ব্রহ্ম সুত্র’ তে আছে “একম ব্রহ্মা দ্বৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন” অর্থাৎ ইশ্বর এক তার মত কেউ নেই কেউ নেই সামান্যও নেই । আরও আছে “সে একজন তারই উপাসনা কর” (ঋকবেদ ২;৪৫;১৬)।
“একম এবম অদ্বৈত্তম” অর্থাৎ সে একজন তাঁর মত আর দ্বিতীয় কেউ নেই (ঋকবেদ ১;২;৩) ।
“এক জনেই বিশ্বের প্রভু” (ঋকবেদ ১০;১২১;৩) ।
৪. হিন্দু ধর্মে মূর্তি পুজা করতে নিষেধ করা হয়েছে॥
ভগবত গীতা - অধ্যায় ৭ - স্তব ২০ - [ যাদের বোধশক্তি পার্থিব আকাঙক্ষার মাধ্যমে বিলুপ্ত হয়ে গেছে শুধু তারাই উপদেবতার নিকটে উপাসনা করে। ]
৫. ভগবত গীতা - অধ্যায় ১০ - স্তব ৩ -
[ তারা হচ্ছে বস্তুবাদি লোক ,তারা উপদেবতার উপাসনা করে ,তাই তারা সত্যিকার স্রস্টার উপাসনা করে না।]
৬. যজুর্বেদ - অধ্যায় ৪০- অনুচ্ছেদ ৯ -
[ অন্ধতম প্রভিশান্তি ইয়ে অশম্ভুতি মুপাস্তে - যারা অশম্ভুতির পুজা করে তারা অন্ধকারে নিমজ্জিত হয়। তারা অধিকতর অন্ধকারে পতিত হয় শাম মূর্তির পুজা করে । অশম্ভুতি হল - প্রাকৃতিক বস্তু যেমন- বাতাস,পানি,আগুন । শাম মূর্তি হল - মানুষের তৈরী বস্তু যেমন - চেয়ার ,টেবিল ,মূর্তি ইত্যাদি।]
.
জানি , হিন্দুরা মূর্তি দিয়ে পূজা নিষিদ্ধের এইসব কথা বা রেফারেন্স কখনো মানতে চাইবে না , একটা কথা , যে জেগে জেগে ঘুমায় , তাকে ঘুম থেকে জাগানো খুব কঠিন।
.
মহান রাব্বুল আলামীন আল্লাহ আমাদেরকে সবকিছু যুক্তির সাথে বুঝার তৌফিক দান করুক যাতে আমরা শিরক না করি ।(আমীন)
.
Noted : এখানে আমি কোন প্রকারের hate speech প্রদান করি নাই । কোন ধর্মকেই কটাক্ষ করি নাই । হিন্দু ধর্ম গ্রন্থের রেফারেন্স দিয়েছি মাত্র।
কারন হিন্দু ধর্মে মূর্তি পূজা করতে নিষেধ করা হয়েছে।
.
আমার প্রশ্ন হল এই , যেটা নিষেধ করা হয়েছে , সেটা লক্ষ লক্ষ টাকা খরচ করে , পরিবেশ দূষন করে কেন এই কাজ করবেন ?
জবাব চাই , হিন্দু ধর্মের মানুষের কাছে ।
Hari krisna hari krisna krisna krisna hari hari hari ramo hari ramo ramo ramo hari hari
Allahu Akbar Sir Jindabad Wow
আসসালামু আলাইকুম ভাই আপনার মাথায় আল্লাহ তায়ালা অনেক জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটা ইসলাম ধর্মের পিছে ব্যয় করুন তা না হলে সব বৃথা যাবে হিন্দু ধর্মের বিষয়ে অনেক কিছুই জানেন আপনি এবং ইসলাম ধর্ম রিচার্জ করেন এটা অনুরোধ রইল আপনার কাছে
😂😂😂
আপনারা হিন্দুদের নামে মিথ্যা বলা ছেড়ে নিজের ইসলাম ধর্ম নিয়ে রিসার্স করেন। দেখবেন সব হাওয়া
সনাতন ধর্ম কে টিকিয়ে রাখার জন্য আপনার মতো দেবদূত খুব ই প্রয়োজন। আপনার প্রচেষ্টা চালিয়ে জান।
(১৬৩) আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য (আল্লাহ)। তিনি ব্যতীত আর কোন (সত্যিকার) উপাস্য নেই, তিনি চরম করুণাময়, পরম দয়ালু।
😁😁😁
দাদা, আপনি এভাবে প্রমাণসহ দেখালেন এটা ভালো। সনাতন ধর্মগ্রন্থগুলোর মোট ১৪ স্থানে উল্লেখ করা আছে মোহাম্মদ (সা:) এর আগমনের কথা এবং তাকে অনুসরণের নির্দেশনা। এটা একজন সনাতন ধর্মীয় ভাইয়ের (প্রাক্তন) প্রকাশ্য বক্তৃতায় শুনেছিলাম। এ ব্যপারে আপনার জানাশোনা থাকলে বলুন।
Tik Krishna bolatkar korse tulshi devi ke arokom sonaton dhorma dorkar na
Barmam apne beti sorosoti ke Sadi korse ar sex korse 😂😂😂
সবাইকে অনুরোধ করব , না সনাতন ,না ইসলাম , বৌদ্ধ বা খৃষ্টান, যে কোন পন্থার সম্পর্কে বিভ্রান্তি ছড়াবেন না। অথবা অন্যের প্ররোচনাতে কান না দিয়ে নিজেরা অনুসন্ধান করে নিজের সন্দেহের নিরসন করুন। ধর্মীয় কুশিক্ষা থেকে এই ধরনের অপপ্রচারের সৃষ্টি , আর অশিক্ষার জগতেই এর বৃদ্ধি।
সকল মানুষের সুমতি কামনা করি।
ওঁ স্বস্তি।।
জয় গীতা প্রনাম খুব ভাল কথা বলেছেন
যার যার ধর্ম তার কাছে মহান এবং পালনীয়।এই অনুচিত কথাবার্তা বলে গুজব বা বিতর্ক তৈরী করা ঠিক নয় । স্বধর্মে নিধনঃ শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ।
মানুষ বিভ্রান্তি ছড়ায় ,এরা সমাজের অশুভ লোক প্রত্যেক ধর্মের মানুষের মধ্যে এমন লোক ছিল ,আছে,থাকবে যারা নিজের ধর্মকে একমাত্র প্রাধান্য দেয়,,,,এদের থেকে সাবধান থাকা উচিত,,,,
সনাতনধর্ম কি? সনাতনী শব্দের অর্থ কি? সনাতন ধর্ম কিভাবে সৃষ্টি হলো? সনাতন ধর্মের বয়স কতো?
বলেন আপনি জানেন না।গুগলে কেন চার্চ করব ভাই? তাহলে আমি আপনাকে প্রশ্ন করলাম কেন?
@@ShabooShaboo-wd3sz DHARMA shabdho Vedic Sanskirt language. Diri. Datu. Take. DHARMA shabdho. Utpothi. Videc
MUNI. RISHI ra. Bolchen. DHARMA shabdho. Ti. Akhorik
Artho----. Dharon. Kara. Sanga
Anuje. CHETAN SHIL. PARANIR
JANMOLAGNO. Dharon. Kara
CHATONA. SURTI. NITHI. AR
RITHI er Madhyeme. PRONOTI.
Pae. Thai. DHRAMO. AR. AE. DHARMA. Prokasito. Hoe. KARMER. Madhyeme. ( AE. Karmo
Yoga. Holo. Sri. M B. GITA r. Mul. BANI. ). Je. Hatu. Dharmer. Sanga
Anjae. Anno. Kono. Matobad. Paoa
Jae. NA. Thai. SANATAN/ chironton. DHARMA. Hisabe
Dhara. Jate. Pare.
( Sankhipto vabe Bala HOLO )
Tabe. ROOT of. Hindujim. Ke. Amra
Shikar. Kori. Buddiest. Shik. Join
Apni to oshuvo manus
Really u are a genious I am very satisfied for your speach
ইসলাম ধর্ম এমন এক ধর্ম যার মাঝে রয়েছে সব সমস্যার সমাধান পৃথিবীতে আর কোন ধর্ম নাই যার মধ্যে সব সমস্যার সমাধান রয়েছে চ্যালেঞ্জ।
@sreebas kumar পারলে শক্ত কিছু দিয়ে প্রমাণ করেন আপনাদের ইসলাম ধর্ম সত্য আল্লাহ নাই পারলে প্রমাণ করে দেখান সব জায়গায় তো আল্লাহ তায়ালার কারিশমা চলতেছে অস্বীকার করেন কিভাবে?
নাস্তিকদের সাথে কথা বলে তো কোন লাভ নাই এরা হলো তো পাগল অন্ধ।
তো আমি অন্ধ কে কিভাবে পথ দেখাবো চোখ না থাকলে কি দেখানো যায়?
মন গড়া তোর ধর্ম।
তুই নিজেই জানিস না তোর আল্লাহ কে? জীবনে দেখেছিস? সাইন্টিক প্রমাণ মারাচ্ছিস আাবার। আবার এটাও চ্যালেন্জ করে বলছিস যে কোরানের কেউ ভুল প্রমাণ করে দেখাতে?
তুই জানিস ও না তোর আল্লাহ কেমন?
যাকে চিনিস না জানিস না ওই ধর্মকে কে মানবে?
পারলে এইটা প্রমাণ করে দেখা তোর আল্লাহ দেখতে কেমন ছিল?
আর যদি না পারিস তাহলে বুঝবো তোদের কোরান, আল্লাহ সব ভুল।
যাকে আমি চিনি তাকে মানবো কেনো??
তোকে উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করছি-
তুই যখন বিয়ে করবি তোর বউ/ ওই মেয়েকে না দেখেই বিয়ে করবি?- অবশ্যই দেখে / জেনে শোনে বিয়ে করবি।
আর যদি না দেখে বিয়ে করিস তাহলে তুই বুঝবি কি করে এইটাই তোর বউ😂🤣🤣
-😂প্রমাণ করে দিয়েছি তোর ধর্ম মন গড়া ধর্ম
সুতরাং তোর ধর্ম কেউ আসবে না।
আর যারা তোর ধর্মে আছে তারা এই দুনিয়ার সবচেয়ে মূর্খ এবং বলদ।
@sreebas kumar তোমাকে চ্যালেঞ্জ করলাম, দুর্গা-কালী-সরস্বতী-লক্ষী এগুলা হিন্দুদের মা। এটা প্রমাণ করে দেখা। গরু হিন্দুদের মা। এটাও প্রমাণ করে দেখা। নিজের নাম পাল্টে ফেলবো তুই প্রমাণ করতে পারলে।।
@sreebas kumar তোর সোনাতনী মালু ধর্ম কোন ধর্মই নয়। শুধুই মূর্তিকে সাজিয়ে পূজা করা, আবার মূর্তির পাছায় ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া। ফালতু কিছু অন্ধ বিশ্বাস। যেমন গরু নাকি মালুদের আম্মু হয়। অথচ গরু একটা প্রাণী যে গোবর ত্যাগ করে। মালুরা সেই গোবর খেয়ে বেঁচে থাকে।
@sreebas kumar তুই পাগল হয়েছিস দেখে সবাই পাগল নাকি? তোর গীতা আর বেদের কোথায় লেখা আছে মূর্তি বানিয়ে পূজা করার কথা? মূর্তিকে আম্মু ডাকার কথা??
নমস্কার দাদা,,
যদি ফেইসবুকে একটা পেইজ খুলে এইভাবে সবাইকে জানার সুযোগ করতেন তাহলে আরও অনেক ভালো হতো। ❤
ধন্যবাদ। খুব প্রয়োজন ছিল এমন একটা ভিডিও র।ঈশ্বর আপনার মঙ্গল করুক।
(১৬৩) আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য (আল্লাহ)। তিনি ব্যতীত আর কোন (সত্যিকার) উপাস্য নেই, [1] তিনি চরম করুণাময়, পরম দয়ালু।
সব হিন্দু ভাইদের কিতাব পড়া উচিৎ তাহলে
ইসলামি মন্ত্র: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।
Om. Gazipur Dhaka r
সনাতন মহামন্ত্র: ও৩ম্ ভুঃ ভুব স্ব্য তাত্ সাবিতুর্ বারেণ্যম্ ভ্যর্গো দেবস্য ধী মহি ধী য়ো য়ো নাহ্ প্রাচোদায়াত্
শুভ কামনা রইল আপনার জন্য অজানা অনেক কথাই জানতে পারি আপনার মাধ্যমে
এগোলো হয়েছে আকবর বাদশার আমলে তার দীন ইলাইহি ধর্ম প্রচার করার জন্য
মিলে গেল কাফিরুন সুরা যা আল্লাহ বলেছিলেন,,,,
👍
ইসলাম টিকে আছে মিথ্যার উপর।
@@weloveentertainment4124 আল্লার মুত খা 🤣🤣🤣🤣🤣
অসাধারণ আলোচনা।
Hare Krishna 🙏🙏
খুব সুন্দর ও সত্য বলেছেন 🙏🙏🙏
Ebisoe khub sundor vbe bakhya korlen dada amnake kurnish
অনেক সুন্দর আলোচনা। ধন্যবাদ।
দাদা অনেক ভালো লাগছে আমার
অনেক সুন্দর আলোচনা নমস্কার
জীবিত কালে যে মন্ত্র কোন কাজে লাগেনা মৃত্যু হলে প্রাণহীন দেহে কেন এ উদ্ভট কথা কানে বলতে হবে?
@@bhupalkantidatta781 ota just parthana kora hoi...montro = parthana
যতই লুকাবে তোমার ধর্মের বানী,
সত্য উদ্ভাসিত করবে কোরআন জানি।
কমেণ্ট করার জন্য অনেক ধন্যবাদ
আমাদের মহা নবী ( সা) এর জীবন কোনো পাপ ছিলো না❤সবাই বলো আলহামদুলিল্লাহ 😊
@@BcvjhffHdcbhfcg মহমম্দ সব চেয়ে বড়ো শয়তান পৃথীবির
@@BcvjhffHdcbhfcg luchha chilo
@AdityaDas-f7t Mhuhammad na Mhumaad sallahu alahi wasallam bolbi.
Ar uni prithibir sobche vallo manush silen. Jotodin beche silen akbar mittha kotha bolen ni,kau re gali den nai,kono kharap kaj kore nai.
Sob somoi valo kaj e korse
Atoab tini sobche valo manush tar moton valo manush akhon prithibite nai.
Ar sri kisno sobche boro soitan prithibir.
Hindhu manei magir
Magir sonaton dhormo
@AdityaDas-f7t sri kisno prithibir sobche boro soitan magi
নমস্কার ধন্যবাদ দাদা শুভকামনা রইল দাদা এগিয়ে জান 🥰🥰🥰
এটাই দরকার ছিল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আজ কিছু মুল্লারা এই মন্ত্র শুনেছে কিনা সেটা আমি জানি না, যদি শুনে থাকে তাহলে আজকের পর থেকে আর কোনোদিন অপচার করার আগে শতবার ভাবতে বাধ্য হবে। জয় সনাতনী।
কেন দাদা সব ভাষার ভিতরে বিদেশি ভাষা মিক্স আছে। আমাদের মুহাম্মাদ (সা) শেষ নবী, আগে ও ইসলাম ছিল তা বিক্রিত হওয়ায় আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন। হজরত আদম প্রথম মানুষ এবং নবী।
ইসলাম হলো শান্তির ধর্ম জয় হোক ইসলামের আল্লাহু আকবার
@@ALMAMUN-pb4yi তোমার ইসলাম ধর্ম মারামারি, কাটা কাটি, খুন খারাবি, মহিলাদের মান ইজ্জত হরণ করা, মানুষের ঘর বাড়ি জ্বালানো, এটাই তোমাদের শান্তির ধর্ম তাইতো, তুমি ঠিক বলেছো ভাই, এটাই হচ্ছে ইসলামের শান্তির ধর্ম। একবার ভেবে দেখতো তোমাদের মুসলমানদের দ্বারা কত কিছু ঘটতে চলেছে, আর আমাদের হিন্দুদের দিয়ে কিছু অঘটন ঘটিয়েছে কী? ভাই কোন ধর্ম শান্তির ধর্ম এবার বুঝতে পারলে।
@@shahadatabir7888 ইসলাম হলো মুহাম্মাদের বানানো। ইসলাম একটা হিংস্র ধর্ম তাই মুসলিমরা বিভিন্ন জায়গায় হামলা করে
অনেক হিন্দু ভাইয়েরা তার বাবা মা ভাই বোন দাদা দাদি মারা যাবার পরে মন্ত্র শুনেছে আর ইসলাম ধর্ম গ্রহণ ও করেছে কারন সঠিক আর ভুল পার্থক্য করার মতো সাহস আর বিবেক দিয়ে তাই তারা আলো খুজে পেয়েছে। আপনাকে হিন্দু ধর্মের অনেক খারাপ আর ভুল ধর্ম গ্রন্থ আপনাদের বেদ দিয়ে প্রমান করে দিতে পারবো
হরে কৃষ্ণ অনেক সুন্দর লাগছে
সুপার ন্যাচারাল ধর্ম ইসলাম কারণ পবিত্র কুরআনের ভাষা মৌলিক আরবি জাতীয় ভাষা
আরবি ভাষা সংস্কৃত ভাষার অনেক পরে এসেছে সেটা বর্তমান ভাষাবিদরা বলেছেন ua-cam.com/video/5YTbfB0ug40/v-deo.html
@@barmanbarman3307 আরবি জাতীয় ভাষা ( মৌলিক) বলছি,
আপনি বলেছেন( পুরাতন) ভাষার কথা
Te bangla porte jano na naki
@@ayubmunsi8167 মৌলিক ভাষা কাকে বলে জানেন ।
@@barmanbarman3307 যে ভাষার মাঝে যৌগিক/ কৃত্রিম বর্ণ নেই ,আছে শুধু মৌলিক বর্ণ,
Radhe Radhe ❤️
নমস্কার দাদা আপনাকে অনেক ধন্যবাদ
Ami ekjon Muslim ty ami nijeke Dhonno mone kori,,, La ilaha illallahu muhammadur rasulullah❤
কোথায় নেমেছি আমরা যে এরকম অপ্রয়োজনীয় বিষয়কে নিয়েও আমাদের সমালোচনা করতে হচ্ছে , যা কিনা সমালোচনার যোগ্যই নয় ।
কোন বিষয় নিয়ে সমালোচনা করতে গেলে সেই বিষয়টি সমালোচনার যোগ্য হওয়ার প্রয়োজন ।।
এই ধরনের অবান্তর হাস্যকর ছড়াগুলি তৈরি করার প্রয়োজন তাদেরই পরে , যারা কিনা নিজেদের অবস্থানের সম্বন্ধে বিশেষভাবে জ্ঞাত , এই কারনেই আদি গৌরবশালী সু-প্রাচীন এই ঐতিহ্যের প্রতি তারা ঈর্ষান্বিত , যা কিনা সেই আদি থেকেই সভ্যতাকে পথ আসছে ।।
যদিও এরা ইতিহাসে ও বর্তমানে , বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভারতের গৌরব শালী ঐতিহ্য-সংস্কৃতি ও বিভিন্ন স্থাপত্যকে ধ্বংস লুট করা ছাড়াও সমাজে বিভিন্ন পাশবিক অত্যাচারের ক্ষেত্রে এরা চেষ্টার কোনো ত্রুটি রাখেনি ।
আমরা এদের থেকে বিশেষ কিছু আশা করতে পারি না কারণ এদের প্রবৃত্তি এরকম ।।
ভারতবর্ষের অসভ্য, বর্বর, রেসিষ্ট সোনাতনী মালুর জাতকে কিছুটা হলেও সভ্য করেছে মুসলিমরা। মালুরা একসময় জ্যান্ত মানুষকে কুপিয়া নরবলী দিল মা কালীর সামনে। এই প্রথা বন্ধ করেছে মুসলিমরা। এছাড়াও মালুরা সতীদাহ করত। বিধবা মেয়েদের স্বামীর লাশের সঙ্গে চিতার আগুনে নিক্ষেপ করত মালুরা। এসব নোংরামি বন্ধ করেছে মুসলিমরা।
হিন্দুদের উপর নানা দিক দিয়ে আক্রমণ করা হচ্ছে। এটা তাদের পরিকল্পিত অপপ্রচারের অংশ। কেউ বিভ্রান্ত হবেন না।
Thank you so much for your right information ℹ️❤
দাদা সত্য পরকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ
Zakir Nayek possibly said that without reading Vedas.
ধন্যবাদ দাদা
🚩🔱🔱 🕉️ওঁ নমঃ শিবায় 🕉️🔱🔱🚩
দাদা ইসলাম ধর্মই একমাত্র স্রষ্টার কাছে গ্রহণযোগ্য এটা বিশ্বাস করার জন্য কি প্রমান লাগবে বলুন তো?
দাদা সেটা আরবদের জন্য
@@totunkumer4752 আপনার এই কথার কি প্রমাণ আছে যে ইসলাম আরবদের জন্য?
কেন মনগড়া কথা বলেন কোথাও বলা আছে ইসলাম আরবের জন্য ইসলাম সারা পৃথিবীর সবার জন্য যে মানবে সে মুসলিম যে মানবে না সে অমুসলিম স্রষ্টা একজন তাঁর মনোনীত ধর্ম একটাই সেটা হলো ইসলাম।
আমার কথা ভুল প্রমাণ করে দেখান পারলে।
টিক বলেছেন ,, "যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্
মম বর্ত্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ।।" (গীতা ৪|১১)
অনুবাদঃ যারা যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেই ভাবেই তুষ্ট করি। হে পার্থ, মনুষ্যগণ সর্বভাবের মধ্য দিয়ে আমার পথই অনুসরণ করছে।
আমদের ধর্ম টিক আছে গীতা বলছে ।
@sreebas kumar কোরআনের মত পারলে একটা অন্য কিছু বাইর করে দেখাও একটা সূরা আয়াত পারবানা জীবন চলে গেলেও কারণ তোমার বাপ দাদাদের কেউ এরকম চ্যালেঞ্জ করা হয়েছিল আজও পর্যন্ত পারেনি
Darun
অসংখ্য ধন্যবাদ, দাদা, আপনার আশির্বাদ আমার জীবন ধন্য।