প্রতিটি Talk Showতে কেবলই ক্ষমতা হস্তান্তর নির্বাচন, কি ভাবে দেশ-জনগন শাসিত হবে সে আলোচনাই হয়। কিন্তু জনগণ কেমন দেশ চায়, আমাদের দেশ কেমন ভাবে গঠিত হবে। সে কথা কেউ ভাবেন না। Talk Showতেও আপনারা তা আলোচনা করেন না। জনগণ দেশের মালিক -এই ভাবে কেউ বলেন না কেন।
@@healthpromotion7158 জনগণই দেশের মালিক। এজন্যেই বিপ্লব হয় মানুষ অমর হয়। অনুষ্ঠান পরিকল্পনায় সেভাবেই সাজানো উচিৎ অনুষ্ঠান। একটি নির্বাচনের জন্য নিশ্চয়ই এত প্রাণ ঝরে যায়নি।
Ekta kotha khub Bhalo chhilo..ei desher manusher antenna সংক্রান্ত , ভাই রে , এত দিনে একটু শান্তি পেলাম , অন্য কোন মানুষের ও এটা অনুভূত হয়েছে | দেশের মানুষের চিন্তার লেভেলে আমি সংকিত ও শিহরিত
ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যত বিষয়ক আলোচনায় ভারতের মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের সাবেক রাজ্যপাল "তথাগত রায়" কে অতিথি হিসবে দেখবার বড় সাধ।।। জানি না কখনো দেখতে পাবো কিনা। মহিউদ্দিন ভাই আপনি আমার প্রীয়জন।আপনার জন্য দোয়া রইলো।
আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি কোন রাজনৈতিক দলের মাধ্যমে সংস্কার সম্ভব না, যার একটি বড় প্রমাণ স্বাধীনতার পরে এখন পর্যন্ত পুলিশ ব্রিটিশ আইনে চলছে, কোন রাজনৈতিক দল পুলিশ এর প্রয়োজনীয় সংস্কার করে নি এবং ভবিষ্যতে যে কোন সংস্কার করবে সেই আস্থা আমার বা আমাদের নাই.......
আসসালামু আলাইকুম। খালেদ ভাই, রাজনীতি , ক্ষমতার অদল,বদল এগুলো শুনতে, শুনতে বিরক্ত, এমন কেউ আছে যারা আলোচনা করবে দেশটা কিভাবে দূর্নীতি মুক্ত করা যায়, শিক্ষিত, মেধাবীরা কিভাবে দেশের জন্য অবদান রাখতে পারে, পর্যটন শিল্পের উন্নয়ন ,এসব নিয়ে আলোচনা করুন।আপনার মত শিক্ষিত মানুষ গুলো এগিয়ে আসেন, অন্তত চেষ্টা করুন। সত্যিকার অর্থে বাংলাদেশের বেশির ভাগ রাজনীতিবিদ ক্ষমতা আর দখলদারির রাজনীতি করের, দেশ,গনতন্ত্র এই নাম গুলো তাদের মূলধন।
জনাব ফাহাম সাহেব, খালেদা জিয়া ওরকম মানুষ নন আপনি বলেছেন। কিন্তু আমিতো দেখেছি তিনি সেই রকম মানুষ। তিনি সংসদে একবার একজন এমপিকে চুপ বেয়াদব বলে কথা থামিয়ে দিয়েছিলেন, সেটা আপনার চোখে পড়িনি কেনো বুঝলাম না।
আপনার এই প্রশ্নটার উত্তর আমি জনগণ হিসেবে আমি দিচ্ছি। দ্রব্যমূল্যের উদ্যগতির কারণে মানুষ বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকলে বেতন বৃদ্ধির প্রয়োজন নেই। আপনি লক্ষ্য করলে দেখবেন বেতন বৃদ্ধির তুলনায় দ্রব্যমূল্যের দাম অধিকতর হারে বেড়ে গেছে। কিছু কিছু পণ্যের দাম তিন গুণ হয়েছে। এই বিষয়গুলো আপনাদের নোটিশ করা উচিত।
ভাই আমরা (ছাত্ররা) বিএনপির ডাকে আন্দোলনে যাইনি, ইভেন ভবিষ্যতেও যেতাম কিনা সন্দেহ। সারাদিন কান্না করছি এমনও দিন গেছে.. বিএনপি সাধারণ মানুষ হয়ে আন্দোলনে আসছে.. ছাত্রদের পাশে ছিল... এখনও রাষ্ট্র সংস্কারের জন্যও আমাদের (ছাত্রদের) পাশেই থাকুক....
১৫-২০ বছরে পুরুষত্ব হারানো লোকজন এখন কলিকাতা হারবাল খেয়ে নতুন সাবালক হইছে। সাধারণ মানুষ (ছাত্র-জনতা) এদের চেহারা দেখে রাস্তায় নেমে আসিনি... রাজনৈতিক সংগঠনগুলো এবং বুদ্ধি বিক্রি করা লোকদেরও আমরা সাধারণ মানুষ চিনি।
ভালো আলোচনা ছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে """আসিফ আদনান """ভাইয়ের সাথের টকশো করার অনুরোধ জানাচ্ছি। তাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে খুশি হতাম
Full credit of students who gave their lives .....we should respect and remember them till death and salute to their parents because a shoe wearer knows where it pins
ফাহাম ভাই একদম সোজাসাপ্টা একদম Loud and clear ভাবে বলছেন এটার জন্য বাহবা প্রাপ্য । সাথে সাথে বাম পন্থীদের ইজ্জতের ফালুদা বানিয়েছেন সেটা আরো ইন্টারেস্টিং ছিলো 😂😂😂
বাহ, আহতদের নিয়ে সবগুলো গ্রুপ পলিটিক্স শুরু করে দিয়েছেন। কারণ বিষয়টা ছাত্রদের জন্য সেনসিটিভ। আহতদের অউন করে 'একমাত্র' ছাত্ররাই। মায়ের চেয়ে মাসির দরদ বেশি অবশ্যই সন্দেহজনক।
Faham’s point was excellent about the tussle between the government and Tarique Rahman. And that’s what’s Mr. Rahamn understood since the commencement of this government. Thus he decided not to go come to BD right now and that’s giving a space to Yunus govt. unfortunately this govt. is failing.
এক ফাহাম সাহেব কে চিনি না এটা আমার অজ্ঞতা হইতে পারে .... ওনার কথার টোন বডি ল্যাঙ্গুয়েজ টং দোকানে ভাই ব্রাদারদের সাথে আলাপের.....কোনভাবেই টকশোতে বলার মত না আর খালেদ মহিউদ্দিনের টকশোতে তো অবশ্যই না
Kintu MIthun Roy...tomare ami chini thiki...tumi hoccho ekta charal chutmaranir Mallu...tai tomar kache 'anything good from this part of Bangla' will create jealousy in your heart...even if we don't say nothing at all. Jao tumi tomar kaje ferot jao...bharat matar bhoda chato ebong tar por go mutro kheye shuye poro...jao
সরকারি কর্মচারীদের একটা কথা বলব দয়া করে সুযোগ পেয়েছেন এবার দেশকে নতুন করে গড়ার সবাই একটু আন্তরিক হন বিদেশ এত উন্নত কিন্তু আকাশ থেকে এমনি এমনি আসেনি একটু আন্তরিক হন অবশ্যই এই দেশটা অনেক সুন্দর হবে❤
@prakashplay এরকম কথা স্বৈরাচারী পালিয়ে যাওয়া দলের সমর্থকদের জন্য নয়।আর দাদাবাবু আমরা তোমাদের মত মাতাল নই জাতি হিসেবে আর সেইম ভাবে ফাহাম ভাইও নয় আশা করি।
তারেক রহমান দেশে আসা নিয়ে ফাহাম ভাই যেই যুক্তি দিলেন আমি হেই হয়ে গেলাম...... কতটা জ্ঞানী আর দূরদর্শিতা হলে এমন ভাবনা হতে পারে আমি কনভেন্স পুরা। আর তারেক রহমান কত জ্ঞানী আর সেই লেভেলের খেলোয়াড় সেটাও এখন বুঝলাম। আসলে তার যোগ্য কেউ হয়ে উঠে নাই। ধন্যবাদ সবাইকে
রুহিন ভাই এই মূহুর্তে দলমতের উর্দে সব ছোট্ট বড় ডান বাম সবাই এক সাথে দেশ গড়ার কাজ করেন,নির্বাচনে যদি জামায়াত সরকারে আসে আশা করি আপনারা ও জামাযাতের সাথে সরকারে যাবেন আমি চাই বাম দল গুলোর মধ্যে অনেক যোগ্য লোক আছে তারাও সরকারে থাকা প্রয়োজন।
বক্তা ধারণা করছেন যে, তার বাবা ভালো চাকরি করলেও তিনি কোটিপতি হননি, তাই অন্য কারো এমন অবস্থানে থেকে কোটিপতি হওয়ার কথা নয়। এখানে উনি নিজেকে একটি নির্দোষ অবস্থানে স্থাপন করে অন্যের সমালোচনা করছেন। এতে যুক্তির ভেতরে কোনো প্রাসঙ্গিক সমর্থন যোগ হয় না। এতে উনার বক্তব্য আত্মপক্ষ সমর্থন আর অনুমাননির্ভর হয়ে দাঁড়ায়, যা যুক্তি হিসেবে ততটা শক্তিশালী নয়।
কেন? উনি যাদের কথা বলেছেন তাদের ব্যবসা নেই বলেছেন তো। যারা রাজনীতি করেন তারা সংগঠন থেকে বেতন পান আর সরকারে থাকলে সরকারি কাঠামোতে বেতন ভাতা পান। এই ইনকাম দিয়ে কোনভাবেই কোটিপতি হওয়া সম্ভব না।
@@SBakee ধন্যবাদ ভাই, আপনার সুন্দর কমেন্টের জন্য। আপনি ঠিক ই বলেছেন, বেতন দিয়ে কোটিপতি হওয়া সম্ভব নয়। কিন্তু ফাহাম ভাইয়ের বক্তব্যে ২টি যুক্তিভ্রান্তি আছে। ১) বক্তা এখানে অন্যান্য ফ্যাক্টর আমলে না নিয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যুক্তির এই ফ্যালাসিকে বলা হয় 'Oversimplification'। ধরুন একজনের কৃষি জমি আছে, সেখানে নগরায়নের ফলে জমির দাম বেড়ে কোটি টাকা হয়ে গেল। বক্তা যদি এইসকল ফ্যাক্টর আমলে নিয়ে যুক্তি দিতেন তাহলে তা আরো বেশি শক্তিশালী হতো। ২) অন্যদিকে উনি নিজের অবস্থান কে আদর্শ ধরে নিয়ে যুক্তি দিচ্ছেন। যুক্তির এই ফ্যালাসিকে বলা হয় 'False Consensus Effect'. এটি এমন একটি মানসিক প্রবণতা যেখানে ব্যক্তি নিজের অবস্থানকে স্বাভাবিক বা আদর্শ ধরে নিয়ে, অন্যদেরও সেই একইভাবে মূল্যায়ন করেন, যা সত্যিকারের বাস্তবতা থেকে ভিন্ন হতে পারে।
পলিসিগত ভাবে আওয়ামিলীগ এর সবই কি খারাপ? উনাদের আমলে নেয়া অনেক পলিসি বর্তমান ইউনুস সরকার গ্রহন করছেন। তাহলে আওয়ামীলীগ এর নাম নেওয়া যাবে না কেন? ভাল কাজের প্রশংসা কেন করা যাচ্ছে না?
Awamilg to sob cheye pobitro... je India bangladesh ke evhabe aktomon kore. Mittha news dey bangladesh ke nie . Sei indiar bipokkhe Awamilg kokhono kichu bolenaa.
আওয়ামী লীগকে খারাপ করছে কারা বিএনপি জামায়াত জোট সরকার হাসিনা খারাপ হয়ে ও ১৯৯৬-২০০১ কত সুন্দর ভাবে নির্বাচন দিছে কিন্তু বিএনপি জামায়াত জোট সরকার এসেই নির্যাতন শুরু করছে নির্বাচন নিয়ে ও টালবাহানা শুরু করছে তারপরই আসল 1/11 এই বিএনপি জামায়াতের কুর্কমের জন্য
আমার একান্ন বছরে আওয়ামী লীগ করে এমন কোনও ভালো মানুষ দেখিনি । যেমন ধরুন একজন মানুষ কি বলে তার থেকে বড়ো বেশী প্রভাব ফেলে যে সে কি করে । স্বাধীনতার আগের আওয়ামী লীগ ছিলো সবাই ।সবাই আওয়ামী লীগ না হলে ১৯৭০ সালের নির্বাচনে ১৬৩ সংসদীয় আসনের মধ্যে ১৬১ আসন পেতো না । একাত্তরে যুদ্ধ হয়েছিলো সমতা ন্যায়বিচার বৈষম্যহীনতা কিন্ত স্বাধীনতার পর সংবিধানে এসবের অস্তিত্ব নেই । গনতন্ত্র সমাজতন্ত্র কিভাবে একসাথে একটার সাথে আরেকটা যায় ? কিভাবে এক ব্যক্তি প্রধানমন্ত্রী আবার প্রেসিডেন্ট ।পাপেট পার্লামেন্ট সীল মার্কা । সেই ব্যাক্তি সংবিধানে লিখলেন প্রেসিডেন্ট জনগনের সরাসরি ভোটে নির্বাচিত হইবেন ।অথচ পার্থক্য মাত্র একদিন তিনি ভোট ছাড়া প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে ফেললেন মাহমুদুল্লাহ কে বাধ্যতামূলক পদত্যাগে বাধ্য করে । এরপর শেখ হাসিনা দেশে ফিরে আর এক রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার প্রেসিডেন্ট জিয়াউর রহমান ।অথচ শেখ হাসিনা তার বাবার হত্যার সময় বেলজিয়ামে ছিলেন ।কেনো ইউরোপ ছেড়ে ভারতে এসেছিলো সে ।কিসের জন্য ? যেখানে শেখ রেহানা ইংল্যান্ডে ছিলো এবং দুই বোন একসাথে থাকতে পারতো । ভারতের কথা মতো আওয়ামী লীগ চলছে এবং দেশের সর্বোচ্চ ক্ষতি করে গিয়ে ভারতে পালিয়ে গেছে ।বায়তুল মোকাররাম এর খতিব পর্যন্ত যে দলের মানুষ পালায় তারা কবে ভালো হলো কাউকে আজ পর্যন্ত বলতে দেখলাম না ।
এতোদিন ধরে যা হচ্ছে তা দেখে আমার মনে হইছে ছাত্রদের ব্যর্থতার জন্য তারা নিজেরাই দায়ী। ছাত্ররা যখন আন্দোলনে নামছিলো তখন তাদের সাথে অন্য সব দলের মানুষ সাথে ছিলো। ঠিক এই কারনে আন্দলোন এতো বড় আকারে হইছিলো। ছাত্রদের ব্যর্থতার জন্য সমন্বয়করা অনেক অংশে দায়ী। তাদের উচিত ছিলো বর্তমান সরকারকে সাহায্য করা। নাকি একি সাথে সরকারের অংশ হয়ে আবার সরকারের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় আলাদা ভাবে নিজেদের আরেকটা দল গঠনের লক্ষে সভা সমাবেস করা। এতে করে তাদের নিজেদের ভাব মুর্তি খারাপ হইছে। যেকোনো একটা করতো তারা তাহলে সাধারণ ছাত্রদের মনে ও জনগনের মনে তাদের নিয়ে একটা সুচিন্তা কাজ করতো। তাদের অবস্থান ক্লিয়ার তারা নিজেরাই করতে ব্যর্থ হয়েছে। যার কারনে সাধারণ মানুষের কাছে তারা হাসি তামাশার বিষয় হইছে। আর রাজনৈতিক দলগুলা তাদের অবস্থানে ঠিক আছে আমার মনে হয়। তারা তাদের দলের কথা চিন্তা করবে এটাই স্বাভাবিক। আর তার জন্য নির্বাচন চাইবে এটাও স্বাভাবিক। আমার মতে সমন্বয়কদের এতো লাফালাফি করার দরকার ছিলোনা গত তিন মাস। তাদের যদি লক্ষ থাকতো তারা দেশের জন্য কাজ করবে তাহলে হয় সরকারকে তার মতে কাজ করতে দিতো। আর যদি দল গঠন করা তাদের লক্ষ হয় তাহলে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে অন্য দল গুলার মতো সংগঠনের শক্তি সঞ্চয়ের কাজ করতো। দুইটাই একসাথে করতে গিয়ে তাদের আজকের অবস্থা। তাদের বোজা উচিত ছিলো তাদের পিছনে এখন অন্য রাজনৈতিক দল গুলা আর নাই। তাদের ব্যর্থতা আসলে তাদের নিজেদের কারনেই হবে। এখনো কিছুটা যে বাকি আছে তাও থাকবেনা।
ছাত্ররা কিন্তু ক্ষমতার জন্য লড়াই করে নাই বরং তারা চেয়েছিল এমন একটা দেশ যেখানে মানুষের মূল্যায়ন হয় মেধা এবং চরিত্রের ভিত্তিতে। আমার মতে, হা-ভাতে জাতির কাছে এতটুকু আশা করাটাই প্রথম বোকামি।
ফাহাম ভাইয়ের কথা ক্লিয়ার কাট।
খুবই সুন্দর আলোচনা করেছেন।
তিন জনের অনেক মতবিরোধ আছে, কিন্তু খুব সাবলীল ভাবে হাসি মুখে কথা বললেন সবাই এটা দেখে খুব ভাল লাগলো।
এটাই শিক্ষীত,,, বুদ্ধিমান,,, জ্ঞানী ব্যক্তিদের লক্ষন।
সিপিবির মুখোশ উন্মোচন করার জন্য ফাহাম ভাইকে প্রথম বারেরমত ধন্যবাদ 🥰❤️
"আমার এই কথা বলার জ্ঞান নেই"- এই প্রথম শুনলাম। ব্রাভো ফাহাম
@@rakiburrahamanchy7531 কয় মিনিটে?
@@rakiburrahamanchy7531 কয় মিনিটে?
ফাহম আব্দুস সালাম সাহেব এর কথা গুলো খুব চমৎকার।
প্রতিটি Talk Showতে কেবলই ক্ষমতা হস্তান্তর নির্বাচন, কি ভাবে দেশ-জনগন শাসিত হবে
সে আলোচনাই হয়। কিন্তু জনগণ কেমন দেশ চায়, আমাদের দেশ কেমন ভাবে গঠিত হবে।
সে কথা কেউ ভাবেন না। Talk Showতেও আপনারা তা আলোচনা করেন না।
জনগণ দেশের মালিক -এই ভাবে কেউ বলেন না কেন।
জনগন কবে থেকে মালিক??😅😅😅
জনগন দর্শক এদেশের
@@healthpromotion7158 জনগণই দেশের মালিক। এজন্যেই বিপ্লব হয় মানুষ অমর হয়।
অনুষ্ঠান পরিকল্পনায় সেভাবেই সাজানো উচিৎ অনুষ্ঠান।
একটি নির্বাচনের জন্য নিশ্চয়ই এত প্রাণ ঝরে যায়নি।
পশ্চিমা আর ভারত যা চায় তাই হবে 😂😂😂
@@NurMohammod-t1tতারা সভ্য পশ্চিমাদের মতো যদি পারেন তাহলে তো ভালো হয়৷ অসভ্য, বর্বর তো হবো না।
খুবই সুচিন্তিত মতবাদ। আমি নিজেও এমনই ভাবছি ।
দেশটা সবার হোক।সকল ধর্ম,বর্ণ, দল,মতাদর্শের মানুষ মিলেমিশে গড়ে তুলুক সোনার বাংলা। 🇧🇩
DNA filter korte hbe.sonar bangla hbe na ei bangla
এখন শুধু মুসলমানদের দেশ তাও হেফাজতের হতে হবে বাকি সবাই পালিয়ে যান
@@KING-jm8dg😂😂😂
Rupar Bangla banan
ৰাজা+কাৱেৱ শাওয়াল@@KING-jm8dg
ফাহাম স্যার খুব সুন্দর কথা বলছেন, প্রথমে ওনার কথা আমি কট করতে পারি নাই। সরি ফর মিস আন্ডারস্টান্ডিং।
ফাহাম আব্দুস সালাম কে অনেক ধন্যবাদ বস্তুনিষ্ঠ আলোচনা করার জন্য।
জনাব ফাহাম আবদুস সালাম সত্যিকার অর্থেই একজন উচ্চমানের রাজনৈতিক বিশ্লেষক, আমি তাকে ধন্যবাদ জানাই।
ফাহাম ভাই দ্য লেজেন্ড। 😊 এইভাবে সিপিবির মত দলের মুখোশ কেউ কখনো উন্মোচন করতে পারেনি
ফাহাম ভাইয়ের আলোচনা দারুণ উপভোগ্য যুক্তি ও তথ্য দিয়ে কথা বলেন। ❤
Faham abdus Salam was fantastic and straightforward
Ekta kotha khub Bhalo chhilo..ei desher manusher antenna সংক্রান্ত , ভাই রে , এত দিনে একটু শান্তি পেলাম , অন্য কোন মানুষের ও এটা অনুভূত হয়েছে | দেশের মানুষের চিন্তার লেভেলে আমি সংকিত ও শিহরিত
জনাব ফাহাম আব্দুস সালামের উপস্থাপন অসাধারণ ❤❤
আমাদের একজন ফাহাম আব্দুস সালাম আছেন
যার যেভাবে সুবিধা সে সেই ভাবে দেশকে ব্যবহার করে যাচ্ছে 😅😅 কেউ দেশের মানুষের উন্নয়ন চায় না, চায় নিজের উন্নয়ন 😊
ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যত বিষয়ক আলোচনায় ভারতের মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের সাবেক রাজ্যপাল "তথাগত রায়" কে অতিথি হিসবে দেখবার বড় সাধ।।।
জানি না কখনো দেখতে পাবো কিনা।
মহিউদ্দিন ভাই আপনি আমার প্রীয়জন।আপনার জন্য দোয়া রইলো।
If you're a Bangladeshi, then you should have hyphenated "Bangladesh-India" or, in general, "Bangladesh-xxx".
ফাহাম ভাই জমিয়ে দিলেন আলোচনাটা❤
খালেদ মহিউদ্দিন ভাইয়ার কথা খুবই ভালো লাগে।
ফাহাম সাহেব বাংলাদেশের মানুষের অভিপ্রায় ব্যক্ত করেছেন। ধন্যবাদ ফাহাম ভাই💖💖💖💖👍👍🙏
ফাহাম ভাইকে আমাদের ক্যানবেরা বাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ
আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি কোন রাজনৈতিক দলের মাধ্যমে সংস্কার সম্ভব না, যার একটি বড় প্রমাণ স্বাধীনতার পরে এখন পর্যন্ত পুলিশ ব্রিটিশ আইনে চলছে, কোন রাজনৈতিক দল পুলিশ এর প্রয়োজনীয় সংস্কার করে নি এবং ভবিষ্যতে যে কোন সংস্কার করবে সেই আস্থা আমার বা আমাদের নাই.......
আসসালামু আলাইকুম।
খালেদ ভাই, রাজনীতি , ক্ষমতার অদল,বদল এগুলো শুনতে, শুনতে বিরক্ত, এমন কেউ আছে যারা আলোচনা করবে দেশটা কিভাবে দূর্নীতি মুক্ত করা যায়, শিক্ষিত, মেধাবীরা কিভাবে দেশের জন্য অবদান রাখতে পারে, পর্যটন শিল্পের উন্নয়ন ,এসব নিয়ে আলোচনা করুন।আপনার মত শিক্ষিত মানুষ গুলো এগিয়ে আসেন, অন্তত চেষ্টা করুন।
সত্যিকার অর্থে বাংলাদেশের বেশির ভাগ রাজনীতিবিদ ক্ষমতা আর দখলদারির রাজনীতি করের, দেশ,গনতন্ত্র এই নাম গুলো তাদের মূলধন।
প্রোগ্রাম আগে সপ্তাহে একদিন হতো ওইটা শোনার জন্য আমরা অপেক্ষা করতাম।
এখন এত বেশি এই প্রোগ্রাম হচ্ছে যে কোন শোনার প্রতি কোন আগ্রহই নাই
Taile apni muri kheye suye porun
ফাহাম ভাই খুব সহজ ভাবে উওর দিয়েছেন ভালো লাগে!
ফাহাম ভাই এর কথা খুব যুক্তি যুক্ত..
ফাহাম ভাই জাস্ট Excellent delivered
ফাহাম স্যার অসাধারণ বক্তব্য দিয়েছেন
ফাহাম আব্দুস সালাম ভাই এর পুরা ফ্যান হয়ে গেলাম ❤💚
ফাহাম ভাই ফখরুলের বড় মেয়ের জামাই সবাই মাথায় রাখবেন 🤣
আসল জায়গায় হাত দিয়ে দিলেন 😀😀
Talk about his intellectuality, modesty, genuin gentleman.
তো কি হয়েছে?
ফকরুলের জামাই হইছে বইলা তার পাছা চেটে নির্বানচ করবে কিংবা এমপি হবে এই লোভ আপনার মত উনার নাই
উনার জীবন নিয়া পড়াশোনা করেন, বহুত উচ্চশিক্ষিত লোক
তো কি হইসে
আফসোস লীগ ত
আফসোস করতে থাকেন
ফাহাম সিপিবি নিয়ে দুর্দান্ত বলেছে।।।
Mr khaled prince vai r dorkar celo our hero Pinaki dadar shate.❤mr fahim too gentleman❤❤
ফাহাম সুন্দর আলোচনা করেছে
Faham bhaier Kotha Gulo onek informative
ফাহিমকে নিয়ে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ
ফাহাম সুপার অনেক ট্যালেন্টেড
জনাব ফাহাম সাহেব, খালেদা জিয়া ওরকম মানুষ নন আপনি বলেছেন। কিন্তু আমিতো দেখেছি তিনি সেই রকম মানুষ। তিনি সংসদে একবার একজন এমপিকে চুপ বেয়াদব বলে কথা থামিয়ে দিয়েছিলেন, সেটা আপনার চোখে পড়িনি কেনো বুঝলাম না।
😂 absolutely
দারুণ বলেছেন তারেক রহমানের ব্যাপারে ফাহাম আবদুস সালাম ভাই এটাই কারেট
আপনার এই প্রশ্নটার উত্তর আমি জনগণ হিসেবে আমি দিচ্ছি। দ্রব্যমূল্যের উদ্যগতির কারণে মানুষ বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকলে বেতন বৃদ্ধির প্রয়োজন নেই। আপনি লক্ষ্য করলে দেখবেন বেতন বৃদ্ধির তুলনায় দ্রব্যমূল্যের দাম অধিকতর হারে বেড়ে গেছে। কিছু কিছু পণ্যের দাম তিন গুণ হয়েছে। এই বিষয়গুলো আপনাদের নোটিশ করা উচিত।
Faham bhai is totally clear and loud
ভাই আমরা (ছাত্ররা) বিএনপির ডাকে আন্দোলনে যাইনি, ইভেন ভবিষ্যতেও যেতাম কিনা সন্দেহ। সারাদিন কান্না করছি এমনও দিন গেছে.. বিএনপি সাধারণ মানুষ হয়ে আন্দোলনে আসছে.. ছাত্রদের পাশে ছিল... এখনও রাষ্ট্র সংস্কারের জন্যও আমাদের (ছাত্রদের) পাশেই থাকুক....
১৫-২০ বছরে পুরুষত্ব হারানো লোকজন এখন কলিকাতা হারবাল খেয়ে নতুন সাবালক হইছে। সাধারণ মানুষ (ছাত্র-জনতা) এদের চেহারা দেখে রাস্তায় নেমে আসিনি...
রাজনৈতিক সংগঠনগুলো এবং বুদ্ধি বিক্রি করা লোকদেরও আমরা সাধারণ মানুষ চিনি।
বিএনপি ছাড়া এই আন্দোলন সফল হতে পারতো এই কথা চিন্তাও করা যায় না।
বিএনপি ছিলো এই আন্দোলনের ব্যাকবোন।
বিএনপি কি জনগণ নয়? আপনারা কেন জনগণএবং বিএনপি কে আলাদা করছেন?@@mdmoaz2835
Tumra agge negeder sangskar koru? tarpore Rasstu sangskar ar potha vabeo!
খুবই সুন্দর বলেছেন ভাই। সম্পুর্ণভাবে সহমত পোষণ করছি।
ফাহাম ভায়ের অন্ধভক্ত। ❤️❤️❤️
Faham vai evabe ondho dalali chara uchit , we expect more from u
আজকের খালেদ অনেক রিলাক্স এবং শাণিত
ভালো আলোচনা ছিল।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে """আসিফ আদনান """ভাইয়ের সাথের টকশো করার অনুরোধ জানাচ্ছি। তাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে খুশি হতাম
দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ 💞
ফাহাম আব্দুস সালাম এর জন্য সম্পূর্ণ টকশো টা দেখলাম।❤❤❤❤
Full credit of students who gave their lives .....we should respect and remember them till death and salute to their parents because a shoe wearer knows where it pins
❤❤❤ সবার জন্য বাংলাদেশ জিন্দাবাদ।
প্রতিটা ভিডিওর শুরুতে কাউন্টডাউন কেন এটা কি বাদ দেয়া যায় না?
ফাহাম ভাই একদম সোজাসাপ্টা একদম Loud and clear ভাবে বলছেন এটার জন্য বাহবা প্রাপ্য । সাথে সাথে বাম পন্থীদের ইজ্জতের ফালুদা বানিয়েছেন সেটা আরো ইন্টারেস্টিং ছিলো 😂😂😂
ফাহাম বিহারি জিন্দাবাদ
সালমান এফ রহমান বিহারি জিন্দাবাদ
বিহারি প্রেমি
বিহারির বাপ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ছিল।
বিহারী রা কী মানুষ নয়?
সবার অধিকার আছে মানুষ হিসেবে বেছে থাকার! 🌏🌏🌏🌏
Still more patriotic and Bangladeshi than you.
ফাহাম ভাই ১০০% কথা বলছেন।
ফাহামকে এই প্রথম টকশোতে ভালো বলতে শুনলাম। He is maturing.
আমরা তরুণ প্রজন্ম তারেক রহমানের জন্য অপেক্ষায় ❤❤❤
😂
Faham vai purai loud and clear.
বাহ, আহতদের নিয়ে সবগুলো গ্রুপ পলিটিক্স শুরু করে দিয়েছেন। কারণ বিষয়টা ছাত্রদের জন্য সেনসিটিভ। আহতদের অউন করে 'একমাত্র' ছাত্ররাই। মায়ের চেয়ে মাসির দরদ বেশি অবশ্যই সন্দেহজনক।
তারেক দেশে এসেই ওদের আজীবনের বন্দোবস্ত করে দিবে তাই তাদের নিয়ে খেলততেছে আরকি😂😂😂😂😂😂
ফাহাম ভাইয়ের জ্ঞান এর আলো অন্য রকম
Faham’s point was excellent about the tussle between the government and Tarique Rahman. And that’s what’s Mr. Rahamn understood since the commencement of this government. Thus he decided not to go come to BD right now and that’s giving a space to Yunus govt. unfortunately this govt. is failing.
ফাহাম ভাই এতদিনে দারুণ একটা কথা বলছে কমিনিউজম বাংলাদেশে কাজ করবে না।।
এক ফাহাম সাহেব কে চিনি না এটা আমার অজ্ঞতা হইতে পারে ....
ওনার কথার টোন বডি ল্যাঙ্গুয়েজ টং দোকানে ভাই ব্রাদারদের সাথে আলাপের.....কোনভাবেই টকশোতে বলার মত না আর খালেদ মহিউদ্দিনের টকশোতে তো অবশ্যই না
Please do learn about him . Im saying you will gonna edit your comment.
Kintu MIthun Roy...tomare ami chini thiki...tumi hoccho ekta charal chutmaranir Mallu...tai tomar kache 'anything good from this part of Bangla' will create jealousy in your heart...even if we don't say nothing at all. Jao tumi tomar kaje ferot jao...bharat matar bhoda chato ebong tar por go mutro kheye shuye poro...jao
উনি স্টান্ডিন কমিডিয়ান স্টাইলে কথা বলে দারুণ একজন উপস্থাপক এবং দারুণ কথা বলে।।
then you are not talk show material or you lack knowledge.
উনি মির্জা ফখরুলের মেয়ের জামাই
সরকারি কর্মচারীদের একটা কথা বলব দয়া করে সুযোগ পেয়েছেন এবার দেশকে নতুন করে গড়ার সবাই একটু আন্তরিক হন বিদেশ এত উন্নত কিন্তু আকাশ থেকে এমনি এমনি আসেনি একটু আন্তরিক হন অবশ্যই এই দেশটা অনেক সুন্দর হবে❤
সহমত
ফাহাম যেভাবে অসংলগ্ন কথা বলছে!!!! এখন থেকে টক শো তে আনার আগে ডোপ টেস্ট করানো উচিত ।
দেখেও কেমন মাতাল লাগছে
He is always drunk! Alcoholic
@prakashplay এরকম কথা স্বৈরাচারী পালিয়ে যাওয়া দলের সমর্থকদের জন্য নয়।আর দাদাবাবু আমরা তোমাদের মত মাতাল নই জাতি হিসেবে আর সেইম ভাবে ফাহাম ভাইও নয় আশা করি।
@@asmerajfull9708 এইযে বড়দা আপনি অস্বীকার করছেন কেন?উনি তো মাঝ দিয়ে অসংলগ্ন কথাই বলছিল। লাস্টের দিকের এক্সপ্রেশন দেখছেন?আপনার কি ওনাকে স্বাভাবিক মনে হচ্ছে?ওনার অসংলগ্ন কথায় খালেদ মহিউদ্দিন ও বিব্রত হয়েছেন।ওনার পূজা করছেন করুন কিন্তু ভুল করলেও চোখ অন্ধ কেন?
@@asmerajfull970847:03 47:03 47:09 বিহারিটার এসব কি অসংলগ্ন নয়?উনি জ্ঞানী মানুষ জানি।তবে এখন ওনাকে জ্ঞানপাপী বলে
ধানের শীষ আর নৌকা একই জিনিস পায়খানা দুটোই ।আল্লাহ আমাদের হেফাজত করুন ।
You are a very good researcher of goo, your head is full of goo
@@rashedislam3033he Eat goo 24/7 as well.
দশ লাখ নয় ভাই, কোটি লোক তাকে শুভেচ্ছা জানাতে জড়ো হবো, ইনশাআল্লাহ
Really insightful discussion
তারেক রহমান দেশে আসা নিয়ে ফাহাম ভাই যেই যুক্তি দিলেন আমি হেই হয়ে গেলাম...... কতটা জ্ঞানী আর দূরদর্শিতা হলে এমন ভাবনা হতে পারে আমি কনভেন্স পুরা। আর তারেক রহমান কত জ্ঞানী আর সেই লেভেলের খেলোয়াড় সেটাও এখন বুঝলাম। আসলে তার যোগ্য কেউ হয়ে উঠে নাই। ধন্যবাদ সবাইকে
ফাহাম ভাই কে আবার ও দেখতে চাই
শেখ হাসিনার সরকার বারবার দরকার
পিন্স সঠিক বলছেন - তবে নেতা হিসাবে সে জিরো-
Real magic is in 50:55 :)
'ঈদের পর আন্দোলন' বলার সময় বিহারি ফাহামের মুখের দিকে তাকানো যাচ্ছিলোনা🤣
Timing?
47:02 47:03 47:05 বিহারিটার এক্সপ্রেশন 🤣
47:04 বিহারিটার এক্সপ্রেশন😂
ফাহাম সাহেব একচোখা, পক্ষপাতদুষ্ট।
ghuu matha theke na soraile manush hoibi na ree
faham bhai joss all the way
আমি বাংলাদেশের একজন রাজনীতি সচেতন নাগরিক। আমি এই প্রিন্স কে চিনি না। তার দল জীবনে কোন দিন সংসদে যেতে পারবে???
ইলিয়াস হোসেন ভাইকে একদিন নিয়ে আসেন।
সিপিবির নেতার কথায় দেশের মানুষের একাত্বতা প্রকাশ পাচ্ছে। বর্তমান সরকার স্বৈরাচারের উপরের স্বৈরাচার উপাধি দেয়া বোধ হয় ঠিক হবে।
বিরোধী ও হলেও ফাহম কে শুনতে ভাল লাগে! ❤🎉🎉🎉🎉
Faham vai you are great 💕
ফাহাম ত সাম্প্রদায়িক মনোভাবের।
😅😅😅
Ruhin hossain prince explain all questions very nicely
It’s an helpful conversation! Mr Faham brought good views !!
আজকের আলোচনাটা fantastic হইছে*,
রুহিন ভাই এই মূহুর্তে দলমতের উর্দে সব ছোট্ট বড় ডান বাম সবাই এক সাথে দেশ গড়ার কাজ করেন,নির্বাচনে যদি জামায়াত সরকারে আসে আশা করি আপনারা ও জামাযাতের সাথে সরকারে যাবেন আমি চাই বাম দল গুলোর মধ্যে অনেক যোগ্য লোক আছে তারাও সরকারে থাকা প্রয়োজন।
খালেদ মহিউদ্দিন ইদানীং অসন্তুষ্ট
এখন পর্যন্ত প্রিন্স সাহেবকে না চেনা আমি,
Sm
তাদেরকে শুধু কয়েকজন নিয়ে মিছিল আর টক শো তো পাওয়া যায়। কারচুপি ছাড়া জনগনের ভোটে নির্বাচিত হওয়ার ক্ষমতা কখনো এদের ছিল না, হবেও না।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক
Right
আপনারমত বোকাচোখার জন্য এক বালতি সমবেতনা।
বক্তা ধারণা করছেন যে, তার বাবা ভালো চাকরি করলেও তিনি কোটিপতি হননি, তাই অন্য কারো এমন অবস্থানে থেকে কোটিপতি হওয়ার কথা নয়।
এখানে উনি নিজেকে একটি নির্দোষ অবস্থানে স্থাপন করে অন্যের সমালোচনা করছেন।
এতে যুক্তির ভেতরে কোনো প্রাসঙ্গিক সমর্থন যোগ হয় না।
এতে উনার বক্তব্য আত্মপক্ষ সমর্থন আর অনুমাননির্ভর হয়ে দাঁড়ায়, যা যুক্তি হিসেবে ততটা শক্তিশালী নয়।
বাদ দেন।এটা ফখরুলের মেয়ের জামাই
কেন? উনি যাদের কথা বলেছেন তাদের ব্যবসা নেই বলেছেন তো। যারা রাজনীতি করেন তারা সংগঠন থেকে বেতন পান আর সরকারে থাকলে সরকারি কাঠামোতে বেতন ভাতা পান। এই ইনকাম দিয়ে কোনভাবেই কোটিপতি হওয়া সম্ভব না।
@@SBakee
ধন্যবাদ ভাই, আপনার সুন্দর কমেন্টের জন্য।
আপনি ঠিক ই বলেছেন, বেতন দিয়ে কোটিপতি হওয়া সম্ভব নয়। কিন্তু ফাহাম ভাইয়ের বক্তব্যে ২টি যুক্তিভ্রান্তি আছে।
১) বক্তা এখানে অন্যান্য ফ্যাক্টর আমলে না নিয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যুক্তির এই ফ্যালাসিকে বলা হয় 'Oversimplification'।
ধরুন একজনের কৃষি জমি আছে, সেখানে নগরায়নের ফলে জমির দাম বেড়ে কোটি টাকা হয়ে গেল। বক্তা যদি এইসকল ফ্যাক্টর আমলে নিয়ে যুক্তি দিতেন তাহলে তা আরো বেশি শক্তিশালী হতো।
২) অন্যদিকে উনি নিজের অবস্থান কে আদর্শ ধরে নিয়ে যুক্তি দিচ্ছেন। যুক্তির এই ফ্যালাসিকে বলা হয় 'False Consensus Effect'. এটি এমন একটি মানসিক প্রবণতা যেখানে ব্যক্তি নিজের অবস্থানকে স্বাভাবিক বা আদর্শ ধরে নিয়ে, অন্যদেরও সেই একইভাবে মূল্যায়ন করেন, যা সত্যিকারের বাস্তবতা থেকে ভিন্ন হতে পারে।
@@SawgatAhmedএ বিষয়ে খালেদ মহিউদ্দিনই ওনাকে ধুয়ে দিছে
ফাহাম ভাইয়ের চিন্তা ভাবনা অনেক উন্নত
ড. কামাল হোসেন তাহলে একজন ষ্টুপিড যেহেতু সংবিধান প্রনেতার অন্যতম একজন
ফাহাম অস্থির ❤️
ফাহাম ভাই এর স্ট্রেইট কাট স্টাইলে কথা বলা খুবই সুন্দর
পলিসিগত ভাবে আওয়ামিলীগ এর সবই কি খারাপ? উনাদের আমলে নেয়া অনেক পলিসি বর্তমান ইউনুস সরকার গ্রহন করছেন। তাহলে আওয়ামীলীগ এর নাম নেওয়া যাবে না কেন? ভাল কাজের প্রশংসা কেন করা যাচ্ছে না?
Awamilg to sob cheye pobitro... je India bangladesh ke evhabe aktomon kore. Mittha news dey bangladesh ke nie . Sei indiar bipokkhe Awamilg kokhono kichu bolenaa.
আওয়ামী লীগকে খারাপ করছে কারা বিএনপি জামায়াত জোট সরকার হাসিনা খারাপ হয়ে ও ১৯৯৬-২০০১ কত সুন্দর ভাবে নির্বাচন দিছে কিন্তু বিএনপি জামায়াত জোট সরকার এসেই নির্যাতন শুরু করছে নির্বাচন নিয়ে ও টালবাহানা শুরু করছে তারপরই আসল 1/11 এই বিএনপি জামায়াতের কুর্কমের জন্য
আমার একান্ন বছরে আওয়ামী লীগ করে এমন কোনও ভালো মানুষ দেখিনি ।
যেমন ধরুন একজন মানুষ কি বলে তার থেকে বড়ো বেশী প্রভাব ফেলে যে সে কি করে ।
স্বাধীনতার আগের আওয়ামী লীগ ছিলো সবাই ।সবাই আওয়ামী লীগ না হলে ১৯৭০ সালের নির্বাচনে ১৬৩ সংসদীয় আসনের মধ্যে ১৬১ আসন পেতো না ।
একাত্তরে যুদ্ধ হয়েছিলো সমতা ন্যায়বিচার বৈষম্যহীনতা কিন্ত স্বাধীনতার পর সংবিধানে এসবের অস্তিত্ব নেই ।
গনতন্ত্র সমাজতন্ত্র কিভাবে একসাথে একটার সাথে আরেকটা যায় ?
কিভাবে এক ব্যক্তি প্রধানমন্ত্রী আবার প্রেসিডেন্ট ।পাপেট পার্লামেন্ট সীল মার্কা ।
সেই ব্যাক্তি সংবিধানে লিখলেন প্রেসিডেন্ট জনগনের সরাসরি ভোটে নির্বাচিত হইবেন ।অথচ পার্থক্য মাত্র একদিন তিনি ভোট ছাড়া প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে ফেললেন মাহমুদুল্লাহ কে বাধ্যতামূলক পদত্যাগে বাধ্য করে ।
এরপর শেখ হাসিনা দেশে ফিরে আর এক রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার প্রেসিডেন্ট জিয়াউর রহমান ।অথচ শেখ হাসিনা তার বাবার হত্যার সময় বেলজিয়ামে ছিলেন ।কেনো ইউরোপ ছেড়ে ভারতে এসেছিলো সে ।কিসের জন্য ? যেখানে শেখ রেহানা ইংল্যান্ডে ছিলো এবং দুই বোন একসাথে থাকতে পারতো ।
ভারতের কথা মতো আওয়ামী লীগ চলছে এবং দেশের সর্বোচ্চ ক্ষতি করে গিয়ে ভারতে পালিয়ে গেছে ।বায়তুল মোকাররাম এর খতিব পর্যন্ত যে দলের মানুষ পালায় তারা কবে ভালো হলো কাউকে আজ পর্যন্ত বলতে দেখলাম না ।
এতোদিন ধরে যা হচ্ছে তা দেখে আমার মনে হইছে ছাত্রদের ব্যর্থতার জন্য তারা নিজেরাই দায়ী। ছাত্ররা যখন আন্দোলনে নামছিলো তখন তাদের সাথে অন্য সব দলের মানুষ সাথে ছিলো। ঠিক এই কারনে আন্দলোন এতো বড় আকারে হইছিলো। ছাত্রদের ব্যর্থতার জন্য সমন্বয়করা অনেক অংশে দায়ী। তাদের উচিত ছিলো বর্তমান সরকারকে সাহায্য করা। নাকি একি সাথে সরকারের অংশ হয়ে আবার সরকারের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় আলাদা ভাবে নিজেদের আরেকটা দল গঠনের লক্ষে সভা সমাবেস করা। এতে করে তাদের নিজেদের ভাব মুর্তি খারাপ হইছে। যেকোনো একটা করতো তারা তাহলে সাধারণ ছাত্রদের মনে ও জনগনের মনে তাদের নিয়ে একটা সুচিন্তা কাজ করতো। তাদের অবস্থান ক্লিয়ার তারা নিজেরাই করতে ব্যর্থ হয়েছে। যার কারনে সাধারণ মানুষের কাছে তারা হাসি তামাশার বিষয় হইছে। আর রাজনৈতিক দলগুলা তাদের অবস্থানে ঠিক আছে আমার মনে হয়। তারা তাদের দলের কথা চিন্তা করবে এটাই স্বাভাবিক। আর তার জন্য নির্বাচন চাইবে এটাও স্বাভাবিক। আমার মতে সমন্বয়কদের এতো লাফালাফি করার দরকার ছিলোনা গত তিন মাস। তাদের যদি লক্ষ থাকতো তারা দেশের জন্য কাজ করবে তাহলে হয় সরকারকে তার মতে কাজ করতে দিতো। আর যদি দল গঠন করা তাদের লক্ষ হয় তাহলে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে অন্য দল গুলার মতো সংগঠনের শক্তি সঞ্চয়ের কাজ করতো। দুইটাই একসাথে করতে গিয়ে তাদের আজকের অবস্থা। তাদের বোজা উচিত ছিলো তাদের পিছনে এখন অন্য রাজনৈতিক দল গুলা আর নাই। তাদের ব্যর্থতা আসলে তাদের নিজেদের কারনেই হবে। এখনো কিছুটা যে বাকি আছে তাও থাকবেনা।
ছাত্ররা কিন্তু ক্ষমতার জন্য লড়াই করে নাই বরং তারা চেয়েছিল এমন একটা দেশ যেখানে মানুষের মূল্যায়ন হয় মেধা এবং চরিত্রের ভিত্তিতে। আমার মতে, হা-ভাতে জাতির কাছে এতটুকু আশা করাটাই প্রথম বোকামি।
সরকার কে ২০ বছর দেন....
তাহলে মনে হয় আপনি খুশি হবেন
তারেক রহমান দেশে আসলে ঢাকা এয়ারপোর্ট কে সামলাবে
ছাত্রদল কী করবে!?
খালেদাকে জেলে নেয়ার সময় কে কোথায় ছিলো???
আব্দুস সালাম ফাহাম আসলেই একজন রাজনৈতিক বিশ্লেষক।
ফাহাম অসাধারণ
আসিফ মহিউদ্দিনের সাথেএবং মামুল হকের সহিত আলোচনার অনুরোধ রহিল।