কিভাবে বুঝবেন বাবু বড় হয়ে জিনিয়াস || ডাঃ আহমেদ নাজমুল আনাম || FCPS, MD- Assistant Professor, ICMH

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • ►stay with Me!!
    ►Follow Me on Facebook:
    / aestheticand. .
    ► Join My Followers Group:
    / 33917. .
    ►Subscribe My UA-cam Channel:
    www.youtube.co....
    #Dr_Nazmul_Anam
    #Doctor
    WARNING ANTI PIRACY
    ======================
    This Content Is Original and Copyright Belongs To Dr. Ahmed Nazmul Anam. Any Unauthorized Use, Reproduction, Redistribution Or Re-upload Is Strictly Prohibited Of This Material. Legal Action Will Be Taken Against Those Who Violate The Copyright and Usage Policy.

КОМЕНТАРІ • 491

  • @fahmidafatiha9985
    @fahmidafatiha9985 Рік тому +349

    স্যার আপনি তার মধ্যে অন্যতম একজন☺জিনিয়াস।মায়েদের ৯০% সমস্যা আপনি আপনার ভিডিওর মাধ্যমে সমাধান করে দেন।আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক।

  • @mdabumusaib9459
    @mdabumusaib9459 Рік тому +27

    খেয়াল রাখতে হবে
    আমাদের সবার
    ডক্টর সাহেব এর প্রশংসা করতে গিয়ে
    এমন কিছু না বলি যাতে করে আল্লাহর সাথে শিরক হয়ে যায় ডক্টর সাহেব যথেষ্ট ভালো ও খুব সুন্দর একজন অভিজ্ঞতা সম্পুর্ন সৎ মানুষ উনার মতো ডক্টর প্রত্যেকটা ওলি গলিতে থাকলে আমরা আরও উপকৃত হবো
    সব শেষ এ আমাদের এটা মনে রাখতে হবে উনি এতো বড় ডক্টর হয়েছেন এতো অভিজ্ঞতা সম্পুর্ন হয়েছেন এর কারন এক মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ❤
    ধন্যবাদ সবাইকে

  • @masummasum4755
    @masummasum4755 Рік тому +18

    স্যার আপনার হাসি হাসি মুখের কথা শুনলে মানুষের মনটায় ভালো হয়ে যায়। এটা আল্লাহ পাক আপনাকে একটা বড় গুন দিয়েছেন। আমি আপনার রেফারেন্সে আমার বাচ্চার টিট মেন্ট করছি।

  • @faridkhan9367
    @faridkhan9367 8 місяців тому +7

    আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি আপনি একজন শিশুর বিশেষজ্ঞ এবং জিনিয়াস ডাক্তার

  • @tamannaislam9505
    @tamannaislam9505 Рік тому +21

    আলহামদুলিল্লাহ,,,, আপনি যা বলছেন সব গুলোই আমার বাবুদের মধ্যে আছে,,,

  • @AlokChitro
    @AlokChitro Рік тому +16

    স্যার আপনি যা বললেন তার সবগুলোই আমার ছেলের মাঝে আছে, আপনার কথা শুনে টেনশন মুক্ত হলাম। ধন্যবাদ স্যার।

  • @ahmedjubayer313
    @ahmedjubayer313 Рік тому +6

    দুর যা ইচ্ছা তাই।
    সব বাবুদের এসব চরিত্র একই হয় ছোট বয়সে।
    ভালো হয়েছে বাচ্চাদের বাবা মায়েদের কিছুটা খুশি অনুভূতি পাচ্ছে।😄

  • @backbencher9829
    @backbencher9829 Рік тому +5

    আপনাকে ধন্যবাদ... মাঝে মাঝে বড়রা ছোট হয়ে যায়...সব বাচ্চা তাদের বয়স সুলভ আচরন করতে থাকে কিন্তু আমরা তাদের মত ভাবতে পারি না.. তাই এতো হতাশা আর ভয় তৈরি হয়... আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই কথার মাধ্যমে অনেকের মনে শান্তি আনবে

  • @dulyfarjana3078
    @dulyfarjana3078 Рік тому +5

    আমার বাবুর সাথে আপনার অনেক কথার মিল আছে❤️❤️অনেক কথা বলে অনেক ছুটা ছুটি করে all-time দৌড় এর উপরে থাকে আর অকাজ করে সব সময়। 🥰🥰🥰

  • @amirashikder4316
    @amirashikder4316 Рік тому +9

    আলহামদুলিল্লাহ
    আল্লাহ পাক ভালো জানে আমার মেয়ে কেমন হবে।
    কিন্তু তার মধ্যে আমি মোটামুটি সব গুলো গুন এই দেখতে পাচ্ছি।। সেও কথায় কথায় কান্না করে খুব ইমোশনাল খুব ছটফটে।একটু একটু কথা শিখেছে কিন্তু আলহামদুলিল্লাহ সারাক্ষণ প্রশ্ন।
    আর যতক্ষণ সজাগ থাকবে ততক্ষণই সে তার খেলা নিয়ে ব্যস্ত।
    যারা যারা আমার এই কমেন্ট টাকে দেখছেন দয়া করে আমার মেয়ের জন্য দোয়া কইরেন।

  • @anjudas1915
    @anjudas1915 3 місяці тому +1

    Thank you sir...point gulo mile jachche...soddo kotha bolte শিখছে...কিন্তু আপনি যে পয়েন্ট গুলো বললেন সব গুলো মিলে যাচ্ছে...

  • @3sdximos653
    @3sdximos653 Рік тому +10

    আমার ছোটো মেয়ের বয়স ৩.৬বছর। ও এই সবগুলো দিক থেকেই এক্টিভ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @Rumanacookingvlog
    @Rumanacookingvlog Рік тому +59

    সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য৷ ও জেনো বর হয়ে একজন প্রকৃত মুসলিম হতে পারে৷

  • @mariyeammawa1625
    @mariyeammawa1625 6 місяців тому

    মাশাআল্লাহ স‍্যার আপনাকে দেখতেও বাবুদের মতোই নিষ্পাপ।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।

  • @mahbubshahidshisir4141
    @mahbubshahidshisir4141 Рік тому +21

    To summarize in a nutshell, signs of a genius baby-
    a. Messy eater
    b. More and unconventional curiosity
    c. More emotionally sensitive
    d. Chatter box
    e. High motor activity and movement
    f. More interaction with others and eye contact
    g. High energy

  • @khadizaakter7636
    @khadizaakter7636 Рік тому +4

    আসসালামুয়ালিকুম স্যার আপনি যা যা বললেন এই ভিডিওতে সকল কিছুই আবার মেয়ের মাঝে আছে তো আমি মনে করতাম হয়তোবা ও একটু অতিরিক্ত মাত্রায় দুষ্টামি করে কিন্তু কে টাওয়ার ভালো শুনে অনেক ভালো লাগলো আমি মাঝে মাঝে অধৈর্য হয়ে যায় নিজেকে ধৈর্যশীল ওকে বোঝাবো এগুলো আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভাল রাখুক এই কামনা করি ধন্যবাদ

  • @yeasinarafatvai3516
    @yeasinarafatvai3516 Рік тому +4

    আপনার কথার সাথে আমার বাবুর সবকিছু মিল আলহামদুলিল্লাহ।

  • @purnotapipply5576
    @purnotapipply5576 7 місяців тому

    স্যার আপনার ভিডিও আমি নিয়মিত দেখি।আপনার কথা গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যা বলেন তা সম্পুর্ণ সত্য।

  • @MdSumon-gn6rw
    @MdSumon-gn6rw 6 місяців тому

    ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।
    আমার বাবুর রানিং ১৪ মাস বয়স দিনের বেলায় একদম ঘুমায় না প্রচুর দুষ্টুমি করে আর বিভিন্ন জিনিস ফেলবে আর নষ্ট করবে।আপনার কথা গুলো শুনে খুবই উপকৃত ও চিন্তামুক্ত হলাম।
    আলহামদুলিল্লাহ রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমায়।

  • @_Farjana_Akter_
    @_Farjana_Akter_ 9 місяців тому +2

    কমেন্ট পড়ে দেখি সবার বাচ্চাই জিনিয়াস😊তবে আমার বাচ্চা আমার কাছে অন্য সব বাচ্চার থেকে আলাদা,এত চুপচাপ কোনো কিছু নসটো করে না,বেশি কথা বলে না প্রয়োজনীয় কথা ছাড়া।বয়স ৫ বছর।খুবি সেনসেটিব,অল্পতে কস্ট পায় কেদে দেয়,তবে আয়ওজ হয় না শুধু চোখ দিয়ে পানি পড়বে।যাকে ভালো লাগবে তার সাথেই বেশি মিশবে।এরকম

  • @azizijulhaque8463
    @azizijulhaque8463 Рік тому +8

    আলহামদুলিল্লাহ আমার বাবু আনেক ইমোশনাল এবং আই কন্টাক,এবং চঞ্চল 🥰🥰

  • @subrotohowlader6368
    @subrotohowlader6368 Рік тому +3

    স্যার আপনার কথা গুলো শুনে খুব ভালো লাগলো আমার ছেলের মধ্যে এই সব গুলো জিনিস রয়েছে বিশেষ করে ইমোশনাল, আই কনটাক্ট ওlost of energy

  • @mejbauddinopeu4034
    @mejbauddinopeu4034 11 місяців тому +1

    আলহামদুলিল্লাহ আমার বাবু হালকা পাতলা কিন্তু জানার অনেক ইচ্ছে, অনেক প্রশ্ন করে সারাদিন আমি বিরক্তি হই না সবাই দোয়া করবেন অনেক মেধাবী হতে পারে।

  • @lamiajannat3923
    @lamiajannat3923 Рік тому +2

    স্যার এর কথা গুলোর সাথে আমার বাবুর মিল আছে অনেক গুলো। আমার বাবুর বয়স ১৪ মাস এখনই ওর দাদীকে ধমক দেই।

  • @sritiemon5648
    @sritiemon5648 Рік тому +1

    আমার বাচ্চার মধ্যে প্রায় সব গুলা সাইন ই অল্প অল্প আছে,,তবে সে অনেক বেশি প্রশ্ন কিরে-জানার প্রবনতা অনেক-সব সময় তার মধ্যে কিউরিওসিটি কাজ করে।আলহামদুলিল্লাহ আজকে শান্তি লাগছে

  • @happymomspinkinabadwip132
    @happymomspinkinabadwip132 Рік тому +6

    প্রায় সব গুলোই আমার বাবুর মধ্যে আছে। যদি আমার বাবু খুব বড়ো মানুষ হয় তাহলে আপনার কথা সারা জীবন মনে থাকবে।💐🙏

  • @mamunayasmin6850
    @mamunayasmin6850 Рік тому +5

    আমার মেয়ের বয়স ৮ বছর।ও প্রচন্ড ইমোশনাল। কথায় কথায় কেঁদে ফেলে,প্রচুর কথা বলে,কিন্তু মনের দিক থেকে অনেক সরল।নিজের পড়ার থেকে অন্য বাচ্চাদের পড়ানোর আগ্রহ বেশি।সে টিচারদের মত পড়ায়।পুতুলের সাথে খেললেও সে পড়া লেখা বিষয় নিয়ে খেলে।

    • @md.manikmia3947
      @md.manikmia3947 Рік тому

      তর কথা ভুল এ গুলো এখন সব বাচ্চার মাঝে দেখা যায় ।

    • @afrozamahmud2285
      @afrozamahmud2285 Рік тому

      A😂
      Mvn 4:53 Q

  • @rayhanborkandaz4213
    @rayhanborkandaz4213 Рік тому +1

    Sir amr celer modde apni ja bolcen sob ace Jodi shotti amn hoi Allah kache lako sokreya jeno apnar Kotha sotti hoi...thanks sir ...dowa korben ..

  • @taslimanila8684
    @taslimanila8684 6 місяців тому

    আলহামদুলিল্লাহ আমার বাবুর বয়স ৭ মাস ২ দিন হলো স্যারের বলা কথাগুলো বাবুর মাঝে খেয়াল করি,,সবই ঠিক আছে,, বড় হতে হতে আরও বেশি বুঝতে পারবো ইনশাআল্লাহ

  • @preyoshi19
    @preyoshi19 Рік тому +5

    আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা তাহলে জিনিয়াস হবে ইনশআল্লাহ।

  • @zakiaafrinmow7156
    @zakiaafrinmow7156 Рік тому +7

    আপনাকে আমার এত ভাল লাগে যা বলার বাহিরে

  • @raisa_ahmed
    @raisa_ahmed 9 місяців тому +1

    আমার মেয়ের আড়াই বছর হিসেবে ৪ বছরের বাচ্চার মতো মেধা মাশাআল্লাহ আপনার বলা সব লক্ষণ ওর মধ্যে আছে

  • @alonegirl9522
    @alonegirl9522 Рік тому +2

    আলহামদুলিল্লাহ স্যার আপনার কথার সবকিছুই আমার মেয়ের মধ্যে আছে। আমি সিঙ্গেল মাদার খুব চিন্তায় ছিলাম মেয়েকে নিয়ে। অনেক চনচল মেয়ে আমার আমি খুব বকা দেই মেয়েকে এতো চনচল হওয়ার কারণে তবে আপনার কথায় এখন আমি অনেক কিছু বুঝতে পারলাম ধন্যবাদ স্যার আপনাকে🙏

  • @sejutivlogs531
    @sejutivlogs531 Рік тому +9

    আলহামদুলিল্লাহ আমার বাবার মধ্যে সব টাই আছে।

  • @user-wm5kd3hr3z
    @user-wm5kd3hr3z 10 місяців тому +1

    আমার ছেলের ৮ মাস বয়সের সময় আপনাকে দেখিয়েছিলাম আপনি বলেছিলেন আমার ছেলে অনেক টেটনা 😂
    মাশাআল্লাহ আমার প্রিম্যাচিউর ছেলেটা তার সমবয়সীদের তুলনায় অনেক বুদ্ধিমান আলহামদুলিল্লাহ ❤❤❤

    • @maliha0163
      @maliha0163 10 місяців тому

      আপনার বেবি কত week এ হয়েছিল আপু?

  • @jubairjunaiyed137
    @jubairjunaiyed137 Рік тому +1

    এই ভিডিও দেখে আজ একটু শান্তি লাগতেছে,কারণ ছেলেকে নিয়ে অনেক ছিন্তায় ছিলাম,আপনার কথার সাথে একদম মিল আমার ছেলে,এই ভিডিও না দেখলে আমি কয়েকদিন পর শিশু বিকাশ কেন্দ্রে নিয়ে যেতাম,

  • @MdMunna-gv7xt
    @MdMunna-gv7xt Місяць тому

    ধন্যবাদ স্যার আপনার কথা শুনে মনে হলো আমার ছেলেও ভবিষ্যতে ভালো কিছু করবে আমার তো অনেক ভয় ছিল।

  • @pallabimajumder3746
    @pallabimajumder3746 Рік тому +12

    Sir,I am from India & I am following your video from d 7days of my baby's ......your videos help me a lot for d benifit of my baby...thank u sir a lot❤❤

    • @naj8887
      @naj8887 Рік тому

      Same to you (India)

  • @skways90
    @skways90 Рік тому +1

    মাশাআল্লাহ ❤
    আমার বাবুটার মধ্যে প্রাই সবগুলোই আছে আমি লক্ষ করলাম 🎉
    ধন্যবাদ আপনাকে ❤

  • @sumaiasharna2040
    @sumaiasharna2040 Рік тому +2

    ভালো লাগলো কথাগুলো শুনে। সামনের দিকে এরকম আরো ভিডিও চাই।

  • @Yahya2020.
    @Yahya2020. Рік тому +2

    আমার ছেলের এই বিষয় গুলোতে সব থেকে পিছিয়ে আছে, আমার ছেলের বয়স ২ বছর ৫ মাস, কথা কম বলে, দুষ্টামি কম করে সে খুব খুব ভদ্র ছেলে,আমি সপ্ন দেখি আমার ছেলে আমেরিকার প্রেসিডেন্ট হবে, আমার সোসাইটিতে সব থেকে ভদ্র এবং শান্ত দুইটা বাচ্চা ওয়াল্ড এর নাম্বার ১ ইউনিভার্সিটি হারবার্ড এবং নাম্বার ৩ ইউনিভার্সিটি MIT তে ফুল স্কলার নিয়ে পড়তেছে, তাই আমিও সপ্ন দেখি, কিন্তু আপনার ভিডিও দেখে মন খারাপ হয়ে গেল😢

  • @user-rz6nk8xu8i
    @user-rz6nk8xu8i 2 місяці тому

    হে ঈশ্বর এমন ভালো মানুষকে তুমি দীর্ঘায়ু দান করো

    • @user-rz6nk8xu8i
      @user-rz6nk8xu8i 2 місяці тому

      আমার আয়ু টুকু তুমি তাকে দান করো

  • @nahidaakter7642
    @nahidaakter7642 Рік тому

    স্যার আমার বাবু এসব কাজগুলো করে তবে আমি বিরক্ত হয়ে তাকে থামিয়ে রাখতে চাই।এখন আপনার ভিডিও দেখে মনে ধৈর্য্য রাখছি।

  • @mimmim7103
    @mimmim7103 Рік тому +7

    স্যার আপনার কথা গুলো একদম শুনার মত ধন্যবাদ আপনাকে এডভান্সের জন্য

  • @taslimanasrin5752
    @taslimanasrin5752 Рік тому +1

    আসালামুয়ালাইকুম স্যার এই প্রত্যেক টা গুনিই আমার মেয়ের মধ্যে আছে আপনি যা যা বললেন দুয়া করবেন স্যার আমার মেয়ে যেনো বড় হয়ে বড় কিছু হতে পারে।

  • @sajibkhan9637
    @sajibkhan9637 2 місяці тому

    Apnar kotha gulo sune Mon ta vlo hoye gelo apni jei kotha gulo bollen amr bacchar moddhe pary sob guloi ache.oke niye Ami khub tension e chilam 😢

  • @DreamWorld12977
    @DreamWorld12977 Рік тому +1

    স্যার আপনার কথার সাথে আমার ছেলের সবটা মিলে গেছে,তবে সে গরমে বেশি ছোটুছোটি করলে ঠান্ডা লেগে যায়,তবে কোন অসুখ তাকে থামাতে পারেনা ইনশাআল্লাহ

  • @mdmoynul8906
    @mdmoynul8906 Рік тому +5

    আলহামদুনিল্লাহ অনেক সুন্দর আলোচনা

  • @shoshislifestyle7885
    @shoshislifestyle7885 Рік тому +1

    আলহামদুলিল্লাহ আমার মেয়ে সারাদিন হাজার প্রশ্ন করে। এখন যে প্রশ্ন গুলো করে আমি ভেবে পায় না উত্তর। বলে মা বাড়ি ঘর ইট কাঠ এগুলো কিভেবে তৈরি হলো।

  • @istigfar1886
    @istigfar1886 Рік тому +4

    সুবহানাল্লাহ
    আলহামদুলিল্লাহ
    আমার বাচ্চা দুইটা এরকম।
    স্যার আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হলাম।
    আমি সব সময় এগুলো নিয়ে চিন্তিত ছিলাম। যে আমার বাচ্চারা এতো দুষ্টু কেন?

  • @sharminnipa5688
    @sharminnipa5688 Рік тому

    আমি অনেক টেনশনে ছিলাম আমার বাবুর ইমশন নিয়ে,আপনার কথা সুনে নিশ্চিত হলাম

  • @nasrinsultana8913
    @nasrinsultana8913 Рік тому +1

    আমার দুই ছেলে খুব চঞ্চল এবংআপনার সবগুলো কথা এদের মধ্যে আছে।

  • @sadiamou7793
    @sadiamou7793 Рік тому +5

    আলহামদুলিল্লাহ আমার বাবুর মধ্যে এগুলো সবই আছে

  • @naimurrahman2308
    @naimurrahman2308 Рік тому

    মাশা-আল্লাহ আপনার সুন্দর কথা এবং পরিষ্কার পরিছন্নতা আপনার হাসিখুশি,খুবই বিরল,,,

  • @sabujsathi2400
    @sabujsathi2400 9 місяців тому +1

    আপনার কথার প্রত্যেকটা গুন আমার বাচ্চার ভিতর ১০০% আছে

  • @dustuankhi7358
    @dustuankhi7358 Рік тому +2

    আমার মেয়ের বয়স ২বছর ১০মাস। সুস্থ সবল বাচ্চা জন্ম দিয়েছিলাম আল্লাহর রহমতে। কিন্তু আমার বাচ্চা জন্মের ৬মাসের মধ্যেই খাট থেকে মেঝেতে পরে যায়। আর সেই ৬মাস থেকে এখনো পর্যন্ত ৫০০০বার পড়ে পড়ে মাথায় আঘাত লেগেছে 😭 কথাটা কারোর বিশ্বাস হবেনা হয়তো 😥 কিন্তু এমন দিন গেছে যে আমি ১০,১৫দিন স্নান না করেও শুধু ওর খেয়াল রাখতাম কিন্তু যখন সন্ধ্যায় বাথরুম যেতাম সেই সময় দেখতাম কান্নার শব্দ আর নীচে পড়ে। কিন্তু আমি একবারও ডক্টর এর কাছে নিয়ে যায়নি।আর ডক্টর এর কাছে নিয়ে যাওয়ার কথা বললেও কেও নিয়ে যেতনা। আর আমার মেয়ের এতো বার পরে যাওয়া নিয়ে এখনও আমি খুব চিন্তায় আছি। আলহামদুল্লিলা ও পড়াশোনাই খুবই ভালো। মা এর ৯০%কাজ করে দেয় প্রতিদিন আর নিজের কাজ গুলো তো করেই। ৮০০খানা বাংলা ও ইংরেজি শব্দের ট্রান্সলেট করতে পারে। Aথেকে সব লিখতে পাড়ে। ১থেকে ১০বাংলা ও ইংরেজিতে counting করতে পারে। animal's sound , name identifying করতে পারে। ১০খানা ইংরেজি ছড়া ও ১৮খানা বাংলা ছড়া বলতে পারে। নিজে নিজে অ থেকে ৺পড়ে নেই।fruits,birds, vegitables,colour সবগুলোই বাংলা ও ইংরেজিতে বলতে পারে। নিজে নিজেই স্নান করে, ক্রিম মাখে, নিজে নিজেই খাবার খাই। আর আপনি যে গুণ গুলো বললেন sir সে সব গুলোই ওর মধ্যে আছে। সবাই আমার বাচ্চা র জন্য একটু করে দুয়া করবেন 🙏🙏।

    • @ayeshatinny2912
      @ayeshatinny2912 Рік тому +1

      Ki bolen? 2yrs er baby eto kisu pare? Strange...!!!

    • @dustuankhi7358
      @dustuankhi7358 Рік тому +1

      @@ayeshatinny2912 জি পারে।আরো অনেক কিছু পারে যেগুলো উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। এই চ্যানেল টা মূলত ওকে নিয়েই বানানো। চাইলে ঘুরে আসতে পারেন 🙂।

  • @user-nc2tv1fu8o
    @user-nc2tv1fu8o Місяць тому

    Alhamdulillah amr baby r 7 month running je kono pblm e apnr video dekhei solution pai tnq sir

  • @aaravchandranichoudhuri4562
    @aaravchandranichoudhuri4562 11 місяців тому

    ডাক্তার বাবু আপনার কথা ভীষণ ভাল লাগল।

  • @emamulemamulsarkar3516
    @emamulemamulsarkar3516 5 місяців тому

    স্যার আপনি যে কথাগুলো বললেন যে দিকনির্দেশনা দিলেন ইনশাআল্লাহ আমার মেয়ের মধ্যে সবগুলোই আছে। ওর বয়স এখন ১৮ মাস

  • @skselim4938
    @skselim4938 Рік тому +1

    মাসাল্লাহ এই সব গুলো ধরন আমার মেয়ের মাঝে আছে। অর বয়স ২২ মাস

  • @miraj3200
    @miraj3200 Рік тому

    আসসালামু আলাইকুম আপনার কথার সাথে সব মিলে গেছে আমি আজকে প্রথম ভিডিও দেখলাম আমার ছেলে সারা দিন প্রসনো করে আম্মু এটা কি ওিটা কি বিরক্ত হতাম কিন্তুু স্যার আপনার কথা শুনে অনেক ভালো লাগছে আজকে থেকে আমি আমার ছেলেকে আরো বেশি বেশি ভালোবাসা দিবো কিন্তুু একটা জিনিস ও যখন জা চাইবে সাথে সাথে দিতে হবে সেটা খেলনা হোক আর খাবার জিনিস হোক।

  • @zakirshorafat1007
    @zakirshorafat1007 Рік тому

    আমি এখানে নতুন এসেছি এবং স্যারের এই ভিডিও লেসনটি আমাকে সাসক্রাইভার হতে বাদ্য করেছে। ধন্যবাদ সবাই কে

  • @md.kholilchowdhury
    @md.kholilchowdhury Рік тому +3

    আমার বাবুর মধ্যে একটাও দেখছিনা।সারাদিন চুপচাপ,একা একা থাকতে পচন্দ করে।নিজে যা দেখে তা দেখে করার চেষ্টা করে।আল্লাহ জানে তাকে কোন জায়গায় নিয়ে যাবে।

  • @villagelifewithFarzana
    @villagelifewithFarzana Рік тому +2

    আমার মেয়ের ১৫ মাস, গ্রোথ কম কিন্তু আপনি যা যা বলেছেন তার প্রায় সব গুলা ই সে করে থাকে অনেক চঞ্চল

  • @bdonline6942
    @bdonline6942 Рік тому +2

    স্যার আপনার ভিডিও গুলো দেখে অনেক সমস্যার সমাধান পাই।

  • @Sarmineakterbonna
    @Sarmineakterbonna Рік тому

    স্যার আপনাকে এই তথ্য গুলো দেয়ার জন্য ধন্যবাদ। আমার তিনটা বাচ্চা আর ওদের মধ্যে এই ধরন গুলো আছে। বড় মেয়ে বেশি কথা বলে। মেজো মেয়ে কিছু হলে কান্না করে। ছোট্ট মেয়ে অনেক তুর তুর করে।

  • @zaharadolly3825
    @zaharadolly3825 Рік тому +1

    Alhamdulillah সবকিছু আমার মেয়ের মধ্যে আছে ।সারাদিন রাত শুধু খেলা ধুলা আর প্রশ্ন এটা কি ওটা কি কখনো মা সাজবে তার পুতুলের বিয়া দিবে,পেট কেটে বাচ্চা বের করবে।কত কি বয়স 3 বছর ❤❤।Alhamdulillah

  • @mithuroy3633
    @mithuroy3633 Рік тому

    Sir ami kolkata thaka bolchi , apner kotha suna khub santi pelam ..

  • @Probashijibonitaly
    @Probashijibonitaly 6 місяців тому

    আমার ভাগ্নে আপনার সকল পয়েন্ট এর চাইতে অধিক গুন আছে এবং স্বরনশক্তি অনেক বেশি।ভাগ্নের বয়স যখন ১.৫ বছর আমি তাকে নিয়ে এক জায়গায় গিয়েছিলাম পরের বছর আবার ঐ রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন সে বলেদিয়েছে মামা আমরা কি সেই কাজটা করতে যাচ্ছি আমি সম্পন্ন হতবাক হয়েগিয়েছাল, আলহামদুলিল্লাহ এখন পযন্ত সব বাচ্চার চাইতে আলাদা যানিনা আল্লাহ তাকে কি বানাবো

  • @villagelifemun
    @villagelifemun Рік тому +1

    চমৎকার ভিডিও দেখে নিলাম এবং শেয়ার করে দিলাম👌

  • @shathiakhter8490
    @shathiakhter8490 Рік тому +1

    স্যার আমার বাচ্চা বয়স চার বছর ছয় মাস, সারাক্ষণ শুধু মোবাইল আর টিভি নিয়ে পরে থাকে, অন্য কিছু করার কথা বললে বিরক্ত হয় আমার এখন করনীয় কি,

  • @ISRATJahan-uh8fh
    @ISRATJahan-uh8fh 9 місяців тому

    টানা ১২ টা ভিডিও দেখলাম, খুবই ভালো লাগলো🙂ধন্যবাদ

  • @sabinachowdhurymondal8628
    @sabinachowdhurymondal8628 Рік тому

    Vedio ta sune khub khusi holam..amr babu khub valo ache ata jene...

  • @MdDidar-rm6no
    @MdDidar-rm6no 11 місяців тому

    allah apnk dirgo nek hayat dan korok onk valu opodesh den bina sarte amader onk opokar kortecen valu rakok apnk allah sob somoy

  • @nahidmollah7767
    @nahidmollah7767 9 місяців тому +1

    আস্‌সালামু আলাইকুম ওয়ারাহ্‌মাতুল্লাহ্
    ড. বা গবেষকদের প্রতি সম্মান রেখে বলছি। ওনারা যে theory দিছে তা ১০০% সত্য বা বাস্তবিক নয়। কারো ছেলে বা মেয়ের মধ্যে এই কার্যকলাপ না থাকলে চিন্তিত হবেন না। মনে রাখবেন, আল্লাহর দয়া এবং মা-বাবার পর্যালোচনা, পদক্ষেপ ই বাবুকে শক্তিশালী ও জিনিয়াস করবে। কোন Habit করতে হবে তা শিখতে রাসূল (সাঃ) সুন্নাহ্ শিখান। তাহলে World Most Successful Person সে হবে। ঐ কথাগুলো নিয়ে দুশ্চিন্তা করবেন না। আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী। সব বাবুর প্রতি দোয়া রইলো তারা যেন 'সূরা ফাজর' এর শেষের এর চার আয়াত এর ডাক পায়। (আমিন)

  • @ayeshasiddika4692
    @ayeshasiddika4692 Рік тому +3

    আলহামদুলিল্লাহ স্যার আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আমার ছেলের সঙ্গে আপনার বলা কথাগুলো অনেক মিল রয়েছে। এতদিন ওকে নিয়ে অনেক টেনশনে ছিলাম আজকে আপনার কথা শুনে টেনশন ফ্রি হলাম থ্যাঙ্ক ইউ স্যার।

  • @mohammadabdullahalmamun3867
    @mohammadabdullahalmamun3867 7 місяців тому

    সব যদি নিজে বুঝে ঠিক করে নিবো তাহলে আমার রব আছেন কি জন্য??
    সন্তানের জন্য হালাল ভক্ষনকারী বাবা-মায়ের দোয়াই যথেষ্ট তাকে জিনিয়াস বানানোর জন্য।

  • @user-zj2bo7it8y
    @user-zj2bo7it8y Рік тому

    কক্সবাজার মহেশখালী থেকে সংসারীক এমবিবিএস ব্লগার বলছি অনেক ভালোবাসা নিবেন

  • @tamamani6560
    @tamamani6560 Рік тому +1

    Alhamdulillah sob gula lokkhon e ase amr babu r moddhe

  • @afifaisrat805
    @afifaisrat805 3 місяці тому

    যদি কেও বুজতে পারে তার বাবু জিনিয়াস হবে ,তাহলে তাকে কিভাবে মানুষ করতে হবে তার ওপর একটা বিডিও দিবেন প্লজ।

  • @tamannasultana650
    @tamannasultana650 Рік тому

    আমার ছেলের বয়স ১৫+ ও খাবার নষ্ট করে,দুষ্টামি বেশি করে, মেয়কারি করে,আর আমি রাগ করে কিছু বললেই কান্না করে দেয়,কিন্তু খাবার ঠিক মতো খায় না এই বয়সে বেচে বেচে খাই,একটা জিনিস দুইবার খায় না এটা নিয়ে অনেক চিন্তিত আমি।

  • @ashikmunshi1390
    @ashikmunshi1390 Рік тому +1

    মাশাআল্লাহ আমার ছেলের 18 মাস চলে সবগুলো বৈশিষ্ট্য তার মধ্যে আছে ।

  • @TasnimMixWorlds
    @TasnimMixWorlds Рік тому +1

    Sob gulo amar dui babur vitor achay.Ingsallah khuv valo laglo

  • @kolsumabegum4334
    @kolsumabegum4334 Рік тому +3

    আলহামদুলিল্লাহ
    আমার ছেলের মাঝে সেইম প্রবণতা রয়েছে।

  • @mrpolinbd8431
    @mrpolinbd8431 Рік тому +3

    স‍্যার, 12 থেকে 14 বয়সি ছেলেমেয়েদের নিয়ে কিছু বলুন।
    খুব উপকৃত হব।

  • @kolikoli1556
    @kolikoli1556 Рік тому

    alahamdulillah sir amr babutar o ai sovab gula ace. bises kore besi kotha bola r notun notun jinis gular proti agroho dekhanu ..

  • @user-tn4jc4et8j
    @user-tn4jc4et8j 10 місяців тому

    আলহামদুলিল্লাহ আমার বাবু অনেক বুঝে আলহামদুলিল্লাহ

  • @moonazanvlogs7757
    @moonazanvlogs7757 Рік тому +2

    আপনি যা যা বললেন সবগুলো গুন আমার ছেলের মাঝে আছে,, ওর বয়স ২২মাস

  • @baizidsikdar6871
    @baizidsikdar6871 Рік тому +2

    স্যার, আমার বাবুটার বয়স ২ বছর ৬ মাস। ওর ওজন ১০ কেজি। ১ বছর বয়সেও তার বয়স ছিল ১০ কেজি। একবছরে একটুও ওজন বারেনি। তবে সে তার চেয়ে বড়দেরকে লিডারশীপ দিয়ে থাকে, আর একটা অব্বাস্ সে সব সময় প্রশ্ন জিজ্ঞেস করে।

  • @taniaislam3322
    @taniaislam3322 Рік тому

    আলহামদুলিল্লাহ। জানলাম। দোয়া রইলো স্যার

  • @romansiddik3797
    @romansiddik3797 9 місяців тому

    এমন প্রতিভা সম্পন্ন বাবু অনেক দেখছি। কিন্তু একটাও আইনস্টাইন দেখি নাই😄

  • @miraakter1226
    @miraakter1226 Рік тому +2

    আল্লাহ গো আমার ছেলে এর সবই করে।মাথা কারাপ করে দেয়।আমি তো সয্য করতে না পেরে দেই মার।এখন থেকে আর মারবো না।তবে আল্লাহ আপনি আমাকে আরো অনেক ধৈর্য দেন।

  • @mdshimulhossen166
    @mdshimulhossen166 Рік тому

    আমার, ছেলের বয়স পাঁচ বছর রানিং, কিন্তু সে প্রতি কথায় কথায় কান্নাকাটি করে, কিছু বললেয় তার চোখ দিয়ে পানি পড়ে, প্রতি কথায় কথায় কান্না করে বলে আমার খুব বিরক্ত লাগে, তায় খুব বকি ছেলেকে

  • @farzanasumi8928
    @farzanasumi8928 Рік тому +2

    Khub valo laglo sir , onek kisu janlam .

  • @user-fo2ir6lo8r
    @user-fo2ir6lo8r 6 місяців тому

    আপনার কথা গুলো অনেক ভালো লাগে

  • @aimanahamed3929
    @aimanahamed3929 Рік тому

    স্যার আমার বাবুর ৮ মাস প্রায় শেষ ৯ মাসে হতে চলছে এখনও সে আপুর দিতে পারে না সব কিছুই তার ঠিক আছে। আপনি যে লক্ষন গুলো বলছেন তার অনেক গুলোই তার মাঝে আছে😢😢

    • @aimanahamed3929
      @aimanahamed3929 Рік тому

      স্যার প্লিজ একটা রিপ্লাই দিবেন

  • @SumonGhosh-cp9tv
    @SumonGhosh-cp9tv 6 місяців тому

    চমৎকার ডক্টর সাহেব

  • @emonhossein5679
    @emonhossein5679 Рік тому +1

    স্যার আমার বাবুর বয়স দের মাস।তার মাথাটা পেছনের দিকে বেশ লম্বা এবং সে প্রির্টাম বেবি।এটাকি কোন বিপদ চিহ্ন। এখন আমার করনিয কি?

  • @robi786
    @robi786 5 місяців тому

    স্যার সত্যি আপনি অসাধারণ

  • @Farjananasrin971
    @Farjananasrin971 8 місяців тому

    Alhamdulillah amr celer ai shob royeche...atodin onk birokto hotam akn inshaallah r hobona..