স্বামীর অনিচ্ছায় স্ত্রী কি বাবার বাড়ির সম্পত্তি ছেড়ে দিতে পারবে? ।। Dr. Mohammad Monzur-E-Elahi

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
    পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়
    অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক t.me/monzureelahi
    গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : drive.google.c...
    অফিসিয়াল ওয়েবসাইট লিংক : www.monzureela...
    অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : / drmonzureelahiofficial
    অর্গানাইজেশনসমূহ :
    তাইবাহ একাডেমি : taibahacademy....
    কুল্লিয়াতুল কুরআন : / kulliyatulquran

КОМЕНТАРІ • 76

  • @mohammadhuque9379
    @mohammadhuque9379 6 місяців тому +3

    শেখকে আমি যথেষ্ঠ শ্রদ্ধা ও সম্মান করি। উনার প্রতি শ্রদ্ধা ও সম্মানের সাথে আমি বলতে চাই, আল্লাহ যে বিধান দিয়েছেন তাতেই সবার জন্য মঙ্গল। যাকে যতটুকু দিয়েছেন, তা তার প্রতি আল্লাহর নিয়ামত, ততটুকু নেয়া এবং যাকে যতটুকু দিতে বলেছেন ততটুকু তাকে দেয়াতেই সবার সন্তুষ্ট ও খুশি থাকা আবশ্যক এবং এতেই আল্লাহর রহমত ও বরকত থাকবে, পারিবারিক শান্তি অক্ষুন্ন থাকবে, ইনশাআল্লাহ। আজ যে বান্দা অন্য কারো প্রতি সহানুভূতি বশত স্ত্রী, স্বামী, ও সন্তানের হক অবহেলা করে নিজের পাওনা ছেড়ে দিবেন তাকে ভবিষ্যতে আফসোস করতে হতে পারে!

  • @lilyflower3740
    @lilyflower3740 7 місяців тому +13

    স্ত্রীর উচিত এই সম্পত্তি ভাই অথবা স্বামী কারো না দিয়ে নিজের নামে রাখা। বাস্তব বড় কঠিন।বিফদে টাকা না থাকলে কোরো কাছে পাওয়া যায়না। আবেগে কাজ না করে বাস্তবতা চিন্তা করে কাজ করুন।

  • @m.asarkar2781
    @m.asarkar2781 7 місяців тому +8

    স্ত্রী সম্পত্তি ভাইকে দিলে তা তার ভাই পাবে, পরবর্তীতে ভাইয়ের ছেলে-মেয়েরা পাবে...
    আর এদিকে, স্ত্রীর সম্পত্তি থেকে স্বামীর কথা বাদই দিলাম, তাদের নিজ সন্তান ও তাদের নিজের নাতি-নাতনীরাও বঞ্চিত হবে অথচ এই উত্তরাধিকারের ভাগবন্টনের নিয়ম আল্লাহ প্রদত্ত।
    এমনও দেখা যায়, নিজের অনেক সম্পত্তি কিন্তু সন্তান ও নাতি-পুতিরা তাদের সংসার জীবনে গরীব হয়ে যেতে পারে বা বড় অসুখে পড়তে পারে,,, তখন নিকট আত্মীয় এমনকি ঐ স্ত্রীর ভাইয়ের ছেলে-মেয়েরাও তেমন হেল্প করে না!
    এগুলো স্বামী স্ত্রীদের বিবেচনায় রাখতে হবে!!!
    সম্পত্তি নিজের কাছে রেখে টাকা বাড়িয়েও ভাইকে হেল্প করা যায় বিভিন্নভাবে যেহেতু মানসিকতা ভাল।
    আর এটাই ভাল নিয়ম।
    টাকা না থাকলে একসময় কেউ মূল্য দিবে না... পরবর্তী প্রজন্মকেও ঐ আত্মীয়রা গুণবে না এটা বর্তমানে বেশি হচ্ছে।
    তাই আবেগে নয় বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
    আল্লাহ সবকিছু জানেন।

    • @kmibrahimkhalilullah1162
      @kmibrahimkhalilullah1162 6 місяців тому

      Very true, agree. Vai kei keno help korar proshno ashe. Help tu bon keu kora jai....

  • @shabbir_ahmed_bd
    @shabbir_ahmed_bd 7 місяців тому +10

    স্ত্রীর উচিত অবশ্যই এ সিন্ধান্তে স্বামীর মতামত গ্রহণ করা। এমনটি না হলে স্বামীর নিকট স্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে। বাস্তবতা হলো আমাদের সমাজে বেশিরভাগ পুরুষ নানা ছুতায় বোনদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করে। এমন অসংখ্য ভাই আছে যারা বোনদের এ হক দিতে অস্বীকৃতি জানায়। আর বোনেরাও ভয়ে কিছু বলে না, কেননা চাইলে সম্পর্ক প্রায় শেষ। আর দিলেও সেখানে আন্তরিকার বড় অভাব, খুব অবহেলা এবং নিষ্ঠুরতার সাথে বিষয়টি মিমাংসিত হয়। অথচ, শরীয়তের দৃষ্টিতে এটি খুবই সেনসিটিভ একটি বিষয়। এই হক থেকে বঞ্চিত করার কারণে বাংলাদেশী ইমানদার নারীরা গণহারে জান্নাতে যাবে। বিপরীতে হতভাগা অসংখ্য তাহাজ্জুদ গুজারি ভাইয়েরাও তাদের বোনদের হক না দেয়ার কারণে তাদের গুনাহের ভাগিদার হয়ে বা নিজের সওয়াব বিসর্জন দিয়ে জাহান্নামে যাবে, কতটাই না আফসোস হবে সেদিন, মাআযাল্লাহ্। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তাওফিক দান করেন।

    • @srabonty11
      @srabonty11 6 місяців тому

      Thik. Amar mayer chele o bole wakfo kore dite....tar vassho egula tomra koro nai so tomader neyar kono right nai. Eishob joghonno mentality'r era vabey bon tar vag niye gele sheta tar husband o pabe r etai main karon bon der k bonchito korar. Amar amma chole jawar por sheta amra harey harey ter pacchi!!

  • @user-ud6hv6vk4s
    @user-ud6hv6vk4s 6 місяців тому +3

    মার সম্পত্তিতে সন্তানের হক আছে। তাই সন্তানদের সাথে আলোচনার মাধ্যমে দান করা উচিত।

    • @kmibrahimkhalilullah1162
      @kmibrahimkhalilullah1162 6 місяців тому +1

      Di te hobe keno, sontan er haque nai. Sontan tu oi somoy e na o bujhte pare... jar ja haque se nibe....husband er sampatthi khaite tu khub valo laghe...

  • @identityofallah
    @identityofallah 7 місяців тому +2

    আল্লাহ্ তায়ালা আছেন আসমানে
    মহান আরশের উরধে সমুন্নত,
    সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
    কোথাও কিছু নেই আল্লাহ্র মতো।
    আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥...//////////////

  • @toufiktv1445
    @toufiktv1445 7 місяців тому +5

    আল্লাহ আপনাকে হকদার করল সে হক আপনি ফিরিয়ে দিলেন। তাহলে আল্লাহ না বুঝে আপনাকে হকদার করেছে। দয়া করে উপযুক্ত উত্তর দিবেন।

    • @fazlulmatintouhid6734
      @fazlulmatintouhid6734 6 місяців тому

      মহাজ্ঞানী আল্লাহ পিতার সম্পত্তি কণ্যাদের বন্টন সিস্টেম পবিত্র কুরআনের আয়াতে স্পষ্ট বর্ণনা দিয়েছেন। ভাইদেরকে সম্পদ ছেড়ে দেওয়ার কথা আপনারা কোথায় কোন কিতাবে পেয়েছেন? আল্লাহ নিশ্চয়ই এই সম্পদ মেয়েদের কল্যাণে আয়াতের মাধ্যমে আল্লাহর তরফ থেকে গিফট করেছেন। দয়া করে মমনগড়া ফতুয়া দিয়ে আল্লাহর বিধানের বাহিরে যাবেননা।

  • @prostuti2
    @prostuti2 7 місяців тому +19

    যদি স্বামী তার সব সম্পত্তি তার বোনকে দিতে চায় তাহলে কি স্ত্রীর কোনো মন খারাপ হবেনা? যদি হয়। তাহলে স্বামীকে জাজ করার কিছুই দেখিনা। আর ইসলামে দান করার ক্ষেত্রে সম্পত্তির ১/৩ এর বেশি অংশ দান করতে উদ্বুদ্ধ করা হয়নি বলেই আমার জানা আছে। আল্লাহু আলম।

    • @shahidachoudhury6925
      @shahidachoudhury6925 7 місяців тому

      Shamir Odhikar Ney wife tar shompotti Nea Kichu bolar .,Onno deke Shamir Shompotti Na thakle She Nejer Baccha Kaccha Nea Bipode Porle Ta She Manbe Keno ? Boka Boka Kotha
      Bola Uchit Noy , Ata Allah Pak er Bedhe Deowa SHEMANA . Tar Upore Jaben Na , Allah Pochondo Koren Na. Karon Oi Shompottir Upor Shamir Odhikar Akebarey Ney , Ha Tobe
      Bujea Bole Raji Korar Chesta Kora jete pare , Jur Jobor dosti Allow Noy .

    • @jarjishhossain01
      @jarjishhossain01 7 місяців тому +3

      তাই তো। শায়খ ডঃ ইমাম হোসেন ও এই কথাই উল্লেখ করেছে যে চাইলে সর্বোচ্চ ১/৩ ছাড়তে পারবে। এর বেশি তে অনেকের হক রয়েছে যা নষ্ট হবে।

    • @Mdsohan-on3mp
      @Mdsohan-on3mp 6 місяців тому

      আপনি সঠিক কথা বলেছেন

    • @user-vx9iq9vz5l
      @user-vx9iq9vz5l 6 місяців тому

      যেই লোকটা নিজের সবকিছু স্ত্রী সন্তান সংসারের জন্য বিলিয়ে দিল সেই লোকটাই মুল্যহীন এই মহিলার কাছে?

  • @tarequlislam2133
    @tarequlislam2133 6 місяців тому +1

    এখানে মহিলার সম্পদের উপর মহিলার সন্তানদের হক রয়েছে ভাইয়ের নয় সুতরাং প্রকৃত হকদারের হক না দিয়ে যার হক নয় তাকে দিয়ে দেওয়া কি জায়েজ হবে?? এতে সন্তানদের মতামতের প্রয়োজন আছে অন্যতায় ঠিক হবে না।

  • @truespeech-mohammadalauddi4540
    @truespeech-mohammadalauddi4540 7 місяців тому

    জাজাকাল্লাহ খায়ের সম্মানিত উস্তায❤️

  • @sultanmahmudbinbelal2777
    @sultanmahmudbinbelal2777 7 місяців тому

    Zajakallah Khair From DAMMAM KSA

  • @user-de7zp9uo8b
    @user-de7zp9uo8b 7 місяців тому

    Alhamdulillah. Mashaallah. Zajakallahu khairon

  • @user-ot5ye3sc1n
    @user-ot5ye3sc1n 7 місяців тому +2

    আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন: কোন ব্যক্তি তার সমস্ত সম্পত্তি দান করতে পারেন?

  • @masumkhan7967
    @masumkhan7967 6 місяців тому +3

    স্বামীদের স্বশুরের সম্পত্তির লোভে না পড়ে, নিজের সক্ষমতার জোরে আত্মসম্মান নিয়ে বাঁচা উচিত।

    • @m.asarkar2781
      @m.asarkar2781 6 місяців тому +2

      যেটাকে আপনি স্বশুরের সম্পত্তির লোভ বলছেন সেটা মূলত স্ত্রীর অধিকার ও পরবর্তীতে সন্তানদের অধিকার এটাই আল্লাহর দেয়া নিয়ম লোভ নয়।

    • @zakirhossen1111
      @zakirhossen1111 6 місяців тому +1

      আমাদের দেশে এইটা একটা ভুল ধারনা । এইটা স্ত্রীর আধিকার ।। একজন স্ত্রী যদি বলে, স্বামীকে -নিজের পায়ে দ্বাড়াও বাপের সম্পত্তির লোভ করবে না !!! এইতা ভাল হয় না!!

  • @letsfun395
    @letsfun395 7 місяців тому +2

    বর যদি তার সম্পত্তি ভাইয়ের নামে লিখে দেয় তখন বউ এর কেমন ফিল হবে 😂

  • @mahbubhasansiddiquee2976
    @mahbubhasansiddiquee2976 6 місяців тому

    আসসালামু আ'লাইকুম, সন্মানিত শায়খ, পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে মুসলিম আইন অনুযায়ী সম্পদ অর্জন, অধিকার এবং সংরক্ষণের বিষয়ে জানতে চাই।

  • @sujun3490
    @sujun3490 7 місяців тому

    জাজাকাল্লাহু খায়ের

  • @habiburrahmanchowdhuryzave263
    @habiburrahmanchowdhuryzave263 6 місяців тому +1

    লেজ না লাগাইয়া সরাসরি দুই তিন কথায় শেষ করতে পারতেন বলে মনে হয়। স্ত্রীর ভরন পোষন স্বামীর জন্য ফরজ। স্ত্রীর সম্পত্তি স্বামীর জন্য ফরজ না। এখানে মনোমলিন‍্যর কি আছে? স্বামী যদি অর্থব‍্য অসহায় নিষ্কর্মন‍্য হয় তাহলে স্ত্রী সহযোগিতা করতে পারে।

  • @rimonarfin260
    @rimonarfin260 7 місяців тому

    MashaAllah ❤

  • @omartahchin
    @omartahchin 7 місяців тому

    জাঝাকআল্লাহু খয়রন

  • @imranchowdhury4760
    @imranchowdhury4760 7 місяців тому +2

    আমার প্রশ্ন হলো পুরুষ যদি 1/3 অংশের বেশি দান করলে উত্তরাধিকারীদের প্রতি অবিচার করা হলে তাহলে কেন স্ত্রী সমস্ত সম্পত্তি তার ভাইকে অথবা দান করলে উত্তরাধিকারীদের অবিচার হবে না ? এক্ষেত্রে কেন 1/3 অংশ বেশী স্ত্রীর সম্পত্তি তার ভাইকে বা অথবা দান করলে অবিচার করা হবে না উত্তরাধিকারীদের প্রতি ?

    • @shahidachoudhury6925
      @shahidachoudhury6925 7 місяців тому +2

      Wife er Shompottir Upor Karo Odhikar
      Ney , Jitodin She Jibito Thakbe , Shami
      Ba Shontan Chailey Hobe Na . Ay Shompotti Allah Nerdgarito Kore Deachen
      Ja te Akjon Baba’r Maye Baba na Thakle
      Koste Na Pore , Ay Shompotti Shami ,Bhai
      Shontan karor e right ney Jur kore nebar .
      Khushi /Ecchay Dea dele Khub Valo , Nahole Noy. Narir Safety’r jonnoy Allah ay
      Hukum Jari Korechen .

    • @imranchowdhury4760
      @imranchowdhury4760 7 місяців тому

      @@shahidachoudhury6925 আমি আপনার পুরোপুরিই একমত । আমি শুধু জানতে চাচ্ছি 1/3 অংশের বেশি দান করলে বা কাউকেই দিলে উত্তরাধিকারীদের অবিচার হবে কি না ? হোক সে পুরুষ বা মহিলা ! শরীয়াহ জানতে চাচ্ছি কোরআন ও হাদিসের আলোকে ।

  • @rajumandal5445
    @rajumandal5445 7 місяців тому

    মাশাল্লাহ্ ❤❤❤❤

  • @salehakram7614
    @salehakram7614 6 місяців тому +3

    আমি সম্মান সহকারে আপনার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি।

  • @hasannannu642
    @hasannannu642 6 місяців тому +1

    পরামর্শ হুজুরের নিজের। যা নারীদের ক্ষমতায়নের বিপরীত।

  • @shaikh5109
    @shaikh5109 4 місяці тому

    আমার পিতা আমাদের অনুমতি ছাড়া জমি বিক্রি করতে পারে হাদীস

  • @syedazim9581
    @syedazim9581 6 місяців тому +1

    এক্ষেত্রে স্ত্রী মারা গেলে তার অরীশ যারা তাদেরকে ঠকানো হল। হুজুর যেটা বলেছেন কোরআনের আলোকে বলেননি তিনি সমাজে প্রচলিত আইনের কথা বলেছেন। যেটা সঠিক নয়। এমনটি হলে একটি ছেলেও তো তার সন্তানদেরকে তার সম্পত্তি না দিয়ে ভাইদেরকে দিয়ে দেবে সে ক্ষেত্রে কি এটা কোরআনের আলোকে জায়েজ হবে।

  • @ayeshaislam8763
    @ayeshaislam8763 7 місяців тому +2

    Huzur apnara ato sobirodhi kotha bolen keno? Amar husband et sompottir hiseb or husband kake ki dicche seta janar Jodi kono right na thake, tahole Amar sompottite tar right thakbe keno? Ami babar barir sompotti kake dilam, na bikri korlam tate husband er problem Hobe keno? Apnader kotha shudhu mohilader biruddhe?!!

    • @kmibrahimkhalilullah1162
      @kmibrahimkhalilullah1162 6 місяців тому

      Apni apnar sampatthi apnar kache rakhben and apnar santan der diben. That is right... ar vai bon eke onno ke help korbe. That's it. Ar vai ke diben keno, vai biye korar por apnare thappor dibo 😅

  • @moktadirsamin2677
    @moktadirsamin2677 Місяць тому

    আমার সম্পত্তি আমার ভাইকে দিলে। সন্তান ও স্বামীর ওয়ারিস ফাঁকি দিয়ে আর পাপ হবে কি না।

  • @sakilkhan-ul7he
    @sakilkhan-ul7he 6 місяців тому

    আলহামদুল্লাহ খুব সুন্দর আলোচনার

  • @jamalmia2200
    @jamalmia2200 6 місяців тому

    ইচ্ছে করলেই সব কিছু করা যায় না এবং করা ঠিক না

  • @bodrulalamsheikh7270
    @bodrulalamsheikh7270 Місяць тому

    স্ত্রী যদি ভাইকে দান করেন, তাহলে স্ত্রী'র সন্তান দের বঞ্চিত করছে কিনা? স্বামী তার ভাইদের ওয়ারিশ সম্পত্তি দিয়ে দিলে স্ত্রী অসন্তোষ হবে কিনা?

  • @rashedulislam-lk7vb
    @rashedulislam-lk7vb 5 місяців тому

    যেহেতু স্ত্রীর ভায়ের প্রতি বেশি টান বা ভালোবাসা তাহলে সে স্বামীর সংসার ছেরে ভায়ের কাছে চলে গেলেই হয়। স্বামীর অন্য ধ্বংস করছে কেনো?

  • @abutaleb6210
    @abutaleb6210 6 місяців тому

    আমি তো জানি দানে নিয়ম আছে সর্বাধিক এক তৃতীয়াংশ।

  • @sultanarazia4844
    @sultanarazia4844 7 місяців тому

    ধন্যবাদ হুজুর। আমার মনে হচ্ছে ইসলামী ধারায় সঠিক ধারাটাই বলেছেন। তবে সমঝোতা ও শান্তি আনে। ধন্যবাদ আপনাকে। মনে হচ্ছে আপনি চিরাচরিত হুজুর দের মত অন্ধকার নেই। আপনাদের মত সত্যিকারের হুজুর ই ইসলাম ধরে রাখতে পারবেন। ১৪০০ বছর ধরে অধিকাংশ হুজুর গন ইসলামকে অনেক ভূলভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আসছে। এখানে সম্পতির প্রসঙ্গ মনে হচ্ছে এই ভদ্রমহিলা আনবে না কেন ? কিন্তু ইসলাম ও মানবিকতা কি বলছে সেই সিদ্ধান্ত ই সঠিক।

  • @md.golamfaruque3819
    @md.golamfaruque3819 6 місяців тому

    স্ত্রীর প্রাপ্য ওয়ারিশ তার ভাই বা বোনকে দিতে পারে। তবে আইনী প্রক্রিয়ার মাধ্যমে। মুখে মুখে ছেড়ে দেয়া বৈধ নয়।

  • @shantaharcsdbogra6319
    @shantaharcsdbogra6319 6 місяців тому

    হুজুর ভালবাসা এবং কিছু বিবেচ্য বিষয় বললেন, কিন্তু আরো বিবেচ্য বিষয় আছে যে, স্ত্রী সম্পত্তি ভবিষ্যত হকদার স্বামী ও সন্তানগন, আর অন্য দিক স্বামীর ক্ষেত্রে ভালবাসা, দায়িত্ব-কর্তব্য বলতে কিছু বিবেচনায় থাকে না সম্পত্তি দুরের কথা, স্বামী তার পিতা মাতা, ভাই বোন , রক্তের সম্পর্কে র ব্যক্তিদের সাথে সামান্য ভাল আচরণ করতে গেলে স্ত্রীর কি শুরু হয়ে যায়। সে সম্পর্কে একটু বলুল। ইসলামের দৃষ্টিতে । তাহলেই বুঝতে পারবেন সমস্যা কথায়।

  • @shanulabiba9126
    @shanulabiba9126 7 місяців тому

    Ashun shobi salat kayem kori

  • @nature8460
    @nature8460 7 місяців тому

    ভুল বুঝাবুঝির সমস্যাই যদি ধরা হয় তাহলে তো কোনো ছেলের দ্বিতীয় বিয়ে স্ত্রী এর ইচ্ছা ও তাদের সন্তান সন্ততির ইচ্ছা অনুযায়ী হওয়া উচিত। একজন ছেলে যদি বেশিরভাগ আয় তার বাবা মা কে দিয়ে দেন সেক্ষেত্রে ও স্ত্রী এর পরামর্শ নেয়া উচিত।আসলে ছেলেরা নিজেদের চলার জন্য যেসব ফতোয়া দরকার সেগুলো তৈরীতে বেশি মনোযোগী

  • @safwanahmedsahilsahil9164
    @safwanahmedsahilsahil9164 6 місяців тому

    অনেক ধন্যবাদ যে,আপনি অনেক সুন্দর করে বিষয়টি বুঝিয়ে দিলেন। এটা উভয় ক্ষেত্রেও যদি এই রকম হয় তাহলে উচিত হবে স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমীন

  • @kmibrahimkhalilullah1162
    @kmibrahimkhalilullah1162 6 місяців тому

    Ei jonno hanafi majhab is the best

  • @mostafizurrahman8875
    @mostafizurrahman8875 7 місяців тому

    জনাব, কোন বাবা ত তার সম্প্রতি অংশীদারদের বন্চিত করে অন্যকে লিখে দিতে পারে না। তবে সে একতৃতীয়াংশ ওশিয়ত করতে পারে। ঐ স্ত্রী তার ওয়ারিশদের (স্বামী, ছেলে মেয়ে) বাদ দিয়ে ভাইকে লিখে কিভাবে দিবে? এই ফতোয়া প্রচার হলে স্বামী স্ত্রীর সম্পর্কের ফাটল ছাড়া আর কিছু অবকাশ থাকবে?

    • @arifinisahmed
      @arifinisahmed 6 місяців тому

      Shami to Stri er warish na. Uni to vul kisu bolennai. Uni bolechen jar sompotti tar odhikar kintu alonchona kora uchit.

  • @md.yeakubali8417
    @md.yeakubali8417 6 місяців тому

    🎉😂😊😅😮😂😊😅😮😢🎉😂
    Allah has not allowed his servants to donate more than one third of his/her property to any one depriving own heirs/children .How mufti sb. give such confusing fotwa ?

  • @hanifchokder2996
    @hanifchokder2996 6 місяців тому

    এমন বদান্যতাসম্পন্ন বোনদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি কি পৈত্রিক ওয়ারিশ ফিরিয়ে দিয়ে আপনার সন্তানদের (যদি থাকে) তাদের মায়ের দিক থেকে প্রাপ্য ওয়ারিশ থেকে বঞ্চিত করছেন না?????????????

  • @mahfujurrahman7582
    @mahfujurrahman7582 6 місяців тому

    শায়েখ প্রকৃত জ্ঞানী নয়।

  • @zahirkhan4576
    @zahirkhan4576 7 місяців тому

    এখানে ভুল বুঝাবুঝির কিছু নেই। স্বামী চান না দিতে। স্ত্রী চান দিতে। এখানে তো কথা বলে সমাধান করা যায় না। স্ত্রী যদি সম্পদ নিজের জন্য না ব্যবহার করেন, তাহলে সেটার উপর সর্বোচ্চ অধিকার থাকে স্ত্রীর সন্তানদের। এখন স্ত্রী যদি মনে করেন উনার স্বামী সন্তানদের যথেষ্ট দিয়েছেন এবং ভবিষ্যতেও দিয়ে যাওয়ার ক্ষমতা আছে, তাহলে সেই স্ত্রী উনার ভাইকে দিতেই পারেন। এখানে স্বামীর দাবি অযৌক্তিক। কিন্তু এটাও মনে রাখতে হবে স্বামী যদি যুক্তি না বুঝে পরিবারে অশান্তি আনেন, সেটা বাচ্চাদের জন্য অতি ক্ষতিকর, যেটা বাচ্চাদের উপর সারা জীবনের জন্য খারাপ প্রভাব আনতে পারে। স্ত্রী যদি বুদ্ধিমতি হন, এই ক্ষেত্রে পরিবার এবং সন্তানদের শান্তি ও মঙ্গলকে প্রাধান্য দিয়ে স্বামীর কথা উনার মেনে নেওয়া উচিৎ।

  • @shakhawatali213
    @shakhawatali213 6 місяців тому

    Apnai right answer dite paren na. Ghure pasae Bolen keno?
    Na parle bolen Janina.. Wife. Without husband permission tar Vai ke dete paeben ki parbe na.

    • @alihasan6306
      @alihasan6306 6 місяців тому

      ভাই পরামর্শ করা সুন্নত, তাই নিজের খেয়ালখুশিতে করা অনুচিত আর স্ত্রির সম্পদের হকদার ১/তার স্বামি (যদি সম্পদশালি না হয়)২/তার সন্তান সন্ততি ৩/ তার ভাইবোন নিকট আত্মীয়, তবে অগ্রধিকার তার নিজ পরিবার এর।

  • @gamerjonno1236
    @gamerjonno1236 7 місяців тому +4

    কোন পুরুষ যদি কারো উপর খুশি হয়ে তার সমস্ত সম্পদ তার প্রিয় কাউকে দান করে দেন (অন্য স্ত্রীর সন্তান কে) এবং এই কাজটা যদি অন্যায় হয়ে থাকে তবে ঐ মহিলার‌ও অন্যায় হবে যদি সে তার প্রিয় ভাইকে তার সমস্ত সম্পদ লিখে দেয়।
    কারন সে তার সন্তানদের হক্ব নষ্ট করেছে

    • @shahidachoudhury6925
      @shahidachoudhury6925 7 місяців тому +3

      Akebarey Na , Karon Bap er Odhikar Ney Shontan der Maje Bived Korar , Korle Gunah .
      R wife er Shompotti Shudhu Matro Tar Ate Jur Kore Nete Chile Shami Bhai Je Keu Gunah gar Hoben . Shontan er Daetto Baba’r (Financially) Maa er Noy . Jodi Baba thake Tobe .

    • @anwarmamun2020
      @anwarmamun2020 7 місяців тому

      Don’t apply logic, apply sharia.

  • @mdrashedhawaladar5606
    @mdrashedhawaladar5606 6 місяців тому

    আমি আপনার কথাকে দ্বিমত করছি পরামর্শ মানে একজনের হক আর একজনকে দিয়ে দেওয়া মানে ইয়ারকি করেন আপনাদের কাছে অনেক কিছু যা জানার আমাদের আছে কিন্তু ইয়ার্কি বাক্যগুলা ব্যবহার করবেন না স্বামীর কাছে পরামর্শ করে দিয়ে দিবে মানে ওখানে হক রয়েছে করেছে এতিম মিসকিনের হক হয়েছে আর দান করার দানের বোঝেন কি গুরু গুরুত্বহীন কথাগুলোকে আর স্বার্থপর নিঃস্বার্থের জন্য অনেক কিছু হাইড করে

  • @mahmudulsumon-ov2mb
    @mahmudulsumon-ov2mb 6 місяців тому

    আমরা আমাদের সম্পত্তি ভাগ করার সময় আমাদের চার বোনদের সাথে এক সাথে বসে আমরা তিন ভাই আমাদের বোনদের সম্পত্তি বুঝিয়ে দিয়েছি, বোনেরা তিনদিন পর আমাদের তিন ভাই কে ডেকে তাদের চারজনের সম্পত্তি আমাদের সমান ভাবে ভাগ করে নিতে বলেছে এবং বোনেরা বলেছে তাদের সন্তানেরা কোনোদিন এই সম্পত্তির দাবি করবেনা।
    বোনেরা বলেছে ভাইদের কাছে এসে বেড়াবে এটাই তাদের প্রত্তাসা।

  • @user-ot5ye3sc1n
    @user-ot5ye3sc1n 7 місяців тому

    আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন: কোন ব্যক্তি তার সমস্ত সম্পত্তি দান করতে পারেন?