"অবিশ্বাসিরাকি দেখেনা আসমান এবং জমীন একসাথে মিশেছিলো, অতপর আমি এগুলোকে আলাদা করে দিয়েছি"--(আল কোরআন) " আমিই সৃষ্টি করেছি বিশ্বভ্রম্মান্ড, আমিই এর সম্প্রসারণ কারি"--(আল কোরআন) "আমি সবকিছু শুন্য থেকেই সৃষ্টি করেছি"--(আল কোরআন)
১৫০০ বছর আগেই বিগব্যাংগ সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআনে বর্ননা করেছেন,, এই মহাবিশ্ব একটি বিন্দুতে ছিল, পরে আমি তা আলাদা করে দিলাম (সুরা আম্বিয়া/৩০) সুবহানাল্লাহ, আল্লাহু আকবার
@Tech Bazaar মালায়নদের গুরু তো জাকির নায়েকের সাথে তর্ক করে কোরআনের কোন ভুল পায় না তাহলে মালায়ন, অশিক্ষিত, মূর্খ, বর্বর, গুলো কি তাদের ঐ গুরু/গরু থেকে বেশি বুঝে?? মালায়নদের কাছে প্রশ্ন। তোমাদের ধর্মগুরু তো আজ পর্যন্ত কোন ভুল ধরতে পারলো না, আর জাকির নায়ক তো তোমাদের সামনে তোমাদের ধর্মের ভুল ধরলো এগুলো দেখ না বেটা মালায়ন?? তোমরা এই youtube, আর Facebook এই সবেই পারো, আর কোথাও/ অফিসিয়ালি তোমাদের এই ভন্ডা ধর্ম নিয়ে নিয়ে কথা বলে হারাতে পারো না পারলে তোমাদের গুরু না গরু ওকে বইলো জাকির নায়ককে যুক্তিতে হারাতে বেটারা আসে youtube কমেন্ট করতে টিভিতে হেরে youtube আসো জ্বালা মেটাতে মালায়ন রা?? মুত খা গরুর মুত খাইলে মানুষ হবি নইলে মালায়ন ই থাকবি।
কিছু মনে করবেন না ভাই। এস্ট্রোলজি নয় ওটা এস্ট্রোনমি হবে। এস্ট্রোলজি হল জ্যোতিষবিদ্যা যেটা দ্বারা ভাগ্য গননা করে। আর এস্ট্রোনমি হল জ্যোতির্বিজ্ঞান যেটা মহাবিশ্ব নিয়ে গবেষণা করে।
Prem kumar,,,apni ja lekhsen tar 1 tao mil nai Quran ar Hadith er sathe,,,ami apnar sobgula reference milaysi,,,common muslim ra apnar dewa 1 ta reference dekhey bujhbe,,,,seta holo 112:23/24,,,ekhane 112 no chapter holo surah Eklas jar ayah or verse matro 4 ta,,,ar apni 23/24 likhsen,,,ar oi chapter e apni ja likhsen tar kono explaination/theory kisui nai,,,Apni apnar vul sudhre nen,,,nahole sobay bujhbe apni pagol
ভাই! আপনি খুব সুন্দর সুন্দর উদাহারণ দিয়ে আমাদের ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্বকে বুঝাতে চেস্টা করছেন!আপনাকে অনেক ধন্যবাদ। কিন্ত এগুলো বুঝার জন্য লজিকের প্রয়োজন আছে!যা সবার নেই।
21:30 أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوٓا أَنَّ السَّمٰوٰتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ Bengali - Bayaan Foundation যারা কুফরী করে তারা কি ভেবে দেখে না যে, আসমানসমূহ ও যমীন ওতপ্রোতভাবে মিশে ছিল*, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না? * আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র ও পৃথিবী ইত্যাদি পৃথক সত্তায় ছিল না; বরং সবকিছুই ওতপ্রোতভাবে মিশে ছিল। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণার সমষ্টি। পরবর্তীকালে মহাবিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ও গ্রহসমূহ সৃষ্টি হয়। এটিই বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরী। সূরা আম্বিয়ার ৩০ তম আয়াতে আল্লাহ তায়ালা ১৪০০ বছর আগে লিখেদিয়েছেন।😍
mdnasir khan ভাই আপনার কথাটি এক মহাসত্য কথা।আল্লাহ আমাদেরকে তওফিক দান করুক যেন পাপ কাজ থেকে বিরত থাকতে পারি ।আপনাকে অবিনব ধন্যবাদ এমন একটি কথা সবার সামনে তুলে ধরার জন্য।। ☝👍👍
আমার গীতাও তাই বলেছে। তাহলে আর কি গবেষণা বন্ধ করে দিলেই তো হয় তাই না কারণ কোরআন গীতা তো সবই বলে দিয়েছে এমন কি এই সব বই গুলুকে বলা হয় সবচেয়ে বড় বিজ্ঞান। কিন্তু আফসোস আজ পর্যন্ত এইসব বই পড়ে কেউ সামান্য একটা লেখার কলম ও আবিষ্কার করতে পারে নি রকেট আবিষ্কার তো অনেক পরের ব্যাপার। ভাই আমিও আল্লাহ কৃষ্ণ এনাদের সবাইকেই মানি। তাই বলে মানুষের সৃস্টি বিজ্ঞান কে কোনোভাবেই অস্বীকার করতে পারি না।
বড় ভাই আপনার কথা গুলো খুব ই গুরুত্বপূর্ণ! এবং প্রত্যেকটা কথাই ইউনিটি আছে!একেবারে ব্রেন কে ঝাঁকিয়ে দেওয়ার মত!যারা হৃদয়ের কান দিয়ে শুনবে তারাই বুঝতে পারবে।ধন্যবাদ আপনাকে,এরকম সায়েন্টিফিক ভিডিও দেওয়ার জন্য।
ﻭَﻣَﺎ ﺧَﻠَﻘْﻨَﺎ ﺍﻟﺴَّﻤَﺎﺀ ﻭَﺍﻟْﺄَﺭْﺽَ ﻭَﻣَﺎ ﺑَﻴْﻨَﻬُﻤَﺎ ﻟَﺎﻋِﺒِﻴﻦَ আকাশ পৃথিবী এতদুভয়ের মধ্যে যা আছে, তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি। Not for (idle) sport did We create the heavens and the earth and all that is between! ﻟَﻮْ ﺃَﺭَﺩْﻧَﺎ ﺃَﻥ ﻧَّﺘَّﺨِﺬَ ﻟَﻬْﻮًﺍ ﻟَّﺎﺗَّﺨَﺬْﻧَﺎﻩُ ﻣِﻦ ﻟَّﺪُﻧَّﺎ ﺇِﻥ ﻛُﻨَّﺎ ﻓَﺎﻋِﻠِﻴﻦَ আমি যদি ক্রীড়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম, তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম, যদি আমাকে করতে হত। If it had been Our wish to take (just) a pastime, We should surely have taken it from the things nearest to Us, if We would do (such a thing)! ﺑَﻞْ ﻧَﻘْﺬِﻑُ ﺑِﺎﻟْﺤَﻖِّ ﻋَﻠَﻰ ﺍﻟْﺒَﺎﻃِﻞِ ﻓَﻴَﺪْﻣَﻐُﻪُ ﻓَﺈِﺫَﺍ ﻫُﻮَ ﺯَﺍﻫِﻖٌ ﻭَﻟَﻜُﻢُ ﺍﻟْﻮَﻳْﻞُ ﻣِﻤَّﺎ ﺗَﺼِﻔُﻮﻥَ বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্ণ-বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছ, তার জন্যে তোমাদের দুর্ভোগ। Nay, We hurl the Truth against falsehood, and it knocks out its brain, and behold, falsehood doth perish! Ah! woe be to you for the (false) things ye ascribe (to Us). ﻭَﻟَﻪُ ﻣَﻦ ﻓِﻲ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﺍﻟْﺄَﺭْﺽِ ﻭَﻣَﻦْ ﻋِﻨﺪَﻩُ ﻟَﺎ ﻳَﺴْﺘَﻜْﺒِﺮُﻭﻥَ ﻋَﻦْ ﻋِﺒَﺎﺩَﺗِﻪِ ﻭَﻟَﺎ ﻳَﺴْﺘَﺤْﺴِﺮُﻭﻥَ নভোমন্ডল ও ভুমন্ডলে যারা আছে, তারা তাঁরই। আর যারা তাঁর সান্নিধ্যে আছে তারা তাঁর ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না। To Him belong all (creatures) in the heavens and on earth: Even those who are in His (very) Presence are not too proud to serve Him, nor are they (ever) weary (of His service): Go to: Top 10 20 30 40 50 60 70 80 90 100 110 ﻳُﺴَﺒِّﺤُﻮﻥَ ﺍﻟﻠَّﻴْﻞَ ﻭَﺍﻟﻨَّﻬَﺎﺭَ ﻟَﺎ ﻳَﻔْﺘُﺮُﻭﻥَ তারা রাত্রিদিন তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না। They celebrate His praises night and day, nor do they ever flag or intermit. ﺃَﻡِ ﺍﺗَّﺨَﺬُﻭﺍ ﺁﻟِﻬَﺔً ﻣِّﻦَ ﺍﻟْﺄَﺭْﺽِ ﻫُﻢْ ﻳُﻨﺸِﺮُﻭﻥَ তারা কি মৃত্তিকা দ্বারা তৈরী উপাস্য গ্রহণ করেছে, যে তারা তাদেরকে জীবিত করবে? Or have they taken (for worship) gods from the earth who can raise (the dead)? ﻟَﻮْ ﻛَﺎﻥَ ﻓِﻴﻬِﻤَﺎ ﺁﻟِﻬَﺔٌ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠَّﻪُ ﻟَﻔَﺴَﺪَﺗَﺎ ﻓَﺴُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺮْﺵِ ﻋَﻤَّﺎ ﻳَﺼِﻔُﻮﻥَ যদি নভোমন্ডল ও ভুমন্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত, তবে উভয়ের ধ্বংস হয়ে যেত। অতএব তারা যা বলে, তা থেকে আরশের অধিপতি আল্লাহ পবিত্র। If there were, in the heavens and the earth, other gods besides Allah, there would have been confusion in both! but glory to Allah, the Lord of the Throne: (High is He) above what they attribute to Him! ﻟَﺎ ﻳُﺴْﺄَﻝُ ﻋَﻤَّﺎ ﻳَﻔْﻌَﻞُ ﻭَﻫُﻢْ ﻳُﺴْﺄَﻟُﻮﻥَ তিনি যা করেন, তৎসম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞাসা করোُ তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ করেছে? বলুন, তোমরা তোমাদের প্রমাণ আন। এটাই আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পুর্ববর্তীদের কথা। বরং তাদের অধিকাংশই সত্য জানে না।ُْ আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি, তাকে এ আদেশই প্রেরণ করেছি যে, আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। সুতরাং আমারই এবাদত করো।ُّْ তারা বললঃ দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে। তাঁর জন্য কখনও ইহা যোগ্য নয়; বরং তারা তো তাঁর সম্মানিত বান্দা।ُ তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তাঁর আদেশেই কাজ করে।ﻥَ তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে, তা তিনি জানেন। তারা শুধু তাদের জন্যে সুপারিশ করে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তাঁর ভয়ে ভীত।ﻦَ তাদের মধ্যে যে বলে যে, তিনি ব্যতীত আমিই উপাস্য, তাকে আমি জাহান্নামের শাস্তি দেব। আমি জালেমদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি।ْﻥَ কাফেররা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না?ﻥَ আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি, যাতে তারা পথ প্রাপ্ত হয়।ُﻥَ আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি; অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয়।ٌّ َُْﻥ তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে।
আপনি একবার বললেন Nothing টাও একটা কিছু। আবার শেষে বললেন সবকিছুই 'কিছুনা' থেকে এসেছে। কিন্তু এর Equal টা বলে যাননি। সেটা হলো সবকিছুই কিছু 'একটা' থেকে এসেছে। আর সেই কিছু 'একটা' হলো, God বা খোদা।
এতদিন আমি যা ভিডিও দেখেছি আপনাদের তৈরি ভিডিও সবথেকে উল্লেখযোগ্য এবং খুবই সুন্দর। এই ভিডিও যে স্পিকার অর্থাৎ যার গলা দ্বারা আমরা ভিডিওটা শুনতে পাই সবথেকে আকর্ষণীয় তার কথা বলা এবং আওয়াজ । সত্যিই খুব সুন্দর । এরকম ভিডিও আরো বানান plz।
@Some One bro, religion believe করো না সমস্যা নায়..তবে, তুমি মানো বা না মানো religion থাকার কারনেই এই পৃথিবীর মানুষগুলো এখনো টিকে রয়েছে..পৃথিবী থেকে religion এর প্রতি believe উঠে গেলে হয়তো মানুষের মাঝে হানাহানি শুরু হয়ে যাবে।
@Some One তূই তো কুত্তার চনুও না আর তুই বিশ্বাস না করাতে কারো বাল ফালানি নাই তোর মত কত চনুর বাল আসছে আর গেছে আসবে আর যাবে তোদের ফালতু জ্ঞান এই তোদের বিপদের কারণ যখন মৃত্যুর সম্মুখীন হবি তখন আমাকে এক বার গালি দেওয়ার সুযোগ পাবিনা ।
আরে ভাই আপনি বললেন আমরা শুনলাম। কিন্তু আপনি এটা ভাবেন না আমাদের অস্তিত্ব হল কোথা থেকে। এই সব কিছুরই সৃষ্টিকর্তা আছে তিনি হলেন আল্লাহ তাআলা। বিন্দু থেকে কে এই মহাবিশ্ব করবে।তারপর পৃথিবী নামক গ্রহে আমাদের বা আসল কিভাবে। আল্লাহ আপনি মহান
“অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না আকাশ ও পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে আর আমি তাদেরকে পৃথক করে দিলাম। আর প্রাণবন্ত সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে তবুও কি তারা ঈমান আনবে না?” - সূরা আম্বিয়া আয়াত ৩০
মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ প্রশংসা বলে শেষ করা যাবে না;♥ সুবহানাল্লাহ।। ★আমিই আকাশমন্ডলী, এবং পৃথিবী সৃষ্টি করেছি ছয়টি সময়কালে।(৭:৫৪) আমি সৃষ্টি করেছি আসমানসমূহ, পৃথিবী এবং এ দু‘য়ের মাঝখানে যা আছে-ছয়টি সময়কালে; এবং কোন ক্লান্তি স্পর্শ করতে পারেনি আমাকে।(৫০:৩৮) দু’টি সময়কালের মধ্যে আমি সপ্ত আকাশকে নিয়মিত করেছিলাম।(৪১:১২)দু’টি সময়কালের মধ্যে পৃথিবীর সৃষ্টি।(৪১:৯) আর তিন চারটি সময়কালের মধ্যে সেখানকার প্রয়োজনীয় সামগ্রী দিয়েছি।(৪১:১০)এসব সময়কালের হিসেব তোমাদের গণনায় সহস্র বৎসর।(৩২:৫) এমন কি যার হিসাব তোমাদের গণনায় পঞ্চাশ হাজার বৎসর।(৭০:৪) ★কোরআন বিজ্ঞানের থেকে অনেকগুনে বিষ্ময়কর👍
এই সমস্ত ভিডিও দেখতে আগে ভয় পেতাম কারণ কখনও যেন ঈমান হারা হয়ে না যাই। কিন্তু এখন প্রতিনিয়ত দেখি কারণ আমার মহান আল্লাহর প্রতি বিস্বাস ১০০% হয়ে গিয়েছে এই সমস্ত ভিডিও গুলির দরুন।
যারা সামান্য বিজ্ঞান জানে তারাই নাস্তিক হয়। যারা বিজ্ঞান সম্পর্কে অধিক জ্ঞাত তারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয়। যেমন আইজ্যাক নিউটন(একজন সৃষ্টিকর্তা আছেন সেটা বিশ্বাস করতেন)
ভাই আশা করি ভালো আছেন আমার একটা কথা আপনার ভিডিও সম্পর্কে আপনি বললেন যে সব কিছু কিছু না থেকে এসেছে আচ্ছা একটা প্রশ্ন আপনাকে করলাম আশা করি উত্তরটা পাবো তাহলে মানুষ কিভাবে চলাচল করে মানুষের শ্বাস কার্য পরিচালনার জন্য মানুষ কিভাবে মানুষ জীবন মৃত্যু সম্মুখীন হয় কেন মানুষের অসুখ হয় কেন সূর্য পৃথিবীর বিভিন্ন গ্রহ নিজের দিকে আকর্ষণ করে কেন সবকিছুরই একটি কারণ থাকে আর আরেকটা প্রশ্ন মানুষ যখন কিছু না ভাই এই মহাবিশ্ব যখন কিছুই না কিছুই না থেকে এসেছে তাহলে এগুলো চলে কিভাবে সূর্যের আলো কিভাবে দেয় পৃথিবী নিজ কক্ষপথে কিভাবে চলে কিভাবে প্রতি 24 ঘন্টায় একেবারে সময় মত নির্ভুল ভাবে পৃথিবী তার কক্ষপথে ঘুরছে সবকিছুরই একজন সৃষ্টিকর্তা থাকে সবকিছু পরিচালনা সৃষ্টিকর্তা করে সৃষ্টিকর্তা এমন একটা শব্দ যা মানব জীবনকে প্রভাবিত করে
নাস্তিক দের এটা ভাবা উচিৎ.. যদি সব না থেকে হয়,,তাহলে আমাদের নিত্যপ্রয়োজনিয় যা দরকার,, না কিভাবে জানবে,,,নিচ্চয় কারো ইশারায় তা হচ্ছে.. ইনশাল্লাহ একদিন প্রমান হবে,, তা আজ হোক কাল হোক ১০০বছর পর হোক হাজার বছর। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক
ভাই আমি আপনার অনেক বড় একজন ফ্যান আপনার চ্যানেলের সব ভিডিও আমার দেখা শেষ আর সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রেখেছি যাতে ভিডিও আপ দেয়ার সাথে সাথেই দেখতে পারি..
অনেক সুন্দর একটা ভিডিও দেখলাম এবং অনেক কিছু জানলাম শিখলাম।আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে উপস্থাপন করার জন্যে, ভালো থাকবেন পরের ভিডিওর অপেক্ষায় রইলাম
কোরান শরীফে আল্লাহ অনেক আগেই এসব বলেছেন, (০২ : ১১৭) অর্থ- যিনি আকাশমন্ডলী ও পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনায়ন করেন এবং যখন তিনি কিছু করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। (2 : 117) He is the Originator of existence of the spaces and the earth from emptiness, and when He decrees any thing, then says to it only, “Be, and it becomes at once.
Wow joto suni toto basi obak laga sudu sunta icca kora bujta chaii ei prithivir obak kora sob kichuy.. Ammra manus koto chinta soktir malik hota malik hota pari..
@@houseofhistoryandpolitics Ok, there is the answer in your comment. You have written 0+0+0...=0! Allow me to remind you that 0! defines '1' in 'Factorial formula' in math.😊 So, little example of the above proverb. So, don't give judgement so quickly , you may be tricked by your saying itself.
"অবিশ্বাসীরা কি (ভেবে) দেখে না যে, [১] আকাশমন্ডলী ও পৃথিবী একসঙ্গে মিলিত ছিল; অতঃপর আমি উভয়কে পৃথক করে দিয়েছি[২] এবং প্রত্যেকটি সজীব বস্তুকে পানি হতে সৃষ্টি করেছি; [৩] তবুও কি ওরা বিশ্বাস করবে না?" সূরা আল-আম্বিয়া (সূরা নং 21) (আয়াত 30) ব্যাখ্যা:: [১] এখানে বাহ্যিক চক্ষু দিয়ে দেখা নয় বরং অন্তর চক্ষু দিয়ে দেখার কথা বলা হয়েছে। অর্থাৎ, তারা কি চিন্তা-ভাবনা করে না? তারা কি জানে না? [২] رَتق এর অর্থ বন্ধ, মিলিত। এবং فَتق এর অর্থ বিদীর্ণ করা, খোলা, আলাদা করা। অর্থাৎ, আকাশ ও পৃথিবী শুরুতে একত্রে মিলিত ছিল অতঃপর আমি উভয়কে পৃথক করি। আকাশকে উপরে উঠিয়েছি, যেখান থেকে বৃষ্টি বর্ষণ হয়। আর পৃথিবীকে এমন এক স্থানে রেখেছি যাতে নানান উদ্ভিদ উৎপন্ন করার উপযোগী হয়। (এ আয়াত হতে মহাকাশের মহাবিস্ফোরণের তথ্য পাওয়া যায়। -সম্পাদক) [৩] পানির অর্থ বৃষ্টির পানি বা ঝরনার পানি হলেও একথা পরিষ্কার যে, পানি দ্বারা উদ্ভিদ জন্মে এবং প্রতিটি জীবের নবজীবন লাভ হয়। আর যদি এর অর্থ বীর্য হয়, তাহলেও অর্থের কোন সমস্যা হয় না। কারণ প্রতিটি জীবের অস্তিত্বের মূলে রয়েছে এই বীর্য (কারণবারি); যা পুরুষের পৃষ্ঠদেশ হতে বের হয়ে স্ত্রীর গর্ভাশয়ে স্থান লাভ করে।
সূরা আম্বিয়া:30 - কাফেররা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না?
বিশ্বাস করি না তোরা বিশ্বাস কর তাতেই হবে কোরান পরেই থাক আর তোদের কথা world এ কেউ পাত্তা দেই না কারণ তোরা ধর্মান্ধ তাই তোরা বাংলাদেশী কিছু করতে পারিস না
Bhai prithibir to binash hobe kintu puro bissobhomrander binash ki hobena? holeo kivave hobe ?naki ei jogot ononto kal boro hotei thakbe? Bhai ekta video upload koren ei bepare, thank you ,awesome video so much informative.
ইসলাম বলে ৭টি আসমান, ৭ম আসমানে আল্লাহ আছেন, আর তার কাছে গিয়েছিলেন আমাদের প্রিয়ো নবী হযরত মুহাম্মাদ (সাঃ),আর আমাদের প্রিয়ো নবী আল্লাহর কাছে জাওয়ার মধ্যে যা দেখছেন, পৃথীবি আর পৃথীবির বাইরে বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু ১৪০০ আগেই আল্লাহর পবিএ কোরআনে লিখেগেছেন, বিগ্গান তা পরিক্ষা নিরীক্ষা করে সবে জানাতে শুরু করেছে,,
5:15 Question Answer: “He (God) is the Originator of the heavens and the earth…” (Quran 6:101) “Is not He who created the heavens and the earth Able to create the likes of them? Yes; and He is the Knowing Creator. His command is only when He intends a thing that He says to it, ‘Be,’ and it is.” (Quran 36:81-82)
এ ভিডিওটি দেখে আমার ঈমান আরো মজবুত হলো।সত্যিই আল্লাহ সব কিছুর সৃষ্টি কর্তা।
Ai jonney mardasa te jete nei...
Ji
@@TheRudraneelofficial
মাদ্রাসায় আপনার চুলকানি কেনো
@@mdzahidkhan6199 ai rokhm loker der jonney..
সেটাই
এই সাবজেক্টের ওপর ভিডিও গুলো খুবই ইন্টারেস্টিং ❤
"অবিশ্বাসিরাকি দেখেনা আসমান এবং জমীন একসাথে মিশেছিলো, অতপর আমি এগুলোকে আলাদা করে দিয়েছি"--(আল কোরআন)
" আমিই সৃষ্টি করেছি বিশ্বভ্রম্মান্ড, আমিই এর সম্প্রসারণ কারি"--(আল কোরআন)
"আমি সবকিছু শুন্য থেকেই সৃষ্টি করেছি"--(আল কোরআন)
@@chanakyachowdhury9933 hmm mritur Pora Shob thik hoya jabe. Bujta parba.
Sura yasin
. Kun faia kun.
.. Allah kun bolar shate shate hoye jaye..!!
allah hu akbar
la ilaha illallah
@chanakya chowdhury আপনে কার ভাই, এটা কেও জানতে চায়নি আপনার কাছে।
@@imrulhasan8367 shondor babeh uttor ta hoyese...🙂🙃
১৫০০ বছর আগেই বিগব্যাংগ সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআনে বর্ননা করেছেন,, এই মহাবিশ্ব একটি বিন্দুতে ছিল, পরে আমি তা আলাদা করে দিলাম (সুরা আম্বিয়া/৩০) সুবহানাল্লাহ, আল্লাহু আকবার
@Tech Bazaar
বিগব্যাঙ্গের সময় পৃথিবীর অস্তিত্ব ছিলো, এটা কি কোরআনে আছে নাকি?
মিথ্যা কথা বলেন কেন?
Quran holo sobcheye boro biggan
@Tech Bazaar sagoler 3 number baccha tui age bujh Allah ki bolecen ...
@Tech Bazaar মালায়নদের গুরু তো জাকির নায়েকের সাথে তর্ক করে কোরআনের কোন ভুল পায় না তাহলে মালায়ন, অশিক্ষিত, মূর্খ, বর্বর, গুলো কি তাদের ঐ গুরু/গরু থেকে বেশি বুঝে?? মালায়নদের কাছে প্রশ্ন। তোমাদের ধর্মগুরু তো আজ পর্যন্ত কোন ভুল ধরতে পারলো না, আর জাকির নায়ক তো তোমাদের সামনে তোমাদের ধর্মের ভুল ধরলো এগুলো দেখ না বেটা মালায়ন?? তোমরা এই youtube, আর Facebook এই সবেই পারো, আর কোথাও/ অফিসিয়ালি তোমাদের এই ভন্ডা ধর্ম নিয়ে নিয়ে কথা বলে হারাতে পারো না পারলে তোমাদের গুরু না গরু ওকে বইলো জাকির নায়ককে যুক্তিতে হারাতে বেটারা আসে youtube কমেন্ট করতে টিভিতে হেরে youtube আসো জ্বালা মেটাতে মালায়ন রা?? মুত খা গরুর মুত খাইলে মানুষ হবি নইলে মালায়ন ই থাকবি।
@@mdsharifahmed8951 tai jodi hoi tahole eke odhaionkarira prottekei ak ak jon boro boro biggani taito?
দশ মিনিটের জন্য হারিয়ে গিয়েছিলাম , পৃথিবীর বাইরে অদূর এক অজানা
বিশ্ব-ব্রহ্মভন্ডর খোঁজে ,👌👍
kisu khuje peyesen??? naki amr moto hotas hye fire esechen.
:'(
@@masudahmed9734 শুধু মাত্র অদৃশ্য একজন কে পেলাম , তিনি হলেন ,
আমাদের সৃষ্টি কর্তা , 😊
@@sandhyamondal7216 আচ্ছা তাই,,আপনার সৃষ্টি কর্তা কে???
kindly বলা যাবে একটু
@@masudahmed9734
আল্লাহ্
Allah har ebadot koro
মহাবিশ্ব এক অদ্ভুত জিনিস!!
ইউনিভার্স,এস্ট্রোনমিএ দুটো নিয়ে ভাবতে গেলে আপনি ভাবতে ভাবতে মারা যাবেন,তবুও ভাবা শেষ হবেনা।
😵
কিছু মনে করবেন না ভাই। এস্ট্রোলজি নয় ওটা এস্ট্রোনমি হবে। এস্ট্রোলজি হল জ্যোতিষবিদ্যা যেটা দ্বারা ভাগ্য গননা করে। আর এস্ট্রোনমি হল জ্যোতির্বিজ্ঞান যেটা মহাবিশ্ব নিয়ে গবেষণা করে।
Pro tip : watch series on flixzone. Been using it for watching all kinds of movies during the lockdown.
@Nehemiah Kylan definitely, been using flixzone for years myself :D
@Nehemiah Kylan Yup, I've been watching on Flixzone for since november myself :)
তবুও ভাবতে হবে। ভাবনার জগত যত বিশাল হবে তত আমাদের নিজেদের জীবন সহজ হয়ে উঠবে।
বিগব্যাং এর আগে সময় ছিলনা কিন্তু পদার্থ ঠিকি ছিলো।ঠিক তেমনি আল্লাহও ছিল।তিনি সব তৈরি করে রেখেছিলেন।
Prem kumar,,,apni ja lekhsen tar 1 tao mil nai Quran ar Hadith er sathe,,,ami apnar sobgula reference milaysi,,,common muslim ra apnar dewa 1 ta reference dekhey bujhbe,,,,seta holo 112:23/24,,,ekhane 112 no chapter holo surah Eklas jar ayah or verse matro 4 ta,,,ar apni 23/24 likhsen,,,ar oi chapter e apni ja likhsen tar kono explaination/theory kisui nai,,,Apni apnar vul sudhre nen,,,nahole sobay bujhbe apni pagol
Tor baba cilo gandu.
Murkho tumi
বিগ ব্যাং এর পূর্বে কিভাবে প্রদত্ত ছিল ভেঙে পড়ে পদার্থ সৃষ্টি হয়েছে।
@@luken3920 are rakh tor islam age praman dakha
এসব কিছুর স্রষ্টা মহান আল্লাহ সুবহানাতায়ালা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাতায়ালা
Right
সত্যি অসাধারণ । আমরা কি আমরা কোথা থেকে এসেছি সবকিছুই একটা কিছু না থেকে কিছু হওয়া আবার কিছু হওয়া থেকে কিছু না তে মিলিয়ে যাওয়াৱ এক জীবন চক্র মাত্র।
সবই অনুমান আর কাল্পনিক .....এক মাত্র আল্লাহ ভালো জানেন
ভাই! আপনি খুব সুন্দর সুন্দর উদাহারণ দিয়ে আমাদের ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্বকে বুঝাতে চেস্টা করছেন!আপনাকে অনেক ধন্যবাদ।
কিন্ত এগুলো বুঝার জন্য লজিকের প্রয়োজন আছে!যা সবার নেই।
এই Big universe আল্লাহ তায়ালাই সৃষ্টি করেছেন এতে কোনো সন্দেহ নেই 🥰 🥰🥰🥰🥰🥰🥰🥰
ALHAMDULILLAH everything matched with the holy Qur'an ❤❤❤❤
You are right
Yes..Quran is true thing ..plz go to mosque ..read 5 times namaz..dont waste time in UA-cam otherwise you will go to hell.
Khatarnak彡 khiladi জারজ
Yes
ভালো জিনিসের জন্য অপেক্ষা করাই আনন্দের, আপনার ভিডিও গুলো ভাল লাগে দেখার পরে ক্লান্তির অবসান ঘটে.. ধন্যবাদ ভাই..
Great, greater, greatest,,,,, video
Thank you-Team_Science Bangla
Wow the vidio is so great
আপনার সাবলীল বলা আর কথা গুলো খুবই ভাল লাগে ভাই❤
Aapnar chenel o upasthapana khub bhalo lage.
সব কিছুর মালিক ঈশ্বর।
সর্বশক্তিমান ভগবান।
Are dhur mosai
খুব সুন্দর বুঝিয়েছেন
খুবই সুন্দর হয়েছে দাদা
21:30
أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوٓا أَنَّ السَّمٰوٰتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ
Bengali - Bayaan Foundation
যারা কুফরী করে তারা কি ভেবে দেখে না যে, আসমানসমূহ ও যমীন ওতপ্রোতভাবে মিশে ছিল*, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না?
* আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র ও পৃথিবী ইত্যাদি পৃথক সত্তায় ছিল না; বরং সবকিছুই ওতপ্রোতভাবে মিশে ছিল। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণার সমষ্টি। পরবর্তীকালে মহাবিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ও গ্রহসমূহ সৃষ্টি হয়। এটিই বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরী।
সূরা আম্বিয়ার ৩০ তম আয়াতে আল্লাহ তায়ালা ১৪০০ বছর আগে লিখেদিয়েছেন।😍
mdnasir khan 💯 % right
@@sayeedhossainsobuj5451 😍😍
@@loveriya6980 ধন্যবাদ ❤❤❤❤❤❤👍👍👍👍👍
mdnasir khan ভাই আপনার কথাটি এক মহাসত্য কথা।আল্লাহ আমাদেরকে তওফিক দান করুক যেন পাপ কাজ থেকে বিরত থাকতে পারি ।আপনাকে অবিনব ধন্যবাদ এমন একটি কথা সবার সামনে তুলে ধরার জন্য।। ☝👍👍
@@jhaaal-7556 😍
নিশ্চয়ই আল্লাহ কোন কিছু অনর্থক সৃষ্টি করেন নাই..
@Tech Bazaar tui keda
@Tech Bazaar কুরাআন খুলেন,,,,সত্য পাওয়ার আশায় আল্লাহ কে পেয়ে যাবেন,,,,ইনশাআল্লাহ
@Tech Bazaar d
আল্লাহ সত্তো তুমি ওনেক ওনেক বড়
বেশী আল্লাহ আল্লাহ করার জন্য আফগানিস্তান ইরাক ধ্বংস হইছে। বেশী আল্লাহ আল্লাহ করার জন্য ফিলিস্তিন মুসলিমদেরকে ইজরায়েল মারতে মারতে মারতে শেষ করে দিয়েছে।
@@khaliqurrahman9760 🤬🤬🤬
বেশী আল্লাহ আল্লাহ করার জন্য সিরিয়া, ইয়েমেন ধ্বংস হয়ে গেছে - বিজ্ঞান বিজ্ঞান পড়ো তাহলে জান বাঁচাতে পারবে।
অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ
আপনার সকল প্রশ্নের জবাব হল,, সৃষ্টিকর্তা একজন,,তিনি হলেন মহান আল্লাহ!
এবার আর কোনো প্রশ্নই আপনার বা কারোরই মাথা ঘুরাবে না।
আমার গীতাও তাই বলেছে। তাহলে আর কি গবেষণা বন্ধ করে দিলেই তো হয় তাই না কারণ কোরআন গীতা তো সবই বলে দিয়েছে এমন কি এই সব বই গুলুকে বলা হয় সবচেয়ে বড় বিজ্ঞান। কিন্তু আফসোস আজ পর্যন্ত এইসব বই পড়ে কেউ সামান্য একটা লেখার কলম ও আবিষ্কার করতে পারে নি রকেট আবিষ্কার তো অনেক পরের ব্যাপার। ভাই আমিও আল্লাহ কৃষ্ণ এনাদের সবাইকেই মানি। তাই বলে মানুষের সৃস্টি বিজ্ঞান কে কোনোভাবেই অস্বীকার করতে পারি না।
Video ta sotti onk valo laglo
Sov kichor malik ekmatro mohan Allah
আল্লাহ আকবার
ভিডিওটি খুব সুন্দর হয়েছে।
বেশী কিছুতো বলতে পারব না... তবে এসব রহস্য বুঝার জন্যে সম্ভবত মানুষের ব্রেন উপযুক্ত না...
Thik katha
ekdom thik kothaa
Etao vulo na prithibi te jaa kichu poosible. Ja kichu .
Hoyto manuso kono din sob discover kore debo 😎😎
বড় ভাই আপনার কথা গুলো খুব ই গুরুত্বপূর্ণ! এবং প্রত্যেকটা কথাই ইউনিটি আছে!একেবারে ব্রেন কে ঝাঁকিয়ে দেওয়ার মত!যারা হৃদয়ের কান দিয়ে শুনবে তারাই বুঝতে পারবে।ধন্যবাদ আপনাকে,এরকম সায়েন্টিফিক ভিডিও দেওয়ার জন্য।
বিগ ব্যাং কেন হয়েছে এটা খুব সুন্দর ও সহজ ভাবে কুরআনে বলা আছে।
কোরানের কোন সুরার কোন আয়াতে ???
ﻭَﻣَﺎ ﺧَﻠَﻘْﻨَﺎ ﺍﻟﺴَّﻤَﺎﺀ ﻭَﺍﻟْﺄَﺭْﺽَ ﻭَﻣَﺎ ﺑَﻴْﻨَﻬُﻤَﺎ ﻟَﺎﻋِﺒِﻴﻦَ
আকাশ পৃথিবী এতদুভয়ের মধ্যে যা আছে, তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।
Not for (idle) sport did We create the heavens and the earth and all that is between!
ﻟَﻮْ ﺃَﺭَﺩْﻧَﺎ ﺃَﻥ ﻧَّﺘَّﺨِﺬَ ﻟَﻬْﻮًﺍ ﻟَّﺎﺗَّﺨَﺬْﻧَﺎﻩُ ﻣِﻦ ﻟَّﺪُﻧَّﺎ ﺇِﻥ ﻛُﻨَّﺎ ﻓَﺎﻋِﻠِﻴﻦَ
আমি যদি ক্রীড়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম, তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম, যদি আমাকে করতে হত।
If it had been Our wish to take (just) a pastime, We should surely have taken it from the things nearest to Us, if We would do (such a thing)!
ﺑَﻞْ ﻧَﻘْﺬِﻑُ ﺑِﺎﻟْﺤَﻖِّ ﻋَﻠَﻰ ﺍﻟْﺒَﺎﻃِﻞِ ﻓَﻴَﺪْﻣَﻐُﻪُ ﻓَﺈِﺫَﺍ ﻫُﻮَ ﺯَﺍﻫِﻖٌ ﻭَﻟَﻜُﻢُ ﺍﻟْﻮَﻳْﻞُ ﻣِﻤَّﺎ ﺗَﺼِﻔُﻮﻥَ
বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্ণ-বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছ, তার জন্যে তোমাদের দুর্ভোগ।
Nay, We hurl the Truth against falsehood, and it knocks out its brain, and behold, falsehood doth perish! Ah! woe be to you for the (false) things ye ascribe (to Us).
ﻭَﻟَﻪُ ﻣَﻦ ﻓِﻲ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﺍﻟْﺄَﺭْﺽِ ﻭَﻣَﻦْ ﻋِﻨﺪَﻩُ ﻟَﺎ ﻳَﺴْﺘَﻜْﺒِﺮُﻭﻥَ ﻋَﻦْ ﻋِﺒَﺎﺩَﺗِﻪِ ﻭَﻟَﺎ ﻳَﺴْﺘَﺤْﺴِﺮُﻭﻥَ
নভোমন্ডল ও ভুমন্ডলে যারা আছে, তারা তাঁরই। আর যারা তাঁর সান্নিধ্যে আছে তারা তাঁর ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না।
To Him belong all (creatures) in the heavens and on earth: Even those who are in His (very) Presence are not too proud to serve Him, nor are they (ever) weary (of His service):
Go to: Top 10 20 30 40 50 60 70 80 90
100 110
ﻳُﺴَﺒِّﺤُﻮﻥَ ﺍﻟﻠَّﻴْﻞَ ﻭَﺍﻟﻨَّﻬَﺎﺭَ ﻟَﺎ ﻳَﻔْﺘُﺮُﻭﻥَ
তারা রাত্রিদিন তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না।
They celebrate His praises night and day, nor do they ever flag or intermit.
ﺃَﻡِ ﺍﺗَّﺨَﺬُﻭﺍ ﺁﻟِﻬَﺔً ﻣِّﻦَ ﺍﻟْﺄَﺭْﺽِ ﻫُﻢْ ﻳُﻨﺸِﺮُﻭﻥَ
তারা কি মৃত্তিকা দ্বারা তৈরী উপাস্য গ্রহণ করেছে, যে তারা তাদেরকে জীবিত করবে?
Or have they taken (for worship) gods from the earth who can raise (the dead)?
ﻟَﻮْ ﻛَﺎﻥَ ﻓِﻴﻬِﻤَﺎ ﺁﻟِﻬَﺔٌ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠَّﻪُ ﻟَﻔَﺴَﺪَﺗَﺎ ﻓَﺴُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺮْﺵِ ﻋَﻤَّﺎ ﻳَﺼِﻔُﻮﻥَ
যদি নভোমন্ডল ও ভুমন্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত, তবে উভয়ের ধ্বংস হয়ে যেত। অতএব তারা যা বলে, তা থেকে আরশের অধিপতি আল্লাহ পবিত্র।
If there were, in the heavens and the earth, other gods besides Allah, there would have been confusion in both! but glory to Allah, the Lord of the Throne: (High is He) above what they attribute to Him!
ﻟَﺎ ﻳُﺴْﺄَﻝُ ﻋَﻤَّﺎ ﻳَﻔْﻌَﻞُ ﻭَﻫُﻢْ ﻳُﺴْﺄَﻟُﻮﻥَ
তিনি যা করেন, তৎসম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞাসা করোُ
তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ করেছে? বলুন, তোমরা তোমাদের প্রমাণ আন। এটাই আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পুর্ববর্তীদের কথা। বরং তাদের অধিকাংশই সত্য জানে না।ُْ
আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি, তাকে এ আদেশই প্রেরণ করেছি যে, আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। সুতরাং আমারই এবাদত করো।ُّْ
তারা বললঃ দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে। তাঁর জন্য কখনও ইহা যোগ্য নয়; বরং তারা তো তাঁর সম্মানিত বান্দা।ُ
তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তাঁর আদেশেই কাজ করে।ﻥَ
তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে, তা তিনি জানেন। তারা শুধু তাদের জন্যে সুপারিশ করে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তাঁর ভয়ে ভীত।ﻦَ
তাদের মধ্যে যে বলে যে, তিনি ব্যতীত আমিই উপাস্য, তাকে আমি জাহান্নামের শাস্তি দেব। আমি জালেমদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি।ْﻥَ
কাফেররা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না?ﻥَ
আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি, যাতে তারা পথ প্রাপ্ত হয়।ُﻥَ
আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি; অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয়।ٌّ َُْﻥ
তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে।
সূরা-আম্বিয়া ১৬-৩৩
@Khatarnak彡 khiladi তোর বোন অথবা তোর বউ বোকা আমি তাদের চুদী, সুতরাং আমি বোকাচোদা😂😂😂😂😂
Khatarnak彡 khiladi , Don’t waste your energy with these people who are arrogant and hypocrites
অসাধারণ একটি ভিডিও , space সম্পর্কে এধরনের ভিডিও তৈরি করবে দাদা।
আমরা যদি এক আল্লাহকে সব কিছুর শক্তি হিসেবে মেনে নেই তাহলে আর এসব কোন প্রশ্নই থাকে না
Allah kichoi na. Aktao nothingness only
এত সুন্দর বর্ণনা। অতি চমৎকার লেখেছে।
I very very very very very like it
Sundar dada...agia jan .amra opakhai thakbo ei rokom video pabar jonno
আপনি একবার বললেন Nothing টাও একটা কিছু। আবার শেষে বললেন সবকিছুই 'কিছুনা' থেকে এসেছে।
কিন্তু এর Equal টা বলে যাননি। সেটা হলো সবকিছুই কিছু 'একটা' থেকে এসেছে। আর সেই কিছু 'একটা' হলো, God বা খোদা।
todar moto murkhora sudhu oitay bojha
right
right
@@subhanath321 jai hok.tmi to valo ta bujho.tmi to tate happy.tmi happy thaklei sob happy
আলিফ স্যার সৃষ্টিকর্তার সাধারণ নাম "আল্লাহ" তাই আল্লাহ বা তার গুণবাচক নামে ডাকতে হবে। খোদা, আল্লাহর গুণবাচক নামের মধ্যে পড়ে না।
এতদিন আমি যা ভিডিও দেখেছি আপনাদের তৈরি ভিডিও সবথেকে উল্লেখযোগ্য এবং খুবই সুন্দর। এই ভিডিও যে স্পিকার অর্থাৎ যার গলা দ্বারা আমরা ভিডিওটা শুনতে পাই সবথেকে আকর্ষণীয় তার কথা বলা এবং আওয়াজ । সত্যিই খুব সুন্দর । এরকম ভিডিও আরো বানান plz।
One of the best video, thank you
Sotti dada khub valo laglo....
Bindur agee Allah chilo,r sob kichur por o Allah thakbe vai,
@Some One bro, religion believe করো না সমস্যা নায়..তবে, তুমি মানো বা না মানো religion থাকার কারনেই এই পৃথিবীর মানুষগুলো এখনো টিকে রয়েছে..পৃথিবী থেকে religion এর প্রতি believe উঠে গেলে হয়তো মানুষের মাঝে হানাহানি শুরু হয়ে যাবে।
@Some One তূই তো কুত্তার চনুও না আর তুই বিশ্বাস না করাতে কারো বাল ফালানি নাই তোর মত কত চনুর বাল আসছে আর গেছে আসবে আর যাবে তোদের ফালতু জ্ঞান এই তোদের বিপদের কারণ যখন মৃত্যুর সম্মুখীন হবি তখন আমাকে এক বার গালি দেওয়ার সুযোগ পাবিনা ।
@@abudmunsuri633 bro, control your bad language..
@@noname-ep9hy yes I will but you can't stop them they are rosted people.
@@noname-ep9hy vaiya prblm ki ??..apne blv koren na seta apnr matter..bt dhormo niye kotha bolar odhikar k dile apnake..
Onak balo laglo...video ti...
এত সুন্দর ব্যাখ্যা ❤
Darun tmr video... bhai..
I love ur background music ....it is so good😍😍
History of time
দুর্দান্ত। আপনি খুব সুন্দর ভাবে বলেন।
Sristy korta akjon ase. Tini Allah.
চমৎকার লাগলো ভিডিও টি। এ পর্যন্ত দেখা best.
ভাই, আমি তোমার চ্যানেলের নতুন subscriber আজ প্রথম ভিডিও দেখলাম.....
অনেক দিন পর অনেক প্রশ্নের উত্তর পেলাম । ধন্যবাদ আপনার এই সুন্দর ভিডিওটির জন্য ।
Great video dada....!!!
We are ever grateful to u for releasing this type of informative videos !!!
এই প্রথম আপনার ভিডিও দেখলাম ।অসাধারণ 🤗
আরে ভাই আপনি বললেন আমরা শুনলাম। কিন্তু আপনি এটা ভাবেন না আমাদের অস্তিত্ব হল কোথা থেকে। এই সব কিছুরই সৃষ্টিকর্তা আছে তিনি হলেন আল্লাহ তাআলা। বিন্দু থেকে কে এই মহাবিশ্ব করবে।তারপর পৃথিবী নামক গ্রহে আমাদের বা আসল কিভাবে। আল্লাহ আপনি মহান
“অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না আকাশ ও পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে আর আমি তাদেরকে পৃথক করে দিলাম। আর প্রাণবন্ত সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে তবুও কি তারা ঈমান আনবে না?” - সূরা আম্বিয়া আয়াত ৩০
Tai
Nice videos bai. You osm bai. Thank you for information
Darun video vai 😚😘😘😍😍😍
কোরআনে আছে বিগব্যাং এর কথা
ভালো লাগলো,। ধন্যবাদ
মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ প্রশংসা বলে শেষ করা যাবে না;♥ সুবহানাল্লাহ।।
★আমিই আকাশমন্ডলী, এবং পৃথিবী সৃষ্টি করেছি ছয়টি সময়কালে।(৭:৫৪) আমি সৃষ্টি করেছি আসমানসমূহ, পৃথিবী এবং এ দু‘য়ের মাঝখানে যা আছে-ছয়টি সময়কালে; এবং কোন ক্লান্তি স্পর্শ করতে পারেনি আমাকে।(৫০:৩৮)
দু’টি সময়কালের মধ্যে আমি সপ্ত আকাশকে নিয়মিত করেছিলাম।(৪১:১২)দু’টি সময়কালের মধ্যে পৃথিবীর সৃষ্টি।(৪১:৯) আর তিন চারটি সময়কালের মধ্যে সেখানকার প্রয়োজনীয় সামগ্রী দিয়েছি।(৪১:১০)এসব সময়কালের হিসেব তোমাদের গণনায় সহস্র বৎসর।(৩২:৫) এমন কি যার হিসাব তোমাদের গণনায় পঞ্চাশ হাজার বৎসর।(৭০:৪)
★কোরআন বিজ্ঞানের থেকে অনেকগুনে বিষ্ময়কর👍
এই সমস্ত ভিডিও দেখতে আগে ভয় পেতাম কারণ কখনও যেন ঈমান হারা হয়ে না যাই। কিন্তু এখন প্রতিনিয়ত দেখি কারণ আমার মহান আল্লাহর প্রতি বিস্বাস ১০০% হয়ে গিয়েছে এই সমস্ত ভিডিও গুলির দরুন।
easy equation.
0+0+0 is equal cannot give u ever 1 ...their is something(someone)..
yes.. Apsos seii obissasider jonno,,jara akono iman aneni
যারা সামান্য বিজ্ঞান জানে তারাই নাস্তিক হয়।
যারা বিজ্ঞান সম্পর্কে অধিক জ্ঞাত তারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয়।
যেমন আইজ্যাক নিউটন(একজন সৃষ্টিকর্তা আছেন সেটা বিশ্বাস করতেন)
@@thetopten314
এক মত
0+0=2+0+0-2=8+2+0+0-2-8
Darun hoya6a video ta ✌✌✌✌
ভাই আশা করি ভালো আছেন আমার একটা কথা আপনার ভিডিও সম্পর্কে আপনি বললেন যে সব কিছু কিছু না থেকে এসেছে আচ্ছা একটা প্রশ্ন আপনাকে করলাম আশা করি উত্তরটা পাবো তাহলে মানুষ কিভাবে চলাচল করে মানুষের শ্বাস কার্য পরিচালনার জন্য মানুষ কিভাবে মানুষ জীবন মৃত্যু সম্মুখীন হয় কেন মানুষের অসুখ হয় কেন সূর্য পৃথিবীর বিভিন্ন গ্রহ নিজের দিকে আকর্ষণ করে কেন সবকিছুরই একটি কারণ থাকে
আর আরেকটা প্রশ্ন
মানুষ যখন কিছু না ভাই এই মহাবিশ্ব যখন কিছুই না কিছুই না থেকে এসেছে তাহলে এগুলো চলে কিভাবে সূর্যের আলো কিভাবে দেয় পৃথিবী নিজ কক্ষপথে কিভাবে চলে কিভাবে প্রতি 24 ঘন্টায় একেবারে সময় মত নির্ভুল ভাবে পৃথিবী তার কক্ষপথে ঘুরছে সবকিছুরই একজন সৃষ্টিকর্তা থাকে সবকিছু পরিচালনা সৃষ্টিকর্তা করে
সৃষ্টিকর্তা এমন একটা শব্দ যা মানব জীবনকে প্রভাবিত করে
নাস্তিক দের এটা ভাবা উচিৎ.. যদি সব না থেকে হয়,,তাহলে আমাদের নিত্যপ্রয়োজনিয় যা দরকার,, না কিভাবে জানবে,,,নিচ্চয় কারো ইশারায় তা হচ্ছে.. ইনশাল্লাহ একদিন প্রমান হবে,, তা আজ হোক কাল হোক ১০০বছর পর হোক হাজার বছর। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক
ভাই ভাল বলেছেন আমার ও একই কথা ।
APNAR JUKTI THIK 100% AMAR BHABNAR SATHE MILE GACHHE .AMIO EAI DHARONAR SATHE EKMAT ...ETAI SABTHEKE JUKTIJUKTO...KHUB BHALO LAGLO.....THANK YOU.......
ভাই আমি আপনার অনেক বড় একজন ফ্যান আপনার চ্যানেলের সব ভিডিও আমার দেখা শেষ আর সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রেখেছি যাতে ভিডিও আপ দেয়ার সাথে সাথেই দেখতে পারি..
আল্লাহপাক মহান❤
ভাই
Nice..video
অনেক সুন্দর একটা ভিডিও দেখলাম এবং অনেক কিছু জানলাম শিখলাম।আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে উপস্থাপন করার জন্যে, ভালো থাকবেন পরের ভিডিওর অপেক্ষায় রইলাম
আকাশ ভাই আমরা নাইস ভিডিও আরো নতুন কিসু দেখতে চাই
চমৎকার মৌলিক একটি ভিডিও। ভাল লেগেছে।
i was fascinated to watch your video and your voice is so good .
আমার ইউটিউবে প্রিয় চ্যানেল সাইন্স বাংলা।প্রতিটা ভিডিও এর জন্য অপেক্ষা করে থাকি
কোরান শরীফে আল্লাহ অনেক আগেই এসব বলেছেন,
(০২ : ১১৭) অর্থ- যিনি আকাশমন্ডলী ও পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনায়ন করেন এবং যখন তিনি কিছু করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। (2 : 117) He is the Originator of existence of the spaces and the earth from emptiness, and when He decrees any thing, then says to it only, “Be, and it becomes at once.
Wow joto suni toto basi obak laga sudu sunta icca kora bujta chaii ei prithivir obak kora sob kichuy..
Ammra manus koto chinta soktir malik hota malik hota pari..
*ভাইয়া আপনি এই ভিডিওতে যে মিওজক ব্যবহার করেছেন তাঁর নাম কি???*
অাপনার ভিডিও গুলো অসাধারণ,অামি তো অাপনার চ্যানেলের একজব fan
Taliskoper sahajje amra ki vabe
Univers dakhte pai
Asadharon explanation, "Everything comes from nothing"👌👌👌
0+0+0...+0=0! Can you make anything from nothing?! A little learning is dangerous...Read more and more..Then you can say what is right or wrong 😀
Only the most powerful God can make anything from nothing...And anything to nothing..Like our birth and death...
@@houseofhistoryandpolitics
Ok, there is the answer in your comment.
You have written 0+0+0...=0!
Allow me to remind you that 0! defines '1' in
'Factorial formula' in math.😊
So, little example of the above proverb.
So, don't give judgement so quickly , you may be tricked by your saying itself.
ভিডিও টা দেখে অনেক ভালো লাগল
beautifully explained the "nothing" part in the end
খুবই তথ্যপূর্ণ ভিডিও দাদা
science bangla চ্যানেল এর সেরা ভিডিও। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও উপহার দেয়ার জন্য।
Thanks bro
'সবকিছুই কিছুনা থেকে এসেছে' এটা খুব ইম্পর্ট্যান্ট।
সবকিছুই আল্লাহর সৃষ্টি সারা জাহানের মালিক ইয়া আল্লাহ আপনি আমি কিছুই না ভাই
"অবিশ্বাসীরা কি (ভেবে) দেখে না যে, [১] আকাশমন্ডলী ও পৃথিবী একসঙ্গে মিলিত ছিল; অতঃপর আমি উভয়কে পৃথক করে দিয়েছি[২] এবং প্রত্যেকটি সজীব বস্তুকে পানি হতে সৃষ্টি করেছি; [৩] তবুও কি ওরা বিশ্বাস করবে না?"
সূরা আল-আম্বিয়া (সূরা নং 21) (আয়াত 30)
ব্যাখ্যা::
[১] এখানে বাহ্যিক চক্ষু দিয়ে দেখা নয় বরং অন্তর চক্ষু দিয়ে দেখার কথা বলা হয়েছে। অর্থাৎ, তারা কি চিন্তা-ভাবনা করে না? তারা কি জানে না? [২] رَتق এর অর্থ বন্ধ, মিলিত। এবং فَتق এর অর্থ বিদীর্ণ করা, খোলা, আলাদা করা। অর্থাৎ, আকাশ ও পৃথিবী শুরুতে একত্রে মিলিত ছিল অতঃপর আমি উভয়কে পৃথক করি। আকাশকে উপরে উঠিয়েছি, যেখান থেকে বৃষ্টি বর্ষণ হয়। আর পৃথিবীকে এমন এক স্থানে রেখেছি যাতে নানান উদ্ভিদ উৎপন্ন করার উপযোগী হয়। (এ আয়াত হতে মহাকাশের মহাবিস্ফোরণের তথ্য পাওয়া যায়। -সম্পাদক) [৩] পানির অর্থ বৃষ্টির পানি বা ঝরনার পানি হলেও একথা পরিষ্কার যে, পানি দ্বারা উদ্ভিদ জন্মে এবং প্রতিটি জীবের নবজীবন লাভ হয়। আর যদি এর অর্থ বীর্য হয়, তাহলেও অর্থের কোন সমস্যা হয় না। কারণ প্রতিটি জীবের অস্তিত্বের মূলে রয়েছে এই বীর্য (কারণবারি); যা পুরুষের পৃষ্ঠদেশ হতে বের হয়ে স্ত্রীর গর্ভাশয়ে স্থান লাভ করে।
শিক্ষানীয় বিষয়। গভীর মনযোগ দিয়ে অনেক কিছু জানলাম।
মহান আল্লাহ কুরআনের বিভিন্ন যায়গায় এ সব প্রশনের জবাব দিয়েছেন
সূরা আম্বিয়া:30 - কাফেররা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না?
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই
বিশ্বাস করি না তোরা বিশ্বাস কর তাতেই হবে কোরান পরেই থাক আর তোদের কথা world এ কেউ পাত্তা দেই না কারণ তোরা ধর্মান্ধ তাই তোরা বাংলাদেশী কিছু করতে পারিস না
সুবহানাল্লাহ.......সবই আল্লাহর কুদরত
You have to follow the holy Quran cause you will get a every single answers what you need.
1400 bosor age Quran e ke bigbang er kotha bolte pare ..
nichoi Allah asen abong Quran is Furqan....
It is really incomplete and meaningless
সব ধর্ম গ্রন্থে লেখা থাকে
@subal dutta
Vai rag korbenna apnarato bissojogoteri surjo ke puja kore thaken tahole apnara kivabe big bange blv kore thaken
@@subaldutta3584 ar kon dhormo gronthe lekha ase
abaul
Mithuk
asadharon!!!!! one of the best explanation.
How to build earth. yea leker ek video kerna please please please
Bhai prithibir to binash hobe kintu puro bissobhomrander binash ki hobena? holeo kivave hobe ?naki ei jogot ononto kal boro hotei thakbe? Bhai ekta video upload koren ei bepare, thank you ,awesome video so much informative.
আপনার প্রতি আমার একটি অনুরোধ রইল৷ একবার অর্থসহ পবিত্র কুরআন পড়ুন। ঈশ্বরের অস্তিত্ব ও সৃষ্টি সম্পর্কে আরও অনেক জ্ঞান অর্জন করতে পারবেন।
আরে কোথায় কোথায় কোরান ও কোথায় গীতা । সব ধর্ম নিয়ে খেলা Big ban এর আগে এরা কোথাই ছিল
ভাই এইসব আল্লা টাল্লা কিছুই নাই এগুলা জাস্ট মানুষকে আলোর পথে আনার জন্য মানুষ তারাই তৈরী ধর্ম
ইসলাম বলে ৭টি আসমান, ৭ম আসমানে আল্লাহ আছেন, আর তার কাছে গিয়েছিলেন আমাদের প্রিয়ো নবী হযরত মুহাম্মাদ (সাঃ),আর আমাদের প্রিয়ো নবী আল্লাহর কাছে জাওয়ার মধ্যে যা দেখছেন, পৃথীবি আর পৃথীবির বাইরে বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু ১৪০০ আগেই আল্লাহর পবিএ কোরআনে লিখেগেছেন, বিগ্গান তা পরিক্ষা নিরীক্ষা করে সবে জানাতে শুরু করেছে,,
mohammad sob biggan bole gechen r muslim ra ta abiskar korche....haha..
5:15 Question
Answer: “He (God) is the Originator of the heavens and the earth…” (Quran 6:101)
“Is not He who created the heavens and the earth Able to create the likes of them? Yes; and He is the Knowing Creator. His command is only when He intends a thing that He says to it, ‘Be,’ and it is.” (Quran 36:81-82)
অাজকের কথা গুলো অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ ছিল। carry on bro
এটা না পুরান।
নতুন ভিডিও দেন প্লিজ।
আর স্রষ্টা বিশ্বাস না করলে হাজার হাজার সাপোর্টার SB কে বিদায় জানাবে,,,,