ভাই আমাদের ঘরের 6 থেকে 7 বছর আগে আমরা ভারিতে ছিলাম তখন মিটার কেটে দিচ্ছে এখন আমরা এখন আবার মিটার নিতে চাচ্ছি এখন কি ঐ মিটার নেওয়া যাবে নাকি নতুন ভাবে আবেদন হবে । এবং তখন কোন বিদ্যুত্ বিল কাগজ নাই। এখন আগের মিটার নেওয়া যাবে নাকি নতুন ভাবে আবেদন করে নিতে হবে না কি আগের মিটার নেওয়া যাবে তা হলে কি ভাবে আবেদন করতে হবে।।
আমার আর আমার খালাতো একসাথে বিলিন্ডিং করেছি, দুইজনের ৭০০ করে ১৪০০স্কয়ার ফিট। বিদ্যুত অফিসের লোক বলেছে ১০০০ স্কয়ার ফিট এর বেশি হলে সোলার লাগবে। যার কারণে আমকে নতুন মিটার দিচ্ছে না, তাদের যুক্তি হলো হোল্ডিং , দলিল ভিন্ন হলেও এক ছাদ হওয়ার কারণে সোলার লাগবে। আমি এখন কি করতে পারি, এত টাকা দিয়ে সোলার লাগাতে পারবো না,।
আমার মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে।অফিসে কয়েকবার অভিযোগ করার পরেও সমাধান হলনা।তাই এখন আমি বর্তমান মিটার পরিবর্তন করে নতুন মিটারের জন্য আবেদন করতে চাচ্ছি।এটা কি করা যাবে? দয়া করে বলবেন।
Nice
ধন্যবাদ
ভাই আমার যে পরিমাণ বিদ্যুৎ আছে মিটারের তা দিয়ে আমার লোড হচ্ছে না আমি কারেনট দিয়েরান্না করতে পারছি না
আজকে পরিদর্শন এসে দেখে গেছেন।এখন আমার পরবর্তি ধাপ কি
হুম
আমাদের বাড়ী ১৩০ ফিট এর বাহিরে এখন খুটি কি আমাদের কিনতে হবে
আবেদন করুন ফ্রী পাবেন
ভাই আমাদের ঘরের 6 থেকে 7 বছর আগে আমরা ভারিতে ছিলাম তখন মিটার কেটে দিচ্ছে এখন আমরা এখন আবার মিটার নিতে চাচ্ছি এখন কি ঐ মিটার নেওয়া যাবে নাকি নতুন ভাবে আবেদন হবে । এবং তখন কোন বিদ্যুত্ বিল কাগজ নাই। এখন আগের মিটার নেওয়া যাবে নাকি নতুন ভাবে আবেদন করে নিতে হবে না কি আগের মিটার নেওয়া যাবে তা হলে কি ভাবে আবেদন করতে হবে।।
পুরাতন বিল কাগজ থাকলে আগের মিটার নীতে পারবেন আর না হলে নতুন একটা নিতে হবে আবেদন করে
আমার আর আমার খালাতো একসাথে বিলিন্ডিং করেছি, দুইজনের ৭০০ করে ১৪০০স্কয়ার ফিট। বিদ্যুত অফিসের লোক বলেছে ১০০০ স্কয়ার ফিট এর বেশি হলে সোলার লাগবে। যার কারণে আমকে নতুন মিটার দিচ্ছে না, তাদের যুক্তি হলো হোল্ডিং , দলিল ভিন্ন হলেও এক ছাদ হওয়ার কারণে সোলার লাগবে। আমি এখন কি করতে পারি, এত টাকা দিয়ে সোলার লাগাতে পারবো না,।
এখন আবার দিন
বাসায় একটা সংযোগ আছে, আরেকটি নিতে চাচ্ছি। এক্ষেত্রেও কি জমির দলির লাগবে আবেদনে??
হা লাগবে
আমার মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে।অফিসে কয়েকবার অভিযোগ করার পরেও সমাধান হলনা।তাই এখন আমি বর্তমান মিটার পরিবর্তন করে নতুন মিটারের জন্য আবেদন করতে চাচ্ছি।এটা কি করা যাবে? দয়া করে বলবেন।
হা যাবে আবেদন করুন পরিবর্তনের
আমাদের মিটারে অনেক বেশি বিল আসছে ৩ মাস ধরে এখন কি করতে পারি জানাবেন প্লিজ
ভাইজান বিদ্যুৎ বিল বেশি আসার কারন নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে দেখলে বুজতে পারবেন।আর যদি এর পরও কোন সমস্যা হয় তাহলের আমায় জানাবেন
জন্মনিবন্ধন সনদ দিয়ে কি আবেদন করা যাবে
না ভাই
আবেদনের সময় নিকটবর্তী গ্রাহকের নম্বর সঠিক দেওয়ার পরও ভুল দেখায়, এটার কারণ কি?
এতে কোন সমস্যা নেই।সার্ভার সমস্যা যে কোন একটা দিলেই হবে পরে ঠিক করে নেওয়া যাবে
আমার আব্বু নামে একটা মিটার,আছে এখন, আমার
ঘরের জন্য আরেক টা মিটার লাগবে,,এখন,
এক নামে দুই মিটার
নেওয়া যাবে,,
আপনি আপনার নামে আর একটার জন্য আবেদন দিন।তবে ঘর আলাদা হলো আপনি ঐ একই নামে আরো একটা নিতে পারবেন।
আমার বাসায় তিন টা মিটার আছে। এখন নতুন করে তৃতীয় তলার জন্য আরো দুইটা মিটার নিবো। কিভাবে আবেদন করতে হবে?
যেভাবে বলা হয়েছে অভাবে অনলাইনে আবেদন করুন পেয়ে যাবেন
আচ্ছা ভাইয়া বিদ্যুৎ নিতে ৬০০০ হাজার লাগে কি না আমাকে জানাবেন
না ভাই এত টাকা লাগে না