আমি যার কারনে বৃন্দাবনে , কেমন আছে কমলিনী রাই | ILA MAA | রাধারমন দত্তের গান
Вставка
- Опубліковано 9 гру 2024
- ওরে, আমি যার কারণে বৃন্দাবনে রে সুবল
আমি কান্দিয়া সদায় বেড়ায়
কেমন আছে কমলিনী রাই ।।
সুবল বলো বলো বলো চাই
কেমন আছে কমলিনী রাই।
গিয়াছিলাম মন সাধিতে
চাইলাম রাইয়ের চরণবিন্দে
নয়ন তুলে চাইলনাগো রাই।
সুবল গিয়াছিলাম মন সাধিতে
চাইলাম রাইয়ের চরণবিন্দে
নয়ন তুলে চাইলনাগো রাই।
আমার ছিলো আশা দিলো দাগা রে সুবল।।
আমার এই পিরিতের কার্য নয়
কেমন আছে কমলিনী রাই।
রমনেরও মনটি পাষাণ
শোনরে সুবল প্রাণের সখা
চলরে আমরা ব্রজপুরে যায়
রাধা রমনের মন পিপাসা
শোনরে সুবল প্রাণের সখা চলরে আমরা ব্রজপুরে যায়।
আমার প্রাণ থাকিতে রাই আয়না দেখারে সুবল।।
আমি জন্মের মত দেইখ্যা যায়
কেমন আছে কমলিনী রাই।
সুবল, বলো বলো বলো চাই
কেমন আছে কমলিনী রাই।
আমি যার কারণে বৃন্দাবনে রে সুবল
আমি কান্দিয়া সদায় বেড়ায়
কেমন আছে কমলিনী রাই।
- রাধারমণ দত্ত
----------------------------------------
Ami Jar Karone Brindabone , Kamon Ache Kamolini Rai
Words of - RADHARAMAN DUTTA | Perform - ILA MAA
( Sylhet Region Folk Song )
SAHAJ MANUS UTSAV
Video & Edit - Suman Kumar Saha
#MALIKBHAROSA || #BengaliFolkSong || #ILAMAA
মিষ্টি কন্ঠে পরিবেশনাটি চমৎকার ছিলো।
ওওওওওওও অসাধারণ
এমন একটা সাধুসঙ্গ ভীষণ মিস করি ♥️♥️
জয় গুরু।।আলেক সাঁই।।জয় জয় সাধু গুরু।।🙏🙏🙏🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
অসাধারণ
আপনি আমার দিনটা পূরণ করলেন. অসাধারণ. অনেক ধন্যবাদ.
জয় গুরু প্রেমময় ভক্তি রইলো।
Daruun❤
খুব ভাল হয়েছে মা, এই গান সিলেটি আঞ্চলিক ভাষায় লিখা অনেক ভাল হয়েছে
এতো দিনে একটা সুন্দর গলায় ভারী গান সুনলাম, সুনে অনেক শান্তি পেলাম
জয়গুরু । প্রেম - ভক্তি - ভালোবাসা ।
ধন্যবাদ জানাই আপনাকে ।
কৃষ্ণচরণকৃপা প্রার্থী হোন দিদি। ভাল থাকবেন সুস্থ থাকবেন। এরকম আরো অনেক গান শুনতে চাই।
ধন্যবাদ মালিক । প্রেমানন্দে দিন কাটুক । জয় শ্রী রাধে ।
Mon sheetol hoye gelo🙏
Joy guru❤️
God gifted voice. Enjoyed when hearing the the all songs of Sree Lalanji Kakir by ILA MAA.
Khub bhalo laglo .
অসাধারণ । আরোও গান চাই
Khub sundar
জয়গুরু । ধন্যবাদ । নিরন্তর প্রেম ভক্তি ।
সুন্দর গেয়েছেন ম্যাডম । আরও ভালো চাই ।
জয়গুরু । প্রনাম ।ধন্যবাদ
Very nice performance 🌹🌹🎶🎶🎶
OSADHARON OSADHARON . JOY GURU.......
আমাদের বাংলার বাউল গান সুইনা জায়েন। দাওয়াত রইলো
জয়গুরু । ধন্যবাদ ।
Outstanding.. Voice..
জয়গুরু । ধন্যবাদ ।
ভালোলাগলে অবশ্যয় শেয়ার করবেন যাতে সকলে দেখতে পায় ।
❤️❤️
জয় গুরু
♥️♥️♥️🙏🙏🙏
হরে কৃষন
জয়গুরু । ধন্যবাদ ।
I love this song
Oshantir jibone ai gaanguli porom shanti o pran shitol kore dei dhonyo shilpi gon
দাদা গানের লিরিক্স টা দিয়েন, বিপ্লব পাল বাংলাদেশে থেকে
ওরে, আমি যার কারণে বৃন্দাবনে রে সুবল
আমি কান্দিয়া সদায় বেড়ায়
কেমন আছে কমলিনী রাই ।।
সুবল বলো বলো বলো চাই
কেমন আছে কমলিনী রাই।গিয়াছিলাম মন সাধিতে
চাইলাম রাইয়ের চরণবিন্দে
নয়ন তুলে চাইলনাগো রাই।
সুবল গিয়াছিলাম মন সাধিতে
চাইলাম রাইয়ের চরণবিন্দে
নয়ন তুলে চাইলনাগো রাই।আমার ছিলো আশা দিলো দাগা রে সুবল।।
আমার এই পিরিতের কার্য নয়
কেমন আছে কমলিনী রাই।রমনেরও মনটি পাষাণ
শোনরে সুবল প্রাণের সখা
চলরে আমরা ব্রজপুরে যায়
রাধা রমনের মন পিপাসা
শোনরে সুবল প্রাণের সখা চলরে আমরা ব্রজপুরে যায়।
আমার প্রাণ থাকিতে রাই আয়না দেখারে সুবল।।
আমি জন্মের মত দেইখ্যা যায়
কেমন আছে কমলিনী রাই।
সুবল, বলো বলো বলো চাই
কেমন আছে কমলিনী রাই।
আমি যার কারণে বৃন্দাবনে রে সুবল
আমি কান্দিয়া সদায় বেড়ায়
কেমন আছে কমলিনী রাই।
অনেক ধন্যবাদ দাদা
দু একটা উচ্চারণ বেখাপ্পা লাগলো, ঠিক বাউলের উচ্চারণ মনে হলোনা।
Qk
গানের প্রকৃত (মানে আসল ) সুর আসে নাই । তাল ঠিক আছে । মনে কিছু নিবেন না ।