হাজারো কিশোর, যুবকের বুক ফাটা আর্তনাদের বহিঃপ্রকাশের যে সুর,তা তোমার সুরের মধ্যে বিদ্যমান গুরু।তোমার এই সুরের মধ্যে লুকায়িত আছে এক ভয়ংকর মাদকতা যা লক্ষ কোটি হৃদয়ের বেচে থাকার স্পন্দন। তাইতো ২২টি বছর ধরে তোমার সুর চিনেছি নতুন করে।গুরু,তোমাকে সালাম।
পলাশীর যুদ্ধ যখন হয় সিরাজ উদ দৌলার তখন মাত্র 24 বছর বয়স , এবার পুরোটা পড়ুন বাঙালি জাতির আয়নাঃ নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেফতার করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিলো। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসন ও ছেঁড়া জুতা দিয়ে যখন অপমান করা হচ্ছিলো,তখন শত শত মানুষ সেই কৌতুকে ব্যাপক বিনোদিত হয়েছিলো! মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন, এই জাতি দুই'শ বছরের গোলামী সাদরে গ্রহণ করেছিলো ওভাবেই।একটি মজার তথ্য দেই। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরীতে লিখেছিল নবাব কে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিলো অপমান করতে করতে তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুঁড়ত তবে ক্লাইভ কে করুণ পরাজয় বরণ করতে হতো। আরো চমকপ্রদ তথ্য হচ্ছে প্রায় ১০ হাজার অশ্বারোহী, ৩০ হাজার পদাতিক এবং অসংখ্য কামান-গোলাবারুদসহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্যসংখ্যা ছিলো মাত্র ৩ হাজার, যার মধ্যে ৯শ জনই ছিলো হাতে পায়ে ধরে নিয়ে আসা ব্রিটিশ সেনাবাহিনীর শৌখিন অফিসিয়াল সদস্য যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিলো না, কোন দিন যুদ্ধ করেনি। এতো কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলো এবং জিতবে জেনেই নেমেছিলো। কারণ, রবার্ট ক্লাইভ খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তিস্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্হ করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই ; রক্ত-যুদ্ধ এইসব এদের জন্য মশা মারতে কামান দাগার মতো অবস্থা।যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেনো নিবেন? এছাড়াও, মীরজাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনো জানতো যে, সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটিসহ বাকিগুলোর পিছনে ও লাথি দেয়া হবে এবং হয়েছেও তাই। মীরজাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘষেটি বেগম সহ সবগুলোরই করুণ মৃত্যু হয়েছিলো। রবার্ট ক্লাইভ মীরজাফরের বেঈমানীর উপর ভরসা করে যুদ্ধে আসেনি। সে যুদ্ধে এসেছিলো বাঙালির মানসিকতা ও ভূত-ভবিষ্যতসহ বহুদূর পর্যন্ত নিখুঁতভাবে আন্দাজ করে। সে জানতো, মীরজাফরকে টোপ দিলে গিলবে এবং কাজ শেষ হলে লাথি দিবে। সে জানতো, যুদ্ধশেষে জনসম্মুখে নবাবের পাছায় লাথি দিলেও এই জাতি বিনোদনে দাঁতকেলাবে, অথবা হা করে সব চেয়ে চেয়ে দেখবে। বিনা দ্বিধায়ই সার্টিফিকেট দেয়া যায়, বাঙালি জাতির কদাকার মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ. আসলে আমাদের রক্ত দূষিত, সমাজে ভাল লোকের সংখ্যাই বেশি। খারাপ মানুষ খুব অল্প, তারপরও আমরা পুরা জাতি এই গুটিকয়েক খারাপ মানুষের কাছে জিম্মি । কারণ একটাই, আমাদের প্রতিবাদ করার মত সৎ সাহস নেই।। (বন্ধু প্রদীপ্ত দাশগুপ্তের পোস্ট) !
Bah .... Dorshon ..... Bah .... Hariye jao family friends society state to state all is base on great lie ..... Jao hariye nothing else matters but the inner temple mosque the god whatever you call inner is laid everything... Outter side is only lie and business.... Gooo Fleeee
Hei guys,,i can't replay you cause of my study.now,i am so happy and getting a job.may be,i was so disappointed but now all things go right way.thanks all and take care to myself
কোন এক সময় এই গানটি হাজার হাজার বার শুনেছি, এখনো মন খারাপ লাগলে ছুটে আসি এই গানটি শুনতে। হয়তো ৩০ বছর পরে আমার ছেলে মেয়েরা এই গানটি শুনবে এবং মনে করবে যে, যুবক বয়সে তাদের বাবার ভালবাসার গবিরতা কেমন ছিল, আমার এই কমেন্টে যখন কেউ লাইক দিবে, আমার কাছে আবার নোটিফিকেশন চলে আসবে, তখন হাজার বাস্ততার মধ্যে আবার এই গানটি শুনতে চলে আসবো।
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান শোনা হতো না প্রিয়! সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান টা শুনতে আসবে তখন কিছু মানুষ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটি গানটি ♪ 😑
যাকে হারানোর ভয়ে কতশত নির্ঘুম রাত কাটিয়েছি,, সেই আজ আমার নেই,, পাগলের মতো ভালোবাসাটাই কি ছিল তাহলে অপরাধ,, ভালো থাকুক ভালোবাসা,, আশিক (খুলনা) + রোমানা (কুষ্টিয়া) ভালোবাসি এখনো প্রথম দিনের মতো 🙂
আমার অসম্ভব একটি প্রিয় গান। সেই ফিতা ক্যাডেটে কত হাজার বার শুনছি। তখন কিশোর বয়সে এ গান উপলব্ধি করতে পারিনি। কিন্তু এখন এ গান হৃদয়ের ভিতরে একটা নাড়া দেয়, যেটা কেউ কখনো দেখবে না বুঝবেও না
আচ্ছা শুধু কি মেয়েরাই কষ্ট দেই ছেলেদের। ভুল অনেক পুরুষ আছে নারী কেউ এমন ভাবে আঘাত করে যা কখনো ভুলতে পারে না।ভালোবাসা খুব পবিত্র ।নতুন মানুষ পেয়ে গেলে পুরাতন কে ভুলে যায় ।সবটুকু দিয়ে যে ভালোবাসতে পারে সেই প্রকৃত প্রেমিক অথবা প্রেমিকা হবার যোগ্য। কতজন আছে যে এক নারী তে বা এক পুরুষে আসক্ত থাকে।।
কবিতা তুমি যদি তার হয়ে যেতে তাহলে হয়তো বা আমাদের মধ্যে দুঃখ ভুলানোর মত জেমস ভাইকে পেতাম না তোমাকে শুভকামনা আমাদের এমন স্নিগ্ধ কন্ঠের একটা মানুষকে দান করার জন্য 😢😢😢
প্রিয় তুমি কল্পনাতেই সুন্দর কিন্তু বাস্তবে বহুদুর। সত্যিকার অর্থে দিনশেষে আমরা সবাই সবার রাজ্যে খুব করে একা, ভীষণ করে একা। তবুও শুভকামনা নিরন্তন প্রিয়।
No singer in the world has such a vocal to touch every heart.... Love or pain whatever it is, our James is the best one to shower it on us.... Not only on his fans...but anyone who loves music.
তুমি জানলে না আমার হাসির আড়ালে কত যন্ত্রনা কত বেদনা কত যে দুঃখ বোনা আহ লাইন গুলো যেন এক অসাধারণ আবেগে ভরা। গুরু হাজার বছর স্বরনিয় হয়ে থাকবে মানুষের রিদয়ে💖💗
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা😌❤️🩹
3:53 আমি ইন্ডিয়া থেকে ভালোবাসা, অভিনন্দন জানাই,, জেমস সাহেব কke,,,, সারাদিন আমি ওনার গান শুনতে থাকি,,, পৃথিবী 3:53 তে যতবার খুশি জন্ম নেবো, জেমস সাহেব গান শোনার জন্য, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে তার সুর,,,3/9/24❤❤❤❤
অনেকেই মনে করে জ্যামস এর গান শুনলে হয়তো কষ্ট কিছুটা লাঘব হয়। সত্যি কথা বলতে আমি যতবার এই গান গুলো শুনি আমার কষ্ট বেড়ে যায়। তবু কেন জানি বারবার এইসব গান শুনলে মন চায়।4:00
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না,,🙂স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে,,মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ লাইক দিলে,, 🙂নোটিফিকেশন পেয়ে,,🙂আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়,,,😐🙂
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, আসুন আমরা কথা বলার শুরুতে সালামে প্রচলোন করি একটা সুন্নত জিন্দা করি, আর যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত السلام عليكم ورحمة الله
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা সোনা হতোনা প্রিয়😭 স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটা শুনতে আসবে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারও শুনতে আসবো প্রিয় গানটা 💔💔
ধন্যবাদ গুরু 🙏 আমাদের মতো পাগলের অন্তরে ক্ষনিকের সুখের ছোয়া দেওয়ার জন্য। ❣️ একদিন আমি থাকবো না❌ কিন্তু আমার কমেন্ট'টা থাকবে। পরবর্তী প্রজন্মের জানান দেওয়ার জন্য, আমরা কোন লেভেলের গান শুনতাম। লিজেন্ড কা লিজেন্ড গুরু জেমস❣️
হাজারো কিশোর, যুবকের বুক ফাটা আর্তনাদের বহিঃপ্রকাশের যে সুর,তা তোমার সুরের মধ্যে বিদ্যমান গুরু।তোমার এই সুরের মধ্যে লুকায়িত আছে এক ভয়ংকর মাদকতা যা লক্ষ কোটি হৃদয়ের বেচে থাকার স্পন্দন। তাইতো ২২টি বছর ধরে তোমার সুর চিনেছি নতুন করে।গুরু,তোমাকে সালাম।
Tnx
❤❤❤❤
@@viewtravellers42 😊😊😊
@@mdreaj5595cccccccccccccccç
1:04
হায়রে নিয়তি, মরুর বুকে একা একা বসে তোমার গানগুলো আজ ও শুনি। গুরু তুমি সত্যিই অবহেলিত হৃদয়ের মর্মস্পর্শী স্পন্দন। কি ভাষায় লিখলে আত্বতৃপ্তি পাব বুঝতে পারছি না গুরু।
❤❤
❤
Love sooñ
❤
কাতার থেকে শুনচি পেলাম না তোমাকে প্রবাস থাকার কারণে
গানের কি লাইন!
জেমসের প্রতিটা গানের অর্থ আছে।
ভালোবাসা অভিরাম গুরু।🤘🤘❤❤
যারা গানটি সার্চ দিয়ে শুনেছে তাদের রুচির গভীরতা যে কত মানসম্মত তা আমাদের পরবর্তী প্রজন্ম টের পাবে 🥀
100%
পাহাড়ের কান্না কে ঝর্না সবাই বলে...
আহ্! কি লাইন তোমার গানের। কি অপূর্ব কথা। এতো রাতে প্রিয় মানুষের হারিয়ে যাওয়ার কষ্ট নিয়ে কেদে বুক ভাষানো। সাথে তোমার গান। ❤❤❤
বুঝার জন্য ভালো লাগছে
গুরু তুমিই সেরা
প্রতিটা ছেলের ইমোশন 😍
প্রতিটি ফোটা চোখের জলের দাম আমি পাবো একদিন,, বিশ্বাস আছে আল্লাহর উপর
,য়ঢ় য়। ঢ়য়ভ
0:24 ৎভ য়
Tumi janbe ki kore ami koto koste achi tumi janbe ki kore a mone koto khoto koto oviman... Tumi to sudhu tomak valobeseso amai basoni 💔💔
ইনশাআল্লাহ
❤
একটা স্মৃতি রেখে গেলাম। আপনি যখন শুনবেন,,, একটা লাইক দিয়ে মনে করিয়ে দিবেন এই কালজয়ী গানের কথা।💟💟
ay vai gan shuina ja
😂
😊@@arikalshams
P0
পলাশীর যুদ্ধ যখন হয় সিরাজ উদ দৌলার তখন মাত্র 24 বছর বয়স , এবার পুরোটা পড়ুন
বাঙালি জাতির আয়নাঃ
নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেফতার করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিলো। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসন ও ছেঁড়া জুতা দিয়ে যখন অপমান করা হচ্ছিলো,তখন শত শত মানুষ সেই কৌতুকে ব্যাপক বিনোদিত হয়েছিলো!
মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন, এই জাতি দুই'শ বছরের গোলামী সাদরে গ্রহণ করেছিলো ওভাবেই।একটি মজার তথ্য দেই। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরীতে লিখেছিল নবাব কে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিলো অপমান করতে করতে তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুঁড়ত তবে ক্লাইভ কে করুণ পরাজয় বরণ করতে হতো।
আরো চমকপ্রদ তথ্য হচ্ছে প্রায় ১০ হাজার অশ্বারোহী, ৩০ হাজার পদাতিক এবং অসংখ্য কামান-গোলাবারুদসহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা।
কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্যসংখ্যা ছিলো মাত্র ৩ হাজার, যার মধ্যে ৯শ জনই ছিলো হাতে পায়ে ধরে নিয়ে আসা ব্রিটিশ সেনাবাহিনীর শৌখিন অফিসিয়াল সদস্য যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিলো না, কোন দিন যুদ্ধ করেনি। এতো কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলো এবং জিতবে জেনেই নেমেছিলো। কারণ, রবার্ট ক্লাইভ খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তিস্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্হ করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই ; রক্ত-যুদ্ধ এইসব এদের জন্য মশা মারতে কামান দাগার মতো অবস্থা।যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেনো নিবেন?
এছাড়াও, মীরজাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনো জানতো যে, সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটিসহ বাকিগুলোর পিছনে ও লাথি দেয়া হবে এবং হয়েছেও তাই। মীরজাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘষেটি বেগম সহ সবগুলোরই করুণ মৃত্যু হয়েছিলো।
রবার্ট ক্লাইভ মীরজাফরের বেঈমানীর উপর ভরসা করে যুদ্ধে আসেনি। সে যুদ্ধে এসেছিলো বাঙালির মানসিকতা ও ভূত-ভবিষ্যতসহ বহুদূর পর্যন্ত নিখুঁতভাবে আন্দাজ করে। সে জানতো, মীরজাফরকে টোপ দিলে গিলবে এবং কাজ শেষ হলে লাথি দিবে। সে জানতো, যুদ্ধশেষে জনসম্মুখে নবাবের পাছায় লাথি দিলেও এই জাতি বিনোদনে দাঁতকেলাবে, অথবা হা করে সব চেয়ে চেয়ে দেখবে। বিনা দ্বিধায়ই সার্টিফিকেট দেয়া যায়, বাঙালি জাতির কদাকার মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ.
আসলে আমাদের রক্ত দূষিত, সমাজে ভাল লোকের সংখ্যাই বেশি। খারাপ মানুষ খুব অল্প, তারপরও আমরা পুরা জাতি এই গুটিকয়েক খারাপ মানুষের কাছে জিম্মি । কারণ একটাই, আমাদের প্রতিবাদ করার মত সৎ সাহস নেই।।
(বন্ধু প্রদীপ্ত দাশগুপ্তের পোস্ট) !
নূরাহ, এই গানের প্রত্যেকটা বাক্য তোমাকে উৎসর্গ করলাম।
২৪ সালে কে কে শুনছেন গুরুকে??
আমি
ভাই দিনে একবার হলেও শুনি টএই গান টা
আছি
Ami 💙
Ami 😢
কথাগুলো বাস্তবতায় অনেক মিল। বেশি ভালোবাসা যদি ভূল হয়, তাহলে সেই ভূল আর করবো না।
পাল্টে নিবো নিজেকে, সুখে থাকো প্রিয়।
🙂🙂
রাইট
একাই ভালো থাকা য়াই
Wow!!!
কখনো নিজেকে পালটানো যায় না?
গুরু,
চিরকাল এ ভাবে আমাদের মাঝে মাঝেই বেচে থাকো।
এ দোয়া করি।
গল্পটা দুজনের হলেও, সারা রাত কান্না একজনেই করে🍁💔 এটাই বাস্তব; 🖤
Right
🤣
i feel your pain boro 😌😌
অনেক বার চেষ্টা করেছ চলে যেতে এবার তোমার মুক্তি দিলাম মন চাইলে ফিরে এসো,অপেক্ষায় আছি
@@tohfakhatun868 অপেক্ষার চেয়ে মৃত্যু ভালো
বিক্রি হওয়া প্রতিটি গোলাপ জানে❤😢 প্রয়োজন শেষে মানুষ কতটা নিষ্ঠুর ❤❤😢😢
সত্য বলেছেন ধন্যবাদ আপনাকে।
সুন্দর এই পৃথিবীর, স্বার্থপর মানুষগুলো কখনো-ই কষ্ট বুঝবে না। হাজারো দুঃখ কষ্ট নিয়েই একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে।
Ami shob jani pusku
Thik bolcho. Sotti vhalobasa kokhono kew bojhe na.r jokhon bojhe tokhon r fere jawa possible hoy na..
প্রিয় তুমি কল্পনাতেই সুন্দর কিন্তু বাস্তবে বহুদূর।
সত্যিকার অর্থে, দিনশেষে আমারা সবাই সবার রাজ্যে খুব করে একা, ভীষণ করে একা। তবুও শুভকামনা নিরন্তর প্রিয়।
অনেক সুন্দর কথা বলেছেন 🥺🥺🥺
তোমার পাশে কি রব নেই।খুজে দেখ অন্তরে
true.ki korar.
R8
Kota gulo sundor
হারানোর মত পবিত্র সুখ পৃথিবীতে নেই
এই সুখ পৃথিবী থেকে নিপাত যাক
Bah .... Dorshon ..... Bah .... Hariye jao family friends society state to state all is base on great lie ..... Jao hariye nothing else matters but the inner temple mosque the god whatever you call inner is laid everything... Outter side is only lie and business.... Gooo Fleeee
Right
Hei guys,,i can't replay you cause of my study.now,i am so happy and getting a job.may be,i was so disappointed but now all things go right way.thanks all and take care to myself
.....tate bhalobasata beche thake ajibbon,pele ojotne nosto hoye jai.
Na pawai bhalobasa,eta kmn kore bujhai!!!!??
ভালোবাসা দুরেই বেশি সুন্দর, ভালো থেকো প্রিয়😢
কোন এক সময় এই গানটি হাজার হাজার বার শুনেছি, এখনো মন খারাপ লাগলে ছুটে আসি এই গানটি শুনতে। হয়তো ৩০ বছর পরে আমার ছেলে মেয়েরা এই গানটি শুনবে এবং মনে করবে যে, যুবক বয়সে তাদের বাবার ভালবাসার গবিরতা কেমন ছিল, আমার এই কমেন্টে যখন কেউ লাইক দিবে, আমার কাছে আবার নোটিফিকেশন চলে আসবে, তখন হাজার বাস্ততার মধ্যে আবার এই গানটি শুনতে চলে আসবো।
TODER MOTO LIKE COMMENT FOKINNIDER GAN SHUNAR DORKAR NAI
অসাধারণ গুরু ❤️ অনেকদিন পরে শুনলাম জয় গুরু ❤️
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান শোনা হতো না প্রিয়! সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান টা শুনতে আসবে তখন কিছু মানুষ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটি গানটি ♪ 😑
😢😢😢
Ripley dao pioy
😢🎉
😢😢😢
আমার ও অনেক যন্ত্রনা 😢😢
কমেন্ট গুলো পড়লে আমার চোখে পানি চলে আসে। 😢😢😢 কত মানুষ তার প্রিয় মানুষের দেওয়া কষ্ট বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
😐😐
Hmmm
হুম
Same
Love u vai
কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোন উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল।।😭😭😭😭
gurur ganeta prokas pai
Comment করে গেলাম, কেউ লাইক দিলে আবার একবার শুনা হবে এই গান
❤
like dile flyover er niche giye hoga diye asis
Abar sunken Vai 😢😢😢
😢😢
😢😢😢😢😢
স্মৃতি রেখে গেলাম ,যুগ যুগ ধরে,, মানুষ এই গান টা যখনি শুনতে আসবে,, তখন লাইক দিয়ে যাবে এবং আবারো আমি শুনতে চলে আসবো,, এই গানটি,,,,
আজ থেকে ৩০ বছর আগে গুরু র গান শোনা শুরু করেছিলাম,, আজও শুনছি,, যতদিন বেচে আছি শুনে যাবো ❤️❤️❤️❤️
আমি শুনেছি
যাকে হারানোর ভয়ে কতশত নির্ঘুম রাত কাটিয়েছি,, সেই আজ আমার নেই,, পাগলের মতো ভালোবাসাটাই কি ছিল তাহলে অপরাধ,,
ভালো থাকুক ভালোবাসা,,
আশিক (খুলনা) + রোমানা (কুষ্টিয়া)
ভালোবাসি এখনো প্রথম দিনের মতো 🙂
😭😭😭😭
Kno hariye galo
আমি ও
😭😭😭😭😭😭
ভালোবাসার মানুষটাই বেঈমান হয়,ছেড়ে যাবে না বলেও ছেড়ে চলে যায়...
আরো ২ বছর আগে থেকে শুনছি,, 😂 এখনো ২৪ সালে রাত দুপুরে শুনা হয়😅 রেখে গেলাম ২০২৪ সালের কেউ সুনলে লাইক দিবেন আবার সুনব 💔❤️🩹
এতো মিল কেনো অসাধারণ একটি গান😢❤
আমার অসম্ভব একটি প্রিয় গান। সেই ফিতা ক্যাডেটে কত হাজার বার শুনছি। তখন কিশোর বয়সে এ গান উপলব্ধি করতে পারিনি। কিন্তু এখন এ গান হৃদয়ের ভিতরে একটা নাড়া দেয়, যেটা কেউ কখনো দেখবে না বুঝবেও না
-বিক্রি হওয়া প্রতিটি গোলাপ জানে....🌹
-প্রয়োজন শেষে মানুষ কতটা নিষ্ঠুর _/ 🥀💔🙂
Hmm
😶🌫️
মানুষ কেবল তার প্রয়োজন এ ব্যবহার করে,,ভালোবাসা বলে কোনো কিছু ই নাই এই দুনিয়াতে যত বেশি ভালোবেসেছি কষ্ট ছাড়া জীবনে কিছু ই পাই নি
r8
আচ্ছা শুধু কি মেয়েরাই কষ্ট দেই ছেলেদের। ভুল অনেক পুরুষ আছে নারী কেউ এমন ভাবে আঘাত করে যা কখনো ভুলতে পারে না।ভালোবাসা খুব পবিত্র ।নতুন মানুষ পেয়ে গেলে পুরাতন কে ভুলে যায় ।সবটুকু দিয়ে যে ভালোবাসতে পারে সেই প্রকৃত প্রেমিক অথবা প্রেমিকা হবার যোগ্য। কতজন আছে যে এক নারী তে বা এক পুরুষে আসক্ত থাকে।।
গুরু কতোটা কস্ট নিয়ে গান টা গাইছে।
ভালোবাসা অভিরাম তোমার জন্য ❤️❤️
মৃত্যু অনিবার্য জেনেও জন্ম নিলাম আর দুঃখ অনিবার্য জেনেও তোমায় ভালোবাসিলাম
তুমি জানলে না আমার হাসির আড়ালে কত যন্ত্রনা কত বেদনা
আজ শুরু করলাম নতুন এক যাত্রা,,,
জেমস দাদা,,,তোমার কথা তোমার গানই শুনতে ইচ্ছে হল সর্ব প্রথম😊
দোয়া কইরো দাদা,,,আমার শক্ত থাকা খুব দরকার❤
জি,,,
ভালোবাসার মানুষকে পেয়েছি অনেক ইজ্জত ও মান সন্মান বিলুপ্ত করে, আজ ৬ বছর সংসার করছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন।
সংসার জীবন সুখের হউক।
Dua roilo 2 joner jonno.❤
Amio same
দোয়া রইলো আপনাদের পতি
tomrai to sofol,,,,,,,,,duya roilo
ছোট থেকে তোমার গান শুনে বড় হয়েছি, তোমার কন্ঠে মায়াবী এক মাদকতা আছে, তাই বারবার শুনি। ভালো থেকো জেমস্।👀👀🙂🙂🙂
-তুমি ভালো থেকো অনেক দোয়া তোমার জন্য!
- ভালোবাসায় কোন অভিশাপ থাকেনা, প্রিয়!
চমৎকার লেখাটুকু,ব্যাথাতুর সমরপিত অন্তর।
@@kalunogor ь ь л
❤
কবিতা তুমি যদি তার হয়ে যেতে তাহলে হয়তো বা আমাদের মধ্যে দুঃখ ভুলানোর মত জেমস ভাইকে পেতাম না তোমাকে শুভকামনা আমাদের এমন স্নিগ্ধ কন্ঠের একটা মানুষকে দান করার জন্য 😢😢😢
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
হুয়াক্কা হুয়া।😊
ভালোবাসা হারানোর বেদনা জীবনটাকে ওল্টা পাল্টা করে দিলো।কি অদ্ভুত ভালোবাসা।ভালো থেকো তুমি🥰
প্রিয় তুমি কল্পনাতেই সুন্দর কিন্তু বাস্তবে বহুদুর।
সত্যিকার অর্থে দিনশেষে আমরা সবাই সবার রাজ্যে খুব করে একা, ভীষণ করে একা।
তবুও শুভকামনা নিরন্তন প্রিয়।
আহা কতটা কষ্ট নিয়ে মানুষ এসব গান শোনে,,আমি একমাত্র ব্যক্তি কোন কষ্ট ছাড়াই গুরুর গান ভালো লাগে
২৫ সালে কে কে শুনছেন এই গান টা।
No singer in the world has such a vocal to touch every heart.... Love or pain whatever it is, our James is the best one to shower it on us.... Not only on his fans...but anyone who loves music.
বেদনার সব টুকো আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি চলে যাও s ভুলে না আমায়
আহারে,,,,,,যতবার গানটা শুনি,,,,,, বাকিটা বলার সাধ্য আমার নাই😭
🥀যতই ঘৃণা করো না কেন_ 😟🙃
_আমি জানি সাদা কাফনে_
_ একদিন আমি_🌚
_মুড়িয়ে গেলে তুমিও কাঁদবে! 😥💔🥀
হারে এই প্রীথিবীতে আমার মত এতিম কেউ নাই
💙💚💛💜
Sure 😂
দুশমন মরলেও কানদে
Best comment
কমেন্ট টা আমার ভবিষ্যৎ সন্তানের জন্য রেখে গেলাম,,হয়তো কোন একদিন চোখে পরবে--আর তখন বুঝতে পারবে তার বাবা কোন লিজেন্ডদের গান শুনতো__❤️🌼
এই যন্ত্রনা কেউ কোনোদিন বুঝবে না।
পুড়ে যাওয়া হৃদয় এর লাশ পোড়া গন্ধ
এখনো পাই।
তবু ও ভাল থাকুক সেই ভালোবাসার মানুষ গুলো।
তুমি জানলে না
আমার হাসির আড়ালে
কত যন্ত্রনা কত বেদনা কত যে দুঃখ বোনা
আহ লাইন গুলো যেন এক অসাধারণ আবেগে ভরা।
গুরু হাজার বছর স্বরনিয় হয়ে
থাকবে মানুষের রিদয়ে💖💗
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা😌❤️🩹
❤❤❤❤
আজ অনেকদিন পর শুনলাম আর প্রিয় এক্স কে পাঠিয়ে দিলাম
সত্যি কথা হয়ত তোমাকে হারিয়ে আজ এ-ই গান শুনছি 😂😂😂
আত্নাকে বাঁচিয়ে রাখুন নাহলে গানটা যে মরে যাবে আমরা তখন আর শুনতে পারবো না🥺❤️
ভালবাসি তোমায় প্রিয়া
এতটাই ভালো থাকো যাতে একটা সেকেন্ডের জন্যও কোনোদিন আমাকে মনে না পরে। মনে পরলে তুমি কষ্টে থাকতে পারবে না।
কোথায় পাবো আর এই অসাধারণ গান ❤❤ আর কেউ এমন করে গাইতে পারবে কিনা জানিনা। তবে উনিই একজন যার গান শুনে বারবার শুনতে ইচ্ছে করে আমার ❤❤❤❤❤
3:53 আমি ইন্ডিয়া থেকে ভালোবাসা, অভিনন্দন জানাই,, জেমস সাহেব কke,,,, সারাদিন আমি ওনার গান শুনতে থাকি,,, পৃথিবী 3:53 তে যতবার খুশি জন্ম নেবো, জেমস সাহেব গান শোনার জন্য, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে তার সুর,,,3/9/24❤❤❤❤
তোমার কথা এখনো মনে পড়ে
দির্ঘ ৭ টি বছর ধরে একাই রয়ে গেলাম
অনেক ভালোবাসতাম তোমাকে
Kosto laglo apnar likha pore vai
আমি 3বছর 😓😓😓😓
😪😪😪
Name ki vai manushtar?
হাজার হাজার জীবন্ত লাশ গুলি এখনো আপনার জন্য পৃথিবীতে আছে বস🖤🖤🖤 ভালো থেকো প্রিয়💔🥀
"ছেড়ে যাওয়া মানুষ কি বুঝবে"..!😅💔
"রেখে যাওয়া স্রিতি গুলো কতো ভারি হয়"!🙂
বুঝলে যেতে পারতো না। ভাল না বাসলেও অন্তত দয়া হতো।
অন্তরে পৌঁছে গেছে 👍
গুরু তোমায় প্রণাম ❤❤❤
প্রিয় মানুষ কে ভুলে যাওয়া সম্ভব না গুরু 😢😢😢
জীবনে নেই তো কি, হৃদয় এ তো ঠিকই আছে 😢😢😢
- তুমি অনেক অনেক ভালো থেকো প্রিয়, দোয়া রইলো তোমার জন্য। ভালোবাসায় কোন অভিশাপ থাকেনা প্রিয়। ❤❤
কেউ না জানুক। জানার দরকারও নাই। একদিন আগে পরে সবাই চলে যাবে। এসব এক স্থূল বৈষয়িক ব্যাপার তথাপি অনুভূতি মাত্র। সবাই ভালো থাকুক সতত। ❤️
😅 ঠিক
ভালো থাকোক সেই মানুষ টা
যে এক পাহাড় পরিমাণ কস্ট দিয়ে গেছে আমাকে 🙂
অভিযোগ নেই অভিমান নেই ভালো থাকুক ভালোবাসা। যারা ভালো থাকার জন্য ভুলে গেছে আল্লাহ তাদের ভাল রাখুক।
Ki song re baba.... Koto je sundor kotha, music, ek kothai onoboddo.
অনেকেই মনে করে জ্যামস এর গান শুনলে হয়তো কষ্ট কিছুটা লাঘব হয়। সত্যি কথা বলতে আমি যতবার এই গান গুলো শুনি আমার কষ্ট বেড়ে যায়। তবু কেন জানি বারবার এইসব গান শুনলে মন চায়।4:00
সত্যি কথা।আরো বাড়ে কষ্ট
পৃথিবীতে একমাত্র গুরুর গানের সাথেই মনের কথাগুলো প্রান খুলে বলা যায়,
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না,,🙂স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে,,মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ লাইক দিলে,, 🙂নোটিফিকেশন পেয়ে,,🙂আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়,,,😐🙂
গুরুর গানের লাইনে বেঁচে থাকে হাজারও জীবন্ত লাশ
সত্যি,,, আমরা,, যাকে,,, সব,,, থেকে,,, বেশি,,, ভালোবাসি,,, তারা বেশি,,, কষ্ট,,,, দেয়,,,, 😔
আমার কিছু রাতের আঁধার কাটে গুরু তোমার গান শুনে। I love u guru 💓
কেউ জানবে না, কেউ বুঝবে না একটা সময় আমিও একটা মানুষের কাছ থেকে দুঃখ পেয়ে এখনও তার জন্য কান্না করি। 💔
“প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষন কিন্তু বেদনা থাকে সারাটি জীবন”SS
আমার lover এই কতা টা সবসময় বলত
গত বছর কমেন্ট করেছিলাম এই গান শুনে,, আজওওও আরেকবার করে গেলাম ❤❤❤❤❤
guru u r the best
2004 থেকে গুরুর গান শুনি। অসাধারণ ভয়েস এবং লিরিক। সত্যিই ভালবাসার আরেক নাম গুরু জেমস ❤️
22 বছর আগে এক জন্যকে ভালোবেছিলাম এখোনো ভুলতে পারিনাই।।।।
ভাই আসলেই জীবন টা অনেক ছটো এই চট্রো জীবনে কিছু হারিয়ে পেল্লে জীবন টা অনেক কষ্টের হয়ে যায়
Tik kotha
@@tanintanin6263 hmm
প্রিয় কবিতা🙂
১ কোটি বছর হয় তোমাকে ভালোবাসি🥰
প্রিয় হারানোর ব্যাথায় - গানটা সুখের স্মৃতি মাত্র।
Love U Boss Guru
Love❤😊
বছর বয়সী একটা জীবন
কথা বলে জানা নেই
গুরু তুমি আছো
কেমন গুরু
জীবন
গুরু
❤
জেমস্ গুরু,একজন ছিলো একজন ই থাকবে, তার বিপরীতে কেউ আসবে না, হাজার বছর বেঁচে থাকবে, তার মধুর সুরের গান গুলো, ভালোবাসা অবিরাম গুরু💝💖🥰..
হাসি মুখ টা সবাই দেখে কিন্তুু,হাসির আরালের কষ্ট টা মনে হয় এই গানই বোঝে 😊😊
তুমি কি কারনেই জানবে কারণ তুমি তো সুখের সংসার আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তায়ালা রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিন
R8...boss
প্রজন্মের পর প্রজন্ম বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু এই গানগুলো কখনো বিলুপ্ত হবে না। 😍
কৃতজ্ঞতা গুরু👏
সবার হাসির আড়ালে কত যনত্রনা বুকের মধ্যে চাপা কষ্ট গুরু কালজয়ী গান গেয়ে সবার বুকফাটা না বলা কথা বলেছেন হাজার সালাম গুরু ❤ ❤❤
বাস্তব জীবনের অগ্রগতির সাথে এগিয়ে যাও হাসির আড়ালে কতটা কষ্ট লুকিয়ে থাকতে পারে তা কেউ জানে না আর বুঝবেও না কেউ কোনোদিন
❤
সত্যিই বস তুমি দুনিয়া কাঁপানো এক রক স্টার।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, আসুন আমরা কথা বলার শুরুতে সালামে প্রচলোন করি একটা সুন্নত জিন্দা করি, আর যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত
السلام عليكم ورحمة الله
আমার এই একাকিত্ব , এই অতৃপ্ত হৃদয়ের এক মাত্র প্রশান্তি ❤❤❤❤❤
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা সোনা হতোনা প্রিয়😭 স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটা শুনতে আসবে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারও শুনতে আসবো প্রিয় গানটা 💔💔
তুমি জানলে না,
অগোচরে কতরাত কেঁদেছি🙂
বিরহে বেদনায় কতবার পুড়েছি।
ছোট বেলায় যখন গুরুর গান গুলো শুনেছি তখন এতটা ফিল করিনি কিন্তু এখন গুরুর গান গুলো শুনলে চোখে পানি চলে আসে
একটা স্মৃতি রেখে গেলাম তোমায় পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না 😥 কেও এসে যখন একটা লাইক দিবে তখন আইসা আবার গানটা শুনে যাব
এই গানটি শোনে চোখের পানি ধরে রাখতে পারিনি😢😢😢
অসম্ভব সুন্দর একটা গান,,এতো এতো ভালো লাগে,, মন খারাপ হলে শুনতে আরও বেশি ভালো লাগে ❤️❤️❤️ ২০২৫ এ এসেও এই গান গুলো চমৎকার,,,।
ধন্যবাদ গুরু 🙏
আমাদের মতো পাগলের অন্তরে ক্ষনিকের সুখের ছোয়া দেওয়ার জন্য। ❣️ একদিন আমি থাকবো না❌ কিন্তু আমার কমেন্ট'টা থাকবে। পরবর্তী প্রজন্মের জানান দেওয়ার জন্য, আমরা কোন লেভেলের গান শুনতাম। লিজেন্ড কা লিজেন্ড গুরু জেমস❣️
আজ দুজনের পথ আলাদা
ভাবতে কোব কষ্ট হয়
আজও আমি তোমার জন্য আগের মতো উন্মাদ
আমার কথা হয়তো তোমার একবারের জন্য মনে পরেনা আমাকে
আর আমি পুরে পুরে ছারকার।
Guru tumay kub miss kori
Amio
@@sarminakter2129 তাই
2024 সালে কি শুনতে আসছেন এই গানটি তারাই লাইক করুন
2025
সেই ২০১০ সালে শুনতাম এই গান আজ-ও মনের ভিতর লারা দিয়ে উঠে কি যাদু কন্ঠে 😊🤗
গুরু তোমাকে বলার মতো কোনো ভাষা নেই গুরু তোমাকে সালাম ❤❤❤❤
সে চাইলে সব ঠিক হতে পারতো কিন্তু সে চাইল না; আমার ভালোবাসাটা একতরফা রয়ে গেলো!'😅
কত হাজার বার যে গানটা শুনছি ❤️💞
তুমিই সেরা ২৩.০৩.২০২২ ইং