রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর কবিতাঃ জেব্রা ক্রোধ | Bangla Kobita | SrutiKolpo (+subtitle)

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • পুরো কবিতাঃ
    প্রত্যেকের কিছু সৌভাগ্য থাকে, কিছু পাওয়া থাকে,
    প্রত্যকের কিছু স্নিগ্ধ সোনালি রোদমাখা সকাল থাকে,
    যার কাছে বিধাহীন ফিরে গিয়ে নিজেকেও খণ্ড খণ্ড কোরে
    খুলে রাখা যায়,
    যার মাঝে অনায়াসে খেলা করা চলে ভাসমান নিশ্চিন্ত হাঁস,
    পালকের ফাঁকে ফাঁকে অন্তরঙ্গ জলের মতো।
    প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো,
    কিছু অসম্পূর্ণ নির্মান, ভাঙাচোরা গেরস্থালি ঘরদোর,
    প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে
    যাকে চিরদিন নষ্ট নোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে
    যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ, নিজের নিভৃতে রেখে
    গোপন পোড়াতেই একান্ত পাওয়া।
    অভ্যন্তরে কিছু না পাওয়া থাকে অভিমানে, অন্য দ্বিধায়
    কিছু ডোরাকাটা জেব্রা ক্রোধে নিশ্চুপ আত্মহনন,
    অভ্যন্তরে কিছু নিসঙ্গতা থেকে যায় অনন্ত অবধি-
    আকাশের সিঁড়ি বেয়ে নেমে আসে মেঘের কবুতর,
    করতলে চিবুকের ভালোবাসা রেখে একজন থেকে যায় অচেতন ঘুমে,
    এই সুর্যের সমস্ত বয়সে তাকে কোনোদিন জাগানো যাবে না,
    মাটির মতো নিশব্দে জেগে থেকে তার চোখ দেখবে সকল কিছু।
    প্রত্যেকেরই কিছু সৌভাগ্য থাকে, কিছু দগ্ধ ক্ষত থাকে বুকের নিভৃতে-
    আমার ভেতরে আছে একখণ্ড ক্রোধ- অভিমানে ভেজা প্রেম
    অমিতাভ সবুজ ঘাতক।।
    কবিতাঃ জেব্রাক্রোধ (Zebra Krodh)
    বইঃ রুদ্রসমগ্র (RudraShomogro)
    কবিঃ রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ (Rudra Mohammad Shahidullah)
    ভাষাঃ বাংলা (বাংলা)
    #srutikolpo #RudraMohammadShahidullah

КОМЕНТАРІ •