এমন উচ্চমার্গের আলোচনা কি সাবলীল ভাবে উপস্থাপন করলেন দেবোরা ! প্রাণটা জুড়িয়ে গেল দেবোরার আলোচনা শুনে। লালন দর্শন নিয়ে দেবোরা যে আলোর সন্ধানে নেমেছে আমি নিশ্চিত সে একদিন তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। অনেক শুভকামনা
Excellent...প্যারিস থেকে কেউ তার আত্মিক জ্ঞানের কারণে বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে বসবাস শুরু করেছেন। এ বিষয়টি খুবই অনন্য ও গভীরভাবে স্পর্শকাতর। এর মাধ্যমে বোঝা যায়, তিনি হয়তো শহরের ব্যস্ত জীবন ছেড়ে প্রকৃতির নিকটে এসে শান্তি ও আত্মিক উপলব্ধি খুঁজে পেতে চেয়েছেন। এই ধরনের জীবনযাপন তাকে তার নিজের ভেতরের আত্মার সাথে সংযুক্ত হতে সাহায্য করতে পারে। বাংলাদেশের গ্রামীণ পরিবেশে থাকার কারণে তিনি প্রকৃতির সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারেন, যা আত্মিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক। এখানে থাকার মাধ্যমে তিনি হয়তো ধ্যান, প্রার্থনা এবং প্রাকৃতিক জীবনের সাথে মিল রেখে নিজের অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক শক্তিকে আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ পাচ্ছেন।
That type of woman is very very rare in the world, I am Bangladeshi, I live in France but seekers women it’s really rare 💙💙💙, Her realization and explanation,, just outstanding, I respect her wisdom 🙏🙏🙏
যদিও তিনি আধ্যাত্মিক জগতকে জানার অনেক পিপাসা থেকে এখানে এসেছেন কিন্তু সঠিক পথ যে পথে আল্লাহ এবং রাসূল কে পাওয়া যাবে যে পথে গেলে অথবা চললে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করা যাবে, দুর্ভাগ্যক্রমে তিনি সেই সঠিক পথটি খুঁজে পাননি। যেখানে আল্লাহ তায়ালা বলছেন "নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম " (সূরা আল ইমরান আয়াত ১৯) অন্য এক আয়াতে বলেন "আমি আমার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম " তাই ইসলামের বাহিরে অন্য কোন ভাবে আল্লাহ তায়ালাকে খোঁজা অথবা সাধু সন্ন্যাসী করে আধ্যাত্মিক কিছু লাভ করার কোন সুযোগ নেই। ইসলাম আমাকে যেটা করতে বলেছে যেটা করতে নিষেধ করেছে সেগুলো পালন করাই হচ্ছে প্রকৃত সরল এবং সঠিক পথ। অন্য সকল পথ মত ভ্রান্ত। আমি দোয়া করি আল্লাহ তায়ালা ওনাকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, পরিপূর্ণভাবে কোরআন, হাদিস এবং ইসলামকে বোঝার এবং তা মানার তাওফিক দান করুন। ইসলাম শব্দের শাব্দিক অর্থ শান্তি, আত্মসমর্পণ করা, ত্যাগ করা বা উৎসর্গ করা, সুতরাং যে ব্যক্তি আত্মসমর্পণ করবে নিজেকে ত্যাগ এবং উৎসর্গ করবে আল্লাহ এবং তাঁর রাসূলের দিকে তাহলে সে আত্মসমর্পণকারী সে ইসলামে প্রবেশ করল এবং তাকেই মুসলিম বলা হবে। "আর যে আল্লাহ এবং তাঁর রাসূলকে বিশ্বাস করল এবং সৎ কাজ করলো তাদের জন্য রয়েছে জান্নাত" (আল কোরআন)
আরোও কয়েক দিন আগেই আমি আলোচনাটি শুনেছি। দেবোরার বাংলা ভাষা বলার এই দক্ষতা আমাকে অভিভূত করেছে। সত্যি বলতে বাংলাদেশের কাউকে এর আগে ফকির লালন শাহের বিষয়ে এতো এতো গভীর আলোচনা করতে শুনিনি। হয়তো আছে তবে আমি শুনিনি। বলতে খারাপ লাগছে, উপস্থাপিকা আরোও বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতে পারতেন। এমনকি আমার নিজের মনেও অনেক প্রশ্ন থেকে গেলো। সতিই দেবোরা জান্নাতের দর্শনত্তত্ব ভীষণ গভীর। সব মিলিয়ে খুবই ভালো লেগেছে।❤❤❤
ফালতু উপস্থাপিকা। উনি খুবই সারফেস লেভেলের প্রশ্ন করে যাচ্ছে। তবুও উনি (জান্নাত) চেষ্টা করছিলেন ভাবের গভীরে ঢুকতে। উপস্থাপিকা বারবার ইন্টারফেয়ার করছে। ভাই, এই ধরনের বিষয়ে ইন্টার্ভিউ নিতে হলে একটু পড়াশোনা, বোঝাপড়া থাকতে হয়।
আল্লাহর ওলি দের অবশ্যই সম্মান করতে হবে,করিও, কিন্তু আমার দেখা একদম কাছের মানুষ পীরকে একেবারে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে,এগুলা দেখে আর ভালো লাগেনা। লালন ও সেইম। হয়ত তার কথা গুলা ভালো কিন্তু এতে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি, বিশেষ করে আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:) তে বিশ্বাসী।
বেলায়াতে মুরশিদ হইয়া আসিলেন দিনের নবী মুরশিদ না পাইলে কি আর রাসুল পাবি ভাই আগে তো নবী চিনতে হবে নবীকে তা জানতে হবে শুধু কালেমা পড়লেই কি নবীর উম্মদ হওয়া যায়
This is an amazing deeply spiritual thoughtful woman and her mastery of the Bengali language is very very impressive to say the least. Her spiritual knowledge is spellbinding !
আলোচনা অনুস্ঠান টি খুবই উপভোগ্য হয়েছে।আমি মনোযোগ সহকারে পুরো অনুস্ঠানটি দেখছি এবং শ্রবন করেছি।আমি দেবরা জান্নাতকে ধন্যবাদ জানাই এই জন্য যে সম্পূর্ণ অনুস্ঠানে প্রমিত বাংলায় আলোচনা অংশ 1:07:34 গ্রহন করার জন্য। তবে উপস্হাপিকার উচিত ছিলো লালনের আখড়ায় যে গাঁজার মহোৎসব হয়।এ সম্পর্কে দেবরা জান্নাত এটাকে কোম দৃস্টিতে দেখে।তার গুরুত্বপূর্ণ মতামত দরকার ছিলে।
I deeply resonate with everything you and Deborah shared. It’s truly inspiring to witness such a profound spiritual connection. I’ve been on my own journey of seeking for the past two years, and I know the path isn’t always easy. Thank you for such a meaningful and uplifting podcast. ❤
It is unexpected to see Deborah. It has changed my outlook, which I can't explain. Her presentation gave me peace. I wish her peace, tranquility and emancipation. All the best.
গুরু হলো একজন মহা মানবের আত্মা,সেই মানুষটা শুধুমাত্র একটা রক্ত মাংস হাড়ের কাঠামো নয়,আসল হলো সেই মহা মানবের আত্মা সেই আত্মার পরিক্রমায়, বংশ পরম্পরাই সেই আত্মা এক মানব থেকে আরেক মানবের আত্মায় আশ্রয় নেয়,এই ভাবেই গুরু নির্ধারণ হয়।
Eza trust me, I have watched the entire podcast and what I came to realise is that, you should leave doing that. You’ve cut her so many times in so many topics. When you invite people in your podcast, atleast let them finish of what they are saying. That’s a simple manner
শুনলাম ওনার philosophical চিন্তা ধারা। খুবি ভালো লাগলো। আমরা যদি সকালে সামান্য একটুও বুঝতাম, আর সেই অনুযাই চলতাম, পৃথিবীটা একটা সুন্দর জায়গা হতে পারতো।
Excellent podcast. Most wanted topics discussed in the present context. request for the host. Please let the guest complete the topic before interrupting with a new topic.
আল্লাহর কসম করে বলি ১ ঘন্টা ৭ মিনিট এর ভিডিও ১ঘন্টা দেখে তার পর কমেন্টস করলাম উনার কথার মধ্যে অনেক উচু মানের আদ্ধাতিকতা পাওয়া গেল আল্লাহ উনাকে দিরঘ নেক হায়াত দান করুন আমিন 🙏🙏🙏🙏🙏🙏জয় হুক লালন সাইজির
একজন বিদেশিনী যেভাবে লালন শাহ এর জ্ঞান কে আত্মস্থ করতে পেরেছে তা অকল্পনীয়। তাকে কাছ থেকে দেখার ইচ্ছে করছে। আমিও কুষ্টিয়াতে থাকি। তার জন্য নিশ্চয়ই একদিন যাব।
মানুষ অযথাই নিজেকে কতই না কষ্ট দিচ্ছে। অথচ আল্লাহর বিধান মেনে নিলে খুবই সাবলীল ও সামাজিক জীবন যাপন করতে পারে। আমিষ-নিরামিষসহ বিভিন্ন স্বাস্থ-সম্মত খাবার খাওয়াটাই মানবতার প্রাকৃতিক বিষয়। অথচ কিছু পাগল শ্রেণির মানুষ প্রকৃতি বিরুদ্ধ কাজ করছে।
আমি জাহাঙ্গীর আলম চিস্তি নিজামি বাংলাদেশ মাগুরা জেলা থেকে বলছি। যে আমি কমেন্ট এ যতটুকু লিখি তার একটা সবদো কাটা ছেঁড়া করলে সমষ্যা হবে বলে সকল মিডিয়ার লোকজন দের কে বলছি। ধন্যবাদ 1:07:34
To Debra Zannah. Have you ever recited the holy Quran? Have you ever thought deeply and given serious thought in the holy Quran? If you have not, I would request you to read this book. Have you ever read the biography of Muhammad PBUH? If the answer is not I would request you to read the biography of Muhammad PBUH.
ভালো লাগছে কথা গুলো। ফুল ভিডিও টা দেখলাম। অনেক গুলো কথা ভালো লাগছে। অনেক কিছু শিখার আছে। অনেক ভুল ধারণা ভেঙে গেছে। আলোচনা গুলো ভালো লাগছে। ইনশাআল্লাহ একদিন লালন আকরায় গিয়ে ঘুরে আসবো।
উপ্সথাপিকার উচিত অথিতিকে পুরো কথা শেষ করতে দেয়া। যতবারই অথিতি গভীর কিছু বলতে চায় তখনি উপস্থাপিকা বাধা দিচ্ছেন। প্লিজ বি ম্যাচিউর
ঠিক
উপস্থাপিকা বোকা
উপস্থাপিকা বোকা
Exactly
রাইট
এমন উচ্চমার্গের আলোচনা কি সাবলীল ভাবে উপস্থাপন করলেন দেবোরা ! প্রাণটা জুড়িয়ে গেল দেবোরার আলোচনা শুনে। লালন দর্শন নিয়ে দেবোরা যে আলোর সন্ধানে নেমেছে আমি নিশ্চিত সে একদিন তার লক্ষ্যে পৌঁছাতে পারবে।
অনেক শুভকামনা
Excellent...প্যারিস থেকে কেউ তার আত্মিক জ্ঞানের কারণে বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে বসবাস শুরু করেছেন। এ বিষয়টি খুবই অনন্য ও গভীরভাবে স্পর্শকাতর। এর মাধ্যমে বোঝা যায়, তিনি হয়তো শহরের ব্যস্ত জীবন ছেড়ে প্রকৃতির নিকটে এসে শান্তি ও আত্মিক উপলব্ধি খুঁজে পেতে চেয়েছেন। এই ধরনের জীবনযাপন তাকে তার নিজের ভেতরের আত্মার সাথে সংযুক্ত হতে সাহায্য করতে পারে।
বাংলাদেশের গ্রামীণ পরিবেশে থাকার কারণে তিনি প্রকৃতির সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারেন, যা আত্মিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক। এখানে থাকার মাধ্যমে তিনি হয়তো ধ্যান, প্রার্থনা এবং প্রাকৃতিক জীবনের সাথে মিল রেখে নিজের অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক শক্তিকে আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ পাচ্ছেন।
Amin ❤🎉❤
Ara nastic ai mohira boka ja bujhaiche tai bujche akn tai palon korche ...Allah ader hedayath dew 😢🤲
That type of woman is very very rare in the world, I am Bangladeshi, I live in France but seekers women it’s really rare 💙💙💙, Her realization and explanation,, just outstanding, I respect her wisdom 🙏🙏🙏
আমার বাড়ির পাশের আরশিনগরের পড়শী দেবোরা আপা। অত্যন্ত ভালো মানুষ, সহজ মানুষ আসল মানুষ। হেমাশ্রমে যতবার গেছি মনে হয়েছে নিজের বাড়িতেই আছি। জয়গুরু
How do I contact you... Please send me your contact number.. Please
ভাই কিভাবে যোগাযোগ করতে পারবো
এরা খৃষ্টান পাদ্রী মুসলিম সেজে আমাদেরকে বোকা বানায়
খুব ভাল❤
যদিও তিনি আধ্যাত্মিক জগতকে জানার অনেক পিপাসা থেকে এখানে এসেছেন কিন্তু সঠিক পথ যে পথে আল্লাহ এবং রাসূল কে পাওয়া যাবে যে পথে গেলে অথবা চললে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করা যাবে, দুর্ভাগ্যক্রমে তিনি সেই সঠিক পথটি খুঁজে পাননি। যেখানে আল্লাহ তায়ালা বলছেন "নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম " (সূরা আল ইমরান আয়াত ১৯) অন্য এক আয়াতে বলেন "আমি আমার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম " তাই ইসলামের বাহিরে অন্য কোন ভাবে আল্লাহ তায়ালাকে খোঁজা অথবা সাধু সন্ন্যাসী করে আধ্যাত্মিক কিছু লাভ করার কোন সুযোগ নেই। ইসলাম আমাকে যেটা করতে বলেছে যেটা করতে নিষেধ করেছে সেগুলো পালন করাই হচ্ছে প্রকৃত সরল এবং সঠিক পথ। অন্য সকল পথ মত ভ্রান্ত।
আমি দোয়া করি আল্লাহ তায়ালা ওনাকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, পরিপূর্ণভাবে কোরআন, হাদিস এবং ইসলামকে বোঝার এবং তা মানার তাওফিক দান করুন।
ইসলাম শব্দের শাব্দিক অর্থ শান্তি, আত্মসমর্পণ করা, ত্যাগ করা বা উৎসর্গ করা, সুতরাং যে ব্যক্তি আত্মসমর্পণ করবে নিজেকে ত্যাগ এবং উৎসর্গ করবে আল্লাহ এবং তাঁর রাসূলের দিকে তাহলে সে আত্মসমর্পণকারী সে ইসলামে প্রবেশ করল এবং তাকেই মুসলিম বলা হবে।
"আর যে আল্লাহ এবং তাঁর রাসূলকে বিশ্বাস করল এবং সৎ কাজ করলো তাদের জন্য রয়েছে জান্নাত" (আল কোরআন)
Right
উনি পুরা প্রোগ্রামে স্ট্রেইট হয়ে বসে ছিলো। একবারও কুজো হয় নাই বা পিছনে হেলানও দেই না। এইটা আসলেই একটা প্রেক্টিসের বিষয়।
আরোও কয়েক দিন আগেই আমি আলোচনাটি শুনেছি। দেবোরার বাংলা ভাষা বলার এই দক্ষতা আমাকে অভিভূত করেছে। সত্যি বলতে বাংলাদেশের কাউকে এর আগে ফকির লালন শাহের বিষয়ে এতো এতো গভীর আলোচনা করতে শুনিনি। হয়তো আছে তবে আমি শুনিনি। বলতে খারাপ লাগছে, উপস্থাপিকা আরোও বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতে পারতেন। এমনকি আমার নিজের মনেও অনেক প্রশ্ন থেকে গেলো। সতিই দেবোরা জান্নাতের দর্শনত্তত্ব ভীষণ গভীর। সব মিলিয়ে খুবই ভালো লেগেছে।❤❤❤
ফালতু উপস্থাপিকা। উনি খুবই সারফেস লেভেলের প্রশ্ন করে যাচ্ছে। তবুও উনি (জান্নাত) চেষ্টা করছিলেন ভাবের গভীরে ঢুকতে। উপস্থাপিকা বারবার ইন্টারফেয়ার করছে। ভাই, এই ধরনের বিষয়ে ইন্টার্ভিউ নিতে হলে একটু পড়াশোনা, বোঝাপড়া থাকতে হয়।
আমার প্রণাম মা । খুব সমৃদ্ধ হলাম। ঈশ্বরের অনেক কৃপা আছে। ভালো হোক ।🙏🏼 সবার ই প্রার্থনা।
অতিথির জ্ঞানের গভীরতা এত বেশি যে চিন্তাই করা যায় না।আমরা চাই এই অতিথিকে নিয়ে আর এপিসোড করা হউক। ধ্নন্যবাদ।
যে বুঝে সে খোঁজে
ধন্যবাদ এত সুন্দর করে বাংলা ভাষায় কথা বলার জন্য
আমি উনাকে আগেও এমন সুন্দর করে বাংলা বলতে দেখেছিলাম ফেসবুকে, আজ হঠাৎ এখানে তার সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো।
এরা ইহুদিদের গুপ্তচর খোজ নিয়ে দেখলে বুঝবেন এরা ইহুদিদের হয়ে কাজ করেন,ভিতরে ভিতরে তারা যে কত ভয়ংকর জানতে পারবেন না
জ্ঞানী লোক
আমি আপনার দেশে ফ্রান্সে থেকেও আপনার ফরাসি ভাষা এত টা বলতে পারি না , যত টা আপনি বাংলা পারেন।। ভালোবাসা রইলো।।
উনার কন্ঠটাই কেমন যেন শান্তি লাগার মতো।
Her Bangla hits different 🫨
@@growthwithsajid hmmm re
কথাগুলো শুনলে মনটা পূর্ণ শান্তি পেলাম
এই মুহূর্তে আমি খুব শান্তি অনুভব করছি হৃদয়ে।
Can you imagine how much her dedication is that she learnt the language to better understand the philosophy of Lalon Sain?
প্রতিটা প্রশ্নের শুরুতে বিষয়ের যে সূচনা, অসাধারণ। "পূর্ণাঙ্গ মানুষ হয়ে এসেছি, তবুও নবজাতকের মত"
"মানবতা ধর্ম" অসাধারণ কথা।
উনার কথাগুলো খুবই মূল্যবান ❤
deepest respect for my spiritual Monk sister. she is not blood connected. Pure soul.
আল্লাহর ওলি দের অবশ্যই সম্মান করতে হবে,করিও, কিন্তু আমার দেখা একদম কাছের মানুষ পীরকে একেবারে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে,এগুলা দেখে আর ভালো লাগেনা। লালন ও সেইম। হয়ত তার কথা গুলা ভালো কিন্তু এতে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি, বিশেষ করে আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:) তে বিশ্বাসী।
No need there no spirituality in islam
বেলায়াতে মুরশিদ হইয়া আসিলেন দিনের নবী
মুরশিদ না পাইলে কি আর রাসুল পাবি
ভাই আগে তো নবী চিনতে হবে নবীকে তা জানতে হবে
শুধু কালেমা পড়লেই কি নবীর উম্মদ হওয়া যায়
❤❤
Deborah jannat এক আসল মানুষ ,ও মানবধর্মের মানুষ ,সহজ সরল মানুষ,তুমি অন্তহীন সুন্দর ❤❤❤❤
এতো কিছু বুঝি না বুঝতে চাই ওনা সুধু জানি মোহাম্মদ ছল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম আমার গুরু তাকেই মানার চেষ্টা করি আলহামদুলিল্লাহ্
Musa, isa, dawood era koi tahole?
😁😁😁😁😁😁
@@abrahamismবাংগালী মানেই বিনোদন কেন্দ্র
ধর্ষক, মরুর ডাকাত
নিজের অন্তরের ভিতর সবকিছু
তার কথা শুনে সব কাতারে কাতারে ফকির হয়ে যাবে, আসলেই অনেক শান্তি পেলাম, সবকিছু ভোগের পরেই এই ত্যাগ সম্ভব, France এ থাকলেই সেটা ভালো বোঝা যায়।
Killing the ego. Killing the delusion. Beautiful. This is real knowledge.
Debora please arrange a international seminar about this
খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনলাম। অনেক ভালো লাগলো।
This is an amazing deeply spiritual thoughtful woman and her mastery of the Bengali language is very very impressive to say the least. Her spiritual knowledge is spellbinding !
I love her Bangla! ❤
BEAUTIFUL 😍
উনি একটা বাস্তব কথা বলেছেন, শূন্য আসছি শূন্য নিয়ে পৃথিবী ছাড়বো।
Ato sundor kotha barta...ato sundor bornona...ato valo manush...vison vison valo laglo alochona.. r ato misti Bangla bolchen....sotti atulonio🙏🙏🙏🙏
আমি ওবাক হয়ে গেলাম এত ভাল বলতে পারে।অনি অনেক ভাল কিছু বুঝতে পেরেছে।
আলোচনা অনুস্ঠান টি খুবই উপভোগ্য হয়েছে।আমি মনোযোগ সহকারে পুরো অনুস্ঠানটি দেখছি এবং শ্রবন করেছি।আমি দেবরা জান্নাতকে ধন্যবাদ জানাই এই জন্য যে সম্পূর্ণ অনুস্ঠানে প্রমিত বাংলায় আলোচনা অংশ 1:07:34 গ্রহন করার জন্য। তবে উপস্হাপিকার উচিত ছিলো লালনের আখড়ায় যে গাঁজার মহোৎসব হয়।এ সম্পর্কে দেবরা জান্নাত এটাকে কোম দৃস্টিতে দেখে।তার গুরুত্বপূর্ণ মতামত দরকার ছিলে।
উনার কথাগুলো শুনে আমার অন্তরাত্মায় শান্তি অনুভব করছি।
This is a very much needed episode! Thank you for bringing Deborah as a guest.
Her side profile looks like portal of Lalon Shai Jee himself.
I deeply resonate with everything you and Deborah shared. It’s truly inspiring to witness such a profound spiritual connection. I’ve been on my own journey of seeking for the past two years, and I know the path isn’t always easy. Thank you for such a meaningful and uplifting podcast. ❤
দেবোরা জান্নাত ম্যাম এর কথাগুলো শুনে মনটা যেন প্রশান্ত হয়ে গেল 😊
অপূর্ব সুন্দর আলোচনা।
দারুন লাগল। এ রকম আরো কোয়ালিটি ভিডিও আশা করি
Her depth of knowledge is really impressive ❤ hope soon she will find the truth ❤
এই জ্ঞান অর্জন করা, অসম্ভব।
জয় গুরু
thanks from my bottom of my heart, make another episode with her .
It is unexpected to see Deborah. It has changed my outlook, which I can't explain. Her presentation gave me peace. I wish her peace, tranquility and emancipation. All the best.
অনেক বড় মনের মানুষ উনি।
আমি আজ চরম ভাবে লজ্জিত হলাম উনার বাংলা বলা, এবং তাঁর জ্ঞানের পরিধি শুনে।
উনার সম্পর্কে সম্পর্কে যত জানছি ততই শ্রদ্ধাবোধ জাগ্রত হচ্ছে। ভালো থাকবেন।
অন্তর ছুঁয়ে গেল 🙏🇧🇩❤️
In one word excellent show and Debra is wise wemen..god bless her
Much respect for Deborah mam ✨
গুরু হলো একজন মহা মানবের আত্মা,সেই মানুষটা শুধুমাত্র একটা রক্ত মাংস হাড়ের কাঠামো নয়,আসল হলো সেই মহা মানবের আত্মা সেই আত্মার পরিক্রমায়, বংশ পরম্পরাই সেই আত্মা এক মানব থেকে আরেক মানবের আত্মায় আশ্রয় নেয়,এই ভাবেই গুরু নির্ধারণ হয়।
Her bangla just outstanding
❤❤is lalon better then jesus?
Khub informative ekta podcast ✌️
Eza trust me, I have watched the entire podcast and what I came to realise is that, you should leave doing that. You’ve cut her so many times in so many topics. When you invite people in your podcast, atleast let them finish of what they are saying. That’s a simple manner
true
yep 😂
Ri8
পরিশুদ্ধ ও সচ্ছ প্রানবন্তচমৎকার একজন মানুষী
সুফিবাদ এবং ফকির সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
I like Deborah, I follow her ❤
শুনলাম ওনার philosophical চিন্তা ধারা। খুবি ভালো লাগলো। আমরা যদি সকালে সামান্য একটুও বুঝতাম, আর সেই অনুযাই চলতাম, পৃথিবীটা একটা সুন্দর জায়গা হতে পারতো।
অনেক অনেক সুন্দর আলোচনা। ধন্যবাদ ❤❤❤❤
Excellent podcast. Most wanted topics discussed in the present context. request for the host. Please let the guest complete the topic before interrupting with a new topic.
Beautiful podcast! Regards from Delhi 🙏🏻
Asadharon Alochona, dhanyabad,
আল্লাহর কসম করে বলি ১ ঘন্টা ৭ মিনিট এর ভিডিও ১ঘন্টা দেখে তার পর কমেন্টস করলাম উনার কথার মধ্যে অনেক উচু মানের আদ্ধাতিকতা পাওয়া গেল আল্লাহ উনাকে দিরঘ নেক হায়াত দান করুন আমিন 🙏🙏🙏🙏🙏🙏জয় হুক লালন সাইজির
অসাধারণ কথোপকথন, আপনার জন্য শুভ কামনা রইল। মানুষ ভজলে সোনার মানুষ হবি।
খুব ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলাম , আমরা সবাই ফকির,
দেবরা জান্নাত কে ধন্যবাদ
একজন বিদেশিনী যেভাবে লালন শাহ এর জ্ঞান কে আত্মস্থ করতে পেরেছে তা অকল্পনীয়। তাকে কাছ থেকে দেখার ইচ্ছে করছে। আমিও কুষ্টিয়াতে থাকি। তার জন্য নিশ্চয়ই একদিন যাব।
আকাশ পাতাল খুঁজিস যারে এ দেহে সে রয় ডুবে দেখ দেখি মন কি রুপ লীলা ময় 💔🌸 শাঁইজী লালন
পুরোটা টাইম ভালো লাগলো।
আমার গ্রামেই থাকেন এবং আমাদের গ্রামের ছেলেকেই বিয়ে করেছেন উনি।অনেক বার কথা হয়েছে উনার সাথে, খুব ভালো মনের মানুষ।
আপনার গ্রামের নাম ঠিকানা একটু দিয়েন
@@rahadulislamshanto3475 pragpur,Doulatpur,Kushtia
@@rahadulislamshanto3475 প্রাগপুর,দৌলতপুর,কুষ্টিয়া।
Location ta deya jabe apnar gramer
প্রাগপুর, দৌলতপুর,কুষ্টিয়া।
হোস্ট এর জ্ঞানের গভীরতা আরো ভারি হওয়া প্রয়োজন ছিলো
হুম
সহমোত
আমি এই পুরো ভিডিও দেখেছি উপস্থাপিকা কিচ্চুই বুঝতে পারেনি উনার কথা।
আপনি অযথা, উলো বনে মুক্তা ঝরাচ্ছেন,বাঙগালি কিছু জানেনা💚💚❤️❤️❤️
Khub bhalo laglo!
মানুষ অযথাই নিজেকে কতই না কষ্ট দিচ্ছে। অথচ আল্লাহর বিধান মেনে নিলে খুবই সাবলীল ও সামাজিক জীবন যাপন করতে পারে। আমিষ-নিরামিষসহ বিভিন্ন স্বাস্থ-সম্মত খাবার খাওয়াটাই মানবতার প্রাকৃতিক বিষয়। অথচ কিছু পাগল শ্রেণির মানুষ প্রকৃতি বিরুদ্ধ কাজ করছে।
সহমত ❤
যার যেরকম শিক্ষা,,,,,,এই শিক্ষা বোঝার ক্ষমতা আপনার নাই,,,,,
আমি কেমনে নিজেকে সামলাবো এ-ই অস্তিরতা দেহ থেকে
আমি স্থির হয়ে থাকতে চাই এ-ই জনমে
আমি জাহাঙ্গীর আলম চিস্তি নিজামি বাংলাদেশ মাগুরা জেলা থেকে বলছি। যে আমি কমেন্ট এ যতটুকু লিখি তার একটা সবদো কাটা ছেঁড়া করলে সমষ্যা হবে বলে সকল মিডিয়ার লোকজন দের কে বলছি। ধন্যবাদ 1:07:34
অনেকদিন পরে পুরো ভিডিওটা পাইলাম
Enlightening. Loved every word.
মা, আমি শামীম।একজন মানুষ। তোমার তুলনা তুমি । কষ্ট নিওনা মা আমি ই তোমার ছেলে। শাহ্ শামীম (গুরু মোজাদ্দেদ তরিকা)
সূরা আল ইনফিতার:6 - হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
Mashallah very good❤
Yes Congratulations, FRANCE SISTER
অসাধারণ,প্রণাম জানাই।
So good. For your explanation.
একজন বিদেশিনী হয়ে কিভাবে এত ভাল বাংলা বলে অবশ্যই এখানে গুরুর হাকিক্বত আছে।
আমি উনার অনেক বড় ভক্ত হয়ে গেলাম।।।আফসুস লাগছে।।আমার খুব ইচ্ছে হচ্ছে সেই আশ্রমে যেতে
চমৎকার 🧡
আমি দুজনকে ধন্যবাদ জানাই এমন একটা আলোচনা উপস্থাপনা করার জন্য
খুবই ভালো লাগলো। অভিনব দৃষ্টিভঙ্গি।।।
Valo laglo onk❤❤
মন জুড়িয়ে গেল
উনি যেহেতু ফেঞ্চ তাই লালন শাহ এর দর্শন টা ফ্রান্সে প্রচার করতে পারলে এটা আন্তর্জাতিক ভাবে আরও প্রসার হতো
To Debra Zannah. Have you ever recited the holy Quran? Have you ever thought deeply and given serious thought in the holy Quran? If you have not, I would request you to read this book. Have you ever read the biography of Muhammad PBUH? If the answer is not I would request you to read the biography of Muhammad PBUH.
❤❤❤❤❤❤ওনাকে ওনেক ধন্যবাদ জানাই
এনাকে যতো দেখছি তো আমি মুগ্ধ হচ্ছি।
আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো অনেক অনেক ভালো লাগলো আপু
উপস্থাপিকা কথার লাইন কেটে দিলো, সাধু যখন কথা বলে তার কথা শেষ না হওয়া পর্যন্ত কথা বলা ঠিক হয়নি।
ভালো লাগছে কথা গুলো। ফুল ভিডিও টা দেখলাম। অনেক গুলো কথা ভালো লাগছে। অনেক কিছু শিখার আছে। অনেক ভুল ধারণা ভেঙে গেছে। আলোচনা গুলো ভালো লাগছে। ইনশাআল্লাহ একদিন লালন আকরায় গিয়ে ঘুরে আসবো।