স্যার এটা বেসরকারিভাবে যারা নিবন্ধন করে সেই সময়ে এজেন্সি গুলো নিবন্ধনের সময় তাদের প্যাকেজগুলো যাত্রীদের কি কি সুযোগ-সুবিধা দিবে তা সামনে আনে। হঠাৎ এটা ডিক্লেয়ারেশন দেয় না প্রত্যেকটা এজেন্সি চায় যে তাদের সুযোগ-সুবিধাগুলো দেখিয়ে যাত্রীদের সন্তুষ্টির চেষ্টা করে। তাই বেসরকারিভাবে যারা নিবন্ধন করবেন এজেন্সির সুযোগ সুবিধা দেখে তারপরে চূড়ান্ত নিবন্ধন করবেন।
এই অনুরোধ সরকারের কাছে করেন। সিন্ডিকেট বন্ধ করার জন্য।
প্রতিনিয়তই করছি কারণ প্যাকেজ পূর্ণ হচ্ছে না
সম্মানিত তোফায়েল ভাই! আপনি বেসরকারি ব্যাবস্থায় কতোজন নিবন্ধন করেছেন তা দেখিয়েন কিন তাদের হোটেল থেকে বাইতুল্লাহর দূরত্ব কতো বলেন নি
স্যার এটা বেসরকারিভাবে যারা নিবন্ধন করে সেই সময়ে এজেন্সি গুলো নিবন্ধনের সময় তাদের প্যাকেজগুলো যাত্রীদের কি কি সুযোগ-সুবিধা দিবে তা সামনে আনে।
হঠাৎ এটা ডিক্লেয়ারেশন দেয় না প্রত্যেকটা এজেন্সি চায় যে তাদের সুযোগ-সুবিধাগুলো দেখিয়ে যাত্রীদের সন্তুষ্টির চেষ্টা করে।
তাই বেসরকারিভাবে যারা নিবন্ধন করবেন এজেন্সির সুযোগ সুবিধা দেখে তারপরে চূড়ান্ত নিবন্ধন করবেন।
নিবন্ধন করে যদি যেতে না পারি তাহলে কি টাকা ফিরত পাবো।
হ্যাঁ অবশ্যই পাবেন।
অথবা সামনের বছর যেতে পারবেন
সিন্ডীকেট না বলুন।
বিকল্প তো নাই ভাইয়া তাইতো মানুষ সিন্ডিকেটের কাছে জিম্মি
সি পেকেজে ৩ লক্ষ টাকা হলে আমি যাবো জানাবেন।
ইনশাআল্লাহ
তিন লক্ষ টাকা হলে অনেকেই যেত
এই বছর যাওয়ার ইচ্ছা এখন কি করতে পারি জানাবেন।