ভাই তুমি যে আমার কি উপকার করলে বলে বোঝাতে পারবো না তোমাকে অসংখ্য ধন্যবাদ রইলো ।কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে শেষে দুইটি সার বলেছো আমি মাটির সাথে মিশতে পারি? তবে এক বছর বাগান করছি জানাবে ভাই ।
সবচেয়ে সহজ আর সবচেয়ে উপকারী । এবার থেকে চারিদিকে না হাতরে এই চ্যানেল দেখলেই আমার মতো একেবারে নতুন দের সঠিক পথ প্রদর্শন হয়ে যাবে। অশেষ ধন্যবাদ আপনাকে।👍👍👍🙏
আন্তরিক ধন্যবাদ ও শারদ শুভেচ্ছা দাদা। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। এভাবেই সঙ্গে থাকুন। বন্ধুবান্ধব ও আত্মীয় সজ্জন সকল কে ভিডিওটি শেয়ার করে উপহার দিন ফেসবুক ও Whatsapo এর মাধ্যমে । যেন সব্বাই দারুন ভাবে খুব সহজেই মাটি তৈরি করতে পারে।
খুব খুব সুন্দর দাদা ভাই। এতো এতো কৌশল আপনি জানেন যাতে করে আমরা কোনো কষ্ট ছাড়া শুধু আপনার ভিডিও দেখে আমরা আমাদের বাগানকে সাজিয়ে তুলতে পারি। কত্তো অভিজ্ঞতা আপনার । আপনার এই গুন গুলি উত্তরোত্তর বৃদ্ধি পাক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
আন্তরিক ধন্যবাদ ও শারদ শুভেচ্ছা পলি দি। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। এভাবেই সঙ্গে থাকুন। বাংলাদেশ এর সকল কে ভিডিওটি শেয়ার করে উপহার দিন ফেসবুক ও Whatsapo এর মাধ্যমে । যেন সব্বাই দারুন ভাবে খুব সহজেই মাটি তৈরি করতে পারে।
@@sadherchhadbaganধন্যবাদ দাদা ভাই। আপনার অনুপ্রেরনা আর প্রচেষ্টাই আমরা সব্বাই ঠিক একদিন এই বিশ্বকে সবুজায়ন করতে এবং দুষন মুক্ত পরিবেশ গড়তে অবশ্যই সক্ষম হবো। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
@@sadherchhadbagan অবশ্যই দাদা ভাই সাধের ছাদ বাগানের সাথে আছি থাকবো তবে ব্যস্ততার কারনে আমি পেজে আসতে পারছি না। ব্যস্ততা কমলে অবশ্যই আগের মতো লাইক ,কমেন্টস,পোস্ট সব করবো।
sir, আমি আসাম থাকি। আমি যেখানে থাকি সেখানে সুধুই এটেল মাটি। যেমন শক্ত তেমনি কাদা। এই মাটিকে দোয়াশ মাটি কি ভাবে বানাবো। কারণ এই মাটিতে আমি কোনো ভাল রেজাল্ট পাচ্ছি না।
আপনি 50% এঁটেল মাটির সাথে 50% গোবর সার বা কম্পোস্ট সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিন। দেখবেন সুন্দর দোয়াস মাটি তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো করে দেখুন। উর্বর মাটি তৈরি করতে পারবেন সহজেই।
যদি খুব এঁটেল মাটি হয় তবে 50% মাটি, 30% মিহি বালি এবং 20% গোবর সার ভালো করে মিশিয়ে জল স্প্রে করে moist করে এক মাস ঢেকে রেখে দিন। খুব সুন্দর দোয়াশ মাটি তৈরি হয়ে যাবে। মিশ্রণে আপনি চাইলে প্রয়োজন মত উপাদান যেমন বোন মিল, সিংকুচি এমনকি রাসায়ানিক সার যেমন NPK ও মিশিয়ে নিতে পারেন। তবে টবের মাটিতে রাসায়ানিক সার না মেশানো ই ভালো।
রাজু ভাই hats-off, ভাই এক কথায় অসাধারন। আমি অনেক ইউটিউব এর ভিডিও দেখেছি ছাদ বাগান সম্পর্কে কিন্তু আপনার ভিডিও গুলু সম্পূর্ণ ব্যতিক্রম এই ভিডিওগুলো দেখলে আর কারো কোন অসুবিধে হবে না ছাদ বাগান করতে। ধন্যবাদ ভাই
আন্তরিক ধন্যবাদ ও শারদ শুভেচ্ছা উর্মি দি। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। এভাবেই সঙ্গে থাকুন। সকল কে ভিডিওটি শেয়ার করে উপহার দিন ফেসবুক ও Whatsapo এর মাধ্যমে । যেন সব্বাই দারুন ভাবে খুব সহজেই মাটি তৈরি করতে পারে।
Raju bhai apnar mati tairi video ta khub bhalo laglo,kintu akhana akta kotha bolta chai,apni jakhun sarer mixing ta bollen takhun 10" taber matite misron ta bollen,apni jodi 40:30:10:10:10 ai ratio te jodi sarer misron ta bolen tahola amar mona hoa bujte subidha hobe
আপনার ভিডিওটা দেখে খুবই উপকৃত হলাম।সেজন্যে অনেক অনকে ধন্যবাদ। আমার একটা প্রশ্ন...আমি রথের মেলা থেকে কিছু ফুলের গাছ আর সবেদা ও লেবুর চারা কিনে এনেছি।কিন্তু আমার কাছে শুধু গোবর সার ,আর জমির ভিজে মাটি আছে। আমি কি করে সহজ উপায়ে টপে গাছ লাগাবো?
দিদি মাটিটা শেডের নিচে কিছু পেতে বিছিয়ে দিন। বর্ষার জল না লাগলে 1 সপ্তাহের মধ্যে ঝুরঝুরে হয়ে যাবে। এবার সেই মাটির সাথে সমপরিমাণ গোবর সার মিশিয়ে তাতে যেভাবে ভিডিওতে বলেছি ঠিক সেভাবে কিছু জৈব সার মিশিয়ে 15 দিন পর তাতে গাছ লাগান। ভাল হবে গাছ।
খব সুন্দর ট্রিপস দিয়েছো আমি খুবই সমৃদ্ধ হলাম।চেষ্টা করব সব উপকরণগুলো সংগ্রহ করে তোমার দেখানো পদ্ধতিতে মাটি তৈরী করার। একটা বিষয় আমার কাছে খোটকা লাগছে যে সব উপকরণ মিহি করে গুঁড়িয়ে নিলেও কলার খোসা গুঁড়িয়ে দিলেনা কেন?
আমি আপনাকেই শুধু ফলো করি। আপনার এডভাইসেই গাছ লাগাই। শুধু মাটির প্রব্লেম তাই ভাল রেজাল্ট পাই না। তবে চেষ্টা করে চলেছি। You are great. আপনি সুস্থ থাকুন আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে থাকুন।
আন্তরিক ধন্যবাদ ও শারদ শুভেচ্ছা দাদা। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম, এবং অনেকটাই সাহস পেলাম পরের ভিডিও করবার জন্য। এভাবেই সঙ্গে থাকুন। ভিডিওটি দেখে মাটি তৈরি করুন। দেখবেন গাছ ভালো হবেই হবে। সকল কে ভিডিওটি শেয়ার করে উপহার দিন ফেসবুক ও Whatsapo এর মাধ্যমে । যেন সব্বাই দারুন ভাবে খুব সহজেই মাটি তৈরি করতে পারেন।
Really , i am new gardener . So it is very useful and the best videos for mine today .At first I make 50℅ garden soil , 30℅varmi-compose , 10℅cockpit , 10℅ sand , 10℅Oraphat to mixed well . Then 1 handful of shorisha-khoil , 2 spoonful of born-kuchy , 2 spoonful shing-chacha , 2 spoonful of nim- khol and 4/5 banana's dry khosha all the mixed to well . This is use for the 10th ton only . Sir , I shall best gardener now . I have a mini flowers plants .There is no blooming .But very nice to see that plants .Now I want to you for help me .Thanks .
many many thanks brother....ami notun bagani. khubi opokari video. apnar dekhano item gulo jogar korchi. khub shighroy apnar niome mati toiri korbo. asa kori valo fol pabo. doa korben.
অবশ্যই প্রশংসনীয় ভিডিও। কয়েকটি প্রশ্ন আছে আশাকরি উত্তর পাবো। প্রথমতঃ গাছের চারার বয়স কতদিন হলে এই ফাইনাল পটিং সয়েলে লাগাবো এবং দ্বিতীয়তঃ কতদিন পর পর সার প্রয়োগ করতে হবে এবং কি সার প্রয়োগ করতে হবে। ধন্যবাদ।
আন্তরিক ধন্যবাদ। ১) এটা ডিপেন্ড করে গাছের গ্রোথ এর উপর। 10 ইঞ্চি হাইট হলে আপনি ফাইনাল পটিং করতে পারেন। তবে সেটা শর্ত সাপেক্ষ। মরশুমী ফুল গাছ উচ্চতায় খাটো হয় সেক্ষেত্রে সেগুলো 1 মাস বয়স হলে ফাইনাল পটিং করা যাবে। ২) সাধারণ ভাবে 10 দিনে 1 বার সম Ratio এর NPK সার যেমন NPK 20 20 20 বা 19 19 19 5 গ্রাম 1 লিটার জলে গুলে, স্প্রে করবেন 10 টি গাছে।
Agromin Soil Plus ki ORGANIC? R SOTTII DADA APNARR UPOSTHAPONA KHUB SUNDOR, R APNI AMADER SOTTTI J PASHE ACHEN TA EI VIDEO R EKBAR PROMAN KORLO. Thanks..
আপনা মাটি তৈরি ভিষন ভাল লাগল অনেক কিছু জনলাম কি ভাবে ভাল মাটি তৈরি করতে হয় আশা করি আরো অনেক কিছু জানতে পারব আপনার কাছ থেকে.আমি বাংলাদেশ থেকে বলছি ভাল থাকবেন
Raju mati toiri kara dekhlam.je vabe bristi hochhe mati shukhno korte parchhi na.tomar e vdota khub upokari no doubt.tomar theke ae dharoner vdo pabar ashay thaki.thank u bhai.
দিদি অক্টোবর মাস এ মৌসুমী বায়ু বিদায় নেবে। তারপর করবেন। আন্তরিক ধন্যবাদ ও শারদ শুভেচ্ছা নেবেন। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। এভাবেই সঙ্গে থাকুন। সকল কে ভিডিওটি শেয়ার করে উপহার দিন ফেসবুক ও Whatsapo এর মাধ্যমে । যেন সব্বাই দারুন ভাবে খুব সহজেই মাটি তৈরি করতে পারে।
Ami notun bagani ebar first time winter flowr krbo apnar video dekhe mati banabo..ashankho dhonnobad...mati compost sathe bali meshate habe na ki for better drainage ektu janaben??
অনবদ্য একটি ভিডিও উপহার পেলাম তোমার থেকে। অনেক অনেক ধন্যবাদ জানাই 🌹💐। আর, বিপুল দা'র দোকান সম্পর্কে জানিয়ে তুমি যে উপকার করেছো, তা বলাই বাহুল্য। প্রোডাক্টের গুনগতমান ও মূল্য দুটোই খুবই ভালো ও ন্যায্য। সবচেয়ে দামী হল বিপুল দা'র ব্যবহার। অত ব্যস্ততার মাঝেও প্রত্যেকের সাথে অমায়িক ব্যবহার ও সাহায্য করার সহজাত প্রবৃত্তি দেখতে পেলাম 🙏💚।
আমি সচরাচর কারোর দোকান, বা ছাদ বাগান বা নার্সারী নিয়ে ভিডিও করি না। বিপুল দা ব্যতিক্রমী মানুষ। তাই মনে হয়েছিল এই মানুষটি সকলের উপকারে আসবে। সেই জন্যই আমার ক্ষুদ্র প্রয়াস।
@@sadherchhadbagan ধন্যবাদ তোমার প্রাপ্য। এর আগে অনেক বাজে কোয়ালিটির ভুলভাল জিনিস, অনেক বেশি দামে কিনতাম। আর এখানে, জিনিস ভালো ন্যায্য দাম এছাড়া আমার চাহিদার সমস্ত জিনিস এক জায়গায় পেয়ে যাচ্ছি। অনলাইনে বেশি দামে কিছুই কিনতে হবে না। আর, আমি থাকাকালীন দেখলাম, বিপুল দা দোকান সামলানোর সাথে সাথেই, প্রত্যেকের ফোন ধরছেন, যার যা প্রয়োজন সাধ্যমত সাহায্য করে যাচ্ছেন বিরামহীন ভাবে। ওনাকে স্যালুট জানানো উচিৎ 🌹💐🙏।
@@sadherchhadbagan অবশ্যই থাকবো। তবে, আমার মনে হয়, আমার সাথে সরাসরি দেখা না হওয়া পর্যন্ত, তুমি আমাকে দাদা বলা বন্ধ করবে না। তাই সই। এই জানুয়ারি কি ফেব্রুয়ারী মাসে একটা সেমিনারের আয়োজন করো, গতবারের মতো। এখন তো মোটামুটি সবই নরমাল হয়ে গেছে। ঐ সময় হয়তো ভ্যাকসিন ও বেরিয়ে যাবে। অবশ্যই সবই তোমাকে পরিস্থিতি বুঝে করতে হবে। Let's hope for the best 🌹💐🙏।
Super Excellent. এর থেকে ভাল আর কি হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমাকে একটি বিষয় পরিষ্কার করে দিবেন। আর তা হলো ১০" টব কোনদিক থেকে/কোন আঙ্গিকে মাপবো? এ বিষয়ে কিছুটা confused আছি। আপনার জপবাবের অপেক্ষায় আছি।
রাজু ভাই, আমি শ্রীরামপুর থেকে বলছি, আমি 2nd টাইপের বাগানি। আমি গেল ফেব্রুয়ারি মাসে অনেকটা মাটি যোগার করেছি। প্রায় ১ টনের মতন। আলু ক্ষেতের মাটি। চন্দ্রমুখী আলু ওঠার পরে পরেই। সম্পূর্ণ দোঁয়াশ মাটি। এবার বল এটাতে কি সার মেশাতে হবে। জানালে খুব উপকার হবে ভাইটি। ধন্যবাদ।
Daron video hoyese bhaia.poti ta bisoy khob clear.amar gass lagano tober mati te ki agromin soil plus dite pari? Na ata gass laganor agge mati te mix korte hoi? R 1 tea spoon ki 10 ti tober mati te vag kore dibo na 1 tea spoon 1 ti tober mati te dibo?
ভাই তুমি যে আমার কি উপকার করলে বলে বোঝাতে পারবো না তোমাকে অসংখ্য ধন্যবাদ রইলো ।কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে শেষে দুইটি সার
বলেছো আমি মাটির সাথে মিশতে পারি?
তবে এক বছর বাগান করছি জানাবে ভাই ।
অবশ্যই পারেন দিদি।
অনেক ধন্যবাদ আপনাকে।
পাশে থাকবেন।
@@sadherchhadbagan নিশ্চয়ই থাকবো।ভাই জবা ফুলের গাছে বোরন সার দেওয়া যাবে ?কি ভাবে দেব জানালে উপকৃত হতাম ।
সবচেয়ে সহজ আর সবচেয়ে উপকারী । এবার থেকে চারিদিকে না হাতরে এই চ্যানেল দেখলেই আমার মতো একেবারে নতুন দের সঠিক পথ প্রদর্শন হয়ে যাবে। অশেষ ধন্যবাদ আপনাকে।👍👍👍🙏
অনেক অনুপ্রেরণা পেলাম সুদীপ্ত দা।
এভাবেই পাশে থাকবেন।
নিরন্তর শুভকামনা রইলো।
আপনার মাটি তৈরির পদ্ধতি দেখে ভীষণ উপকৃত হলাম, ধন্যবাদ !
অনেক ধন্যবাদ, খুব উপকারী ভিডিও
খুবই সুন্দর করে বুঝিয়েছেন ভাই। এতোটা সুন্দর করে কেউ বুঝায় না। ধন্যবাদ।
আমি আপ্লুত।
ভালো থাকবেন।
রাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মাটি তৈরি প্রণালী দেখাবার জন্য
আন্তরিক ধন্যবাদ ও শারদ শুভেচ্ছা দাদা।
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। এভাবেই সঙ্গে থাকুন। বন্ধুবান্ধব ও আত্মীয় সজ্জন সকল কে ভিডিওটি শেয়ার করে উপহার দিন ফেসবুক ও Whatsapo এর মাধ্যমে । যেন সব্বাই দারুন ভাবে খুব সহজেই মাটি তৈরি করতে পারে।
ভাই আমি তোমার নিয়মিত ভক্ত এবং নতুন বাগানি তোমার সব ভিডিও আমি নিয়মিত দেখি আজ মাটি তৈরি করা দেখলাম মনের জোর বাড়লো
ধৈর্য্য ধরে বোঝাবার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া। যেমনটা বিস্তারিত ভিডিও খুঁজতেছিলাম তেমন ভিডিও পেয়ে গেছি। ধন্যবাদ
দাদা আপনার উপস্থাপনা সত্যি চমৎকার । অনেক ধন্যবাদ।
ওয়েলকাম
অনেক কিছু জানলাম, অনেক ধন্যবাদ
অনুপ্রেরণা পেলাম অনেক।
এভাবেই পাশে থাকবেন।
খুব ভাল লাগল দাদা,
আমি নতুন গাছ লাগানো শুরু করেছি আপনার এই ভিডিও টা দেখে অনেক নতুন কিছু শিখলাম।
ধন্যবাদ দাদা পথ দেখানোর জন্য নমস্কার💐💐💐💐
নমস্কার ও আন্তরিক ধন্যবাদ।
শেয়ার করবেন ভিডিওটি সব্বার সাথে।
সবসময় আপনাদের পাশে আছি।
Anek kichu jante parlam many thanks ashakari para aro anek kichu janbo
চেষ্টা করি সব সময় নিজেকে উজাড় করে দিতে।
খুব খুব সুন্দর দাদা ভাই। এতো এতো কৌশল আপনি জানেন যাতে করে আমরা কোনো কষ্ট ছাড়া শুধু আপনার ভিডিও দেখে আমরা আমাদের বাগানকে সাজিয়ে তুলতে পারি। কত্তো অভিজ্ঞতা আপনার । আপনার এই গুন গুলি উত্তরোত্তর বৃদ্ধি পাক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
আন্তরিক ধন্যবাদ ও শারদ শুভেচ্ছা পলি দি।
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। এভাবেই সঙ্গে থাকুন। বাংলাদেশ এর সকল কে ভিডিওটি শেয়ার করে উপহার দিন ফেসবুক ও Whatsapo এর মাধ্যমে । যেন সব্বাই দারুন ভাবে খুব সহজেই মাটি তৈরি করতে পারে।
@@sadherchhadbaganধন্যবাদ দাদা ভাই। আপনার অনুপ্রেরনা আর প্রচেষ্টাই আমরা সব্বাই ঠিক একদিন এই বিশ্বকে সবুজায়ন করতে এবং দুষন মুক্ত পরিবেশ গড়তে অবশ্যই সক্ষম হবো। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
পলি দিদিমণি
খুব ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে।
আসুন সবাই মিলে সবুজ বিশ্ব গড়ে তোলার অঙ্গীকার করি।
@@sadherchhadbagan অবশ্যই দাদা ভাই সাধের ছাদ বাগানের সাথে আছি থাকবো তবে ব্যস্ততার কারনে আমি পেজে আসতে পারছি না। ব্যস্ততা কমলে অবশ্যই আগের মতো লাইক ,কমেন্টস,পোস্ট সব করবো।
খুব ভালো লাগলো পলি দি।
এভাবেই সঙ্গে থাকুন।
Apner urbar mati tairi dekhe khusi holam. Dhanyawad.
আমি নতুন ছাদবাগান শুরু করেছি। আপনি যে সারগুলোর কথা বললেন সেগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় কী করণীয়? জানালে খুশি হব।
মাটি তৈরির পদ্ধতি, খুব ভালো কাজ হলো ,ধন্যবাদ
অনুপ্রেরণা পেলাম খুব।
পাশে থাকবেন।
A great effort & good lesson for gardeners. Keep it up. Thank U very much.
Welcome
You make me inspaired
Stay in tuned...
আপনার নাম্বার টি দেবেন, সার গুলি কোথায় পাব ?
খুব ভালো ভাবে বলেছেন।
Thank you very much
ভীষণ উপকারী ভিডিও।
Thanks with regards ❤️
One of the best video 👌👌❤❤
Thank you very much...
You make me inspaired.
Dada r 1k..onek onek valobasa Ashoknagar theke... Apnar podhoti te ajj mati toiri kore ami onek onek upokrito.. Amar gach gulo khub sustho..
Thanks again for your idea 😃
Welcome
You make me inspaired
@@sadherchhadbagan ūiii I jI
Ami 72yrs old. Almost 250 pot ache apnar mati mix process khub upokar a lagbe Thank You
আমার প্রণাম নেবেন জেঠিমা।
আপনি আমার মা বাবার চেয়েও অনেক সিনিয়র।
খুব ভাল লাগলো, আপনার কমেন্টস।
আমার প্রণাম নেবেন জেঠিমা।
আপনি আমার মা বাবার চেয়েও অনেক সিনিয়র।
খুব ভাল লাগলো, আপনার কমেন্টস।
sir, আমি আসাম থাকি। আমি যেখানে থাকি সেখানে সুধুই এটেল মাটি। যেমন শক্ত তেমনি কাদা। এই মাটিকে দোয়াশ মাটি কি ভাবে বানাবো।
কারণ এই মাটিতে আমি কোনো ভাল রেজাল্ট পাচ্ছি না।
আপনি 50% এঁটেল মাটির সাথে 50% গোবর সার বা কম্পোস্ট সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিন। দেখবেন সুন্দর দোয়াস মাটি তৈরি হয়ে যাবে।
ভিডিওটি ভালো করে দেখুন। উর্বর মাটি তৈরি করতে পারবেন সহজেই।
যদি খুব এঁটেল মাটি হয় তবে 50% মাটি, 30% মিহি বালি এবং 20% গোবর সার ভালো করে মিশিয়ে জল স্প্রে করে moist করে এক মাস ঢেকে রেখে দিন। খুব সুন্দর দোয়াশ মাটি তৈরি হয়ে যাবে। মিশ্রণে আপনি চাইলে প্রয়োজন মত উপাদান যেমন বোন মিল, সিংকুচি এমনকি রাসায়ানিক সার যেমন NPK ও মিশিয়ে নিতে পারেন। তবে টবের মাটিতে রাসায়ানিক সার না মেশানো ই ভালো।
@@Tushar-tp4gf ধন্যবাদ
@@sadherchhadbagan ধন্যবাদ
রাজু ভাই hats-off, ভাই এক কথায় অসাধারন। আমি অনেক ইউটিউব এর ভিডিও দেখেছি ছাদ বাগান সম্পর্কে কিন্তু আপনার ভিডিও গুলু সম্পূর্ণ ব্যতিক্রম এই ভিডিওগুলো দেখলে আর কারো কোন অসুবিধে হবে না ছাদ বাগান করতে। ধন্যবাদ ভাই
খুব অনুপ্রেরণা পেলাম দাদা।
এত সুন্দর কমেন্টস পেয়ে।
এভাবেই পাশে থাকুন দাদা, সবসময়।
আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
Excellent.... Asadharon akta vedio dakher souvaggo holo aj.....Ato sundar korey bojhano hoyechhey j ami vedio dekhey apluto.....thanku Raju da....apnader mato amon manush er hat dhorey amra amader chhad bagan ta k sundar korey sajiye feltey parbo......... Thanks again...🙏🙏🙏❤️❤️❤️❤️😀😀🙏🙏🙏🙏🙏🙏
আন্তরিক ধন্যবাদ ও শারদ শুভেচ্ছা উর্মি দি।
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। এভাবেই সঙ্গে থাকুন। সকল কে ভিডিওটি শেয়ার করে উপহার দিন ফেসবুক ও Whatsapo এর মাধ্যমে । যেন সব্বাই দারুন ভাবে খুব সহজেই মাটি তৈরি করতে পারে।
@@sadherchhadbagan
$*
Chade begun chaser kemon mati tairi karbo o ki sar debo
দিদি 50% ভার্মিকম্পোস্ট ও 50% গার্ডেন soil দিয়ে মাটি তৈরি করুন।
তার সাথে 2 চামচ হাড় গুঁড়ো দিয়ে দিন।
⁸ in by by
খুব ভালো লাগলো তোমার শেখানো।
আমি অনুপ্রেরণা পেলাম।
খুবই সুন্দর vidio আমি এভাবেই আমার ছাদ বাগানের মাটি এখন থেকে ready করবো ভাই জয় গুরু
জয়গুরু
বন্দে পুরুষোত্তমম
খুব উপকারী তথ্য পেলাম ।অনেক ধন্যবাদ।
Raju bhai apnar mati tairi video ta khub bhalo laglo,kintu akhana akta kotha bolta chai,apni jakhun sarer mixing ta bollen takhun 10" taber matite misron ta bollen,apni jodi 40:30:10:10:10 ai ratio te jodi sarer misron ta bolen tahola amar mona hoa bujte subidha hobe
ধন্যবাদ দাদা অনেক কিছু জানলাম এই ভাবে পাসে থাকবেন
সব সময় পাশে আছি।
দাদা আমার লেবু গাছের সব ফুল পরে যাচ্ছে আর নিচের দিকে ডাল কিছু শুকিয়ে যাচ্ছে কোনো ফুল থাকছে না অনেক ফুল এসে ছিলো
Khub Sundar ekta vedio dhakkam...
আন্তরিক ধন্যবাদ দিদি।
সঙ্গে থাকুন।
অসাধারণ। অতি সুন্দর। অত্যন্ত শিক্ষণীয়।
ভালো থাকবেন। ❤️
Khub bhalo laglo. Bhisan upkar holo. Adelium r mati tairir process ei chad bagan e janale khub khub upakrita habo.
Adeniyam মরুভূমির গাছ।
বালির ভাগ বেশী রেখে মাটি তৈরি করুন।
Drainage সিস্টেম যেন ভালো থাকে।
Adeniyam মরুভূমির গাছ।
বালির ভাগ বেশী রেখে মাটি তৈরি করুন।
Drainage সিস্টেম যেন ভালো থাকে।
আপনার ভিডিওটা দেখে খুবই উপকৃত হলাম।সেজন্যে অনেক অনকে ধন্যবাদ।
আমার একটা প্রশ্ন...আমি রথের মেলা থেকে কিছু ফুলের গাছ আর সবেদা ও লেবুর চারা কিনে এনেছি।কিন্তু আমার কাছে শুধু গোবর সার ,আর জমির ভিজে মাটি আছে। আমি কি করে সহজ উপায়ে টপে গাছ লাগাবো?
দিদি মাটিটা শেডের নিচে কিছু পেতে বিছিয়ে দিন। বর্ষার জল না লাগলে 1 সপ্তাহের মধ্যে ঝুরঝুরে হয়ে যাবে।
এবার সেই মাটির সাথে সমপরিমাণ গোবর সার মিশিয়ে তাতে যেভাবে ভিডিওতে বলেছি ঠিক সেভাবে কিছু জৈব সার মিশিয়ে 15 দিন পর তাতে গাছ লাগান।
ভাল হবে গাছ।
Kub sundor Mati toiri dekhalen, kub upokar holo,
আন্তরিক ধন্যবাদ।
সঙ্গে থাকুন।
খব সুন্দর ট্রিপস দিয়েছো আমি খুবই সমৃদ্ধ হলাম।চেষ্টা করব সব উপকরণগুলো সংগ্রহ করে তোমার দেখানো পদ্ধতিতে মাটি তৈরী করার।
একটা বিষয় আমার কাছে খোটকা লাগছে যে সব উপকরণ মিহি করে গুঁড়িয়ে নিলেও কলার খোসা গুঁড়িয়ে দিলেনা কেন?
আমার দেখা সেরা ভিডিও।
Ato sundor korey janao khub bhalo laklo
Khub bhalo laglo onek Kichu notun sikhte parlam
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাই আপনাকে দাদা।
পাশে থাকবেন।
Vison valo laglo.ķichuta sikte parlay.
আন্তরিক ধন্যবাদ বন্ধু।
স্নেহের,রাজু খুবসুন্দর ভিডিও।অনেক সেখার আছে,কিন্তু কতটা পারবো জানিনা,অনেক বয়েস হয়ে গ্যাছে,অনেকটা মনের জোরে করি গাছ ভালোবাসি যেটা আমার মা আমাকে উদবুদ্ধ করেগিয়ে ছেন। ভালো থাকো।
আমার বিনম্র প্রনাম নেবেন কাকু।
সবসময় সঙ্গে আছি।
ভালো থাকবেন।
আমি আপনাকেই শুধু ফলো করি। আপনার এডভাইসেই গাছ লাগাই। শুধু মাটির প্রব্লেম তাই ভাল রেজাল্ট পাই না। তবে চেষ্টা করে চলেছি।
You are great. আপনি সুস্থ থাকুন আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে থাকুন।
আন্তরিক ধন্যবাদ ও শারদ শুভেচ্ছা দাদা।
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম, এবং অনেকটাই সাহস পেলাম পরের ভিডিও করবার জন্য। এভাবেই সঙ্গে থাকুন। ভিডিওটি দেখে মাটি তৈরি করুন। দেখবেন গাছ ভালো হবেই হবে। সকল কে ভিডিওটি শেয়ার করে উপহার দিন ফেসবুক ও Whatsapo এর মাধ্যমে । যেন সব্বাই দারুন ভাবে খুব সহজেই মাটি তৈরি করতে পারেন।
দাদা এবার বলুন মাটি তৈরী করেই কি গাছ বসিয়ে দেবো?
দাদা এবার বলুন মাটি তৈরী করেই কি গাছ বসিয়ে দেবো?
খুব সুন্দর পদ্ধতি😊
খুব সুন্দর পরামর্শ l
ধন্যবাদ
Really , i am new gardener . So it is very useful and the best videos for mine today .At first I make 50℅ garden soil , 30℅varmi-compose , 10℅cockpit , 10℅ sand , 10℅Oraphat to mixed well . Then 1 handful of shorisha-khoil , 2 spoonful of born-kuchy , 2 spoonful shing-chacha , 2 spoonful of nim- khol and 4/5 banana's dry khosha all the mixed to well . This is use for the 10th ton only . Sir , I shall best gardener now .
I have a mini flowers plants .There is no blooming .But very nice to see that plants .Now I want to you for help me .Thanks .
Bondhu darun laglo, apnake anek anek bhalobasha,
আমি ঋদ্ধ হলাম
সমৃদ্ধ হলাম দিদি।
অনেক ডালো লাগলো আপনার মাটি তৈরির পদ্ধতি টা
শেয়ার করবেন বন্ধু।
যাতে সব্বাই করতে পারেন।
ধন্যবাদ জানাই।
নতুন গাছ বসানোর পরে রেগুলার যত্ন নেবো কিভাবে?
অনেক ভিডিও আছে আমার চ্যানেল এ।
প্লিজ দেখবেন। তাহলে আপনিও যত্ন নিতে পারবেন।
ভীষণ ভালো একটা ভিডিও ।অনেক না জানা জিনিষ জানলাম ।
আন্তরিক ধন্যবাদ দিদি।
সঙ্গে থাকুন।
মাটি তৈরি করার পদ্ধতি দেখে অভিভূত হলাম।
ধন্যবাদ দাদা। বাগান তৈরীর শখ আমার নতুন। অথৈ জলে পড়ে হাত পা ছুঁড়ছিলাম, এই সময় আপনার ভিডিওটা পেলাম এক বন্ধুর মারফৎ। অজস্র ধন্যবাদ।
আমি অনুপ্রেরণা পেলাম।
সব সময় পাশে আছি।
কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন।
ভিডিওটি যেমন কোনো বন্ধুর কাছ থেকে পেয়েছেন, তেমনি কোনো বন্ধু যদি না জানে তাকে ভিডিওটি পাঠিয়ে হেল্প করবেন। এটাই প্রার্থনা।
many many thanks brother....ami notun bagani. khubi opokari video. apnar dekhano item gulo jogar korchi. khub shighroy apnar niome mati toiri korbo. asa kori valo fol pabo. doa korben.
ভীষন ভালো লাগলো ভাই ।
আন্তরিক ধন্যবাদ দিদি।
Ashadharooon shundor
আন্তরিক ধন্যবাদ আপনাকে।
খুব ভালো লাগলো
ধন্যবাদ বন্ধু
Darun upokari video.... thanks bhai..ami kalkaei lege jabo..ei bhabe mati banaber jonno..drkar porle aktu help koro..
খুব ভাল। ঢাকা, বাংলাদেশ।
থ্যাংক ইউ ভেরি মাচ।
ওয়েলকাম টু মাই চ্যানেল।
Vishhon vishhon upokar holo 😊😊😊😊😊
Natun natun bagan korchi...apnar video dekheee khub khub valo laglo..ank upokrito holam... dhnoyybad..siter fuler bij r jonne ki aie mati use korbo
একদম।
এই মাটি অমৃত মাটি।
সবার চাইতে খাঁটি।
সমুদ্রের ছোট মাছের গুঁড়ো / ফিসমিলের উপর একটি ভিডিও করার জন্য অনুরোধ রইল।
Apni khoob bhalo kotha bolan.
অনুপ্রাণিত হলাম
Khub upokar korle bhai .
আন্তরিক ধন্যবাদ।
Asadharon apnar prochesta. Onek Dhanyabad. Kintu apnar comment kara fertilizer online e dekhte pachchi na. Pleaese balun kibhabe pete pari.
যেকোন গাছের সার এর দোকানে পাবেন।
ua-cam.com/video/oZRbjfTstOM/v-deo.html
এই ভিডিও টি দেখে order করতে পারেন।
Khub upokari tips ....amio mati mishiye rekhechi
বাহঃ
ভালো লাগলো শুনে।
এভাবে মাটি মিশিয়ে রাখলে সবার চেয়ে সেরা গাছ তৈরি হবে।
অবশ্যই প্রশংসনীয় ভিডিও। কয়েকটি প্রশ্ন আছে আশাকরি উত্তর পাবো। প্রথমতঃ গাছের চারার বয়স কতদিন হলে এই ফাইনাল পটিং সয়েলে লাগাবো এবং দ্বিতীয়তঃ কতদিন পর পর সার প্রয়োগ করতে হবে এবং কি সার প্রয়োগ করতে হবে। ধন্যবাদ।
আন্তরিক ধন্যবাদ।
১) এটা ডিপেন্ড করে গাছের গ্রোথ এর উপর।
10 ইঞ্চি হাইট হলে আপনি ফাইনাল পটিং করতে পারেন। তবে সেটা শর্ত সাপেক্ষ।
মরশুমী ফুল গাছ উচ্চতায় খাটো হয় সেক্ষেত্রে সেগুলো 1 মাস বয়স হলে ফাইনাল পটিং করা যাবে।
২) সাধারণ ভাবে 10 দিনে 1 বার সম Ratio এর NPK সার
যেমন NPK 20 20 20
বা 19 19 19
5 গ্রাম 1 লিটার জলে গুলে, স্প্রে করবেন 10 টি গাছে।
Khub valo laglo
Thanks with regards ❤️
Bhub Bhalo Laglo
Welcome
আমিও এই ভাবে মাটি তৈরী করার চেষ্টা করবো।
Khub bhalo laglo ar very interesting suggestions
আন্তরিক ধন্যবাদ জানাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
Khub bhalo vedio
Dhobyobad
ভিডিও টা খুব ভালো লাগলো , পেরালাল গামলার টব কোথায় পাওয়াযায় জলালে উপকৃত হব।
ধন্যবাদ
আপনি কোথায় থাকেন?
যেখানে টব তৈরি হয়, সেখানে খোঁজ করুন। পেয়ে যাবেন।
Apnar kach theke anek kichu sikhlam asankha thanks
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা
Khub bhalo laglo , vermi compost jeta dekhale , kothay pabo
ua-cam.com/video/oZRbjfTstOM/v-deo.html
এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
এখানে সব পাবেন।
ফোন নাম্বার ও WA নাম্বার দেওয়া আছে। ফোন করেও অর্ডার করতে পারেন।
ভাই ছাদ বাগানের ভিডিও অনেক দেখছি কিন্তু আপনার মতো ক্লিয়ার করে বলতে কেউ পারিনি । আলহামদুলিল্লাহ । খুব ভালো লাগছে
।
আজকে প্রথম দেখলাম।
আশাকরি আর কাউকে দেখার প্রয়োজন হবে না।
ধন্যবাদ সানু দা।
পাশে থাকবেন।
Raju bhai, video ta khub bhalo laglo
অনেক অনুপ্রেরণা দিলেন গৌতম দা।
এভাবেই সঙ্গে থাকুন।
Agromin Soil Plus ki ORGANIC? R SOTTII DADA APNARR UPOSTHAPONA KHUB SUNDOR, R APNI AMADER SOTTTI J PASHE ACHEN TA EI VIDEO R EKBAR PROMAN KORLO. Thanks..
হ্যাঁ
অর্গানিক।
তাই মাটিতে দেবার কথা বলেছি।
অনেক ধন্যবাদ।
সঙ্গে থাকবেন প্লিজ।
খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে 🙂🙏
আন্তরিক শুভকামনা জানাই।
পাশে থাকুন।
I use these always. Thanks .
Good 👍👍
Are you good/well present now ?
অনেক কিছু জানতে পারলাম দাদা , ধন্যবাদ ভালো থাকবেন 🙏🙏🙏
আপনা মাটি তৈরি ভিষন ভাল লাগল অনেক কিছু জনলাম কি ভাবে ভাল মাটি তৈরি করতে হয় আশা করি আরো অনেক কিছু জানতে পারব আপনার কাছ থেকে.আমি বাংলাদেশ থেকে বলছি ভাল থাকবেন
আমি আপ্লুত হলাম। সমৃদ্ধ হলাম। সঙ্গে থাকবেন বন্ধু।
আপনার ভিডিওটি দেখে অনেক উপকৃত হলাম আংকেল আপনার সাথে যোগাযোগ করা যাবে
WA
9874066457
@@sadherchhadbaganআংকেল এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে
দারুণ খুব কাজের ।অনেক দিনের দর্শক আমি।
শিক্ষনীয় ও উপকারী। ধন্যবাদ
অনুপ্রেরণা পেলাম।
অনেক ধন্যবাদ।
Raju mati toiri kara dekhlam.je vabe bristi hochhe mati shukhno korte parchhi na.tomar e vdota khub upokari no doubt.tomar theke ae dharoner vdo pabar ashay thaki.thank u bhai.
দিদি
অক্টোবর মাস এ মৌসুমী বায়ু বিদায় নেবে।
তারপর করবেন।
আন্তরিক ধন্যবাদ ও শারদ শুভেচ্ছা নেবেন।
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। এভাবেই সঙ্গে থাকুন। সকল কে ভিডিওটি শেয়ার করে উপহার দিন ফেসবুক ও Whatsapo এর মাধ্যমে । যেন সব্বাই দারুন ভাবে খুব সহজেই মাটি তৈরি করতে পারে।
Ami notun bagani ebar first time winter flowr krbo apnar video dekhe mati banabo..ashankho dhonnobad...mati compost sathe bali meshate habe na ki for better drainage ektu janaben??
বালির পরিমান যেমন বলেছি সেভাবে মেশাতে হবে।
Drainage এর জন্য খোলাম কুচি ,stone chips, বালির লেয়ার দিতে হবে।
Great just great presentation , hope every veiwer got the perfect solution
You make me inspaired..
Thanks with regards
খুব ভালো বুঝালে বাবা।ধন্যবাদ
আন্তরিক শ্রদ্ধা নেবেন আমার।
ভালো থাকবেন।
খুব ভালো ভিডিও।আমি বারাসাত থাকি-কীভাবে আস্থা ভার্মি কম্পোষ্ট পাব?
Dada ami notun bagan korte shuru korchi apnar vidio guli deke dekhe. Ami susmita chakraborty shiliguri theke bolchi
দারুন উপকারি ডিও
Darun sundar VDO
Onek kichhu janlam
অনবদ্য একটি ভিডিও উপহার পেলাম তোমার থেকে। অনেক অনেক ধন্যবাদ জানাই 🌹💐।
আর, বিপুল দা'র দোকান সম্পর্কে জানিয়ে তুমি যে উপকার করেছো, তা বলাই বাহুল্য। প্রোডাক্টের গুনগতমান ও মূল্য দুটোই খুবই ভালো ও ন্যায্য।
সবচেয়ে দামী হল বিপুল দা'র ব্যবহার। অত ব্যস্ততার মাঝেও প্রত্যেকের সাথে অমায়িক ব্যবহার ও সাহায্য করার সহজাত প্রবৃত্তি দেখতে পেলাম 🙏💚।
আমি সচরাচর কারোর দোকান, বা ছাদ বাগান বা নার্সারী নিয়ে ভিডিও করি না।
বিপুল দা ব্যতিক্রমী মানুষ। তাই মনে হয়েছিল এই মানুষটি সকলের উপকারে আসবে। সেই জন্যই আমার ক্ষুদ্র প্রয়াস।
অন্তরিক ধন্যবাদ দাদা
@@sadherchhadbagan ধন্যবাদ তোমার প্রাপ্য।
এর আগে অনেক বাজে কোয়ালিটির ভুলভাল জিনিস, অনেক বেশি দামে কিনতাম। আর এখানে, জিনিস ভালো ন্যায্য দাম এছাড়া আমার চাহিদার সমস্ত জিনিস এক জায়গায় পেয়ে যাচ্ছি। অনলাইনে বেশি দামে কিছুই কিনতে হবে না।
আর, আমি থাকাকালীন দেখলাম, বিপুল দা দোকান সামলানোর সাথে সাথেই, প্রত্যেকের ফোন ধরছেন, যার যা প্রয়োজন সাধ্যমত সাহায্য করে যাচ্ছেন বিরামহীন ভাবে।
ওনাকে স্যালুট জানানো উচিৎ 🌹💐🙏।
এভাবেই সঙ্গে থাকবেন দাদা।
আন্তরিক শুভকামনা রইলো।
@@sadherchhadbagan অবশ্যই থাকবো।
তবে, আমার মনে হয়, আমার সাথে সরাসরি দেখা না হওয়া পর্যন্ত, তুমি আমাকে দাদা বলা বন্ধ করবে না। তাই সই।
এই জানুয়ারি কি ফেব্রুয়ারী মাসে একটা সেমিনারের আয়োজন করো, গতবারের মতো। এখন তো মোটামুটি সবই নরমাল হয়ে গেছে। ঐ সময় হয়তো ভ্যাকসিন ও বেরিয়ে যাবে।
অবশ্যই সবই তোমাকে পরিস্থিতি বুঝে করতে হবে। Let's hope for the best 🌹💐🙏।
Super Excellent. এর থেকে ভাল আর কি হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমাকে একটি বিষয় পরিষ্কার করে দিবেন। আর তা হলো ১০" টব কোনদিক থেকে/কোন আঙ্গিকে মাপবো? এ বিষয়ে কিছুটা confused আছি। আপনার জপবাবের অপেক্ষায় আছি।
টবের মুখের diameter দিয়ে measurement করা হয়।
10 ইঞ্চি টবের উপরের দিকে diameter মেপে নিলে দেখবেন 10 ইঞ্চি আছে।
এখন আপনার ভিডিও দেখছি খুব ভালো লাগছে
Anek kichhu natun shikhlam ,thank you very much.
আন্তরিক শুভকামনা আপনাকেও।
Abar Thank u. Ato sundor sundor video amader gift korar jonnyo.
তানিয়া দি।
আন্তরিক ধন্যবাদ।
খুব ভালো লাগছে আপনাদের সকলের মন্তব্য।
প্রতি মুহূর্তে অনুপ্রেরণা পাচ্ছি।
এভাবেই পাশে থাকবেন।
রাজু ভাই, আমি শ্রীরামপুর থেকে বলছি, আমি 2nd টাইপের বাগানি। আমি গেল ফেব্রুয়ারি মাসে অনেকটা মাটি যোগার করেছি। প্রায় ১ টনের মতন। আলু ক্ষেতের মাটি। চন্দ্রমুখী আলু ওঠার পরে পরেই। সম্পূর্ণ দোঁয়াশ মাটি। এবার বল এটাতে কি সার মেশাতে হবে। জানালে খুব উপকার হবে ভাইটি। ধন্যবাদ।
Daron video hoyese bhaia.poti ta bisoy khob clear.amar gass lagano tober mati te ki agromin soil plus dite pari? Na ata gass laganor agge mati te mix korte hoi? R 1 tea spoon ki 10 ti tober mati te vag kore dibo na 1 tea spoon 1 ti tober mati te dibo?
মাটি তৈরির সময় দিতে হবে।
1 চা চামচ 1 টি টবের জন্য।