বাঙ্গালী নয়, বিহারী ছিলেন জাতীয় কবি নজরুল ইসলামঃ Root & birthplace of poet Nazrul Islam

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #BoniAmin #বনিআমিন #কবি_নজরুল #Poet_Nazrul_Islam
    বহু দশক ধরে কাজী নজরুল ইমলামের কবিতাই হয়ে উঠেছে বাংলা ভাষায় বিদ্রোহ আর প্রতিবাদের ছন্দ। মানুষের কাছে কাজী নজরুল এভাবেই সমাদৃত। তিনি বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু সমানভাবে সমাদৃত ভারতসহ গোটা বিশ্বে। কিন্তু তাঁর জন্মভিটার গ্রাম চুরুলিয়াতে কীভাবে বেঁচে আছেন দুখু মিয়া? সেখানকার সাধারণ মানুষ, আর ওই গ্রামে বাস করেন তাঁর যেসব উত্তরপুরুষ, তারা কীভাবে ধরে রেখেছেন নজরুল ঐতিহ্য? আসানসোল শহর থেকে ১৭ কিলোমিটার দূরে চুরুলিয়া। গ্রামে যাওয়ার পথে দূর থেকেই চোখে পড়ে বেশ কিছু টিলা। আর মাটির নীচে প্রায় সর্বত্রই কয়লা। পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান কয়লাখনি অঞ্চল এটি।
    আঠারোশ নিরানব্বই সালে যখন চুরুলিয়া গ্রামেরই কাজী ফকির আহমেদের ঘরে জন্ম নেন তাঁর দ্বিতীয় পুত্র, তার কয়েক বছর পরেই কাছের অজয় নদের ওপারে, ঘণ্টা কয়েকের রাস্তা পেরিয়ে শান্তিনিকেতনে আশ্রম গড়ায় মন দিলেন রবীন্দ্রনাথ। তিনি তখন সাহিত্য কীর্তির প্রায় মধ্য গগনে। ১১ই জ্যৈষ্ঠ তাঁর জন্মক্ষণে উঠেছিল "ঝঞ্ঝা তুফান ঘোর, উড়ে গিয়েছিল ঘরের ছাদ ও ভেঙেছিল গৃহদ্বার" নিজের জন্মের সময়কার কথা এভাবেই কবিতায় জানিয়ে গিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। সেই খড়ে ছাওয়া মাটির জন্ম ভিটে আর নেই। সেই জায়গায় তৈরি হয়েছে নজরুল একাডেমীর পাকা বাড়ি। তবে মাটির বাড়িটির একটিই মাত্র ছবি রয়ে গেছে নজরুল একাডেমীর সংগ্রহশালায়। কবির ছোট ভাই কাজী আলি হোসেনের পুত্র কাজী রেজাউল করিম সেই ছবিটা দেখাচ্ছিলেন।
    "১৯৫৬ সালে এই মাটির বাড়িটি ভেঙ্গে ফেলা হয়। সেখানেই এখন নজরুল একাডেমীর দোতলা বাড়ি হয়েছে। মাটির বাড়িটা ভাঙ্গার আগেই আমরা একটা ছবি তুলিয়ে রেখেছিলাম। তাই কেমন ছিল কবির জন্মভিটা, সেটা এখনও দেখা যাচ্ছে। ছবিটা না তুলে রাখলে হারিয়েই যেত ওই বাড়িটা," - বলছিলেন মি. করিম। তার স্ত্রী রোকেয়া করিমের পৈত্রিক বাড়ি কবির বাড়ির একেবারে উল্টোদিকে। নজরুল ইসলামের ছোটবেলার কথা অনেক শুনেছেন নিজের বাবার কাছে। তাঁর কথায়, "আমরা যখন কবিকে দেখেছি, তখন তিনি নির্বাক, অসুস্থ। তিনি আর আমার বাবা তিন বছরের ছোট বড়, তারা বাল্যবন্ধু। কবির ছোটবেলার বহু গল্প শুনেছি বাবার কাছে। জন্মের পরে তিনদিন নাকি তিনি কোনও সাড়াশব্দ করেন নি। সবাই তো ভেবেছিল এ ছেলে বাঁচবে না।"
    "তবে গ্রামে এক সাধক ছিলেন। তিনি কবিকে জন্মের পরে দেখেই বলেছিলেন এ মহাপুরুষ হবে। ছোটবেলায় খুব দুরন্তও নাকি ছিলেন কবি। বড় হয়েও সেটা কাটে নি - কিছুটা অভাবের তাড়নায়, কিছুটা স্বেচ্ছায় তিনি দৌড়ে বেরিয়েছেন। কখনও রুটির দোকানে কাজ নিয়েছেন, কখনও মক্তবে শিক্ষকতা বা ইমামতী করেছেন, আবার তার পরে সেনাবাহিনীতে গেছেন।"
    ছোটবেলায় নজরুল ইসলামের নাম ছিল দুখু মিয়া। একটু বড় হতেই বাড়ির সামনের মক্তবেই শুরু হয়েছিল পড়াশোনা। সেই বিদ্যালয় এখন চুরুলিয়া নজরুল বিদ্যাপীঠ। বড় দোতলা বাড়ি। সামনের মাঠে প্রতিবছর কবির জন্মদিনে শুরু হয় সপ্তাহ ব্যাপী নজরুল মেলা। সেটাই গ্রামের প্রধান উৎসব হয়ে উঠেছে বেশ অনেক বছর ধরে।
    ওই মাঠের ধারেই সমাধিক্ষেত্র। কবি-পত্নী প্রমীলা দেবীর সমাধির পাশেই রয়েছে ঢাকায় কবির সমাধি থেকে কবি-পুত্র কাজি সব্যসাচী যে মাটি নিয়ে এসেছিলেন, তা দিয়ে তৈরি বেদী। সেই পুরনো মক্তবটির একটি ছবি রাখা আছে নজরুল সংগ্রহশালায়। একাডেমীর পরিচালক রেজাউল করিম বলছিলেন, "আগে ওই বিদ্যালয়ের নাম ছিল নজরুল মুসলিম বিদ্যাপীঠ। আমরা গ্রামের মানুষদের ডেকে একটা প্রস্তাব দিয়েছিলাম যে নজরুলের মতো একজন অসাম্প্রদায়িক মানুষের নামে স্কুল, সেখানে কেন মুসলিম কথাটা থাকবে? অধিকাংশ মানুষ সেটা মেনে নিয়েছিল। সেই থেকেই স্কুলটার নাম নজরুল বিদ্যাপীঠ।" বাবার হঠাৎ মৃত্যুর পরে ছেদ পড়েছিল পড়াশোনায়।
    তখন ওই মক্তবেই শিক্ষকতা শুরু করেছিলেন নজরুল ইসলাম। ততদিনে তাঁর চাচা বজলে করিমের উৎসাহে শুরু হয়েছে গান রচনা। আর সেই সূত্রেই লেটো গানের দলের যোগ দেওয়া।
    কবির সম্পর্কে নাতি ও সঙ্গীতশিল্পী সুবর্ণ কাজির কথায়, "নজরুলের সময়কার সেই লেটো গান বা লেটোর দল এখন আর এই অঞ্চলে পাওয়া যায় না। বিস্মৃতির অতলে হারিয়ে গেছে সেগুলো। তবে নজরুলেরই রচনায় এখনও বেচে আছে কিছু লেটো গান। নজরুলের লেখা আরও একটি লেটো গান 'আয় পাষণ্ড যুদ্ধ দে তুই' শোনাচ্ছিলেন রেজাউল করিমের কন্যা সোনালি কাজি। গ্রাম ছেড়ে অল্প বয়সেই নজরুল ইসলাম পাড়ি দিয়েছিলেন কাছের আসানসোল শহরে। কাজ নিয়েছিলেন একটি পাউরুটির কারখানায়। মানুষ আর গাড়ির ভিড়ে ঠাসা আসানসোল বাজারে কয়েকজনের কাছে জিজ্ঞাসা করে খুঁজে পেয়েছিলাম মেহের আলি বক্সের সেই বেকারি। তারই উত্তরাধিকারী যুবক শেখ আসিফ ওসমান বলছিলেন, তাদের পরিবার সেই ১৮৮০ সাল থেকেই দোকানটি চালায়। তিনি বলছিলেন নজরুল ইসলাম যখনও কবি নজরুল হয়ে ওঠেন নি, সেই সময়ে হিসাবরক্ষকের কাজ করতেন তাঁদের পাউরুটির কারখানায়।
    "উনি যখন এখানে হিসাব রাখার কাজ করতেন, সেই সময়ে আমার দাদুর বাবা দোকানটা চালাতেন। তিনি যে চেয়ার টেবিলে বসে হিসাব লিখতেন, সেটা এখনও আমাদের বাড়িতে রাখা আছে। দু'একদিন অন্তরই কেউ না কেউ আমাদের দোকানে নজরুল ইসলামের খোঁজে আসেন। কেউ বাংলাদেশ থেকে, কেউ কলকাতা থেকে আসেন এম. এ. বক্সের দোকানে। আমাদের গর্ব এটাই যে আমাদের এই দোকানের সঙ্গে নজরুল ইসলামের ইতিহাস জড়িয়ে রয়েছে," বলছিলেন মি. ওসমান। কাজ ছেড়ে দিয়ে আবারও পড়াশোনা রাণীগঞ্জ শহরের স্কুলে।পড়াশোনার শেষে যোগ দেন সেনাবাহিনীতে। নজরুল ইসলাম পরিবারের গৃহবধূ রোকেয়া করিম জানান তারপরে আর খুব একটা গ্রামে আসেন নি কবি। কলকাতায় তাঁর সাহিত্যচর্চা থেকে শুরু করে বিবাহ এবং অবশেষে অসুস্থ হয়ে পড়ার যে জীবন, তা হয়তো চুরুলিয়া থেকে অনেকটা দূরে, তবে চুরুলিয়ার মানুষের মনের খুব কাছের।
    কবির সেই জীবনের নানা দিক নিজেদের মতো করে সাজিয়ে রেখেছে নজরুল একাডেমী। যেমন আছে নজরুল ইসলামের পরিচিত-অপরিচিত অনেক ছবি, পদক, তেমনই আছে ধুতি পাঞ্জাবী, পাণ্ডুলিপি, গ্রামোফোন। জানালেন রেজাউল করিম।

КОМЕНТАРІ • 915

  • @farhanarahman9801
    @farhanarahman9801 2 роки тому +99

    বনি ভাই সত্যি আপনার প্রেমে পড়ে গেলাম। বলতে গেলে একদম 'ক্রাশ' খেয়ে গেলাম। আফসোস অন্তত দুটি বছর আগেও কেন আপনাকে আবিষ্কার করতে পারিনি অর্থাৎ আমার বিয়ের আগে। যদি পেতাম তবে প্রয়োজনে ভেরোনিকা বউদির পায়ে পড়ে হলেও তার দোসর হয়ে আপনার পাশে থাকতে চাইতাম। আপনার সাথে আমার বয়সের ব্যাবধান অন্তত সাড়ে তিন দশক, তবুও আমি কিন্তু ছাড়তাম না, কারণ পৃথিবীতে এরকম বহু নজির আছে। আমি না হয় আরেকটা নজির রেখে যেতাম এই জগতে। আমি সত্যি বলছি, আমার এই কমেন্টে আমি কেয়ার করি না আমার স্বামী কি ভাবে। আমি সত্যি আপনার গুন ও ব্যাক্তিত্বে একদম দিওয়ানা। আমি এখোন সন্তান সম্ভবা, ফেব্রুয়ারিতেই মা হতে যাচ্ছি, আমি ঈশ্বরের কাছে হাত তুলে চাইছি আমার আসন্ন ছেলেটি যেন আমার প্রানপ্রিয় বনি হয়েই এই ধরাধামে আসে। যদি কোনোদিন কানাডার টরোন্টোতে আসেন, আমি কিন্তু আপনাকে না দেখে ছাড়ছিনা। পথপানে চেয়ে রইলাম, আর আমার অনাগত ছেলেটির জন্যে দোয়া করবেন। - ফারিহা, টরন্টো

    • @BoniAmin
      @BoniAmin  2 роки тому +34

      ফারিহা, তোমার মনের কথাটি গোপনেই থাক। চুপকে চুপকে এরকম আরো কয়েক ডজন আছে ক্রাশ খাওয়া, শেষাব্দি আমার ভেরোনিকার কী হবে গো। ভেরোনিকার নির্দেশনা অনুযায়ী এখন সিডনিতেও আমার গতিবিধি সীমিত করে দিয়েছি। কারো বাসা বা বাড়িতেও যাই না। হা হা হা হা। তোমার অনাগত ছেলেটির জন্যে প্রানঢালা আশীর্বাদ রইলো। ধন্যবাদ - বনি আমিন

    • @krishijogajog9761
      @krishijogajog9761 2 роки тому +39

      মানুষের আবেগ থাকা স্বাভাবিক । তবে অতি আবেগ অনেক সময় সর্বনাশের কারণ হতে পারে !!
      (Senior Citizen from USA)

    • @rowshanararahman5106
      @rowshanararahman5106 2 роки тому +1

      00000

    • @MuhammadAli-sl1yw
      @MuhammadAli-sl1yw 2 роки тому +8

      ঠিক পছন্দের সঠিক কারণটি যদি জানাতেন।

    • @pistonrider899
      @pistonrider899 2 роки тому +2

      Tui ekta khanki

  • @ishfaqqurashi217
    @ishfaqqurashi217 2 роки тому +19

    কবি নজরুল একজন অসাম্রদায়িক কবি। সর্বহারার কবি। তিনি স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হবার সব যোগ্যতাই রাখেন।

  • @mislam7831
    @mislam7831 2 роки тому +38

    " গাহি সাম্যের গান
    মানুষের চেয়ে বড় নহে কিছু মহিয়ান "
    ❤ কাজী নজরুল ইসলাম ❤
    ❤ আমার আদর্শ ও ভালোবাসা ❤
    বিদ্রোহী কবি ও অপরাজিত জীবন যোদ্ধা
    ❤ বনি আমিন ❤ ধন্যবাদ ও ভালোবাসা ❤

    • @arafathossin3479
      @arafathossin3479 2 роки тому

      Gyu

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      নিজেদের নাই মনুষ্যত্ব, জানি না কেমনে তারা
      নারীদের কাছে চাহে সতীত্ব হায় রে সরম-হারা!
      কাজি নজরুল ইসলাম

  • @sailendranathchakraborty7877
    @sailendranathchakraborty7877 2 роки тому +70

    কাজি নজরুল ইসলাম আমাদের সমগ্র বাঙালি জাতির ধর্ম নিরপেক্ষতার আবেগ।

  • @mdmunirhossain1900
    @mdmunirhossain1900 2 роки тому +18

    কবি প্রেমের জন্য আপনাকে ধন্যবাদ।
    না গিয়েও দেখলাম কবির জন্ম স্থান সেজন্য আবার ধন্যবাদ প্রিয় বনি আমিন ভাই।

  • @md.sharifhossain1447
    @md.sharifhossain1447 2 роки тому +110

    কবি ভারতে অবহেলিত ছিলেন , তাই বঙ্গবন্ধু তাঁকে বাংলাদেশে এনে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন।

    • @imranh33
      @imranh33 2 роки тому +4

      সহমত।

    • @rajatbiswas7645
      @rajatbiswas7645 2 роки тому +4

      Ke boleche?

    • @md.sharifhossain1447
      @md.sharifhossain1447 2 роки тому +4

      @@rajatbiswas7645 খোঁজ নিয়ে দেখেন ভারতে কবি কি অবস্থায় ছিলেন ।

    • @sujanbandhu6227
      @sujanbandhu6227 2 роки тому +1

      আপনার কমেন্টের প্রত্যুততর আপনার কমেন্টের পূর্বেই বনি আমিন দিয়েছেন।এইখানেই আপনার সঙ্গে বনি আমিনের পার্থক্য।

    • @md.sharifhossain1447
      @md.sharifhossain1447 2 роки тому

      @@sujanbandhu6227 এতদিন পরে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

  • @SohelRana-dt6li
    @SohelRana-dt6li 2 роки тому +11

    ধন্যবাদ বনি দাদা। আপনার সুমধুর কন্ঠ শুনে মনটা ভরে গেল। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল জাতীয় কবি নজরুলের প্রতি।

  • @shyamaladhikary4755
    @shyamaladhikary4755 22 дні тому

    দূর্দান্ত একটি উপস্থাপনা,
    অভিভূত হয়ে গেলাম।

  • @MM-bn3kd
    @MM-bn3kd 2 роки тому +6

    আপনার উপস্থাপনা যতই দেখছি ততই আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে।
    শ্রদ্ধা জানাই আপনার জন্মদাতা ও জন্মদাত্রীকে।
    সত্যিই আপনার তুলনা আপনি নিজেই।

  • @biswajitkundu6831
    @biswajitkundu6831 2 роки тому +14

    একটা নতুন খবর: বনি বাবুর সঙ্গীতের কন্ঠ অপূর্ব, দারুন, অকল্পনীয় !

  • @amalendugoswami5653
    @amalendugoswami5653 2 роки тому +34

    নজরুল ইসলাম , ভারতবর্ষের শ্রেষ্ঠ মনের - মানুষ

    • @user-yx6ex5op3l
      @user-yx6ex5op3l 8 місяців тому

      আমার মনে একটা ই ধারণা কবি শুধু আমার একার ।

    • @shilashahabuddin4966
      @shilashahabuddin4966 5 місяців тому

      He is ours. He is the best poet of Bangladesh 😊😊😊😊😊

  • @arundebnath9975
    @arundebnath9975 2 роки тому +11

    এই কথাটা আমি বহুদিনই উপলব্ধি করেছি। কিন্তু কবি নজরুল কে নিয়ে এই কথা প্রকাশ করতে সাহস করিনি । আজ কবি পরিবারের একজন এই কথা টা স্বীকার করেছেন। কথাটা হল " কবি মুসলিম না হলে কখনো বাংলাদেশ জাতীয় কবি হতেন না। "
    ধন্যবাদ এই সত্য কথাটি স্বীকার করার সাহস দেখাবার জন্য ।

    • @shadinkhan9238
      @shadinkhan9238 2 роки тому +3

      ha ha thahola Rabindranath ar gan kivabay national anthem holo

    • @2008.C.R.7
      @2008.C.R.7 2 роки тому +2

      Tagore also bonoured in Bangladesh.

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      @@shadinkhan9238
      এই আওয়ামী লীগের আন্দোলন যতই বেগ এবং আবেগ সঞ্চয় করেছে, সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের নেতৃত্ব কবুল করে নিয়েছিল। কিন্তু সমাজের ভেতর তারা কোনো নতুন মূল্যচিন্তার জন্ম দিতে পারেনি; নতুন সংস্কৃতি নির্মাণ করতে পারেনি। তারা সেক্যুলারিজমের নীতিকে শুধু রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়েছিল। আহমেদ ছফা

  • @Gost_Rider000
    @Gost_Rider000 2 роки тому +58

    কবি কাজী নজরুল ইসলাম নিয়ে লেখার মত দুঃশাহস আমার নেই। তবে এটুকু বলতে পারি কবি যদি বাকশক্তি না হারাতেন তাহলে তার সবগুলো গানের সুরগুলো তিনি করে যেতে পারতেন। খারাপ লাগে একটা বিষয় ভেবে যে ধর্মের জন্য কেন বাংলা ভাষার কবিদের সম্মান কেনাবেচা করা হয়? বাংলা ভাষার সকল কবিদের আমি সম্মান জানাই❤️❤️❤️❤️❤️

    • @sajahanmondal5016
      @sajahanmondal5016 2 роки тому +1

      Eta apnar dharmio bivedmulok vidio

    • @maniknath8304
      @maniknath8304 2 роки тому

      খুব সুন্দর হয়েছে,ধন‍্যবাদ।

  • @AbdurRazzak-rp4eq
    @AbdurRazzak-rp4eq 2 роки тому +69

    জাত পাত বা ধর্ম বর্ণ বুঝিনা দাদা। যে সকল কবি,সাহিত্যিক লেখক বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে তারা সকলেই সম্মান পাবার যোগ্য। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য।

    • @AgnosticSabbir
      @AgnosticSabbir 2 роки тому +6

      এক টুকরো সম্মান আপনার জন্যেও সুন্দর কমেন্টের জন্য

    • @Nazibur72
      @Nazibur72 2 роки тому +5

      বনি আমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অসাম্প্রদায়িক একজন বাঙালি কবিকে এভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য। আজ প্রমাণিত হয়েছে নজরুল হুজুগের কবি ছিলেন না, আবার যুগের কবিও ছিলেন না। তিনি মূলত সর্বকালের, সর্বজনের কবি ছিলেন।

    • @dotamaze
      @dotamaze 2 роки тому +3

      জাত পাত বা ধর্ম বর্ণ কিছু বুঝি না কিন্তু মুসলমান কবিকে জাতীয় কবি দেখতে চাই , এটাই তো ?

    • @AgnosticSabbir
      @AgnosticSabbir 2 роки тому +1

      @@dotamaze বুঝিয়ে বলেন দাদা গরিবের শক্ত বাংলা বুঝতে খুব কস্ট হয়

    • @MDSohag-dj2sd
      @MDSohag-dj2sd 2 роки тому +1

      রাবিন্দ্রনাথ কেন ভারতের জাতীয় কবি হিন্দু বলে?

  • @user-do4pt9xk3x
    @user-do4pt9xk3x 2 роки тому +13

    অসাধারণ একটা ভিডিও উপহার দিলেন স্যার,আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম যেখানেই থাকুক শান্তিতে থাকুক এই প্রার্থনা 🙏

  • @nayanali3804
    @nayanali3804 2 роки тому +25

    অবিভক্ত বাংলার কবি। বাঙালিদের সাত পুরুষের ভাগ্য কবি এই দেশে জন্মেছিলেন।

    • @sujanbandhu6227
      @sujanbandhu6227 2 роки тому +1

      অবশ্যই।

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      His religious credentials attract you most. You are not aware of his literary works.

    • @siddiqurrahman9272
      @siddiqurrahman9272 6 місяців тому

      বনি আমিন কে শুভেচ্ছা।

    • @siddiqurrahman9272
      @siddiqurrahman9272 6 місяців тому

      বনি আমিন সবসময়ই ধর্মীয় বিভেদকে সামনে ঠেলে দিতে পছন্দ করে।এটা তার দোষ। কোথায় যেনো তার একটা কারণ বিদ্যমান।

  • @banglatv9263
    @banglatv9263 2 роки тому +50

    কবির ধর্ম জ্ঞান উপলব্ধি করতে হলে শুধু মাথার মাল দিয়ে হবে না, হৃদয় সংযোগ করতে হবে। মাথার মালের সীমানা আছে, হৃদয় অসীম...

    • @user-do4pt9xk3x
      @user-do4pt9xk3x 2 роки тому +2

      অসাধারণ কমেন্ট, একদম আমার মনের কথাটিই তুলে ধরেছেন🙏

    • @abdurrazzaque7576
      @abdurrazzaque7576 2 роки тому +1

      অবশ্যই মধূসুদন সুকান্ত ফররুখ এই বাংলাদেশের সন্তান।কাজী নজরুল ইসলাম বাংলাদেশকে নিয়ে তার লিখা অবস্থান ছাড়াও কলকাতা কেন্দ্রীক তরুনদের প্রেরনার উৎসাহিতদের মধ্যে বঙ্গবন্ধু জিয়া আরো আনেকের প্রবল উৎসাহে উপরন্তু তার প্রতি অবহেলার কারণে আর তাকে ঢাকা থেকে যেতে দেয়া হয়নি।ভারত সরকার যে স্ম্মান দিয়ে দিয়ে দিয়েছেন আমরা কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ।

  • @pradipkumar1173
    @pradipkumar1173 2 роки тому +28

    বাঙালীরা মূলত মিশ্র সংস্কৃতি ও মিশ্র বর্ণের মানুষ,কবি কাজী নজরুল ইসলাম নিঃসন্দেহে বাংলা ও বাঙ্গালীর তথা বৃহৎ ভারতবর্ষের মানবতাবাদী কবি। নমস্কার, ধন্যবাদ

    • @Simon12822
      @Simon12822 9 місяців тому

      বৃহত্তর ভারত না বলুন বৃহত্তর বাংলার। কারণ দক্ষিণ ভারত বা উত্তর ভারতের বেশিরভাগ লোক তাকে চিনে না।

  • @anirbanganguly6678
    @anirbanganguly6678 2 роки тому +17

    জাতের নামে ধর্মের নামে বজ্জাতি আর নয়, এসেছে সময় ছুঁড়ে ফেলে দাও গোঁড়ামীর জঞ্জাল।। শেষে বলি- অগ্নিবীণার ঝঙ্কারে তুমি ফোঁটাও কাগজের ফুল তোমার গানের ফুল দিয়ে পূজা করি কবি নজরুল 🙏।। It's a mind blowing presentation,Bravo 👏 Boni Amin sir+ Brother 👍.. we are same boat ⛵ brothers 👍...God bless you ❤️...

  • @mdshahalom1707
    @mdshahalom1707 7 місяців тому +1

    অনেক জানা অজানা অদেখা, দেখলাম শুনলাম, ভাল লেগেছে।ধন্যবাদ বনি আমিন।।

  • @bablubaidya3499
    @bablubaidya3499 2 роки тому +31

    অসাধারণ স্যার। নব প্রজন্মের কাছে এটা একটা বড় পাওনা। মানুষের আসল পরিচয়;তাঁর সৎ কর্ম............. ভালো থাকবেন স্যার 🙏🌷💕

  • @basude4330
    @basude4330 2 роки тому +4

    অসামান্য ও নির্ভীক প্রতিবেদন।
    বনি আমিন আপনাকে অনেক ধন্যবাদ।
    আপনি যে এতবড় নজরুল প্রেমী এবং এত সুন্দর নজরুল গীতি গাইতে পারেন জেনে ভালো লাগলো।

    • @kamrunnahar240
      @kamrunnahar240 3 місяці тому

      নজরুল গীতি নয়,নজরুল সংগীত বলুন

  • @Channel-cl8kx
    @Channel-cl8kx 2 роки тому +48

    কবি নজরুল কোনো ধর্মের নয়, তিনি মানবতার কবি।

  • @anjankumarchowdhury7379
    @anjankumarchowdhury7379 2 роки тому +5

    অনবদ্য। আমার বাড়ী আসানসোলেই। কবি নজরুলের জন্য আপনি আমাদের পাড়ায় এলেন, আনন্দ পেলাম।

  • @imamchowdhury7744
    @imamchowdhury7744 Місяць тому

    আপনার সাম্প্রদায়িক সংকীর্ণ চিন্তা আমাকে ব্যাথিত করেছে। কারণ নজরুল নিজেই অসাম্প্রদায়িক ছিলেন।

  • @KM14003
    @KM14003 2 роки тому +6

    ধন্যবাদ বনিবাবু l আপনি কবি নজরুল ইসলামকে নিয়ে যে অনুষ্ঠান করলেন তা অনবদ্য l আবারো ধন্যবাদ l আপনি তো আয়না l তাই আপনার সামনে যে যেমন তাকে আপনি সে ভাবেই দেখান l 🙏👌

  • @seemaislam8299
    @seemaislam8299 2 роки тому +7

    এখানে বেশ কয়েকবার গিয়েছি । স্মৃতিকাতর হয়ে পড়লাম । আপনার গানের কন্ঠ দারুন । ভিডিওটির জন্য অনেক ধন্যবাদ

  • @mohammadalibahadur7224
    @mohammadalibahadur7224 2 роки тому +6

    ওয়াহ কিয়া বাৎ হ্যায়।বাংগাল রা বহিরাগত দের দ্বারা বহু ভাবে ঋনী।যা আরও একবার প্রমানিত হলো। ধন্যবাদ আপনাকে বনি আমিন ভাই ‼️

  • @alinoorhaquetalukder5997
    @alinoorhaquetalukder5997 2 роки тому +2

    বনি আমিন ভাই, আপনাকে অভিনন্দন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্য ভিটা সহ অনেক তথ্য প্রদানের জন্য।

  • @motin67879
    @motin67879 Рік тому +4

    চুরুলিয়া ও কবি নজরুল কে অনন্য ভাবে উপস্থাপন করেছেন শুধুমাত্র শ্রদ্বেয় বনি আমিন স্যার। শুভ কামনা স্যার।

  • @ALIKhan-bf7jv
    @ALIKhan-bf7jv 2 роки тому +3

    একজন অসাধারণ প্রতিভার নাম বনি আনিন, বাহ্ বাহ্ চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন বিদ্রোহী+ বিশ্বকবির জন্ম থেকে মৃতু পর্যন্তের কিছু তথ্য,, আপনাকে অসংখ্য ধন্যবাদ।।।।

  • @rahenachowdhury7101
    @rahenachowdhury7101 Рік тому

    অনেক দিন পর প্রিয় ভেরনিকা কে দেখলাম,ভালো লাগলো। কারণ দেখার সুযোগ ছিল না তাই।

  • @syedeklasulkarim260
    @syedeklasulkarim260 Рік тому

    শ্রদ্ধেয় বনিইয়ামিন সাহেব আপনাকে প্রাণভরা শ্রদ্ধা।প্রানের কবির প্রাণময় এই অনুষ্ঠান করার জন‍্য।আপনি‍ ও অক্ষয় হয়ে রইলেন।

  • @AmirulKhan7
    @AmirulKhan7 2 роки тому +12

    ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় কাজী নজরুল ইসলামের কবিতা ও গান ছিল সংগ্রামের অনুপ্রেরণার উৎস।

  • @shantibiswas3067
    @shantibiswas3067 2 роки тому +8

    দোস্ত তুমি সেরা মানুষদের একজন। মাল্টি টেলেন্ট লাভ ইউ।

  • @shankarchondroshill3351
    @shankarchondroshill3351 2 роки тому +2

    সুবর্ণ কাজীর গান দারুণ লেগেছে, পুরো অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরার জন্য শুভকামনা রইল শ্রদ্ধেয় বনি আমিনের প্রতি। 💞

  • @anumostafa6423
    @anumostafa6423 2 роки тому +4

    Thanks Boni Amin for excellent singing Nazrul Geeti

  • @ashimkumarchattopadhya7212
    @ashimkumarchattopadhya7212 2 роки тому +5

    শ্যামা সঙ্গীত খুব ভালো গেয়েছেন

  • @saomenaherarafasaome7855
    @saomenaherarafasaome7855 2 місяці тому

    আমিন ভাই আপনাকে ধন্যবাদ আপনার গানের গলা খুব সুন্দর

  • @PRITHVIRAJ_271
    @PRITHVIRAJ_271 10 місяців тому

    সত্য কথনের জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

  • @mdakkasali7574
    @mdakkasali7574 2 роки тому +11

    ভারতের উদারতার জন্যই আমরা পেয়েছি মহাকবিকে, আপনার সহযোগীতায় দেখতে পেলাম তার জন্মভূমি, অনেক ভালো লাগলো আপনাকে ধন্যবাদ

  • @santoshbarua372
    @santoshbarua372 2 роки тому +3

    বনি আমিন,আনকেল আমার নমস্কার নিবেন। আমার খুব পছন্দের মানুষ। আপনার কথা বলার ষটাইল,ভনগী,ইমোশান আমার খুব খুব ভাল লাগে। অসাধারণ, আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি জানতে পারি। ভাল থাকবেন নিরাপদে থাকবেন। পরিবার কে নিয়ে সুন্দর থাকবেন।

  • @ShahinKhan-oz6fb
    @ShahinKhan-oz6fb 2 роки тому +1

    অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি কাজী নজরুল ইসলাম কে এতো সুন্দর করে তুলে ধরার জন্য

  • @schoolofknowledgebd8927
    @schoolofknowledgebd8927 2 роки тому +1

    এই জন্যই বনি আমিন আমার অতি প্রিয়। তাকে অত্যান্ত ভালবাসি। তা দীঘ জীবন কামনা করি। বাস্তবে তার দেখা পেলে নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ বনি আমিন।

  • @fazlulhoque6674
    @fazlulhoque6674 2 роки тому +12

    কবি কাজী নজরুল ইসলাম তাঁর পূর্ব পুরুষ বিহারী হওয়ায় তিনি বিহারী কিন্তু ধ্যান জ্ঞান প্রকাশের মাধ্যম ও সর্বোপরি সাহিত্য সাধনা সমস্তই বাংলা ভাষায় এবং তিনি চিরকালীন শ্রেষ্ঠ বাঙালী সাহিত্যিক ৷ কবি কাজী নজরুলকে পেয়ে বাঙালী হিসাবে ধন্য ও গর্ব বোধ করি ৷ বণি দা ধন্যবাদ ...

    • @nurulislam3034
      @nurulislam3034 2 роки тому +1

      আপনার ধারণা ভুল। বিহারের পাটনা জেলা বাঙলা ভাষাভাষী অঞ্চল, ভোজপুরী ভাষার অঞ্চল নয়। তাছাড়া বনি আমিন ভাই কবির পূর্বপুরুষদের বিহারের বলেছেন, তবে অবাঙ্গালী কিন্ত্তু বলেননি।

  • @laylaasmaakter4176
    @laylaasmaakter4176 2 роки тому +6

    অনেক অনেক ধন্যবাদ বনি ভাইয়া। মাঝে মাঝেই এ ধরনের ভিডিও আপলোড দিবেন ,সাথে আপনার গানও। দারুন গায়কী আপনার।

  • @siktaroy9715
    @siktaroy9715 2 роки тому +2

    Tomader gan shune mon-pran vore gelo, valo theko Bhai Boni

  • @shamalctgbd
    @shamalctgbd 2 роки тому +2

    বনি আমিন ভাই আপনার কণ্ঠ অনেক সুন্দর সত্যি অসাধারণ। আপনার মত একজন অসাম্প্রদায়িক মানুষকে মির্ত্যুর পূর্বে দেখে যেতে পারলাম সেটাও কম কিসের।

  • @ujjalchatterjee6728
    @ujjalchatterjee6728 2 роки тому +13

    দেশ কাল ধর্ম সবকিছুকে ছাপিয়ে মানবিক মূল্যবোধ ই ছিল নজরুল ইসলামের প্রধান দর্শন ,যার‌ কিছুটা বহন করে চলেছেন বনি ভাই । ঈশ্বর ভালো রাখুন আপনাকে।

  • @nirmalkumarroy8440
    @nirmalkumarroy8440 2 роки тому +4

    সত্যিই অসাধারণ আপনাদের গলার সুর। আমি অভিভূত প্রিয় অমানুষ।

  • @ranjanimandi6784
    @ranjanimandi6784 2 роки тому +2

    আহা আহা কাকু।কি গলা কি গলা। খুব সুন্দর লাগলো

  • @reforcesign2778
    @reforcesign2778 2 роки тому +1

    সুবর্ণ কাজী,
    নজরুলের ভাইয়ের এক নাতি,
    একি প্রতিভা তাঁর !
    প্রতি দশ মিনিটে এক লাখ টাকা
    পাওয়া উচিত যাঁর !
    আবৃত্তি, কিংবা গান,
    যেন আগুন ঝড়ের তান,
    সেই সঙ্গে কণ্ঠ মেলান বনি আমিন,
    দুরন্ত মজলিস,
    মন ভরে গেলো আজ,
    যারা দেখেনি এখনো এটা,
    করছে তো কিছু miss.
    একই সঙ্গে সুবর্ণের পিতার
    সহজ কথোপকথন,
    নিরহংকার মানুষটির
    উপস্থিতি মনোরম,
    তুলনাহীন এইসব ইউটুব,
    দেখতে সুখ, ভাবতে সুখ !
    --- A viewer

  • @abulkalam4488
    @abulkalam4488 2 роки тому +5

    ধর্মনিরপেক্ষতা নিয়েই বাংলাদেশের জন্ম হলেও এখন ধর্মের গোড়ামি দেশটার উপর চেপে বসেছে!
    মানুষের কর্ম ও আচরণই তার মূল্যায়ণের চাবিকাঠি হলেও বর্তমানে ধর্মান্ধতা মানুষকে মানবতা থেকে দুরে নিয়ে যাচ্ছে!😪
    ধন্যবাদ! বনি ভাই!💕

    • @ankitsen1998
      @ankitsen1998 2 роки тому

      Exactly!

    • @lailymukherjee9261
      @lailymukherjee9261 Рік тому

      Boro valo laglo dada. Apni khub udar moner manus.

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      বাঙালি মুসলমান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রযন্ত্রটি প্রতিষ্ঠা করেছে সে রাষ্ট্রের সংকটের অন্ত নেই, কোথাও কোনো দিক নির্দেশনার চিহ্ন পরিদৃশ্যমান নয়।সামাজিক ও ধর্মীয় কুসংস্কার সাম্প্রতিককালে এমন প্রচন্ড আকার নিয়ে দেখা দিয়েছে, অনেক সময় মনে হয় এই জাতি মেরুদণ্ডের উপর থিতু হয়ে দাঁড়াতে পারবে না। মধ্যযুগীয় ভূত এই জাতিকে এমনভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে যে তার নাগপাশ কখন কিভাবে ছাড়াতে পারবে একথা এখন একরকম চিন্তা করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
      আহমেদ ছফা

  • @buddhadebsarkar7962
    @buddhadebsarkar7962 2 роки тому +5

    বনিদা তোমাকে অন্তরের শুভেচ্ছা। তুমিই তোমার তুলনা। এজন্যই তোমাকে ভালো বাসি। নজরুলের শ্যামাসঙ্গীতগুলি অসাধারণ। আমার কাছে তিনি একজন জাতপাতহীন মানুষ। কারণ প্রকৃত মানুষদের কোনো জাত থাকতে নেই অথবা হয় না। তোমরা সকলে ভালো আছ তো? আশা করি পরম পিতা তোমাদের ভালই রেখেছেন।

  • @mdarifurrahman4550
    @mdarifurrahman4550 2 роки тому +1

    মনোমুগ্ধক। ধন্যবাদ বনি আমিন স্যারকে, অসাধারন একটি প্রামাণ্যচিত্র।

  • @arlinshikder3881
    @arlinshikder3881 Рік тому

    MashaAllah .mosjider gawjol suney mone vorey gawlo.
    Nojrul Islam key kawborey Valo rakhun.

  • @nurulamin4288
    @nurulamin4288 2 роки тому +6

    সবার উপর মানুষ সত‍্য। কাজী নজরুল ইসলাম সব জাতের কবি ছিলেন বলেই তথাকথিত মোল্লারা তাঁকে তিরস্কার করেছিলেন।
    বনি ভাই আপনার দীর্ঘায়ু কামনা করছি। ভিডিওর জন‍্য অশেষ ধন‍্যবাদ।

    • @2008.C.R.7
      @2008.C.R.7 2 роки тому +1

      Shsnibarer Chiti group also criticized Najrul

  • @mrinmoybhowmik6413
    @mrinmoybhowmik6413 2 роки тому +6

    অসাধারণ ! আজ সকালে (০১.১২.২০২১) মন টা একেবারে ভরে গেলো।

  • @nitadhua3775
    @nitadhua3775 2 роки тому +2

    খুব ভালো লাগলো। মনটা ভরে গেল। এরকম আরও ভিডিও চাই।

  • @freeincomeonline716
    @freeincomeonline716 Рік тому

    Thank you so much boni amin sir ❤❤❤❤❤❤❤❤❤ my love nazrul ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deephossain7213
    @deephossain7213 2 роки тому +3

    নতুন কিছু তথ্যাদি শোনা গেল,
    ভালো লাগলো। ❤️❤️❤️

  • @sahriakhan541
    @sahriakhan541 2 роки тому +6

    আমার প্রিয় কবি , আমি আমার দেশের জাতীয় কবি হিসাবে পেয়ে খুবই গর্বিত 💖

    • @abdullahahmed8369
      @abdullahahmed8369 2 роки тому

      একজন বিহারী বাংলাদেশের জাতীয় কবি,,,,,,ছি ছি ছি লজ্জা

  • @ruhin007
    @ruhin007 9 місяців тому

    বনি দা খুব ভালো গেয়েছেন

  • @netaikarmakarnetaikarmakar6217
    @netaikarmakarnetaikarmakar6217 2 роки тому

    বনি দাদা এই ভিডিও বানানোর জন্য আপনাকে ধন্যবাদ

  • @dipdarsan4593
    @dipdarsan4593 2 роки тому +3

    অনেক অনেক ভাল লাগল। কাজি নজরুল আমার একজন প্রিয় কবি। আশা করি স্যার, এভাবে অন্যান্য কবিদের জন্মভিটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন।

  • @bishnudas334
    @bishnudas334 2 роки тому +7

    স্যার আপনাকে স্যালুট জানায়। আপনি এতো সুন্দর করে কবির সবকিছু প্রকাশ করেছেন। আপনার ভিডিও দেখার আগে এগুলো আমি জানতাম না, আপনার মাধ্যমে আমি মনে করি অনেক কিছু জেনেছি। আপনি অসাধারণ। আপনার চিন্তাধারা অতুলনীয়। আর আপনার গানও খুব সুন্দর করেন। ধন্যবাদ

    • @user-nh5vy4te1e
      @user-nh5vy4te1e 2 роки тому

      কবি জাতপাত বিশ্বাস করতেননা, আমাদের ও সবার উচিত জাতপাতের বৈষম্য বাদ দিয়ে আমাদের সবাই
      কে মানুষ হতে হবে। মানুষ যদি হতে না পারি জাত দিয়ে কি হবে। জন্মের সময় কেউ জাতপাত নিয়ে জন্মায়নি।তাহলে কেন জাতপাত নিয়ে এতো দিধা দন্ত।

  • @mdsawroyar8266
    @mdsawroyar8266 2 роки тому

    Thanks boney amin From Kuwait.

  • @golamkibria9115
    @golamkibria9115 Рік тому

    Excellent Mr. Boni Amin.

  • @faruqueahmed305
    @faruqueahmed305 2 роки тому +11

    কবি মুসলমান না হলে ভারত ও তাকে দিত না । ভারত মনে করে পাপ বিদায় হয়েছে । শেখ মুজিবকে এই জন্য ধন্যবাদ।

    • @KM14003
      @KM14003 2 роки тому

      ছাগল কী মানুষ হয়! তোমরা কবিকে মুসলিম হিসাবে বেশি দেখেছ মানুষ হিসাবে কম l তিনি বাঙালি নন তবুও তিনি বেশি বাঙালি l তিনি মুসলিম নন একজন কবি l তিনি বিহারি জাতির তথা ভারতের গর্ব যিনি বাংলা ভাষার কাব্য কবিতাকে অন্য মাত্রা দিয়েছেন l

    • @amalendugoswami5653
      @amalendugoswami5653 2 роки тому

      ভূল বলেছেন , শর্ত সাপেক্ষে তাঁকে ইন্দিরা গান্ধী তাঁকে মুজিবর রহমানের সৌজন্যে পাঠিয়েছিলেন ! কিন্তু , মুজিবর কে তারপরেই হত্যা করা হয় । বাংলাদেশে অভ্যুত্থান ঘটানো সেনা সরকার ভারতে প্রত্যর্পণ করতে অস্বীকার করে । এমন কি তাঁর মৃত দেহ ভারতের বারংবার অনুরোধ সত্ত্বেও পাঠায়নি সেনা সরকার ।

    • @2008.C.R.7
      @2008.C.R.7 2 роки тому +1

      @@KM14003 Writer of epic Paradise Lost is a Christian. Is there any problem in it.

    • @shilashahabuddin4966
      @shilashahabuddin4966 5 місяців тому +1

      Absolutely currect

    • @JogeshMondal-ns1pp
      @JogeshMondal-ns1pp Місяць тому

      4:07

  • @himansughosh9461
    @himansughosh9461 2 роки тому +44

    বাংলার দুই বিখ্যাত ধর্মনিরপেক্ষ মানুষ হলেন ১. নজরুল ইসলাম
    ২. লালন ফকির

    • @NRFP
      @NRFP 2 роки тому +5

      ধর্মনিরপেক্ষ না বরং বলা উচিত সকল ধর্মের প্রিয় মানুষ

    • @mdsiblisadik3181
      @mdsiblisadik3181 2 роки тому +1

      আমিও বলছি,
      প্রেমের ও সাম্যের কবি,
      আমার প্রিয় বিদ্রোহী ও দুঃখের কবি কাজী নজরুল ইসলাম।
      যিনি ছিলেন সকল জাতী ও ধর্মের কবি।
      আসলে যারা চিনে না আর বুঝেনা তারা বেশুরে কথা বলে।

    • @akmshamsulalam4213
      @akmshamsulalam4213 2 роки тому +1

      রবীন্দ্রনাথ কি ধর্মনিরপেক্ষ ছিলেন না?

    • @himansughosh9461
      @himansughosh9461 2 роки тому +1

      @@akmshamsulalam4213 অবশ্যই ছিলেন। তবে নজরুল ও লালন ছিলেন এব্যাপারে খুব বেশি দুঃসাহসিক।

    • @nani7476
      @nani7476 2 роки тому

      @@akmshamsulalam4213 একজন বিহারী বাংলাদেশের জাতীয় কবি,,,,,,ছি ছি ছি লজ্জা

  • @osmanmia-ii7ub
    @osmanmia-ii7ub 3 місяці тому

    খুব ভালো লাগলো

  • @badalchandradhibar7720
    @badalchandradhibar7720 Рік тому

    Thanks for both nazrul song and culture bolo bir chio unnata momo shir badal ch dhibar

  • @rajatbiswas7645
    @rajatbiswas7645 2 роки тому +35

    Nazrul Islam, the poet of humanity, the piet of love to the human being, a born rebel...endless salute to the poet...

    • @abdurrazzaque7576
      @abdurrazzaque7576 2 роки тому +1

      ব‌টিশ ভারতের বিরুদ্ধে বিদ্রোহী কবি তিনি মানবতার কবি,সব ধর্মের মিলনের, প্রেমের কবি শেষে বাংলার বৃহদাঙসের স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি।জন্ম ঐবঙ্গে কবর এই বঙ্গে সত্যি একদিন পূরো বাংলা আরাকান আসাম ত্রিপুরা ও বিহারের বাংলা অঙশ নিয়ে রুপসি আর সোনার বাংলা নিয়েই এক মহা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। অপূর্ব মহাকির্তি গুলো জোযনায় ভাষা মসজিদ মন্দির প্রকৃতির সমাহারে বিশ্বের এক সমৃদ্ধশালী দেশ হিসেবে উজ্জেলিত হবে। রবীন্দ্রনাথ নজরুল অমৃতসেন ড,ইউনিস সহ অগনিত উপপাদ্য নিয়ে এই মহা বাংলাদেশ।

  • @samimshakhawat
    @samimshakhawat 2 роки тому +6

    অসাধারন কন্ঠ আপনার বনি ভাই। সুবর্ণ কাজীর সাথে খুব ভালো সঙ্গ দিলেন। কাজী নজরুল ছিলেন মানবতার অনন্য উদাহরন। এমন কবিকে বুঝবার সমর্থ্য আমাদের নেই।

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      কবে আমাদের কোন্ সে পুরুষে ঘৃত খেয়েছিল কেহ,
      আমাদের হাতে তারি বাস পাই, আজো করি অবলেহ!
      কাজি নজরুল ইসলাম
      And the poet was thousand percent correct.
      শাস্ত্রানুগত মুসলমানের মনোজগতে ভূগোল এবং বর্তমান ভবিষ্যত থাকে না ।তার থাকে কেবল সাড়ে তেরোশো বছরের পুরোনো এক অমোঘ অতীত । স্বধর্মীর জাত বর্ণ দেশবিহীন অবিচ্ছেদ্য জাতীয়তায় ও স্বশাস্ত্রের দেশ কাল প্রয়োজন নিরপেক্ষ চিরন্তন ও সর্বমানবিক প্রয়োগ সাফল্যে তার আস্থা প্রস্তরের মত দৃঢ় এবং হিমালয়ের মতো স্থূল । তাই ইসলামী ঐতিহ্য ও গৌরব সন্ধান করতে হয় খ্রীস্টিয় চৌদ্দ শতকের পূর্বেকার আব্বাসীয় ভৃবনে; তাই রোমন্থন করে আজকের মুসলমানও গৌরবে,গর্বে, আত্ম তুষ্টিতে স্ফীতবুক। ডক্টর আহমেদ শরীফ
      you say এমন কবিকে বুঝবার সমর্থ্য আমাদের নেই। The above two quotes would certainly help you to understand the poet better.

  • @professorkaium
    @professorkaium 4 місяці тому

    ফারিহা,আপনার প্রেমাবেগে যা বয়স ব্যবধান ও স্বামী বাধা৺ মানলো না ।সত্যিই শক্তি।

  • @lokhonsarkar8082
    @lokhonsarkar8082 2 роки тому +2

    বনি কাকা কি বলব আপনার যত ভিডিওগুলো দেখি ততই খুব ভালোই লাগে আর আপনার মত মজার লোক হয়না যেন আপনি সব বিষয়ে অলরাউন্ডার তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ🖐💕

  • @nirmalkumarroy8440
    @nirmalkumarroy8440 2 роки тому +7

    প্রিয় বনি আমিন মানেই জ্ঞানের ভাণ্ডার। ভালোবাসা অবিরাম।

  • @mukulkarmakarwb153
    @mukulkarmakarwb153 2 роки тому +36

    নজরুলের কবিতা ও গান কাল, স্থান বা ধর্মের সীমানা পেরিয়েছে. কিছু মানুষ নিজেদের ক্ষুদ্র স্বার্থে ওঁনাকে শুধু মুসলমান কবি হিসেবে বেঁধে রাখতে চায়.

    • @ratanpaul2860
      @ratanpaul2860 2 роки тому +6

      কবি কাজী নজরুল ইসলাম ছিলেন না মুসলিম, না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান। উনি ছিলেন সকল ধর্মের উর্ধ্বে এক মহামানব যাকে কোন ধর্মীয় পরিচয়ের ফ্রেমে আবদ্ধ করা যাবে না।

    • @ataurrahaman2339
      @ataurrahaman2339 2 роки тому

      আমি আপনার সঙ্গে একমত

    • @N_P95
      @N_P95 2 роки тому

      Tahole to ekhetre tini egiye
      Robinronath er theke
      Robinronath chilen Samprodayek kobi manobotar noy

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      @@ataurrahaman2339 সত্য বটে, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন প্রমুখ কবি কাব্যের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। একটু তলিয়ে দেখলেই ধরা পড়বে, উভয়েরই রচনায় চিন্তার চাইতে আবেগের অংশ অধিক। তাছাড়া এই দুই কবির প্রথম পৃষ্ঠপোষক ও গুণগ্রাহী ছিল হিন্দুসমাজ, মুসলমান সমাজ নয়। আহমেদ ছফা

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      If a Muslim marries a non-Muslim, of either sex, the non-Muslim one will convert to Islam. But if a non-Muslim marries another non-Muslim, religious conversion does not arise and the children grow up with both religions. No problem there.
      ধর্মীয় সংস্কার এমন জিনিস যা সোজা জিনিসকে বাঁকা দেখতে বাধ্য করে। আহমদ ছফা

  • @samirsen8955
    @samirsen8955 3 місяці тому

    অসাধারণ গাইলেন আদ্যাপীঠের গান

  • @reforcesign2778
    @reforcesign2778 2 роки тому +2

    নাদিয়া আফ্রিন,
    আপনার উপস্থিতিও
    খুব সুন্দর সৌখিন !
    তার সঙ্গে বনি আমিন,
    লেগে গেলেন কাজে,
    এক সঙ্গে গেয়ে দিলেন --
    ' আজ মধুর বাঁশরী বাজে ' !
    --- A Viewer

  • @md.ibrahim961
    @md.ibrahim961 2 роки тому +6

    প্রিয় কবি কাজী নজরুল ইসলাম 😍😍

  • @emranhossain4281
    @emranhossain4281 2 роки тому +5

    আমার প্রিয় কবির প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা

  • @rubelhossen6268
    @rubelhossen6268 2 роки тому +1

    বনি আমিন
    একজন সুন্দর মনের মানুষ।
    বনি আমি ভাই এর মেধা আনেক ভালো।
    কথা গুলো সব শুদ্ধ ভাষা বলে আনেক সুন্দর লাগে কথা গুলো

  • @learningmethodtv8970
    @learningmethodtv8970 2 роки тому

    খুব ভালো লাগলো।

  • @salauddinsarder3000
    @salauddinsarder3000 2 роки тому +5

    কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

  • @raselrasel6736
    @raselrasel6736 2 роки тому +9

    "আমি বন্ধনহারা কুমারীর বেণী, তন্বী-নয়নে বহ্নি,
    আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি!"
    -কাজী নজরুল ইসলাম-( বিদ্রোহী)

  • @Elias-cd2sd
    @Elias-cd2sd 2 роки тому +1

    স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর করে কাজী নজরুলের জন্ম বিটে দেখানোর জন্য ।

  • @bablurahman2379
    @bablurahman2379 2 роки тому

    Darun laglo..

  • @ashokkumarroy75
    @ashokkumarroy75 2 роки тому +4

    আমাদের পরম শ্রদ্ধেয় কবি কজীনজরুল ইসলামের জন্মভিটা এবং কবির বংশের ব্যক্তিত্বদের স্বচক্ষে দেখলাম। শ্রদ্ধেয় বনি আমিন সাহেবের একান্ত প্রচেষ্টায় সেটা সম্ভব হলো। বনি বাবুকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।🙏🙏

  • @khadijanazneen2069
    @khadijanazneen2069 2 роки тому +7

    অসাধারণ!
    ধন্যবাদ বনি আমিন। লা জাওয়াব! 🙏

  • @mngnasim2048
    @mngnasim2048 2 роки тому +1

    বাংলা সাহিত্যের এক উজ্জল নক্ষত্র "বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ! তিনি বাংলা সাহিত্যকে এক অনন্য উচ্চতায় সমাসীন করেছেন। বনি আমিন ভাইয়ার সৌজন্যে দেখলাম কাজী নজরুল এর জন্মভিটা, ধন্যবাদ ভাই বনি আমিন।

  • @mohammedasifulislamsawon5945
    @mohammedasifulislamsawon5945 2 роки тому

    It one of the Fantastic episodes!!!

  • @s.munhirmunhir9814
    @s.munhirmunhir9814 2 роки тому +6

    অনেক কিছু তথ্য উপাত্ত জানি। দেখি আমার জানার সাথে মিলে কিনা। প্রেম বিয়ে ধর্ম ইত্যাদি ইত্যাদি বিষয়ে কম বেশ জানা আছে । আত্মা চেটিং সেটাও বাদ নেই। দিন শেষে এই মানুষ টির জন্য ভালো বাসার ডালা মেলে ধরি।
    মনে হয় দোষ গুলো বাদ দিয়ে উপস্থাপন সত্যি দারুণ বিশ্লেষণ হবে।
    আশায় আছি ।

  • @sanjoysom8054
    @sanjoysom8054 2 роки тому +5

    বনিদা, আরেকটা খুব বড় কাজ করলেন। এটা নিছক একটা video নয়, এটা একটা প্রামাণ্য দলিল। এটা গবেষণার কাজেও লাগবে। আপনি ও কবির মত secular, modern.
    বাংলাদেশের মানুষ যদি জাতীয় কবিকে সঠিক মূল্যায়ন করতে পারেন এবং তার ভাবধারাকে অনুসরণ করতে পারেন তাহলে বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে। ভাল থাকবেন।

  • @JahangirMiltonBD
    @JahangirMiltonBD 2 роки тому

    আপনার এই প্রচেষ্টা নিঃসন্দেহে অসাধারণ, প্রশংসার দাবীদার; বিশেষত এই বয়সে আপনার এধরণের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আপনি অনেক আবেগতারীত, এটা মাঝে মাঝে আমাদের দেশের প্রেক্ষাপটে একটু বেমানান কিন্তু এটাই আপনার চালিকাশক্তি আমি বিশ্বাস করি। তা না হলে আপনার বয়সের মানুষেরা গুটিয়ে যেত এদেশের অধিকাংশের মত। সব মিলিয়ে আপনার আপনিই সুন্দর।

  • @afsanajahanferdousi1985
    @afsanajahanferdousi1985 9 місяців тому

    Ami khub lucky je ami Kazi Nazrul Islam er bongsodhor Suborno Kazike amader farewell programme e dekhechilam, pic o tulechilam, ❤

  • @ranjanbhattacharjee5868
    @ranjanbhattacharjee5868 2 роки тому +12

    নজরুল সম্পর্কে যা বললেন একদম ঠিক l
    উনি মুসলিম ছিলেন তাই বাংলা দেশের জাতীয় কবি l তবে তাঁর বাকশক্তি থাকলে কখনোই বাংলাদেশে থাকতেন না!

    • @armandali7586
      @armandali7586 2 роки тому

      না ঠিক না

    • @lightansarul
      @lightansarul 2 роки тому +4

      রবীন্দ্র নাথ কি মুসলিম ছিলেন ? তবে তার কবিতা বাংলাদেশের জাতীয় সংগীত হলো কি ভাবে ?

    • @abubakar.siddiquesarkar7025
      @abubakar.siddiquesarkar7025 2 роки тому

      হয়তো আসা যাওয়া করতেন।

    • @skbiswas
      @skbiswas 2 роки тому +2

      @@lightansarul হতো না - রবীন্দ্রনাথের কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিছুতেই হতো না - যদি স্বাধীনার পর আয়ামী লীগের সরকার না হতো | BNP, জাতীয় পার্টি বা জামাত-এ-ইসলাম ক্ষমতায় থাকলে "আমার সোনার বাংলা" আর জাতীয় সঙ্গীত হতো না |

    • @lightansarul
      @lightansarul 2 роки тому +3

      @@skbiswas কিন্তু কাজী নজরুল ইসলাম সাহেব কে যখন বাংলাদেশে আনা হয়েছিল তখন আওয়ামী লিগ ই ক্ষমতায় ছিল, শেখ মুজিবর রহমান সাহেব নিজ উদ্যোগে কাজী সাহেবকে বাংলাদেশে নিয়ে এসে ছিলেন। এটা কি আপনি জানেন না ? সম্ভবতঃ এটি হয়তো আপনার জন্মের আগে বলে আপনার জানা নেই।

  • @Shree-chandidas
    @Shree-chandidas 2 роки тому +12

    আজীবন সম্মাননা হৃদয় থেকে অপনার প্রতি।।🙏🙏

  • @jhonroyas7086
    @jhonroyas7086 10 місяців тому

    osadharon.Aminsir

  • @triptichakraborty6148
    @triptichakraborty6148 2 роки тому +1

    ভীষণ ভালো লাগলো! ধন্যবাদ বনি সাহেব কে।