ভাই আমি আপনি যেভাবে বলেছেন সেভাবেই করেছি কিন্তু ফাইনানসিয়াল এসিস্ট্যান্ট ফান্ড সিলেক্ট করেছি কিনতু টাকা এড হয়না। তাহলে কি আমার এসিস্ট্যান্ট ফান্ড জমা ছিল আগে থেকে।
ভাই, DRC & Tax Token হারায় ফেলছি। আপনার process follow করছি। জানতাম GD copy & traffic clerance copy জমা দিতে হয়। এইগুলা কি physically জমা দিতে হবে? BSP তে কোন অপশন তো নাই। আর একটা জিনিস, আমি bike এর address change করার জন্য ও পেমেন্ট করছি। new address এর অপশন তো পেলাম না? DRC কতদিন লাগতে পারে হাতে পেতে?
আপাতত চলার জন্য যদি একনলেজমেন্ট স্লিপ দরকার হয় সে ক্ষেত্রে জিডি, ট্রাফিক ক্লিয়ারেন্স এবং ব্যাংকের জমার স্লিপ অফিসে জমা দিয়ে একনলেজমেন্ট স্লিপ নিতে হবে। পরে স্মার্ট কার্ড আসলে অফিস থেকে রিসিভ করবেন।
আসসালামু আলাইকুম ভাই, আমি পুরনো বাইক কিনছি বাট স্মার্ট কার্ড ও ছিলো সাথে ট্যাক্স টোকেন কিছু দিন আগে হারিয়ে গেছে পরে থানায় জিডি করছি আর ট্রাফিক ক্লিয়ারেন্স ও আছে, সেক্ষেত্রে এখন কাগজ পেতে হলে কি করতে হবে?
ভাই আমার গাড়ির কাগজ হারিয়ে গেছে, এখানে আপনি যেভাবে যেভাবে দেখেইছেন এভাবে করছি, আর টাকা পেমেন্ট করে আবেদন সম্পন্ন করছি এখন বাকি কাজ কি, যদি একটু বলতেন
এখন অটোমেটিক্যালি স্মার্ট কার্ড হয়ে যাবে স্মার্ট কার্ড হয়ে গেলে পরে অফিস থেকে সংগ্রহ করবেন। এর আগে চলার জন্য যদি একনলেজমেন্ট স্লিপ দরকার হয় তাহলে ওই টাকা জমার স্লিপ এবং গাড়ি নিয়ে অফিসে উপস্থিত হবেন।
@deshprinting8879 দেখুন মোটরসাইকেলের ক্ষেত্রে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড ১১৫০ টাকা একবারই জমা দিতে হয় সেই ফান্ড যদি আপনার জমা দেওয়া থাকে তাহলে ১১৬৮ টাকা জমা দিলে হবে। কিন্তু যদি জমা না থাকে তাহলে আপনাকে অতিরিক্ত ১১৫০ টাকা জমা দিতে হবে এখানে ভুল কিছু বলিনি। হয়তো আপনার ক্ষেত্রে FAF ফান্ডের টাকা জমা ছিলো তাই ১১৬৮ টাকা জমা নিছে।
ভাই আমি আপনি যেভাবে বলেছেন সেভাবেই করেছি কিন্তু ফাইনানসিয়াল এসিস্ট্যান্ট ফান্ড সিলেক্ট করেছি কিনতু টাকা এড হয়না। তাহলে কি আমার এসিস্ট্যান্ট ফান্ড জমা ছিল আগে থেকে।
ভাই আমার FAF টাকা জমা দেয়া আসে এখন মোট আসছে 575+555+180=1310 টাকা কাটসে। ঠিক আসে??
আর এইটার সথে কাগজ নিয়ে বিআরটিএ গেলে কি কাগজ পাবো?
হ্যা ঠিক আছে, পাবেন।
@InformerShahed ভাই গারী কি সাথে নিতে হবে নাকি এমনি গেলেই হবে যদি বলতেন একটু
ভাই, DRC & Tax Token হারায় ফেলছি। আপনার process follow করছি। জানতাম GD copy & traffic clerance copy জমা দিতে হয়। এইগুলা কি physically জমা দিতে হবে? BSP তে কোন অপশন তো নাই। আর একটা জিনিস, আমি bike এর address change করার জন্য ও পেমেন্ট করছি। new address এর অপশন তো পেলাম না? DRC কতদিন লাগতে পারে হাতে পেতে?
আপাতত চলার জন্য যদি একনলেজমেন্ট স্লিপ দরকার হয় সে ক্ষেত্রে জিডি, ট্রাফিক ক্লিয়ারেন্স এবং ব্যাংকের জমার স্লিপ অফিসে জমা দিয়ে একনলেজমেন্ট স্লিপ নিতে হবে। পরে স্মার্ট কার্ড আসলে অফিস থেকে রিসিভ করবেন।
@InformerShahed vai আর address পরিবর্তনের জন্য?এইটা কিভাবে সলভ হবে?
এড্রেস পরিবর্তন হয়ে যাবে, আর স্মার্ট কার্ড যখন প্রিন্ট হবে তখন স্মার্ট কার্ডে পরিবর্তিত অ্যাড্রেস উল্লেখ থাকবে।
আসসালামু আলাইকুম ভাই, আমি পুরনো বাইক কিনছি বাট স্মার্ট কার্ড ও ছিলো সাথে ট্যাক্স টোকেন কিছু দিন আগে হারিয়ে গেছে পরে থানায় জিডি করছি আর ট্রাফিক ক্লিয়ারেন্স ও আছে, সেক্ষেত্রে এখন কাগজ পেতে হলে কি করতে হবে?
ব্যাংকে টাকা জমা দিয়ে মুল মালিকসহ বিআরটিএ তে উপস্থিত হতে হবে।
@@InformerShahed ভাই মূল মালিক তো বর্তমানে দেশে নাই বিদেশে সে ক্ষেত্রে কিভাবে কি করবো?
মুল মালিক উপস্থিত থাকতে হবে যখন আসবে তখন মালিকানা বদলির আবেদন করবেন।
ভাই, ট্রাফিক ক্লিয়ারেন্স টা কোথায় থেকে নিবো? বা কিভাবে নিবো?
যেকোনো ট্রাফিক অফিস থেকে।
নিজের BSP একাউন্ট খুলতে হবে নাকি অন্য কারো BSP একাউন্ট দিয়ে আবেদন টি করা যাবে?
অন্যের BSP Account দিয়েও করা যাবে।
ভাই আমার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে কত টাকা লাগবে?
১০০৬ টাকা।
আমি FAF টাকা জমা দিয়েছি টেক্সট টোকেন কারার সময়, আমার স্মার্ট কার্ড হারিয়ে গেছে , এখন আমার কিসের টাকা জমা দিতে হবে?
৫৫৫+৫৭৫ টাকা।
ভাই আমার গাড়ির কাগজ হারিয়ে গেছে, এখানে আপনি যেভাবে যেভাবে দেখেইছেন এভাবে করছি, আর টাকা পেমেন্ট করে আবেদন সম্পন্ন করছি এখন বাকি কাজ কি, যদি একটু বলতেন
এখন অটোমেটিক্যালি স্মার্ট কার্ড হয়ে যাবে স্মার্ট কার্ড হয়ে গেলে পরে অফিস থেকে সংগ্রহ করবেন। এর আগে চলার জন্য যদি একনলেজমেন্ট স্লিপ দরকার হয় তাহলে ওই টাকা জমার স্লিপ এবং গাড়ি নিয়ে অফিসে উপস্থিত হবেন।
Vai ekn ar gd copy niye ba traffic clearance lage na? Website thake e tk joma diye korte parbo?jevabe apni dekhiyesen
@@InformerShahed
কষ্ট করে উপরের কমেন্টের উত্তরটা একটু ফলো করেন সেখানে আমি উত্তর দিয়ে দিয়েছি।
ভাই আমি আবেদন ফরম ফিলাপ করি নাই শুধু অনলাইনে যে টাকা জমা দিয়েছি ওইটা করছি, এখন কি আমাকে আবেদন ফরম ফিলাপ করতে হবে @@InformerShahed
ভাই আমার তো গাড়ির স্মার্ট কার্ড হারিয়াছে
আমি কি শুধুমাত্র ISSUE OF DUPLICATE REGISTRATION CERTIFICATE এইটা সিলেক্ট করলে ই হবে না?
তিনটা অপশন সিলেক্ট করতে হবে, ঐটা ছাড়াও DRC এবং supplimentery duty.
ভাই বাইকের স্মার্ট কার্ড হারানোর পরে বিআরটি থেকে কার্ড ডেলীভারীর জন্য যে স্লীপ দেয় সেই স্লীপ নিয়া কি মালিক বাদে অন্য কেউ গেলে কি কার্ড দিবে
মোটরসাইকেলের স্মার্ট কার্ড মালিক ছাড়া গেলে দিতে চায় না।
ভাই আমার স্মার্ট কার্ড হারিয়ে গেছে আমি চাচ্ছি একসাথে মালিকানা পরিবর্তন করবো তাকি সম্ভব??
সম্ভব, বাকি সমস্ত কাগজপত্রের সাথে অতিরিক্ত শুধু একটি জিডি করবেন।
@@InformerShahed জিডিটা কেমন হবে ভাইজান??
আপনার স্মার্ট কার্ড হারিয়ে গেছে এই মর্মে শুধু জিডি করবেন।
@@InformerShahed ওকে ভাইজান।
একটা জিডিতেইত হবে ভাই তাইনা??
yes
Fee joma korar pore ki korte hobe…?
মোটরযান পরিদর্শককে গাড়ি পরিদর্শন করিয়ে জিডি ট্রাফিক ক্লিয়ারেন্স সহ টাকা জমার স্লিপ অফিসে জমা দিবেন।
ইউজারনেম ও পাসওয়ার্ড কিভাবে পাব
আপনি যখন বিএসপিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন নিজেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করবেন।
Dak gör ki aita patiya deba😊
না ভাই, এটা অফিস থেকে সংগ্রহ করতে হবে।
বাইকের স্মার্ট কার্ড হারিয়ে গেলে কি একি নিয়ম?
হ্যা।
ভাই বাইকের ক্ষেত্রে কি একই ফি আমি জানি ১১০০ টাকা@@InformerShahed
555+575 এটা হল স্মার্ট কার্ডের প্রতিলিপি ফি। এর সাথে ১১৫০ টাকা নিবে যদি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড জমা দেওয়া না থাকে। আর জমা থাকলে নিবে না।
Bhai, amar 662 taka dhakhai
এর সাথে ৫৭৫ টাকা এড করতে হবে না হলে কিন্তু জমা দিতে পারবেন না।
ভুল তথ্য দিয়ে মানুষের ক্ষতি করবেন না, টোটাল খরচ হয় 1168 টাকা।
@deshprinting8879 দেখুন মোটরসাইকেলের ক্ষেত্রে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড ১১৫০ টাকা একবারই জমা দিতে হয় সেই ফান্ড যদি আপনার জমা দেওয়া থাকে তাহলে ১১৬৮ টাকা জমা দিলে হবে। কিন্তু যদি জমা না থাকে তাহলে আপনাকে অতিরিক্ত ১১৫০ টাকা জমা দিতে হবে এখানে ভুল কিছু বলিনি।
হয়তো আপনার ক্ষেত্রে FAF ফান্ডের টাকা জমা ছিলো তাই ১১৬৮ টাকা জমা নিছে।
এই টাকাটা জমা দেওয়া আছে কিনা কিভাবে বুঝবো একটু জানাবেন স্যার@@InformerShahed
ব্যাংকে বা অনলাইনে টাকা জমা দেওয়ার সময় বোঝা যাবে যে ১১৫০ টাকা জমা আছে কি নাই।
Ei bisoy e bhai ektu clear korle upokar hoto. Online e tk payment korle kivabe oita dekha jaito@@InformerShahed
❤❤❤❤❤❤❤