ফিরে এসো

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 211

  • @tamannaakhi8401
    @tamannaakhi8401 8 місяців тому +17

    বাংলাদেশ থেকে বলছি, বিশ্ববিদ্যালয় জীবনে শুনেছি, এখন পুলিশ কর্মকর্তা, কাজের ফাঁকে এখনো শুনি যখন নদীর পাড়ে উদাসী বাতাস বয়

    • @Jenny-p8u
      @Jenny-p8u 4 місяці тому +1

      Vai kota andolon er por ki obostha

  • @asifiqbal7936
    @asifiqbal7936 2 роки тому +54

    সুব্রতদা, আপনাদের এদিনের গানগুলো শুনতে শুনতে আমি নিজেও কেমন যেন এই আসরের অংশ হয়ে গেছি, বা এই আসর আমার জীবনের অংশ হয়ে গেছে। সত্যি বলি, এক বছর আগেও আমি আপনাকে চিনতাম না। শুধু এই গানগুলো শুনতে গিয়েই আপনাকে চিনলাম, তারপর বিভিন্ন সোর্স থেকে আপনার সম্পর্কে জানলাম। ইউকের লিভারপুলে আমার রাতগুলো কাটে পড়তে পড়তে, আর সাথে চলে আপনার গানগুলো। আপনার অনেক অনেক ভক্তের একজন আমি।

    • @subratg
      @subratg 2 роки тому +6

      😇😇😇

    • @theancientmariner1595
      @theancientmariner1595 2 роки тому +2

      আপনার কমেন্ট গুলোও গানের অংশ হয়ে গেছে।
      গান গুলো কেমন যেনো, সব কিছু মিলিয়ে দিচ্ছে, যাচ্ছে হারিয়ে পুরানো জিনিষ, ফিরে পাচ্ছি নতুন কিছু

  • @nirban5960
    @nirban5960 3 роки тому +14

    আমি অনেক ছোট থেকে শুনছি এই গানগুলো। সুব্রত দা আমার কাছে আমার বাড়ির মতো। পৃথিবীর যেখানেই যাই এই গানগুলো শুনি আর মনে হয় যা কিছু ছেড়ে এলাম, যা কিছু নিয়ে আছি, যা কিছু জানা এবং অজানার দিকে এগিয়ে যাচ্ছি সবটাই যেন একসাথে অদ্ভুত মিলেমিশে মিশ্র অনুভূতির জন্ম দেয়। যেটা ব্যাখা করা খুব কঠিন। সুব্রতদাকে কখনও লাইভ দেখার সুযোগ হলে সেই দিনটা জীবনের একটি অমূল্য দিন হবে।

  • @AnamickaSarrow
    @AnamickaSarrow 7 місяців тому +14

    আমার খুব পছন্দের একজন মানুষ একদিন সন্ধ্যায় আড্ডায় এই গানটা শুনেয়েছিলো। সেদিন থেকে এই গানটি অন্তরে স্থান করে নিয়েছে । তবে সেই প্রিয় মানুষটি এখন কাছে নেই। এমন কি তাকে বলা হয়ে ওঠেনি এই গানের মতই প্রিয় সে আমার কাছে, যা প্রতিদিন একবার হলেও আমার প্লেলিস্ট অথবা আমার অন্তরে বেজে ওঠে 😊

  • @wordsstrokes1667
    @wordsstrokes1667 5 років тому +259

    হয়তো আপনারা কেউই এখন আর সঙ্গীতের কোর অঞ্চলে আর নেই, সুব্রত ঘোষের ফেবু প্রোফাইল মাঝে মাঝে ঘেঁটে দেখি। আপনাদের কাজ ও এসব সব ছেড়ে অন্যকিছু পেশায় চলে যাওয়া শ্রোতা হিসেবে আমাদের বিরাট ক্ষতি। যেদিন ই হোক , যে বয়সেই হোক আবার কাজ শুরু করুন। অনুরোধ। ভালোবাসা জানবেন।

    • @subratg
      @subratg 4 роки тому +54

      Words & Strokes 🙏, want to....

    • @bongchef83
      @bongchef83 4 роки тому +11

      সুব্রতদা, আপনাদের ফিরে আসতে অনুরোধ জানাচ্ছি। সময় পেলেই এই গানটা শুনে যাই একবার করে।

    • @rriiiiiidd
      @rriiiiiidd 4 роки тому +2

      দাদা উনার ফেবু আইডি কি নামে বা কোন লিংকে পাবো!

    • @wordsstrokes1667
      @wordsstrokes1667 4 роки тому +4

      @@rriiiiiidd upore jini comment korechhen uni e swoyong

    • @ayeshajahansarah4345
      @ayeshajahansarah4345 3 роки тому +1

      সুব্রত ঘোষের ফেইসবুক আইডি নাম টা বলতে পারেন?

  • @zannatunraha9190
    @zannatunraha9190 4 роки тому +80

    এই শহরটা এতো ছোট, তবু হুট করে আমাদের কখনো দেখা হয়না। চোখ বন্ধ করে এক অদৃশ্য সত্ত্বার কাছে প্রার্থনা করি- যেখানেই থেকো ভালো থেকো।

    • @sojibhossain9612
      @sojibhossain9612 2 роки тому +1

      সবার জীবনেই কি একইভাবে কস্ট আসে

    • @mushfiqtional
      @mushfiqtional Рік тому

      Simulation of sadness it is.

  • @sudiptoarko2362
    @sudiptoarko2362 6 років тому +68

    তুমি-ফিরে-জানি আসবেনা কোনোদিন
    তবু মনে পড়ে ফেলে যাওয়া দিন রঙিন।
    ফিরে এসো আজ এই প্রাতে
    ফিরে এসো আজ মন মাঝে
    ফিরে এসো সোনা ভরা সাঝে
    ফিরে এসো আজ মন মাঝে।
    দিন শেষেরই আলো মেখে
    তুমি এসেছিলে রাজ মুখে
    প্রথম দিনের সেই দেখা
    মনো মাঝে তুমি ধীরে এলে
    চলে গেলে, ঐ দূরে
    হারিয়ে গেলে তুমি মেঠো সুরে।
    তুমি-ফিরে-জানি আসবেনা কোনোদিন
    তবু মনে পড়ে ফেলে যাওয়া দিন রঙিন।
    ফিরে এসো আজ এই প্রাতে
    ফিরে এসো আজ মন মাঝে
    ফিরে এসো সোনা ভরা সাঝে
    ফিরে এসো আজ মন মাঝে।
    আজ-এমনি-মায়াবি দিন শেষে
    শুধু চেয়ে রই, ফেলে আসা পথেরই শেষে।।
    আলো আঁধারীর এই পথে
    তুমি ফিরে এসো মন রথে
    ফোটা তারাদের সাথী করে
    রাখ দুটি হাত মোর হাতে।
    দেখব যে প্রাণ ভরে
    শুক তারার ঐ আলো হয়ে।
    তুমি ফিরে জানি আসবেনা কোনোদিন......

    • @subratg
      @subratg 6 років тому +4

      Sudipto Arko din rongin

    • @sudiptoarko2362
      @sudiptoarko2362 6 років тому +5

      ধন্যবাদ!
      এই গানটা আমি ভালোবাসি, গানটার জন্যও ধন্যবাদ!

    • @santanukdas
      @santanukdas 5 років тому +4

      @@subratg Thanks dada for your soul touching songs. Your singing has been my constant companion of my weal and woe

    • @2kaiTube
      @2kaiTube  5 років тому +17

      তুমি-ফিরে-জানি আসবেনা কোনোদিন
      তবু মনে পড়ে ফেলে "আসা" দিন রঙিন।
      ফিরে এসো আজ এই প্রাতে
      ফিরে এসো আজ মন মাঝে
      ফিরে এসো সোনা "ঝরা সাঁঝে"
      ফিরে এসো আজ মন মাঝে।
      দিন শেষেরই আলো "মেখে"

    • @fahimfaysal712
      @fahimfaysal712 2 роки тому

      @@2kaiTube Best!!

  • @nilanjansaha9076
    @nilanjansaha9076 5 років тому +11

    তুমি ফিরে জানি আসবেনা কোনোদিন
    তবু মনে পড়ে ফেলে আসা দিন রঙিন।
    ফিরে এসো আজ এই প্রাতে
    ফিরে এসো আজ মন মাঝে
    ফিরে এসো সোনা ঝরা সাঁঝে
    ফিরে এসো আজ মন মাঝে।
    দিন শেষেরই আলো মেঘে
    তুমি এসেছিলে লাজ মুখে
    প্রথম দিনের সেই দেখা
    মনো মাঝে তুমি দিলে এঁকে
    চলে গেলে, ঐ দূরে
    হারিয়ে গেলে তুমি মেঠো সুরে।
    আজ এমনি মায়াবি দিন শেষে
    শুধু চেয়ে রই, ফেলে যাওয়া পথেরই শেষে।।
    আলো আঁধারীর এই পথে
    তুমি ফিরে এসো মন রথে
    ফোঁটা তারাদের সাথী করে
    রাখ দুটি হাত মোর হাতে।
    দেখব যে প্রাণ ভরে
    শুক তারার ঐ আলো হয়ে।

  • @debasishsarkar5534
    @debasishsarkar5534 3 роки тому +9

    আহা !♥️
    এটা শুধু মাত্র গান নয় ..এটা জীবন , এটাই অন্তিম উপলব্ধি ,এটাই 'সত্যি' ।

    • @sayantanroy6347
      @sayantanroy6347 2 роки тому

      Ontim upolobdhi bole kichu hoyna bondhu, sobtai ache! amra notun kore ek ek kore moner dorja khuli! Sobtai notun ebong saswoto....

  • @truespirit39
    @truespirit39 2 роки тому +4

    Amra khub i bhagyoban, jini ei video ti korechen tar jonno.

  • @sojibhossain9612
    @sojibhossain9612 2 роки тому +2

    একটানা ত্রিশবার শুনলাম..গানটা বিষন্ন সন্ধ্যায় নদীর ধারে সূর্য ডোবার ছোয়া দিয়ে গেল

  • @MehediHasan-ym2yg
    @MehediHasan-ym2yg Рік тому +2

    একটা গান ঠিক কতবার শুনলে তৃপ্তি আসবে! সেই বুঝ হারিয়ে ফেলি এই গান শুনলে😔

  • @arnobshishir7177
    @arnobshishir7177 3 роки тому +3

    চোখ বন্ধ করে গান টা শুনলে তোমার আবছায়া ভেসে ওঠে। জানি তুমি আসবে নাহ তবুও গানটা শুনছি আর ভাবছি একদিন হঠাৎ করে আমাকে চমকে দিয়ে বুঝি ফিরে আসবে, এক গাল হাসি দিয়ে বলবে "এই তো এসেছি আমায় জড়িয়ে নাও" ...

  • @sojibhossain9612
    @sojibhossain9612 2 роки тому +1

    আমার ভালবাসার মানুষের সাথে ঝগড়া হলেই এই গানটা গাইতাম..তারপরে সে রাগ ভেংগে কাছে আসতো..তার সাথে এখন আর সম্পর্ক নেই তবু গান টা শুনলে শুধু তার কথা মনে হয়..ভালো থাকুক সে যেখানেই থাকুক..

  • @sanuroy4774
    @sanuroy4774 4 місяці тому

    ২০২৪ , মার্চের থেকে এই গানটা আমি গিটারে করতে শুরু করি , মাঝে মাঝেই গিটারটা তুলে গানটা করি, আর খালি মনে হয় কতো সোনালি দিন চলে গেলো, নিজের সামনে শুধুই চলে যাওয়া মূহুর্তরা, ওদের দিকেই খালি চেয়ে থাকি

  • @sabyasachee9044
    @sabyasachee9044 2 роки тому +4

    still rocking in 2022, Alada ekta valolaga darun gaan

  • @wangchufuu5539
    @wangchufuu5539 Рік тому +1

    আপনি এই গান শুনছেন মানে আপনার গানের টেস্ট অনেক ভালো 👌👌👌

  • @surojitchattopadhyay5353
    @surojitchattopadhyay5353 2 роки тому +2

    দুর্দান্ত। সেদিন দীপ্তাংশু রায় (ম্যান্ডোলিন) এর সাখেও এই গানটির ভিডিও দেখলাম। অনেক নতুন, একই আবেদন। যদি পারেন আরো কিছু নিয়ে ফিরুন। শ্রোতারা অপেক্ষায়। তাইওয়ান থেকে শুভেচ্ছা।

  • @oliwaheed
    @oliwaheed 11 років тому +6

    ato shundor akta gaan, my goodness !! Thanks a lot for uploading :) Chording ta chai .. plz plz

  • @anirbanpurkait2496
    @anirbanpurkait2496 2 роки тому +1

    koto sohoj koto sundor ... Dada erokom aro chai

  • @alinshuvoofficial5226
    @alinshuvoofficial5226 2 роки тому +1

    Love from bhola Bangladesh,
    Shuvo ❤️

    • @khairulislamb-1026
      @khairulislamb-1026 2 роки тому +1

      ashole amra bangla vhasha khub miss kori...... taito bangladesh er youth der jonno ei track gulo something else

  • @najmulrafi4007
    @najmulrafi4007 6 місяців тому

    তুমি ফিরে জানি আসবে না কোনওদিন,
    তবু মনে পড়ে ফেলে আসা দিন রঙিন।
    ফিরে এসো আজ এই প্রাতে
    ফিরে এসো আজ মন মাঝে,
    ফিরে এসো সোনাঝরা সাঁঝে
    ফিরে এসো আজ মনমাঝে।
    দিন শেষের ওই আলো মেখে
    তুমি এসেছিলে রাজ মুখে,
    প্রথম দিনের সেই দেখা
    মনোমাঝে তুমি ধীরে এলে।
    চলে গেলে, ঐ দূরে
    হারিয়ে গেলে তুমি মেঠো সুরে।
    আজ এমনি মায়াবী দিনের শেষে
    শুধু চেয়ে রই ফেলে যাওয়া পথেরই শেষে।
    আলো আঁধারীর এই পথে
    তুমি ফিরে এসো মনোরথে,
    ফোটা তারাদের সাথি করে
    রাখো দুটি হাত মোর হাতে।
    দেখব যে, প্রাণ ভরে
    শুকতারার ঐ আলো হয়ে।

  • @rahnumaislam5699
    @rahnumaislam5699 3 роки тому +13

    সুব্রত ঘোষ মানুষটা স্বপ্নের মতোন।

    • @subratg
      @subratg 3 роки тому +7

      😇😇😇

  • @junaidhabib7227
    @junaidhabib7227 11 місяців тому

    কতোবার যে শুনেছি এইগানটা, তবু্ও রেশ কাটেনি একবারের জন্যও…
    ভালোবাসি মহীনের ঘোড়াগুলি❤

  • @neild5116
    @neild5116 2 роки тому +2

    Aaj taar biye ami mandarmani teh boshe ... Bhalo thakuk khushi thakuk ❤️

  • @pablo28790
    @pablo28790 2 роки тому +3

    Osombhob bhabe nesha grosto Hye porechi ei gan gulo te... Aloukik Maya ache Subrata sir er golay

  • @nabin4655
    @nabin4655 2 роки тому +3

    শ্রেষ্ঠ এ্যালবাম। ( মাহিনের ♟ ঘোড়াগুলি)😍

    • @subratg
      @subratg 2 роки тому +6

      🙏 song is composed by Sandip-Sudip-Subrata not Mohin , however , I'm a big fan of late Goutam C and his experiments with 'bangla somosamaik gaan' and with Mohiner Ghoraguli gaaner dol ....

  • @Ammeribne
    @Ammeribne 2 роки тому +1

    এত সুন্দর একটা গান, অথচ শুনলাম এতো দেরিতে 😒

  • @mukidmohsin5058
    @mukidmohsin5058 9 місяців тому

    এই গানটা কেন যেন আমাকে আমার প্রাচুর্যময় অতীতের কথা মনে করিয়ে দেয় 💔

  • @ArokkhikOfficialAjimRahman
    @ArokkhikOfficialAjimRahman 5 років тому +25

    Amr mrittur agey jano ami mohiner ghoraguli shunte shunte chirotore ghumay jai.

  • @Nibir_749
    @Nibir_749 3 місяці тому +2

    I still love this song

  • @mkmamunchowdhury2524
    @mkmamunchowdhury2524 2 роки тому +4

    নোয়াখালী থেকে দেখছি ❤️🖤

  • @sabyasachisaha4532
    @sabyasachisaha4532 2 роки тому +1

    Aha! Asadharon!

  • @DibyenduMitra0112
    @DibyenduMitra0112 8 місяців тому

    অসাধারণ একটি সৃষ্টি।
    কেউ যদি বলেন, এই গানটির কথা এবং সুর কি সুব্রত ঘোষ-এর ??

  • @nadim6091
    @nadim6091 6 місяців тому

    আহা কতটা স্মৃতিকাতর করে দেয়...

  • @keyamasfee6080
    @keyamasfee6080 2 роки тому +1

    big fannn guruji

  • @MrSiddharth999
    @MrSiddharth999 2 роки тому

    তোমাকে ফিরে পাওয়া আমার কাছে এখন
    এক শুধুই বিলাসিতা,
    তোমাকে হারানোটাও আজো হতবাক করে অনেক আমাকে,
    তুমি অন্য কারো জানি,
    শুধু দিনশেষে জীবনের প্রতি দেনা-পাওয়া মাপতে গেলে,
    সত্যি,
    সেই সময়গুলো আমি আজো ফিরে পাইনি,
    একটাই আক্ষেপ
    সময় তোহ আর ফিরে আসেনা।😊
    & its been 5 years since i last saw her. 😅

  • @heerokchakma3971
    @heerokchakma3971 2 роки тому +1

    তবু মনে পড়ে ফেলে আসা দিন রঙ্গিন ❤️

  • @nazmulhudarabbi498
    @nazmulhudarabbi498 Рік тому +1

    ১০ বছর পরেও শুনছি❤

  • @sohamdas2010
    @sohamdas2010 2 роки тому +6

    স্বপ্নের মতো

  • @adibhasib
    @adibhasib 3 роки тому +1

    দিন শেষেরই আলো মেখে
    তুমি এসেছিলে রাজ মুখে
    প্রথম দিনের সেই দেখা
    মনোমাঝে তুমি ধীরে এলে
    চলে গেলে, ঐ দূরে
    হারিয়ে গেলে তুমি মেঠো সুরে

  • @ripo11
    @ripo11 3 роки тому +1

    দারুণ জমসে

  • @subratoranjan7662
    @subratoranjan7662 2 роки тому +1

    দাদা❤
    ভালোবাসা নিবেন

  • @sirshenduroy5496
    @sirshenduroy5496 Рік тому

    Listening repeatedly in 2023... 😍

  • @ranakghosh9784
    @ranakghosh9784 Рік тому

    Ki sundor akta gaan❤

  • @mahmudkhan3105
    @mahmudkhan3105 3 роки тому +1

    aaaaaaaahhhhhhhhhhh........ this song hits different

  • @imrannaeem1225
    @imrannaeem1225 2 роки тому

    গানের কথা:
    তুমি ফিরে জানি আসবে না কোনোদিন
    তবু মনে পড়ে ফেলে আসা দিন রঙিন
    ফিরে এসো আজ এই প্রাতে
    ফিরে এসো আজ মন মাঝে
    ফিরে এসো সোনাঝরা সাঁঝে
    ফিরে এসো আজ মন মাঝে।
    দিন শেষের ঐ আলো মেখে
    তুমি এসেছিলে লাজ মুখে
    প্রথম দিনের সেই দেখা
    মনোমাঝে তুমি দিলে এঁকে
    চলে গেলে, ঐ দূরে
    হারিয়ে গেলে, মেঠো সুরে
    আজ এমনি মায়াবী দিন শেষে
    শুধু চেয়ে রই ফেলে যাওয়া পথেরই শেষে।।
    আলো আঁধারীর এই পথে
    তুমি ফিরে এসো মনোরথে
    ফোটা তারাদের সাথী করে
    রাখ দুটি হাত মোর হাতে।
    দেখব যে, প্রাণ ভরে
    শুকতারার ঐ আলো হয়ে।

  • @shuvo160_C
    @shuvo160_C 2 роки тому +1

    নীল 💙

  • @sukantamoral4958
    @sukantamoral4958 4 роки тому +3

    দয়া করে সুব্রত দাদার ঠিকানা দিতে পারবেন।
    আমি দাদার অন্ধ ভক্ত

  • @666fazz
    @666fazz 4 роки тому +6

    any studio recording of this song?

    • @2kaiTube
      @2kaiTube  2 роки тому

      No.

    • @sushmitachakraborty5477
      @sushmitachakraborty5477 2 роки тому +3

      Etai besi vlo dada studio R rong chong makhano protisthapon r chaiye.. Eta Jibon r Studio ta ovabbo porikolpona

  • @rajibsarker7061
    @rajibsarker7061 2 роки тому +1

    ♥ভালোবাসা♥

  • @khairul-Ismam
    @khairul-Ismam 3 роки тому +1

    আজ এমন ই 😊

  • @RaKib-y2j
    @RaKib-y2j 3 місяці тому

    ফিরে এসোনা কখনো

  • @prodipsarkar7171
    @prodipsarkar7171 6 років тому +8

    It gives me goosebumps...

  • @manindrasinha2029
    @manindrasinha2029 3 роки тому +1

    Darun voice 😢😢

  • @swarnadeepghosh6817
    @swarnadeepghosh6817 4 роки тому +1

    বড্ড ভালো লাগলো।

  • @sharan0203
    @sharan0203 5 років тому +3

    Ei gaan ta r kono recording achhe? Original recording?

    • @h-jsr-bd6160
      @h-jsr-bd6160 4 роки тому +2

      কোন খোঁজ পেলেন? স্টুডিও রেকর্ডিং এর? অনুগ্রহ করে জানাবেন। ধন্যবাদ

    • @subratg
      @subratg 4 роки тому +4

      No studio recording yet ......maybe will do it someday.... maybe

    • @sagardattamajumdar8209
      @sagardattamajumdar8209 3 роки тому +2

      @@subratg please , do it sir. Thousands of us are eagerly waiting . Sincere fan , from Tripura.

  • @nokkhotro170
    @nokkhotro170 Рік тому

    You will find me , in yourself and all the good things in the world. Rosemary

  • @sharan0203
    @sharan0203 8 років тому +3

    Awesome! But who is the original singer?

  • @arghyalahiri958
    @arghyalahiri958 2 роки тому

    Ei home record ta kon somoyer? USA te ki?

  • @monirhasan3409
    @monirhasan3409 2 роки тому +1

    🖤🖤

  • @TheDeadMan001
    @TheDeadMan001 Рік тому

    ❤❤❤

  • @manasijmitra1499
    @manasijmitra1499 2 роки тому +1

    Subrata da apni ante paren bangla gaane ektu fresh air.bhalo thakben

  • @rknl_
    @rknl_ 2 місяці тому

  • @ZaynNahed
    @ZaynNahed 3 місяці тому

    ডেকেছো কোথায় চোখ-ইশারায়

  • @almahbubsany9699
    @almahbubsany9699 2 роки тому

    আমি যখন ছ্যাকা খাইসিলাম তখন এই গান ছিল না!🥲
    বানীতে বন্ধুঃ সিফাত

  • @legendsofficial3702
    @legendsofficial3702 Рік тому

    Lyrics are too strong :)

  • @sahadathossentahasin5404
    @sahadathossentahasin5404 2 роки тому +1

    ফিরে আসুন নতুন কিছু নিয়ে (অজস্র ভিড়ে নগন্যের অনুরোধ )

  • @MrNaktala
    @MrNaktala 2 роки тому +1

    IT sector advanced hochhey...kintu guitar...shei purono Guitar i shesh kotha bole

  • @niriesabnam8467
    @niriesabnam8467 5 років тому +2

    Fire esho aaj mon-majhe

    • @Amit_Shikari
      @Amit_Shikari 3 роки тому +1

      Fire aastey chaileyo ki aasa jaye.?

    • @sojibhossain9612
      @sojibhossain9612 2 роки тому

      @@Amit_Shikari যে যায় সে আর ফেরা জন্য চলে যায় না

  • @apurbaadhikary8479
    @apurbaadhikary8479 10 років тому +1

    wowwwwwwww

  • @darkfantasy1245
    @darkfantasy1245 6 років тому +1

    i love this song

  • @Zonayed_Ibne_Alam
    @Zonayed_Ibne_Alam 2 роки тому +1

    🥺

  • @anonmumith8316
    @anonmumith8316 2 роки тому +2

    জানি কোন মোন নিয়ে ওইদিন ভিডিও করসিলেন ভাই
    সুভ্রোত দাদা এখন গান গায়না
    ওইদিন আপনি ভিডিও না করলে হয়তো দেখতে পেতাম না আর শুনতে পেতাম না😅

    • @unknownwanderer04
      @unknownwanderer04 8 місяців тому +1

      Vabun arround 2005 r dike
      Sudhur America r ekta ghoroa adda i
      Emni nichok adda r chole video kora
      Video gulo aj eto bochor poreo amader
      Mone anondo r sristi korche
      Jodio Subrata babu der fan onek age thekei
      Tbuo video gulo jotobar dekhi mugdho hoi

  • @metalheadbd
    @metalheadbd 5 років тому +1

    Brilliant

  • @tridibchakraborty3556
    @tridibchakraborty3556 4 роки тому +1

    Sir apnar golay mohin er eii number ta osadharon .. Onno akta somoy money koriye ditey parey .. Hats off sir.

    • @2kaiTube
      @2kaiTube  4 роки тому +3

      This not a Moheen song. 🙂

    • @tridibchakraborty3556
      @tridibchakraborty3556 4 роки тому

      @@2kaiTube ota gorermath money hoy ..

    • @subratg
      @subratg 4 роки тому +5

      Song by Sandeep Das and Sudip Sen , I wrote and composed the first stanza

    • @baarishasvloganddiy3618
      @baarishasvloganddiy3618 4 роки тому +1

      You are like god on bangla band...take a bow, sir..

    • @sab781
      @sab781 3 роки тому +1

      @@subratg sudhu kede cholechi apnar gan sune... jodi konodin apnar songe ektu dekha ar bajanor sujog pai tobe nijeke dhonno mone korbo

  • @bongchef83
    @bongchef83 8 років тому +1

    Brilliant!

  • @kundansaha4873
    @kundansaha4873 2 роки тому

    দাদা এই গানগুলো কবের দিকে রেকর্ড করা যদি বলতেন?

  • @sorpionahid3599
    @sorpionahid3599 2 роки тому

    OSHADHARON

  • @subhajitbiswas4340
    @subhajitbiswas4340 12 років тому +1

    Nice song Subrat da.

  • @sharminnaharlucky3331
    @sharminnaharlucky3331 3 роки тому +1

    আহা!

  • @shahriartonoy73
    @shahriartonoy73 2 роки тому

    🖤

  • @kafismokie
    @kafismokie 2 роки тому +1

    :)

  • @rg7312
    @rg7312 6 років тому +1

    Can anyone post the lyrics of this song

  • @souravmondal07
    @souravmondal07 6 років тому +2

    can anyone provide the chords of this song?

    • @subratg
      @subratg 5 років тому +21

      sourav mondal - {C em dm G} , C Dm G C
      {C f g c}, C dm g7 c
      {C em am dm g g7 c}
      {C f g c}, C dm g7 c

    • @souravmondal07
      @souravmondal07 4 роки тому +3

      @@subratg thank you sir

  • @sanuroy4774
    @sanuroy4774 2 роки тому

    আমার তো খুব খারাপ লাগছে ওনারা কেউ এখন আর একসাথে গানবাজনা করেন না

  • @kawserahmed77
    @kawserahmed77 3 роки тому +1

    গানটার অফিসিয়াল কোনো ভার্সন পাচ্ছি না!💔😢

  • @ImRanALhasaN
    @ImRanALhasaN Рік тому

    আপনারা ফিরবেন কবে?

  • @bijitsengupta3007
    @bijitsengupta3007 2 роки тому

    Jamaican.....

  • @pratyaychatterjee7055
    @pratyaychatterjee7055 6 років тому +2

    Lyrics paoa jabe gaan tar???

    • @actmhs
      @actmhs 6 років тому

      Dada, Gaan ta Kar?

    • @pratyaychatterjee7055
      @pratyaychatterjee7055 6 років тому

      Mehdi Sagar Auronendu Das er hotey pare ami sure bolte parchina!!!

    • @nirupamdas6558
      @nirupamdas6558 6 років тому +4

      Ami joddur jani eta Gorer math er e gan Subtata Ghosh ar Joyjit Lahiri Presidency te porar somoy toiri korechilen... kintu recording hoy ni....Arunendu Das er gan eta noy...

    • @pratyaychatterjee7055
      @pratyaychatterjee7055 6 років тому

      @@nirupamdas6558 Sandeep dai bolte parben actually! 😀😀

    • @nirupamdas6558
      @nirupamdas6558 6 років тому +4

      Ami bollum karon Subrata da nijei akash ath er ekti anusthane bolechilen ei ganti niye..jeti moni dar smorone hoyechilo..

  • @rmproduction4431
    @rmproduction4431 2 роки тому

    Eta o ki mohiner gan?

    • @subratg
      @subratg 2 роки тому

      Na ....written and composed by Sanderp Das and Sudip Sen , I did the first stanza

  • @suryasish
    @suryasish 11 років тому +1

    kudos........

  • @debraj69foryou
    @debraj69foryou 8 років тому +2

    Chords anyone?

  • @golammowla3915
    @golammowla3915 2 роки тому +1

    এ গানটা কতদিন আগে রেকর্ড করা ?

  • @samiulalim7140
    @samiulalim7140 4 роки тому +2

    কেউ এই গানটার গিটার কর্ডস দিতে পারবেন ?

    • @108_raihanreza7
      @108_raihanreza7 3 роки тому +1

      C, Am, F, G

    • @subratg
      @subratg 3 роки тому +9

      C em dm g (2) , c dm g c
      C F g C dm g c
      C em am dm g c

    • @samiulalim7140
      @samiulalim7140 3 роки тому +2

      @@subratg ধন্যবাদ প্রিয় দাদা ভালবাসা নিবেন । কর্ডস গুলো যে আপনার থেকে পাব তা ঘুণাক্ষরেও কল্পনাতে আসে নাই । আপনার জন্য পার্থনা করি আপনি সুস্থ ভাবে বেঁচে থাকুন । আপনাদের গান আমাদের জীবনে অক্সিজেনের মত না থাকলে মরে যেতাম স্বল্পতায় । একবার বাংলাদেশে আসুন আপনাদের অসংখ্য ভক্ত রয়েছে বাংলাদেশে যারা আপানাদের থেকে সামনা সামনি গান শোনার মনোবাসনা রাখে ।

    • @subratg
      @subratg 3 роки тому +6

      @@samiulalim7140 khub ichche jaoar ....nischoi jabo !!

    • @metalheadbd
      @metalheadbd 2 роки тому +1

      @@subratg onk bochor shuni apanake tokhn ami University te pori. Ekhon kemon achen jante icche kore. Bangladesh e jodi asten khub khushi hotam.

  • @RifaTzAhin
    @RifaTzAhin 3 роки тому +1

    বেতালে হাত চাপরায়া এতগুলো মানুষকে অযথাই বিরক্ত করলেন দাদা

    • @h-jsr-bd6160
      @h-jsr-bd6160 2 роки тому +2

      যদি আমার ভুল না হয় তবে উনি হচ্ছেন Sandeep Das যাকে নিয়ে আপনার অভিযোগ, এবং সুব্রত দা'র বামে Sudip Sen, সুব্রত দা'র কথা অনুযায়ী যারা গান টি লিখেছেন। এবং সুব্রত ঘোষ এই গানটির First Stanza লিখেছেন এবং কম্পোজ করেছেন। এইসব জেনে আপনার কি লাভ হবে জানিনা তবে অনেকেই উপকৃত হবেন বলে বিশ্বাস করছি। ভালো থাকুন সব সময়।

    • @2kaiTube
      @2kaiTube  8 місяців тому

      @@h-jsr-bd6160 না, এই ভিডিওতে সন্দীপ দাস এবং সুদীপ সেন নেই।

  • @aushinmahmoodtomo4683
    @aushinmahmoodtomo4683 3 роки тому +1

    5ta dislike dekhe koshoto pelam

  • @hirakmondal6174
    @hirakmondal6174 4 роки тому

    তুমি ফিরে জানি আসবে না কোনোদিন
    তবু মনে পড়ে ফেলে আসা দিন রঙিন
    ফিরে এসো আজ এই প্রাতে
    ফিরে এসো আজ মন মাঝে
    ফিরে এসো সোনাঝরা সাঁঝে
    ফিরে এসো আজ মন মাঝে।
    দিন শেষেরই আলো মেখে
    তুমি এসেছিলে রাজ মুখে
    প্রথম দিনের সেই দেখা
    মনোমাঝে তুমি ধীরে এলে
    চলে গেলে, ঐ দূরে
    হারিয়ে গেলে তুমি মেঠো সুরে
    আজ এমনি মায়াবী দিন শেষে
    শুধু চেয়ে রই ফেলে আসা পথেরই শেষে।।
    আলো আঁধারীর এই পথে
    তুমি ফিরে এসো মনোরথে
    ফোটা তারাদের সাথী করে
    রাখ দুটি হাত মোর হাতে।
    দেখব যে, প্রাণ ভরে
    শুক তারার ঐ আলো হয়ে।

    • @subratg
      @subratg 3 роки тому +1

      Lajo mukhe,

    • @subratg
      @subratg 3 роки тому +1

      Mono majhe Tumi dile eke

  • @rajibsarker7061
    @rajibsarker7061 2 роки тому +1

    ♥ভালোবাসা♥

  • @ziaulhoq9113
    @ziaulhoq9113 2 роки тому +1

    🖤