কলেজ ভর্তির সময় বিভাগ পরিবর্তনের ভবিষ্যৎ কী? SSC 24 | ফাহাদ স্যার | তাজ স্যার | Team FT

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • 📌 HSC 2026 | PCMB Course | Cycle 01 - এ ভর্তি বিজ্ঞপ্তি 👇
    প্রিয় এইচ এস সি ২০২৬ ব্যাচ, সবেমাত্র রেজাল্ট টা হাতে পেয়েছো, ইন্টারমিডিয়েটে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4 টা সাবজেক্টের সুবিশাল লেখাপড়া শুরু হোক আমাদের সাথে 👇
    ⏰ কোর্সের মেয়াদ:
    ২ জুন ২০২৪ থেকে ২ অক্টোবর ২০২৪ পর্যন্ত
    অধ্যায়ভিত্তিক শিক্ষক ও অধ্যায়ের বিবরণ:👇
    জীববিজ্ঞান পড়াবেন ফাহাদ স্যার:
    Course Plan:
    উদ্ভিদবিজ্ঞান যে অধ্যায়গুলো পড়াবো:
    অধ্যায় ০১: কোষ ও এর গঠন
    অধ্যায় ০২: কোষ বিভাজন
    অধ্যায় ০৩: কোষ রসায়ন
    অধ্যায় ০৪: অনুজীব
    প্রাণিবিজ্ঞান যে অধ্যায়গুলো পড়ানো হবে:
    অধ্যায় ০১: প্রাণিবৈচিত্র্য ও শ্রেণিবিন্যাস
    অধ্যায় ০২: প্রাণি পরিচিতি (হাইড্রা)
    রসায়ন পড়াবেন: সাকিব স্যার, মুজাহিদ স্যার ও মামুন স্যার:
    রসায়নঃ ১ম পত্রঃ
    অধ্যায় ০১: ল্যাবরেটরীর নিরাপদ ব্যবহার
    অধ্যায় ০২: গুনগত রসায়ন
    রসায়নঃ ২য় পত্রঃ
    অধ্যায় ০১: পরিবেশ রসায়ন
    পদার্থবিজ্ঞান পড়াবেন: ৪ জন
    পদার্থবিজ্ঞান প্রথম পত্র :
    অধ্যায় - ০২ : ভেক্টর
    অধ্যায় - ০৩ : গতিবিদ্যা
    অধ্যায় - ১০ : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
    পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র :
    অধ্যায় - ০১ : তাপগতিবিদ্যা
    অধ্যায় - ০২ : স্থির তড়িৎ
    উচ্চতর গণিত প্রথম পত্র:
    অধ্যায় - ০১ : ম্যাট্রিক্স ও নির্ণায়ক
    অধ্যায় - ০২ : ভেক্টর
    অধ্যায় - ০৩ : সরলরেখা
    উচ্চতর গণিত ২য় পত্র:
    অধ্যায় - ০১ : বাস্তব সংখ্যা
    অধ্যায় - ০৩ : জটিল সংখ্যা
    📅 ক্লাসের সময়: ২ জুন থেকে ক্লাস শুরু হবে । প্রতি সপ্তাহে প্রতি সাবজেক্টে ২/৩ টি ক্লাস হবে 📝
    📊 প্রতি ক্লাস শেষে / অধ্যায় শেষে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী পরীক্ষা হবে এবং তোমার স্কোর তুমি পরীক্ষা দিয়েই জেনে যাবে । প্রতিটি অধ্যায়ের উপর ব্যাপ্তি অনুসারে ৫-১২ টি বা তার বেশি ক্লাসও হতে পারে । অধ্যায়ের বেসিক পড়িয়ে সৃজনশীল ও বহুনির্বাচনী সমাধান করানো হবে🪧
    📌 দীর্ঘ ৪ মাস ব্যাপি এ কোর্সে প্রতি বিষয়ে সপ্তাহে ২ টি করে ক্লাস হবে । প্রতি সাবজেক্টে প্রায় ৪৮ টি থেকে ৬২ টি ক্লাস হবে যা ফেসবুক লাইভে আমরা পড়াবো, ইন শা আল্লাহ ।
    📌 অনুরোধ সমূহ 🙏
    ১. bKash/ Nagad এ course fee আগে দিয়ে Google Form Fill up করবে । গ্রুপে রিকোয়েস্ট দেয়ার পরে তোমার রিকোয়েস্ট Accept হলে Notification চলে যাবে তোমার কাছে ,রিকোয়েস্ট একসেপ্ট করতে সময় লেগে যায়, কারণ অনেক রিকোয়েষ্ট থেকে চেক করে ভর্তি হতে হয় ।
    ২. গুগল ফর্মটা অবশ্যই সঠিকভাবে ফিলাপ করবে ।
    ৩. Bkash/ Nagad নাম্বারটি পারসোনাল, সুতরাং অবশ্যই Send Money করতে হবে।
    ৪. এই সামগ্রিক শিক্ষা কার্যক্রমে যুক্ত হবার আগে অবশ্যই মানবিক হবার আবেদন করছি। শারীরিক সুস্থতা এবং নানাবিধ অনেক কারণে জীবনে নানা পরিবর্তন আসে । যদি ক্লাশ কখনো মিস হয়ে যায় তা Make Up করানোর চেষ্টা থাকবে।
    কেউ যদি কোন ধরণের অপ্রত্যাশিত আচরণ করো বা আজেবাজে কোন কমেন্ট করো তাহলে আইডি ডিলিট বা ব্যান হয়ে যাবে।
    📌 বিশেষ দ্রষ্টব্য: কোর্স ফি অফেরতযোগ্য এবং জরুরী প্রয়োজন হলে : +88 1601 92 92 44
    ✅ভর্তি প্রক্রিয়া: এই তিনটি কাজ সম্পন্ন হলেই ভর্তি কার্যকর হবে
    📌Group এ Join Request দিবে আগে,
    📌Send Money করতে হবে,
    📌 Form Fill Up করতে হবে।
    ফিজিক্স =১০২০/-
    কেমিস্ট্রি =১০২০/-
    ম্যাথ = ১০২০/-
    বায়োলজি = ১০২০/-
    💲কোর্স ফি: মোট কোর্স ফি = ৪০৮০/-
    তোমরা চাইলে আলাদা করে একটি কোর্স/দুইটি একসাথে/তিনটি একসাথেও করতে পারবে । গ্রুপ সংখ্যা ৪ টি । তোমরা যে গ্রুপে / গ্রুপগুলোতে পড়তে চাও , সেই অনুসারে কোর্স ফি দিয়ে গ্রুপে জয়েন রিকোয়েষ্ট দিবে ।
    কোর্স ফি দেয়ার বিকাশ/নগদ নাম্বার তিনটি:
    01875 76 99 28 (bkash+ nagad Personal)
    01671 46 56 59 ( bkash + Nagad Personal)
    01608 97 47 54 (bkash+Nagad Personal)
    📌 গ্রুপ লিংক 👇
    ১. ফিজিক্স গ্রুপ :
    / ftcycle01physics26
    ২. কেমিস্ট্রি গ্রুপ
    / ftcycle01chemistry26
    ৩. ম্যাথ গ্রুপ:
    / ftcycle01math26
    ৪. বায়োলজি গ্রুপ:
    / ftcycle01biology26
    Admission Form Link:
    bit.ly/4dIgUx0
    #subjectchange #collegeguideline #hsc #hscguideline #college #fahadstutorial #fahadsir

КОМЕНТАРІ • 307

  • @tinni003
    @tinni003 3 місяці тому +12

    আসসালামু আলাইকুম স্যার। আমি Science থেকে ভাল নম্বরএর সাথে GPA 5 পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি গ্রুপ change করার মত পোষণ করেছি। math, physics, chemistry, Biology তে ৮৫%+ marks পেয়েছি এবং এই বিষয় গুলোতে কোথাও কোনো ত্রুটি রাখিনি। ভার্সিটি admission এর কথা চিন্তা করে এ পথে যাচ্ছি। আমার পরিবার থেকেও পুর্ণ সাপোর্ট পেয়েছি। তবুও কিছু সংশয় ছিল। এই ভিডিও দেখার পর তা আর নেই। ধন্যবাদ FT Family কে। SSC life এর যাত্রা অনেক সহজ করে দেওয়ার জন্য। ❤️

  • @MoviTamil
    @MoviTamil 3 місяці тому +9

    আলহামদুলিল্লাহ এরকম ভিডিও পেয়ে মুগ্ধ। কে কে সন্তুষ্ট এ ভিডিও পেয়ে

  • @user-js5lc6cm4e
    @user-js5lc6cm4e 3 місяці тому +4

    স্যার অনেক অনেক ধন্যবাদ। কি বলব । আমি এবং আমার আব্বু এই সিদ্ধান্ত টাই নিয়েছি। আর এমন সময় এই ভিডিও টা দেখলাম। অনেক অনেক ধন্যবাদ। ফাহাদ স্যার ❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @FakhrulAbedinSalafi
    @FakhrulAbedinSalafi 3 місяці тому +42

    কিছূ কিছু মনে না করলে আমাদের রসায়ন সাবজেক্টা যদি রাকিব স‍্যার নিতো তাহলে আসাকরি 25 সালের ssc পরিক্ষায় আমরা ইনশাআল্লাহ রসায়নের উপর A+ নিয়ে আনতে পারতাম। তাই রসানের সকল অধ‍্যায় যদি রাকিব স‍্যার নেন তাহলে আসাকরি আমার সাথে সাথে আরো অনেকরই রসায়নের প্রতি একটা ভালোবাসা জাগতো। কে কে আমার কথায় একমত। তারা লাইক দিয়ে দিন। যাতে স‍্যার বুঝতে পারে রাকিব স‍্যারের প্রয়োজন কত আমাদের❤

    • @FahadsTutorial
      @FahadsTutorial  3 місяці тому +16

      অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে রাকিব স্যার আমাদের সাথে আর নেই। উনি নিজস্ব অফলাইন ও অনলাইন কার্যক্রম নিয়ে চালাচেছ। রসায়নের জন্য আমাদের তিনজন শিক্ষক আছেন : মামুন স্যার, সাকিব স্যার, মুজাহিদ স্যার ।।।

    • @FakhrulAbedinSalafi
      @FakhrulAbedinSalafi 3 місяці тому

      @@FahadsTutorial ও সমস‍্যা নেই স‍্যার🥰

    • @taimurlongtaimurlong8531
      @taimurlongtaimurlong8531 3 місяці тому +1

      ফাহাসার সবচেয়ে ভালো শিক্ষক রসায়নের।

  • @ZaraMahzabinRahman
    @ZaraMahzabinRahman 3 місяці тому +19

    বাবা মাকে কোনোভাবেই বুঝাতে পারছিনা যে আমি আর এই pressure নিতে পারছিনা science এর। আমি Art's নিয়ে পড়তে চাই।

  • @KhadijaKhushi-td9re
    @KhadijaKhushi-td9re 3 місяці тому +3

    Sir ami ssc porikha 2024 deyar somoy apnar class korchi apnk onk thanks ami alhamdullilah valo result kora pass korche

  • @mathinbiswas5065
    @mathinbiswas5065 3 місяці тому +10

    স্যার আমি science থেকে ssc দিয়ে A+ ১১২৬ মার্ক পেয়েছি।কিন্তু আমি এবার হলিক্রস এ Arts থেকে ভর্তি পরিক্ষা দিব।কিন্তু Arts এর Group বিষয়গুলোর কিছুই জানি না।এখন কি করব।
    স্যার অনেক আশা করর আপনাকে জিজ্ঞেস করেছি প্লিজ বলবেন

    • @メガピクセル
      @メガピクセル 2 місяці тому +1

      Late response : Apni science er subject gulo die vorti exam diben.

    • @mathinbiswas5065
      @mathinbiswas5065 2 місяці тому

      @@メガピクセル সময় শেষ
      ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে। ফাহাদ স্যার যদি আমার কমেন্টের রিপ্লাই দিত তাহলে হয়ত পরিক্ষাটা দিতে পারতাম

  • @fyrmdhareskhan6734
    @fyrmdhareskhan6734 2 місяці тому

    বিশ্বাস করেন, শুরুতে অনেক বোরিং পিল করতেছিলাম পুরো ভিডিও টা দেখার পর মনে হল জীবনের জন্য বেস্ট একটা ভিডিও। আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম

  • @noushifmubin6974
    @noushifmubin6974 3 місяці тому +4

    Sir amar total mark science theke 1154 with gpa-5...akhon dhakar kon kon college a choice dile amar chance hobe kindly bolle upokrito hotam❤️

  • @ShortMaster-js6ju
    @ShortMaster-js6ju 3 місяці тому +4

    এই রকম একটা ভিডিও চাচ্ছিলাম 😊

  • @user-gl8bh7hk7c
    @user-gl8bh7hk7c 3 місяці тому +10

    আসসালামু আলাইকুম স্যার,আমি এসএসসি ২৪ এ সাইন্স থেকে Golden GPA 5.00 পেয়েছি।আমার ১৩০০এর মধ্যে মোট মার্ক ১১৪০া আমিও চাচ্ছি বিভাগ পরিবর্তন করে আর্টসে যেতে।আমার কি ভালো হবে স্যার। উল্লেখ্য, আমার এই রিজাল্টের পেছনে ফাহাদ স্যারের ক্লাসগুলো করা অনেক অবদান রয়েছে❤❤❤

    • @SaymunAhammadHamim
      @SaymunAhammadHamim 2 місяці тому

      কি বলো, A+ পেয়েও পরিবর্তন করবা?😢

    • @user-ts9kq8yw8u
      @user-ts9kq8yw8u 2 місяці тому

      Amaro same 1140.....amio arts nibo 🙂🙂

  • @mash009
    @mash009 3 місяці тому +2

    আচ্ছা স্যার আমি আসলে SSC তে ভালো করে পড়ি নাই,কিন্তু আমার সাইন্সের সাব্জেক্ট গুলো ভালো লাগে,এখন আমি কি করব,আমি কি পারব?

  • @Mottalib-k6f
    @Mottalib-k6f 3 місяці тому +2

    Thank You Sir ❤.
    Sir arts ar kon kon subject important besi seita niye video dile onek valo hoto sir ❤.

  • @md.abdullah06
    @md.abdullah06 3 місяці тому +1

    অনেক অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন।❤

  • @PrimiyaPunna-ok9iv
    @PrimiyaPunna-ok9iv 3 місяці тому +4

    Sir ami ar science niye porte cai na kintu family members Ra khub pressure dicce j science niyei porte hobe ki korbo kico bujhtaci na😢😭

  • @sadafshowib3838
    @sadafshowib3838 3 місяці тому

    অনেক ধন্যবাদ ফাহাদ স্যার ও তাজ স্যার এবং team ft কে।এত সুন্দর ভাবে উপস্থাপন করে বোঝানোর জন্য❤

  • @user-hn1kw1qv1n
    @user-hn1kw1qv1n 3 місяці тому +15

    স্যার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বলেন

    • @user-yb2bu4tv6h
      @user-yb2bu4tv6h 3 місяці тому +3

      বললে ভালো হতো স্যার

    • @bipraranjan_
      @bipraranjan_ 3 місяці тому

      @@user-yb2bu4tv6h yes sir deploma niye ektu suporrt cai sir

  • @MsAzmir-vm9qn
    @MsAzmir-vm9qn 2 місяці тому +1

    স্যার আমার জিপিএ ৪.৭২। আমার physical, chemistry, Biology, অনেক ভালো লাগে, কিন্তু একটু শারীরিক অসুস্থতার কারণে unfortunately 4.72 চলে আসছে যেটা আমি কখনোই আশা করিনি।এখন বাসা থেকে আমাকে সবাই বলছে arts এ Switch করতে আমী কী করব সত্যিই বুঝতেছি না।অবশেষে আমি admission এর কথা চিন্তা করে সিদ্ধান্ত নিলাম arts নিবো কিন্তু তবুও আমি confused. আমি একটু advice দিন প্লিজ sir.I need your help🥺🥺🥺.প্লিজ কমেন্ট এর রিপ্লে টা দিয়েন। প্লিজ স্যার,প্লিজ স্যার,প্লিজ 🥺🥺🥺

  • @mrrdgr-eb8sm
    @mrrdgr-eb8sm Місяць тому

    ধন্যবাদ স্যার আপনার এই ভিডিও দেখে আমি অনেক ক্লিয়ার হতে পেরেছি

  • @poddoful
    @poddoful 3 місяці тому +1

    sir ami ssc te 4.67 peyechi . Ami SSC te science a chilam. Akon inter a arts nite chachhi. amar family boleche science nite ,karon arts a naki future a temon valo subject ahse na . Amar kache abar science and arts uvoy subject gului valo lage. ami life a barrister hote chai akon ki ami sciencve nibo naki arts ?

  • @abdulquddus9133
    @abdulquddus9133 3 місяці тому +1

    স্যার আলহামদুলিল্লাহ আমি জিপিএ ৫ পেয়েছি বিজ্ঞান বিভাগ থেকে। কিন্তু আশানুরূপ রেজাল্ট আসেনি, মাত্র ১০৯৯ মার্ক আসছে। কিন্তু সাইন্সের সাবজেক্ট গুলো আমার অনেক বেশি প্রিয়। এগুলো পড়লে অনেক ইন্টারেস্টিং লাগে। অনেক কিছু জানা যায়। তাই আমি ইন্টারে ইনশাআল্লাহ সাইন্স নিয়েই পড়বো। দোয়া করবেন স্যার যেন HSC ভালো রেজাল্ট করতে পারি 😊❤

  • @RuhulAmin-ju2vo
    @RuhulAmin-ju2vo 3 місяці тому +2

    Alhamdulillah science theke ssc te Gpa 5.00 and 1119 peyechi.Arts nibo Inshallah 🎉

  • @mokammilislam1271
    @mokammilislam1271 3 місяці тому +3

    Thank you Sir ❤

  • @KhandakarRahat
    @KhandakarRahat 2 місяці тому +1

    Ami science Taka A grade payaci ami Inter a science nita caschi but amar physic a aktu problem ascha ami ki inter a science nibo

  • @Zaj3546
    @Zaj3546 3 місяці тому +2

    Bhaiya Ami Science theke 4.44 peyechi matro. Amar kintu Maths Bhalo lageh ar pario ei sub. Chemistry te written shorboda 40-45/50 tahkto 9-10. Kintu Bangla, Shomajeh "B" Aisha gese 1-2 number er jonno. Physics, Chem eh 78,77 ashche matro. Amar ki bibhag poriborton kora lagbe? Ami chaina but ekhon ja money hoitese.

  • @ChinuBanik-mb6lj
    @ChinuBanik-mb6lj 3 місяці тому

    অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার,আপনাদের।এই ভিডিও টা দেখে অনেক উপকৃত হলাম🙏🙏🙏

  • @herlol2646
    @herlol2646 3 місяці тому +2

    Sir, ami science Theke gpa 4.28/marks 979 peyechi, ami arts nile ki dcc or vnc te chance pabo?

  • @sumaiyaislam6849
    @sumaiyaislam6849 3 місяці тому +4

    ami physics chemistry higher math Biology valoi pari 🙂 amar eishob e kono problem nai kintu group change korte chacchi ssc te A+ nai ei jonno, akhon amar ki thik hobe Change kora??

    • @user-gt8po5ff6t
      @user-gt8po5ff6t 3 місяці тому +1

      Amar o same obosta😔🥲

    • @SazedaNaznin
      @SazedaNaznin 3 місяці тому

      Amio nite chassi~

    • @mabiamathin7750
      @mabiamathin7750 3 місяці тому

      আমারও সেইম অবস্থা🙂

    • @Billal123-em3qo
      @Billal123-em3qo 2 місяці тому

      Same amaro.. But aita vabtesi arts a vhlo result ashe n

  • @AbdulHai-qt7mh
    @AbdulHai-qt7mh 3 місяці тому +4

    Sir আপনার সাজেশন ফলো করে আমি মাদ্রাসা বোর্ড থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছি

    • @FahadsTutorial
      @FahadsTutorial  3 місяці тому +1

      মা শা আল্লাহ ।

  • @Al-aminIslam-bj5pn
    @Al-aminIslam-bj5pn 3 місяці тому

    Sir,apnara amader gurujon. All time apnara amaderke valo poramorso diye thaken tai apnader onek onek dhonnobad❤❤

  • @user-dm4sw2md4t
    @user-dm4sw2md4t 3 місяці тому +1

    Thank you so much sir❤

  • @Abukhan712
    @Abukhan712 2 місяці тому

    আলহামদুলিল্লাহ
    স‍্যার আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত সহজে বোঝানোর জন্য ❤❤❤

  • @RHN-mu5bb
    @RHN-mu5bb 9 днів тому

    ধন্যবাদ স্যার

  • @MdSamir-jc6bn
    @MdSamir-jc6bn 2 місяці тому

    আসসালামু আলাইকুম স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ২০২৫ এ সাইন্স থেকে SSC দিব কিন্তু আমি SSC দেওয়ার পরে বিভাগ পরিবর্তন করতে চাচ্ছিলাম। বুঝতে পারছিলাম না এটা,সঠিক হবে নাকি আপনার কথাগুলো শুনে এখন একটু সাহস পেলাম। অসংখ্য ধন্যবাদ স্যার❤️😊

  • @jImMyDoNaLdSoNfAN24
    @jImMyDoNaLdSoNfAN24 3 місяці тому +1

    Sir amr physics and chemistry te A+ miss, but amr BUET e iccha. Ami ki HSC diye cover up korte parbo? Amr math, physics porte kono problem nai, I love those. But unexpectedly A+ miss holo.

  • @future24bd
    @future24bd 3 місяці тому

    স্যার আমি এই বছর এসএসসি পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে দিয়েছি, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি hsc আর্টস থেকে পরীক্ষা দিব কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করে পরবর্তীতে আমি বাহিরে দেশে আমেরিকা,অস্ট্রেলিয়া, uk, আরো ভালো ভালো কান্ট্রিতে উচ্চশিক্ষা করতে পারবো, এবং কোন সাবজেক্টে করতে পারব?

  • @user-ek7nw2vl5v
    @user-ek7nw2vl5v 3 місяці тому +2

    ❤❤❤❤many many thanks 🙏🙏🙏 sir

  • @mithilazaman3365
    @mithilazaman3365 3 місяці тому

    Sundor kore bujhanor jonno dhonnobad sir😊❤️

  • @limonahmed-ec3sg
    @limonahmed-ec3sg 3 місяці тому +3

    স্যার আমি এসএসসিতে জিপিএ ৫ এবং ১১ ৬৩ মার্ক পেয়েছি। আমি গরিব ছেলে,,কোন বিভাগে পড়লে আমি একটা ভালো সরকারি চাকরি পাবো,,,, প্লিজ স্যার

    • @noyonmoni4957
      @noyonmoni4957 2 місяці тому

      তুমি যেকোনো বিভাগে পড়ে সরকারি চাকরি করতে পারবে

  • @user-jh4yt8wz2e
    @user-jh4yt8wz2e 3 місяці тому

    আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ স্যার আমি কনফিউশান এ ছিলাম অনেক কোন গ্রুপ এ যাব। এখন সব ক্লিয়ার 🥰

  • @user-ui6rm3et8j
    @user-ui6rm3et8j 3 місяці тому

    আসসালামু আলাইকুম স্যার,,,, আমি এসএসসিতে বিজ্ঞান বিষয় নিয়ে পড়ছি আমার পয়েন্ট আসছে ৪.৯৪,, কিন্তু স্যার আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি গোল্ডেন প্লাস আশা করছিলাম,,, কিন্তু আসে নাই,,এখন আমার ফ্যামিলি বলতেছে আমি মানবিক শাখা নিয়ে পড়তে,,, কিন্তু আমার বিজ্ঞানের সাবজেক্ট গুলো ভালো লাগে বিশেষ করে গণিত ফিজিক্স কেমিস্ট্রি এগুলো অনেক ভালো লাগে,,,এখন আমার কি মানবিক শাখা নিয়ে পড়া ঠিক হবে??

  • @user-mx4mr3qo1k
    @user-mx4mr3qo1k 2 місяці тому

    Y
    Thank both of you sir.thank you very much.

  • @TasninJannat-xy3mt
    @TasninJannat-xy3mt 3 місяці тому

    স্যার, আমার সাইন্স থেকে জিপিএ ৪.২২ এসেছে আমি এখন Commerce এ শিফট করতে চাচ্ছি এক্ষেত্রে আমার নাম্বারটা এরাউন্ড ১০০০ এসেছে। কলেজ সিলেকশন এ সমস্যা হচ্ছে। Rouf, Noor muhammad, Noubahini College, BaF Shaheen, Kurmitala Shaheen, shohid anwar College, City college এই কলেজগুলার কোন মধ্যে কোন কলেজগুলায় চান্স পেতে পারি। আর এই কলেজগুলা লিস্টে রাখা কী ঠিক হবে?

  • @mdsaifulbuiyan
    @mdsaifulbuiyan 3 місяці тому +1

    Vhaiya ami chaitasi urs niye porte kintoo baba ma bolse science niye porte bole j urs niye kono kiso kora ja na bole Tara agolo bole ki korbo akhon baiya replied diyen

  • @abunasir4903
    @abunasir4903 3 місяці тому +1

    Sir politechnic institute er vobissot ki Jodi ektu bolten?

  • @MdAhad-hb6bj
    @MdAhad-hb6bj 3 місяці тому +1

    Sundor kotha bolcen sir❤

  • @mrwse55
    @mrwse55 3 місяці тому +2

    2:09 এটা একদম ভুল কথা বললেন আপনি। ami ssc te physics chemistry kicchui partam na. Bujhteo onek problem hoitona. Porini bollei cole. Ssc 21 batch. Vagger jore 3 subject a exam diye par hoichi. Tarpor o HSC te science nichi. And it turned out blessing for me. Ssc te je physics bujhtam na mathar upor diye jaito shei physics feel korte parsilam. HSC exam dei Alhamdulillah valo result ashe. Ekhon ruet a cse Department a admited. Science er ashol pora shuru hoy HSC te jodi amar theke keu jante cay ami atai bole jabo sharajibone

    • @user-xf6fd6jo7b
      @user-xf6fd6jo7b 2 місяці тому

      Hsc te Hard work oto onek korsen maybe taina?

  • @tamimhasanofficialvlog8346
    @tamimhasanofficialvlog8346 3 місяці тому +1

    আমার বাবা, মা চাই আমি সায়েন্স পড়ি কিন্তু আমার সিন্সের সাবজেক্ট ভালো লাগে না আমি এটা ওদের কে বুজাতেও পারি না আমার কি করণীয়

  • @mdmehedihasan2476
    @mdmehedihasan2476 3 місяці тому +1

    Sir science a thakle medical engineering bad a r ki ki hoya jai ki ki subidha jodi bolten

  • @fablihasworld8268
    @fablihasworld8268 3 місяці тому +5

    Assalamualaikum, HSC er poralekha ki asolei hard?

    • @theproductionltd6166
      @theproductionltd6166 3 місяці тому +1

      Hmm, syllabus bishal....porasonay akdin gap manei onek piciye jaoya

    • @user-lc2ej8bl8v
      @user-lc2ej8bl8v 3 місяці тому +1

      হুম সত্যিই অনেক কঠিন,,,
      যদি লাইফে কোনো ড্রিম না থাকে তাহলে এত কষ্ট করে সাইন্স নেওয়ার কোন দরকার নেই এটা আর্থিক ক্ষতি হয় এবং রাত জেগে প্রচুর পড়াশোনা করতে হবে 😢

  • @extractionx4009
    @extractionx4009 3 місяці тому +1

    Bhai ami math physics higher math a aonek valo kintu ami bio chem a aonek baje kunu mote ai ssc te ai sub a A grade paisi and amer point gpa 5 . Amer ki kora ucid hobe?

  • @bdtaekook4761
    @bdtaekook4761 3 місяці тому +2

    Ami psychologist hote chai, ami ki akhon hsc te arts ba commerce niye pore DU ae chance peye honours degree ae ki clinical psychology niye porte parbo??? Sir

  • @johir23
    @johir23 2 місяці тому

    Ssc তে science আর hsc তে arts তাহলে addmission এ কোন university তে কত পয়েন্ট লাগবে এটার একটা ভিডিও চাই, করলে উপকৃত হতাম 😅

  • @user-ho2mt2ew6e
    @user-ho2mt2ew6e 3 місяці тому

    Thank you so much,, 2weeks dhore confused chilam ki nibo allhumdulliah ekhn clear thanks sir dowa,korben jeno life bhlo kichu hote pari❤❤

  • @RofiqHossain-tu1vf
    @RofiqHossain-tu1vf 2 місяці тому

    Sir science theka ki law pora jai? Aktu janaban please emergency

  • @HelloWorld-hc5kq
    @HelloWorld-hc5kq 3 місяці тому +1

    Sir commerce er course dean HSC mission cycle 2 debhen plz sir need other groups of sub like art's and commerce!!

  • @fardinapon
    @fardinapon 3 місяці тому

    Assalamu oalikum.... Sir aponer kace onek abedon.. Aponer anek video dakhi plz sir.. Polotiknicakl somporke bolen....❤❤

  • @ArafatHossainJabed
    @ArafatHossainJabed 3 місяці тому +2

    Polytechnic niye kichu bolen....

  • @dullalalli1703
    @dullalalli1703 3 місяці тому +1

    আমার জন্য বিজ্ঞান নিয়ে পড়তে অনেক কষ্ট হয়,গণিত বিষয়ে দুর্বল হওয়ার, বিজ্ঞান বিভাগ থেকে এখন মানবিক বিভাগে পড়লে কেমন হবে

    • @UmmeHabiba-cr4sz
      @UmmeHabiba-cr4sz 2 місяці тому

      Valo hobe..math valo na lagle science neyar dorkar nai..Humanities thekeo valo kora jay

  • @shahinalam6553
    @shahinalam6553 3 місяці тому

    স্যার আমার ছোট বোন একাউন্টিং থেকে আর্টস নিতে চাচ্ছে,,,,, ফিউচার এর জন্য ওর কোন সাবজেক্ট নিলে ভালো হয় যদি একটু বলতেন। ওর জিপিএ 5আসছে

  • @user-ov2ru4bq3k
    @user-ov2ru4bq3k 3 місяці тому +3

    Sir, ami o group change korte cai

  • @ParthoLvr
    @ParthoLvr 3 місяці тому +1

    Science থেকে 1132 পেয়েছি।
    কি করব বুঝতেছি না Sir

  • @nadimrahman6117
    @nadimrahman6117 3 місяці тому

    sir science er jonno ft te jei course ase onnano group er jonno ki ase ba onno kono online flatform jekhane amra online a pore egiye jaite parbo?

  • @MDRakibMia-rd1uo
    @MDRakibMia-rd1uo 3 місяці тому

    Sir improvement Exam নিয়ে বলেন।
    ssc রেজাল্ট খারাপ হয়েছে এখন আবার এস এস সি দেওয়া যাবে কি না।

  • @RobiulIslamRaju2024
    @RobiulIslamRaju2024 3 місяці тому

    আমি HSC 1st year এ আছি । আপনারা কি প্রতি বিষয়ে চ্যাপ্টার ভিত্তিক MCQ & CQ test নেন ? তাহলে আমি ভর্তি হব ?

  • @mdtamim6258
    @mdtamim6258 3 місяці тому +1

    Sir science theke Commerce aa gele first aa ki Problem hobe porte?

  • @SAPESGaming
    @SAPESGaming 3 місяці тому +1

    Sir Ami 4.83paisi Ami science nibo ki. Amar biology1,bangla2 mark +gese

  • @user-hw9mg9rs7f
    @user-hw9mg9rs7f 3 місяці тому

    আসসালামুয়ালাইকুম স্যার, আমি বিজ্ঞান বিভাগ থেকে ইন্টার এ মানবিক বিভাগ এ পড়বো । আমি ভবিষ্যতে একজন ম্যাজিস্ট্রেট হতে চাই।। এই জন্য আমাকে কি কি করতে হবে যদি একটু বলতেন ?

  • @MstSamiyaAkter-lo5tm
    @MstSamiyaAkter-lo5tm 2 місяці тому

    Vaiya ami science thek golden peyesi akhon amar Science e thaktai better hobe naki Arts nibo...vaiya plz reply

  • @lm30kingediting
    @lm30kingediting 2 місяці тому +1

    Sir ami science theke commerce a jete chai Tobe amar family theke jete dibe na. Tobe science amar dara somvob na😢😢😢😢😮😢 help plzz sir

    • @FahadsTutorial
      @FahadsTutorial  2 місяці тому

      আম্মু-আব্বুকে বুঝিয়ে বলো তোমার সমস্যার কথা আশা করছি তারা বুঝতে পারবেন।

  • @Alaminkibria
    @Alaminkibria 3 місяці тому

    Wait korcilam videor jono

  • @kaziridaalhadi9681
    @kaziridaalhadi9681 3 місяці тому

    University te ki science theke commerce and humanities department e jawa jay?

  • @NadimHasan-yp6ln
    @NadimHasan-yp6ln 2 місяці тому

    আমি ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ GPA.5 পেয়েছি। আমি ইংলিশ নিয়ে পড়তে চাই। আমার কোন বিভাগ নিয়ে পড়া উচিত? please help me

    • @UmmeHabiba-cr4sz
      @UmmeHabiba-cr4sz 2 місяці тому

      Humanities nite paro..
      B unit er exam e bangla,english, gk lagbe

  • @Mahmudul_1006
    @Mahmudul_1006 3 місяці тому

    Via, math er proti valobasa nai, physics a halka valobasa aca, but chemistry and biology ta onek valobasa aca...kintu ssc ta 4.33 paya bosa aci... Math and physics a valo number nai but chemistry and biology ta 98 paichi.....amer akhone science a thakha uchit?

  • @Hnx95
    @Hnx95 3 місяці тому

    Thank you sir ❤❤❤❤

  • @shariaridwan7024
    @shariaridwan7024 3 місяці тому

    How is the Technical? please describe it.Please

  • @hasibulhasansiam-uc9fw
    @hasibulhasansiam-uc9fw 3 місяці тому +1

    স্যার fahad's tutorial এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চাই

  • @user-cy2qx7sf1c
    @user-cy2qx7sf1c 3 місяці тому

    Love you FT team

  • @happyness0.
    @happyness0. 2 місяці тому

    এইচএসসি ভোকেশনাল পাশ করার পর সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবো?

  • @ReyazulEducare
    @ReyazulEducare 3 місяці тому +2

    Sir Amar science Theke 4.94 asche... Ami Akhon Arts aaa jabo.

  • @mahimabdullah4255
    @mahimabdullah4255 3 місяці тому +2

    ami ssc te 4.11 paci ami akhon hsc te arts e jaite cai

  • @rimarima9308
    @rimarima9308 3 місяці тому

    Sir ami science theke exam dici ami law niye porte cai akhon hsc te arts r kon kon subject gula nile valo hbe

  • @rubelrana6076
    @rubelrana6076 3 місяці тому

    Sir Diploma Engineers nia kicu bolen SSC ar por korala kmn hy ba kiba korla ki hy Aita nia akta video Dan plz sir 😢

  • @user-in3eg5bo4h
    @user-in3eg5bo4h 3 місяці тому

    Sir ami science er student ssc te A+ peyechi...Family theke sbai bolteche kono akta course korte jemon textile engeenering,,,krishi,,,mane chaitase general line a jeno na pori..amio aitai korte chacchi...ahn sir kon course ta korle amr jonno hlpful hbe jodi kindly bolten taile chinta teke mukti petam sir..😅

  • @user-rn9et6cb3o
    @user-rn9et6cb3o 3 місяці тому

    Sir ami science thke gpa 5 paisi.. Amr total num 1161.. Ami Polytechnic e porte chai... Eta kmn sir plz bolben

  • @MDsohanAli-ny9ji
    @MDsohanAli-ny9ji 2 місяці тому

    স্যার আমার এসএসসি পরীক্ষায় 2.06 হয়েছে আমার কি সাইন্স সাবজেক্ট দেবে কি ভালো হতো দিলে ❤❤

  • @shantaislam6885
    @shantaislam6885 3 місяці тому

    Assalamu walaikum sir...Ami science theke exam dicilam.. Amr result temon beshi valo na..point valo na..akhon amr ki kora thik hobe.. Amr ki arts a shift korbo??

  • @ArifaJannat-vx2rv
    @ArifaJannat-vx2rv 3 місяці тому +1

    Diploma in medical niye akto bolen please sir

  • @jayedgaming1795
    @jayedgaming1795 3 місяці тому

    Assalamualaikum sir commerce er future job niye jodi aro ektu details e ekta video diten khub bhalo hoto

  • @gayetribarua6247
    @gayetribarua6247 3 місяці тому

    Sir ....commerce pore to B.A othoba B.S.S kora jabe na tai na??????

  • @SumiBegum-sk6wy
    @SumiBegum-sk6wy 3 місяці тому

    Sir ami ssc te 4.67 paici amar konta niye pra uchit science na arts...ybe amai math subject e weak

  • @samsuzamman9442
    @samsuzamman9442 2 місяці тому

    Love you sir tnx❤❤❤

  • @gamingwithmiloy3458
    @gamingwithmiloy3458 3 місяці тому

    Sir amar 4.33 asce akhon ami arts nite cai,,
    Kamon hobe jodi ektu suggestion paitam valo hoito,,

  • @AbubakkarSiddiq-mu2cu
    @AbubakkarSiddiq-mu2cu 3 місяці тому +2

    prio sir

  • @mtikmedia.8040
    @mtikmedia.8040 2 місяці тому

    স্যার আমার সাইন্স ভালোবাসার একটি সাবজেক্ট আমি ছাত্র দুর্বল, এখন আমি কি সাইন্স পড়তে পারবো আর রেজাল্টো খারাপ, তার পরেও সাইন্স নিয়ে পরতে চাইছি, এখন কি আমার সিদ্ধান্ত ঠিক নাকি বিল😮😮😮

  • @Fahadniaj123
    @Fahadniaj123 3 місяці тому

    Apnar ei vedio r jonno w8 korte cilam

  • @rowdoushi
    @rowdoushi 2 місяці тому

    Acca vaiya science a ki physics,,chemistry,,,and highermath cara ki emne general math ace naki vaiya

  • @mdsamir5364
    @mdsamir5364 3 місяці тому

    স্যার আমি Science থেকে ৩.৮৩ পাইছি,,,এখন আমি কি কমাসে যাবো??

  • @MdBabu-qz9bo
    @MdBabu-qz9bo 3 місяці тому +1

    Sir,,,,,,,,, ami 4.67 peyechi,,, vlo exam o dichi kintu islam and English e ekdom valo kori ni,,, kono mote pass korchi, kintu sir amr dream doctor,,, amr family arts e jete bole, ami ki korbo,,, vable kanna asteche je ami doctor hote parbo na 😭😭😭😭

    • @user-bb7fx8lr4d
      @user-bb7fx8lr4d 3 місяці тому +1

      Get yourself bro . This is your dream, your life and your will power . Don’t think about society, prove them wrong by giving your best and achieving your dream . This result has given you 2 options you stay down or get up and I think you will get up and destroy that ego of those people and make them realize human can achieve everything if they want by the will of Allah

  • @jayedgaming1795
    @jayedgaming1795 3 місяці тому

    Sir hsc te commerce er 4th sub konta nile bhalo hobe ektu bolben?