Aigiri Nandini || Mahishasura Mardini Stotram || অয়ি গিরি নন্দিনি || Swami Sarvagananda Maharaj

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2020
  • Mahishasura Mardini Stotram
    Aigiri Nandini Sung By Swami Sarvagananda Ji
    ।।১।।
    অয়ি গিরি নন্দিনি নন্দিতমেদিনি বিশ্ব-বিনোদিনি নন্দনুতে
    গিরিবরবিন্ধ শিরো‌ধিনিবাসিনি বিষ্ণু-বিলাসিনি জিষ্ণুনুতে,
    ভগবতি হে শিতিকণ্ঠ-কুটুম্বিণি ভূরিকুটুম্বিণি ভূরিকৃতে
    জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।২।।
    সুরবরবর্ষিণি দুর্ধর ধর্ষিণি দুর্মুখমর্ষিণি হর্ষরতে
    ত্রিভুবন পোষিণি শংকরতোষিণি কিল্বিষমোষিণি ঘোষরতে,
    দনুজনিরোষিণি দিতিসুতরোষিণি দুর্মদ শোষিণি সিন্ধুসুতে
    জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।৩।।
    অযি জগদম্ব মদম্ব কদম্ব বনপ্রিয়বাসিনি হাসরতে
    শিখরিশিরোমণি তুঙ্গহিমালয় শৃংগনিজালয় মধ্যগতে,
    মধু মধু রে মধুকৈটভ গঞ্জিনি কৈটভ ভঞ্জিনি রাসরতে
    জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।৪।।
    অয়ি শতখণ্ড বিখণ্ডিতরুণ্ড বিতুণ্ডিতশুণ্ড গজাধিপতে
    রিপুগজগণ্ড বিদারণচণ্ড পরাক্রমশুণ্ড মৃগাধিপতে,
    নিজভুজ-দণ্ড নিপাতিত-খণ্ড বিপাতিত-মুণ্ড ভটাধিপতে
    জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।৫।।
    অয়ি রণদুর্মদ শত্রুবধোদিত দুর্ধরনির্জর শক্তিভৃতে
    চতুরবিচার ধুরীণ মহাশিবদূতকৃত প্রমথাধিপতে,
    দুরিত দুরীহ দুরাশয় দুর্মতি দানবদূত কৃতান্তমতে
    জয় জয় হে মহিষাসুর মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।৬।।
    অয়ি শরণাগত বৈরিবধূবর বীরবরাভয দায়করে
    ত্রিভুবন মস্তক শূলবিরোধি শিরোধি কৃতামল শূলকরে,
    দুমিদুমি তামর দুন্দুভিনাদ মহো মুখরীকৃত তিগ্মকরে
    জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।৭।।
    অয়ি নিজ হুংকৃতি মাত্র নিরাকৃত ধূম্র বিলোচন ধূম্রশতে
    সমর বিশোষিত শোণিত বীজ সমুদ্ভব শোণিত বীজলতে,
    শিব শিব শুম্ভ নিশুম্ভ মহাহব তর্পিত ভূত পিশাচরতে
    জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।৮।।
    ধনুরনুষঙ্গ রণক্ষণসঙ্গ পরিস্ফুরদঙ্গ নটৎকটকে
    কনক পিশঙ্গ পৃষৎকনিষঙ্গ রসদ্ভট শৃংগ হতাবটুকে,
    কৃত চতুরঙ্গ বলক্ষিতি রঙ্গ ঘটদ্বহুরঙ্গ রটদ্বটুকে
    জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।৯।।
    সুরললনা ততথেয়ি তথেয়ি তথাভিনয়োদর নৃত্য় রতে
    কৃত কুকুথ কুকুথো গডদাদিক তাল কুতূহল দানরতে,
    ধুধুকুট ধুককুট দিহিং ধিমিত ধ্বনি ধীর মৃদঙ্গ নিনাদরতে
    জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্য়কপর্দিনি শৈলসুতে।
    ।।১০।।
    জয় জয় জপ্যজয়ে জয় শব্দপরস্তুতি তৎপর বিশ্বনুতে
    ঝণঝণ ঝিঞ্জিমি ঝিঙ্কৃতনূপুর সিঞ্জিত মোহিত ভূতপতে,
    নটিত নটার্ধ নটীনটনায়ক নাটিতনাট্য সুগানরতে
    জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।১১।।
    অয়ি সুমনঃ সুমনঃ সুমনঃ সুমনঃ সুমনোহর কান্তিয়ুতে
    শ্রিত রজনী রজনী রজনী রজনী রজনীকর বক্ত্রবৃতে,
    সুনয়ন বিভ্রমর ভ্রমর ভ্রমর ভ্রমর ভ্রমরাধিপতে
    জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।১২।।
    সহিত মহাহব মল্লম তল্লিক মল্লিত রল্লক মল্লরতে
    বিরচিত বল্লিক পল্লিক মল্লিক ঝিল্লিক ভিল্লিক বর্গবৃতে,
    সিতকৃত ফুল্লি সমুল্ল সিতা‌রুণ তল্লজ পল্লব সল্ললিতে
    জয় জয় হে মহিষাসুর মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।১৩।।
    অবিরল গণ্ডগলন মদ মেদুর মত্ত মতঙ্গজ রাজপতে
    ত্রিভুবন ভূষণভূত কলানিধি রূপ পয়োনিধি রাজসুতে,
    অয়ি সুদতী জন লালস মানস মোহন মন্মধ রাজসুতে
    জয় জয় হে মহিষাসুর মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।১৪।।
    কমল দলামল কোমল কান্তি কলা কলিতা‌মল ভালতলে
    সকল বিলাস কলা নিলয়ক্রম কেলি চলতকল হংসকুলে,
    অলিকুল সংকুল কুবলয় মন্ডল মৌলিমিলদভ কুলালিকুলে
    জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।১৫।।
    কর মুরলী রব বীজিত কূজিত লজ্জিত কোকিল মঞ্জু মতে
    মিলিত পুলিন্দ মনোহর গুঞ্জিত রঞ্জিত শৈল নিকুঞ্জগতে,
    নিজগণভূত মহাশবরীগণ সদগুণ-সংভৃত কেলিতলে
    জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।১৬।।
    কটিতট পীত দুকূল বিচিত্র ময়ূখ তিরস্কৃত চন্দ্ররুচে
    প্রণত সুরাসুর মৌলিমণিস্ফুর দংশুল সন্নথ চন্দ্ররুচে,
    জিত কনকাচল মৌলি পদোর্জিত নির্ভর কুঞ্জর কুম্ভকুচে
    জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।১৭।।
    বিজিত সহস্র করৈক সহস্র করৈক সহস্র করৈকনুতে
    কৃত সুরতারক সঙ্গর তারক সঙ্গর তারকসূনু সুতে।
    সুরথ সমাধি সমান সমাধি সমাধি সমাধি সুজাত রতে
    জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।১৮।।
    পদকমলং করুণানিলয়ে বরিবস্য়তি য়ো‌নুদিনং ন শিবে
    অয়ি কমলে কমলানিলয়ে কমলানিলয়ঃ স কথং ন ভবেত,
    তব পদমেব পরম্পদ-মিত্য়নুশীলয়তো মম কিং ন শিবে
    জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।১৯।।
    কনকলসত্কল-সিন্ধুজলৈরনু সিঞ্জিনুতে গুণ রঙ্গভুবম
    ভজতি স কিং নু শচীকুচকুম্ভত তটী পরিরম্ভ সুখানুভবম,
    তব চরণং শরণং করবাণি নতামরবাণি নিবাশি শিবম
    জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।২০।।
    তব বিমলে‌ন্দু কলং বদনেন্দু মলং সকলং ননু কূলয়তে
    কিমু পুরুহূত-পুরীংদুমুখী-সুমুখীভিরসৌ-বিমুখী-ক্রিয়তে,
    মম তু মতং শিবনাম-ধনে ভবতী-কৃপয়া কিমুত ক্রিয়তে
    জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।
    ।।২১।।
    অয়ি ময়ি দীনদয়ালুতয়া করুণাপরয়া ভবিতব্য়মুমে
    অয়ি জগতো জননী কৃপয়াসি য়থাসি তথানু মিতাসি রতে,
    য়দুচিতমত্র ভবত্য়ুররী কুরুতা-দুরুতাপম পাকুরুতে
    জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে,
    জয় জয় হে মহিষাসুর-মর্দিনি রম্য়কপর্দিনি শৈলসুতে।
    _____________________________________________
    Follow My Facebook Page :-
    / spmusicdevotional
    Please Subscribe My UA-cam Channel :-
    / spmusicdevotional
    Please Follow My Instagram Account :-
    / spmusicdevotional
    * Music :- Internet
    ________________________________________________
    Disclaimer :-
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    Pronam Ma 🙏🙏
    #Sarvagananda #SpMusicDevotional #AigiriNandini
    Thank You.

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @ponkajdash6651
    @ponkajdash6651 3 роки тому +109

    স্পষ্ট উচ্চারন, বাংলা লেখা ও শ্রুতিমধুর কণ্ঠে মায়ের মণ্ত্রপাঠ শুনে মন ভরে গেল। মহারাজকে কোটিকোটি প্রণাম।

    • @pranatipal8035
      @pranatipal8035 3 роки тому +5

      খুব ভালো লাগল সকালে ই মন ভরে গেল।মাকে প্রণাম জানাই সঙ্গে মহারাজকেও।

    • @maitrayeedas5379
      @maitrayeedas5379 3 роки тому +4

      @@pranatipal8035 lllllllllolll look ll 🎉lloll9p 🎉lllllloll9lllllll 🎉lllllll oo l 🎉lll of lll too ll look llllllllllllllll

    • @milibandyopadhyay3191
      @milibandyopadhyay3191 3 роки тому

      Asadharon lagey Maharaj er gan 🙏🙏🙏🙏🙏

    • @kalyanbhattacharjee8831
      @kalyanbhattacharjee8831 2 роки тому

      Jay maharajer joy, ashadharan kantha ,

    • @sailendra6825
      @sailendra6825 2 роки тому

      @@pranatipal8035 q

  • @ryzenboy9241
    @ryzenboy9241 Рік тому +22

    মহিষাসুরমর্দিনী স্তোত্রম মহারাজ আপনার অনবদ্য কণ্ঠে শুনে মন প্রাণ ভরে গেল।

  • @namitagiri5424
    @namitagiri5424 26 днів тому +1

    সুপ্রভাত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সুপ্রভাত মহারাজ।

  • @bhabanighosh1890
    @bhabanighosh1890 Місяць тому +1

    অসাধারণ স্পষ্ট উচ্চারণে, সুরে নিবেদিত এই বন্দনায় আমি মুগ্ধ। সশ্রদ্ধ প্রণাম মহারাজ জী।

  • @shapansarkar9419
    @shapansarkar9419 2 роки тому +12

    আমি অভিভূত। আপনাকে শত শত প্রনাম।

  • @robinsaha6
    @robinsaha6 2 роки тому +6

    জয় মহিষাসুরমর্দিনী ভগবতী দুর্গা 🔱

  • @Om-pn4nf
    @Om-pn4nf 2 роки тому +28

    কি মধুর কন্ঠস্বর। খুব ভালো লাগলো। মহারাজ আপনি আমার প্রণাম গ্ৰ্হণ করবেন।🙏🙏🙏🙏🙏🙏

  • @tapatibag9533
    @tapatibag9533 2 роки тому +9

    মায়ের চরনে ভক্তিপূর্ণ প্রণাম জানাই।মহারাজের কন্ঠ‍্যে গান শুনে মন-প্রান জুড়িয়ে গেল,মহারাজের শ্রীচরনে ভক্তিপূর্ণ প্রণাম জানাই

  • @atindranathmisra6985
    @atindranathmisra6985 3 роки тому +27

    অপূর্ব সুন্দর। কি ছন্দ । আমাদের সনাতন ধর্মের তুলনা নেই। কত rich,

  • @swarnalidas8684
    @swarnalidas8684 2 роки тому +4

    মহারাজ আপনাকেই অনেক শ্রদ্ধা নিবেদন করি

  • @user-ok9ig4wp6d
    @user-ok9ig4wp6d 3 місяці тому +1

    Khub sundar Swami ji

  • @mousumighosh704
    @mousumighosh704 2 роки тому +8

    প্রণাম মহারাজ, অপূর্ব শ্রী শ্রী মহিষাসুর মর্দিনী স্তোত্রম অপূর্ব , এক অনন্য অনুভূতি ।

  • @narayanmukherjee1964
    @narayanmukherjee1964 Рік тому +3

    এক স্বর্গীয় সুখভুতি। আমার অভূমি প্রণাম জানবেন মহারাজ।

  • @krishnaroy9649
    @krishnaroy9649 9 місяців тому +7

    এতো সুন্দর গান,মন ভরে গেল। মা স্বরসতী কন্ঠে বিরাজমান হয়েছেন।🕉️☮️

  • @suranjaysarkarcreations3829
    @suranjaysarkarcreations3829 3 роки тому +5

    জয় মহিষাসুরমর্দিনী,জয় মহিষাসুরমর্দিনী,জয় মহিষাসুরমর্দিনী

  • @swarnalidas8684
    @swarnalidas8684 2 роки тому +2

    গুরু গম্ভীর কন্ঠ কিন্তু শান্ত রকমের

  • @ratansikdar
    @ratansikdar 3 роки тому +41

    এত স্পষ্ট উচ্চারণে সুন্দর কণ্ঠে এই গান বারবার শুনতে ইচ্ছে করে। মন মুগ্ধতায় ভরে যায়।

    • @sumitamitra6615
      @sumitamitra6615 2 роки тому

      মহালয়ার আগে এমন একটা সঙ্গীত মন ভরিয়ে দিল।

    • @alokedas4029
      @alokedas4029 2 роки тому

      @@sumitamitra6615 q😌😌q Q What a q a great time A a new one DAY OF MY LIFE LIFE FOR

  • @bongchefsarbani7645
    @bongchefsarbani7645 3 роки тому +161

    অপূর্ব সুন্দর মন্ত্র মন ভরে গেল বাংলা লেখার জন্য উচ্চারণ করতে পেরে ধন্য হলাম। আমার নমস্কার ও ধন্যবাদ

    • @dipakmandal1389
      @dipakmandal1389 3 роки тому +7

      খুব সুন্দর লাগছে

    • @Bappa706
      @Bappa706 3 роки тому +1

      Opurbo

    • @purnimapnda5149
      @purnimapnda5149 3 роки тому

      মহারাজের চরণে কোটি কোটি পনাম ।এই গানটা শোনানোর জন্য ।অপূর্ব শতিমধুর।

    • @jhumursengupta5247
      @jhumursengupta5247 2 роки тому

      প্রণাম মহারাজ...🙏🙏

    • @madhumitapalit695
      @madhumitapalit695 2 роки тому +1

      Pronam Maharaj excellent i am ms madhumita palit. Wife of lt shibaji palit. My husband apner Student chilo in deoghar 1971 bach bhalo thakben apner chorone shotokoti pronam

  • @vaswatisircar7615
    @vaswatisircar7615 8 місяців тому +1

    কি অপূর্ব সুন্দর শুনে মনটা ভরে গেল আমার প্রণাম নেবেন।

  • @swarnalidas8684
    @swarnalidas8684 2 роки тому +2

    তোমারে স্মরি ওগো বিশ্ব সুন্দরী ভূবন মোহিনী কল্যাণি শিবানী শংকরি পার্বতী উমা গৌরী অপর্ণা মহেশ্বরি রাজরাণী রাজেশ্বরী

  • @shyamalchaudhury1213
    @shyamalchaudhury1213 3 роки тому +53

    অপূর্ব ,শ্রুতীমধুর ভক্তি জাগরুক গান ,ঈশ্বরীয় প্রদত্বীয় কণ্ঠ

    • @basantimitra944
      @basantimitra944 3 роки тому +1

      Thankýou,pranamneben.

    • @ranjeetghoshal1849
      @ranjeetghoshal1849 2 роки тому

      Shamijif0namne.benapoobo.aoorbo.

    • @lsaha3753
      @lsaha3753 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jayashreepoyra3624
      @jayashreepoyra3624 2 роки тому

      অপূর্ব কন্ঠ। ঈশ্বর প্রদত্ত। প্রনাম মহারাজ।

  • @sampakarmakar6259
    @sampakarmakar6259 3 роки тому +7

    অপূর্ব

  • @shrabanamukherjee2035
    @shrabanamukherjee2035 2 роки тому +4

    🙏🌷🌼🌷🙏🌷🙏🌷🌼🙏🌷🌼🙏
    পরম পূজনীয় আচার্য্য গুরু মহারাজ কে আমার অনন্ত কোটি কোটি প্রণাম🙏🌷🌼🙏

  • @sonalibhattacharyya6236
    @sonalibhattacharyya6236 3 роки тому +10

    খুব খুব ভালো লাগল
    মিষ্টি গলায় অপূর্ব সুন্দর গান মনকে একসুন্দর অনুভূতিতে পূর্ণ করেছে

  • @dipdebnath2754
    @dipdebnath2754 Рік тому +6

    রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।জয় মা দুর্গা সকলের মঙ্গল করো মা।তোমার চরণে কোটি কোটি প্রনাম।মহারাজ এতো সুন্দর মন্ত্র পাঠ শুনে মন প্রাণ জুড়িয়ে গেলো।আপনকে শত শত প্রনাম জানাই।🙏🙏🙏🙏🙏

  • @shubhrajyotipal6538
    @shubhrajyotipal6538 2 роки тому +15

    মহারাজ, মন আপনার কন্ঠে পবিত্র হয়ে যায়। যেখানেই থাকি সেই স্থান মন্দির হয়ে যায়।
    প্রণাম।🙏

  • @sushantarecitor4235
    @sushantarecitor4235 8 місяців тому +1

    আজ আবার দুর্গাষষ্ঠী। মহাশক্তির জাগরণ কল্প। এই স্তোত্র শুনতে শুনতে প্রার্থনা করি সেই মহাবিদ্যার কাছে প্রতিটি প্রাণীর মধ্যে থাকা শক্তির বোধন হোক।

  • @subarnaghoraimaity8615
    @subarnaghoraimaity8615 3 роки тому +49

    কি মিষ্টি সুমধুর কন্ঠ ।খুব ভালো লাগলো।প্রনাম নেবেন মহারাজ

  • @dharmabhattacharjee-my9jx
    @dharmabhattacharjee-my9jx 9 місяців тому +3

    Good massage. Namaste 🙏

  • @tapaskumardas2449
    @tapaskumardas2449 3 роки тому +43

    ঋষি কণ্ঠি দীপঙ্কর মহারাজ (স্বামী সর্বগানন্দজী মহারাজ) এর শ্রীচরণে শত কোটি প্রনাম। অনেক পুরাতন স্মৃতি মনে পরে গেল।

    • @Soma-wu2fk
      @Soma-wu2fk 10 місяців тому +1

      Onar konthe gaan sunle mone hoy jyano topobone achhe...aha aha...oijonnoi Manoj Pillai( topper
      1982 WBBSEB) monk hoye gechhilen...

    • @maturoy8180
      @maturoy8180 8 місяців тому

      Maa thakur swamiji gurude se geeta Nanda maharajer charane pranam mahara apnar charañeo railo pranam

  • @amalendumukherjee5614
    @amalendumukherjee5614 3 роки тому +5

    আহাঃ জীবন ধন‍্য হল।

  • @manideepamukherjee4565
    @manideepamukherjee4565 3 роки тому +32

    প্রাণ ভরে গেল । বাংলায় মন্ত্র উচ্চারণ করে দেবীকে বন্দনা করতে পেরে তৃপ্তি পেলাম । আমার সশ্রদ্ধ প্রণাম জানাই ।

  • @balaka6003
    @balaka6003 3 роки тому +63

    মনোমুগ্ধকর মন্ত্র উচ্চারণ শুনে মন ভরে গেলো । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম 🙏

    • @ratnahazra2402
      @ratnahazra2402 Рік тому +1

      মহারাজ মনোমুগ্ধকর আপনার গান।
      এই সাথে একটি নিবেদন আগে
      মহা পৃজার সময় মায়ের যে
      মৃরতিতে পৃজা হতো বর্তমানে
      অন্য মৃরতিতে পৃজা হয়। কিন্তু
      আগের মৃরতি বেশ মনোমূগধ করে
      যদি এই ব্যাপারে ব্যবস্থা করেন
      তবে বিশেষ ভাবে বাধিত হই।

  • @rajkumarsadhukhan6925
    @rajkumarsadhukhan6925 2 роки тому +11

    অসাধারণ!!
    গানটা গাইতে গাইতে গায়ে কাঁটা দিচ্ছিল।
    জয় মা দুর্গা।
    🙏🙏🙏🙏🙏🙏

    • @riusasamanta7613
      @riusasamanta7613 2 роки тому

      খুব সুন্দর অপূর্ব মন ভরে গেছে

  • @swarnalidas8684
    @swarnalidas8684 2 роки тому +1

    জয় শ্রী দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশিনী

  • @mashuk3449
    @mashuk3449 4 місяці тому +1

    অপূর্ব অপূর্ব সুন্দর

  • @vsmath8939
    @vsmath8939 3 роки тому +21

    অপূর্ব সুন্দর। তুলনা নেই। ❤❤❤

  • @dibbendusengupta5374
    @dibbendusengupta5374 2 роки тому +25

    One of the Brand Ambassador of Ramkrishna Mission. My sincere prayer for his long and healthy life. May his ability to renidate Blissful Devotional music enthusing host of devotees attend permanency beyond Human Mortality.
    God may please be with him.

  • @sampaganguly5487
    @sampaganguly5487 3 роки тому +15

    আপনার গূনের প্রশংসা করার ভাষা আমার নেই কিন্তু আপনার নিবেদন কি আনন্দ আমাকে দেয় থা বোঝানো কঠিন মনে হয় ঈশ্বরের কৃপা অঝোরে ঝড়ে পড়েছে আপনি আমার আন্তরিক প্রনাম গ্রহন করবেন

  • @jayantibanerjee8657
    @jayantibanerjee8657 2 роки тому

    Asambhav sundoor laglo.. Monta vote gelo.. Joy thakur sobar mongol koro maa.. 🙏🙏🙏

  • @swarnalidas8684
    @swarnalidas8684 2 роки тому +3

    এমন স্তব শুনলে মন প্রাণ জুড়ায় আনন্দ আসে হৃদয়ে দোলা লাগে তনুতে জীবন হয় পূর্ণ

  • @bhaswatidas4533
    @bhaswatidas4533 3 роки тому +36

    ভীষণই শান্ত কন্ঠ 🙏🙏🙏

    • @soumilidebnath4625
      @soumilidebnath4625 2 роки тому +1

      মহারাজকে শতকোটি প্রণাম।দেবী মহিষাসুরমর্দনী স্তোএম গানটি শুনে প্রাণটি ভরে গেল।

  • @swarnalidas8684
    @swarnalidas8684 Рік тому

    মাগো অনুপমা অতুলনীয়া অন্যনা অদ্বিতীয়া

  • @tapassanyal3415
    @tapassanyal3415 Рік тому

    Ak kothay OSADHARON SUNDOR

  • @arindamsengupta2139
    @arindamsengupta2139 2 роки тому +5

    " মহারাজের " গান মনকে এক পরম আনন্দের দিগে নিয়ে যায় । ওনাকে প্রণাম জানাই ।

  • @shekharbiswas8589
    @shekharbiswas8589 3 роки тому +4

    Apurbo

  • @aratimukherjee3948
    @aratimukherjee3948 9 місяців тому

    Apurba Sundar ,mon shanta holo shune .Shatokoti savakti pronam arpan kori Maharaj er shree charone.

  • @arundebnath865
    @arundebnath865 8 місяців тому

    Aapuurba... Abhutapurba.. Monta halka hoye gelo... Bhave Abege bhore gelo.... Maharaj Aapni Dhanya.... Maayer Ashirbad pusta.... Aapnake Pranam.

  • @rumachowdhury2778
    @rumachowdhury2778 3 роки тому +26

    মায়ের মন্ত্রপাঠ শুনে মন ভরে গেল ।
    মহারাজ কে কোটি কোটি প্রণাম ।এই সুন্দর মুহূর্ত আমাদের উপহার দেয়ার জন্য

    • @paragkhastagir5854
      @paragkhastagir5854 2 роки тому +1

      Apurba Sruthi Madhur Mantra Ucharan Banglathe Mano Mughdha Kar.MahaRaj der Pranam.🙏🙏🙏🙏🙏

    • @ketakichakraborty9525
      @ketakichakraborty9525 2 роки тому

      Apurbbo laglo.Darun

    • @ritabej2743
      @ritabej2743 9 місяців тому

      Joy maa bhalo rekh

  • @Hillol
    @Hillol 3 роки тому +8

    অসাধারণ গান ও মহারাজের পরিবেশন। মন ভরে গেল।

  • @manjusrichakraborty3561
    @manjusrichakraborty3561 Рік тому +1

    পূজনীয় মহারাজজীর শ্রীচরনে সভক্তি প্রনাম নিবেদন করি।

  • @binatalukdar9575
    @binatalukdar9575 8 місяців тому

    Opurbo konthe ,eto shundor uccharon er shonge banglate eto shundor Ma er stotro shune mon pran jurie gelo...Maharaj er chorone shoto shoto pronam janai...khub bhalo thakben Maharaj

  • @swapnachatterjee3682
    @swapnachatterjee3682 Рік тому +12

    খুব ভালো লাগলো, বাঙলাতে লেখা , এবং সুন্দর ভাবে উচ্চারণ করে গান টা করেছেন , সাধারণ মানুষ খুব ই উপকৃত, ধন্যবাদ মহারাজ,সবার পক্ষে স্তোত্র টা করতে সহজ করে দিয়েছেন, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই।প্রনাম জানিয়ে শেষ করলাম।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalbanerjee6937
    @kamalbanerjee6937 2 роки тому +3

    এত সুন্দর ভাবে উচ্চারণ ও সুন্দর কণ্ঠে গাওয়া গান মন ভরিয়ে দিল

  • @malobikaghoshhazra9175
    @malobikaghoshhazra9175 2 роки тому +2

    মহারাজ, শতকোটি প্রণাম 🙏🙏🙏

  • @irabhaumik1898
    @irabhaumik1898 2 роки тому

    Ati sundor kontho o uchcharan. Pronam maharaj ji. Shune mon bhalo hoye gelo.

  • @anirbanmondal2952
    @anirbanmondal2952 3 роки тому +7

    অসাধারণ!! পরম পূজ্য পাদ মহারাজের কৃপায় এবং S P music এর বাংলা লেখা দিয়ে ভিডিও মিক্সিং করার দৌলতে এত সুন্দর করে পড়ে পড়ে শুনতে পারলাম।

  • @shipraghosh1189
    @shipraghosh1189 3 роки тому +7

    জয়গুরু
    মহারাজ অসংখ্য প্রণাম নেবেন। আপনার প্রশান্ত গম্ভীর কন্ঠে এই মন্ত্রপাঠে মুগ্ধ হলাম। বাংলা ভাষায় লেখা মন্ত্র পেয়ে আর নিজের গলায় গেয়ে ধন্য আর আনন্দিত হলাম

  • @KrishnaDas-bg7ne
    @KrishnaDas-bg7ne 3 роки тому +2

    Khub khub valo laglo.Mon vore galo

  • @debjanidey7518
    @debjanidey7518 2 роки тому +1

    Bhison bhalo laglo.Atuloniyo kontho 👌🏼👌🏼🙏🏻🙏🏻🙏🏻

  • @kajaldas4109
    @kajaldas4109 2 роки тому +6

    অপূর্ব অসাধারণ নিবেদন যা অভিভূত হয়ে গেলাম। শুভ বিজয়ার সশ্রদ্ধ প্রণাম নেবেন মহারাজ।জী 🙏🙏🙏 জয় মা দুর্গা 🙏🙏🙏

    • @golakbhowmik2684
      @golakbhowmik2684 2 роки тому

      জয় জগজ্জননী মহামায়া জগদ্ধাত্রী দূর্গতিনাশীনি ।

  • @indranicooks2649
    @indranicooks2649 3 роки тому +3

    অপূর্ব মন ভরে গেলো বলাই বাহুল্য

  • @suklasen3361
    @suklasen3361 Рік тому

    Khubvalo laglo mon prren vora galo🙏🏻🙏🏻🙏🏻

  • @deburanichakraborty3028
    @deburanichakraborty3028 9 місяців тому

    Pronam Ma Jogotjononi, Saradamamoni Ma ,Thakur o Swamiji ❤️🙏🙏🙏❤️. Pronam Ma Durga Mata r Shree Charane janai amar Praner pronam ❤️🙏❤️ . Moharajji r Shree Charane janai amar Praner Pronam ❤️🙏❤️. Nutan Gaan ♥️🙏♥️ Shunte khub bhalo laglo.

  • @rumapal1648
    @rumapal1648 2 роки тому +3

    শুনে মন জুরিয়ে গেল।।। এতো সুন্দর।।। জয় মা। জয় ঠাকুর🙏 মহারাজকে আমার প্রনাম 🙏

  • @anjalichakraborty6380
    @anjalichakraborty6380 8 місяців тому +1

    আমি মা এর পূজা রং আগে থেকেই শোনা র চেষ্টা করি জয় মা জয় মা জয় মা

  • @triptibanerjee7550
    @triptibanerjee7550 3 роки тому +2

    Apurbo Laglo Maharaj ji. Moharajer Khonte Ashadharon.

  • @Argha07Chakraborty
    @Argha07Chakraborty 2 роки тому +138

    আবার যেন নরেন্দ্রপুরের প্রাক শারদোৎসবের সন্ধ্যাগুলোয় ফিরে গেলাম, গানটা ব্রহ্মানন্দ ভবনের আমরা সবাই প্রবল উৎসাহে গাইতাম আর অচিরেই পুজো চলে আসত আমাদের মনে... পরিবেশে...

  • @swetamukherjee3517
    @swetamukherjee3517 3 роки тому +5

    Pranam Maharaj sri Ramakrishna saranam

  • @tapaskumardey4233
    @tapaskumardey4233 2 роки тому +2

    প্রণাম মহারাজ। মন প্রাণ ভরে গেল মহারাজ।

  • @sulekharoychowdhury4881
    @sulekharoychowdhury4881 10 місяців тому

    অপূর্ব সুন্দর, খুব ভালো লাগলো। আমার প্রণাম নেবেন।

  • @sahityacharchaofficial
    @sahityacharchaofficial 3 роки тому +10

    অপূর্ব কণ্ঠ....🙏🙏

  • @suparnabhattacharya8621
    @suparnabhattacharya8621 8 місяців тому

    Swami Sarvagyananda ji Maharaj er paye shoto koti pronam 🙏🙏🙏

  • @animaghosh487
    @animaghosh487 8 місяців тому

    Pujonio maharajjir chorone janai amer bhaktipurna pronam. Khub bhalo laglo maharajer sulolito konthe oyi Giri nandiniganti.

  • @sibsekhardas4967
    @sibsekhardas4967 3 роки тому +4

    মহারাজ, আপনাকে শত কোটি প্রণাম |

  • @sarmisthachandabiswas8941
    @sarmisthachandabiswas8941 2 роки тому +6

    কোটি কোটি প্রণাম গুরু মহারাজের চরণে

  • @nrisinghamukherji3480
    @nrisinghamukherji3480 8 місяців тому +1

    এত সুন্দর উচচারণের জন্য মহারাজের কন্ঠে এতো ভালো লাগে যেটা অন্য কোথাও পাই না ।

  • @radhamukherjee3863
    @radhamukherjee3863 Рік тому

    Pranam Maharaj 🙏🌹🙏🌹🙏🌹
    Asadharon apnar kontho 👌👌

  • @barindranathnanda2316
    @barindranathnanda2316 3 роки тому +3

    সকালে ঈশ্বর প্রদত্ত সাবলীল ব্যক্তিত্বপূর্ণ গলায় স্তোত্র পাঠ শুনে মন ভরে গেল

  • @sonalisamanta6509
    @sonalisamanta6509 3 роки тому +3

    Apurba 🙏🙏🙏

  • @mitalahiri2884
    @mitalahiri2884 3 роки тому

    Apurbo Apurbo
    Mon bhore gelo

  • @suchitrasen1
    @suchitrasen1 8 місяців тому +1

    অপূর্ব! মন ভরে যায় স্বামীজির কন্ঠে গান শুনে!

  • @chandranikundu5463
    @chandranikundu5463 3 роки тому +4

    অসাধারণ, অসাধারণ, আর কোন ভাষা নেই। excellent, excellent

  • @ritamondal9652
    @ritamondal9652 3 роки тому +3

    দারুণ মহিশাশুর মন্ত্রী গান অপূর্ব

  • @nomitabhattacharjee6165
    @nomitabhattacharjee6165 9 місяців тому

    Apurbo sundar Gola .apnar monta vora galo .pronam naban Moharaj ❤❤🙏🙏🙏🙏🙏🙏🌼

  • @anjalibiswas1020
    @anjalibiswas1020 Рік тому

    Apurba sundar ae mantro sakel sakal sunle monpobitra hoye jay Apner kontho sune samridhilagche proñam Maharaj ji,🙏🙏🏵️🏵️🌹🌹🏵️🏵️🙏🙏

  • @chandrimachoudhury3588
    @chandrimachoudhury3588 3 роки тому +56

    Whenever I am depressed or suffer loss of energy, I listen to this stotram sung by swamiji Maharaj. His voice is amazing and the power of this stotram is well brought out by his flawless pronunciation of each sanskrit word.
    Pronam Maharaj 🙏

    • @nanditadas5769
      @nanditadas5769 2 роки тому

      Truly magical!!!
      Pronam Maharaj

    • @dolabose4130
      @dolabose4130 2 роки тому

      @@nanditadas5769 salae

    • @sutapachakraborty4189
      @sutapachakraborty4189 Рік тому +1

      ঠিক.….. আমিও যেন শান্তি পাই যখনই মহারাজের কণ্ঠে অনুরণিত হয় এই স্তোত্র। প্রতিদিনের সঙ্গী আমার।

    • @joystanasongs2211
      @joystanasongs2211 Рік тому

      অপূর্ব। জয় মা, জয় মা, জয় মা🙏🙏❤🙏🙏। প্রনাম গ্ৰহন করবেন মহারাজ জি🙏🙏 🌹🌹।

    • @animachakraborty9821
      @animachakraborty9821 8 місяців тому

      🙏🙏🙏🙏🙏

  • @swarnalidas8684
    @swarnalidas8684 2 роки тому +4

    মা আনন্দময়ী আসবেন তাই এতো আনন্দ

  • @manjusrichakraborty3561
    @manjusrichakraborty3561 Рік тому +2

    প্রনাম নাও মা। নবরাত্রীর রোজ‌ই এই স্ত্রোত শুনি। এত সুন্দর সুললিত কন্টমন ভরে যায়।

  • @sunandapalit5015
    @sunandapalit5015 8 місяців тому

    Khoob bhalo laglo. Pronam Maharaj🙏 💐

  • @sikhasinha6544
    @sikhasinha6544 3 роки тому +5

    জয় মা দুর্গা ।
    কি অপূর্ব তোমার মহিমা
    মন প্রাণ ভরে গেছে ।
    এভাবেই আমরা বেঁচে আছি ।

  • @arunachoudhury9391
    @arunachoudhury9391 3 роки тому +3

    Maharaj ji pronam.

  • @shikhachakraborty6467
    @shikhachakraborty6467 8 місяців тому

    Joy Thakur joy Ma joy Swamiji Tomader Sri Charone amar koti koti pronam janai. Swami Sarvaganandaji Maharaj er Sri charone amar bhaktipurno pronam janai.

  • @gitadev6
    @gitadev6 Рік тому

    জয় পার্ব্বতী পতয়ে হর হর মহাদেব
    জয় গুরুদেব জয় গুরু মাতা কামরূপ কামাখ্যা

  • @Om-pn4nf
    @Om-pn4nf 2 роки тому +3

    মহারাজ কে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা মন্ত্র শোনানোর জন্য। মহারাজ কে আমার অগণিত প্রণাম জানাই।🙏🙏

    • @manishadebnath3985
      @manishadebnath3985 Рік тому

      অপূর্ব! সশ্রদ্ধ প্রণাম🙏 মহারাজ🙏

  • @Om-pn4nf
    @Om-pn4nf 2 роки тому +3

    দীপংকর মহারাজের কন্ঠে মায়ের শ্রুতিমধুর মন্ত্রপাঠ শুনে মনটা ভরে গেল। মহারাজকে আমার প্রণাম জানাই।🙏🙏

  • @kumkumbanerjee5642
    @kumkumbanerjee5642 Рік тому

    মহারাজ আপনি আমার প্রনাম নেবেন।অসাধারণ স্তোত্র পাঠ।,

  • @manoranjandey7935
    @manoranjandey7935 Рік тому

    Sumadhur, mon bhore gelo. Pranam Maharaj.

  • @chitrabanerjee469
    @chitrabanerjee469 3 роки тому +5

    Daron laglo 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

    • @kantabhattacharya2207
      @kantabhattacharya2207 3 роки тому

      Vison bhalo laglo amra mahalaya theke ei stotrota pat karar chesta kori

  • @karunamoybanerjee3640
    @karunamoybanerjee3640 3 роки тому +34

    স্তোত্রটি বাঙলা হরফে লেখার জন্য ধন্যবাদ। খুব সুন্দর, ভালো লাগল।

    • @arghyaghosh6202
      @arghyaghosh6202 3 роки тому

      হ্যাঁ, বাংলা হরফে থাকলে সুবিধা হয়

    • @priyashankarbhattacharya7895
      @priyashankarbhattacharya7895 3 роки тому

      This kirtan manytimes sung by meapurba song.

    • @chaitalighosh1084
      @chaitalighosh1084 3 роки тому

      বাংলা হরফে লেখায় কিছু ভুল আছে।তাতে ক্ষতি কিছুই হয়নি ।মহারাজের অপূর্ব কণ্ঠ ও গায়কী মন ভরিয়ে দেয়। মহারাজ কে শতকোটি প্রনাম।