Stroke/ Paralysis | প্যারালাইসিস রোগীর হাতের শক্তি বাড়ানোর ব্যায়াম | স্ট্রোক রোগীর ব্যায়াম

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024

КОМЕНТАРІ • 58

  • @saal3938
    @saal3938 Рік тому +6

    স্ট্রোক পরবর্তী ব্যায়ামের পরামর্শের জন্য অশেষ ধন্যবাদ🙏

    • @ashrafulislampt
      @ashrafulislampt  Рік тому +2

      Welcome

    • @ashrafulislampt
      @ashrafulislampt  Рік тому +1

      আপনার আম্মাকে দেখতে পাইলে ভালো ভাবে বলা যেতো, তবে আমাদের দেখানো ব্যায়াম গুলো করলে আশাকরি উপকৃত হবেন,আর অবশ্যই দিনে দুই বার করবেন।ধন্যবাদ।

  • @swargabashidebbarma9505
    @swargabashidebbarma9505 21 день тому

    Sir k osankha dhannababd

  • @প্যারালাইছলাইফ

    দারুন হচ্ছে ডক্টর

  • @shahinballpen7497
    @shahinballpen7497 2 роки тому +3

    স্যার দয়া করে চেষ্টা করবেন স্টক পরবর্তী সব ভিডিও দেওয়ার জন্য কারণ অনেকের বাড়ি বাংলাদেশের অনেক জায়গায় সব ভিডিও গুলো দিলে আপনার ভিউ বাড়বে এবং মানুষ উপকৃত হবে

    • @ashrafulislampt
      @ashrafulislampt  2 роки тому

      ধন্যবাদ, চেস্টা করবো ইনশাআল্লাহ!

    • @fariyaislam2613
      @fariyaislam2613 2 роки тому

      Please bollvn je onk betha hola thakla ki korvo

    • @shahinballpen7497
      @shahinballpen7497 2 роки тому

      @@fariyaislam2613 মাঝে মাঝে ব্যথাযুক্ত জায়গায় মেসেজ করুন

  • @MdRubel-ep9ly
    @MdRubel-ep9ly 6 місяців тому +1

    Amr ammor 7mas holo but akon o vlo hoi nai

  • @karticksamanta3709
    @karticksamanta3709 2 роки тому +2

    Thank you🌹

  • @NasirAhmed-w3m
    @NasirAhmed-w3m Рік тому +1

    tnx vaiya❤

  • @dipoksoren8139
    @dipoksoren8139 Рік тому +1

    স‍্যার আপনাকে অনেক ধন‍্যবাদ। যাদের হাত জিরো লেভেলে আছে। কি ধরনের ব‍্যায়াম দিলে উপকার পাওয়া যাবে?

    • @ashrafulislampt
      @ashrafulislampt  Рік тому

      ভিডিও দুই তিন দিনের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ

  • @ahammedsajon5312
    @ahammedsajon5312 3 місяці тому

    আসসালামু আলাইকুম
    আমি সাজন দীর্ঘ ১০ বছর হয়ে গেছে আমার অসুস্থতার, হঠাৎ আমার শরীর অবস হয়ে গেছিলো এরপর থেকে নানারকম চিকিৎসায় অনেকটা উন্নত হয়েছিলো কিন্তু হাতের আঙুল গুলো ঠিক হয়নি 😢 একেবারে দূর্বল হয়ে গেছে কোনো শক্তি নাই এখন এর কোনো চিকিৎসা আছে কি 🙏🙏

  • @golamkibria2546
    @golamkibria2546 Рік тому

    ডা সাহেব সালাম বাদ সমাচার আংগুলের বেয়াম কি জানালে উপকৃত হতাম কিবরিয়া

  • @dipaahmed2954
    @dipaahmed2954 Місяць тому

    Apni ki basai service den?

  • @ismailbuiya9096
    @ismailbuiya9096 Рік тому +1

    আস্সালামু আলাইকুম স্যার
    প্লিজ অনুরোধ রইলো স্যার
    মেরুদন্ড ও ইস্পাইনাল কর্ড ইন্জুরী রোগিদের একটা ফিজিওথেরাপির
    ভিডিও করবেন প্লিজ স্যার
    আর কমরের শক্তি বারানোর একটা ভিডিও দিয়েন

  • @tamalraj8107
    @tamalraj8107 Рік тому +2

    হাত ভালো হইছে কিন্তু হাতের স্মুথনেন্স কিভাবে আসবে জানালে উপকৃত হতো স্যার।

    • @ashrafulislampt
      @ashrafulislampt  Рік тому

      আমাদের সাথে যোগাযোগ করুন:
      এস এম ফিজিওথেরাপি সেন্টার (SMPC)
      ৩০/১ এম সি রায় লেন, সেকশন, লালবাগ (ম্যাটাডোর ডায়াগনস্টিক সেন্টারের বিপরিত পাশে), ঢাকা-১২১১।
      মোবাইল: +8801845949975, +8801750860775 (WhatsApp + IMO)

  • @sadnan2477
    @sadnan2477 Рік тому +1

    স্ট্রেংথেনিং এ গেলে কি আগের বেয়াম গুলা আর করা লাগবে

  • @avijitbhattacharia8778
    @avijitbhattacharia8778 9 місяців тому

    Amar ma 8yr 2015 te stroke koresa...tokhon therapi deya hoini...se tokhon thekai dhore dhore hatte pare but Ekhono oi obosthai asa...tar ki ekhon therapi deya jabe?

  • @mdshahjahanansary2698
    @mdshahjahanansary2698 2 місяці тому

    সালাম স্যার আমার বাবা এক বছর হলো প্যারালাইসিস রোগী ডাক্তার দেখার পর হালকা চলা ফেরা করতে পারছে
    কিন এক টা হাত 100% অকেজো
    কোন ব্যয়াম করলে আঙুল হাত পুনরায় কাজ করে তে পারবে

  • @nusaibahasan2944
    @nusaibahasan2944 10 місяців тому +1

    আসসালামু আলাইকুম।
    ভাইয়া আমার হাসবেন্ড স্ট্রোক করেছে সারে ৪ মাস হলো।বয়স ৩২
    তার ডান হাত পা অবস হয়ে গেছে।
    বাসায় ফিজিওথেরাপিস্ট দিয়ে থেরাপি দেওয়ার পর পা টা আলহামদুলিল্লাহ দুই মাসের মাঝেই ৯০% ঠিক হয়েছে এন্ড নিজে হাটতে পারে। তবে হাতের ইমপ্রুভ টা পুরোপুরি ঠিক হয়নি। বিশেষ করে আংগুলগুলো মুট করতে পারে কিন্তু খুলতে পারেনা। হাত উপরে উঠাতে পারে কিন্তু কাপতে থাকে।
    এখনো বাসায় ফিজিওথেরাপি চলছে।
    আমাকে একটু সাজেস্ট করবেন প্লিজ উনার হাতটা ঠিক আগের মতো হবে কিনা??
    জানালে অনেক কৃতজ্ঞ থাকবো।

    • @ashrafulislampt
      @ashrafulislampt  10 місяців тому

      আপনি অনুগ্রহ করে রোগীর ১ মিনিট ভিডিও করে আমাদেরকে হোয়াটসএপ করুন এই নাম্বারে 01750860775

    • @nusaibahasan2944
      @nusaibahasan2944 10 місяців тому

      Whatsapp e knock diyeci apnader...
      Plzz reply...

  • @samdhani383
    @samdhani383 Рік тому +1

    আচ্ছালামুআলাইকুম,, ডাঃ সাহেব গত ২২নভেম্বর আমার স্টোক হওয়ায় এ পর্যন্তআমি থিরাপি দিয়ে যাচ্ছি কিন্তু বর্তমাান এ আমার হাত ও পায়ের শিরায় পর্যাপ্ত টান রয়েছে, আমার বয়স৪০,ডাঃ স্যার, আপনার পরামর্শ আশা করছি।

    • @ashrafulislampt
      @ashrafulislampt  Рік тому

      প্রথমত আপনি যার কাছে থেরাপি নিচ্ছেন সে কি দুই পায়ে ব্যায়াম করে কি না

  • @mdimrulhasannaeem
    @mdimrulhasannaeem Рік тому

    আমার বাবা ৪ বছর যাবত প্যারালাইসিস,
    বাম সাইটের হাত ও পা সমস্যা,
    পা কিছুটা সুস্থ কিন্তু বাম হাতের কোন শক্তি নাই,,
    কি করনীয় জানাবেন প্লিজ

  • @sahinafroj762
    @sahinafroj762 2 роки тому +1

    হাতের আঙ্গুল গুলো ওপেন করবো কি করে , হাতের আঙ্গুল গুলো শুধু মুট করতে পারছে , hemoragic stroke hoye chilo
    Alhamdulillah এখন অনেক improve হয়েছে শুধু হাতের আঙ্গুল ওপেন হয়না র হাঁটু টা পিছনের দিকে ভাঁজ করতে পারে না ।please kichu help korun

    • @ashrafulislampt
      @ashrafulislampt  2 роки тому +1

      আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগলো আপনার উন্নতির কথা শুনে, এখন একজন ফিজিওথেরাপি চিকিৎসক কে দেখিয়ে কিছুদিন চিকিৎসা নিলে মনে হয় আরোও ভালো হবে।ধন্যবাদ।

  • @youtubesafayatsamiya2257
    @youtubesafayatsamiya2257 11 місяців тому +1

    Sir ami sto k korse 8 mas amr bam side somossa akn amr kih korta hoba jode boltan

    • @ashrafulislampt
      @ashrafulislampt  11 місяців тому

      আমাদের ঠিকানা:
      প্রথম শাখাঃ
      এস এম ফিজিওথেরাপি ক্লিনিক
      ৩0/১ এম সি রায় লেন, লালবাগ (ম্যাটাডোর ডায়াগনস্টিক সেন্টারের বিপরিত পাশে), ঢাকা-১২১১।
      দ্বিতীয় শাখাঃ
      ওহাব পয়েন্ট, নিচতলা (পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পশ্চিমের বিল্ডিং) রোড নং ২,ধানমন্ডি,ঢাকা।
      মোবাইল: 01750860775

  • @pronobkumar5688
    @pronobkumar5688 2 роки тому +3

    sir আমার বাবা স্টোক হয়েছে এখন হাত একবারে লরতে পারে না আপনার কাছে রিকেইস্ট এইটার বিষয়ে একটা ভিডিও তৈরি করেন প্লিজ কিভাবে ব্যায়াম করাবো 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ashrafulislampt
      @ashrafulislampt  2 роки тому

      vedio kora ache dekhen

    • @pronobkumar5688
      @pronobkumar5688 2 роки тому

      @@ashrafulislampt 2 month hoice

    • @JohirulIslam-ck9yz
      @JohirulIslam-ck9yz 2 роки тому

      @@ashrafulislampt কোনটা স্যার

    • @mdshahjahanansary2698
      @mdshahjahanansary2698 Місяць тому

      SIR হাত যদি একই বারে কাজ না করে টা হলে কি ব্যয়াম করতে হবে

  • @SharminislamSharminislam-mo9bv
    @SharminislamSharminislam-mo9bv 6 місяців тому +1

    স্যার আমার মা ১৪ দিন যাবত ডান হাতে কোনো শক্তি নাই স্টক করছে ওসুধ চলতে আছে এখন কি করবো 😢😢😢😢

    • @ashrafulislampt
      @ashrafulislampt  6 місяців тому +1

      এখন একজন ফিজিওথেরাপি চিকিৎসক এর আন্ডারে ভর্তি করিয়ে চিকিৎসা নেন আশাকরি খুব দ্রুত সুস্থ্য হবে।

  • @MdRubel-ep9ly
    @MdRubel-ep9ly 6 місяців тому

    Vaiya apnr shate kotha bolbo ki vabe

    • @ashrafulislampt
      @ashrafulislampt  6 місяців тому

      আমাদের ঠিকানা:
      প্রথম শাখাঃ
      এস এম ফিজিওথেরাপি ক্লিনিক
      ৩0/১ এম সি রায় লেন, লালবাগ (ম্যাটাডোর ডায়াগনস্টিক সেন্টারের বিপরিত পাশে), ঢাকা-১২১১।
      দ্বিতীয় শাখাঃ
      ওহাব পয়েন্ট, নিচতলা (পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পশ্চিমের বিল্ডিং) রোড নং ২,ধানমন্ডি,ঢাকা।
      মোবাইল: 01750860775

  • @MDRasel-qo5zq
    @MDRasel-qo5zq Рік тому

    Sir আমার বাবা ইস্টক করেছে এখন পা টিকাছে মআসআআললআ এখন সুদু হাতের আঙ্গুল নারাতেই পারছেনা এবইসয়এ কিছু বলেন

  • @risatmoni5973
    @risatmoni5973 Рік тому

    Apnader cittagong saka ace

  • @ArifulIslam-er5be
    @ArifulIslam-er5be 9 місяців тому

    ঘন ঘন হাত নরাচরা করে
    ছটফট করে
    একন কি করাইতে পারি

  • @kamrolhasan4427
    @kamrolhasan4427 2 роки тому

    ❤️❤️

  • @md.arafadislam6873
    @md.arafadislam6873 2 роки тому +1

    .sir,,Ami strock korci 3 month hoice ,akhon hat not Korte Pari kintu open Korte Parina Valo Kore..r hate paye sokti onek Kim Pai ,,hat deya vat khaite Parina ,akhon ki Korte pari please aktu bolben sir...

    • @ashrafulislampt
      @ashrafulislampt  2 роки тому

      আমাদের ঠিকানা:
      এস এম ফিজিওথেরাপি ক্লিনিক
      ৩0/১ এম সি রায় লেন, লালবাগ (ম্যাটাডোর ডায়াগনস্টিক সেন্টারের বিপরিত পাশে), ঢাকা-১২১১।
      মোবাইল: 01750860775

  • @halimabegum9586
    @halimabegum9586 2 роки тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @golamkibria2546
    @golamkibria2546 Рік тому

    আমি কিশোর গনজ তেকে দেখছি এবং আমি আপনার সাতে খতা বলেছি

  • @ruminara3662
    @ruminara3662 4 місяці тому

    হাত পা একবারে কাজ করে না করোনি কি

  • @hmayragy4yz
    @hmayragy4yz 8 місяців тому

    আমার শাশুড়ির বাম হাতে সমস্যা

  • @জেএসডিজিটালফিজিওথেরাপিসেন্টার

    জে এস ডিজিটাল ফিজিওথেরাপি সেন্টার

  • @SAD.SONG.KING.
    @SAD.SONG.KING. 9 місяців тому

    হাত পা নাড়াতে না পারলে

  • @Doubleriders.com.i
    @Doubleriders.com.i Рік тому

    Hello char je prasend ta hat ta puro uthate parsena aktu uthate pare seki kora valo hbe apnar a pechand ta puro hat uthatei parse amar ma to amoni hoyese