ভাই বাঁশির সুর শুনে শরীরের লোম দারিয়ে যায়, তাহলে এই রকম সেম মনোযোগ দিয়ে কুরআন তিলওয়াত শুনেন যদি চোখ দিয়ে পানি না ঝরে তাহলে আমার এই কমেন্ট এ এসে যা মন চায় বলেন
"হ্যামিলনের বাঁশিওয়ার গল্প" নামে কাশেম ভাইয়ের বাঁশি বানানো এবং বাজানো নিয়ে পুরিপুর্ন একটি তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। সময় সুযোগ পেলে দেখার আমন্ত্রন রইল।
এরকম হারানো সুর আর খুঁজে পাওয়া যায় না এই গ্রাম বাংলার মাটিতে অনেকদিন পর আপনার এই বাঁশির সুর শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম, আমাদের এই প্রজন্ম ধরে রাখতে পারবেন আপনি দোয়া করি
আহা কাশেম ভাই ৯০ এর দশক এ ছিলাম পুরা সময়। ছোট বেলার কথা মনে পড়ে গেল।আমার এলাকায় রাত হলে দুর থেকে কে যেন বাঁশিতে পল্লীগীতি বাজাত।খুব ছোটবেলা।কিন্তু এত ভালো লাগত!
এই বংশি বাদকের জন্ম যদি ইউরোপের কোনো দেশে হইত,তাহলে বলার অপেক্ষা রাখেনা যে উনার নিজস্ব জেট বিমান থাকতো।ভালো লাগলো শুনে এবং দেখে। আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন।
বাঁশির সুরের সাথে গ্রাম বাংলার চিরাচরিত নয়নাভিরাম দৃশ্যের সংমিশ্রণে অভূতপূর্ব উপস্থাপনায় স্মৃতিকাতর হয়ে গেলাম, পাশাপাশি এই বিলুপ্তপ্রায় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি। আমি এখন পঁয়ষট্টি। যাঁরা এই শিল্পের সাথে পরিচিত তারাই এটার কদর বোঝেন। আপনার প্রচেষ্টাকে ধন্যবাদ।
সুদূর বিদেশ থেকে এই ভিডিওটি দেখেছি, বাংলাদেশ ছেড়েছি অনেকদিন হয়েছে উনার বাঁশির সুর আর গ্রামের দৃশ্য এত যে ভালো লাগছে যা বলার অপেক্ষা রাখে না , পৃথিবীর সম্পূর্ণ সৌন্দর্য যেন বাংলাদেশ, স্বর্গের মত .অসাধারণ বাঁশি বাজান তিনি .
আসলে বর্তমান প্রজন্মের কাছে এ সুর গুলো কতোটা আবেগ বা আবেদন জন্মাবে তা জানি না তবে আমরা যারা এ বাশির সুর গুলো ছোট বেলা থেকেই শুনে আসছি তারা খুবই মিস করি। হ্রদয়ে দোলা দেয়া এ বাশিঁর সুর গুলো। কোথায় যেন হারিয়ে যাই বাশিঁর সুরে। হ্রদয়ে অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় না। মনে হয় কি যেন হারিয়ে ফেলছি জীবন থেকে। শুভ কামনা রইলো আপনার জন্য।
বাসির সুর শুনলে সত্যি সেই হারানো প্রজন্মের কতা মনে পড়ে যায় 😪 যেই যুগে না ছিলো মোবাইল না ছিলো ডিজিটাল কিছু 😪 সত্যি আবার যদি পীরে পাইতাম সেই হারানো দিন গুলো 😪
"হ্যামিলনের বাঁশিওয়ার গল্প" নামে কাশেম ভাইয়ের বাঁশি বানানো এবং বাজানো নিয়ে পুরিপুর্ন একটি তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। সময় সুযোগ পেলে দেখার আমন্ত্রন রইল।
সবার কমেন্ট দেখে আর কিছু বলতে হবে না, অনেক বাশির সুর সুনেছি কিন্তু এর রকম হৃদয় ছুয়া জাওয়া বাশির সুর কোনো দিন সুনি নাই, যদি সুজগ পেতাম তো উনার সাথে দেখা করতাম,❤
@@mdlimonislam03r99 "হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ভিডিওতে নাম্বার দেয়া আছে, ধন্যবাদ।
আপনার বাঁশীর উপর এতো দক্ষতা আর আপনার বাজানো দেখে এবং এবং শুনে তো হতবাক হয়ে গেলাম, জীবন প্রথম বারের এতো উন্নত মানের বাঁশ ও বাঁশী বানানো হয় তা জেনে খুবই গরবিত বোধ করছি এই ঐতিহ্যবাহী শিল্প কে বাঁচিয়ে রাখার বিনীত অনুরোধ থাকবে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে সংস্কৃতি মন্ত্রী মহোদয় ও মন্ড্রন
মন্ত্রনালয়ের প্রতি।। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কতৃক সারা দেশের বাঁশি বাদক নিয়ে সপ্তাহ ব্যাপি একটি মহতি মহোৎসবের আয়োজন করার বাংলাদেশ দেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরবরে আমার আকুল আহ্বান থাকবে এবং শ্রেষ্ঠ ১০জন শিল্পী(বাঁশি বাদকদের) কে পুরস্কৃত করে এ'শিল্পকে টিকিয়ে রাখায় উৎসাহিত করতে,বাঁশি প্রিয় দেশের মানুষের কাছ থেকেও বিপুল সাড়া সহ অনন্য ও নব ইতিহাস রচিত হবে বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি।।
দারুন বাঁশি বাজায়। ছোটবেলায় ভক্ত ছিলাম। বাজার থেকে কিনে নিজে নিজেই শিখেছি। একজন প্রতিবেশী দারুন বাজাতো। তবে আকর্ষণ হয়ে বাজারে যে বাঁশি বাজাতো আর বিক্রি করতো। কানাডা তে চীনা আর সাউথ আমেরিকার বাঁশি পাওয়া যাই. আমি একবার রাশিয়া ঠেকতে আশা ভোঁসলের একটা বাংলা গান বাজিয়েছিলাম আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে, সাথে রাশিয়ান মহিলা spontonously পিয়ানো বাজাচ্ছিল। ওই প্রথম ওই শেষ. বিদেশিরা ছিল অডিয়েন্স। আমার বাজানো তত ভালো ছিলোনা। আমাদের যারা বাঙালি ছাত্ররা ছিল, তারা তো বোঝেনা আমার কেতা দুরস্ত। ওই বাঁশিটা ছিল Hohner প্লাষ্টিক এর তৈরী বার্লিন থেকে কিনেছিলাম ছুটিতে ১৯৭৭-৭৮ সালের কথা. একদিন ১৯৭৪ সালে ঢাকা উনিভার্সিটির হোস্টেলগুলোর ভেতর দিয়ে হেটে যাচ্ছি, এখন এক তারের বেহালা বাদক বাশ দিয়ে আর ঘোড়ার লেজের চুল দিয়ে মনে হয় Bow তা বানানো। সে তখন বাজাচ্ছিল লতার গাওয়া শেষ পরিচয় ছবির গান কত যে কথা ছিল, কত যে ছিল গান. সুর হেমন্ত , কথা কবি; বিমল ঘোষ. ওই বাঁদরকের পেছনে হাটছে ১৫-২০ ছাত্র আর শুনছে তার বাজানো। সবাই তাকে টাকা দিলো। সে নিজের হাতে তৈরী বেহালা বিক্রি করতো ওই ভাবে। বললো সে আমেরিকায় এক বছর ছিল. এক বাঙালি তাকে নিয়ে রাস্তায় বেহালা বাজিয়ে অনেক টাকা কামিয়েছিলো। তাকে সে টাকার ভাগ দিতোনা বেশি। পরে সে চলে আসে বাংলাদেশে। এখনো বাঁশি ফেভরিট। আমাদের মেট্রোর সামনে এক চিলির বাঁশিবাদক ঠিক হ্যামিলনের বাঁশি বাদকের মতো ছিল. এখন দেখিনা। গাঁজা খেত আর বাজাতো সাথে বন্দু স্প্যানিশ গিটার বাজাতো। থাঙ্কস ওই বাঁশিবাদক ও তার সূষ্টিকে।
আসসালামুয়ালাইকুম. মূলত যারা অরজিনাল রিয়েল শিল্পী তাদেরকে এই বাংলাদেশে কোন মূল্য নাই,এদেরকে কেউ মূল্য দেয় না, আফসোস এত সুন্দর প্রতিভাবান মানুষ এখনো গ্রামে পড়ে আছে,😢তার কোনো ভবিষ্যৎ নাই এখনকার সব ডিজিটাল বাদ্যযন্ত্র এসে এদের মূল্যায়নটা উঠে গেছে😢😢😢😢😢😢
অনেক বাসির সুর সুনেছি আমি নিজেও বাসি বাজাই কিন্তু আপনার মত এত সুন্দর কাওকে বাজাতে দেখিনি আপনার কাছে বাসি শিখার উপাই কি বলতে পারেন ওনার ফোন নাম্বার দেয়া যাবে প্লিজ 😔
"হ্যামিলনের বাঁশিওয়ার গল্প" নামে কাশেম ভাইয়ের বাঁশি বানানো এবং বাজানো নিয়ে পুরিপুর্ন একটি তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। সময় সুযোগ পেলে দেখার আমন্ত্রন রইল।
প্রান্তিক প্রতিভাবান শিল্পী, অনুকরণীয় ব্যক্তিত্ব, ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি লিখন সরকার হিমেল। আজ থাকছে কুমিল্লার হোমনা থানার আবুল কাশের ভাইয়ের বাঁশির সেট এবং বাজনা। আশা করি ভিডিওটি ভাল লাগবে। আপনাদের যে কোন পরামর্শ জানাবেন। আর ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আবদার রইল।
পুরো ঠিকানাটা দিন প্লীজ।
Ami India te thaki but ami ai basi kinbo kemon kore
খুব সুন্দর সুর মাশা আল্লাহ।
ভাই আপনি কি এই ভাইয়ের নাম্বার টা দিতে পারবেন? প্লিজ আমার দরকার
পুরা বিডিও দেখলেই পাবেন @@mdrahmatali-wu2vg
আমার বন্ধুর বাবা,
আমার গ্রামের গর্ব🥰🥰🥰🥰
ওনার নাম্বার ও ঠিকানা দিন
উনার কাছে শিখতে চাই। নাম ঠিকানা দিন
Bhi onar number ta pala valo hoto
উনার নাম্বার বা ঠিকানা দিতে পারবেন?
দোয়া রইলো ❤
এত মধুর সুর বাজানো ব্যক্তি গুলো ভাইড়াল হয় না কেন😢! অনেক অনেক ভালোবাসা আংকেলটার জন্য ❤🎉❤
উনার মত বংশীবাদককে বাংলাদেশ সরকারের উচিত জাতীয়ভাবে পুরস্কার প্রদান করা কারণ উনারা আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলার ঐতিহ্য কে বাংলার শিল্প কে।
❤ঠিক
Nice ❤❤
আপনার মন্তব্য যথার্থ।
R8,পরের জেনারেশন এমন কেউ কি থাকবে?
ঠিক।❤❤🎉
সত্যি বাঁশির যে সুর, এই সুরে যে কাউকে মুগ্ধ করবে❤❤
বাঁশির জগৎটা পুরাই আলাদা একটা জগৎ, এই জগতের মানুষ গুলো অসাধারণ গুনের অধিকারী এরা কোনো সাধারন মানুষ না,বর্তমান সময়ে এই ধরনের প্রতিভাবান মানুষ খুবই কম।
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
বাঁশি টা আমার প্রিয় ছিলো
রাইট
আহ! কি সুর।কলিজা ঠান্ডা হয়ে গেল
উনার বাঁশির সুর শুনে শরিলের লোম গুলো নাড়া দিয়ে উঠে??
সত্যি অসাধারণ 🤲🤲🤲🤲🤲
Amaro
Same Amaro,
ভাই বাঁশির সুর শুনে শরীরের লোম দারিয়ে যায়, তাহলে এই রকম সেম মনোযোগ দিয়ে কুরআন তিলওয়াত শুনেন যদি চোখ দিয়ে পানি না ঝরে তাহলে আমার এই কমেন্ট এ এসে যা মন চায় বলেন
Kat molla @@mdabuhanif3944
জাতীয় পুরস্কার দেওয়া হোক।অসাধারণ
র আ নাহ ভাই এয়গুলা কিহ জাতিয়
পুরশকার বা জাতিও জিনিশ হয়
মেসসসেজ এ গিয়ে দাখেন ভাই জাতিও দি। দিবশ
এ দিবশ শে দিবশ দিয়ে ভহরা শব বুক
উনি তো সুরের যাদুকর দেখছি...! অসামান্য অসাধারণ ...!
আমি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আপনার ভিডিও উপভোগ করলাম। আপনার অভিজ্ঞতা, দক্ষতা ও সুর সম্পর্কে জ্ঞান -অবাক হলাম। আপনাকে কুর্ণিশ জানাই।
ধন্যবাদ আপনাকে
❤❤❤❤❤
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
Ami tripura udaipur theke bhi jan ❤
আপনি কোথায় থাকেন
লিখন সরকার হিমেল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই অসাধারণ মানুষটি ও তার কর্মের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
"হ্যামিলনের বাঁশিওয়ার গল্প" নামে কাশেম ভাইয়ের বাঁশি বানানো এবং বাজানো নিয়ে পুরিপুর্ন একটি তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। সময় সুযোগ পেলে দেখার আমন্ত্রন রইল।
এরকম হারানো সুর আর খুঁজে পাওয়া যায় না এই গ্রাম বাংলার মাটিতে অনেকদিন পর আপনার এই বাঁশির সুর শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম, আমাদের এই প্রজন্ম ধরে রাখতে পারবেন আপনি দোয়া করি
প্রথম ও দ্বিতীয় বাঁশির সুর শুনে ভিতর টা কেমন যেন শুন্য শুন্য লাগলো। কি যেন নাই নাই মনে হইল। মনে হচ্ছিল কোথায় যেন হারিয়ে যাচ্ছি।
মনের কথাটা কইলেন ভাই
অনেক আধুনিক বাদ্যযন্ত্র আবিষ্কার হলেও আজ অব্দি বাঁশির মতো সুর দিয়ে মনকে কেউ কাদাতে পারেনি।
একদম....
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
বুকটা ফেটে যাচ্ছে। 😂😂😂😂
সত্যি কথা
কৃষ্ণ কানাহাইয়ার সাথী ৷ এখন উপায়?
আমি নিজেও জানি না । কেন এই বাশির সুর শুনলে শরীরটা ঝাকি দিয়ে উঠে । অজানা একটি কস্টের অনুভব হয় । কি যেন হাড়িয়েছি । আহ এই কস্টেও কেমন জানি শান্তি লাগে
আমারও এরকম হয়
আমার খুব ভালো না
বাঁশির সুরের জগৎটা এত কষ্টের যেন মনটা কিছু খুঁজে বেড়ায় কিন্তু বুঝে উঠতে পারিনা মনটা কি খুঁজে এই ভুবনে
ঠিক তাই!
সত্যি ভাই শরিরের লোমগুলা দারিয়ে গেলো
ইসরাফিল এর বাঁশিও এইভাবে বাজবে কিন্তূ কেউ কিছু খুঁজে পাবেনা ্্
সত্যি ভাই
ঠিক বলেছো ভাই
এক কথায় কুমিল্লা একটা ঐতিহ্য ভান্ডার রূপ রহস্য এবং আভিজাত্যের অহংকার
আপনার বাসির সুর শুনে এই ব্যস্ত শহরে থেকেও পল্লী জননীর কথা মনে পড়ে গেল।
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
আহা কাশেম ভাই ৯০ এর দশক এ ছিলাম পুরা সময়। ছোট বেলার কথা মনে পড়ে গেল।আমার এলাকায় রাত হলে দুর থেকে কে যেন বাঁশিতে পল্লীগীতি বাজাত।খুব ছোটবেলা।কিন্তু এত ভালো লাগত!
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
অনেক বেশি মনে করছি ভালো
জতো সময় শুনলাম চোখে পলক না ফেলে দেখতে রইলাম মনোমুগ্ধকর সুর ❤
সবার প্রথমে যেই লম্বা বাশিঁটার সুর আমা কাছে সবচেয়ে ভাললাগছে,
Hm
ঠিক...
কোনো অচেনা মায়াবী যাদু এই প্রথম বড়ো বাঁশির সুরে...
এমন সুরের বিষাণ কাবিল কন্যারা বজাত পাগল করা হাতছানি....
Same vai
Hmm
বাঁশির সুর আমার খুব পছন্দের।
অসাধারণ মনোমুগ্ধকর।
কলিজা ঠান্ডা করা সুর।
সুবাহানাল্লাহ
সুবহানাল্লাহ কেন ভাই
কোথায় আল্লাহর প্রসংশা করলেন???
কি যবলবো মনটা খারাপ ছিল বাঁশির সুর শুনে মনটা ভালো হয়ে গেল
মাশাল্লাহ ❤
যেমন সুন্দর কারিগর তেমন সুন্দর বাঁশি বাজায় ❤
আমার জীবণের শুনা সবচেয়ে ভালো শুর ❤
এই বংশি বাদকের জন্ম যদি ইউরোপের কোনো দেশে হইত,তাহলে বলার অপেক্ষা রাখেনা যে উনার নিজস্ব জেট বিমান থাকতো।ভালো লাগলো শুনে এবং দেখে। আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন।
Advut Abiswasya Banshi Badak Enake Pranam.Iswar enader Mata Silpider Dhirgha jibon Prada karuk .jagat majhare Sammaner Adhikari
মন মুগ্ধ কর বাঁশির সুর শুনে ছুটে যেতে ইচ্ছা করছে ছোট বেলার কথা। বাঁশি বাজিয়ে রাতের বেলা ঘুরে বেড়াতাম। মেঠো সুরে মনে আসত অবাধ আনন্দ। আজ আর নেই। ❤
অনেক ভালো লাগলো।
Kolkata theke likchi.......oshadharon laglo.....life e prothom amon sunlam
সবার প্রথমে রাগ ভৈরবী হৃদয় ছুঁয়ে গেছে।
বাঁশির সুরের সাথে গ্রাম বাংলার চিরাচরিত নয়নাভিরাম দৃশ্যের সংমিশ্রণে অভূতপূর্ব উপস্থাপনায় স্মৃতিকাতর হয়ে গেলাম, পাশাপাশি এই বিলুপ্তপ্রায় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি। আমি এখন পঁয়ষট্টি। যাঁরা এই শিল্পের সাথে পরিচিত তারাই এটার কদর বোঝেন। আপনার প্রচেষ্টাকে ধন্যবাদ।
এই ভাই এতদিন কোথায় চিলেন,,,
আহা দারুণ লাগলো
কি মধুর সুর মন বরে যায়
বর্তমানে অনেক বংশিবাদক আছে তবে এরকম শুর তুলতে কাউরে দেখি নাই।আহা আহা মনটা ভরে গেলো❤❤
সুদূর বিদেশ থেকে এই ভিডিওটি দেখেছি, বাংলাদেশ ছেড়েছি অনেকদিন হয়েছে উনার বাঁশির সুর আর গ্রামের দৃশ্য এত যে ভালো লাগছে যা বলার অপেক্ষা রাখে না , পৃথিবীর সম্পূর্ণ সৌন্দর্য যেন বাংলাদেশ, স্বর্গের মত .অসাধারণ বাঁশি বাজান তিনি .
অসাধারণ আমার বিশ্বাস হইতেছে না এত সুন্দর বাস্তবে ❤❤❤
এই প্রথম দেখলাম যে বাংলাদেশেও এত এত মেধাবী গুণী মানুষ আছে
আসলে বর্তমান প্রজন্মের কাছে এ সুর গুলো কতোটা আবেগ বা আবেদন জন্মাবে তা জানি না তবে আমরা যারা এ বাশির সুর গুলো ছোট বেলা থেকেই শুনে আসছি তারা খুবই মিস করি। হ্রদয়ে দোলা দেয়া এ বাশিঁর সুর গুলো। কোথায় যেন হারিয়ে যাই বাশিঁর সুরে। হ্রদয়ে অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় না। মনে হয় কি যেন হারিয়ে ফেলছি জীবন থেকে। শুভ কামনা রইলো আপনার জন্য।
ভগবান শ্রীকৃষ্ণের বাশির সুর মনে হচ্ছে। দারুন লাগলো।
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
ধুর
@@LikhonSarkerHimelলিংক টা দিন প্লিজ
Toi giya tor sri krisner sor soinna aisli
Morto poja koros avar boro voro kotha kos
বাসির সুর শুনলে সত্যি সেই হারানো প্রজন্মের কতা মনে পড়ে যায় 😪
যেই যুগে না ছিলো মোবাইল না ছিলো ডিজিটাল কিছু 😪
সত্যি আবার যদি পীরে পাইতাম সেই হারানো দিন গুলো 😪
অসাধারণ। এই সব শিল্পীর জন্য সত্যিই ভাবার দরকার।
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
কেমন যেন জীবন্ত সুর মনে হচ্ছে এবং আমি মায়ায় পড়ে যাচ্ছি।
"হ্যামিলনের বাঁশিওয়ার গল্প" নামে কাশেম ভাইয়ের বাঁশি বানানো এবং বাজানো নিয়ে পুরিপুর্ন একটি তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। সময় সুযোগ পেলে দেখার আমন্ত্রন রইল।
@@LikhonSarkerHimel ঠিক আছে ভাই
জয় গুরু। অসাধারণ আপনার বাঁশির সুর ধন্যবাদ।
ধন্যবাদ
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
এতো বাঁশি বাধক দেখলাম,
কিন্তু বিশ্বের সেরা ব্যাক্তি হচ্ছেন আপনি, আপনার সুরে পাগল হয়ে যাই,
সবার কমেন্ট দেখে আর কিছু বলতে হবে না, অনেক বাশির সুর সুনেছি কিন্তু এর রকম হৃদয় ছুয়া জাওয়া বাশির সুর কোনো দিন সুনি নাই, যদি সুজগ পেতাম তো উনার সাথে দেখা করতাম,❤
@@mdlimonislam03r99 "হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ভিডিওতে নাম্বার দেয়া আছে, ধন্যবাদ।
দারুন চাচা মন বরেজাই প্রত্যেকটা বাঁশির সুরের মাঝে অনন্ত সুখ খুঁজে বেড়ায় জানিনা কি যে করে অস্থিরতাকে আবার শান্তি করে
অসাধারণ
আল্লাহতায়ালা আলাদা একটা গুনের অধিকারী করে পাঠিয়েছেন।
এরকম এত নিখুঁত বাঁশির সুর আমি আগে কখনো শুনিনি যে বাঁশির সুর আমার মত অনেক মানুষের হৃদয়ে সাড়া দিয়েছে সত্যি অসাধারণ আমার মতো কে কে এই প্রথম শুনলেন
আপনার সাথে কারোর তুলনা হয় না,,আপনি অতুলনীয় 🥰🥰
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
দাদা আপনার বাঁশির সুর মাঠের সবুজ ধান গুলো শুনে তরতর করে নেচে বেড়ে উঠছে,
অপূর্ব
অপূর্ব
অপূর্ব
অসাধারণ। আমি আমার জীবনে এমন যাদুকর বংশীওয়ালা প্রথম দেখলাম।
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
আমাদের হোমনা থানা শ্রীমুদ্দি গ্রামের কালি বাড়ি মেলা খুব মনে পরে ❤
আহা! গ্র্যামি বাংলার মেঠো সুর.... পরাণটারে টানিয়া কোন সুদুরে বাসায়ে লইয়া যায়
অসাধারন খুব ভালো লাগলো
@@arjahidmollik9828 ধন্যবাদ আপনাকে 🙏
অসাধারণ কারিগরি এবং বাদকের প্রতিভা আছে ওনার ভিতর অনেক ধন্যবাদ আপনাকে।
রেডিও টেলিভিশন থেকেও সুন্দর উনার বাঁশি বাজানো ভৈরবী রাগের বাঁশির সুরগুলো
আহহহ পরান জুড়িয়ে গেলো। আমার সেই গ্রামের কথা মনে পরে গেলো।
😊এক কথায় অসাধারণ
সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেলো😢😢
বাঁশীর সুর এতো মধুর হয়,তা আমার জানা ছিলনা।
ধন্যবাদ
প্রণাম চাচা। আপনি শতায়ু হন। সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রাণ ভরে বাঁশি বাজান।
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
ভাইয়া বাসির সুরটা কলিজায় গিয়ে আগাত করছে অনেক বেশি ভালো লাগছে ধন্যবাদ 🥰🥰🥰
Kolkata theke dekhlam r sunlam. Mon vore gelo. Mian bhai k amar shuvechchhaa r shuvokamona.
❤
কেনো জানিনা ছোট বেলা থেকেই বাঁশির সুর সুনলে আমি জেনো কোন জগতে হারিয়ে জাই আজ বহুদিন পরে এতো সুন্দর বাঁশি সুনলাম
আমি আপনার বাশির সুর শুনে মুগ্ধ ❤❤
তুমি কেমন করে বাজাও বাঁশি, ঘরে থাকেনা মন তাই ছুটে আসি। ধন্যবাদ ভাই আপনাকে।
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
আপনার বাঁশীর উপর এতো দক্ষতা আর আপনার বাজানো দেখে এবং এবং শুনে তো হতবাক হয়ে গেলাম, জীবন প্রথম বারের এতো উন্নত মানের বাঁশ ও বাঁশী বানানো হয় তা জেনে খুবই গরবিত বোধ করছি এই ঐতিহ্যবাহী শিল্প কে বাঁচিয়ে রাখার বিনীত অনুরোধ থাকবে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে সংস্কৃতি মন্ত্রী মহোদয় ও মন্ড্রন
মন্ত্রনালয়ের প্রতি।। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কতৃক সারা দেশের বাঁশি বাদক নিয়ে সপ্তাহ ব্যাপি একটি মহতি মহোৎসবের আয়োজন করার বাংলাদেশ দেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরবরে আমার আকুল আহ্বান থাকবে এবং শ্রেষ্ঠ ১০জন শিল্পী(বাঁশি বাদকদের) কে পুরস্কৃত করে এ'শিল্পকে টিকিয়ে রাখায় উৎসাহিত করতে,বাঁশি প্রিয় দেশের মানুষের কাছ থেকেও বিপুল সাড়া সহ অনন্য ও নব ইতিহাস রচিত হবে বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি।।
বাঁশির সুর শুনে আগের দিনের সিনেমার কথা মনে পড়ে গেল । পুরোনো সিনেমা গুলোতে এই রকম বশির সুর দিতো
খুবোই ভালো লাগলো আলহামদুলিল্লাহ্।
O great hero of peace, live forever in my heart
এত সুন্দর বাঁশির সুর অনেক ভালো লাগলো
আ কি সুন্দর বাঁশির সুর মন ভরে গেলো
বাংলাদেশের নাম উজ্জ্বল করে দেখালেন সেই বংশীবাদক তার জন্য স্যালুট জানাই আপনাকে প্লাস একটা বাংলাদেশের গর্ব ভারতের নয়
পত্যকটা বাশির সূর ই যেন আলাদা মনমুঘদময় এক কথায় অসাধারণ
এতো সুন্দর সুর ভাষা হারিয়ে ফেলেছি❤️
দারুন বাঁশি বাজায়। ছোটবেলায় ভক্ত ছিলাম। বাজার থেকে কিনে নিজে নিজেই শিখেছি। একজন প্রতিবেশী দারুন বাজাতো। তবে আকর্ষণ হয়ে বাজারে যে বাঁশি বাজাতো আর বিক্রি করতো। কানাডা তে চীনা আর সাউথ আমেরিকার বাঁশি পাওয়া যাই. আমি একবার রাশিয়া ঠেকতে আশা ভোঁসলের একটা বাংলা গান বাজিয়েছিলাম আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে, সাথে রাশিয়ান মহিলা spontonously পিয়ানো বাজাচ্ছিল। ওই প্রথম ওই শেষ. বিদেশিরা ছিল অডিয়েন্স। আমার বাজানো তত ভালো ছিলোনা। আমাদের যারা বাঙালি ছাত্ররা ছিল, তারা তো বোঝেনা আমার কেতা দুরস্ত। ওই বাঁশিটা ছিল Hohner প্লাষ্টিক এর তৈরী বার্লিন থেকে কিনেছিলাম ছুটিতে ১৯৭৭-৭৮ সালের কথা. একদিন ১৯৭৪ সালে ঢাকা উনিভার্সিটির হোস্টেলগুলোর ভেতর দিয়ে হেটে যাচ্ছি, এখন এক তারের বেহালা বাদক বাশ দিয়ে আর ঘোড়ার লেজের চুল দিয়ে মনে হয় Bow তা বানানো। সে তখন বাজাচ্ছিল লতার গাওয়া শেষ পরিচয় ছবির গান কত যে কথা ছিল, কত যে ছিল গান. সুর হেমন্ত , কথা কবি; বিমল ঘোষ. ওই বাঁদরকের পেছনে হাটছে ১৫-২০ ছাত্র আর শুনছে তার বাজানো। সবাই তাকে টাকা দিলো। সে নিজের হাতে তৈরী বেহালা বিক্রি করতো ওই ভাবে। বললো সে আমেরিকায় এক বছর ছিল. এক বাঙালি তাকে নিয়ে রাস্তায় বেহালা বাজিয়ে অনেক টাকা কামিয়েছিলো। তাকে সে টাকার ভাগ দিতোনা বেশি। পরে সে চলে আসে বাংলাদেশে। এখনো বাঁশি ফেভরিট। আমাদের মেট্রোর সামনে এক চিলির বাঁশিবাদক ঠিক হ্যামিলনের বাঁশি বাদকের মতো ছিল. এখন দেখিনা। গাঁজা খেত আর বাজাতো সাথে বন্দু স্প্যানিশ গিটার বাজাতো। থাঙ্কস ওই বাঁশিবাদক ও তার সূষ্টিকে।
বারী সিদ্দীকীর বাশীর সুর আমার প্রিয়
তবে ইনিও চমৎকার বাশী বাজিয়েছেন
অস্থির সুর অনেক ভালো লাগছে ❤
গুনি মানুষের কদর নাই। শুভ কামনা রইল।
আসসালামুয়ালাইকুম.
মূলত যারা অরজিনাল রিয়েল শিল্পী তাদেরকে এই বাংলাদেশে কোন মূল্য নাই,এদেরকে কেউ মূল্য দেয় না, আফসোস এত সুন্দর প্রতিভাবান মানুষ এখনো গ্রামে পড়ে আছে,😢তার কোনো ভবিষ্যৎ নাই এখনকার সব ডিজিটাল বাদ্যযন্ত্র এসে এদের মূল্যায়নটা উঠে গেছে😢😢😢😢😢😢
এক কথায় অসাধারণ ❤❤❤❤আর কিছু বলার নেই ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
কী সুন্দর বাঁশির সুর,, শোনে মন টা জুডিয়ে গেল ভাই 🙏🙏🙏🥰🥰🥰🥰
মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম উনার বাঁশির সুর। জীবনে প্রথম এতো সুন্দর সুর শুনলাম। শুভকামনা বংশীবাদকের জন্য শুভকামনা ❤
এমন বাঁশির সুর শুনানোর জন্য লিখন ভাইকে ধন্যবাদ
অনেক ধন্যবাদ। আশা করছি আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও সময় পেলে দেখবেন।
ইসসসস বাঁশির বাজনা কলিজায় গিয়ে লাগলো ❤❤❤
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
লিবিয়া থেকে সুনলাম।মনের দুঃখ গুলা দুর হয়ে গেলো।❤
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
অসাধারণ চাচা ফান্টা জুড়িয়ে যায় বাসির সুরে
"হ্যামিলনের বাঁশিওয়ালা" নামে কাশেম ভাইয়ের বাঁশি নিয়ে একটি পূর্নাঙ্গ তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
মাশা-আল্লাহ দাদর অনেক সুন্দর বাশির সুর
অসাধারণ ছিল এই প্রবাসে ডিউটি শেষ করে এসে বাঁশির সুর শুনলাম মনে হলো ইট পাথরের শহর ছেড়ে সেই ছির চেনা গ্রামে চলে আসছি ❤ ধন্যবাদ ❤
জিবনে বাশিঁ বাজানোর অনেক শখ ছিলো কিন্তু সাধ আর সাধ্য হয়ে উঠলো না😢😢😢
মন ছুঁয়ে যাওয়া বাঁশির সুর ♥️♥️
আহ্. অবাক হয়ে গেলাম খোব ভালো লাগলো😊😊
কি অদ্ভুত ঐশ্বরিক শক্তির প্রতিভার বিকাশ ,হতভম্ব করে দেয় .......
সত্যিই অসাধারণ ❤
আমি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে দেখছি, ভালো লাগলো ❤
অনেক ধন্যবাদ, আমার চ্যানেলের পাশেই থাকবেন।
গ্রামের নাম কি
জেলা: কুমিল্লা
থানা: হোমনা
গ্রাম: শ্রীমদ্দি
আমার গ্রামের গর্ব🥰@@ismailhosen4231
অনেক বাসির সুর সুনেছি আমি নিজেও বাসি বাজাই কিন্তু আপনার মত এত সুন্দর কাওকে বাজাতে দেখিনি আপনার কাছে বাসি শিখার উপাই কি বলতে পারেন ওনার ফোন নাম্বার দেয়া যাবে প্লিজ 😔
উনার ফোন নাম্বার ভিডিওতে দেয়া আছে।
পেয়েছি
Pai ni@@LikhonSarkerHimel
@@meyaalamin4418 আমাকে নাম্বার টা দিয়েন
@@abutaher6529 পুরোটা দেখলে পাবেন
আমি বাঁশি বাজাতে পারিনা,,কিন্তুু বাঁশির সুর আমার অনেক ভালো লাগে।
অসাধারণ বাশির শুর❤️❤️❤️❤️❤️❤️❤️
কি সুরের টান এমন সুরের টান আগে কখনো শুনি নাই জীবনে
বাঁশির সুরটা কলিজায় লাগে
অসাধারণ বাশির সুর মনে দোলা দিয়ে যাওয়ার মত
আমার জীবন জীবনেএতো সুন্দর বাসির সুর শুনি নাই
"হ্যামিলনের বাঁশিওয়ার গল্প" নামে কাশেম ভাইয়ের বাঁশি বানানো এবং বাজানো নিয়ে পুরিপুর্ন একটি তথ্যচিত্র আমার চ্যানেলে আছে। সময় সুযোগ পেলে দেখার আমন্ত্রন রইল।
ei bashir sure ami sob somoy e mukhdo tobe tar basir sure alada power ache❤
তাকে জাতীয় পুরুস্কার দেওয়া জরুরী