VS Code Keyboard Shortcuts to Boost your Productivity

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 82

  • @nextlevelcoding5834
    @nextlevelcoding5834 2 роки тому +30

    আলহামদুলিল্লাহ ভাই, নতুনদের জন্য অনেক উপকারে আসবে।
    - এগুলোর মধ্যে Ctrl + G - specific line এই শর্টকার্ট টা ছাড়া বাকি সবগুলো আগে থেকেই জানতাম এবং রেগুলার ব্যাবহার ও করি।
    এগুলোর বাইলে আরো কিছু গুরুত্বপূণৃ শর্টকার্ট যেগুলো আমি নিয়মিত ব্যাবহার করি।
    ১। Alt + Tab -- এক ট্যাব থেকে অন্য ট্যাবে যাওয়ার জন্য। যেমন আমি এক ট্যাবে ইউটিউব টিউটোরিয়াল দেখছি অন্য ট্যাবে vs code এ প্রাকটিস করছি তখন এই শর্টকার্ট এর মধ্যমে দ্রুত এক ট্যাব থেকে অন্য ট্যাবে সুইচ করা যাবে।
    ২। Alt + BackSpace --অনেক সময় আমরা অনেক বড় ফাইল এ কাজ করি সেখানে ৪০০/৫০০ লাইন কোড ও থাকে। এখন ধরুন আমি ৩৫০ লাইন এ কোড করছি এই অবস্তায় আমার একদম উপরের দিকে ১০ নাম্বার লাইনে কিছু কোড আপডেট করে আবার আগে যেখানে কোড করছিলাম সেখানে ফিরে আসা দরকার কিন্তু আগে কত নাম্বার লাইনে ছিলাম খেয়াল নেই তখন এই Alt + Backspace দিলে আগের অবস্থানে মানে ৩৫০ নাম্বার লাইনে নিয়ে আসবে।
    ৩। Ctl + Enter -- এর মাধ্যমে আপনি পরের লাইনে চলে আসবে, তারমানে ধরুন আপনার মাউস কারসর কোন একটা লাইন এর মাঝখানে রয়েছে এখন আপনাকে পরের লাইনে আসতে গেলে ওই লাইন এর শেষে কারসর নিয়ে গিয়ে তারপর Enter দিতে হবে, কিন্তু এই শর্টকার্ট এর মাধ্যমে আপনি লাইন এর যেখানেই থাকেন পরের লাইন এ যেতে পারবেন।
    ৪। Ctl + Shift + Enter --এইটা ঠিক উপরের টার মতই। এর মাধ্যমে আপনি যেই লাইনে থাকবেন তার উপরের লাইনে Enter হবে। তার মানে ধরুন আপনি এখন ১০ নাম্বার লাইনে আছেন, আপনি চাচ্ছেন তার উপরের লাইনে অর্থাৎ ১০ এবং ৯ লাইন এর মাঝখানে আর একটা tag বা নিতে তখন এই শর্টকার্ট ব্যাবহার করতে পারেন।
    ৫। Ctrl + Home -- এর মাধ্যমে আপনি কোড এর যেখানেই থাকেন আপনাকে একদম ওই ফাইল এর শুরুতে নিয়ে আসবে মানে ১ নাম্বার লাইনে।
    ৬। Ctrl + End -- এইটা ঠিক উপরের টার মতই কাজ করবে তবে এইটার মাধ্যমে কোড এর একদম শেষে নিয়ে যাবে।
    ৭। Ctrl + Right Arrow -- এর মাধমে কোন একটা word এর শেষে যেতে পারবেন।
    ৮। ৭। Ctrl + Left Arrow -- এর মাধমে কোন একটা word এর শুরুতে যেতে পারবেন।
    ৯। Ctrl + Shift + Right Arrow & Left Arrow -- এর মাধ্যমে নির্দিষ্ট কোন word একবারে সিলেক্ট করতে পারবেন। word এর শুরুতে থাকলে Right Arrow এবং word এর শেষে থাকলে Left Arrow দিলে সম্পুর্ণ word টা সিলেক্ট হবে।
    ১০। ‍Shift + End -- কোন একটা লাইন সম্পুর্ণ সিলেক্ট করতে ওই লাইন এর শুরুতে গিয়ে Shift + End দিলে সম্পুর্ণ লাইন টা সিলেক্ট হয়ে যাবে।
    ১১। Shift + Home -- একই ভাবে কোন লাইন এর শেষে কারসর থাকলে Shift + Home দিলে সম্পুর্ণ লাইন টা সিলেক্ট হবে।
    ১২। Shift + Right Arrow & Left Arrow -- এর Letter by Letter সিলেক্ট করতে পারবেন। মানে একটা করে অক্ষর সিলেক্ট হবে।
    * এই রকম আরো অনেক শর্টকার্ট নিয়মিত ব্যাবহার করি, কিন্তু সময় সল্পতার জন্য সব লিখতে পারলাম না।
    এবং উপরের শর্টকার্ট গুলোও হয়ত ভালভাবে Explain করতে পারিনি, তার জন্য ক্ষমা করবেন।
    * তবে আশা করছি এগুলো আপনাদের উপকারে আসবে। ❤

  • @ProcoderBD
    @ProcoderBD  Рік тому +10

    ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর এই সিরিজ সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান।

    • @MAFaria2
      @MAFaria2 3 місяці тому

      ভাই এই ভিডিও দেখে অনেক উপকৃত হলাম

  • @shohidulislam55587
    @shohidulislam55587 Рік тому +1

    আসসালামু আলাইকুম, (ভাইয়া) , নতুন
    এই শর্টকাট পেয়ে মন থেকে অনেক খুশি।

  • @PixelPerfectProject
    @PixelPerfectProject 4 місяці тому

    মাশাল্লাহ, ভাই আপনি তো ভাল ভিডিও বানান। ভাল শেখান । এখন থেকে আমি আপনার আরও ভিডিও দেখতে থাকব। ছোট খাট কিছু সমস্যা আছে যেগুলো দেখতে দেখতে ক্লিয়ার হয়ে যাবে। ইনশাল্লাহ।

  • @mahmudulhasansarkar1567
    @mahmudulhasansarkar1567 Рік тому +2

    ধন্যবাদ স্যার আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছি

  • @FahimAhmed-h4e
    @FahimAhmed-h4e 6 місяців тому

    8:56 Sure sir onek kisu siklam 😍

  • @PixelPerfectProject
    @PixelPerfectProject 4 місяці тому

    দারুণ, এগুলো আয়ত্বে আনতে হবে । তবেই না আমার সামনের প্রজেক্টগুলো আরও দ্রুত কোড করতে পারব।

  • @RiadAhmed-o7q
    @RiadAhmed-o7q 4 місяці тому

    Recently I had finished your modern html playlist. This video will help me in Future Insha Allah Thank You.☺☺

  • @aritsolutions8615
    @aritsolutions8615 20 днів тому

    Assalamualaikum Vai this is a very helpful video

  • @zakariahossain2857
    @zakariahossain2857 7 місяців тому

    অসাধারণ সুন্দরভাবে বুঝিয়েছেন

  • @baharulislamib452
    @baharulislamib452 4 місяці тому

    alhamdulillah
    vai amar shortcut janar onk agroho silo seta poron kore dilen

  • @timeline52
    @timeline52 Рік тому +2

    Thanks for sharing new tips.

  • @mamumin
    @mamumin 5 місяців тому

    Smart & useful lesson! Respect with love.

  • @Monirul_IslamBD
    @Monirul_IslamBD 3 місяці тому

    I was looking for this. Thanks. Great help

  • @thevhejalltd8716
    @thevhejalltd8716 2 роки тому +3

    ctr + shift + L ta na janar karone onek problem hoccilo akon ar hobe na, thank you sir

  • @MinhazurRahmanRaju
    @MinhazurRahmanRaju 3 місяці тому

    It’s amazing.
    Love from heart.

  • @mahidmunna01
    @mahidmunna01 11 місяців тому +2

    Very helpful vaiya 💥💥❤❤👈👈

  • @nishanbarua802
    @nishanbarua802 7 місяців тому

    just awesome sir❤❤❤❤❤❤

  • @developermsmahadi
    @developermsmahadi Рік тому +1

    Thank you so much ❤

  • @sheikhayatulislamzaif-saiz
    @sheikhayatulislamzaif-saiz 10 місяців тому

    I am following you regularly.

  • @SabbirkhanRizwan
    @SabbirkhanRizwan 2 роки тому

    অনেক দিনের ইচ্ছা আপনাকে প্রথম কমেন্ট করবো আজ ইচ্ছা পুরণ হলো।

  • @mdashikulislamashik5150
    @mdashikulislamashik5150 Рік тому +1

    thanks vai

  • @FahimExperiment-j6f
    @FahimExperiment-j6f 6 місяців тому

    This video is very helpfull

  • @ASHRAFULISLAM-hl4vz
    @ASHRAFULISLAM-hl4vz 4 місяці тому

    Very nice.

  • @huraiah821
    @huraiah821 2 роки тому

    অনেক তথ্যবহুল ভিডিও ধন্যবাদ ভাই❤️

  • @bakerbhai420
    @bakerbhai420 2 роки тому +1

    Tnx Vaiya

  • @Md.NahidulIslam-j6p
    @Md.NahidulIslam-j6p 11 місяців тому +1

    tnx

  • @dilydose1594
    @dilydose1594 Рік тому +1

    Thanks bro..

  • @fahimshahriar3072
    @fahimshahriar3072 2 роки тому +1

    lot of tnx for the content

  • @MD.NAZMULHOSSAIN-f9x
    @MD.NAZMULHOSSAIN-f9x 7 місяців тому

    sir thank you ,

  • @ardhrubobd
    @ardhrubobd 2 роки тому

    ctrl + shift + w chepe apnar youtube bondho kore fela ami😄😄

  • @emotions1294
    @emotions1294 2 роки тому

    ভালোবাসা রইলো ভাই

  • @ottomanthoughts4427
    @ottomanthoughts4427 Рік тому

    Nice!!!

  • @rabeaakther1119
    @rabeaakther1119 2 роки тому

    আসসালামুয়ালাইকুম ভাইয়া ☺️
    ফায়ারফক্স ডেভেলপার এডিশন নিয়ে একটা ফুল ভিডিও দেন ☺️

  • @yeasinarafat5631
    @yeasinarafat5631 7 місяців тому

    vaiya apnar vs coder extension gular ekta vedio den apni ki ki extension use koren?

  • @Nomankhan-nu3wq
    @Nomankhan-nu3wq 2 роки тому

    Awesome 👍😎

  • @maruf_albin
    @maruf_albin 2 роки тому +1

    vs code a kon font use kortechen bhaiya.?

  • @hridoymojumder8736
    @hridoymojumder8736 2 роки тому

    Thank you vai,

  • @noushedakib1658
    @noushedakib1658 2 роки тому

    Thank you vai

  • @Amir-jv6uk
    @Amir-jv6uk Рік тому +1

    vaiya 1 clicke kivabe shob folder occured edit korbo. Ektu reply dile upokar hoto

  • @riadraj2998
    @riadraj2998 2 роки тому

    osam bro

  • @webdoctornahid8684
    @webdoctornahid8684 2 роки тому

    Great

  • @thevhejalltd8716
    @thevhejalltd8716 2 роки тому

    Sir, please make part 2!!!!

  • @income10m93
    @income10m93 2 роки тому

    وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ

  • @rockychain3831
    @rockychain3831 2 роки тому

    Nice tips vai

  • @mdchad5749
    @mdchad5749 10 місяців тому

    via pipe line shortcut ta kii hobe?

  • @realkidding1213
    @realkidding1213 2 роки тому

    আর এইসব কিবাইন্ডিং চেঞ্জ করে সুবিধামতো আঙ্গুলের কাছে নিয়ে আসা আমি!
    🤣😅এগুলা একটাও ওই কমান্ডে কাজ করে না😅

  • @bijoyc.d6513
    @bijoyc.d6513 2 роки тому

    javaScript video den vai

  • @jubayerdk
    @jubayerdk 2 роки тому

    thanks

  • @tamimforhad9168
    @tamimforhad9168 Рік тому +1

    Ctrl+ Alt+ down arrow key press করে li তে একসাথে class add করতে পারছি না।৷windows er layout change hoye jasse..how can i fix it😢

  • @mobailphone3514
    @mobailphone3514 2 роки тому

    tnx

  • @learneasilyprogramming5245
    @learneasilyprogramming5245 2 роки тому

    Vaiya....apone vs code a kon theme use koren?

  • @MdjidanJiyaj
    @MdjidanJiyaj 7 місяців тому

    vai ctrl + alt + down arrow . ai key ta amr vs code a kaj kora na. ai key ta dila amr vs code round hoia nicha er dike choila jai. onno kono key asa ki jiata dia ami aii key tar kaj chalai ta parbo.😃

  • @mssoha87
    @mssoha87 2 роки тому

    ভাইয়া Index গুলো Inspact করে দেখার জন্য কোন শর্টকার্ট ব্যবহার করতে হয়

  • @SOHELRANA-sc9vg
    @SOHELRANA-sc9vg 2 роки тому

    Git a amar project gulo kivabey uploaded kory rakbo aita ney new akta vedio deyn vaiya

  • @sibbirrahman6666
    @sibbirrahman6666 2 роки тому

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @safinahmed3252
    @safinahmed3252 Рік тому

    via apni figma to html n css akta file creat korun plss

  • @obayedullah9233
    @obayedullah9233 2 роки тому

    💕💕💕

  • @khalidhasan9675
    @khalidhasan9675 2 роки тому

    vaia bootstap 5 neya jodi vedio detan ta holay onak upokar hoto plg vaia🙏

  • @mrmabdullah7046
    @mrmabdullah7046 2 роки тому

    vai amar to apnar dekhano prothom sortcut ta kaj kortecena. kono extention add kora lagbe naki?

    • @ProcoderBD
      @ProcoderBD  2 роки тому +1

      না, দেখেন আপনার বিজয় বা অভ্র চালু আছে কিনা

    • @mrmabdullah7046
      @mrmabdullah7046 2 роки тому

      @@ProcoderBD install kora ace, but bebohar kora temon lagena, korina. Uninstall korte hobe naki?

    • @mrmabdullah7046
      @mrmabdullah7046 2 роки тому

      Naki hide korar option ace?

  • @kajulahmed
    @kajulahmed 2 роки тому

    236th viewer ❤️

  • @ronymollaofficial
    @ronymollaofficial Рік тому

    Bhaiya Ctrl+ KZ দিলে zen mode off hoi naa even on o hoi naa??
    how can I fix it?

    • @alzabir3
      @alzabir3 Рік тому +1

      প্রথমে কন্টোল চেপে কে তারপর কন্টোল ছেড়ে দিয়ে জেট তাহলেই হবে।

    • @tamimforhad9168
      @tamimforhad9168 Рік тому

      ​@@alzabir3Ctrl + Alt +down arrow key press kore একসাথে li তে class add hosse na....layout change hoye jasse windows er...how can fix it..plz

  • @ppp5921
    @ppp5921 Рік тому

    ctrl+z
    ctrl+y

  • @alidhossain5943
    @alidhossain5943 2 роки тому

    theme name...?

    • @ProcoderBD
      @ProcoderBD  2 роки тому +1

      Andromeda but customized. Check the video 👉 how I customize my Vs code

  • @mostafijarrahman1036
    @mostafijarrahman1036 Рік тому

    কামপ্লিট? ইংরেজির হো.গামারা

  • @TraderTakashi
    @TraderTakashi 2 роки тому

    U TALKED TOOO MUCH

  • @tohinkhan9208
    @tohinkhan9208 Рік тому +1

    Thank you Very much ❤❤