প্রবাসীদের চ্যালেঞ্জ ও তার সমাধান | Perspective Podcast | Ep

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 179

  • @nyma023
    @nyma023 2 роки тому +70

    খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশীরা আসলেই অনেক রুলস রেগুলেশন সম্পর্কে ধারণা রাখিনা। যেমন আমাদের কথাই যদি বলি আমাদের প্রথম সন্তান হওয়ার সময় আমরা দুইজনই পিএইচডি স্টুডেন্ট। বাচ্চা হওয়ার পর আমি ঠিক করি পার্ট টাইমে পিএইচডি করবো। কিন্তু আমাকে কেউ কোন ইনফো দিতে পারলোনা। এমনকি ইউনির স্টুডেন্ট সাপোর্ট অফিসারও প্রথমে বলছে এটা সম্ভব না। পরে ঠিকই বিভিন্ন ইমেইল চালাচালি, মীটিং এর পর জানা গেছে এটা সম্ভব এবং স্কলারশিপ সহই সম্ভব, আলহামদুলিল্লাহ।
    এরপর আরেকটা ব্যাপার হল আমার পিএইচডির মাঝে আমার হাজবেন্ডের মালয়েশিয়াতে জব হয়। তখন আমি ঠিক করি যে পিএইচডি অফ করে হোক বা ছুটি নিয়ে হোক আমি হাজবেন্ডের সাথে মালয়েশিয়া চলে যাবো। আশেপাশের সবাই বলছিল যে এটা না করে একা যেন বাচ্চা নিয়ে থেকে যাই। যাই হোক, আমি সুপারভাইজারকে মীটিং এ বললাম "আমার লং লীভ লাগবে নয়তো আমি পিএইচডি ছেড়ে দিবো"। সুপারভাইজার খুবই অবাক। পরে সব শুনে সে আমাকে বললো আমি চাইলেই এক্সটার্নাল স্টুডেন্ট হিসেবে পিএইচডি কন্টিনিউ করতে পারি। আলহামদুলিল্লাহ আমি এক্সটার্নাল হিসেবেই পিএইচডি কমপ্লিট করি। আর এক্সটার্নাল অবস্থায় কত বাংগালী যে আমাকে বলছে তারা ঘুণাক্ষরেও এই জিনিস জানেনা বা দেখে নাই।

    • @yahiaamin
      @yahiaamin  2 роки тому +5

      Thanks for sharing your story

  • @hshasmot6932
    @hshasmot6932 2 роки тому +22

    আলোচনা শুনে আমি যেটা বুঝতে পেরেছি অন্য ভাইদের চাইতে ইয়াহিয়া আমিন ভাই দেশকে বেশি ভালোবাসেন এবং নিজের ভালো থাকার চাইতে ইসলামকে প্যাররিটি বেশি দিয়ে থাকেন যেটা আমাদের সকলেরই থাকা উচিত

  • @nyma023
    @nyma023 2 роки тому +10

    যাকারিয়া ভাই যেমন সাপোর্ট পাওয়ার কথা বলেছেন ঠিক তেমনি ভাই ও তার ফ্যামিলি অনেক অনেক কে সাপোর্ট দিয়েছেন, দিয়ে যাচ্ছেন, মাশাল্লাহ।

    • @yahiaamin
      @yahiaamin  2 роки тому

      Thanks

    • @mirzahirmohammadkhan2326
      @mirzahirmohammadkhan2326 2 роки тому

      কমু্নিটি তথা পরিবেশ ব্যতিত ভাই, পরিবারের সমর্থন ভোগান্তি কমাতে সাহায্য করে, সর্বোপরি স্থায়ী বসবাসের জন্য সতর্ক থাকার পরে ও সন্তান নিয়ে উদ্ভিন্ন থাকতেই হবে।

  • @OSL---od1gt
    @OSL---od1gt 2 роки тому +41

    পডকাস্ট দেখে যা বুঝলাম ইয়াহিয়া আমিন ভাইয়ের ২ ভাই ইয়াহিয়া ভাই থেকেও অনেক জিনিয়াস! এই প্রথম ইয়াহিয়া ভাই কথা বলার সুযোগ পায় নাই!! ভাই রে ভাই আমিন ব্রাদার্সদের স্যালুট!!

    • @yahiaamin
      @yahiaamin  2 роки тому +9

      Nice thought

    • @samiraislam8289
      @samiraislam8289 2 роки тому +8

      ইয়াহিয়া ভাইয়া উনার ভাইদের গেস্ট হিসেবে আনসে, তাই সুযোগ বেশি দিছে। যাতে আমরা সরাসরি উনাদের মুখ থেকেই শুনতে পারি

    • @GaziAdil
      @GaziAdil 2 роки тому +10

      That’s not the case. The host just allowed us to understand the reality of abroad first hand. Having a white collar job, they missed a lot of real problem of being a migrant. Yahia Amin is the absolute

    • @shaminul8253
      @shaminul8253 2 роки тому +2

      Don't compare brother

    • @05_mehetajfahim44
      @05_mehetajfahim44 2 роки тому

      R u kidding me!!! To the point e sudhu yahia vai e kotha bollo. Amin brothers sudhu edike sedike kotha bole ashol jeta jante chai setai bole na.

  • @sharmeenahmed1576
    @sharmeenahmed1576 Рік тому

    আমি দীর্ঘ ৩৮ বছর ধরে আমেরিকায় আছি।এই আলোচনাটা আমার অনেক ভাল লেগেছে যেহেতু আমি মুসলিম তাই আমাদের মত প্রবাসি বাংগালি ছেলেমেয়েদের ধর্মিয় ভাবে জীবন যাপন করা অত্যন্ত কঠিন এই বৈরি পরিবেশে, কিন্তু আমি দেখেছি যেসব গার্ডিয়ানরা জিবনের শুরুতেই সিদ্ধান্ত নিয়ে পুরো ইসলামিক নিয়মে নিজেরাও চলে আর সেভাবে বাচ্চাদের ইসলামিক স্কুলে লেখাপড়া শেখান একমাত্র তারাই সফল হয়েছে। এদিকদিয়ে নিউইয়র্ক শহরে প্রচুর সুযোগ সুবিধা আছে। আমাদের বাচ্চারা নস্ট হয় আমাদের মত নির্বোধ গার্ডিয়ানের অজ্ঞ্যানতার কারনে। এখন বাংলাদেশ একটা মুস্লিম কান্ট্রি হয়েও সেখানেও কি কম কিছু হচ্ছে!!???

  • @ayshaakhtar4102
    @ayshaakhtar4102 2 роки тому +1

    পডকাস্টটি সুদীর্ঘ তাই অনেকদিন ধরে শুনে শুনে অবশেষে শেষ করতে পারলাম!
    মাইগ্রেশন বিষয়ক অত্যন্ত প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ এবং নিজস্ব অভিজ্ঞতা দিয়ে সাজানো এতো মানসম্পন্ন আলোচনা আমি এর আগে শুনিনি । ইয়াহিয়া আমিন, জাকারিয়া আমিন আর ইমরান আমিন কে ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা।
    বেশ কয়েক বছর আগে আমি কানাডায় মাইগ্রেট করার জন্য অস্হির হয়ে উঠেছিলাম এবং প্রতারক শুভাকাঙ্খী'র পাল্লায় পড়ে মোটামুটি ভালো একটা এমাউন্ট গচ্চাও দিয়েছি!
    আপনাদের আলোচনা শুনতে শুনতে ভাবছিলাম...কতো বোকা ছিলাম আমি....একজন উচ্চ শিক্ষিত মানুষ হয়েও কোন ধরণের বিচার-বিশ্লেষণ ছাড়া কি একটা ভয়ংকর অন্ধকারে ঝাঁপ দিচ্ছিলাম....এবং আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ!
    আমার অনেক বন্ধু-বান্ধব আছেন, যারা আমাকে মাইগ্রেট করার বিষয়ে উৎসাহ দিতেন প্রায়শ:ই। অথচ মাইগ্রেশন এর পজিটিভ-নেগেটিভ সহ পুরো চিত্রটি তারা কখোনই বলেন নি। এ ধরণের দায়-দায়িত্বহীন পরামর্শ-উৎসাহ নি:সন্দেহে বিপদজনক!
    কমিউনাল সাপোর্ট বিষয়টি যে কতো জরুরী তা হৃদয়ঙ্গম করলাম। দেশের বাইরে স্বল্প বা দীর্ঘমেয়াদি থাকার সময়গুলোতে এটা হাড়ে হাড়ে টের পেয়েছি। আইসল্যান্ডে থাকাকালীন হালাল গরুর মাংস পাওয়া যেতো না বলে, ৬ মাস বিস্বাদ ভেড়ার মাংস দিয়ে চালিয়েছি! তাও ভেড়ার মাংসের নির্দিষ্ট একটি ব্র্যান্ড মরোক্কান মুসলিম কমিউনিটির কাছ থেকে কনফার্ম ছিলাম তাই।
    পরিশেষে, আপনাদের তিনজনের আলোচনা আবারও শুনতে চাই। আমার পছন্দের বিষয় হলো, উচ্চ শিক্ষার জন্য সন্তানকে বাইরের দেশে পাঠানোর আগে যে যে বিষয়ে প্রস্তুতি নেয়া প্রয়োজন।
    আপনারা যে প্লাটফর্মটি করতে যাচ্ছেন, তা সফল হোক, মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখুক, আমাদের কমিউনিটি রিলেশন-বন্ডিং মজবুত হোক, দোয়া করি।।

  • @md.omarfaruk723
    @md.omarfaruk723 2 роки тому

    বিদেশ জাওয়ার কোন প্লান বা ইচ্ছা এখন পর্যন্ত আমারও নাই, শুধুমাত্র জানার আগ্রহে পুরো পডকাস্টেটি দেখেছি, সত্যিই অসাধারন ছিলো।

  • @mjhshikder
    @mjhshikder 2 роки тому +8

    বিদেশ জাওয়ার কোন প্লান বা ইচ্ছা এখন পর্যন্ত নাই, সুধু জানার আগ্রহে পুরো পডকাস্টেটি দেখেছি, অসাধারন ছিলো 💖।

  • @jesminislam2946
    @jesminislam2946 5 місяців тому

    I am from Brisbane!
    Both of your brothers put these things so nicely.
    Very very appreciated.

    • @yahiaamin
      @yahiaamin  5 місяців тому

      Thanks for watching!

  • @ahmedjamil8327
    @ahmedjamil8327 2 роки тому +3

    না বললেও বুঝতাম আপনারা ভাই। মাথা দেখলেই বোঝা যায়। জোকস এ পার্ট। অসাধারণ ছিলো।

  • @treasury.s
    @treasury.s 2 роки тому +6

    ইয়াহিয়া আমিন ভাই এর কথা শুনলে মনে হয় আমার নিজের ভিতর কার কেউ কথা বলছে। প্রত্যেক টা বাক্য কে আমি সম্মতি দি।

  • @sayedpritom
    @sayedpritom 2 роки тому +5

    This gonna be freakingly awesome inshaallah. Added to watch later. Will enjoy soon :D

  • @AhsanHabib-rm9lu
    @AhsanHabib-rm9lu Рік тому

    আমি অবশ্যই আপনাদের তিনজনকে আবার দেখতে চাই,
    এটার অনেকগুলো কারণ আছে যেটা বলে বুঝাতে পারবো না,
    এত ব্যস্ততার পরেও আপনারা যে এইভাবে একটু সময় দেন তার জন্য আমরা কৃতজ্ঞ,
    এক কথায় আমি এটাকে দ্বীনের দাওয়াতের ক্যাটাগরিতে রাখলাম।

  • @masudabdul7811
    @masudabdul7811 2 роки тому +1

    I am from Bangladesh,I grow up in Libya,now working in Europe,my face looks like African Libyan mix , so this live show is so realistic for me, great show

  • @jasimuddin3435
    @jasimuddin3435 Рік тому

    Very nice. Helpful program
    Keep on continue Tnks

  • @Sparkle-Fashion
    @Sparkle-Fashion Рік тому

    Such an important issue you three brothers raised in this episode that people live in Bangladesh n overseas will be benefited. Thanks to you all.

  • @xitcode
    @xitcode 2 роки тому

    Puro video ta dekhlam and khub e monojog diye shunlam..onek important topic discussed hoyeche..Hope to see more from three of you!

  • @firozaakhter7834
    @firozaakhter7834 Рік тому +2

    Their parents did amazing job raising such 3 children. May Allah SWT bless them profoundly. If possible please share from your childhood experiences @yahia amin vai, what was your parents strategy in raising children.

  • @ayeshaakterkona8515
    @ayeshaakterkona8515 Рік тому +1

    খুব ভালো আলোচনা। তবে কানাডা, ইউএসএ এর পাশাপাশি ইউকেতেও এমন প্লাটফর্ম করা যেতে পারে কি!

  • @mayaakhter1079
    @mayaakhter1079 2 роки тому

    3:18 . Omg this three brothers really awesome. This is very realistic podcast about Australia. I live in Brisbane, Queensland.

  • @End-of-ERA920
    @End-of-ERA920 2 роки тому +6

    প্রতিবেশির হক নিয়ে আরেকটি পডকাস্ট হয়ে যাক

  • @davidadhikary511
    @davidadhikary511 2 роки тому +4

    Today I am impressed by all of your input. Thank you for understanding what we go through & sacrifice by staying abroad. Canada is the 2nd largest country & this country needs skilled people. Since 2013 I have been staying abroad & have got the opportunity to work in the USA as well as Canada. I have faced & seen so many true cases that you can't even imagine. I always wanted to help others, but the problem is Bangladeshis have trust & betrayal issues. Hopefully, this platform may help others. I work at MNC. So if you think I can contribute any of your work please let me know.

    • @yahiaamin
      @yahiaamin  2 роки тому

      Glad you liked it.Stay with us

  • @HaroonMoe
    @HaroonMoe 2 роки тому +8

    Great discussions indeed. Living in North American society with a decent so called blue collar job, with high ambition, the financial hardship of migrated Bangkadeshi should have been discussed more elaborately. How to tackle such financial struggles while reducing psychological disturbances should have been discussed in next podcast.

  • @eshanshahrin3709
    @eshanshahrin3709 2 роки тому

    আলহামদুলিল্লাহ ... Fantastic!!! ❣❣❣

  • @rehab4338
    @rehab4338 2 роки тому +13

    As i have been forced by family not to go out aborad, this podcast helps me a lot mentally.

    • @yahiaamin
      @yahiaamin  2 роки тому +4

      Glad to hear

    • @waseq4566
      @waseq4566 2 роки тому +5

      Been in Canada for over a week now for Masters studies. Inshallah will return to Bangladesh soon after completing studies. Would like to talk about a certain point of view why it is not wise to jump abroad

  • @mdrayhansarder5448
    @mdrayhansarder5448 2 роки тому

    Osadharon alochona jeta amake onek onupranito koreche

  • @tauhidbd
    @tauhidbd Рік тому

    আলহামদুলিল্লাহ ।খুব ভালো লাগলো।

  • @imunu2017
    @imunu2017 2 роки тому +1

    জাজাক আল্লাহ খাইরান ভাই 😍

  • @juharashid8712
    @juharashid8712 2 роки тому +2

    Listening this podcast with three segment very informative knowledgeable content.

  • @mutasimbillah862
    @mutasimbillah862 2 роки тому +2

    14:53 I live in Uk,, Bhaiyya jeta boltese akhne eta partially kaaj kore but jodi keu Ai small area tei nijeke rakhte chai tahole tara larger communityr onek opportunity theke bonchito hobe…jarai nijederke nijeder small community te shimaboddho rakhte chai tara mainly job kore hoi taxi na hoi Takeaway te kaaj etc but if you or your next generation wants to go out and seek desirable jobs…you need to go out to the larger community and interact with them…you can’t contain yourself within that small area where you are comfortable…

    • @arifulakash6239
      @arifulakash6239 2 роки тому +3

      Most definitely. Not just UK. North America,Europe too. It fundamentally works like that so there's no changing this mechanism. Sooner or later, u gotta blend in.

    • @mutasimbillah862
      @mutasimbillah862 2 роки тому +2

      @@arifulakash6239 and then comes the real challenge for the next generation to keep their faiths as a Muslim,,, 2nd generation might follow certain most of the things being a Muslim but 3rd generation oh boy… I have first hand experience here in UK 🇬🇧 where more Muslim immigrants lives compare to other part of Whole Europe or maybe in the world 🌎 if we cut this into short for example- you send your son/daughter in school/College/Uni they mix with atleast 5-7 different ethnic ppl and their values which are mostly non-Islamic hence it’s lucrative to kids and majority-they follow…now your daughter might wear hijab but when she is in college she is smoking Weed coz available or in USA some states it’s legal..your son in a college where they have combined Lessons with boys and girls-now if anybody has lived in Abroad specially in west they knows how the young girls dress up for schools/colleges/Uni-it’s the fulfilment of Our beloved Prophet’s (SW)Hadith-“in the end times Women will wear dresses yet naked”
      Now your young son who is going to that school/College/Uni, do you think they will be like prophet Yusuf(AS) ! Yes maybe 1% but 99% will commit sin sooner or later… and who is responsible for that- YOU
      I came as a teenager myself , I know it’s so easy to fall rather then staying strong and how should they(Your Children)-it’s like you-you telling a Child not to jump in the fire yet you are the one who has taken them near the fire at the first place and now you are telling them not to jump who is unfair for them( your children).
      Seeking Better life is not Haram but in what cost !
      I would suggest Ppls that yes come learn here study here and set up something in your home land then go back if you have no choice ( I’m supporting my Mom and whole family-lone earner)

    • @mutasimbillah862
      @mutasimbillah862 2 роки тому +2

      And most importantly and The most dangerous Topic (LGBTQ+) (Shomokamita) n Feminism -literally school college uni te gelano hoi so good luck with that 😅

    • @arifulakash6239
      @arifulakash6239 2 роки тому +2

      @@mutasimbillah862 yeah, i already know these stuff since I'm a very active anti-rainbow online activist. Yahia amin too already talked about all these in some of the first podcasts. Thing is, the view, the knowledge scope of local bangali is so low they hav a hard time believing this sort of thing. Like even amongst the majority of educated ppl , most don't even hav the slightest Idea of lgbts and other cultural bs. Bangalis are so lazy when it comes to research and knowledge acquiring, they've zero interest. Khai khai jati amra , khali khawa ghum rei life mone kori. R stupid education system to asei jar jnne aro ei obsta.

    • @mutasimbillah862
      @mutasimbillah862 2 роки тому +2

      @@arifulakash6239 absolutely moner kotha bolechen apni,,, now Ai je unara success success korchen career er…apni small minority community te thkle kiser success paben jodi larger community te na e join koren and Jodi okhane join koren and most definitely have to, if you want a slight promotion in your career , you have to accept all of the woke or liberal bs coz almost all the companies are Involved in this Wokeness and highly promotes it for virtue signalling…for example I’m a supervisor of a company-almost all my Bosses are LGBTQ+ ,,, here,these all sorts of woke Propagandas are considered to be a Skill to climb up the Higher positions if you show support for them.
      And Not to mention- Celebrating Halloween 👻 Christmas , going night out to pub/bar etc…I’m not saying it’s a must but as I said if you don’t participate…they can’t force you but to bond with your colleagues and blend in properly you can’t ignore all these otherwise you will be looked differently all the time. And you will feel left out

  • @hoomanAdnan
    @hoomanAdnan 2 роки тому +2

    Assalamu Alaikum 🙌🏼
    First like & comment from Chittagong ❤️ Hope for another good podcast from you Brothers 👌🏼

  • @habibu814
    @habibu814 Рік тому

    Sir ami ki apnar sathe kotha kivhabe bolte parbo

  • @samiaabedin8306
    @samiaabedin8306 Рік тому

    Awesome podcast.

  • @asifmohammadjobaer
    @asifmohammadjobaer 2 роки тому +1

    Best wishes for the next journey. And I would love to help and join this forum.

  • @juhaifah7983
    @juhaifah7983 2 роки тому +1

    খুব চমৎকার আলোচনা।

  • @S.AliAntor
    @S.AliAntor 2 роки тому

    বর্তমান যুগে আমরা বেশিরভাগ মানুষই একা থাকতে পছন্দ করি কারন আমাদের আশেপাশে বেশিরভাগ মানুষ এই সুশিক্ষিত, সৎ, মানবিক না এবং বেশিরভাগ মানুষ গীবতে মগ্ন।

  • @nargisbegam9765
    @nargisbegam9765 2 роки тому

    Alhamduillah motamoti kiso bozlam amader 3ti bassa 1,36 2,33, 3,19 kon kalsarare ekpa Sweden r ekpa Bangladesh Allah sahojo koren

  • @chessbd
    @chessbd 2 роки тому

    great insight! Thanks for your hard work.

  • @hscOrganicbio-tp8ij
    @hscOrganicbio-tp8ij 2 роки тому

    মাইগ্রেশন সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন।

  • @bdstationstory6317
    @bdstationstory6317 2 роки тому

    One family 3 Dr , it's greet love from heart

  • @Obaidul.Mostafa
    @Obaidul.Mostafa 2 роки тому +2

    জাকারিয়া ভাই আর আপনার ভয়েস অনেকটা সিমিলার 🤩

  • @niazuddinrakib3511
    @niazuddinrakib3511 Рік тому

    ৩ ভাই কেউ কারো থেকে কম না❤

  • @asibkhan4390
    @asibkhan4390 2 роки тому

    fabulous!! just loved it💔

  • @JourneyofmyLifeJahid
    @JourneyofmyLifeJahid 2 роки тому

    THANKS FOR SHARING

  • @toahidurrahman584
    @toahidurrahman584 Рік тому

    চশমা পরণের ভাইয়ের একটি কথা নোটিশ করলাম- তিনি বললেন অস্ট্রেলিয়া বা ইউরোপে সব ধরনের নামাজ পড়ার ধর্ম পালন করার সুযোগ-সুবিধা দিয়ে থাকে- কিন্তু তিনি সেটা বুঝেন না?! অনেক মানুষ পরিবেশে পরিস্থিতিতে প্রভাবিত হয়- ইয়াহিয়া ভাই আপনার সাইকোলজিকাল কথাগুলো আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়- আমি দুর্বল ঈমানদার মানুষ- আমার বাড়ি সিলেট বর্তমানে আমি যুক্তরাজ্যে আছি- দেশে মসজিদে আজান হইত নামাজে যাইতাম- কিন্তু যুক্তরাজ্যে আযান হয় মসজিদের ভিতরে, সে জন্য শুনতে পাই না! আজান না শোনার কারনে নামাজেও যাইতে সমস্যা হয়, দেশে যে আমি নামাজ পড়তে পারছিলাম - এখানে পড়তে পারতেছি না!? এটা নিশ্চয়ই পরিবেশের একটা বিষয়- কিন্তু চশমা পরনের ভাই, পরিবেশ দ্বারা প্রভাবিত হয় সেটা তিনি মানতে চাচ্ছেন না,

  • @0XmsAhmed
    @0XmsAhmed 2 роки тому +1

    Thanks for the beautiful and usual podcast. Guest could have been given LinkedIn accounts, and we could connect with them as well.

  • @MdShahjahanHossain
    @MdShahjahanHossain 2 роки тому

    Really helpful episode. Thank you brothers

  • @ruhulmashbu4751
    @ruhulmashbu4751 2 роки тому +2

    This has been an enlightining experience. Loved the guest and the way they described their points. Ameen family is quite brilliant. 👏👏👏

  • @ataur.rahman
    @ataur.rahman 2 роки тому

    Its a very informative discussion.

  • @shafisiddiki
    @shafisiddiki 2 роки тому

    I amazed day by day at your podcast Yahia vaia

  • @rezwanulhaque8467
    @rezwanulhaque8467 2 роки тому

    khubE helpful ekta podcast

  • @zenatakibria6754
    @zenatakibria6754 2 роки тому

    Anek Valo laglo katha gulu sune .

  • @siddikamustafa773
    @siddikamustafa773 2 роки тому

    . I agree with Amin brothers about Sikh community. But living in UK since 70s there are some changes also. Many young Sikh generation now a days don't wear turbine anymore. This is my personal observation. But of course there are special schools for them where young people learn about their culture and religion.

  • @thelemongrass
    @thelemongrass 2 роки тому

    ভাইয়া আপনার কথা নাই বললাম আপনার লাইটিং খুবই সুন্দর হয়েছে সবকিছুই খুবই সুন্দর মাশাল্লাহ

  • @shamimulislam1215
    @shamimulislam1215 2 роки тому +1

    Thanks brother.

  • @suraiyaakther8651
    @suraiyaakther8651 2 роки тому

    Apnar sathe sorasori kotha bolte hobe kivabe

  • @Di_Ahad
    @Di_Ahad 2 роки тому

    এই ডিস্কাশন গুলা খুবই দরকার!💙

  • @howto6464
    @howto6464 2 роки тому +3

    Want to see another podcast focusing on how to deal with mainstream community culture and education preserving Islamic values.

  • @siddikamustafa773
    @siddikamustafa773 2 роки тому

    Actually my earlier comment about Sikh community in UK is that Sikh without turbans are very negligible. I heard about a few who don't wear.

  • @anamulhasantamim562
    @anamulhasantamim562 2 роки тому

    carry on 👌

  • @neghatperveen9517
    @neghatperveen9517 2 роки тому +6

    আল্লাহ্ কি বলছেন"যে যাকে পছন্দ করে তার হাসর হবে তার সাথে"
    এক দুই জেনারেশন পর ওরা আর মুসলিম থাকে না। মানুষতো পানির মতো যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারন করে। আর সব চেয়ে সত‍্যি কথা হচ্ছে যে যারা ননমুসলিম কানট্রিতে থাকে তারা আসলে ওখান থেকে বের হয়ে আসতে পারার সাহস নেই। তাই বিভিন্নভাবে তারা প্রমান করার চেস্টা করে যে তারা ভালো আছে। কিন্তু আমি একটা ইসলামিক কানট্রিতে থাকি আমি পার্দক‍্যটা বুঝি। সব থেকে বড় কথা হচ্ছে অমুসলিম কানট্রিতে আমি ইসলাম প্রচার করতে থাকছি না। আমি থাকছি আমার দুনিয়াবি সার্থে। আর ও অনেক কিছু আছে। The cross roads of islam বইটা পড়া উচিত আর icd lecture UA-cam channel এর ইন: এনামুল হকের ঐ বইয়ের বিশ্লেন গুলো শোনা উচিত। আল্লাহ্ আমাদের সঠিক জ্ঞান গ্রহন করার তৈফিক দান করুন। শেষ জামানা!!!

    • @newlife77845
      @newlife77845 2 роки тому

      আপনার মনগড়া হিসেব মত সব চললে মুসলমানরা আরব থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তো না, দুনিয়া চাইবেন, আখিরাত চাইবেন আবার কমফোর্ট জোনে থাকতে চাইবেন, সবগুলো একসাথে নাও পেতে পারেন।

    • @neghatperveen9517
      @neghatperveen9517 2 роки тому

      @@newlife77845 আপনার কথা ঠিক বুঝলাম না। কোনটা মনগড়া কথা? আর একটু পড়াশোনা করেন ভাই!!!

    • @newlife77845
      @newlife77845 2 роки тому

      @@neghatperveen9517 দুনিয়ার সব পড়াশুনা মনে হয় আপনিই করে ফেলেছেন? আরও অনেক কিছু জানা ও বোঝার বাকি আপনার।

    • @arifulakash6239
      @arifulakash6239 2 роки тому +3

      True . But everyone has priority. Some are just prioritizing this life so ,u know. 💁 And there are valid reasons for it too. If the preachers, Islamic scholars , academicians did their job honestly in our 50 yrs of independence, this wouldn't be happening rn. They turned Islam into just another business, taking lakhs just to do waj mahfil etc. Whereas knowledge and enlightenment should have been free and viral , with selfless motive.

    • @newlife77845
      @newlife77845 2 роки тому +1

      @@arifulakash6239 এই যুগে যেখানে ফাইজারের মালিক মুসলিম বিজ্ঞানী, দেড় বছরের মধ্যে করোনার টিকা আবিষ্কার করছেন, সেখানে পড়ে মন্তব্যকারী পড়ে আছেন " দুনিয়াবি কারনে ইমিগ্রেট করা" র উপর দিয়েই গোটা ইমিগ্রেশনকে জাস্টিফাই করার জন্য। জ্ঞান বিজ্ঞান অর্জন করতে ও ছড়াতে মুসলমানরা যদি বিভিন্ন দেশে না যেতো তবে ইউরোপ ও এশিয়া এমনকি দক্ষিন আমেরিকায় মানুষেরা কি ইসলামের দাওয়াত পেতো? এইটা আসলে ভ্যালিড কারনের উপর নির্ভর করে। তাই অমুসলিম দেশে বসবাস করে কেউ হ্যাপি নেই আর মুসলিম দেশে বসবাস করে সবাই হ্যাপি এইগুলা ইমম্যাচিউরের মতো কথাবার্তা। যেমন ধরুন, আমি মধ্যপ্রাচ্যের কোন দেশে বসে এইখানে কমেন্ট করছি অথচ আমারই কোন মুসলমান ভাই / বোন কোন অমুসলিম দেশে চিকিৎসা বিজ্ঞানে গবেষনা করছেন, কোনটার গ্রহনযোগ্যতা আল্লাহর কাছে বেশী হবে? এইখানে আপনার কমেন্টটাও গুরুত্বপূর্ণ। যদি আমাদের দেশের প্রেক্ষাপটে, আমরা দূর্নীতি ও উগ্রতায় নিমজ্জিত না হয়ে জ্ঞান বিজ্ঞানে ও নিয়মতান্ত্রিকতায় নিজেদের মগ্ন রাখতাম, এইসব মাইগ্রেশন হয়তো অনেক কম হতো।

  • @JourneyofmyLifeJahid
    @JourneyofmyLifeJahid 2 роки тому

    I AM FROM CANADA

  • @lilpingpeep9939
    @lilpingpeep9939 2 роки тому

    yes plz we need more

  • @nyma023
    @nyma023 2 роки тому +2

    তিন ভাইকে দেখেই শোনা শুরু করলাম।

  • @sayemrahman3489
    @sayemrahman3489 2 роки тому +2

    Both of them sounds like Yahia Amin sir

  • @baynamirza5657
    @baynamirza5657 2 роки тому +1

    Really good ❤

  • @ahnafanzum8411
    @ahnafanzum8411 2 роки тому +1

    It's a very helpful video. Definitely, I want to see you all again, and please choose a topic about student migration at the undergraduate and master's level. (Thank you)

  • @mahbubrabbani1147
    @mahbubrabbani1147 Рік тому

    Alhamdulullah

  • @mhpalash4995
    @mhpalash4995 2 роки тому

    অসাধারণ ভাই 🇧🇩

  • @homechannel6378
    @homechannel6378 2 роки тому

    1:18:00 most important

  • @JesterMasterz
    @JesterMasterz 2 роки тому

    Bhaiya please do add subtitles 😢

  • @jarnaaktar8259
    @jarnaaktar8259 2 роки тому

    They face many problems to property management when live in others country

  • @hedayetullah8294
    @hedayetullah8294 2 роки тому +2

    আমার মা বলতো - এক গাছের বাকল আর এক গাছে কি লাগে !? যদিও বা লাগে ! তবু, খস - খস করে...

  • @hasanjakir2072
    @hasanjakir2072 2 роки тому +1

    আসসালামু আলাইকুম, ভাই দয়া করে ইউরোপের নগ্নতা, উলঙ্গ নারী, মদ, জোয়া এবং সমকামীতা এসব নিয়ে একটা আলোচনা করেন প্লিজ। পাবলিক বাস, ট্রেণ, রেস্টুরেন্টে, পার্ক সব জায়গায় ওপেন sex এ সম্পর্কে দয়া করে একটা আলোচনা করেন ভাই। এসব দেখে দেখে ইউরোপে বাংলাদেশি বাচ্চারা বড় হয়। তারা কীভাবে বড় হয়ে মুসলমান হবে।

    • @yahiaamin
      @yahiaamin  2 роки тому +1

      We will try to make video on this topic

    • @hasanjakir2072
      @hasanjakir2072 2 роки тому +2

      @@yahiaamin ধন্যবাদ ভাই, আমি ইতালি থেকে, বন্ধু, পরিবার সহ অনেক মানুষকে বুঝাতে চাই, কেউ বুঝে না। আযান শুনি না ভাই প্রায় দুই বছর হয়ে গেল। এটা যে কি কষ্ট কাউকে বুঝানো যায়না।

  • @imam.manjur
    @imam.manjur 2 роки тому

    Amin's brothers are genius.

  • @mechanizedwarden8901
    @mechanizedwarden8901 2 роки тому +3

    01:35:15 - 01:35:25 😂😂😂

  • @rendom_video
    @rendom_video Рік тому

    এই পডকাস্ট দেখে যা বুজলাম।
    যাদের মাথায় বেশি বুদ্দি তাদের মাথায় চুল থাকে না😁

  • @sarahhasan6317
    @sarahhasan6317 Рік тому

    😊

  • @shuburnachodhuary3368
    @shuburnachodhuary3368 2 роки тому

    Vai jara International job kore tader niya kichu bolen

  • @taranasharmin9807
    @taranasharmin9807 2 роки тому

    As salamu alaikum . It is a very helpful podcast and I need to ask if possible can it be discussed about how a PhD student in USA can maintain Islamic practices when research for a PhD program is a very hectic job. How a practicing muslim women can maintain her islamic practices in her daily lives as the guests are both PhDs in Australia - can they share their experiences ? Thank you.

    • @yahiaamin
      @yahiaamin  2 роки тому

      Noted.we will try to make content about this topic

  • @sakilkhansagor3020
    @sakilkhansagor3020 2 роки тому

    please, vai social phobia nia ekta video den

  • @md.omarfaruk723
    @md.omarfaruk723 2 роки тому

    @ Yahiya vai, for some investment planning & inform to you some scoops, I want to meet you.

  • @rapidaction7944
    @rapidaction7944 2 роки тому +2

    Amin gang

  • @s.h.hridoy6041
    @s.h.hridoy6041 2 роки тому

    ❤️❤️

  • @RayOfHope8
    @RayOfHope8 2 роки тому

    ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @shaonrahman3847
    @shaonrahman3847 2 роки тому +2

    মুল কথা চ্যালেঞ্জেস আছে বাট মাইগ্রেশন ইজ গুড

  • @jibonjibika6387
    @jibonjibika6387 2 роки тому +1

    ত্রিরত্ন!

  • @imransakit2793
    @imransakit2793 Рік тому

    ফাও আলাফ

  • @alimulislam2711
    @alimulislam2711 2 роки тому

    Faltu ..................

    • @arifulakash6239
      @arifulakash6239 2 роки тому

      Ki faltu. Tor moto Gaia khet re dekhte ke koise.

    • @alimulislam2711
      @alimulislam2711 2 роки тому

      @@arifulakash6239 Bloody Bangladeshi.

    • @arifulakash6239
      @arifulakash6239 2 роки тому

      @@alimulislam2711 ehh, England gia " bloody " ekta word shikkha ultai chit koira laise. Abalchd. 😑

  • @KamrulHasan-lf6vi
    @KamrulHasan-lf6vi 2 роки тому +1

    ❤️❤️❤️

  • @sarahhasan6317
    @sarahhasan6317 Рік тому