৫সন্তানের জননীর ঠাঁই নেই ঘরে ঠাঁই গোয়াল ঘরে ! রাতে শিয়াল খেয়েছে পা !! ধিক্কারের ভাষা নেই

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • এক মায়ের স্থান হয়েছে ভাঙ্গা গোয়াল ঘরে গরুর সাথে! গোয়াল ঘরে অসুস্থ্য শতবর্ষি মা মরিয়ম নেছার পায়ের মাংস খেয়ে ফেলেছে শিয়ালে।
    এরপরও চিকিৎসা করাচ্ছে না সন্তানেরা, মায়ের প্রতি সন্তানদের এমন নিষ্ঠুরতা, পৃথিবীর সব নিষ্ঠুরাতাকে হার মানিয়েছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের তেজপাটুলি গ্রামে।
    তেজপুাটুলি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী মরিয়ম নেছা ৫ সন্তানের মা। ১৯৭৫ সালে মারা যায় তার স্বামী। মানুষের বাড়ি বাড়ি কাজ করে বড় ছেলেকে মেট্রিক পাশ করায়। বড় ও মেজু ছেলে বিয়ে করার পর মাকে রেখে স্ত্রী সন্তান নিয়ে চলে যায় অনত্র। স্বামীর ভিটায় নিজের বসত ঘর না থাকায়, ছোট ছেলের ঘরের বারান্দা থেকে ভিক্ষাবৃত্তি করে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করে। শতবর্ষ হলেও মরিয়ম নেছা কপালে জুটেনি বয়স্ক ভাতা বা বিধবা ভাতা এমন কি সরকারের কোন সুযোগ সুবিধা।
    বয়সের বাড়ে এক দেড় বছর যাবৎ ভিক্ষাবৃত্তি করতে পারেনা। সন্তানেরাও তেমন খোঁজ খবর নেয় না। অসুস্থ্য শরির নিয়েই আশপাশের বাড়ি থেকে ভিক্ষা করে খাবার সংগ্রহ করতো।
    ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মেডিকেল অফিসার ডাঃ হারুন আল মাকসুদ বলেন, শিয়ালের কামড়ে আহত বৃদ্ধা মহিলাকে দ্রুত চিকিৎসা করানো না হলে জলাতংক হওয়ার সম্ভাবনা রয়েছে।

КОМЕНТАРІ •