জাকির চাচার শোল চাষে বছরে ৬লক্ষ টাকা আয় || Zakir's uncle earns Rs 6 lakh a year from shoal farming

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • সাতক্ষীরায় জাকির চাচার পতিত পুকুরে হাজার কেজি দেশি জাতের শোল মাছ।
    ভালো সুস্থ সবল গ্রুথ পোনার জন্য কল করুন 01771 183153
    অব্যবহৃত পতিত জমির পুকুরে দেশি জাতের শোল মাছ চাষ করে সফলতা লাভ করেছেন সাতক্ষীরার জাকির হোসেন। এই পুকুর থেকে হাজার কেজিরও বেশি শোল মাছ তুলে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এক লাখ টাকা ব্যয় করে এক বছরে তিনি লাভ করেছেন ছয় লাখ টাকা।
    প্যাকেজ। পুরান সাতক্ষীরায় মাত্র পাঁচ শতক জমির একটি পতিত ও অব্যবহৃত পুকুর বন্দোবস্থ নিয়েছিলেন জাকির। সেখানে দেশি জাতের পোনা ছাড়েন তিনি। এক বছরের মাধায় তিনি লাভ করেছেন এক টন শোল মাছ। যার বজার মূল্য প্রতি কেজি ৬০০ টাকা হিসাবে ছয় লাখ টাকা।
    জাকির বলেন ১৯৯৯ সালে রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ শেষ করেন তিনি। এরপর চাকরির পেছনে না ছুটে তিনি আত্মকর্মসংস্থানের পথ খুঁজে নেন। বৃষ্টির পানিতে তার এলাকা ডুবে যাওয়ায় জাকির একদিন কুড়িয়ে পান এক জোড়া দেশি শোল মাছ। এই শোল জোড়া থেকে তিনি শোল মাছ চাষে উদ্যোগী হয়ে ওঠেন। শোল চাষের নিয়ম কানুন শিখে নেন। সেই থেকে এখন তার পাঁচটি পুকুরে চলছে শোল মাছের চাষ। পুরান সাতক্ষীরার এই পতিত জমির পুকুরটি বার্ষিক মাত্র দেড় হাজার টাকার বন্দোবস্থ চুক্তিতে সেখানে চাষ করেন শোল মাছের। মাত্র এক বছরের মাথায় এই শোল প্রতিটি ৮০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
    জাকির হোসেন তার পুকুরে কোনো ধরনের রাসায়নিক পদার্থ এমনকি কীট নাশকও প্রয়োগ করা হয় না। সম্পূর্ন জৈব সারের ওপর ভিত্তি করে তিনি এই মাছ লালন করেছেন। কোনো রাসায়নিক খাদ্য, বিশেষ করে পোলট্রি ফিড ব্যবহার করেন নি তিনি। মাছের খাদ্য হিসাবে ছোট জাতের মাছ ব্যবহার করে এই শোল বড় করে তুলেছেন জাকির হোসেন।
    জাকির বলেন বাংলাদেশের মাটি পানি ও প্রকৃতি মাছ চাষের অনুকূল। পুরনো পতিত জলাশয়ে দেশি জাতের মাছ চাষের উপযুক্ত জায়গা উল্লেখ করে তিনি বলেন চাকুরি না পেয়ে হতাশ না হয়ে দেশের যুব সমাজ এ ধরনের উদ্যোগে এগিয়ে আসতে পারে। এর ফলে আমাদের হারিয়ে যাওয়া নানা জাতের দেশি মাছ পুনরায় বাঙ্গালির পাতে উঠবে। বিদেশি প্রযুক্তি নির্ভর হয়ে হাইব্রীড জাতের মাছ উৎপাদনের প্রয়োজন পড়বে না।

КОМЕНТАРІ • 58

  • @naziaislam4673
    @naziaislam4673 3 роки тому +5

    কুরবানের খুব সুন্দর দেখাচ্ছে । নিজের পাড়ার এমন একটা ভিডিও দেখে খুব ভাল লাগল । অনেক গুলো চেনা মুখ দেখতে পেলাম ।

  • @mahedihassan431
    @mahedihassan431 Рік тому +2

    ঢাকা বুড়িগঙ্গা নদীতে অনেক সাকার মাছ রয়েছে এই সাকার মাছ ধরে অন্য শোল মাছের খাবার হিসাবে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হলে স্বল্প মুল্যে চাষিদের যোগান দিতে পারবে এবং সেই সাথে অনেক গরীব মানুষ এই মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারবে।

    • @kohinurbegum7221
      @kohinurbegum7221 7 місяців тому

      খুবি ভালো কথা বলেছেন,সাকার ফিস ধরলে আবার প্রশাশন কিছু বলবে না আবার।

    • @mahedihassan431
      @mahedihassan431 7 місяців тому

      @@kohinurbegum7221 কিছুই বলবে না

  • @tanmoybanerjee9379
    @tanmoybanerjee9379 3 роки тому +5

    মানুষ ইছা করলে সব করতে পারে তা কিন্তু জাকির চাচা আমাদের দেখিয়ে দিয়েছেন

  • @mostfiz8179
    @mostfiz8179 Рік тому +1

    আলহামদুলিল্লাহ

  • @smrobiulislam4459
    @smrobiulislam4459 3 роки тому +4

    মাশাআল্লাহ

  • @ziarahman861
    @ziarahman861 3 роки тому +4

    এক লাখ খরচ ৩লাখ হলেও আলহামদূলিল্লাহ

  • @awalchanrana9111
    @awalchanrana9111 10 місяців тому

    মাশাআল্লাহ ❤❤❤

  • @taijulislam215
    @taijulislam215 3 роки тому +1

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ

  • @babubanarjee9534
    @babubanarjee9534 3 роки тому +1

    জাকির চাচার শোল দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।

  • @naziaislam4673
    @naziaislam4673 3 роки тому +3

    কেউ পুঁটি , কেউ মৌরলা , বেতলা এক এক জন এক এক রকমের মাছ চাষ করলে সব রকম মাছের চাহিদা পুরন হবে । নিজের পরিবারের চাহিদা পুরন করেও এলাকার বাজার ছাড়িয়ে অন্য বিভাগীর শহর ও ঢাকা শহরে বিক্রি করতে পারবে ।

  • @shaheengolder2220
    @shaheengolder2220 3 роки тому +2

    জাকির চাচা সাতক্ষীরার গর্ব

  • @rajibbasak2551
    @rajibbasak2551 3 роки тому +1

    congratulations

  • @shokurmolla6289
    @shokurmolla6289 3 роки тому +4

    আসসালামুয়ালাইকুম কেমন আছেন। আমি তো হতভম্ব হয়ে যাচ্ছি মে এতো অল্প যায়গায়। এক লক্ষ পাঁচ হাজার টাকা খরচ করে।ছয় লক্ষ টাকার শোল মাছ বিক্রি করছে। আমি সৌদি আরব থেকে ভিডিও দেখছি। ভাই এটা কি সত্যি নাকি জানাবেন।যদি সত্যিই হয় তাহলে আমি বাড়ি এসে শোলমাছের চাষ করব। আমাদের বাড়িতে দুইটা পুকুর আছে।আর মাঠে দুই টা ঘের আছে। একটা এক একর, আর একটা এক একর আটচল্লিশ শতক। ঘেরে কি এচাষ করা যাবে।আর শৈল মাছেকি শামুক খায়। আমার বাড়ি নড়াইল জেলায়। দয়া করে জানাবেন প্লিজ।

  • @mukterhossain5746
    @mukterhossain5746 3 роки тому

    Nice ❤👏👏👌👌💓

  • @madhashbanarjee4267
    @madhashbanarjee4267 3 роки тому

    Nice

  • @dineshgain2945
    @dineshgain2945 3 роки тому +1

    জাকির চাচাকে দেখতে ইচ্ছা করে

  • @খামারবাড়িসোনারগাঁও

    Amar kache Brot mach ache

  • @sidhualltypevideo3910
    @sidhualltypevideo3910 2 роки тому

    Very nice video friend banae please dost.

  • @onnorokomexperiencearafat4779
    @onnorokomexperiencearafat4779 2 роки тому

    এত উৎপাদন সাধারণ জনগণ কে কেনো এত বেশি দামে কিনতে হয়,

  • @rajibbasak2551
    @rajibbasak2551 3 роки тому

    aacha,,, sol macher Male female chinbo ki kore bolte parben?

  • @radhika-d8c
    @radhika-d8c Місяць тому

    জাকির চাচা র নাম্বার কি দেয়া যাবে?

  • @shaukautfiroz5762
    @shaukautfiroz5762 Рік тому

    americar mntrirawto tai bebohar kore na kintu bangali zazaborera ki kore tai diee take gigash oren tai er ortho ki

  • @abhisek236
    @abhisek236 2 роки тому

    কৃষি বাংলা চ্যানেল এর কাছে একটা অনুরোধ কোরবো জাকির চাচার হোয়াটস্যাপ নাম্বার তা দেওয়ার জন্য। আমি ইন্ডিয়া থেকে বলছি। যদি দেন খুব ভালো হয়।

  • @rahulbanarjee7751
    @rahulbanarjee7751 2 роки тому

    nice @@@@@@$$$$

  • @AMIRHOSSAIN-gi7ih
    @AMIRHOSSAIN-gi7ih 3 роки тому

    নেট আয় কত হয়েছে সেটা ও জানানো প্রয়োজন।

    • @কৃষিসংবাদবাংলা
      @কৃষিসংবাদবাংলা  3 роки тому

      জাকির চাচা এক বছরে 1 লক্ষ 5 হাজার টাকা খরচ করেছে এবং তার বিক্রি হয়েছে 6 লক্ষ টাকা। অনুগ্রহপূর্বক ভিডিওটি সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন।

  • @HabiburRahman-er4bf
    @HabiburRahman-er4bf Рік тому

    ৩০০ টাকা কেজি শোল মাছ পাওয়া যাচ্ছে অথচ আপনি ৬০০ টাকা কেজি।

  • @বাংলাকীর্তনঅফিসbanglakirtonoff

    জাকির চাচোর কাছে এখন ২০০ গ্রামের শোল মাছ পাওয়া যাবে।

    • @কৃষিসংবাদবাংলা
      @কৃষিসংবাদবাংলা  3 роки тому

      জাকির চাচার নাম্বারে ফোন দেন ভাই

    • @rehanrafi260
      @rehanrafi260 3 роки тому

      কালচার করতে চাইলে আমার থেকে দেশি পোনা নিতে পারেন। ১০০ গ্রাম সাইজের দিতে পারবো। পিস মাত্র ৫০ টাকা করে নেবো।
      01868922962

  • @madhashbanarjee4267
    @madhashbanarjee4267 3 роки тому

    জনক

  • @palashbachhar9690
    @palashbachhar9690 Рік тому

    জাকির চাচার নাম্বার টা পাওয়া যাবে ভাইয়া

  • @ashimchakraborty5915
    @ashimchakraborty5915 3 роки тому

    জাকির সাহেব শোল মাছের জনক বলা যায়।

  • @HabiburRahman-er4bf
    @HabiburRahman-er4bf Рік тому

    পুরাতন ভিডিও না দিয়ে পারলে নতুন নতুন ভিডিও তৈরি করেন।

  • @tajulislam7420
    @tajulislam7420 2 роки тому

    জাকির চাচার নাম্বার বলেন প্লিজ ভাই জান।

  • @kajolsarkar1683
    @kajolsarkar1683 3 роки тому

    ভাই জাকির চাচার নাম্বার টা যদি দিতেন

  • @citystudio1289
    @citystudio1289 2 роки тому

    মানুষ ইছা করলে সব করতে পারে তা কিন্তু জাকির চাচা আমাদের দেখিয়ে দিয়েছেন

  • @dhirajsana4956
    @dhirajsana4956 3 роки тому +1

    Nice

  • @AminulIslam-gz9dz
    @AminulIslam-gz9dz 3 роки тому

    Nice