কিভাবে দালাল ছাড়া পাসপোর্ট করবেন ? কোনো এক্সট্রা টাকা ছাড়া। How to make passport in 2023 ?

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • পাসপোর্ট করা অনেক পেইন মনে করে সবাই, দালাল এর চক্র , হয়রানি ইত্যাদির ভয়ে থাকি আমরা । কিন্তু একটু সচেতনতা আর জ্ঞান পারে আমাদের সমস্যা দুর করতে। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিছু কমন প্রশ্নের উত্তর। পাসপোর্ট যারা তৈরি করতে চাচ্ছেন তাদের উপকার হবে আশা করি।
    #2023 #passport #howtomakepassport
    Instagram and Facebook M.I. Naeem

КОМЕНТАРІ • 822

  • @minaeemofficial
    @minaeemofficial  Рік тому +13

    Passport fee information
    www.epassport.gov.bd/instructions/passport-fees

    • @NewtonMunshi-g6s
      @NewtonMunshi-g6s Рік тому

      ভাই আমার বাবা মার ভোটার কাডে নামের পদবি হলো Nomita Munshe আমার পদবি Newton Munsi

    • @NewtonMunshi-g6s
      @NewtonMunshi-g6s Рік тому

      এর জন্য কি কোন সমেস্যা হবে

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому +1

      @@NewtonMunshi-g6s পদবী বিষয়টা বুঝতে পারলাম না তো ভাই। আপনার পিতা / মাতার nid তে যেই নাম সেই হুবহু নাম আপনার nid তে থাকতে হবে।

    • @NewtonMunshi-g6s
      @NewtonMunshi-g6s Рік тому

      @@minaeemofficial ধন্যবাদ ভাই

    • @Muhammad...99044
      @Muhammad...99044 Рік тому +1

      @@minaeemofficial মজা নিচ্ছে আপনার সাথে দেখেন না নিউটন মুন্সী বিজ্ঞানীর নাম

  • @notnor-unknown
    @notnor-unknown 8 місяців тому +2

    পাসপোর্ট আবেদনের এতো সুন্দর ব্যাখ্যা আর পাই নাই। ধন্যবাদ প্রিয় ভাই।

  • @rakeenergolpo2020
    @rakeenergolpo2020 11 місяців тому +3

    চমৎকার ভিডিও অনেক দরকারি তথ্য আছে, ধন্যবাদ

  • @BlackButterfly1
    @BlackButterfly1 Рік тому +7

    অনেক উপকার হয়েছে, জাযাকাল্লাহ, ভাইজান 💛🌸

  • @kodosKan
    @kodosKan 4 місяці тому +1

    অনেক সুন্দর একটা ভিডিও ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ও হেল্পফুল একটা ভিডিও আমাদের মাঝে উপহার দেয়ার জন্য ❤

    • @minaeemofficial
      @minaeemofficial  4 місяці тому +1

      Thank you so much 💚

    • @kodosKan
      @kodosKan 4 місяці тому

      @@minaeemofficial you are must welcome 🤗❤️

  • @sakhaowatulhasan-ez4fo
    @sakhaowatulhasan-ez4fo 9 місяців тому +1

    অসংখ্য ধন্যবাদ,, এত সুন্দর উপকারী একটা ভিডিও করার জন্য

  • @moinulislam221
    @moinulislam221 Рік тому +5

    ভালো লাগলো ভাই,৷ মানুষের মনের প্রশ্ন গোলো তুলে দরে, সুন্দর ভাবে ভিডিওটা উপস্থাপন করেছেন❤️❤️❤️🌹🌹🌹

  • @moklasurrhoman7774
    @moklasurrhoman7774 10 місяців тому +1

    আপনার উপস্থাপন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগলো।

  • @biplobbiswas9530
    @biplobbiswas9530 Рік тому +2

    আপনার বুঝানোর ধরণ অসাধারণ।
    ধন্যবাদ ।

  • @mkmizan0416
    @mkmizan0416 6 місяців тому

    একেবারে টু দা পয়েন্ট ইনফরমেশন।
    অসাধারণ ইনফর্মেটিভ ভিডিও হয়েছে ভাই💗💗💗💗💗💗

  • @MdAbir-fg5wu
    @MdAbir-fg5wu 9 місяців тому +1

    ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে বুঝানোর জন্য 😊❤️

  • @masihurrhaman9077
    @masihurrhaman9077 7 місяців тому

    এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ❤❤❤

  • @MdJibon-24
    @MdJibon-24 8 місяців тому

    অসাধারণ হয়েছে ভাইয়া জে এত সুন্দর করে বোজিয়ে বলার জন্য ধন্যবাদ ❤️

  • @afzalsikder579
    @afzalsikder579 10 місяців тому +1

    The video is really helpful.

  • @JSPanjabiFashion
    @JSPanjabiFashion Рік тому +1

    মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও

  • @ShawonChakraborty
    @ShawonChakraborty 6 місяців тому

    খুব উপকার হয়েছে ধন্যবাদ ভাইয়া

  • @milonbaroi9735
    @milonbaroi9735 Рік тому +1

    Thank you ভাইয়া passport এর বিষয়ে অনেক সুন্দর information দেওয়া জন্য😁😁😁

  • @mdmostafizurrahman6207
    @mdmostafizurrahman6207 8 місяців тому

    মাশাআল্লাহ খুব উপকার হলো

  • @MoniAktherMoniAkther-x3d
    @MoniAktherMoniAkther-x3d Рік тому +1

    অনেক উপকার হলো ভাইয়া ধন্যবাদ

  • @hossainasif9431
    @hossainasif9431 Рік тому +6

    ভাই আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এবং তথ্যবহুলা হয়েছে কিন্তু আমি নিজেই পাসপোর্ট করেছি।নিয়মটা হলো আপনার পাসপোর্ট যদি ওরা সঠিকভাবে করে দিতে চায় দালাল ছাড়া,আপনার এন আই ডি এবং আপনার বাবার এন আইডি এবং বিদ্যুৎ বিলের ফটোকপি দিলেই যথেষ্ট কিন্তু যদি ওরা টাকা খাওয়ার নিয়ত থাকে ভাই যতগুলা কাগজ বললেন এগুলো দিলেও ওরা টাকা খাবেই। এটা হল পাসপোর্ট অফিসের বাস্তব চিত্র।

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому

      হ্যা , হয়তো বিভিন্ন অফিসে বিভিন্ন requirements. মোটামুটি এই কাগজ গুলোই লাগে। Thank you for nice words 💚💚

  • @Kaiummaabdul
    @Kaiummaabdul Рік тому +1

    অনেক উপকার হলো ধন্যবাদ ❤

  • @shakibhossain-vb6jk
    @shakibhossain-vb6jk Рік тому +7

    আমার বাবা সরকারি চাকুরে হওয়ায়। দালাল ছাড়া পাসপোর্ট করতে পেরেছি। ভাই আপনার কথা শুনে মনে 🤔হচ্ছে দালাল ছাড়া পাসপোর্ট করা একদম সহজ। সেই লেভেলের প্যারায় ছিলাম।পাসপোর্ট অফিসে ওরা টাকা ছাড়া কাজ করতে সরম পায়।

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому

      এখন আর আগের মত নাই। সব ঠিক থাক থাকলে আজাইরা টাকা লাগে না। নিয়ম কানুন এখন স্ট্রিক্ট।

    • @shakibhossain-vb6jk
      @shakibhossain-vb6jk Рік тому +2

      @@minaeemofficial ভাই আপনাদের এলাকায় মনে হয় টাকা নেয় না। আমাদের মুন্সিগঞ্জে লোগো ছাড়া পাসপোর্ট হয় না। আমরা সব ডকুমেন্টস দেয়া ছিলো। বাপের পেশাটা মনে হয় খেয়াল করে দেখে নি। যেগুলো দেওয়ার কথা তার অতিরিক্ত কাগজ দেয়া ছিলো। তারপরও আমার কলেজের আইডি কার্ড চেয়ে বসছে। এখন বলেন কেমটা লাগে। আব্বু যখন ফোন দিয়ে পাছায় লারা দিছে। তখন সব ঠিক হয়ে গেছে। শালারা যেভাবেই হউক আপনাকে আটকাবে হউক সেটা দাদা দাদির বিয়ের কাবিন নামা চেয়ে নয়তো নানা নানির বিয়ার কাবিন নামা চেয়ে।

    • @nurulabiazomie
      @nurulabiazomie Рік тому +1

      apner baba kishe job kre?

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому +3

      @@shakibhossain-vb6jk সবাইকে সচেতন হতে হবে আরকি।

    • @shakibhossain-vb6jk
      @shakibhossain-vb6jk Рік тому

      @@nurulabiazomie Army

  • @md.rezaulislam8019
    @md.rezaulislam8019 Рік тому

    Onek sundor kore beparta bujanor jonno thanks 😊

  • @marufdion2851
    @marufdion2851 Рік тому

    Very informative contant

  • @ShahidulIslam-sc9vb
    @ShahidulIslam-sc9vb Рік тому

    Best informative video

  • @AhadAli-st9ey
    @AhadAli-st9ey 10 місяців тому

    Alhamdulillah

  • @alimran7258
    @alimran7258 Рік тому

    সেরা

  • @MdAjim-dg7zo
    @MdAjim-dg7zo 4 місяці тому

    ব্যাকগ্রাউন্ড মিউজিক টা না দিলে আর স্পষ্ট শোনা যেত❤❤❤

  • @MdNoruddin-qm7nb
    @MdNoruddin-qm7nb 8 місяців тому

    Nice ❤

  • @bbhnagar5648
    @bbhnagar5648 7 місяців тому

    আপনার ভিডিও টা অনেক সুন্দর হয়েছে।
    আমার কয়েক টা প্রশ্ন আছে ভাই.
    ১.আমি পাসপোর্ট বানিয়ে ছিলাম ২০১৩ সালে,ওইটার মেয়াদ এখন শেষ ওই পাসপোর্ট এর বয়স বর্তমান আইডি কার্ডের সাথে মিল নাই,
    কি করনীয় পুনরায় পাসপোর্ট বানাতে গেলে?
    ২.আমার বাবা মারা গিয়েছে বাবার আইডি কার্ড নাই,এখন পাসপোর্ট বানাতে গেলে বাবার আইডি কার্ডে পরিবর্তে কি জন্ম নিবন্ধন বা মৃত্যু সনদ ব্যবহার করতে পারবো??

    • @minaeemofficial
      @minaeemofficial  7 місяців тому

      আপনি পাসপোর্ট রিনিউ করতে চান। এক্ষেত্রে আমার জানা নেই আসলে , পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন।

  • @shahriyarsajib296
    @shahriyarsajib296 Рік тому

    সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি, ধন্যবাদ ❤

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому

      Thank you for your comment 💚

    • @mdriponkhan2048
      @mdriponkhan2048 Рік тому

      Amar pasport ase renu korbo kintu amar id nei kibabe korbo

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому

      যেভাবে করেছিলেন আইডি ছাড়া , ওইভাবেই করবেন আবার।

  • @urY45H
    @urY45H 3 місяці тому

    ধন্যবাদ

  • @NazrulIslam-qj3bb
    @NazrulIslam-qj3bb Рік тому +3

    মাশা আল্লাহ,আপনাদের অভিনয়ের ভংগিটা সত্যিই অসাধারণ ও সহজিকরন হয়েছে,যা বুঝতে অনেক হেল্পফুল। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।
    আমার 3টি প্রশ্ন ছিল, দয়া করে জানাবেন।
    1/ ব্যাংকে ফি জমা দেওয়ার পরে ,ব্যাংক থেকে পাওয়া রশিদের কোন নাম্বার বা অন্য কিছু অনলাইন অথবা সামারীতে লিখতে হবে?
    2/ আবেদন কারীর পিতা মাতা অনেক আগেই ইনতেকালের করেছেন। এখন উনাদের জন্ম নিবন্ধন ও Nid কিছুই নেই। এই ক্ষেত্রে কি ভাবে করবো?
    3/আমার নামে একাউন্ট্ খুলে আমার আব্বা আম্মার জন্য আবেদন করতে পারবো?
    দয়া করে জানাবেন।

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому

      Thanks for your kind words.
      1 no এর উত্তর হলো , ব্যাংকে ফি দেওয়ার পর চালান ফরম দেয় ওখান থেকে একটা পেমেন্ট রেফারেন্স নাম্বার আবেদন ফরম এ কলম দিয়ে লিখতে হবে।
      আর চালান ফরম তো জমা দিবেন ই
      2 no এর উত্তর জানা নাই ,
      3 no এর উত্তর হলো , আলাদা একাউন্ট খুলা টা ভালো। যার যার জন্য। শুধু email একাউন্ট লাগবে উনাদের জন্য আলাদা আলাদা যেটা খুব সহজেই নিজে খুঁজে ফেলতে পারবেন

  • @4skidstube220
    @4skidstube220 Рік тому +1

    Good...uncommon style video...

  • @adnansami7874
    @adnansami7874 Рік тому

    আমার দেখা bast video 😊

  • @DailyVlog503
    @DailyVlog503 8 місяців тому

    vai ami Apnar video ghulo dekhi vlo lage. Apnar video dekhe sobar upokar hoy.
    Vai ami online pass jonno application korechilam.
    Amr nid te amr name md. Akta dod ase oita ami same vabe dichi nid onujayi

  • @tonmoygaming7898
    @tonmoygaming7898 8 місяців тому

    Thanks 🎉😊

  • @MdAjim-dg7zo
    @MdAjim-dg7zo 4 місяці тому

    ❤🎉😊

  • @rabiulislamofficial99
    @rabiulislamofficial99 5 місяців тому

    thank you

  • @Hridoymawola
    @Hridoymawola 3 місяці тому

    বাই আমি নিজে করে ছিলাম কিন্তু আমি আমার পেশা দিয়ে ছিলাম অফিস জব কিন্তু আমি পড়া শোনা করি এখন তারা জব ডকুমেন্টস চাইতেচে আরও নির্বাচন অফিস থেকে কি লাগবে ওটায় একটু বললো ভালো হতে

  • @joynalAbedinaRahat
    @joynalAbedinaRahat Місяць тому

    আমার সার্টিফিকেটে আছে বাবার নাম শেষে আহমদ,
    কিন্তু বাবার এন আইডি কার্ডে আছে মোহাম্মদ, এবার আমার করনীয় কি? জানালে খুবই উপকৃত হতাম।❤

  • @9_nazmulkabir920
    @9_nazmulkabir920 Рік тому

    অনেক সুন্দর লাগছে

  • @aktarulislam4388
    @aktarulislam4388 7 місяців тому

  • @Parthokko-ll9lq
    @Parthokko-ll9lq Рік тому

    চালিয়ে যান, সাথে আছি

  • @freelancerfaroz
    @freelancerfaroz Рік тому

    Good post

  • @robinhossain39
    @robinhossain39 2 місяці тому

    সুন্দর উপস্থাপনা। আমার দুটি প্রশ্ন ছিল। ১. আমার জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডের বয়স মিল নেই,আমি এনআইডি দিয়ে পাসপোর্ট করতে চাই এক্ষেত্রে উনারা কি জন্ম নিবন্ধন চেক করবে।
    ২. আমার বাবার এনআইডিতে মকবুল হোসেন । আর আমার এনআইটিতে মকবুল মৃধা। মকবুল মৃধা নামে করতে চাই হবে কিনা।

    • @minaeemofficial
      @minaeemofficial  2 місяці тому

      Nid থাকলে জন্ম নিবন্ধন লাগে না।
      তবে আপনার বাবার নাম যেহেতু আপনার nid তে ভুল , তাই আপনার nid তে বাবার নাম সংশোধন করতে হবে।

    • @robinhossain39
      @robinhossain39 2 місяці тому

      @@minaeemofficial thanks

  • @PCBEntertainmentbd
    @PCBEntertainmentbd Рік тому +1

    আমি ঢাকায় আবেদন করি । কিন্তু আমার Appointment status- Not scheduled আছে। সমাধান কি? অগ্রীম ধন্যবাদ।

  • @trxrashed8121
    @trxrashed8121 Рік тому +1

    ভাই আমার সার্টিফিকেটে বয়স দেওয়া আছে ২০০৩ এবং NID তে দেওয়া আছে ২০০০ সাল এখন আমার কি করণীয় ..?

    • @mdeusufmondol6468
      @mdeusufmondol6468 Рік тому

      NID dite jaa deoya ase apni seta diye apply korte parben..just profession student deoya jabe na...taholei verification hbe

  • @karimali7030
    @karimali7030 Місяць тому

    স্যার আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশ যেতে চাই মালদা ডিসটিক থেকে আমাকে কি কি করতে হবে পাসপোর্ট ও ভিসা দোনোটাই করতে হবে না সুধু পাসপোর্ট করলে হবে

  • @FatemaAkterMou_The_Foodie
    @FatemaAkterMou_The_Foodie 7 місяців тому +1

    Kono passport size chobi ki tulte hobe joma deyar jonno..kono dhoroner chobi ki dite hobe kotha o..?

    • @minaeemofficial
      @minaeemofficial  7 місяців тому

      Na kono chobi joma dite hobe na. Passport office thekei apnar chobi ora tule nibe

  • @sagorshisir2840
    @sagorshisir2840 8 місяців тому

    Tnx bro 😊

  • @pollobdas1164
    @pollobdas1164 Місяць тому

    Vai . Amer nid tik achie .kintu jonmonibondhon vul achie tahole kisu prb hobe na ki

  • @SumitSumit-u7u
    @SumitSumit-u7u 9 днів тому

    রেস্টুরেন্ট এর ওয়েটার হলে কি দিতে হবে?

  • @ringtone617
    @ringtone617 Рік тому +1

    ভাই ভারট পাঁচ ফুট করতে কি কি লাগবে আমার বয়স ১৫ 😢 আমি কি করব আমার ভোটার আইডি কার্ড নায় ,,😢😢 please 🙏 bolben

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому +1

      আপনার অভিভাবক কে বলুন। ভারত এর পাসপোর্ট করার নিয়ম জানা নাই আমার।

  • @MdemonSarkar-lu6qd
    @MdemonSarkar-lu6qd Місяць тому

    Vai amar abbu ammur nid card ar amar nid card alada alada union theke kora ache,, but sob kagojpotro thik ache,, passport korte problem hobe?

  • @alalhossain8089
    @alalhossain8089 3 місяці тому

    আমার nid কার্ডে মায়ের নাম বানান ভুল আছে, মায়ের nid কার্ডে যে নাম, আমার nid কার্ডে অন্য নাম কোন সমস্যা হবে কি????

  • @munnahasan6322
    @munnahasan6322 Рік тому

    Sheraaa

  • @TaniaNahid-g8k
    @TaniaNahid-g8k Рік тому

    Jajakallah

  • @Allstar2.0
    @Allstar2.0 9 місяців тому

    আমার সার্টিফিকেট এবং ভোটার আইডি কার্ড নাম ঠিক আছে বাপ ও মায়ের। কিন্তু মায়ের ভোটার আইডি কার্ডে মোছা :দেওয়া আছে, আর আমার সার্টিফিকেট ও ভোটার আইডি কার্ডের শুধু নাম দেওয়া আছে মোছা: দেওয়া নেই তাহলে কি সমস্যা হবে

  • @mdrobiulhaque4548
    @mdrobiulhaque4548 5 місяців тому

    ভাইয়া কিছু জানার ছিল ,,,
    আমি ঠাকুরগাঁও জেলার,,,আমি দিনাজপুর এ পড়ালেখা করি এবং মেস এ থাকি,,আমি কি দিনাজপুর পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে পারি
    Pls ans me ❤❤

    • @minaeemofficial
      @minaeemofficial  5 місяців тому +1

      Na vai , permanent addresses যেই জেলাতে , সেখানের পাসপোর্ট অফিস থেকে করতে হবে।

  • @মুহাম্মাদজিয়াউলহকরাফি

    আমার সার্টিফিকেটে এবং NID কার্ডে বাবা মার নাম সব ঠিক আছে কিন্তু মা এর NID কার্ডে অন্য নাম আছে...আমি কি পাসপোর্ট করতে পারব নাকি সমস্যা হবে প্লিজ!!!জানাবেন

  • @aylaangel180
    @aylaangel180 Рік тому +1

    Vaia ami akhon honurs 2nd year a,,amar jsc ssc hsc sob jaygay certificate a amar ammur name (sharmin akter riya) ashe,kintu amar ammur nid card a ammur name (sharmin akter rima) Ache! Akhon ami ki aivabe passport korte parbo? Ar jodi na pari taile amake ki ki somadhan korte hobe vaia plz janaben

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому

      যেহেতু পাসপোর্ট অফিসে ছোট খাট ভুল গুলো ধরে , তাই হয়রানি এড়িয়ে চলতে হলে আপনাকে আপনার কাগজ পত্র গুলো সংশোধন করতে হবে।

  • @nazrulislamlikson9806
    @nazrulislamlikson9806 6 місяців тому

    Documents joma deyar somoy application form e date and signature dite vule gesi ekhon kuno problem hobe? Kew kindly ektu janaben.

  • @MdemonSarkar-lu6qd
    @MdemonSarkar-lu6qd Місяць тому

    Vai admit card diye abedon Kora Jabe? Please janben🙏🙏🙏

  • @mushfiqahmed7days
    @mushfiqahmed7days 4 місяці тому

    ভাই,আমার আইডি কার্ডের ঠিকানা একটা দেওয়া আর বাবা মায়ের আইডি কার্ডে আরেক ঠিকানা দেওয়া,এখন কি করার?😢

  • @OmarFaruk-j7m
    @OmarFaruk-j7m 9 місяців тому

    ❤থ্যাংক ইউ সো মাচ

  • @hridoyislam8746
    @hridoyislam8746 9 місяців тому

    করনার ভ্যাকসিন এক ডোজ নেয়ার পর আর নেইনি, পাসপোর্ট করতে বা বিদেশ যেতে কি কি সমস্যা হতে পারে?

    • @minaeemofficial
      @minaeemofficial  9 місяців тому

      Dose 2 ta newa lage to.. contact nearest sadar hospital

  • @matrivumi2539
    @matrivumi2539 Рік тому +1

    Vai ami Italy probashi Amar MRP passport -post office namer baname vul ace Ami ki bave somadan korbo

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому

      I'm sorry but passport vul thakle songsodhon kora jai kivabe eta jana nai

  • @MDArifhosen1212
    @MDArifhosen1212 Рік тому

    ❤❤❤

  • @urminaturebeauty44
    @urminaturebeauty44 3 місяці тому

    Vaiya amr abbu business kore..ar onar kono certificate o nei se khetre ki dokaner tred licences er photocopy lagbe?

  • @FarjanaHossain-fp5qt
    @FarjanaHossain-fp5qt 3 місяці тому

    Vaiya ami Amar Babar name [ . ] Deyechi akhon ki hobe vaiya ,Amar application prement to success hoiche

  • @prodiproy6914
    @prodiproy6914 6 місяців тому

    ভাইয়া 26 শে মার্চ পাসপোর্ট অফিস কি খোলা থাকে,,, আমার একটা প্রবলেম হয়েছিল তাই বলল দুইদিন পর মানে 26 শে মার্চ যাইতে বলছে, কিন্তু আমার শুনতে মনে ছিল না যে ওই দিন তো 26 শে মার্চ

    • @minaeemofficial
      @minaeemofficial  6 місяців тому

      সরকারি ছুটি দিন , বন্ধ থাকবে ।

  • @MDYEASINALI123
    @MDYEASINALI123 4 місяці тому

    Passport jonno dhaka airport jete hobe ki.. Naki amar address moto pasport office asbe amar address onujai e

  • @sumiyaakter2954
    @sumiyaakter2954 4 місяці тому

    Bhaiya amar 19 bochor kintu NID nai. birth certificate diya apply korte parbo?

  • @mathtutor07
    @mathtutor07 Рік тому

    Tnx brother

  • @Ochenanirob
    @Ochenanirob 10 місяців тому

    ভাই আমার মার আইডি আমার সার্টিফিকেট এ একটা ইংরেজি অক্ষর এ মিল নেই সমস্যা হবে কি

  • @VoiceofIslamV
    @VoiceofIslamV 9 місяців тому +1

    যদি কারো পিতা বেঁচে না থাকেন, এবং পিতার এনআইডির কোন সন্ধান না থাকে, তবে কিভাবে কি করণীয়???

    • @minaeemofficial
      @minaeemofficial  9 місяців тому

      সমস্যা হবে না সেক্ষেত্রে , বুঝিয়ে বলবেন আরকি

    • @MoinUddin-zh8zi
      @MoinUddin-zh8zi 8 місяців тому

      ​@@minaeemofficialভাই আমার মায়ের এনআইডি কার্ডে উনার নামের সাথে আমার এনআইডি কার্ডে উনার নামের অমিল রয়েছে,
      তো আমি চাচ্ছি আমার মায়ের এনআইডি নাম্বার না দিতে,
      এটা তো অপশনাল ই,
      এক্ষেত্রে কি কোন সমস্যা হবে?
      প্লিজ রিপ্লাই🙏?

  • @kodosKan
    @kodosKan 4 місяці тому

    আসসালামুয়ালাইকুম ভাইয়া আমি পাকিস্তানের একটা ছেলেকে অনেক ভালোবাসি সে ও আমাকে অনেক ভালোবাসে এখন সে ও তার পরিবারের সবাই চায় আমি সেখানে গিয়ে তাদের কাছে থাকি কিন্তু আমি এর আগে কখনো অন্য কোথাও যাইনি এখন আমি কি করবো আপনার পরামর্শ চাই আমি তার কাছে কিভাবে যাবো আর কিছু সমস্যা হবে কিনা সে ব্যাপারে আপনার সাহায্য ও পরামর্শ চাই প্লিজ আমাকে একটু সাহায্য করবেন ভাইয়া 😢

    • @minaeemofficial
      @minaeemofficial  4 місяці тому +1

      Passport korun amar video dekhe. Baki ta aste aste hobe

    • @kodosKan
      @kodosKan 4 місяці тому

      @@minaeemofficial ok Vaiya insallah duya korben amar jonno ❤️❤️

  • @mdsobujhossain1830
    @mdsobujhossain1830 3 місяці тому

    Vaiya amar nid card e amar ma nam ektu vul ache
    Mst minayara
    Jaigai miss mina khatun ache
    Ekhon ei nam vul hole ki passport online a apply korte parbo.
    Jodi bolten khub valo hoto

  • @Yasmin-tf5ve
    @Yasmin-tf5ve Рік тому +1

    Vaia
    Amr NID ache but birth registration er digital copy ney se ketre ami ki birth registration chara passport er jonno apply korte parbo?
    Kindly janaben
    TIA

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому

      NID থাকলে birth registration lagbe na।

  • @hmsarifulislam
    @hmsarifulislam Рік тому +1

    আমি পাসপোর্ট করেছি দালাল ছাড়া কিন্তু কোন সমস্যায় পড়া লাগে নাই

  • @shukanthoadhiary2110
    @shukanthoadhiary2110 Рік тому +1

    পেশা যদি চাকরি হয়, কিন্তু অফিস থেকে কোনে কাগজ পত্র দিবে না, সেক্ষেত্রে কি করা যায়

  • @retroplaybangladesh
    @retroplaybangladesh Рік тому +1

    Joss❤

  • @Jahangiralom-oy4on
    @Jahangiralom-oy4on 5 місяців тому

    ভাই আমি আরব আমিরাতে প্রবাসী আমার ডিজিটাল পাসপোর্ট আছে আমি ই পাসপোর্ট বানাতে চাচ্ছি আরব আমিরাতে বলছে ১ মাস ১৫ দিন সময় লাগবে কিন্তু এর আগে আমি দেশে জরুলি কাজ থাকায় দেশে চলে আসতে হবে। আমার পাসপোর্ট মেয়াদ ৬ মাস আছে তাই দেশে বানাতে হবে তাহলে আমার কি কি কাগজ লাগবে

    • @minaeemofficial
      @minaeemofficial  5 місяців тому

      Passport jehetu already ase. Besi kagojpotro lagar kotha na.
      Previous passport ta lagbe..
      Kindly passport website a giye helpline a call diye right information ta jene nin

  • @OMARFAROOUE-xd2is
    @OMARFAROOUE-xd2is Рік тому

    আমার নিজের ডকুমেন্টস সব ঠিক আছে শুধু মায়ের nid. এর সাথে আমার ind তে নামের মিল নেই। এটা কি হবে?
    তবে আমার সার্টিফিকেট /nid সব একই, শুধু মায়েরটাই সমস্যা।

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому

      সমস্যা হবার কথা না
      কিন্তু পাসপোর্ট অফিসের লোকজন এর উপর আরকি।
      একটু নিজ থেকে আগে খোঁজ নিয়ে দেখতে হবে আপনার।
      এটার জন্য আসলে সুনির্দিষ্ট নিয়ম কানুন বলা নাই।
      ভুল পেলেই ওরা হয়রানি করতে চায়

  • @TechEduBangla
    @TechEduBangla Рік тому

    ভাইয়া, আমার ঠিকানায় সমস্যা, আমার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা ২ টা।
    এখন সমস্যা হচ্ছে যে, আমার বর্তমান ঠিকানা আমার বাবা-মায়ের স্থায়ী ঠিকানা, আর আমার স্থায়ী ঠিকানা আমার আব্বু আম্মুর বর্তমান ঠিকানা এক।
    এখন, এভাবে কি পাসপোর্ট বানাতে পারবো??
    পুলিশ ভেরিফাই এ কোন সমস্যা হবে??
    প্লিজ জানান।

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому

      এই বিষয়ে এখন আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে খোঁজ নেওয়া টাই বেটার হবে।

  • @hanifpatowary-ot6jp
    @hanifpatowary-ot6jp 9 місяців тому

    ভাই আমার পাসপোর্টে বয়স 1969 সালে NID ও জম্ননিবন্ধনেও 1969 সালে দেওয়া কিন্তু আমার জম্ন 1979 সালে এখন এই বয়স কি পরিবর্তন করা যাবে কিনা।

    • @minaeemofficial
      @minaeemofficial  9 місяців тому

      এইটা চেঞ্জ করতে হলে আপনার যাবতীয় সব কিছুই সংশোধন করতে হবে যেটা অনেক পেরাময় হবে।
      যদি আপনি পেরা নিতে প্রস্তুত থাকেন তাহলে করতে পারেন সংশোধন একটা একটা করে।

  • @tanvinsweety5671
    @tanvinsweety5671 11 місяців тому

    এখনতো বিদ্যুত বিল আসেনা।মিটারে রিচার্জ করতে হয় সে ক্ষেত্রে কি হবে?

    • @minaeemofficial
      @minaeemofficial  11 місяців тому

      এক্ষেত্রে সমস্যা খুব একটা হবে না। যদি অন্যকোনো ডকুমেন্ট দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করা যায় সেটা দিয়েন।

  • @rafiqulislam9741
    @rafiqulislam9741 11 місяців тому

    আমার এনাইডি ও সার্টিফিকেট আমার নাম বাবা মায়ের নাম সকল ইনফরমেশন একই কিন্তু বাবা মায়ের এনাইডি নামের কিছু ডিফারেন্স আছে এতে কি কোনো সমস্যা হবে !

    • @minaeemofficial
      @minaeemofficial  11 місяців тому

      হবার কথা নয়। যদি পাসপোর্ট অফিসে ঝামেলা না করে ওরা

  • @prashantadas7294
    @prashantadas7294 7 місяців тому

    আমার এইচএসসি সার্টিফিকেট নেই,,এসএসসি আছে..! ওটাতে আমার NID কার্ডের থেকে বয়স দুবছর কম আছে,?? আমার কি পাসপোর্ট আসবে,??

    • @minaeemofficial
      @minaeemofficial  7 місяців тому

      জন্ম তারিখ না মিললে ঝামেলা করবে।

  • @androidtricksbd2212
    @androidtricksbd2212 Рік тому +1

    বিদ্যুৎ বিল টা কি নিজের বাবা মায়ের নামে হতে হবে?

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому +1

      নাম fact na , apnar ঠিকানায় হতে হবে

  • @jasminsraboni9980
    @jasminsraboni9980 9 місяців тому

    ভাইয়া আমার বর্তমান ঠিকানা যেটা ওইখানে আমরা ভাড়া বাসায় থাকি তাই বিদ্যুৎ বিলের কোন স্লিপ নেই । এর কোন সল্যুশন আছে ?

    • @minaeemofficial
      @minaeemofficial  9 місяців тому

      বাড়ি ওয়ালার কাছ থেকে বিদ্যুৎ বিলের কপি নিতে পারেন। নাহলে খুব একটা সমস্যা হবার কথা না। এটা পুলিশ ভেরিফিকেশন এ চায়। উনাদের বুঝিয়ে বলবেন বিষয়টা আরকি।

  • @mdarifulislam4551
    @mdarifulislam4551 11 місяців тому

    আসসালামু আলাইকুম ভাই,
    ১। আমার বাসা ঢাকা আমি থাকি চট্টগ্রাম,, এখন চট্টগ্রাম থেকে পাসপোর্ট করতে পারবো।
    ২। আমি চট্টগ্রাম এ সরকারি কোয়ার্টার এ থাকি,,আমার নিজের নামে বিদ্যুৎ বিল নাই,,এখন নিজ বাসার বিদ্যুৎ বিল লাগবে নাকি যে কোয়ার্টার এ থাকি সেই সরকারি বিদ্যুৎ বিলের কাগজ লাগবে,,

    • @minaeemofficial
      @minaeemofficial  11 місяців тому

      আপনার nid কোথায় করা সেখানের আঞ্চলিক পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দিতে হবে।
      বিদ্যুৎ বিল এর টা আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করে নিয়েন। এটা একদম বাধ্যতামূলক না। তবে ওরা চায়।

    • @mdarifulislam4551
      @mdarifulislam4551 11 місяців тому

      @@minaeemofficial NID dhaka but Chattogram korte parbo na

  • @t4gaming643
    @t4gaming643 10 місяців тому

    ভাইয়া আমার পাসপোর্ট ১০ দিনের ভিতরে পিন্ট হয়ে গেছে এখন লোকাল অফিসে চলে আসবে
    এখন ঢাকা থেকে লোকাল অফিসে পাসপোর্ট আসলে এর মধ্যে দালাল কি পাসপোর্ট আটকাই রাখতে পারবে দালাল বলতে পাসপোর্ট আনতে নাকি আরো টাকা লাগবে

    • @minaeemofficial
      @minaeemofficial  10 місяців тому

      No, passport আনতে কোনো টাকা লাগবে না। কেও টাকা চাইলে দিবেন না। এবং কেও টাকা চাইলে সাথে সাথে কর্তৃপক্ষ কে অবগত করবেন।

  • @shortsjtarek7854
    @shortsjtarek7854 Рік тому

    ভাই কারেন্ট ভিলের কাগজের বাবা নাম শেষে (মিয়া) আর সব জাগায় (উদ্দিন) তাতে কোন ঝামেলা হবে

    • @minaeemofficial
      @minaeemofficial  Рік тому

      কারেন্ট বিলের কাগজে নাম নিয়ে সমস্যা হবার কথা নয়, কারেন্ট বিল এর কাগজ ঠিকানা ভেরিফাই করার জন্য ইউজ হয়।

    • @shortsjtarek7854
      @shortsjtarek7854 Рік тому

      ধন্যবাদ ভাই

  • @AsmaKhatun-is7bl
    @AsmaKhatun-is7bl Місяць тому

    আমার এন আইডিতে দেয়া আছে ssc কিন্তু আমি পরিক্ষা দেইনাই এখন কি করবো

  • @mosharrofit
    @mosharrofit 7 місяців тому

    আমার সব ডকুমেন্টস আমার NID অনুযায়ী আছে কিন্তু আমার আব্বার নাম ওনার NID কার্ডের মত না এতে কোনো সমস্যা হবে কি?

    • @minaeemofficial
      @minaeemofficial  7 місяців тому

      Yes.. please contact your local passport office for information regarding this.

  • @saifurrahmantamim73
    @saifurrahmantamim73 10 місяців тому

    ভাই আমি বিভিন্ন বেসরকারি প্রজেক্টে চাকরী করি এগুলার সার্টিফিকেট নাই তবে পাশ কার্ড আছে এখন আমি যদি চাকরীর কথা উল্যেখ না করি তাহলে Other দিয়ে দেই তাহলে কি কোনো সমস্যা হবে? আর আমার বাবা মারা গেছেন প্রায় ২৮ বছর আগে আমার মা এখনও আছেন আলহামদুলিল্লাহ। এখন আমার মায়ের এন আই ডি কার্ড আছে আর আমি অনলাইনে আবেদনের সময় দেখলাম মায়ের আইডি অপশনাল তাহলে কি করবো। আর মায়ের আইডিতে MST আছে আমি সেখানে সেটা দেই নি এখন কি কোনো সমস্যা হবে? প্লিজ একটু বলবেন কি করবো?

    • @minaeemofficial
      @minaeemofficial  10 місяців тому +1

      যেখানেই বর্তমানে কাজ করছেন একটা ডকুমেন্ট নিয়ে নিবেন ওখান থেকে।
      হ্যা আইডি অপশনাল , আপনার মায়ের। Id te mst আছে কিন্তু আপনার কাগজ পত্রে নাই, সমস্যা হচ্ছে পাসপোর্ট অফিসে ওরা হয়রানি করে এটা নিয়ে।
      আপনি ভালো হয় আগে পাসপোর্ট অফিসে গিয়ে এই বিষয়ে খোঁজ নিলে

  • @mainuddinmizi7462
    @mainuddinmizi7462 9 місяців тому

    ভাই আমার বয়স 21 বছর হইছে কিন্তু একটা সমস্যার কারনে আমি আইডি কার্ড করিনা এখন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবো নি এটু জানাবেন

    • @minaeemofficial
      @minaeemofficial  9 місяців тому

      Ha parben but , passport office a age contact kore dekhen..

  • @healthproblem123
    @healthproblem123 6 місяців тому

    আমার বিদ্যুৎ তো prepaid কোনো বিলের কপি আসে না।।

    • @minaeemofficial
      @minaeemofficial  6 місяців тому

      আগের কোনো কপি কি আছে ? থাকলে সেটা দিয়েন।