আসসালামু আলাইকুম ভাইয়া.... ব্লগ এর শুরুতেই আপনার সালাম আমাকে অভিভূত করে.... আজকাল আপনাকে সাদা শুভ্র পোশাকে দেখতে না পারার আফসোস হচ্ছে ভীষণ.... ভ্যাপসা গরমে চিড়াচ্যাপ্টা হচ্ছেন তা বুঝতে পারছি খুব.... "সুস্থ দেহে সুস্থ মনের বসবাস " এই তত্বটি আপনার মাঝে আবারো প্রান পায়...আপনাকে দেখে শিখতে চাই কি করে আরো বিনয়ী হতে হয় দেশ মাতৃকার কাছে, পরিবার আর নিজের ভক্তের মাঝে.... আপনি আমার চোখে দেখা এমন একজন চরিত্র যিনি কিনা নিজের জীবনে সুখী... আত্মঅহামিকা যাকে ছুতেঁ পারে নি....জীবনে যুদ্ধে আত্ম বিশ্বাসী,জয়ী সফল একজন.... গতানুগতিক ভাবে আজকের এপিসোড নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলাম..... আপনার উদ্দাম পর্যটক অভিযাত্রী মনে ঘুরে বেড়ানোর দৃশ্য আমার একঘেয়ে জীবনের ক্লান্তি কে ঝেটিয়ে বিদায় করে... আমি বিমোহিত হই আপনার সারল্যমাখা হাসির ছটায়...এমনি থাকুন ভাইয়া অনন্ত সময় আমাদের কল্পনারসের মধু হয়ে....আমাদের ছেড়ে যাবেন না যেন..... যাজাকাল্লাহ খাইরান....
Israt apu assalamualikum,dua kori Allah r rohomote susto asen volo asen.apni onek sundor kore uncle ar vlog ar bornona den ja amader moner kotha,thnx👍👍👍👌👌👌🌹🌹🌹🌹🌹
আপনাকে আবার ও ধন্যবাদ , আমাদের দেশের সৌন্দর্য দেখানোর জন্য ।আপনি নুতন করে নিজের দেশের সৌন্দর্য উপভোগ করছেন , এত দুরদেশ থেকে ও দেশ কে মনে রেখেছেন , ধন্যবাদ ভাইজান আবার ও ।
আসসালামুআলাইকুম ভাই। আপনার মাধ্যমে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর যায়গা দেখতে। আলুটিলার গুহা, ঝুলন্তব্রীজ সবমিলিয়ে নৈসর্গিক দৃশ্য খুব সুন্দর যা যে কোন মানুষের মন ভাল করে দেয়, খুব ভাল থাকবেন।আল্লাহ হাফেজ।
রাঙামাটির দৃশ্যগুলো আমাকে ৪৫ বছর পিছনে নিয়ে গেল। তখন টুরিস্টদের জন্য এত সুযোগ ছিল না। তবে মনে পড়ে কাপ্তাই লেক ও পাওয়ার স্টেশন ভ্রমনে গিয়েছিলাম। আপনার পরিবেশনা খুব ভালো লেগেছে। সত্যি litter একটা সমস্যা। আপনি সেদিকে দৃষ্টি আকর্ষণ করে জন হিতকর কাজ করেছেন। ধন্যবাদ।
Uncle onek sundhur laglo.... Vlo thakben sobsomy ei kamona kori...... Uncle apnar age besi hoileo.. buja jai na... apnake ekhno young lage shirt and jeans porle..... ♥♥♥♥
আলোর মশাল হাতে দেখতে পেয়ে আনন্দিত হলাম! আপনার হৃদয়ের আলো আরো উজ্জ্বল... কত সহজেই সৌন্দর্য উপভোগ করে আমাদের সবাইকে আনন্দিত করে চলছেন। এ যেন এক অন্যরকম অনুভুতি! ভাই আপনাকে ও আপনার টিমের সদস্যদের প্রতি রইল আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন! এগিয়ে যান ফারুক ভাই, আমরা আছি সাথে। দোয়া করি ভাল থাকবেন ভাই।
As salamuolaikum uncle hope everything is good very nice 👍🏽 video ato nice way te Kora that why I like your all video my pray for you Allah apnake sustho sundor rakhuk ar sustho vabe Americai niye asok.
Alu Tila is such an adventure. Though after monsoon the cave will have flow of water & it makes the experience really hard because of the water, stone also claustrophobia may occur. Although I've enjoyed myself. :)
just amazing uncle osadaron.... tmi kmn acho...tmr mathar rumal ta porly tmk onek sundor dakhai uncle..... tmi khub valo akjon manus.......khub valo laglo,valo thakba sob somoy uncle Allah hafiz👌👌👌👌
আসসালামুয়ালাইকুম।ভাই কেমন আছেন?আমি এবং আমার পরিবারের সবাই আপনার পোস্ট করা মোটামুটি সব পর্বগুলো দেখি।খুবই আনন্দে উপভোগ করি।তবে সবচেয়ে বেশি ভাল লাগছিল হরিণ শিকার। মাঝে মধ্যে অন্যান্য শিকার করা দেখাবেন যদি সন্ভব হয়।
assalamuwalaikum bhai. onek ta din por comments korchi. beshi bhalo nai shorirta. doa korben. ami khub e sorry email kora hoini tai. jibon ta to jhamela mukto noi....tai aktu jhamelai achi. bhishon bhishon bhalo lahche apner travel er vlog gulo. apner shadharon sohoj shorol chola fera....ja shotti oshadharon. khub shabdhane thakben....doa kori apnara dujon shustho thakun r rohmoter shathe usa back koren. ameen.
Hello dear Farook bhai, Mala bhabi n everyone else, hope you all are well! What a beautiful episode! Love ittttttt 💚❤️💙 but the cavern, oh boy … that was scary! Omg… I was feeling so nervous even by watching this! I’m so glad that no one got hurt ! Magnificent views made this episode more enjoyable! Thanks so much dear Farook bhai! Take care everyone!!!
@@AdventureTube21 Exactly! That’s what I was thinking! Over here these places are properly maintained! I remember when I was in Maryland, we went to a beautiful cavern ! I can never forget that place !
@@AdventureTube21 Pls make a plan & visit dear Farook bhai! I’m sure you n Mala bhabi are gonna love it ! And there is a place called “deep creek lake”, you should go there ! Such a beautiful place surrounded by beautiful lane n nature! Anyways, take care dear bhai, bhabi !!!
আমি গিয়েছিলাম মেঘ পাহাড়ের দেশে। সবচেয়ে ভাল লেগেছে পাহাড়ের চুড়ায় ঘন কালো মেঘের খেলা। আমরা যখন যাই তখন ঐ সিড়ির পাশে ছিল পাহাড়িদের জুম খেত, অপরুপ। এই ভিডিওতে দেখলাম না। গুহার ভিতর বেশ পানি ছিল, পায়ের টাকনুর উপর পর্যন্ত ডুবে গেছিল। জুতা খুলে খালি পায়ে ঢুকেছিলাম। আর ছিল অন্ধকার। ছোট মশালের আলো অন্ধকার তাড়ানোর জন্য যথেষ্ট ছিলনা। কতবার যে আছাড় খেয়ে পড়েছি। সত্যিকারের এ্যডভেঞ্চার। এখন দেখলাম ফ্লুরোসেন্ট লাইটের ব্যবস্থা হয়েছে, পানিও নেই বললেই চলে। নামার পথটা ঠিকই আছে, তবে বেরুনোর পথটার আরো ভালো করা দরকার।
মামা আপনি আমার রাংগামাটি বেড়িয়ে গেছেন আর আপনার সাথে আমার দেখা হলোনা সেটি খুবই দুঃখজনক 😪😪 আপনার ব্লগ আমি অনেক আগে থেকেই ফলো করি।আপনি রাংগামাটি এসেছেন সেটা আমার জন্য যেমন আনন্দের তেমনি দুঃখের ই।।আপনার সাথে দেখা হলে সেটা হতো বিশেষ কিছু।আপনাকে আমি অনেক জায়গায় ঘুরাতে নিয়ে যেতে পারতাম।। যাই হোক আপনার জন্য শুভকামনা রইল।ভবিষ্যতে আবার আসবেন,আর আসলেই আমাকে জানাতে ভুলবেন না।
আসসালামু আলাইকুম ভাইয়া....
ব্লগ এর শুরুতেই আপনার সালাম আমাকে অভিভূত করে.... আজকাল আপনাকে সাদা শুভ্র পোশাকে দেখতে না পারার আফসোস হচ্ছে ভীষণ.... ভ্যাপসা গরমে চিড়াচ্যাপ্টা হচ্ছেন তা বুঝতে পারছি খুব....
"সুস্থ দেহে সুস্থ মনের বসবাস " এই তত্বটি আপনার মাঝে আবারো প্রান পায়...আপনাকে দেখে শিখতে চাই কি করে আরো বিনয়ী হতে হয় দেশ মাতৃকার কাছে, পরিবার আর নিজের ভক্তের মাঝে....
আপনি আমার চোখে দেখা এমন একজন চরিত্র যিনি কিনা নিজের জীবনে সুখী... আত্মঅহামিকা যাকে ছুতেঁ পারে নি....জীবনে যুদ্ধে আত্ম বিশ্বাসী,জয়ী সফল একজন....
গতানুগতিক ভাবে আজকের এপিসোড নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলাম..... আপনার উদ্দাম পর্যটক অভিযাত্রী মনে ঘুরে বেড়ানোর দৃশ্য আমার একঘেয়ে জীবনের ক্লান্তি কে ঝেটিয়ে বিদায় করে... আমি বিমোহিত হই আপনার সারল্যমাখা হাসির ছটায়...এমনি থাকুন ভাইয়া অনন্ত সময় আমাদের কল্পনারসের মধু হয়ে....আমাদের ছেড়ে যাবেন না যেন..... যাজাকাল্লাহ খাইরান....
তোমার লিখা মনে কেড়ে নেয় মামুনি ।
Ishrat Islam ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার লেখা পড়ে মনে হয় আমি কত স্পেশাল 🥰। গরম আসলেও একটু বেশী ছিল। ভাল থাকুন ভাই। Ramadan Kareem. 💚💚💚
Israt apu assalamualikum,dua kori Allah r rohomote susto asen volo asen.apni onek sundor kore uncle ar vlog ar bornona den ja amader moner kotha,thnx👍👍👍👌👌👌🌹🌹🌹🌹🌹
ইসরাত আপনার আজ কোনো কবিতা নেই কেন। আপনার কবিতা ছাড়া একদমই জমেনা।আশা করি আগামীতে অবশ্যই দেখতে পাবো।ভালো থাকবেন। জাজাক আল্লাহ খায়ের। 💕💕💕💕
Ishrat Islam তোমার কবিতা ছাড়া কমেন্ট বক্স খালি খালি লাগছে ।
vlo lage apnr every video.. ahro vlo laglo Khagrachhari ghurte gelen dekhe❤
Dhonnobad vai.
@@AdventureTube21 my pleasure 😊
Good morning dadabhai khub bhalo lagchhey tomader enjoy korte dekhe I must say that you are a very down to earth person
Thank you.
"6:10m যারা claustrophobic তাদের জন্য adventure না।"
ভালো লেগেছে
সতর্কবার্তা।
আলহামদুলিল্লাহ।
Thank you.
আপনাকে আবার ও ধন্যবাদ , আমাদের দেশের সৌন্দর্য দেখানোর জন্য ।আপনি নুতন করে নিজের দেশের সৌন্দর্য উপভোগ করছেন , এত দুরদেশ থেকে ও দেশ কে মনে রেখেছেন , ধন্যবাদ ভাইজান আবার ও ।
Jahan Khurshid Welcome !
Your wife is very brave woman brother, good luck to her,from London.
Vai amr sotti apnaka onk valolaga apnar kothar moddha sotti akta somman aca r sai jonnoi video gula aro valolaga
Roman Wahid Thank you.
Uncle ..apnake ajk khub sundoe lagche panjabi te..
Sazzad Hossain Thank you.
Onek shondor. Kosto kore amader ke dekanur jonno thank u so much.
Yamin Ahmed Welcome.
Allah apnader k anek nirapode r sohisalamote rakhun Ameen. Vai apnake anek anek donnobad.
Farhana Abdullah You are very welcome dear.
গুহার ভেতোর দিয়ে সুন্দর এডভেঞ্চার করলেন। দেখে খুব ভালো লাগলো।ভ্রমণ সুন্দর হোক এই দোয়া রইলো। 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Rahmatullah Rahmatullah ধন্যবাদ ভাই। 🥰💕
@@AdventureTube21 সাগতম। ভালো থাকবেন। ❤💛💚
Faruk vai aapnar sahus aace aamar voi lagce Minto sundor
Jesmina Rahman 🥰
আসসালামুআলাইকুম ভাই। আপনার মাধ্যমে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর যায়গা দেখতে। আলুটিলার গুহা, ঝুলন্তব্রীজ সবমিলিয়ে নৈসর্গিক দৃশ্য খুব সুন্দর যা যে কোন মানুষের মন ভাল করে দেয়, খুব ভাল থাকবেন।আল্লাহ হাফেজ।
M.D HUMAYUN Kabir ওয়ালাইকুম আসসালাম ভাই। দোয়া করি ভাল থাকুন।
অনেক ভালো লাগলো এত মনমুগ্ধকর জায়গা গুলো দেখে, আপনাকে অনেক ধন্যবাদ।
Bangladeshi blogger Rasel Welcome.
আমার কাছে অনেক ভালো লাগলেো ধন্যবাদ।
It's a very mysterious place, presentation অনেক সুন্দর, আপনার মাধ্যমে গুহাটা দেখা হয়ে গেল, thank you via.
Nahid Sultana Welcome dear.
রাঙামাটির দৃশ্যগুলো আমাকে ৪৫ বছর পিছনে নিয়ে গেল। তখন টুরিস্টদের জন্য এত সুযোগ ছিল না। তবে মনে পড়ে কাপ্তাই লেক ও পাওয়ার স্টেশন ভ্রমনে গিয়েছিলাম। আপনার পরিবেশনা খুব ভালো লেগেছে। সত্যি litter একটা সমস্যা। আপনি সেদিকে দৃষ্টি আকর্ষণ করে জন হিতকর কাজ করেছেন। ধন্যবাদ।
You are very welcome.
সত্যি অনেক সুন্দর আমাদের দেশ বাংলাদেশ .ধন্যবাদ স্যার👍👍🇧🇩
Sobuj Bangla Welcome!
অসাধারণ সব মিলিয়ে সত্যি চমৎকার হয়েছে। আংকেল ❤👍
Bes valo jayga. Amar to jete echhe korlo. Janena jete parbo kina. অনেক সুন্দর করে উপস্থাপন করা হয়েছে
Chomotkar, Vai. Shotti ei boho shey apnar ato shokti r apnar ei adventure prio manoshikota dekhey blisshoye ovivuto hocchi. Oshongkho dhonnobad Vai. Ei boyosheo ato pranobonto thakar jonno.
Ashakori vobisshoteo amoni thakben.😊👍
Sabera Yeasmin Inshallah. Thank you.
onak rikye cilo...maybe guhata..thanks for share this video...
Nahidur Rahman Welcome !
বেশ ভাল লাগলো
দেখে মনে পরে গেলো ঐ দিনের কথা মিস করি।
এত সুন্দর ভাবে ফিলিংশ Share করা সত্যি amazing
Rehena Khanom 🥰
Mashaallah,,, khub sundor,, beautiful uncle,, i prey for you have a save journey... Sustho thakun valo thakun,,
Pinky Akter Dhonnobad uncle.
আসসালামু আলাইকুম আল্লাহ আমি বুঝি মিস করলাম আপনাদের।
🥰💕
গত বছর গিয়েছিলাম অনেক আনন্দময় সময় কাটিয়েছি 😍😍😍
Wow it was so amazing Bangladesh ato shundor ja apnar jonno janlam inshallah friends ra mile jabo uncle
Sojib Hossain Enjoy & be safe uncle.
আরেববাস !!! এইযে, এই এপিসোড টায় Adventure Tube নামকরনের সার্থকতা। পু্রা একশন থ্রিলার !!! হ্যাটস অফ টু ইউ। কিছুটা ভীতু হওয়ার কারনে আমাদ্বারা ঐ অন্ধকার গুহায় যাওয়ার প্রশ্নই উঠেনা। আপনার কল্যানে ওটাও দেখা হইলো। ধন্যবাদ, সুপার ম্যান এন্ড উওম্যান।
Iftikhar Hossain 🤪😍🥰 ধন্যবাদ ভাই।
খুব সুন্দর লাগল। কিন্তু এই ভিডিও গুলোতে আপনি মালা দিদি কে একদমদেখাচেছননা কেন???? আমরা ওনাকে খুব মিস করছি।
Apnar songe ghure bangla desh jaoar agroho onek bere gelo je kono din i ebar chole jabo oi sobuj shyamol deshe!
baishali sarkar Mithu1999 Inshallah.
Vaiya onek valo laglo
আপনার চোখে পৃথিবী দেখছি। ধন্যবাদ
MashaAllah
Nice
yeah i have no possibility to go America though i wish i can go there..... but when I visit your videos really i just feel happy... thanks sir
my show Welcome!
অসাধারণ
That place is really amazing ! Thanks for sharing with us.
Bhalo laglo ata.darun!
💘💘Uncle amar salam niben. Valo achen? Onek valo laglo apnar blog. Valo thakben..onek onek doa roilo..💘💓
ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।
আপনার সাহসে মুগ্ধ আমি ।বয়স কোন হার মানে না মনের তারুন্যের কাছে ।অসাম আপনি ফারুক ভাই ।
Rehnuma Tarannum 🥰Thank you.
Uncle onek sundhur laglo....
Vlo thakben sobsomy ei kamona kori......
Uncle apnar age besi hoileo.. buja jai na... apnake ekhno young lage shirt and jeans porle..... ♥♥♥♥
MD Hasan Shah Thank you. 🥰
@@AdventureTube21 welcome uncle ♥♥♥
amader khagrachari,,,alu tila guha...eta Bangladesh er ek matro pahari guha....future a ese abar gure jaben....☺☺
I LOVE SONG ইনশাল্লাহ যাব। ধন্যবাদ।
ghuhar bitore onek voy lage ami giyechilam
Just awesome....
Good morning 🌞🌞 Sir. Very nice 👍 👍👍 👍👍 👍. Thank you 😎😃😎😎😎😎😍😍😍😍😍😍😍
Thank you sir
Thank you. You 😘😘😄😄😄😄😄😄😄😄
Saful Ali You are very welcome.
@@AdventureTube21 sir. Visit. My. House. Dhaka. I. Job. Car. Wheel. Alignment. Thank you. Sir😄😄😄😄😄😄😄😄😄😎😎😄😄😄😄😄😄😄😄😄😄😎😄
it:s a beautiful and amazing place and mind blowing also
just wow...uncle.natural beauty
Nahidur Rahman 🥰
Osadaron👍👍👍👌👌👌2008 a Rangamati gie chilam,suvolong jhorna dekle apnar onek valo lagto.valothakben
Assalamu alaikum baiya kemon asen ? Apnar vromono dekle mone hoy notun kore deshk dekteci . Onek vhalo lage . Annodo houk sobar priyo vhalo thakun bai .
ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই।
আলোর মশাল হাতে দেখতে পেয়ে আনন্দিত হলাম! আপনার হৃদয়ের আলো আরো উজ্জ্বল... কত সহজেই সৌন্দর্য উপভোগ করে আমাদের সবাইকে আনন্দিত করে চলছেন। এ যেন এক অন্যরকম অনুভুতি! ভাই আপনাকে ও আপনার টিমের সদস্যদের প্রতি রইল আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন! এগিয়ে যান ফারুক ভাই, আমরা আছি সাথে। দোয়া করি ভাল থাকবেন ভাই।
Israil Munshi অনেক ধন্যবাদ ভাই। খুবই দুক্ষিত আপনার সাথে এখনো দেখা হয় নাই। এখন কয়েক দিন ব্রেক নিচ্ছি। ইনশাল্লাহ দুই এক দিনের মধ্যেই দেখা হবে।
@@AdventureTube21 অনেক ধন্যবাদ ভাই। অপেক্ষায় আছি।
As salamuolaikum uncle hope everything is good very nice 👍🏽 video ato nice way te Kora that why I like your all video my pray for you Allah apnake sustho sundor rakhuk ar sustho vabe Americai niye asok.
Wahida sharmin Walaikum assalam uncle. Many thanks for your kind words.
খুব ভাল লাগল boos
Thank u bhai ami duibar giye bhitore jawar shahosh pai nai apnar jonno dekhte parlam
Syed Riaz 🥰
আপনার ক্যামেরায় জায়গাটা দেখে খুবই ভাল লাগল,
Wow so..beautiful..
Great Vlog Sir
Alu tilar shurongo poth die alor mosal zalie kivabe za gelen...shoru poth ghut ghute adhar...khuboi voyongkor drissho....amar pokkhe zaoa shomvob na bhai...mone holoo vuter golly...tobey bhai julonto bridghe r tar charideker sownshorjo asholei dekhar moto....lekerpare shan badha ghatla leckta o dekte onek shundor laglo...shob milie Beautiful place...bhai ami chita gang giecilam amar boner basay ranga mati beth bunia chondro ghona pepar meil,,potenga shagorer sek forider mazar bayejid bostam...Ai dorsonio asthan guli dekha dekha hoyecilo...apnar maddhome dekha holoo zana holoo bohu kicu...bhai dowakori bhalo thaken...allah haopej...,,,
Shana Parbin অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুন সুস্থ রাখুন।
Aponar vromon zatra sundor o shuv howk,,,ai dowa o kamona korci,,onek dhonno bath.....,,,
👌👌👌👌👌👌👌👌
🥰
Salam niban . Apnar vlog a amar des k dakci monvora .Allah apna k o apnar family k valo rakhuk .vabi k o salam janaben .
Mrs Akond Walaikum assalam. অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
Thanks for all 😘😘
What is the name of that big river you crossed while you travelled to sylet from dhaka.
I have crossed many river. At what time? Thank you.
Well done bro...its a hard work
Subhannalah!!!
Cyclone hocca baira are Ami apner video dekci .
Md Mithu Be safe 🥰
Alu Tila is such an adventure. Though after monsoon the cave will have flow of water & it makes the experience really hard because of the water, stone also claustrophobia may occur. Although I've enjoyed myself. :)
Farid Ahmed Prince 🥰
just amazing uncle osadaron.... tmi kmn acho...tmr mathar rumal ta porly tmk onek sundor dakhai uncle..... tmi khub valo akjon manus.......khub valo laglo,valo thakba sob somoy uncle Allah hafiz👌👌👌👌
Thank you 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😃😃😃😃😃
kotha chowdhury Many thanks uncle. Tumio khub valo.🥰
আসসালামুয়ালাইকুম।ভাই কেমন আছেন?আমি এবং আমার পরিবারের সবাই আপনার পোস্ট করা মোটামুটি সব পর্বগুলো দেখি।খুবই আনন্দে উপভোগ করি।তবে সবচেয়ে বেশি ভাল লাগছিল হরিণ শিকার। মাঝে মধ্যে অন্যান্য শিকার করা দেখাবেন যদি সন্ভব হয়।
Palash shamsul alam ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ দেখাব। অনেক ধন্যবাদ।
You can see tha curve for world
এতো ছোটো ভিডিও পুরোটা কবেদেখবো,,,,,
assalamuwalaikum bhai. onek ta din por comments korchi. beshi bhalo nai shorirta. doa korben. ami khub e sorry email kora hoini tai. jibon ta to jhamela mukto noi....tai aktu jhamelai achi. bhishon bhishon bhalo lahche apner travel er vlog gulo. apner shadharon sohoj shorol chola fera....ja shotti oshadharon. khub shabdhane thakben....doa kori apnara dujon shustho thakun r rohmoter shathe usa back koren. ameen.
Bushra Zahed Walaikum assalam vai. I pray & hope that you get well soon. Thank you for your well wishes. May Allah bless us all.🥰
Hi oylokumsam bhai kampn asen?god bless both of you n your son 🌺❤️🙏💐🌼🌸🌹
Shaila Sadiq May Allah bless us all.
Hello dear Farook bhai, Mala bhabi n everyone else, hope you all are well! What a beautiful episode! Love ittttttt 💚❤️💙 but the cavern, oh boy … that was scary! Omg… I was feeling so nervous even by watching this! I’m so glad that no one got hurt !
Magnificent views made this episode more enjoyable! Thanks so much dear Farook bhai! Take care everyone!!!
It could have been maintained better. Thank you dear
@@AdventureTube21
Exactly! That’s what I was thinking! Over here these places are properly maintained! I remember when I was in Maryland, we went to a beautiful cavern !
I can never forget that place !
@@nasimashimulkhan1931 we haven’t been there yet. But soon inshallah. Thank you
@@AdventureTube21
Pls make a plan & visit dear Farook bhai! I’m sure you n Mala bhabi are gonna love it ! And there is a place called “deep creek lake”, you should go there ! Such a beautiful place surrounded by beautiful lane n nature! Anyways, take care dear bhai, bhabi !!!
@@nasimashimulkhan1931 thank you dear
Hi 👋 Faruq U most handsaman❤️🌼🌺🍀💐👌
Shaila Sadiq 😍🥰
আপনার দেয়া adventure tube 21 নামকরন যথার্থ হয়েছে।
সারা ভিডিওতে লিটু ভাইয়ের কান্ড দেখে খুবই মজা পেলাম।যদি দুই পাশে বেড়া না থাকতো তাহলে উনি মনে হয় হামাগুড়ি দিয়ে চলতেন।ওনার আশংকা যদি দড়ি ছিঁড়ে যায়!
shafaet hossaen liton হ্যা। সে সত্যি অনেক ভয় পেয়েছে 😂🤣
Sir
The cave seemed never ending
Assalamualaikum Uncle have a Safe & nice journey 😊
Siifat Salman official Thank you.
আমি গিয়েছিলাম মেঘ পাহাড়ের দেশে। সবচেয়ে ভাল লেগেছে পাহাড়ের চুড়ায় ঘন কালো মেঘের খেলা। আমরা যখন যাই তখন ঐ সিড়ির পাশে ছিল পাহাড়িদের জুম খেত, অপরুপ। এই ভিডিওতে দেখলাম না। গুহার ভিতর বেশ পানি ছিল, পায়ের টাকনুর উপর পর্যন্ত ডুবে গেছিল। জুতা খুলে খালি পায়ে ঢুকেছিলাম। আর ছিল অন্ধকার। ছোট মশালের আলো অন্ধকার তাড়ানোর জন্য যথেষ্ট ছিলনা। কতবার যে আছাড় খেয়ে পড়েছি। সত্যিকারের এ্যডভেঞ্চার। এখন দেখলাম ফ্লুরোসেন্ট লাইটের ব্যবস্থা হয়েছে, পানিও নেই বললেই চলে। নামার পথটা ঠিকই আছে, তবে বেরুনোর পথটার আরো ভালো করা দরকার।
ওই ছোট মশালের যে আলো হয় তাতে কিছুই দেখা যায় না। ফ্লুরোসেন্ট লাইট নাই। আমি লাইট নিয়ে গিয়েছিলাম। অনেক এনজয় করেছি। ধন্যবাদ ভাই।
Just wow
Khagrasory, Sajek, Mati Ranga, Ranga Mati very good travelling. But your travel team why not choosing Coxbazar?
Immigration House Went to Coxes Bazar many times. Next time inshallah. Thank you.
This is called real adventure! Super like👌
Ziad Reviews Thank you brother.🥰
@@AdventureTube21 welcome
ইস আলু টিলা রহস্যময় গুহাটা মনে পড়ছে । অনেক ভাল লাগল ।
Accha apni America te jaben koby .
Amrin Jhuma কেন? যদি না যাই সমস্যা?
Uncle south Jersey তো সবুজে ভরে গেছে...
Hasibul Hasan হ্যা জানি। ইনশাল্লাহ জুনের ৫ এ ফিরব।
Whats your microphone model and brand?? i would be highly satisfied if you answer my question. Thanks a lot.
Rode lavelier mic। Thank you.
Dada Bes sundor
সবই বুঝলাম, কিন্তু শালাভাই টা কি জিনিশ তা বুঝলাম না ভাইয়া... নতুন এই সম্পর্কটা বুঝিয়ে বলার আমন্ত্রণ রইল... 🤗😊
শালা তো গালী হয়ে যায়। তার ভদ্র নাম হলো শালাত ভাই 🥰💕
Wow
ভাই, আপনি এখনও কিন্তু তেমন বুড়িয়ে যান নি। আর সময় থাকলে সিতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড় ঘুড়ে যাবেন। চন্দ্রনাথ পাহাড়ের ওপরে উঠতে আসলেই ফিটনেস প্রয়োজন হবে।
NAPA 500mg Inshallah যাব। ধন্যবাদ।
Bridge ti dekhte onekta Vancouver er capilano suspension bridge er moto 😊
আংকেল সম্ভব হলে কাপ্তাই ড্যাম দেখে যাবেন। কেউ পরিচিত থাকলে ডুকতে দিবে।
Meer Sabbir ইনশাল্লাহ নেক্সট টাইম যাব।
Your physical fitness is very good at this age...can you please share the secret of your fitness Farookh bhai.. !!!
Anjan Chaudhuri Just be happy, think positive & stay active. Thank you 🥰
Walaikumas salam
বয়স কোন ব্যাপার না যদি সংগী হয় মনের মত ।মালা ভাবী কে সালাম জানাবেন ।
Hayat Al Mahmud Walaikum assalam.
👍👍👍👍👌👌👌
মামা আপনি আমার রাংগামাটি বেড়িয়ে গেছেন আর আপনার সাথে আমার দেখা হলোনা সেটি খুবই দুঃখজনক 😪😪 আপনার ব্লগ আমি অনেক আগে থেকেই ফলো করি।আপনি রাংগামাটি এসেছেন সেটা আমার জন্য যেমন আনন্দের তেমনি দুঃখের ই।।আপনার সাথে দেখা হলে সেটা হতো বিশেষ কিছু।আপনাকে আমি অনেক জায়গায় ঘুরাতে নিয়ে যেতে পারতাম।। যাই হোক আপনার জন্য শুভকামনা রইল।ভবিষ্যতে আবার আসবেন,আর আসলেই আমাকে জানাতে ভুলবেন না।
Anan Dewan আমার সাথে বীদুষী দেওয়ান আর সুহৃদ দেওয়ানের সাথে দেখা হয়েছে। ইনশাল্লাহ আবার আসলে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ মামা।
@@AdventureTube21 শুনে খুব ভালো লাগলো। সুহৃদ দা আমার খুবই কাছের একজন বড়ভাই।খুবই ভালো মনের মানুষ সে।এখনো কি তাদের সাথে অবস্থান করছেন?
ভাই একটা দোলনা থাকলে ভালো হতো।
Shamim Ahsan 🤪😅😂🤣
ভাই আমি আশা করি আপনি মক্কা মদিনার একটি প্রমান্য চিত্র করবেন ।
Abdullah Almamun ইনশাল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন সেই তৌফিক দেন।
@@AdventureTube21 আমিন