✨ SAMSARA (সংস্কৃতে - संसार) এই শব্দের অর্থ অনেকটা ঐ "জীবনচক্র" বা "Circle of life" - জন্ম-জীবনযাপন-মৃত্যু। এবার প্রশ্ন হল, জন্ম থেকে শুরু হয়ে মৃত্যুতে শেষ হলে চক্র/circle কিভাবে? 🌼 পুরাণ (Mythology) মতে, এই শব্দের আরো একটা অর্থ আমরা পাই "Cycle of Death & Rebirth" বা জন্ম-জীবনযাপন-মৃত্যু-পুনর্জন্মের একটা চক্র! চলে এলে তো the Concept of Reincarnation! সনাতনী বিশ্বাস অনুসারে, "संसार" বা পুনর্জন্ম প্রাপ্তি, মানুষের জীবদ্দশায় কর্ম(Karma)-এর দ্বারা নির্ধারিত হয়, পরবর্তী জন্ম তার কেমন হবে। মহাদেব এবং সতী/পার্বতী/দুর্গা - এঁর কাহিনীতে আমরা এই পুনর্জন্মের উল্লেখ খুব সহজেই পাই। যেখানে সতী (শক্তির রূপ) জন্ম-মৃত্যু-পুনর্জন্মের পদ্ধতিতে বারবার জীবনযাপন করেন এবং অপরদিকে মহাদেব (সময়ের রূপ) অমরত্বের কারণে অপেক্ষা করেন নিজের ভালোবাসা, সতীর পুনর্জন্মের জন্য। এ তো গেল পুরাণের কথা। আমাদের কাহিনীর সঙ্গে, এই SAMSARA-এর যোগাযোগ কোথায়? জানতে চাও? তাহলে শুনতে থাকো, সৌরভ (ছেঁড়া খাতা)-এর নতুন উপন্যাস "SAMSARA" অবলম্বনে Storyholics-এর নতুন Romantic Action Fantasy Thriller Audio Drama সিরিজ (with the same name) "SAMSARA" Season 01 এখন Ongoing. তোমরা এই সিরিজে ভালোবাসা দেখালে ভবিষ্যতে আরো Season অডিও ড্রামা ফরম্যাটে আনার চিন্তাভাবনা করা হবে... ধন্যবাদ 😊 ~ সাহেব 🕊️♥️ বিঃ দ্রঃ গল্পে বর্ণিত সমস্ত ঘটনা, নাম, স্থান, চরিত্র সম্পূর্ণ কাল্পনিক ও লেখকের মস্তিষ্কপ্রসূত কাহিনী। বাস্তবের সঙ্গে কোনো রকমের কোনো মিল থেকে থাকলে, তা নিতান্তই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। গল্পের মাধ্যমে কোনো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধার্মিক বিশ্বাস ও ভাবধারাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। গল্পটি বিনোদনের মাধ্যম হিসেবে গণ্য করলেই আমাদের ভালো লাগবে।
আপনাদের গল্প গুলো শুনতে ইচ্ছা করেনা। কারণ শুনে নিলেই তো শেষ হয়ে যাবে। তারপর এত সুন্দর গল্প আর কোথায় শুনতে পাবো? এটাই মনে হয়। তাই এই গল্পটিও এত দিন পর শুনলাম জমিয়ে রেখে। অসাধারণ লাগলো গল্পটা। Sound effects, অভিনয়, গল্পপাঠ, উপস্থাপনা, পরিবেশনা সবই ফাটাফাটি, আলাদা করে বলার আর কিছুই নেই।
অসাধারণ 😊 এতোটাই ভালো লেগেছে যে কি বলবো বুঝতে পারছি না ❤ এই গল্পের সিজন ২ য় অবশ্যই চাই 🥰 আর এই গল্পের গানটা 😊 just awesome 😊 আর এই নিয়ে এই গল্প টা আমি ৩ য় বার শুনলাম 🥰
অসাধারণ ভাবনা। দুর্দান্ত লেখনী। দুর্ধর্ষ অভিনয়। ... আর কী বলব! 💗👌💐 তবে এই কাহিনি অনেক বেশি দৃশ্যমানতা দাবি করে যা শুধুমাত্র সংলাপ ও আবহে সীমাবদ্ধ থেকে গল্পের শ্রোত কিঞ্চিৎ অবরুদ্ধ করছে। খুব ভালো হয় যদি আগামী সিজনে গল্পের একজন সূত্রধার থাকেন। আলাদা আলাদা টাইম লাইন ও প্রেক্ষাপট সামান্য বুঝিয়ে দিলে গল্পের ধারা আরও সহজবোধ্য হবে বলেই মনে করি। 😊
✨ SAMSARA (সংস্কৃতে - संसार)
এই শব্দের অর্থ অনেকটা ঐ "জীবনচক্র" বা "Circle of life" - জন্ম-জীবনযাপন-মৃত্যু। এবার প্রশ্ন হল, জন্ম থেকে শুরু হয়ে মৃত্যুতে শেষ হলে চক্র/circle কিভাবে?
🌼 পুরাণ (Mythology) মতে, এই শব্দের আরো একটা অর্থ আমরা পাই "Cycle of Death & Rebirth" বা জন্ম-জীবনযাপন-মৃত্যু-পুনর্জন্মের একটা চক্র! চলে এলে তো the Concept of Reincarnation!
সনাতনী বিশ্বাস অনুসারে, "संसार" বা পুনর্জন্ম প্রাপ্তি, মানুষের জীবদ্দশায় কর্ম(Karma)-এর দ্বারা নির্ধারিত হয়, পরবর্তী জন্ম তার কেমন হবে।
মহাদেব এবং সতী/পার্বতী/দুর্গা - এঁর কাহিনীতে আমরা এই পুনর্জন্মের উল্লেখ খুব সহজেই পাই। যেখানে সতী (শক্তির রূপ) জন্ম-মৃত্যু-পুনর্জন্মের পদ্ধতিতে বারবার জীবনযাপন করেন এবং অপরদিকে মহাদেব (সময়ের রূপ) অমরত্বের কারণে অপেক্ষা করেন নিজের ভালোবাসা, সতীর পুনর্জন্মের জন্য।
এ তো গেল পুরাণের কথা।
আমাদের কাহিনীর সঙ্গে, এই SAMSARA-এর যোগাযোগ কোথায়?
জানতে চাও? তাহলে শুনতে থাকো,
সৌরভ (ছেঁড়া খাতা)-এর নতুন উপন্যাস "SAMSARA" অবলম্বনে
Storyholics-এর নতুন Romantic Action Fantasy Thriller Audio Drama সিরিজ (with the same name)
"SAMSARA"
Season 01 এখন Ongoing.
তোমরা এই সিরিজে ভালোবাসা দেখালে ভবিষ্যতে আরো Season অডিও ড্রামা ফরম্যাটে আনার চিন্তাভাবনা করা হবে...
ধন্যবাদ 😊
~ সাহেব 🕊️♥️
বিঃ দ্রঃ গল্পে বর্ণিত সমস্ত ঘটনা, নাম, স্থান, চরিত্র সম্পূর্ণ কাল্পনিক ও লেখকের মস্তিষ্কপ্রসূত কাহিনী। বাস্তবের সঙ্গে কোনো রকমের কোনো মিল থেকে থাকলে, তা নিতান্তই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। গল্পের মাধ্যমে কোনো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধার্মিক বিশ্বাস ও ভাবধারাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। গল্পটি বিনোদনের মাধ্যম হিসেবে গণ্য করলেই আমাদের ভালো লাগবে।
এত ডিটেলস আজকাল কেউ দেখে তোর মনে হয়?
আমার কর্তব্য আমি জানালাম 😌
Accidentally find out this channel today so surprised to see the detail description .lot’s of love and well wish from NYC.
Thank you very much 😌❣️
Detail ta pore r golpota sune 2 to e khub valo laglo❤
নিজের লেখার প্রতি অবসেশান আমার চিরকালের। 😂 বাকি কেমন কি লাগলো শ্রোতারা বলবে। যদিও এমন ধাঁচের গল্প কেমনভাবে নেবে মানুষজন সেটা জানিনা... Let's see 😌❤️
দেখা যাক 😌❤️
Osadharon ...khub pochondo hoyacha❤
Sup story ❤
অসাধারণ গল্প খুবই ভালো লাগল ❤❤
পরবতী এপিসোডের জন্য অপেক্ষায় রইলাম।
😇❣️
খুব দারুন একটা গল্পের অসাধারণ পরিসমাপ্তি, ধন্যবাদ
😇💕
অসম্ভব সুন্দর উপস্থাপনা, আবারো বাক্য হারা হয়ে পড়লাম ❤️🙏
Lots of love storyholics😘😘
😌❤️🕊️😘
Bhai e to khanik ta siv sakti niye golpo tar e moton khanik ta har har Mahadev Mahadev 🙏
Pinned comment-এ সব বলে দেওয়া আছে 😌❣️🕊️🔱
❤❤
❤️❤️
চমৎকার হয়েছে গল্প টা 😮❤
অনেক ধন্যবাদ 😌 পাশে থেকো এভাবেই ❤️
Kub Kub valo
অনেক ধন্যবাদ 🥰 পাশে থেকো এভাবেই ♥️
সুন্দর
ধন্যবাদ 😌❣️
ভালো
অনেক ধন্যবাদ 😌❣️
@@Storyholics ধন্যবাদ টা তুলে রেখে দিলাম। ভালো থাকুন
😩😩😩😫😫😫😫😫😫😫tomar voice ta just
জাস্ট কি? 🤭
@@Storyholics osadharon.......🥺🖤🫀akhane giye Lage😌😌😌
🤭❤️
আপনাদের গল্প গুলো শুনতে ইচ্ছা করেনা। কারণ শুনে নিলেই তো শেষ হয়ে যাবে। তারপর এত সুন্দর গল্প আর কোথায় শুনতে পাবো? এটাই মনে হয়। তাই এই গল্পটিও এত দিন পর শুনলাম জমিয়ে রেখে। অসাধারণ লাগলো গল্পটা। Sound effects, অভিনয়, গল্পপাঠ, উপস্থাপনা, পরিবেশনা সবই ফাটাফাটি, আলাদা করে বলার আর কিছুই নেই।
😇😌🕊️❣️
অসাধারণ 😊 এতোটাই ভালো লেগেছে যে কি বলবো বুঝতে পারছি না ❤ এই গল্পের সিজন ২ য় অবশ্যই চাই 🥰 আর এই গল্পের গানটা 😊 just awesome 😊 আর এই নিয়ে এই গল্প টা আমি ৩ য় বার শুনলাম 🥰
নিশ্চয়ই আসবে। লেখার কাজ চলছে। শেষ হলেই আসবে 😀❤️
@@Storyholics আপনারা please এই গল্পের গানটা UA-cam এ upload করবেন,,,,, গানটা সত্যি অসাধারণ 🥰
@@nandini932 নিশ্চয়ই আসবে।
অসাধারণ ভাবনা। দুর্দান্ত লেখনী। দুর্ধর্ষ অভিনয়। ... আর কী বলব! 💗👌💐
তবে এই কাহিনি অনেক বেশি দৃশ্যমানতা দাবি করে যা শুধুমাত্র সংলাপ ও আবহে সীমাবদ্ধ থেকে গল্পের শ্রোত কিঞ্চিৎ অবরুদ্ধ করছে। খুব ভালো হয় যদি আগামী সিজনে গল্পের একজন সূত্রধার থাকেন। আলাদা আলাদা টাইম লাইন ও প্রেক্ষাপট সামান্য বুঝিয়ে দিলে গল্পের ধারা আরও সহজবোধ্য হবে বলেই মনে করি। 😊
❤️❤️🕊️
What am i saying... Whatever i say,,less is better❤
😌❤️🤞🕊️
অনেক দিনের অচেনা সিরিজ আসবে কবে? আরো কত দিন অপেক্ষা করবো? 🙂🙇🏾♀️
আসবে আসবে। কাজ শুরু হয়েছে😁
@@Storyholics অপেক্ষায় রইলাম। 🙇🏾♀️
নতুন গল্প কবে দিবে দাদা? অনেকদিন তো হয়ে গেল❤❤😊
আশা করছি আজই আসবে 😀
Er next part kobe asbe
আগামী বছর
@@Storyholics ওহ চ্যানেল বন্ধো করে দাও.
কোন আনন্দে?😂
@@Storyholics কমেন্ট এ গালাগালি দেবো.. সেটা ভালো হবে
ইউটিউব নিজেই ডিলিট করে দেয় কমেন্ট। তাছাড়া চ্যানেল কেন বন্ধ করতে বলো সেটাই তো বলতে পারলে না 🕊️