আমার কাছে ৪৫০০ টাকা দাবি করেছিলো, পাসপোর্ট বয়স সংশোধনে । আমি সব ডকুমেন্ট দেয়ার পর ও বলল লাগবে, আমি প্রশ্ন করলাম কেন? উত্তরে বলেন ওসি স্যারকে দিতে হবে তারপর ডকুমেন্টস পাঠানোর খরচ লাগবে, আমি বললাম ওকে ওসি স্যারকেই টাকাটা দেই গিয়ে, তারপর উনি আমারে ঝারি দিয়ে কথা বললেন, আমি সরাসরি সেনাবাহীনি মামা দিয়ে কাজটা করিয়ে নিয়েছি বিনা টাকায়, সেনাবাহিনী উনাকে কি রকম আপ্যায়ন করেছেন সেটা নাই বলা ভালো, আপনারা জানেন তো গোলাপগঞ্জ এর ব্যাটিং সম্পর্কে 🤣🤣
৭/৮ দিন পেন্ডিং রেখেছে আমার, এস বি পুলিশ কর্মকর্তা বলেছে ওসির সাথে দেখা করতে হবে এসে , আমি বিশ্ববিদ্যালয় পড়ি দূরে থাকার কারণে দেখা করতে পারবো না বলছি। এসবি কর্মকর্তা বলেছে আমি দেখি ফোনে কথা বলায় দিতে পারি কিনা , বলেছি দেখেন, অন্যদিকে আমি হ্যালো এসবিতে কমপ্লেইন দিয়ে রেখেছিলাম , ডিটেইল, একদিন পরে দেখি প্রিন্টে চলে গেছে পাসপোর্ট, এখন আল্লার রহমতে হয়েছে, চার তারিখে দেয়ার কথা দুই তারিখের ভিতরেই হয়ে গেছে।
@@TechProSOHRAB আচ্ছা ভাই আমার স্থায়ী ও বর্তমান ঠিকানা আলাদা। ১)এখন কি বর্তমান ঠিকানায় স্ব শরীরে থাকতে হবে? ২)আমাকে স্থায়ী ঠিকানায় থাকতে হবে? ৩)নাকি ফোনের মাধ্যমে আমার তথ্য নিবে?
Amar nid te Baba mar nam r application form e nam vinno... Figure neyar somoy sorkari kormokorta ke janiyechi amar nid onusare baba mar nam hobe, se oi vabe diye diyeche bollen. Akhon police verification e ki kono somossa hobe??
আসসালামু আলাইকুম ভাই আমি নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করছিলাম চট্টগ্রাম থেকে কিন্তু আমার আব্বু আম্মুর নামগুলো ভুল আসছি আর ওয়ার্ড এইটা অপসোনাল ছিল তাই আমি ফাকা রাখছিলাম এখন এটি সংশোধন করা যাবে? আর করতে কি টাকা লাগবে নাকি? আর সংশোধন করা গেলেও কিভাবে করবো? এটি কিন্তু আমার প্রথম পাসপোর্ট এর আগে কখনো করিনি, উত্তরটা দিলে খুবই উপকৃত হবো ধন্যবাদ ভাইজান আপনার হেল্প ফুল মূলক ভিডিও গুলো দেওয়ার জন্য আপনার জন্য সব সময় শুভ কামনা ও দোয়া রইলো❤
আসসালামুআলাইকুম ।আমি ই-পাসপোর্ট করতে দিছি। আগে আমার MRP পাসপোর্ট এ স্হায়ী এবং বর্তমান ঠিকানা ভুল ছিল। আমার এখন NID অনুসারে স্হায়ী ঠিকানা চেঞ্জ করেছি। ১ মাস ১০ দিন হয়ে গেছে কিন্তু এখনো পাসপোর্ট আসে নাই। SB আফিস গেছিলাম তারা বলে পাসপোর্ট অফিস থেকে তাদের কাছে তথ্য আসে নাই। পাসপোর্ট অফিসে গেলে তারা বলে তারা পাঠাইছে। এখন আমার কি করনীয়? আর কত দিন পর পুলিশ ভেরিফিকেশন হতে পারে?
Holding number dei nai application a! Police call diye bollo Correction korte hbe passport office a gelam bollo police k bolen negative dite tarpor correction korte parben.. Police k call dicchi call dhortese nah bujhtesi nh ki korbo akhon!
25/8/24 tarikh Aplication submit kori... 2/9/24 a SB police er sathe dekha korar por o akhno status pending sb police clearance dekhaca... Akhn ami ki korte pari..?
Bhai ami passport er biometrics diyechi 5/9/24 tarikee, shob kicu tik ase! Just dekalm photo mon moto hoy ni! shirt coat pore gesilam officer nicher onghsho ekbarei tule ni! shadaronto shob kicu deka jay but amr photo tular somoy ebabe hoise. Ekn photo change er jonno ki korte hobe? Correction or Renew! Please help me and apnar video link ar info directly diye diyen please. Also thanks for this video!
ভাইয়া, আমার NID অনুযায়ী বর্তমান ঠিকানা চট্টগ্রাম, এবং স্থায়ী হলো ভোলায়। বর্তমানে প্রথম বারের মত পাসপোর্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি চট্টগ্রাম এই বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিতে চাচ্ছি। কারণ চট্টগ্রামে কিছুদিন আগে নিজস্ব ফ্ল্যাট কেনা হয়েছে। সেই নতুন ঠিকানা তেই বর্তমান এবং স্থায়ী দিতে চাচ্ছিলাম। সেক্ষেত্রে কোন সমস্যা বা স্পেশাল কিছু দরকার আছে কি!?
ভাই পরামর্শ দেন প্লিজ.. আমি বর্তমানে ঢাকা থাকি পাসপোর্টে ঠিকানা যদি স্থায়ীটা দেই । তাহলে পুলিশ ভেরিভিকেশন সময় কি আমার গ্রামে যেতে হবে ? নাকি মোবাইল ফোনে যোগাযোগ করলেই হবে।
ভাই আসসালামু আলাইকুম ভাইয়া পাসপোর্ট এপ্লাই করছি আপনার ২৮ ই আগস্ট ভেরিফিকেশন তিন দিনের মধ্যে হয়সে কিন্তু আপনার পেন্ডিং ফাইনালে অ্যাপ্রুভবাল আজকে সাত দিন ধরে লেখা এই ক্ষেত্রে ভাইয়া করণীয় কি যদি একটু বলতেন অনেক উপকৃত হতাম
ভাইয়া আমি জিয়ারা ভিসা নিয়ে সৌদি আরব যেতে চাচ্ছি। পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করতে চাইতেছি ।কিন্তুু আমার পাসপোর্ট আছে আমার ঠিকানা মহেশখালীয়া পাড়া।আর এন আইডিতে আছে পূর্ব মহেশখালীয়া পাড়া।পাসপোর্টে পূর্বটা নায়।পুলিশ ক্লিয়ারেন্স হবে ভাইয়া??
আমার MRP পাসপোর্ট আছে আমি এখন ই-পাসপোর্ট করতে চাই সমস্যা হলো পাসপোর্টের বয়সের সাথে এন আইডি বয়সের মিল নেই জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের মিল আছে এখন আমার ই-পাসপোর্ট করতে কোন সমস্যা হবে কিনা?
আমার স্থায়ী ঠিকানাতে ঘরবাড়ী নাই, শুধুমাত্র বাবার নামে জায়গায় আছে সেটা দাদার থেকে পাওয়া। এখন এই ঠিকানা ব্যবহার করলে ভেরিফিকিশনের জন্য কি কি কাগজ জমা দিতে হবে। যদি বিদ্যুৎ বিল দেওয়া লাগে তাহলে তো দেওয়া যাবে না, যেহেতু এইখানে শুধু জায়গা আছে, ঘর নাই, তাই বিদ্যুৎ এর বিল দেওয়া হয় না, আর বিদ্যুৎ বিল পাওয়া যাবে না, সেক্ষেত্রে পাশের বাড়ীতে যারা থাকে, অর্থাৎ এলাকাবাসী কারো থেকে বিদ্যুৎ বিল এর পেয়ার নিয়ে জমা দিলে কি হবে? জায়গার খতিয়ান এবং চেয়ারম্যান সার্টিফিকেট ব্যবস্থা করা যাবে। শুধু বিদ্যুৎ বিল টা নিয়েই সমস্যা, উত্তর জানালে উপকৃত হতাম।
ভাই টাকা তো মুখ ফুটে চাই নি but সেলফি তোলার বাহানায় চিপাই নিয়ে যেয়ে সেলফি তুলেছে। কাহিনি তো তেমন কিছু বুঝি নি but মুখ ফুটে কিছু চাই নি তাই দিয়ও নি। এখন কেমন সমস্যা হতে পারে।
আসসালামু আলাইকুম ভাই আমার নাম ফয়সাল আমার বয়স ২২ যখন আমি পিএসসি ব্যাচ ছিলাম তখন আমার বয়স ছিল ১৫ বয়স বেশি হওয়ার কারণে আমার স্কুল হেডমাস্টার তোমার বয়স চার বছর কমিয়ে দিয়েছে এখন যদি আমি জন্ম নিবন্ধন সংশোধন করি তাহলে কি সার্টিফিকেট সংশোধন করা লাগবে কিনা সার্টিফিকেট সংশোধন করলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে কোন সমস্যা হবে কি
আসসালামু আলাইকুম ভাই আমার একটা প্রশ্ন আছে আমি ১০ বছরের মেয়াদ দিয়ে পাচফোট করছি সময় ৭ কর্ম দিবস জমা দিছি ৮০৫০ আর পুলিশ ভেরিফাই এর জন্য নিসে ২০০০ হাজার এটা কি ঠিক ২০০০ টাকা কি আদও লাগে একটু জানাবেন প্লিজ
ভাই, OID বা রেজিষ্ট্রেশন নাম্বার হারায় ফেলছি, এপ্লিকেশন সামারি হারায় ফেলছি, পাসপোর্ট অফিস থেকে কি OID নাম্বারটা পাওয়া যাবে??? ঠিকানায় ভুল থাকার কারণে পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসছে।
আমি সেপ্টেম্বরের ৩ তারিখে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসি আজকে প্রায় 9 থেকে 10 দিন হতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ভেরিফিকেশনের জন্য কোনো ফোন আসে নাই এখন আমি কি করতে পারি একটু বলবেন
আচ্ছা ভাইয়া আমার পাসপোর্ট এর জন্য যে মা বাবার আইডি কার্ড লাগে আমার কাছে শুধু মা এর আইডি কার্ড আছে বাবার নেই। আমার বাবা মারা গিয়েছেন অনেক আগেই যদি পুলিশ ভেরিফেকশন করে যদি বাবার আইডি কার্ড না দেওয়া হয় সে ক্ষেত্রে কি কোন সমস্যা হবে।প্লিজ জানাবেন
আমাকে গতকাল ৩১/১০/২০২৪ পুলিশ ভেরিফিকেশনে ডাকছিলো এবং আমার কাছে টাকা চেয়েছিলো আমি টাকা দেই নাই আমি বলেছি এখন টাকা দেওয়ার কোনো নিয়ম নেই আগষ্টের পরে টাকা দেওয়ার কোনো নিয়ম নেই এই কথা বলার পরে সে আমাকে রাগের সাথে বল্লো আচ্ছা ঠিক আছে যান যান এবং আমার কাগজ গুলো দলা করে রেখে দিয়েছিলো এখন আমি দিধাদন্দের মধ্যে আছি আমার পুলিশ ভেরিফিকেশন হইছে কিছু হয় নাই
সোরভ ভাই,,আমার পাসপোর্টে আমার নাম হচ্ছে,,, মোহাম্মদ বাদশা,,,এন আইডি কাডে আছে আনোয়ার হোসেন,, আমার বয়স পাসপোর্টে আছে 1991, আর এন আইডি কার্ডে আছে 1999,মায়ের নাম বেগমের জাইগাই আক্তার আছে। এটা সংশোধন করতে দালাল আমার কাছে 35হাজার টাকা চাইছে ভাই এখন আমি কি করবো দয়া করে জানালে অনেক উপকার হবে,, আশা করি উত্তর দিবেন।
স্যার - আমার এন আইডির সাথে অনলাইনে এপ্লাই এর পোস্ট অফিসের এড্রেসটা মিল নেই। আমি পূর্ববর্তী এড্রেস দিয়েছি। কিন্তু এন আইডি তে এখন সেটা আর ইউজ করে না। এক্ষেত্রে কোনো প্রভলেম হবে কি?
ভাই আসসালামু আলাইকুম। গতো দুই বছর ধরে আপনার ভিডিও দেখে অনলাইনে রিটার্ন সাবমিট করি। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই পারফেক্টলি সাবমিট হয়েছে। আমার শুধু একটা ৪ লাখ টাকার সঞ্চয়পত্র ছিলো। এই বছর একটা ৫০ হাজার টাকার সঞ্চয়পত্র কিনি আর ১০০০/- টাকার একটা ডিপিএস করি। এখন এগুলোর রিটার্ন কিভাবে দাখিল করবো? এটা নিয়ে একটা ভিডিও বানান ভাই। আমাদের মতো যাদের আয় বলতে শুধু সঞ্চয়পত্র তাদের জন্য অনেক উপকার হবে ভাই। দুইটা সঞ্চয়পত্র আর একটা ডিপিএস এর রিটার্ন অনলাইনে দাখিল করার একটা ভিডিও দিবেন ভাই। আপনার জন্য নামাজ পড়ে দোয়া করি ভাই। মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দিক।
vai amr smart card ase nai but online ta ase oita diye ki passport kora jabe r document joma deoar somoy ki original nid mane smart card ta nite hobe naki online e jeta ase oitar copy dilei hobe? please reply
ভাই আমার পুলিশ এর সাথে কথা হইছে কিন্তু পুলিশ বলছে আমার ঠিকানা প্রবলেম আছে তাই নেগেটিভ দেবে কিন্তু পুলিশ নেগেটিভ না দিয়ে পেন্ডিং এ রাকছে ৭দিন হয়ে গেছে এখন কি করবো
আমার এনআইডি কার্ড সহ সকল সার্টিফিকেটে আমার বাবার নাম দেওয়া ( মোহাম্মদ বাবুল খন্দকার) তবে আমার বাবার এনআইডি কার্ডে তার নাম দেওয়া ( বাবুল খন্দকার বাকাউল ) আমার এনআইডি সহ সকল কাগজে ( বাকাউল ) টা নেই। এতে কি আমার পাসপোর্ট করতে সমস্যা হবে?
ভাই বর্তমান সময়ে পাসপোর্ট অফিসের পরিস্থিতি কি রকম? এখন ও কি পাসপোর্ট অফিসে দালাল লাগে? ভাই আমি স্টুডেন্ট আমি পাসপোর্ট করতে চাই আমি এবারই পলিটেকনিকে ভর্তি হলাম আমাদের ক্লাস এখনো শুরু হয়নি। সেজন্য আমরা আইডি কার্ডও পাইনি এবং স্কুল থেকে প্রত্যয়ন পত্র নেওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে কিভাবে পাসপোর্ট করা যায়?
ভাই আমাকে পুলিশ ভেরিফিকেশন এর জন্য থানা থেকে কল করে বিভিন্ন কাগজপত্র নিয়ে যেতে বলে, আমি সেগুলো নিয়ে জমা দেই তারপর উনি আমার কাছে টাকা দাবি করে, আমি ৫০০ দিতে চাইলে উনি বলে আমি কি ভিক্ষুক নাকি , পরে টাকা না দিয়েই চলে আসি, এখন পুলিশ ভেরিফিকেশন পেন্টিং এ রয়ে গেছে, এখন আমার করণীয় কী?? রিপ্লাই দিলে উপকৃত হবো
@@TechProSOHRAB ভাই উনি আমার কাছে ২০০০ টাকা দাবি করেছিল কিন্তু আমার কাছে ৫০০ ছিলো ঐটা দিতে চাইলে উনি বলে আমি কি ভিক্ষুক তাই ৫০০ নিবো, পরে উনাকে কিছু না বলেই চলে আসছি,, এখন উনি যদি রিপোর্ট পাসপোর্ট অফিস জমা না দেই সেক্ষেত্রে কি করতে পারি??
আমি পাসপোর্ট এর জন্য আবেদন করেছিলাম কিন্তু Application এর Status ( SB Police Verification) এ আছে। আজকে সন্ধ্যায় আমার নম্বর এ কল আসে এবং আমাকে Verification এর জন্য Nid কার্ড নিয়ে আমাদের জেলা কোর্ট এর সামনে যেতে বলে। কিন্তু আমার ঠিকানা আমার উপজেলায় দেওয়া এখন আমি কি করবো? Please help.
পাসপোর্ট যদি নতুন করতে দিয়ে থাকেন তাহলে তো পুলিশ ভেরিফিকেশন হবেই । সে ক্ষেত্রে যদি কল না দিয়ে থাকে পাসপোর্ট অফিসের সরাসরি কথা বলতে পারেন । আর যদি রিনিউ করতে দিয়ে থাকেন কোন সংশোধন না থাকে তাহলে তো পুলিশ ভেরিফিকেশন হবে না ।
পুলিশ কাকাকে টাকা দি নাই তাই পুলিশ ভেরিফাই সাবমিট করতেছেনা কি করব,, বলেন প্লিজ,,, আমি একজন স্টুডেন্ট,, পুলিশ কাকা সরাসরি টাকা চাইনি, পুলিশ কাকা বলছে তোমার সবকিছু ঠিক আছে আমি সাবমিট করে দেব আমরও পরিবার আছে তা হিসাব করতে হবে
@@gamingtopup9059 ১২/০৯/২০০৪/বৃহস্পতিবার গত পরশু আজকে আবার ঐ স্যারকে কল করে বলছি যে স্যার আমারটা এখনো পেনডিং দেখাচ্ছে সাবমিট করেন নি নাকি স্যার বলছে আমি ফাইটা জমা দিয়া দিছি আমার কাছে আর নাই,, এরকম বলেছে
জি ভাইয়া আমি নিজেও করেছি যারা কথা বলতে জানে পাসপোর্ট অফিসের তাদের এক্সট্রা টাকা দিতে হয় না যারা কথা বলতে জানে না তাদেরকেই দিতে হয় । অথবা যাদের ডকুমেন্টস সমস্যা আছে তাদেরকে দিতে হয় ।
আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিস অগ্নিকাণ্ড দুর্ঘটনা হয় হয়তোবা বিষয়টা আপনিও জানেন এখন আমার ই পাসপোর্ট রেনু করার জন্য দিয়েছিলাম। কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে লোকাল রিওয়ার্ক তারপর আমি আগারগাও অফিসে গেছি ওইখানে কোন তথ্য নাই 😂😂এখন আমি কি করতে পারি
আমি সেপ্টেম্বরের ৩ তারিখে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসি আজকে প্রায় 9 থেকে 10 দিন হতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ভেরিফিকেশনের জন্য কোনো ফোন আসে নাই এখন আমি কি করতে পারি একটু বলবেন
ন্যাশনাল আইডি কার্ড সংশোধন নিয়ে আপডেট ভিডিও দেন। সব প্রয়োজনীয় কাগজ দেওয়ার পড়েও পেন্ডিং হয়ে আছে।সমাধানের জন্য কি করতে হবে তা জানিয়ে হ্যাল্প করবেন।
আমার কাছে ৪৫০০ টাকা দাবি করেছিলো, পাসপোর্ট বয়স সংশোধনে । আমি সব ডকুমেন্ট দেয়ার পর ও বলল লাগবে, আমি প্রশ্ন করলাম কেন? উত্তরে বলেন ওসি স্যারকে দিতে হবে তারপর ডকুমেন্টস পাঠানোর খরচ লাগবে, আমি বললাম ওকে ওসি স্যারকেই টাকাটা দেই গিয়ে, তারপর উনি আমারে ঝারি দিয়ে কথা বললেন, আমি সরাসরি সেনাবাহীনি মামা দিয়ে কাজটা করিয়ে নিয়েছি বিনা টাকায়, সেনাবাহিনী উনাকে কি রকম আপ্যায়ন করেছেন সেটা নাই বলা ভালো, আপনারা জানেন তো গোলাপগঞ্জ এর ব্যাটিং সম্পর্কে 🤣🤣
Vai, Ami 1 year agae Amar passport korchi, police kae Kono taka dia lagae nai
@@asifkabiremon আপনার রাজ কপাল ভাই
কত দিয়ে করছেন সেটা তো বলবেন @@asifkabiremon
৭/৮ দিন পেন্ডিং রেখেছে আমার, এস বি পুলিশ কর্মকর্তা বলেছে ওসির সাথে দেখা করতে হবে এসে , আমি বিশ্ববিদ্যালয় পড়ি দূরে থাকার কারণে দেখা করতে পারবো না বলছি। এসবি কর্মকর্তা বলেছে আমি দেখি ফোনে কথা বলায় দিতে পারি কিনা , বলেছি দেখেন, অন্যদিকে আমি হ্যালো এসবিতে কমপ্লেইন দিয়ে রেখেছিলাম , ডিটেইল, একদিন পরে দেখি প্রিন্টে চলে গেছে পাসপোর্ট, এখন আল্লার রহমতে হয়েছে, চার তারিখে দেয়ার কথা দুই তারিখের ভিতরেই হয়ে গেছে।
সর্বপ্রথম দেখলাম এবং কমেন্ট করলাম
Thanks
পুলিশ ভেরিফিকেশন এ কি হোল্ডিং ট্যাক্স এর কাগজ লাগে নাকি?
অথবা কি কি কাগজ লাগতে পারে সঠিক তথ্য দিলে উপকৃত হতাম!
ভাই সরকারি মেডিকেলের ক্যানটিন কিভাবে লিচ নেওয়া যায় সেই প্রক্রিয়া সম্পর্কে একটা ভিডিও চাই
আমার কাছে নি নাই...
আমি বোল্লাম টাকা লাগবে নাকি ভাই বোল্লা না ভাইয়া লাগবে না
22-08-2024 তারিখে..
Alhamdulillah Passport kalke hate paiaci..
আলহামদুলিল্লাহ, এইতো পরিবর্তন শুরু হয়ে গেছে ।
@@TechProSOHRAB আচ্ছা ভাই আমার স্থায়ী ও বর্তমান ঠিকানা আলাদা।
১)এখন কি বর্তমান ঠিকানায় স্ব শরীরে থাকতে হবে?
২)আমাকে স্থায়ী ঠিকানায় থাকতে হবে?
৩)নাকি ফোনের মাধ্যমে আমার তথ্য নিবে?
1
Amar nid te Baba mar nam r application form e nam vinno... Figure neyar somoy sorkari kormokorta ke janiyechi amar nid onusare baba mar nam hobe, se oi vabe diye diyeche bollen. Akhon police verification e ki kono somossa hobe??
ভাই হারানো পাসপোর্ট রিইস্যু সাধারণ আবেদন কতদিন Enrolment এ থাকতে পারে?
আসসালামু আলাইকুম ভাই আমি নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করছিলাম চট্টগ্রাম থেকে কিন্তু আমার আব্বু আম্মুর নামগুলো ভুল আসছি আর ওয়ার্ড এইটা অপসোনাল ছিল তাই আমি ফাকা রাখছিলাম এখন এটি সংশোধন করা যাবে? আর করতে কি টাকা লাগবে নাকি? আর সংশোধন করা গেলেও কিভাবে করবো? এটি কিন্তু আমার প্রথম পাসপোর্ট এর আগে কখনো করিনি, উত্তরটা দিলে খুবই উপকৃত হবো ধন্যবাদ ভাইজান আপনার হেল্প ফুল মূলক ভিডিও গুলো দেওয়ার জন্য আপনার জন্য সব সময় শুভ কামনা ও দোয়া রইলো❤
ধন্যবাদ ভাই
অনেক তথ্য জানলাম।
Always welcome
আসসালামুয়ালাইকুম ভাই, আবেদনের পর পাসপোর্ট অফিসে কত দিনের মধ্যে যেতে হবে ঢাকার বাইরে তাই কোনো সিডিউল নেই?
Thank you for this video! It's a perfect timing for me. I have given my biometrics on 5/9/24 currently waiting for my Police SB Verification.
Best of luck!
আসসালামুআলাইকুম ।আমি ই-পাসপোর্ট করতে দিছি। আগে আমার MRP পাসপোর্ট এ স্হায়ী এবং বর্তমান ঠিকানা ভুল ছিল। আমার এখন NID অনুসারে স্হায়ী ঠিকানা চেঞ্জ করেছি।
১ মাস ১০ দিন হয়ে গেছে কিন্তু এখনো পাসপোর্ট আসে নাই। SB আফিস গেছিলাম তারা বলে পাসপোর্ট অফিস থেকে তাদের কাছে তথ্য আসে নাই। পাসপোর্ট অফিসে গেলে তারা বলে তারা পাঠাইছে। এখন আমার কি করনীয়? আর কত দিন পর পুলিশ ভেরিফিকেশন হতে পারে?
Holding number dei nai application a! Police call diye bollo Correction korte hbe passport office a gelam bollo police k bolen negative dite tarpor correction korte parben.. Police k call dicchi call dhortese nah bujhtesi nh ki korbo akhon!
Passport status (suspended) বলতে কি বুঝায়? কেনো এসেছে এইটা? এখন করণীয় কি?
Dhaka te SB Officer Documents niyeche but prai 2 weeks hoye gese ekhono status "Pending SB Clearence". Ki somossa keu bolte parben? Amar permanent address abar Mymensingh kintu sekhan theke kono call ase nai clearence er jonno . Keu e bisoye jene thakle reply diyen please.
ধরেন আমি প্রাইভেট সেক্টরে কাজ করি, সেখানে আমার কোন আইডি কার্ড নেই,, বা আমি দিনমজুর অথবা ব্যবসা করি,, এক্ষেত্রে আমি কি করবো??
25/8/24 tarikh Aplication submit kori... 2/9/24 a SB police er sathe dekha korar por o akhno status pending sb police clearance dekhaca... Akhn ami ki korte pari..?
Bhai ami passport er biometrics diyechi 5/9/24 tarikee, shob kicu tik ase! Just dekalm photo mon moto hoy ni! shirt coat pore gesilam officer nicher onghsho ekbarei tule ni! shadaronto shob kicu deka jay but amr photo tular somoy ebabe hoise. Ekn photo change er jonno ki korte hobe? Correction or Renew! Please help me and apnar video link ar info directly diye diyen please. Also thanks for this video!
Jonmosthan I mean birth district change korle police verification Hobe?
ভাইয়া, আমার NID অনুযায়ী বর্তমান ঠিকানা চট্টগ্রাম, এবং স্থায়ী হলো ভোলায়। বর্তমানে প্রথম বারের মত পাসপোর্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি চট্টগ্রাম এই বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিতে চাচ্ছি। কারণ চট্টগ্রামে কিছুদিন আগে নিজস্ব ফ্ল্যাট কেনা হয়েছে। সেই নতুন ঠিকানা তেই বর্তমান এবং স্থায়ী দিতে চাচ্ছিলাম। সেক্ষেত্রে কোন সমস্যা বা স্পেশাল কিছু দরকার আছে কি!?
ভাই পরামর্শ দেন প্লিজ.. আমি বর্তমানে ঢাকা থাকি পাসপোর্টে ঠিকানা যদি স্থায়ীটা দেই । তাহলে পুলিশ ভেরিভিকেশন সময় কি আমার গ্রামে যেতে হবে ? নাকি মোবাইল ফোনে যোগাযোগ করলেই হবে।
ভাই আসসালামু আলাইকুম
ভাইয়া পাসপোর্ট এপ্লাই করছি আপনার ২৮ ই আগস্ট ভেরিফিকেশন তিন দিনের মধ্যে হয়সে কিন্তু আপনার পেন্ডিং ফাইনালে অ্যাপ্রুভবাল আজকে সাত দিন ধরে লেখা এই ক্ষেত্রে ভাইয়া করণীয় কি যদি একটু বলতেন অনেক উপকৃত হতাম
City/Village/House
এর এখানে গ্রামের নাম না দিয়ে থানার নাম দিয়েছি পোস্ট অফিস এর নাম ঠিক আছে এটা কি ভুল হলো হলে করনীয় কী?
ভাইয়া আমি জিয়ারা ভিসা নিয়ে সৌদি আরব যেতে চাচ্ছি। পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করতে চাইতেছি ।কিন্তুু আমার পাসপোর্ট আছে আমার ঠিকানা মহেশখালীয়া পাড়া।আর এন আইডিতে আছে পূর্ব মহেশখালীয়া পাড়া।পাসপোর্টে পূর্বটা নায়।পুলিশ ক্লিয়ারেন্স হবে ভাইয়া??
আমার MRP পাসপোর্ট আছে আমি এখন ই-পাসপোর্ট
করতে চাই সমস্যা হলো পাসপোর্টের বয়সের সাথে এন আইডি বয়সের মিল নেই জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের মিল আছে এখন আমার ই-পাসপোর্ট করতে কোন সমস্যা হবে কিনা?
আমার স্থায়ী ঠিকানাতে ঘরবাড়ী নাই, শুধুমাত্র বাবার নামে জায়গায় আছে সেটা দাদার থেকে পাওয়া। এখন এই ঠিকানা ব্যবহার করলে ভেরিফিকিশনের জন্য কি কি কাগজ জমা দিতে হবে। যদি বিদ্যুৎ বিল দেওয়া লাগে তাহলে তো দেওয়া যাবে না, যেহেতু এইখানে শুধু জায়গা আছে, ঘর নাই, তাই বিদ্যুৎ এর বিল দেওয়া হয় না, আর বিদ্যুৎ বিল পাওয়া যাবে না, সেক্ষেত্রে পাশের বাড়ীতে যারা থাকে, অর্থাৎ এলাকাবাসী কারো থেকে বিদ্যুৎ বিল এর পেয়ার নিয়ে জমা দিলে কি হবে? জায়গার খতিয়ান এবং চেয়ারম্যান সার্টিফিকেট ব্যবস্থা করা যাবে। শুধু বিদ্যুৎ বিল টা নিয়েই সমস্যা, উত্তর জানালে উপকৃত হতাম।
E passport e business dichi & account korchi trade license diye akhon visa te ki onno profession deoa jabe
ই-পাসপোর্টে মাতার নাম সংশোধন করতে দিলে কি পাসপোর্টের মেয়াদ নতুন করে বেড়ে যাবে?
ভাই টাকা তো মুখ ফুটে চাই নি but সেলফি তোলার বাহানায় চিপাই নিয়ে যেয়ে সেলফি তুলেছে। কাহিনি তো তেমন কিছু বুঝি নি but মুখ ফুটে কিছু চাই নি তাই দিয়ও নি। এখন কেমন সমস্যা হতে পারে।
Police verification korte asle ki ki kagoj government theke dekhaite Bola hoiyece?
Mayer nam bhul hoyeche NID te shongshodhon korbo kivabe. Ar NID thik na kore ki passport e thik kore neya jabe?b
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আনতে সাতে কি নিতে হবে ভাই
Vai bmet office finger dite ki ki lage ei bisoye ekta video den
ভাই nid কার্ড কিভাবে বানাবো ?? এখন তো চেয়ারম্যান ও নাই। তাহলে কার মাধ্যেমে করবো???
আসসালামু আলাইকুম ভাই আমার নাম ফয়সাল আমার বয়স ২২ যখন আমি পিএসসি ব্যাচ ছিলাম তখন আমার বয়স ছিল ১৫ বয়স বেশি হওয়ার কারণে আমার স্কুল হেডমাস্টার তোমার বয়স চার বছর কমিয়ে দিয়েছে এখন যদি আমি জন্ম নিবন্ধন সংশোধন করি তাহলে কি সার্টিফিকেট সংশোধন করা লাগবে কিনা সার্টিফিকেট সংশোধন করলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে কোন সমস্যা হবে কি
আমার বর্তমান ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন হয়েছে। কিন্তু স্থায়ী ঠিকানা থেকে কোন কল আসছে না ! এখন আমার কি করা উচিত?
Online e status dekhun
আসসালামু আলাইকুম ভাই আমার একটা প্রশ্ন আছে আমি ১০ বছরের মেয়াদ দিয়ে পাচফোট করছি সময় ৭ কর্ম দিবস জমা দিছি ৮০৫০ আর পুলিশ ভেরিফাই এর জন্য নিসে ২০০০ হাজার এটা কি ঠিক ২০০০ টাকা কি আদও লাগে একটু জানাবেন প্লিজ
ভাই, OID বা রেজিষ্ট্রেশন নাম্বার হারায় ফেলছি, এপ্লিকেশন সামারি হারায় ফেলছি, পাসপোর্ট অফিস থেকে কি OID নাম্বারটা পাওয়া যাবে??? ঠিকানায় ভুল থাকার কারণে পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসছে।
যেই ইমেইল থেকে আবেদন করেছেন ই-পাসপোর্টে সেটা লগইন করলে প্রিন্ট সামারি পাবেন। পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন বাতিল করে নতুন আবেদন করেন।
আমি সেপ্টেম্বরের ৩ তারিখে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসি আজকে প্রায় 9 থেকে 10 দিন হতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ভেরিফিকেশনের জন্য কোনো ফোন আসে নাই এখন আমি কি করতে পারি একটু বলবেন
আচ্ছা ভাইয়া আমার পাসপোর্ট এর জন্য যে মা বাবার আইডি কার্ড লাগে আমার কাছে শুধু মা এর আইডি কার্ড আছে বাবার নেই।
আমার বাবা মারা গিয়েছেন অনেক আগেই যদি পুলিশ ভেরিফেকশন করে যদি বাবার আইডি কার্ড না দেওয়া হয় সে ক্ষেত্রে কি কোন সমস্যা হবে।প্লিজ জানাবেন
আপনার এনআইডি কার্ডের পিতার নামের সাথে মিলিয়ে সঠিক নামে বাবার একটি মৃত্যু সনদ বানাতে হবে।
আমাকে গতকাল ৩১/১০/২০২৪ পুলিশ ভেরিফিকেশনে ডাকছিলো
এবং আমার কাছে টাকা চেয়েছিলো
আমি টাকা দেই নাই
আমি বলেছি এখন টাকা দেওয়ার কোনো নিয়ম নেই
আগষ্টের পরে টাকা দেওয়ার কোনো নিয়ম নেই
এই কথা বলার পরে সে আমাকে রাগের সাথে বল্লো আচ্ছা ঠিক আছে যান যান
এবং আমার কাগজ গুলো দলা করে রেখে দিয়েছিলো
এখন আমি দিধাদন্দের মধ্যে আছি
আমার পুলিশ ভেরিফিকেশন হইছে কিছু হয় নাই
সোরভ ভাই,,আমার পাসপোর্টে আমার নাম হচ্ছে,,, মোহাম্মদ বাদশা,,,এন আইডি কাডে আছে আনোয়ার হোসেন,, আমার বয়স পাসপোর্টে আছে 1991, আর এন আইডি কার্ডে আছে 1999,মায়ের নাম বেগমের জাইগাই আক্তার আছে। এটা সংশোধন করতে দালাল আমার কাছে 35হাজার টাকা চাইছে ভাই এখন আমি কি করবো দয়া করে জানালে অনেক উপকার হবে,, আশা করি উত্তর দিবেন।
স্যার - আমার এন আইডির সাথে অনলাইনে এপ্লাই এর পোস্ট অফিসের এড্রেসটা মিল নেই। আমি পূর্ববর্তী এড্রেস দিয়েছি। কিন্তু এন আইডি তে এখন সেটা আর ইউজ করে না। এক্ষেত্রে কোনো প্রভলেম হবে কি?
পুলিশ ভেরিফিকেশনে ঝামেলা হতে পারে ।
2014 সালের করা MRP পাসপোর্ট এখন বয়স এবং নাম পরিবর্তন করে রিনিউ করা যাবে? রিপ্লাই প্লিজ ❤
Jabe NID er sathe mil rekhe
সংশোধন এবং রিনিউ একসাথে হয়? @@TechProSOHRAB
ভাই আসসালামু আলাইকুম। গতো দুই বছর ধরে আপনার ভিডিও দেখে অনলাইনে রিটার্ন সাবমিট করি। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই পারফেক্টলি সাবমিট হয়েছে। আমার শুধু একটা ৪ লাখ টাকার সঞ্চয়পত্র ছিলো। এই বছর একটা ৫০ হাজার টাকার সঞ্চয়পত্র কিনি আর ১০০০/- টাকার একটা ডিপিএস করি। এখন এগুলোর রিটার্ন কিভাবে দাখিল করবো? এটা নিয়ে একটা ভিডিও বানান ভাই। আমাদের মতো যাদের আয় বলতে শুধু সঞ্চয়পত্র তাদের জন্য অনেক উপকার হবে ভাই। দুইটা সঞ্চয়পত্র আর একটা ডিপিএস এর রিটার্ন অনলাইনে দাখিল করার একটা ভিডিও দিবেন ভাই। আপনার জন্য নামাজ পড়ে দোয়া করি ভাই। মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দিক।
Vaia Nid related problem.akto kotha bolte chai.plz
ভাইয়া আমি স্টুডেন্ট এখন আমার স্টুডেন্ট হিসাবে যে স্টুডেন্ট আইডি কার্ড লাগে এটা আমাদের কলেজে দেয় নাই এখন কি করব প্লীজ রিপ্লাই দিয়েন😊
Vai aj 21 din holo kono phone aslo na.. Kono somossa hoyeche vai..
vai amr smart card ase nai but online ta ase oita diye ki passport kora jabe r document joma deoar somoy ki original nid mane smart card ta nite hobe naki online e jeta ase oitar copy dilei hobe? please reply
Online copy ta ke laminating kore niye jaben tahole hone r jodi ask kore tahole bolben ami paisi online copy plastic card pai ni
Harano paspot tulte ki police verification hobe
না
Vaia azka police verification hoise tarpore 500 tk niyeche..
akhon ki obostha bhai pore passport paiselan , ar pale koto din por
বিদুৎ বিল স্হায়ী ঠিকানা নাকি বর্তমান ঠিকানার
আসসালামু আলাইকুম ভাই nid card এর ইসতাহি ঠিকানা দেখার নিয়ম টা বলবেন ভাই
এনআইডি কার্ড নিয়ে ভাই আমার ভিডিও আছে ওখানে দেখলে বুঝতে পারবেন আপনি এনআইডি কার্ডের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে দেখতে পারবেন অনলাইন থেকে
পাসপোর্ট এ কোন শাক্ষর দিতে হবে?
এন আইডিতে যেটা দেওয়া ঐটা না কি যে কোন একটা
Jekono
Vaia apner sathe akto sora sori kotha bolte chai.nid related.plz
অনলাইন রিটার্ন সম্পর্কিত ভিডিও চাই
32 min por ashtece
ফ্রীলান্সিং রিটার্ন জমা নিয়ে ভিডিও বানান
বানাবো ভাই একটু ধৈর্য ধরতে হবে
১৩ ডিজিট এনআইডি দিয়ে এমআরপি করেছিলাম, মেয়াদ শেষ প্রায় ৫ বছর, নতুন স্মার্ট নাম্বার আসায় পার্সপোর্ট করতে গিয়ে কি করবো??
Data sob mil thakle normally application kore local rpo te joma din
ভাই আমার পুলিশ এর সাথে কথা হইছে কিন্তু পুলিশ বলছে আমার ঠিকানা প্রবলেম আছে তাই নেগেটিভ দেবে কিন্তু পুলিশ নেগেটিভ না দিয়ে পেন্ডিং এ রাকছে ৭দিন হয়ে গেছে এখন কি করবো
akhon ki obostha bhai pore passport paiselan , ar pale koto din por
pending solve hoyase
Thanks for save my life❤
আলহামদুলিল্লাহ
আমার এনআইডি কার্ড সহ সকল সার্টিফিকেটে আমার বাবার নাম দেওয়া ( মোহাম্মদ বাবুল খন্দকার) তবে আমার বাবার এনআইডি কার্ডে তার নাম দেওয়া ( বাবুল খন্দকার বাকাউল ) আমার এনআইডি সহ সকল কাগজে ( বাকাউল ) টা নেই। এতে কি আমার পাসপোর্ট করতে সমস্যা হবে?
😀আমাকে কল দিয়ে দেখা করতে বলেছিলো!
জানুয়ারী তে আমি যাইনি টাইম লাগছে বেশি কিন্তু টাকা দেয়া লাগেনি 🤐
👍
ভাই বর্তমান সময়ে পাসপোর্ট অফিসের পরিস্থিতি কি রকম? এখন ও কি পাসপোর্ট অফিসে দালাল লাগে? ভাই আমি স্টুডেন্ট আমি পাসপোর্ট করতে চাই আমি এবারই পলিটেকনিকে ভর্তি হলাম আমাদের ক্লাস এখনো শুরু হয়নি। সেজন্য আমরা আইডি কার্ডও পাইনি এবং স্কুল থেকে প্রত্যয়ন পত্র নেওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে কিভাবে পাসপোর্ট করা যায়?
চিন্তা নাই দালাল লাগে না।
এনআইডি কার্ড না থাকলে জন্মনিবন্ধন দিয়ে হবে, আর এসএসসি পাসের রেজি কার্ড লাগবে।
আমার ভোটার আইডি আর সার্টিফিকেটে আমার মা এর নাম একই বাট আমার মা এর ভোটার আইডির সাথে নাম মিল নেই। এখন কিভাবে কি করা যায়????
Tmr NID card a jemn ase temn deo.r tmr supporting documents hisebe.
আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিন পাসপোর্ট হয়ে যাবে
@@TechProSOHRABভাই পুলিশে ঝামেলা করবে না তো
ভাই আমারও একই সমস্যা কি করবো বুঝতে পারছি না।
@@JahidulIslam-tp6hf Tmr NID onujayi deo
পাসপোর্ট দিয়ে জেলা অফিস থেকে বাড়ি যাইতেছি। বারতি এক টাকাও খরচ হয়নি আমার
আলহামদুলিল্লাহ
ভাই আমি ২৮/০৮ তারিখে জমা দিয়েছি, কিন্তু এখনো পুলিশ ক্লিয়ারেন্স পেন্ডিং আছে, এখন কি করতে পারি।
ekhono pending?
@@abzgif থানায় কাগজ পত্র জমা দিয়ে আসছি আজকে সকালে, কিন্তু এখনো পেন্ডিং দেখাচ্ছে
ভাই আমাকে পুলিশ ভেরিফিকেশন এর জন্য থানা থেকে কল করে বিভিন্ন কাগজপত্র নিয়ে যেতে বলে, আমি সেগুলো নিয়ে জমা দেই তারপর উনি আমার কাছে টাকা দাবি করে, আমি ৫০০ দিতে চাইলে উনি বলে আমি কি ভিক্ষুক নাকি , পরে টাকা না দিয়েই চলে আসি, এখন পুলিশ ভেরিফিকেশন পেন্টিং এ রয়ে গেছে, এখন আমার করণীয় কী?? রিপ্লাই দিলে উপকৃত হবো
পুলিশ যতদিন পর্যন্ত আপনার রিপোর্টটা পাসপোর্ট অফিসে জমা না দিবে ততদিন পর্যন্ত পেন্ডিং থাকবে ।
@@TechProSOHRAB ভাই উনি আমার কাছে ২০০০ টাকা দাবি করেছিল কিন্তু আমার কাছে ৫০০ ছিলো ঐটা দিতে চাইলে উনি বলে আমি কি ভিক্ষুক তাই ৫০০ নিবো, পরে উনাকে কিছু না বলেই চলে আসছি,, এখন উনি যদি রিপোর্ট পাসপোর্ট অফিস জমা না দেই সেক্ষেত্রে কি করতে পারি??
@@MdFaridul-k6y akhon ki obostha bhai pore passport paiselan , ar pale koto din por
pending solve hoyase
আমি পাসপোর্ট এর জন্য আবেদন করেছিলাম কিন্তু Application এর Status ( SB Police Verification) এ আছে। আজকে সন্ধ্যায় আমার নম্বর এ কল আসে এবং আমাকে Verification এর জন্য Nid কার্ড নিয়ে আমাদের জেলা কোর্ট এর সামনে যেতে বলে। কিন্তু আমার ঠিকানা আমার উপজেলায় দেওয়া এখন আমি কি করবো?
Please help.
আপনার কথা সম্পূর্ণভাবে বুঝতে পারিনি,,বিধায় সহযোগিতা করতে পারলাম না।
@@Shadhin-Bartaপাসপোর্টের আবেদন করলে পুলিশ ভেরিফিকেশন কি নিজ ঠিকানায় হয় না ? নাকি জেলায় যেতে হবে
@@Sakibsheikh09 আপনার মনে রাখতে হবে,,যা কিছুই করেন না কেন,,স্থায়ী ঠিকানা কোনদিন পরিবর্তন করা যাবে না। যদি অনেকগুলো বাড়িও কিনেন আপনার স্থায়ী ঠিকানা আপনার বাবার ঠিকানাই হবে বা দিতে হবে,,যদি ভুল করেন বা কোন গোলমাল পাকান তাহলে জেল খাটবেন,,পাসপোর্ট জনিত কারণে। আর বর্তমান ঠিকানা যে কোন জায়গাই হতে পারে,,কিন্তু অবশ্যই,,বর্তমান ঠিকানা উল্লেখ্য করতে হবে,,যদি স্থায়ী ঠিকানায় স্থায়ী ভাবে বসবাস না করেন,,,আপনি স্থায়ী ঠিকানা উল্লেখ্য করবেন,,কিন্তু সেখানে যে আপনাকে থাকতে হবে সেটা কোন কথা নয়,ওই ঠিকানায় পুলিশ গেলে আপনার বাবা মা আত্তীয় স্বজনদের কাছে জানতে চাইবে যে,,আসলে এখানে আপনাদের বাড়ি কিনা। আর বর্তমান ঠিকানায় এসে আপনাকে সরাসরি দেখবে যে আপনি এখানে থাকেন কিনা,,স্থায়ী ঠিকানা পরিবর্তন হবে না,,কিন্তু বর্তমান ঠিকানা পরিবর্তন করলে,রেনু করার সময় নতুন ঠিকানা উল্লেখ্য করলে আবার ভেরিভিশন হবে আর সবকিছু আগের মত থাকলে কোন ভেরিভিশন হবে না। যদি বর্তমান আর স্থায়ী ঠিকানা একই ব্যবহার করতে চান তবে আপনার নিজ জেলাতে গিয়ে পাসপোর্ট করতে হবে,।যদি অন্য কোথাও থেকে করেন তাহলে তার নিকটতম পাসপের্ট অফিস যেতে হবে।,,ধন্যবাদ মনে হয় বোঝাতে পারিনাই।
Jelay
@@Sakibsheikh09
Vai police clearance a ki taka niba nah Tahole?
না
@@TechProSOHRAB Thanai galai to agai bolbe taka den
আমাকে ৫০০০ টাকা জমা দেওয়া লাগছিলো সোনালী ব্যাংকে ৫০০০ টাকা জমা করেছিলাম
অবশ্যই টাকা দিতে হবে
টাকা না দিলে পাসপোর্টে রিওয়ার্ড আসার সম্ভাবনা বেশি😂😂😂😂
আমার কাছে গতকাল টাকা চাইছে,এখন কি করতে পারি। আমি টাকা দেই নাই
ও মাই গড কি বলেন এখনো টাকা চায় !!!
০ রিটার্ন নিয়ে ভিডিও দেন ইমারজেন্সি
Hello sb app use kora jacche na kno
সঞ্চয়পত্র সম্পর্কিত ই রিটার্ন ভিডিও চাই
Paben
আমারে পুলিশ ভেরিফিকেশন এর জন্য আমাকে কল বা মেসেজ দেয়না। এখন আমি কি করতে পারি
ভাই একটু সারা দিয়েন
Kotodin hoise apply korechen?
@@rahat7168 গত মাসের ২০ তারিখ এ। প্রায় ১৫ দিন হলো করছি
@@rahat7168 ভাই ১৫ দিন হবে
পাসপোর্ট যদি নতুন করতে দিয়ে থাকেন তাহলে তো পুলিশ ভেরিফিকেশন হবেই । সে ক্ষেত্রে যদি কল না দিয়ে থাকে পাসপোর্ট অফিসের সরাসরি কথা বলতে পারেন ।
আর যদি রিনিউ করতে দিয়ে থাকেন কোন সংশোধন না থাকে তাহলে তো পুলিশ ভেরিফিকেশন হবে না ।
কোনো সমস্যা দেখিয়ে টাকা চাইলে তখন??
টাকা চাইলে ওই যে নাম্বার গুলো দেখাইছি ওখানে কমপ্লেইন করবেন ।
৬৫ বয়সোর্ধ একজন মহিলার পেশা কি দেবো প্লিজ কেউ বলেন
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য ব্যাংকে ৫০০ টাকা জমা দেয়ার পরেও থানায় ডেকে টাকা চায়
Thank you ❤
You are welcome
পুলিশ কাকাকে টাকা দি নাই তাই পুলিশ ভেরিফাই সাবমিট করতেছেনা কি করব,, বলেন প্লিজ,,,
আমি একজন স্টুডেন্ট,, পুলিশ কাকা সরাসরি টাকা চাইনি, পুলিশ কাকা বলছে তোমার সবকিছু ঠিক আছে আমি সাবমিট করে দেব আমরও পরিবার আছে তা হিসাব করতে হবে
কতদিন হয়েছে
@@gamingtopup9059 ১২/০৯/২০০৪/বৃহস্পতিবার গত পরশু
আজকে আবার ঐ স্যারকে কল করে বলছি যে স্যার আমারটা এখনো পেনডিং দেখাচ্ছে সাবমিট করেন নি নাকি স্যার বলছে আমি ফাইটা জমা দিয়া দিছি আমার কাছে আর নাই,, এরকম বলেছে
গত পরশু অর্থাৎ বৃহস্পতি বারে,,, @@gamingtopup9059
ভাই,কি কি কাগজ দেখতে চাইসে পুলিশ
@@gamingtopup9059 উপরের মেসেজটি লিখার ১৫দিন পর পাসপোর্ট হাতে পেয়েছি কোনো টাকা দিতে হয়নি
আমি সরাসরি পুলিশের হাতে টাকা দিছি একজনকে ২০০০ একজনকে এক হাজার আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা দেওয়ার কারণে ডাবল টাকা দিতে হয়েছে
দুঃখজনক
আমার কাছে ২৫০০ হাজার টাকা চেয়েছিল
Bai taka na dile fake bole dibe
হাসিনা সরকারের আমলেই ৫৭৫০ টাকা দিয়ে পাসপোর্ট করছি,বাড়তি ১ টাকাও দেই নি
জি ভাইয়া আমি নিজেও করেছি যারা কথা বলতে জানে পাসপোর্ট অফিসের তাদের এক্সট্রা টাকা দিতে হয় না যারা কথা বলতে জানে না তাদেরকেই দিতে হয় ।
অথবা যাদের ডকুমেন্টস সমস্যা আছে তাদেরকে দিতে হয় ।
@@TechProSOHRABভাই পাসপোর্ট করতে, পুলিশ ভেরিফাই এর জন্য থানায় কি কি প্রয়োজনীয় কাগজ লাগতে পারে?নইলে পুলিশ অযথা নানা রকম কাগজ চায়!
Lol ei niye 1200 taka shesh
🥲🥲
Amar sathe hoice 500tk niche
রিসেন্টলি ?
আপনার মোবাইল নাম্বার দেন না কেন যোগাযগ করবো
6000 hazar khaise amr thikka 😢😢
Dukkhojonok
@@TechProSOHRAB ভাই পুলিশ আগে থেকে অনেক ভয়াবহ রুপ ধারন করছে ওরা একটু ছোটখাটো ভুল বা সমস্যা দেখলেই নেগেটিভ দিয়ে দেয়😭
আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিস অগ্নিকাণ্ড দুর্ঘটনা হয় হয়তোবা বিষয়টা আপনিও জানেন এখন আমার ই পাসপোর্ট রেনু করার জন্য দিয়েছিলাম। কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে লোকাল রিওয়ার্ক তারপর আমি আগারগাও অফিসে গেছি ওইখানে কোন তথ্য নাই 😂😂এখন আমি কি করতে পারি
আপনাদের নরসিংদী পাসপোর্ট অফিসে যেতে হবে
আমি সেপ্টেম্বরের ৩ তারিখে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসি আজকে প্রায় 9 থেকে 10 দিন হতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ভেরিফিকেশনের জন্য কোনো ফোন আসে নাই এখন আমি কি করতে পারি একটু বলবেন