Sagorer soikote ke jeno dur hote by Shahnaz Rahmatullah || Movie song 'Chhutir Phade'

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • এ চ্যানেলটি হলো আমার প্রিয় গানের সংগ্রহশালা; প্রচলিত এবং আমার নিজের লেখা ও সুর করা গানগুলো দিয়ে বানানো মিউজিক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি।
    আমি, Sonabeej/সোনাবীজ (খলিল মাহ্‌মুদ) নিজেও গান লিখছি, সুর করছি এবং শুধু সুরগুলো ধরে রাখার জন্যই আমার নিজের কণ্ঠেই গেয়ে এগুলো ইউটিউবে শেয়ার করছি। আমি গানের শিল্পী নই, আমি মূলত কবি, গীতিকার ও সুরকার। কাজেই, আমার গাওয়া গানগুলোতে দয়া করে কেউ কণ্ঠশৈলী, উচ্চারণ-ত্রুটি বিচার করতে যাবেন না, বিচার করবেন আমার লিরিক ও সুর; এগুলো মৌলিক, বৈচিত্রময় ও আকর্ষণীয় কিনা। তাতে আপনাদের কোনো মতামত ও পরামর্শ থাকলে দয়া করে আমার উপকার ও উন্নতির জন্য তা জানাবেন।
    এ গানগুলো ভবিষ্যতে প্রকৃত কণ্ঠশিল্পীদের দ্বারা গাওয়ানোর পরিকল্পনা রয়েছে আমার। আমার লেখা ও সুর করা কোনো গান কেউ গাইতে চাইলে খালি গলায় গেয়ে WAV/mp3 ফরম্যাটে farihanmahmud@gmail.com-এ মেইল করুন। আপলোড করার যোগ্য হলে মিউজিক কম্পোজ করে ফটোমিক্স মিউজিক ভিডিও তৈরি করে আমার নিজস্ব চ্যানেলে আপলোড করা হবে।
    অবশ্য, বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া শুধু বিনোদন ও আনন্দের জন্য আমার গান যে-কেউ গাইতে ও শেয়ার করতে পারেন, সেটি আমার নিজের জন্যই বরং অনেক আনন্দের হবে এবং শিল্পীর প্রতি আমার অগ্রিম ধন্যবাদ ও কৃতজ্ঞতা থাকলো।
    আমার, Sonabeej/সোনাবীজ (খলিল মাহ্‌মুদ)-এর লেখা ও সুর করা কয়েকটি গানের লিংক :
    ১। রাজকুমারী - ও আমার সহেলিয়া। • O amar Sohelia, tomake...
    ২। আমি এই শহরের পথে পথে হাঁটি। • Ami ei shohorer pothe ...
    ৩। এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর। • Ei je nodi eke beke ge...
    ৪। শহরের অলিগলি, যত রাজপথ। • Shohorer oligoli, joto...
    ৫। যত চাই ভুলে যেতে। • Joto chai bhule jete |...
    ৬। মাটির দেহ। • Ei matir deho mati e h...
    ৭। ঘরের মানুষ। • Ghorer manush || Lyric...
    ৮। মন তার আকাশের বলাকা। • Mon tar akasher bolaka...
    কেউ চাইলে লিরিক পাঠাতে পারেন। তবে এখনই তাড়াহুড়ো করে লিখে এখানে কমেন্টের ঘরে পোস্ট করার দরকার নেই। সময় নিন, ধীরে সুস্থে চিন্তা করে লিখুন। কথাগুলো সরল, সহজবোধ্য, বলামাত্রই শ্রোতা বুঝতে পারেন, এমন হতে হবে। ছোটো ছোটো লাইনে। ২ লাইনের মুখ/শুরু, এরপর ৩ + ৩ লাইনের দুটি অন্তরা। পর্বগুলো যেন ছোটো ছোট হয়, ২ বা ৩ পর্বের। কথাগুলো আধুনিক হতে হবে, অর্থাৎ, কবিতার পুরোনো রীতি পরিত্যাজ্য, উদাহরণ দিই - মম, তব, তরে, লাগি, ইত্যাদি বাদ দিয়ে লিখবেন। আমার সুর করা আপনার লিরিকের গানের কপিরাইট আমার। কিন্তু, আপনি সর্বত্র শেয়ার করতে পারবেন, তবে, কোথাও মানিটাইজ করতে চাইলে আমার অনুমতি নিতে হবে। আমি অনুমতি দিলে বা কোনো শর্ত দিলে সেটা মানিটাইজ করা যাবে।
    --
    সব শিল্পীর কণ্ঠে সব গানই সমান মাধুর্যময় হয় না। যে গানটি কোনো এক শিল্পীর কণ্ঠে আমার সবচাইতে বেশি ভালো লাগে, আমি সাথে সাথে সেটা নিজের সংগ্রহে নিয়ে নিই। এ ছাড়া, বিরল এবং পুরোনো গান, যেগুলো হারিয়ে যাওয়ার পথে, এবং জনপ্রিয় সুরেলা গানগুলো আমি আমার সংগ্রহে তুলে রাখি। এভাবে, সেই রেডিও-অডিও-ক্যাসেট যুগ থেকে শুরু করে বহুবছর ধরে আমি আমার প্রিয় গানের একটা সংগ্রহশালা গড়ে তুলেছি। অডিও গানগুলোকে ফটোমিক্স কিংবা ভিডিও-ফটোমিক্স করে মিউজিক ভিডিও আকারে ইউটিউবে শেয়ার করছি।
    এখানে উল্লেখ্য যে, যে-সব গানের একাধিক ভার্সন পাওয়া যায়, সেগুলোর মধ্য থেকে আমি সাধারণত সেরা ভার্সনটাই আমার সংগ্রহে রাখি; একাধিক উন্নত মানের ভার্সন হলে সবগুলোই আমার সংগ্রহে রেখে দিই। যে-সব গানের অডিওতে ত্রুটি রয়েছে, সেগুলো সংশোধন করার চেষ্টা করি। অনেক চ্যানেল থেকে সেরা মানের অডিও নিয়ে থাকি এবং ভিডিওতে তাদের নাম উল্লেখ করে দিই; ভুলবশত বাদ পড়ে গেলে, আমাকে সূত্রসহ মনে করিয়ে দিলে মন্তব্যের ঘরে তাঁর/তাঁদের নাম জুড়ে দিব।
    আমি গান খুব ভালোবাসি। সবসময় গান শুনতে ভালো লাগে। শুধু গানের ভেতর ডুবে থাকতে সাধ হয়। ফটোমিক্স-ভিডিওমিক্স মিউজিক ভিডিও নির্মাণ আমার খুব প্রিয় শখের একটা। বস্তুত, এটা আমার নেশার মতো। এ কাজটি আমাকে ক্রিয়েটিভিটির নির্মল আনন্দ দান করে।
    সংগৃহীত এসব গানের সর্বস্বত্ব ও কৃতিত্ব এগুলোর মূল নির্মাতাদের কাছেই গচ্ছিত ও সংরক্ষিত। বাণিজ্যিকি কোনো উদ্দেশ্য নয় - গান, ছবি, কবিতা, এসব ভালো লাগে বলেই নিজের করে নিজের সংগ্রহে রাখি এবং অন্যদের সাথে শেয়ার করি। কারো কোনো আপত্তি থাকলে দয়া করে জানালে সেটা রিমুভ করবো কিংবা 'প্রাইভেট' করে নেয়া হবে।
    গানের প্রতি আমার দরদ থেকেই এসব করছি। এসব গানের ছবিগুলো ইন্টারনেট থেকে নেয়া, কিছু ছবি আমার ফেইসবুক ফ্রেন্ড ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নেয়া; কিছু ছবি ও ভিডিও আমার নিজের করা। কিছু কিছু ভিডিওর জন্য জনপ্রিয় ছায়াছবির ভিডিও ফুটেজ বা জনপ্রিয় মিউজিক ভিডিও ব্যবহার করেছি; ওগুলো দিয়ে গানের একটা গল্প বা ভিজুয়ালাইজেশন তৈরি করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে; তবে, মাঝে মাঝে নিছক একঘেঁয়ামি এড়ানোর জন্য, কিংবা ফান করার উদ্দেশ্যে এসব ছবি বা ভিডিও যোগ করা হয়েছে।
    আমি দাবি করছি যে, আমার বানানো মিউজিক ভিডিওতে গান সম্পর্কে সংশ্লিষ্ট অনেক তথ্য যোগ করে থাকি, যা সচরাচর অন্যাম্য চ্যানেলে দেখা যায় না। এগুলো ভিডিওর ভেতরে, সাধারণত ২০ সেকেন্ড পর থেকেই দেখা যাবে। গীতিকার, সুরকার, শিল্পীর নাম পাওয়া না গেলে সেটিও আমি উল্লেখ করে থাকি।
    বিনত ফুটনোট : এটা একান্তই শৌখিন চ্যানেল, এতে অর্থ উপার্জনের কোনো সম্পৃক্ততা নেই, অর্থাৎ, এ চ্যানেলটি 'মানিটাইজ্ড' করা নয়।
    Copyright belongs to the original creators/producers/up-loaders. All credits deserved by them. If anyone has any objection, may please notify me; those videos will be removed/made 'private'.
    Kind Footnote : This is a purely amateur channel, ie, this channel is not monetized.

КОМЕНТАРІ • 559

  • @shuhanicomputer6260
    @shuhanicomputer6260 11 місяців тому +265

    ছবি ছিল সাদা কালো , দিন ছিল সোনালী, মন ছিল রঙ্গীন। কোথায় হাড়িয়ে গেল সেই দিন !

  • @ahmedromanmridha3682
    @ahmedromanmridha3682 7 місяців тому +40

    কন্ঠ নির্ভর গান আর যন্ত্র নির্ভর গান, দুটোর মাঝে আসমান জমিন ফারাক।
    এই গানগুলো যারা শুনে তাঁরা সত্যিই অসাধারণ মনের অধিকারী।

  • @nusaibaliya1129
    @nusaibaliya1129 Рік тому +208

    নায়ক নায়িকা গায়িকা কেউ আজ বেঁচে নেই।এই গান ১০০ বার অতিক্রম শোনা।ডাউনলোড করা আছে।শুনি আর কান্না করি কারন ছাড়াই।প্রয়াত শাহনাজ রহমতুল্লাহ ম্যাডাম কে আল্লাহ বেহেস্ত বাসী করুন।

    • @md.nurunnobi6634
      @md.nurunnobi6634 Рік тому +14

      আমারও চোখে জল এসে যায় ভাই, জানিনা কেনো, মনে হয় কি জানি শুন্যতা

    • @MamatazAkter-hk4nb
      @MamatazAkter-hk4nb 11 місяців тому +2

      😅😅😅

    • @julhasuddin5123
      @julhasuddin5123 11 місяців тому +2

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @DilrubaShohag
      @DilrubaShohag 11 місяців тому +10

      এই গানটি শুনে আমি কান্না করি।কেন কান্না করি জানিনা।

    • @mirzarahman9832
      @mirzarahman9832 10 місяців тому

      হুমম সুললিত কন্ঠে যেহেতু লাখো মানুষকে গান শুনিয়েছে সেহেতু বেহেশত তো কনফার্ম !
      আল্লাহ সিনেমার গায়ক গায়িকা নায়ক নায়িকার জন্য তো বেহেশত নিয়ে বসেই আছে।

  • @aktherraju9386
    @aktherraju9386 8 місяців тому +232

    ২০২৪ এসে কে কে এরকম পুরুনো গান গুলি শুনেন তারা লাইখ দিয়ে জাবেন

  • @anisrahman3497
    @anisrahman3497 Рік тому +261

    অত্যন্ত দুর্ভাগা ভদ্রমহিলা। তার গাওয়া একাধিক গান বেঁচে থাকবে অনন্তকাল। মজার ব্যাপার হলো রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় সংগীত হিসেবে বিবেচিত " জয় বাংলা, বাংলার জয়" এবং বিএনপির দলীয় সংগীত " প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ" দুটি গানই তার কন্ঠে গাওয়া। এ রকম অসাধারণ কন্ঠ আর কখনো ফিরে পাব না। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তার গাওয়া গান দলীয় সংগীত হিসেবে গ্ৰহন করেছেন শুধু এই অপরাধে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে প্রাপ্য সম্মান পেলেন না। আপনার জন্য সমগ্ৰ জাতির পক্ষে আমার সশ্রদ্ধ সালাম।

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому +10

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য ও মতামতের জন্য। শুভেচ্ছা নিন।

    • @julhasuddin5123
      @julhasuddin5123 10 місяців тому +22

      ফালতু কথা বলেন কেন? তিনি জীবদ্দশায় মে কয়টা সম্মাননা পেয়েছেন তাঁর বেশিরভাগ আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া।আর বিএনপি ক্ষমতায় থেকে কি করেছে উনার জন্য? দলবাজির মনোভাব ছাড়তে পারেননা কোন অবস্থাতেই

    • @BhanujoyDash
      @BhanujoyDash 7 місяців тому +1

      @@Sonabeejঅসাধারণ সংগ্রহ। আমার খুব প্রিয় শিল্পী। তাঁর গানগুলো আমার হৃদয় গভীরে আলোড়ন সৃস্টি করে।

    • @BhanujoyDash
      @BhanujoyDash 7 місяців тому +4

      অমর শিল্পীর অমর কন্ঠ অনাদিকাল সবার হৃদয় ছুয়ে যাবে সুললিত কন্ঠ।

    • @MohammedDinislam-y5c
      @MohammedDinislam-y5c 6 місяців тому

      আওয়ামী বিদ্বেষী দূরে থাক।দেশ বিদেশের সমানতালে এগিয়ে যাচ্ছে এবং যাবে।

  • @tanimbhuiyan959
    @tanimbhuiyan959 8 місяців тому +55

    আহ জীবন কোথায় হারিয়ে গেলো সেই মানুষ গুলো, তারা কোন দিন ফিরবে না ভাবতে কান্না আসে, কি দিন ছিল তখনকার সময়ে, আজ তারা কেউই বেচে নেই, আমরা একদিন থাকব না হারিয়ে যাব মৃত্যু মিছিলে, এতো সুন্দর পৃথিবী ছেড়ে সবাই চলে যাব আমরা, কিন্ত সেই সোনালী অতীত সারাজীবন মনে থাকবে, কালজয়ী হয়ে থাকবে এইসব গান সিনেমা

    • @misbahuddiniran
      @misbahuddiniran 5 місяців тому

      সাগরের সৈকতে, কে যেন দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাধা এই দুটি পায়।।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরা বালি ডেকে নিয়ে যায় আয়, আয়, আয়
      কি করে পাব তারে, যারে আমার ভীরু মন চায়।।
      জীবনের সংগীতে, ছিড়ে যেন গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর।
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় আয়, আয়, আয়
      জানিনা কখন কবে, ঝড়ের আকাশ রোদে ভরে যায়।।

    • @kamalahmed8793
      @kamalahmed8793 Місяць тому

      ভাবতেই কেমন যেন একটা হাহাকার চেপে ধরে

    • @suruzzaman5084
      @suruzzaman5084 12 днів тому

      এই পৃথিবীটা শুধুই মায়া!! মিথ্যা , মোহ দিয়ে ঢাকা। এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারের জন্য কাজ করি।

  • @besttechnology2788
    @besttechnology2788 8 місяців тому +25

    শাহনাজ রাহমাতুল্লাহ এর কণ্ঠ যেন ভারতের সন্ধ্যা মুখার্জি. ছোট বেলায় বাবা ক্যাসেট প্লেয়ার এ অনেক বাজাতো শুনতাম আর আজ বুজলাম কি আবেগ ছিল এই সব গানে... Nostalgia

    • @NaimKhan-ux9mb
      @NaimKhan-ux9mb 6 місяців тому +1

      Awesome. Mind blowing. Unparallel. Long live.

  • @shahriarshanto5079
    @shahriarshanto5079 10 місяців тому +32

    আহ্ কি আবেগ! সুন্দর মন লাগে এসব গান শুনতে।। তরুণ প্রজন্মের জন্য আফসোস যারা এসব গান সম্পর্কে জানেই না

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

    • @smmizanurrahman1097
      @smmizanurrahman1097 6 місяців тому

      Hm!!Thik bolechen!!!

  • @sirajahmed-kv9vb
    @sirajahmed-kv9vb 6 місяців тому +14

    শাহনাজ রহমতুল্লাহর কন্ঠ ঈশ্বর প্রদত্ত! এমন গুনী শিল্পীকে তাঁর প্রাপ্য সন্মানটুকু দিতে পারিনি,অথচ বাইরের অনেক আন্ডারওয়েট শিল্পীকে নিয়ে কী বাড়াবাড়ি ই না করি আমরা। প্রয়াত এই শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করি।

  • @mdmilton5405
    @mdmilton5405 Рік тому +28

    পোশাক, সাজসজ্জা,কন্ঠ , গানের সুর সবই ১০০ এ ১০০ , কোথায় যেন বিন্দুমাত্র ভুল নাই

  • @ehteshamulhoque1244
    @ehteshamulhoque1244 10 місяців тому +46

    গোলাম মোস্তফা অত্যন্ত শক্তিশালী মেধাবী একজন অভিনেতা ছিলেন।

  • @romanasultana9222
    @romanasultana9222 11 місяців тому +33

    এসব গানের শ্রোতাদের রুচীবোধ ই আলাদা।

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому +1

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @JafikulIslam-lm4vs
    @JafikulIslam-lm4vs 9 місяців тому +23

    শাহানাজ রহমতুল্লাহ প্রত্যেকটি গান হৃদয় ছুঁয়ে যায়।

  • @towheedsikder5427
    @towheedsikder5427 Рік тому +38

    মুস্তফা আংকেল দা গ্রেট,আল্লাহ ওনাকে জান্নাত নসীব করুন

    • @mirzarahman9832
      @mirzarahman9832 10 місяців тому

      হুমম সুললিত কন্ঠে যেহেতু লাখো মানুষকে গান শুনিয়েছে সেহেতু বেহেশত তো কনফার্ম !
      আল্লাহ সিনেমার গায়ক গায়িকা নায়ক নায়িকার জন্য তো বেহেশত নিয়ে বসেই আছে।

  • @mrk71924
    @mrk71924 2 роки тому +94

    সেই শিল্পী,সেই অভিনেতা,সেই ছবি,সেইদিনগুলো যদি আবার ফিরে আসতো!

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому +4

      সোনার খাঁচায় দিনিগুলো কারোই রইল না।
      ধন্যবাদ গানটি শোনার জন্য। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, এ চ্যানেলের গানগুলো অন্যদেরকে শুনতে উৎসাহিত করুন। শুভেচ্ছা সবার জন্য।

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @ahmadripon6734
    @ahmadripon6734 Рік тому +40

    আজ এই অভিনেতা অভিনেত্রী কন্ঠ শিল্পী কেউ বেঁচে নেই। শুধু রয়ে গেছে হারানো সেই দিনের সৃতি

  • @sykotsykot8340
    @sykotsykot8340 Рік тому +88

    গানটি শুনলে শৈশবের
    স্মৃতি বিজড়িত দিনগুলির কথা মনে পড়ে যায়. ফিরে যেতে ইচ্ছে করে সেই সোনালী দিনগুলিতে

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому +3

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য ও সুন্দর একটি কমেন্ট করার জন্য। শুভেচ্ছা নিন।

    • @nazmunsfamily1467
      @nazmunsfamily1467 9 місяців тому

      Anek miss kori choto bela.. Jodi jibone r akbar fire jete partam.kanna pay🙁

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @mehedihasan7631
    @mehedihasan7631 Рік тому +22

    প্রিয় গায়িকা শাহনাজ রহমতুল্লাহ। 🖤

  • @mottakinurrahmanwasek4096
    @mottakinurrahmanwasek4096 2 роки тому +240

    ছবির নাম, ছুটির ফাঁদে। স্ক্রিনে আছেন ঝুমুর গাংগুলী, মোস্তফা। কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ। সুরকার আনোয়ার পারভেজ।

    • @Sonabeej
      @Sonabeej  2 роки тому +6

      ধন্যবাদ গানটি শোনার জন্য।

    • @shahnawaz.chakaria
      @shahnawaz.chakaria Рік тому +15

      আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাংলাদেশে আসলে সব তথ্য দেয়না, বিশেষ করে ছবির সাল দেয়না, ইন্ডিয়ান প্রতিটি গানের-ই মুক্তির সাল দেওয়া থাকে, মানুষ আসলে এটাই বেশি জানতে আগ্রহী ।

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому +3

      @@shahnawaz.chakaria এ ভিডিওতে সব তথ্য দেয়া আছে। আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা নিন।

    • @reazulkabir7146
      @reazulkabir7146 Рік тому +2

      @@Sonabeej thank you 🙏

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому +1

      @@reazulkabir7146 You are welcome.

  • @susantaray170
    @susantaray170 2 роки тому +46

    সিনেমা ও বেঁচে থাকে গানের জন্য ।
    এই গানটি তার জ্লন্ত প্রমান।

    • @Sonabeej
      @Sonabeej  2 роки тому +2

      ঠিক বলেছেন আপনি। ধন্যবাদ আপনাকে গানটি শোনার জন্য। শুভেচ্ছা।

  • @mdarifhossain3415
    @mdarifhossain3415 Рік тому +25

    গানের ভিতর কি প্রাণ। শীতল এক হাওয়া অনুভব করলাম

  • @Tale_of_CTG
    @Tale_of_CTG 2 місяці тому +5

    বাংলাদেশে এতো সুরেলা গায়িকা উনার মতো দ্বিতীয় আরেক জন নাই। উনার তুলনা উনি নিজেই। কেন জানিনা গানটা ভীষণ নস্টালজিক। খালি কান্না চলে আসে।

  • @arshiyapurnota8800
    @arshiyapurnota8800 Рік тому +29

    কি যে স্মার্ট ছিলেন তাঁরা তাদের মতো আজ কাউকে দেখা যায় না...

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @jahidhossain5060
    @jahidhossain5060 Рік тому +25

    গানটি শুনলে একাকিত্বের মাঝে বেঁচে থাকার সপ্ন দেখি।

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

    • @Tayba892
      @Tayba892 6 місяців тому

      ❤❤❤

  • @kanizsakila8012
    @kanizsakila8012 11 місяців тому +21

    চমৎকার কন্ঠ। চমৎকার গান। বিনম্র শ্রদ্ধা প্রয়াত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ কে আল্লাহ বেহেশত নসীব করুন। আমিন!

    • @mirzarahman9832
      @mirzarahman9832 10 місяців тому

      হুমম সুললিত কন্ঠে যেহেতু লাখো মানুষকে গান শুনিয়েছে সেহেতু বেহেশত তো কনফার্ম !
      আল্লাহ সিনেমার গায়ক গায়িকা নায়ক নায়িকার জন্য তো বেহেশত নিয়ে বসেই আছে।

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому +1

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @noorhossain7753
    @noorhossain7753 2 роки тому +32

    একটু ভাবলে, মনটা কালো মেঘে ডেকে যায়। এই তিনজন আজ মৃত। একসময় এরা এই পৃথিবীতে ছিল আজ নেই। 😭😭😭

    • @Sonabeej
      @Sonabeej  2 роки тому

      হ্যাঁ, ঠিক বলেছেন। পুরোনো দিনের ছবিগুলোর ক্ষেত্রে এমনটাই হবে। ধন্যবাদ গানটি শোনার জন্য।

    • @mohammadsuman2536
      @mohammadsuman2536 Рік тому +1

      একদিন আমি আপনি তাদের কাতারে শামিল হবো

  • @md.iftekharhossain1615
    @md.iftekharhossain1615 10 місяців тому +6

    একবার অভিনেতা গোলাম মোস্তফার সাথে দেখা হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। সুভাষী এই অভিনেতা অত্যন্ত অমায়িক একজন মানুষ ছিলেন। ❤

  • @philosophersquotes1855
    @philosophersquotes1855 Місяць тому +2

    নেই কোনো নোংরামি, নেই কোনো নগ্নতা , নেই কোনো উদ্দাম অশ্লীল নাচানাচি .... তবু অপলক দৃষ্টিতে দেখছি আর মধুর সুর শুনছি আর ছোটবেলাকার স্মৃতি হাতড়ে বেড়াচ্ছি .....

  • @MrManik1111
    @MrManik1111 5 місяців тому +10

    এই গান গুলা শুনলেই মনে হয় কি যেন হারিয়ে গেছে জীবন থেকে। আমরা অতি ধ্রুত নিশ্ব জাতিতে পরিনত হচ্ছি।

  • @KhairulIslam-g4j
    @KhairulIslam-g4j 10 місяців тому +11

    বাংলার সমৃদ্ধশালী অতীত দেখে আবেগআপ্লুত হলাম।

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @subratapatra5928
    @subratapatra5928 Рік тому +21

    এই গানটি যে কালের হোক এর সংবেদনশীল তা চির শাশ্বত।

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @NazmulKarimDTh
    @NazmulKarimDTh 8 місяців тому +4

    সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
    আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
    পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
    যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
    এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
    চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
    কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
    জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
    যত বার সুর সাধি, গান তো আসেনা আর
    স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
    জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @saikathossain1991
    @saikathossain1991 Рік тому +38

    কি চমৎকার শব্দশৈলী। গানের মর্ম পাতায় পাতায় টের পাই,হ্দয় গহীনে এর স্পর্শ অনুভব করি। হারানো দিনের গান। সে সময় গান শোনার জন্য কতই না কষ্ট করতে হতো।।
    মন ছুয়ে যায়.......

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому

      সুন্দর কমেন্ট। আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। শুভেচ্ছা নিন।

    • @rejaulkarimabir1644
      @rejaulkarimabir1644 Рік тому

      Upner lekha ta o aro mon chuye jai

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @alimohammad-ng8ic
    @alimohammad-ng8ic 9 місяців тому +7

    "" মনটা জানি কেমন - হু হু করে "" সময় চলে যায়!" আমরাও চলে যাবো। আল্লাহ পাক সবার মঙ্গল করুন। আমিন।

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @mrbhabib2010
    @mrbhabib2010 Рік тому +15

    আমি তখন ছোট, সেসময়ে বিটিভিতে মুভিটা একবার দেখেছিলাম। কাহিনি ঠিক মনে নেই তবে গানটি এখনো মনে আছে। অসাধারণ একটা গান। (১৪/০৩/২০২৩)

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

    • @TaniaIslam44.
      @TaniaIslam44. 7 місяців тому

      15/3/2024

  • @nazmulaku3755
    @nazmulaku3755 23 дні тому

    আহা!! সাগর পারে হারানো জীবন, হারানো মানুষ, হারানো স্মৃতি।। সময়ের স্রোতে বালুকনার মত সব ভেসে ভেসে অতলে মিলিয়ে যাবে।।।।

  • @albatrossmelody1741
    @albatrossmelody1741 Рік тому +16

    আহা কী সুন্দর গান সুখের স্মৃতিগুলো যেন সোনার খাঁচায় বন্দী..আর কখনও সেদিন ফিরে আসবে না.. চলে যেতে হবে পরাপারে...❤❤❤

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @Faysal007
    @Faysal007 Рік тому +7

    আজ এই গানের কোন শিল্পীই বেচে নেই,আল্লাহ পাক উনাদের বেহেশত নসিব করুন,আমিন😢

  • @atikhasan3074
    @atikhasan3074 11 місяців тому +9

    2023 সে এসে কারা কারা সুনছেন,,অনেক খোজার পরে পেলাম,,ধন্যাবাদ, আপলোড দেয়ার জন্য,,

  • @ArifulIslam-tk2hj
    @ArifulIslam-tk2hj 6 місяців тому +4

    আরেকটা মজার বিষয় হচ্ছে, এই গানের কণ্ঠশিল্পী শাহনাজ রহমাতুল্লাহ ও সুরকার আনোয়ার পারভেজ দুজনে আপন ভাই বোন।

  • @abulkalam-sz3ey
    @abulkalam-sz3ey Рік тому +7

    জীবেনর সবচে প্রিয় মন মাতনো গলা গায়েক আমার জীবনে ছিলেন শাহনাজ আপা,চুট্ট কালে
    রেডিওতে শুনতাম উনার গান,আর ভাব তাম উনি দেখতে কেমন হবেন আমি কি কোনদিন তার দেখা পাব? সময়ের পাড়াপাড়ি অভাবের নিষ্ঠুরতার সাগর পাড়ি দিতে পেট্রডলারে মরুভূমি তে এমন মরিচিকার মায়া জীবনের সর্বসখুয়েও এই অয়াণ

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @prashantatripura373
    @prashantatripura373 Рік тому +7

    গানের মাঝে খুঁজে পাই বেঁচে থাকার স্নিগ্ধতা।

  • @robinahamed6191
    @robinahamed6191 Місяць тому

    রেডিওতে গানগুলো শুনতাম ১৯৯৯ থেকে,আমার শৈশব খুব মধুর ছিল।আমরা নানা বাড়ি সবারই সাথে টিভি দেখতাম।

  • @mdzahidhasanvunya4070
    @mdzahidhasanvunya4070 Рік тому +8

    গানটা আজ প্রথম শুনলাম। মনোমুগ্ধকর।
    ২৮/০১/২৩

  • @mdjahirul3113
    @mdjahirul3113 Рік тому +7

    জীবনের তাগিদে জীবন আজ হাঁফিয়ে উঠেছে এই দিনগুলোতে যদি ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো,

  • @princeanik4552
    @princeanik4552 2 роки тому +41

    কালজয়ী গান। বেচে রবে তুমি আর তোমার গান দর্শকের মনে চিরকাল

    • @Sonabeej
      @Sonabeej  2 роки тому

      ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য।

  • @razzak1952
    @razzak1952 Рік тому +14

    The movie and the songs bring the memories of pre-1971 back in front of us!

  • @momtazhassan6182
    @momtazhassan6182 Рік тому +7

    প্রেম এবং দু:খের অনুভূতি নিয়ে এতো সুন্দর গান সচরাচর লেখা হয় না। গীতিকারকে এবং সুরকারকে সশ্রদ্ধ অভিবাদন জানাই এতো সুন্দর লিরিক্স আর সুরারোপ করার জন্য। এই গানটা শাহনাজ বেগম এর বহু সুন্দর গানের মধ্যে একটি অনন্য সুন্দর গান❣️

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @md.nirobhassan2447
    @md.nirobhassan2447 6 місяців тому +2

    শুনলেই কেমন ভেতরটায় হু হু করে ওঠে!

  • @mhimran5672
    @mhimran5672 9 місяців тому +3

    কত মধুর ছিল সেই সোনালী দিনগুলো

  • @zahidulislampavel1968
    @zahidulislampavel1968 8 місяців тому +4

    সমুদ্র, একাকিত্ব, বয়স, ভালোবাসা, পরিবার, ক্যারিয়ার এইসব কিছু যেন একসাথে ঝেঁপে ধরে এই গানটা শুনার সময়

  • @kholiluddin116
    @kholiluddin116 Рік тому +18

    অসাধারণ গান।কিছু সময় ভাষা হারিয়ে ফেলেছিলাম।প্রান ভরে গেল🌹🌹💙💙🌹🌹

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому +2

      গানটি শোনার জন্য এবং কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, এ চ্যানেলের মিউজিক ভিডিও শুনুন ও শেয়ার করুন। শুভেচ্ছা।

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @kaziqumruzzaman3247
    @kaziqumruzzaman3247 Рік тому +15

    শাহানাজ বেগমের গান শুনলেই মনটা কেমন জানি হয়ে যায়, অসাধারণ কন্ঠ,তার গাওয়া গানগুলো একসাথে করে একটি অ্যালবাম বানালে খুব ভালো হতো।

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому +2

      অ্যালবামের আইডিয়াটা মাথায় নিলাম। ধন্যবাদ গানটি শোনার জন্য। শুভেচ্ছা।

    • @thaibangla8866
      @thaibangla8866 Рік тому

      এক সাথে সবগুলো গানের এলবাম, পাওয়া যায়।

    • @pakistanidressdesignbd7976
      @pakistanidressdesignbd7976 Рік тому +8

      Runa Layla ba Sabina Yasmin thekeo unak Amar better mone hoy unar gan gulo touch Kore khub

    • @kaziqumruzzaman3247
      @kaziqumruzzaman3247 Рік тому

      @@pakistanidressdesignbd7976 thankyou.

    • @JakirHosen-w2n
      @JakirHosen-w2n 6 місяців тому

      ​@@pakistanidressdesignbd7976ঠিক তা নয়। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লার গায়কি আলাদা আলাদা। তবে এটাও শোনা যায় সাবিনা ইয়াসমিন, রুনা লায়লার জন্য নাকি এভাবে ক্যারিয়ার গড়তে পারেননি,এমন অসামান্য চিরসবুজ কন্ঠ থাকা সত্ত্বেও। জানিনা সঠিক হিসাব কিন্তু যে গান গুলো গেয়েছেন তাতেই অমরত্ব লাভ করেছেন কিংবদন্তি শাহনাজ রহমতউল্লাহ।

  • @thaibangla8866
    @thaibangla8866 Рік тому +11

    বহুদিন পর প্রান ফিরে পেলাম।মন টা ভড়ে গেলো।

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому

      গানটি শোনার জন্য এবং কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, এ চ্যানেলের মিউজিক ভিডিও শুনুন ও শেয়ার করুন। শুভেচ্ছা।

  • @zahir2023
    @zahir2023 Рік тому +26

    পুরনো দিনের এ সকল সুন্দর এবং শ্রুতিমধুর
    গান শুনে বুকের ভেতর নস্টালজিয়া চেপে বসে।
    সবাই ভালো থাকুন।

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому

      ঠিক বলেছেন। আমি ব্যক্তিগতভাবে এসব গানের খুবই ভক্ত।
      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য। শুভেচ্ছা।

  • @rezaulkarim2768
    @rezaulkarim2768 15 днів тому

    হারানো দিনের অসাধারণ গান,অন্য রকম অনুভুতি জাগায় মনে।

  • @topuritchil9307
    @topuritchil9307 Рік тому +4

    এক কথায় অসাধারণ। হৃদয় জাগানিয়া সুর, অনন্তে হারিয়ে যাওয়ার ইশারা দিচ্ছে যেন আমায়।

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @jillurrahman8192
    @jillurrahman8192 Рік тому +6

    গানটি যখনই শুনি ,মন কেমন যেনো হয়ে যায় , অজান্তেই অতীতে চলে যাই------------

  • @mohonkha5552
    @mohonkha5552 2 роки тому +9

    শাহনাজ রহমাতুল্লাহ ম্যাডামের দেশত্ববোধ গান অনেক সুন্দর

    • @Sonabeej
      @Sonabeej  2 роки тому

      ধন্যবাদ গানটি শোনার জন্য।

  • @SyedAhmed-kz8zn
    @SyedAhmed-kz8zn 2 роки тому +13

    এই গান গুলো যখনি শুনি তখনি কেনো জানি থমকে যাই,--যত শুনি ততই শুনতে মন চায়!

    • @Sonabeej
      @Sonabeej  2 роки тому

      ধন্যবাদ গানটি শোনার জন্য।

  • @shahidalam7657
    @shahidalam7657 4 місяці тому +1

    মনটা কেঁদে উঠে এ গানগুলো শুনলে।

  • @NurulAlam-dg8wz
    @NurulAlam-dg8wz Рік тому +6

    রাত ২.১২ টা বাজে দুচোখে এক ফোটা ঘুম নেই জীবন চোরাবালিতে আটকে আছে তাই গানটা শুনলাম যাহা সত্যি জীবনের কঠিন সিদ্বান্ত দ্বারা আবদ্ধ হয়ে আছে।

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ ২০২৩-এর শুভেচ্ছা নিন।

    • @bassid543
      @bassid543 Рік тому

      জীবন চোরাবালি থেকে মুক্তি পাবে একদিন.....

    • @NurulAlam-dg8wz
      @NurulAlam-dg8wz Рік тому

      @@bassid543 সেটা আর কোনদিনই সম্ভব হবে না।

  • @MdAnis-bd3mr
    @MdAnis-bd3mr 11 місяців тому +4

    ফিরে যেতে ইচ্ছে করছে সেই সোনালী দিনগুলোতে

  • @swapan4846
    @swapan4846 Місяць тому

    অসাধারণ গান আর গাওয়া,,
    বুকটা কেঁপে উঠে,,
    গীতিকার ও সুরকার কে ধন্যবাদ,,অমর হয়ে রবে চিরকাল,,এই গান,,

  • @sohorcity2502
    @sohorcity2502 2 роки тому +9

    এসব গান শুনলে কলিজা কাঁপে অস্থির লাগে

    • @Sonabeej
      @Sonabeej  2 роки тому

      ধন্যবাদ গানটি শোনার জন্য।

    • @Tafijulislam944
      @Tafijulislam944 Рік тому

      ঠিক

  • @ronalsinha294
    @ronalsinha294 Рік тому +4

    খুবই পছন্দের গান / মন পাগল করা গান / এমন গান এখন কেউ লিখতে পারবে না /

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому +1

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্ট করার জন্য। শুভেচ্ছা নিন।

  • @Milon1960
    @Milon1960 Рік тому +4

    কালোত্তীর্ণ মেলদিয়াস এই গান। আহ ! শাহানাজ রাহমাতুল্লাহ...

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @shamim_aronno
    @shamim_aronno 7 місяців тому +1

    মধুর কথাগুলো.. সোনালী অতীত ❤

  • @ashamoni1291
    @ashamoni1291 8 місяців тому +1

    ❤ অনেক সুন্দর একটি গান আমি 2024শে এসে শুনলাম

  • @laughinggas8055
    @laughinggas8055 4 місяці тому

    Ah! Mesmerizing voice of Shahnaz Rahmatullah 😪

  • @kusumbarua725
    @kusumbarua725 Рік тому +5

    প্রিয় শিল্পী অকৃত্রিম শ্রদ্ধাও ভালবাসা রইল😢 হয়তো বা আজ তুমি এই ভুবনে নেই😢 তুবুও মনে হচ্ছে তুমি আছ।
    ভালবাসি তোমায় ভালবাসি তোমার কন্ঠ।

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @polinadhikari6044
    @polinadhikari6044 Рік тому +2

    অসাধারণ সুন্দর একটা গান! গানের কথা, সুর ও গায়কী চমৎকার।

  • @hoomanAdnan
    @hoomanAdnan 8 місяців тому +1

    True timeless beauty ❤️‍🩹
    The way she sung, the lyrics & the melody is real classic ❤️

  • @sheikhjoynal2690
    @sheikhjoynal2690 4 місяці тому +1

    এইরকম মায়াভরা গান যেন অন্তরের অনেক চেনা❤

  • @redomkhan5455
    @redomkhan5455 8 місяців тому +1

    কতবার ছায়াছন্দ নামক অনুষ্ঠানে শুনলাম॥

  • @jabedshikder7539
    @jabedshikder7539 Рік тому +4

    ইশ, আবার যদি ফিরে যেতে পারতাম ফেলে আসা সেই সময়, সেই দিনগুলোতে।

  • @prosharchicham
    @prosharchicham 4 місяці тому +1

    ❤❤❤😊

  • @Opekkha258
    @Opekkha258 3 місяці тому

    কতো সুন্দর শুরু কতো সুন্দর কথা মন মুগ্ধকর 🥰🥰🥰

  • @MDNurulIslam-nc3ut
    @MDNurulIslam-nc3ut 4 місяці тому

    Never come back in future so songs. Shanaz begum may Allah place her to Jannah.

  • @MdSaiful-uz4nu
    @MdSaiful-uz4nu 4 місяці тому

    কিছুকিছু গান আছে যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়, তার মধ্যে এই গানটিও আছে।

  • @shaifuddin7594
    @shaifuddin7594 2 роки тому +7

    এখন সবই স্মৃতি। সুন্দর গান উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

    • @Sonabeej
      @Sonabeej  2 роки тому +1

      আপনাকেও ধন্যবাদ গানটি শোনার জন্য।

  • @LonelyMusafir
    @LonelyMusafir 4 місяці тому

    প্রগ্রেসিভনেস এর হাতছানি আর রক্ষণশীলতা এই দুই এর এক অপূর্ব টানাপোড়েন। বড়ই সুন্দর কথা।

  • @mdalomgir7320
    @mdalomgir7320 10 місяців тому +4

    ওনাদের মত আমিও একদিন হারিয়ে যাব,ভাবতেও কষ্ট লাগে

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      ❤সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

    • @mdsolaimanhossain2383
      @mdsolaimanhossain2383 7 місяців тому

      😢😢😢😢

  • @mdnurnabi72
    @mdnurnabi72 6 місяців тому +1

    কখনকার সিনেমাগুলো ছিলো অনেক সামাজিক। পরিবারসহ একত্রে দেখা যেতো। সাদাকালো টিভির সময়কারের সিনেমা।

  • @shaheenchowdhury9206
    @shaheenchowdhury9206 11 місяців тому +1

    ভীষণ প্রিয় শিল্পীর,প্রিয় গান

    • @NazmulKarimDTh
      @NazmulKarimDTh 8 місяців тому

      সাগরের সৈকতে, কে যেনো দূর হতে
      আমারে ডেকে ডেকে যায় -আয়, আয়, আয়
      পারিনা তবু যেতে, শেকল বাঁধা এই দুটি পায়।
      যে কথা অন্তরে, জেগে ওঠে বারে বারে
      এ লগনে কারো কানে, বলা তো হলো না আর।
      চোরাবালি ডেকে নিয়ে যায় -আয়, আয়, আয়
      কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়
      জীবনের সংগীতে, ছিঁড়ে যেনো গেছে তার
      যত বার সুর সাধি, গান তো আসেনা আর
      স্মৃতিগুলো পিছু ডেকে যায় -আয়, আয়, আয়
      জানিনা কখন কবে ঝড়ের আকাশ রোদে ভরে যায়!

  • @ferozahmed5844
    @ferozahmed5844 3 місяці тому

    Shanaj is one only the class singer ever born in Bangladesh!

  • @xocopegaminglab
    @xocopegaminglab 6 місяців тому

    আমার একজন অনেক কাছের মানুষ ছিল যে এখন আর এই পৃথিবীতে আর নেই তার জন্য মন যখন কাধে তখন এই গান গুলো শুনি,😥😥😥😥❤️❤️❤️❤️

  • @hazerakhatun7835
    @hazerakhatun7835 Місяць тому

    এই ছবিটা বিটিভিতে দেখেছিলাম অনেক দিন আগে, অনেক ভাল লেগেছিল।

  • @alaminislamabir3059
    @alaminislamabir3059 3 місяці тому

    নব্বই দশকের শেষের দিকে জন্ম আমার দু হাজারের কাছাকাছি সময়ে।
    কিন্তু মনে প্রাণে স্মৃতিচারণে সবসময় নব্বই দশকে পরে থাকে আমার মন।😊

  • @mhmahi5912
    @mhmahi5912 2 роки тому +13

    এইদিন গুলোর কথা মনে হলে কষ্ট লাগে।
    কোথায় হারিয়ে গেলে

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому

      খুবই কষ্ট লাগে।
      ধন্যবাদ গানটি শোনার জন্য। Sonabeej চ্যানেলের সাথেই থাকুন, এ চ্যানেলের গানগুলো অন্যদেরকে শুনতে উৎসাহিত করুন। শুভেচ্ছা সবার জন্য।

    • @razzak1952
      @razzak1952 Рік тому

      The movie and the songs bring the memories of pre-1971back in front of us!

  • @Asif-Vai
    @Asif-Vai 7 місяців тому

    কোনো তুলনা হয় না। অভিনেতা অভিনেত্রী গায়িকা সুরকার গীতিকার লা জবাব।

  • @emelieaqui4937
    @emelieaqui4937 Рік тому +3

    কি চমৎকার শব্দশৈলী,হ্দয় গহীনে এর স্পর্শ অনুভব করি।

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому

      আপনাকে ধন্যবাদ গানটি শোনার জন্য। ইংরেজি নববর্ষ ২০২৩-এর শুভেচ্ছা নিন।

  • @MdAbdulMomenSarker
    @MdAbdulMomenSarker Рік тому +1

    খুবই পছন্দের গান / মন পাগল করা গান / এমন গান এখন কেউ লিখতে পারবে না

  • @franklyme4499
    @franklyme4499 11 місяців тому +1

    প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ ❤❤

  • @md12hossain60
    @md12hossain60 2 роки тому +6

    পুরোনো গান গুলি পুরোনো দিনের মতোই সুন্দর

    • @Sonabeej
      @Sonabeej  2 роки тому

      জি। ধন্যবাদ এ গানটি শোনার জন্য।

  • @mrsaww9281
    @mrsaww9281 8 місяців тому

    ah ki sundor somay silo koto bhalo gan mon suye gelo

  • @tajibahmed3641
    @tajibahmed3641 9 місяців тому

    অসাধারণ কথা, লেখা,সুর।
    অতিতের সেই সোনালী রঙিন দিন গুলা চোখের সামনে ভেসে ওঠে। 🥀🥀🦋
    বুকের ভিতরে মোচড় দিয়ে উঠে 💔💔

  • @mdnazmul1369
    @mdnazmul1369 7 місяців тому

    আল্লাহ সকল মুসলমানকে জান্নাত নসিব করুন

  • @prodipdas2941
    @prodipdas2941 6 місяців тому

    ❣️❣️😥😥 হারিয়ে গেলাম ছোট্ট বেলায়

  • @mhbabu69
    @mhbabu69 Рік тому +6

    বাহ্!চমৎকার সেই দিন গুলো ❤️

    • @Sonabeej
      @Sonabeej  Рік тому +1

      ধন্যবাদ গানটি শোনার জন্য। শুভেচ্ছা।