Mukto Malar Chati Mathay || Song for Good || Angshuman || মুক্তো মালার ছাতি মাথায়

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • যেসব গানে গানে আমাদের শৈশব রঙিন হয়েছে, আমাদের শিশুদের কণ্ঠে সেসব গান শুনতে কী যে আনন্দ লাগে! সেই কবে খালামনির সাথে সাথে গেয়ে উঠেছিলাম সেই বৃষ্টির গান, আনন্দের গান। 'এসো গান শিখি' অনুষ্ঠানের শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান যেন আমাদের সত্যিকারের খালামনিই ছিলেন। কত আদর করে আমাদের কণ্ঠে অমৃত তুলে দিয়েছিলেন। আহা! সেই অমৃতের টানে ইচ্ছে করে আবারও ছুটে যাই শৈশবে।
    অংশুমান সৌভাগ্যবান। সেসব গান গাইবার সুযোগ হয়েছে ওর। স্কুলে ওর সবচেয়ে পছন্দের বিষয় হলো সংগীত। আর সেই সংগীত ক্লাসে শিক্ষকের কাছে সে শিখছে শিশুদের মজার সব গান। তার মধ্যে একটি গান আজ আপনাদের সামনে পরিবেশন করছি। কালজয়ী এই গান গাইতে গিয়ে অংশুমানের হয়তো ভুল হতে পারে। তবু আশীর্বাদ করবেন এসব গান গাইতে গাইতে অংশুমানের মতো সকল শিশুদের শৈশব যেন রঙিন হয়ে ওঠে।
    গানঃ মুক্তো মালার ছাতি মাথায় বর্ষা এলো রে।
    কথাঃ জেবুন-নেছা-জামাল।
    সুরঃ জালাল আহমেদ।
    মূল শিল্পীঃ ফেরদৌসী রহমান।
    কাভারঃ প্রফুল্ল অংশুমান।
    সংগীতঃ আশীষ।
    পরিবেশনায়ঃ Song for Good
    এই গানটি খুব আদর করে অংশুমানকে শেখানোর জন্য তার স্কুলের সংগীত শিক্ষকের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
    Song for Good
    #Song_for_Good

КОМЕНТАРІ • 13