1 tai katha bolbo.... Atooo sundor kore ei katha ta anekei boltey pare na.... Comment ta pore rupam ishlam er sathey ei katha o mone dag ketey gelo chirotare.... 😍😍😍😍😍
ভারতের যত ব্যান্ড আছে তার মধ্যে ফসিলসকে অনেক ভালো লাগে এই গানটার জন্যে। বিশেষত লিরিকের ধাঁচ কলকাতাতে সবসময়েই অসাধারণ ছিলো। রুপম ইসলাম তার প্রাপ্য সম্মানটা পায়নি বলেই মনে হয়। তবে পরবর্তী প্রজন্মে তার গানগুলো যেন এভাবেই থাকে। অনেক মানুষ শুনবে এটা আশা করিনা। তবে কেউ না কেউ তো থাকবে, যে কিনা একঘেয়ে বিছানার অনুভূতিটা বুঝতে পারবে৷ আর মনে না রাখলে আমরাই শোকজটা জমা দিয়ে যাব
Rupam sonman peyechen thik e, kintu seta onek pore ebong seta uni peyechen as an individual. As a band hisebe Fossils er jotota exposure pawa uchit chilo seta hoyto hoyni. Kintu fossils ekta biplob ghotiechilo jar resh ekhono kateni, aar konodin n katbeon na. This is rock at its best
আমার জীবনের শ্রেষ্ঠ গান ❤️ রক্তে মিশে আছো তুমি দাদা ❤️ একটা দাবী রাখতে চাই... আজকে 25 Nov 2022 আজ থেকে 60/70 বছর পরে যখন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না..... তখন কেউ একটা এই কমেন্ট টা দেখে ভাববে যে সত্যি ই.. ছিলো একটা আগুন ব্র্যান্ড FOSSILS🔥, অদ্বিতীয়া, .
ও মৌ তুমি জানো না যে মাঝরাতে একঘেয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে জানি না কার কী যায় বা আসে তাতে তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই পস্তাতে জীবন চলছে না আর সোজাপথে দ্যাখো আজও হাসি কোনওমতে বেঁচে গেছি বলি হ'তে হ'তে হয়তো মরে গেলে হ'ত বেশি ভাল কেন এত সুখ ফেলে গেলো জীবনের সেরা স্মৃতিগুলো? স্মৃতি এসে রোজ দরজাতে কড়া নাড়ে, আর হাত পাতে আর ভেঙে পড়ে কান্নাতে উৎপাতে হয়ে দিশেহারা তার ভয়ে হই ঘরছাড়া দিই পলায়নে আশকারা, আমায় এই প্রাণ এইভাবে পলাতক হ'ল তবু যাবে কাঁহাতক বলো? শেষ হয়ে গেলো পেট্রোলও থামি সুনশান ফাঁকা বাইপাসে আর হৃদয়ের সার্কাসে স্মৃতি দেয় দুয়ো আর হাসে বলো ঘৃণা করবে কি প্রিয়তমা যদি চেয়ে নিতে বলি ক্ষমা বলি show cause-টা দিতে জমা? এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না অবসর নেওয়া যাচ্ছে না (আরে!!) ফুটেছে হাসনুহানা তাকাও... জীবন চলছে না আর সোজাপথে, দ্যাখো আজও হাসি কোনওমতে, বেঁচে গেছি বলি হ'তে হ'তে হয়তো মরে গেলে হ'ত বেশি ভাল, কেন এত সুখ ফেলে গেলো? জীবনের সেরা স্মৃতিগুলো এই প্রাণ এইভাবে পলাতক হ'ল তবু যাবে কাঁহাতক বলো? শেষ হয়ে গেলো পেট্রোলও থামি সুনশান ফাঁকা বাইপাসে আর হৃদয়ের সার্কাসে স্মৃতি দেয় দুয়ো আর হাসে
সে তার এক্স কে চার বছর পর ফিরে পেয়ে গেছে ...তাই আমি আজ পর হয়ে গেলাম । আজ ৩ মাস আবার কলেজ যাচ্ছি লাস্ট সেম এর মার্কশিট আনতে.... সেই একই ট্রেন কিন্তু শুধু পাশে শিট এ সে নাই ...সন্ধ্যা হয়ে গেছে ,দুই কানে হেডফোন আর তোমার গান ..বাইরে ছোট, বড় আলো গুলো উপভোগ করছি ।
@@dhirajdas87 ভাবতেই অবাক লাগে যাকে ছাড়া একটা মুহূর্ত,একটা দিন কল্পনা করতে পারতাম না তাকে ছাড়া 36 টা দিন কাটিয়ে দিলাম । সব সময় আমি তার পাশে থাকতাম সেটা খারাপ সময় হোক বা ভালো সময় । অথচ আমার খারাপ সময়ে সে নাই । সে চলে যাবার পর প্রথম তিন দিন যে কষ্ট সহ্য করেছি তা জীবন এ কখনো এতোটা কষ্ট কোনদিন পাইনি , সে কষ্ট মৃত্যু যন্তনার থেকেও কম নয় । একটা কথা আমি কোনদিন ভুলতে পারবো না আমার জন্মদিন আমাকে সময় না দিয়ে তার এক্স এর সাথে ঘুরতে যাওয়া ।
I am a big fan of rock music. This is so pure man, you can feel the song in your heart,this is so real man, As a Bangladeshi, rock music is our everything. Everyday i listen this song and warfaze, LRB, aurthohin. One day inshaallah i will come Kolkata just to see your show, love you Fossils.
এক মুহূর্তে কলেজের সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে। রূপম দা রক্তে আছো। তুমি হ্রিদ্মাঝারে প্রত্যেকটি কলেজ স্টুডেন্ট এর মধ্যে আছো। গেথে গেছ আমাদের হৃদস্পন্দনে।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গানটা শোনা হতো না প্রিয় স্মৃতি রেখে গেলাম! যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে আমার কমেন্টে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবারও শুনতে আসব
Today 17-06-2023, 5:20PM Just discovered this masterpiece from a close friend of mine… I will always miss you my dear friend. You’re my sweetest memory
Huge 'hidden' emotion on this song. I didnt know one single word of Bengali when I feel for this girl, she will remain my first love !! Unbelievable, this song , 'Halud Pakhi' and 'Neel rong' is such a raw for me, I dont think I will overcome those emotion.. Its been a decade old still feel same !!
জীবনে প্রথম প্রেমে ব্যর্থ। অনেক দিন পর আবার কারো প্রেমে পড়ি, তাকে বিয়ে করি। আজ সে পাশে শুয়ে। কিন্তু এই গানটি ভুলতে পারিনি। অনেক অনেক স্মৃতি জড়িয়ে সেইসব কালের।😊
Godlike composition. Bangla will always be proud of its rock child Rupam. We run after western rock/metal/shred etc, and no doubt they've set a benchmark in this niche, but Fossils has initially done its bit to reach that niche.... ill always be grateful to Rajarshi Mondal for introducing me to fossils during those bland engineering hostel nights :)
যাদের হৃদয় ভাঙে তারা জোড়ে সেই ভাঙ্গা হৃদয় টাকে, আর প্রতিজ্ঞা করে এই হৃদয় কাউকে দেবে না তারা, তবে তাদের অজান্তেই আবার হৃদয় দিয়ে ফেলে অজানা কাউকে তবে শেষে সেও আরো ভেঙে দিয়ে যায় । তখন ই আমাদের মতি আসে ভাঙ্গা হৃদয় কখনো জোড়া যায় না 🖤🖤
To the person who introduced me to this song and band☺thank you so much😌you didn't stay but this did and everytime i listen to this song it reminds me of you🙂miss you a lot🖤
ওহ মৌ, তুমি জানো না যে মাঝরাতে একঘেঁয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে। জানি না কার কী যায় বা আসে তাতে তাই গান গাই রাস্তাতে, আর ভুলে যাই পস্তাতে। জীবন চলছে না আর সোজাপথে দেখো আজও হাসি কোনমতে, বেঁচে গেছি বলি হতে হতে। হয়তো মরে গেলে হতো বেশি ভাল কেন এত সুখ ফেলে গেলো, জীবনের সেরা স্মৃতিগুলো। স্মৃতি এসে রোজ দরজাতে কড়া নাড়ে, আর হাত পাতে, আর ভেঙে পড়ে কান্নাতে। উৎপাতে হয়ে দিশেহারা তার ভয়ে হই ঘরছাড়া, দিই পলায়নে আশকারা, আমায়। এই প্রাণ, এইভাবে পলাতক হোলো তবু যাবে কাঁহাতক বলো? শেষ হয়ে গেলো পেট্রল-ও থামি সুনশান ফাঁকা বাইপাস-এ আর হৃদয়ের সার্কাস-এ, স্মৃতি দেয় দুয়ো আর হাসে .. বলো, ঘৃণা করবে কি প্রিয়তমা যদি চেয়ে নিতে বলি ক্ষমা, বলি সোকজ-টা দিতে জমা। এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না অবসর নেওয়া যাচ্ছে না, আরে, ফুটেছে হাসনুহানা, তাকাও .. জীবন চলছে না আর সোজাপথে দেখো আজও হাসি কোনওমতে বেঁচে গেছি বলি হতে হতে। হয়তো মরে গেলে হতো বেশি ভালো কেন এত সুখ ফেলে গেলো জীবনের সেরা স্মৃতিগুলো। এই প্রাণ, এইভাবে পলাতক হোলো তবু যাবে কাঁহাতক বলো ? শেষ হয়ে গেলো পেট্রল-ও থামি সুনশান ফাঁকা বাইপাস-এ আর হৃদয়ের সার্কাস-এ স্মৃতি দেয় দুয়ো আর হাসে।
প্রিয় কিছু হারিয়ে গেলে বোধহয় তাঁকে এই গানের মধ্যে দিয়ে খুঁজে পাওয়া যায় ।।।। তাইনা ? প্রত্যেকটা ফসিলস্ প্রেমী বোধহয় তাঁদের প্রিয় কেই খুঁজতে এখানে আসে ।। ভালো থাকুক সেসব মানুষগুলো যারা নিজেদের প্রিয় কে আজও ভোলেনি ।।। তারা রোজ একটু করে করে আজও তাঁদের জন্য একবার করে মরে যায় ।।।আর এই গানগুলো শুনে আবার বাঁচার জন্য উঠে দাঁড়ায় হয়তো ।। 😌😌🖤❤️💭💭
Ai gan tar sathe amar sob kichui Mile jai even amar bhalobashar manush tar nam o mou jokhon e take miss kori ai gan ta ase suni akta aladai santi pai🙂. I will listen to the song again whenever someone likes it. And I love you so much bby ❤️🥺
৫ বছরের প্রেমটা নিমেষের মধ্যে ভেঙে গেলো। বৃষ্টি ভেজা রাস্তা টায় একসাথে হাত ধরে চলার কথা ছিল। আজ সেই রাস্তা দিয়েই আমি হাঁটছি কিন্তু একা, বৃষ্টি হচ্ছে কিন্তু পাশে শুধু তোমার গান টাই আছে।
College Life er unmadona... Fossils... Rupam Islam manei Rock... ❤️❤️❤️❤️ Ei sob gaan sunle ekhon mone pore college life er din gulo... Boss tumie sera sera sera...
ফসিলস,চন্দ্রবিন্দু আর মহিনের ঘোরাগুলি কতকাতার এ ব্যান্ডগুলোকে আমরা আপন করে নিয়েছি...এপার বাংলা থেকে বলছি..!ভালোবাসা নিবেন ওপার বাংলার ব্যান্ড সংগীত শ্রোতারা❤️❤️❤️
Reverb.. Onek purono din mone pore jay, tar sathe ei ganer smriti.. Takhon shune khub ultra modern legechilo amar nijer dukkho gulor kache.. Kintu ekhon I do realize the futuristic aspect.. Keep it up RUPAM.. Waiting for such a factual execution.. May the ALMIGHTY bless us all to hear such realization..
Jibon ta khub e kothin... Biyer age prem holeo ta sohoje porinoti pai na. R onno dike biye hoye geleo ter por swamir kache bou er valolaga bhalobasa ta mullohin hoye pore ... Bou er r ak nam boring hoye jai ...😢😢
School life e jokhn shuntam gaan ta tokhn darun lagto..tune, tempo and rupam islam's voice eguloi enough chilo gaan ta ke barbar shonar jonne... Pore boyesher sathe sathe jotobar gaan ta shuneci , lyrics er meaning gulo aro beshi bujhte laglam and gaan ta aro priyo hote laglo each time
Chirokal er gaan eta.. Sei schl life theke sunchi.. aajo ichhe kore majhe majhe rat e eka thaki , gaan suni , purono katha mone kori r Gaan ta upobhog kori.. world er jekhanei thaki na keno..Rupam da tumi sotti osadharon.. ki kore baniyechile ei gaan gulo jani na..
Ai song ta 2003 e 1 st shunechilam. Aaj o sei favourite song hoye roilo. Tokhon thekei fossils k bhalobasa. Sab muhurteo ai song ta barbar shuntey chaibo.
sei koto bochor dhore ei gaan ta sunch. Rupam Da r theke erokom aro gaan asa kore achi jeta kaaljoyi hoye thakbe. srota hoye sunechi perform korechi eta tao same magic continue
Today is her birthday, This was her favorite song, we both used to sing it together. This song is so special for me. Now we are no longer together but I wish she is doing good. And wish her luck. Happy Birthday আবার দেখা হবে৷
জীবনের এখন যেই বয়সটা যাচ্ছে তাতে অনেক হতাশা, অবহেলা, বেকারত্বতে পরতে হচ্ছে 😔 কাউকেই যেন পাশে পাচ্ছি না তারপরও যেন এই গান শুনলে মনটা স্থীর হয়ে যায়❤️ আর বলে তকদীরে যা লেখা আছে সেইটাই হবে😍😍❤️❤️
ওহ মৌ তুমি জানো না যে মাঝরাতে একঘেয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে জানি না কার কী যায় বা আসে তাতে তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই পস্তাতে জীবন চলছে না আর সোজাপথে দ্যাখো আজও হাসি কোনওমতে বেঁচে গেছি বলি হ'তে হ'তে হয়তো মরে গেলে হ'ত বেশি ভাল কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো স্মৃতি এসে রোজ দরজাতে কড়া নাড়ে আর হাত পাতে আর ভেঙে পড়ে কান্নাতে উৎপাতে হয়ে দিশেহারা তার ভয়ে হই ঘরছাড়া দিই পলায়নে আশকারা আমায় এই প্রাণ এইভাবে পলাতক হ'ল তবু যাবে কাঁহাতক বলো শেষ হয়ে গেলো পেট্রোলও থামি সুনসান ফাঁকা বাইপাসে আর হৃদয়ের সার্কাসে স্মৃতি দেয় দুয়ো আর হাসে বলো ঘৃণা করবে কি প্রিয়তমা যদি চেয়ে নিতে বলি ক্ষমা বলি শো-কজটা দিতে জমা এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না অবসর নেওয়া যাচ্ছে না আরে! ফুটেছে হাসনুহানা তাকাও জীবন চলছে না আর সোজাপথে দ্যাখো আজও হাসি কোনওমতে বেঁচে গেছি বলি হ'তে হ'তে হয়তো মরে গেলে হ'ত বেশি ভাল কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো এই প্রাণ এইভাবে পলাতক হ'ল তবু যাবে কাঁহাতক বলো শেষ হয়ে গেলো পেট্রোলও থামি সুনসান ফাঁকা বাইপাসে আর হৃদয়ের সার্কাসে স্মৃতি দেয় দুয়ো আর হাসে
Eminence meet up 2021 a gaan ta Abhishek Sir er gola thekei..prothom sona......ekhn bujlam Sir koto perfect geyechilo...... Legend 💕....gaan to sotti speechless..puro chuye gelo..Rupam Islam Sir you beauty.😍
Tanki fanki listening to this song now right sitting on the roof..u sang this song beautifully cz u remember the lyrics, lines.. love this song very much..i know u too r listening this song..close ur eyes nd see the gap between my teeths nd I'm singing for u🥰
বলো, ঘৃণা করবে কি প্রিয়তমা যদি চেয়ে নিতে বলি ক্ষমা, বলি সোকজ-টা দিতে জমা। এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না অবসর নেওয়া যাচ্ছে না।। আরে, ফুটেছে হাসনুহানা তাকাও।।। কলেজের স্মৃতি গুলো তরতাজা হয়ে গেলো ❤️❤️
যে রূপম বোঝে 😌
তাকে প্রেম বোঝাতে এসো না ❤️🍁
ভালোবাসার মানুষটি ছেড়ে চলে গেলে💔
এই গানগুলো তো বাঁচার আশা জোগায় 😊🌻
ঠিক ❤
একদম ঠিক
এক কথায় যে রূপম বোঝে তাকে আবেগ বোঝাতে এসো না
1 tai katha bolbo.... Atooo sundor kore ei katha ta anekei boltey pare na.... Comment ta pore rupam ishlam er sathey ei katha o mone dag ketey gelo chirotare.... 😍😍😍😍😍
একদম ঠিক ।। জয় রক ।।
ভারতের যত ব্যান্ড আছে তার মধ্যে ফসিলসকে অনেক ভালো লাগে এই গানটার জন্যে। বিশেষত লিরিকের ধাঁচ কলকাতাতে সবসময়েই অসাধারণ ছিলো। রুপম ইসলাম তার প্রাপ্য সম্মানটা পায়নি বলেই মনে হয়। তবে পরবর্তী প্রজন্মে তার গানগুলো যেন এভাবেই থাকে। অনেক মানুষ শুনবে এটা আশা করিনা। তবে কেউ না কেউ তো থাকবে, যে কিনা একঘেয়ে বিছানার অনুভূতিটা বুঝতে পারবে৷ আর মনে না রাখলে আমরাই শোকজটা জমা দিয়ে যাব
Rupam sonman peyechen thik e, kintu seta onek pore ebong seta uni peyechen as an individual. As a band hisebe Fossils er jotota exposure pawa uchit chilo seta hoyto hoyni. Kintu fossils ekta biplob ghotiechilo jar resh ekhono kateni, aar konodin n katbeon na. This is rock at its best
Seto dada
তার জন্য আজও এই গান আমার কাছে চির নতুন কারণ সে আজ আমার থেকে পৃথিবীর
😊
Fcsff*!2😊
2007 কোলকাতা হোস্টেল, সেই প্রথম পরিচয় ফসিলস এর সাথে। কত স্মৃতি আজ ফ্যাকাসে তবুও কখনো স্পষ্ট। 😊😊
বিশেষকরে হাসনুহানাটা যেনো রক্তের মধ্যে মিশে গেছে
আমার জীবনের শ্রেষ্ঠ গান ❤️
রক্তে মিশে আছো তুমি দাদা ❤️
একটা দাবী রাখতে চাই...
আজকে 25 Nov 2022
আজ থেকে 60/70 বছর পরে যখন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না..... তখন কেউ একটা এই কমেন্ট টা দেখে ভাববে যে সত্যি ই.. ছিলো একটা আগুন ব্র্যান্ড FOSSILS🔥, অদ্বিতীয়া,
.
1. ওটা কে ব্যান্ড বলে ব্র্যান্ড নয়
2. ওটা অদ্বিতীয় হবে, অদ্বিতীয়া নয়
@@gigachad1939Rupam da k brand bolle khub akta bhul hoy na🙂
@@poushali69 nishchoi tomar sathe ekmot but, ekhane fossils er kotha hochhe
ও মৌ
তুমি জানো না যে মাঝরাতে
একঘেয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে
জানি না কার কী যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে
আর ভুলে যাই পস্তাতে
জীবন চলছে না আর সোজাপথে
দ্যাখো আজও হাসি কোনওমতে
বেঁচে গেছি বলি হ'তে হ'তে
হয়তো মরে গেলে হ'ত বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেলো
জীবনের সেরা স্মৃতিগুলো?
স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে, আর হাত পাতে
আর ভেঙে পড়ে কান্নাতে
উৎপাতে হয়ে দিশেহারা
তার ভয়ে হই ঘরছাড়া
দিই পলায়নে আশকারা, আমায়
এই প্রাণ এইভাবে পলাতক হ'ল
তবু যাবে কাঁহাতক বলো?
শেষ হয়ে গেলো পেট্রোলও
থামি সুনশান ফাঁকা বাইপাসে
আর হৃদয়ের সার্কাসে
স্মৃতি দেয় দুয়ো আর হাসে
বলো ঘৃণা করবে কি প্রিয়তমা
যদি চেয়ে নিতে বলি ক্ষমা
বলি show cause-টা দিতে জমা?
এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না
(আরে!!) ফুটেছে হাসনুহানা
তাকাও...
জীবন চলছে না আর
সোজাপথে,
দ্যাখো আজও হাসি
কোনওমতে,
বেঁচে গেছি বলি হ'তে হ'তে
হয়তো মরে গেলে হ'ত বেশি
ভাল,
কেন এত সুখ ফেলে গেলো?
জীবনের সেরা
স্মৃতিগুলো
এই প্রাণ এইভাবে পলাতক
হ'ল
তবু যাবে কাঁহাতক বলো?
শেষ হয়ে গেলো পেট্রোলও
থামি সুনশান ফাঁকা
বাইপাসে
আর হৃদয়ের সার্কাসে
স্মৃতি দেয় দুয়ো আর
হাসে
Nice
কথা টা মৌ না ও মন ....প্রথমেই ভুল ... !!!!!! সত্যি বিস্বক্ত মানুষ .....!!!!!
কথা টা মৌ ইইইই।রুপমের প্রাক্তন প্রেমিকা এর নাম সম্ভবত মৌ!
Thanks....plz translate....it in English
@@safdarshadab3177 learn bangla
বেশি কিছু না, মানসিক শান্তি কে ছুঁয়ে দেখার জন্য এরকম কয়েকটি গান ই যথেষ্ট । 😌❤️ খুব পছন্দের 🤘
Akdom 🙃
এক দম টিক ❤
ফিল করলাম।
সে তার এক্স কে চার বছর পর ফিরে পেয়ে গেছে ...তাই আমি আজ পর হয়ে গেলাম । আজ ৩ মাস আবার কলেজ যাচ্ছি লাস্ট সেম এর মার্কশিট আনতে.... সেই একই ট্রেন কিন্তু শুধু পাশে শিট এ সে নাই ...সন্ধ্যা হয়ে গেছে ,দুই কানে হেডফোন আর তোমার গান ..বাইরে ছোট, বড় আলো গুলো উপভোগ করছি ।
.kau pasa na thakuk sobsomoy fossils acha .....joy bangla joy rock.
Damn 😢 ❤
Bis ka lo
Mon chuya galo coment ta
@@dhirajdas87 ভাবতেই অবাক লাগে যাকে ছাড়া একটা মুহূর্ত,একটা দিন কল্পনা করতে পারতাম না তাকে ছাড়া 36 টা দিন কাটিয়ে দিলাম । সব সময় আমি তার পাশে থাকতাম সেটা খারাপ সময় হোক বা ভালো সময় । অথচ আমার খারাপ সময়ে সে নাই । সে চলে যাবার পর প্রথম তিন দিন যে কষ্ট সহ্য করেছি তা জীবন এ কখনো এতোটা কষ্ট কোনদিন পাইনি , সে কষ্ট মৃত্যু যন্তনার থেকেও কম নয় । একটা কথা আমি কোনদিন ভুলতে পারবো না আমার জন্মদিন আমাকে সময় না দিয়ে তার এক্স এর সাথে ঘুরতে যাওয়া ।
ব্যাস ব্যাস..
যথেষ্ট মানসিক শান্তি পেলাম.
ধন্যবাদ রুপম দা..😌
ফাঁকা বাইপাস, গাড়ির স্পীড ৭০-৮০, অঝরে বৃষ্টি আর hasnuhana। ❤️
৬০ e চালাও কাকা।
💙💙
Kilometres naki Mile a?
kintu bike a gan chalabo ki kore
Kokhn 170 uthe jabe dhorte parbe na
Egulo pure nostalgia... Kono neshai Fossils er moto noy.... Rupam Islam is an emotion .... Love means Hasnuhana❤❤❤
এমনই একটা গান যা প্রত্যেকের কলেজ জীবনে জড়িয়ে আছে।
Are pagla
একদম .....
ami class 5-6 e sunechilam, sune ekdom bhalo laageni :-D
Ami college e jai ni ekhono... Sadge
Tobe hoito amar college life tar batikrom.
I am a big fan of rock music. This is so pure man, you can feel the song in your heart,this is so real man,
As a Bangladeshi, rock music is our everything. Everyday i listen this song and warfaze, LRB, aurthohin.
One day inshaallah i will come Kolkata just to see your show, love you Fossils.
Jay Bangla 🙏
স্মৃতিগুলো স্মৃতি এসে রোজ দরজাতে//কড়া নাড়ে আর হাত পাতে//আর ভেঙে পড়ে কান্নাতে .........
🙂
😢😢😢
🖤💯
যখন দাঁত সব পড়ে যাবে, মাথার সব কটা চুল পেকে যাবে,সব স্মৃতি ধোয়াঁটে হয়ে যাবে,তখনও এই কথা এই সুর একইভাবে নাড়া দিয়ে যাবে পূর্বজন্মের স্মৃতির মত।
এক মুহূর্তে কলেজের সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে। রূপম দা রক্তে আছো। তুমি হ্রিদ্মাঝারে প্রত্যেকটি কলেজ স্টুডেন্ট এর মধ্যে আছো। গেথে গেছ আমাদের হৃদস্পন্দনে।
আমি একজন বাংলাদেশি, ২০২৪ এসেও 2:11 সময়ে গানটা শুনেগেলাম। আর একটা কথা বলে গেলাম আমাদের পরের জেনারেশন যাথে গান গুলো থেকে কিছু শিখতে পারে। ❤❤
Rupam Islam is a wonder in the Bengali community. Hat's off to him for writing such a marvel .
এইসব গান গুলো বারবার প্রমান করে দেয় বাংলা ব্যান্ডের জগৎটা কতটা বড় 🙏🙏
ফসিলস্❤️❤️❤️
ভালোবাসার আর এক নাম fossils ♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥
Right
you're R8
😥😥
Right ❤️
বাস্তব ®📧🅰🕒
ফিরে গেলাম সেই স্কুল বেলায় সেই বন্ধুদের সঙ্গে সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানো আর মাঠের এক কোণে বসে এই গান চালানো ❤❤
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গানটা শোনা হতো না প্রিয় স্মৃতি রেখে গেলাম! যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে আমার কমেন্টে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবারও শুনতে আসব
🗿
এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না,
আরে, ফুটেছে হাসনুহানা 🌼
এখনোও পারলাম না আধুনিক হতে 😢😢। মনখারাপ হলে সেই পুরনো রূপমেই ভরসা।।।
২০২৪ সালে এসেও মন পড়ে আছে সেই পুরনো দিনেই 😢😢😢😢😢😢
dorkar ki adhunik hoe.amader jonno to rupam da achei 😌
শুধু আপনারা আছেন তা কিন্তু না
আমিও আছি আপনাদের মতো
Today 17-06-2023, 5:20PM
Just discovered this masterpiece from a close friend of mine…
I will always miss you my dear friend. You’re my sweetest memory
Sweet ❤
Just discovered this band thanks to a friend of mine. This is one of my favorite songs from Fossils! Love from Canada
Watch the translation, man!!!! These are the words of emotion
You from Canada mate.... I suppose you don't understand the lyrics ye ? But if you can translate it , it's too good.... Hahahahah
আহ! এ যেনো আমার মনের কান্না গুলো হাসনুহানা'র লিরিক্স এর সাথে ১০৯° বৃষ্টি হয়ে ঝরে গেলো!...অসাধারণ
১০৯ ⁰ না হয়ে ১০৯ cm হতো !
Huge 'hidden' emotion on this song. I didnt know one single word of Bengali when I feel for this girl, she will remain my first love !! Unbelievable, this song , 'Halud Pakhi' and 'Neel rong' is such a raw for me, I dont think I will overcome those emotion.. Its been a decade old still feel same !!
জীবনে প্রথম প্রেমে ব্যর্থ। অনেক দিন পর আবার কারো প্রেমে পড়ি, তাকে বিয়ে করি। আজ সে পাশে শুয়ে। কিন্তু এই গানটি ভুলতে পারিনি। অনেক অনেক স্মৃতি জড়িয়ে সেইসব কালের।😊
Godlike composition. Bangla will always be proud of its rock child Rupam. We run after western rock/metal/shred etc, and no doubt they've set a benchmark in this niche, but Fossils has initially done its bit to reach that niche.... ill always be grateful to Rajarshi Mondal for introducing me to fossils during those bland engineering hostel nights :)
Godlike or wot 💛💛
@@The_Bangali_Explore jonny bolta 💛
Grateful to the person who introduced me to Rupam Islam. He is a memory tho, a sweet memory:)
Rupam please bring back these masterpieces.
🔥🔥
জীবন চলছে নাহ আর সোজা পথে,
দেখো আজও হাসি কোনো মত 🙂
Joy Rock ✨🖤🔥💖
কিছু ক্ষত বিক্ষত নিয়ে সবটাই জুড়ে আছে Fossilis 🎼🖤🔥🔥🔥🔥🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻
আমার মধ্যে অনেক পুরনো কথা জমা আছে । কারণ আমি জীবাশ্ম (fossils)
কে কে 2024 এসে শুনছে এই গান টা
Ami dada❤
Jara bc tara
Ami ❤❤, 2044 teo shunbo
Ami😊
Listening
যাদের হৃদয় ভাঙে তারা জোড়ে সেই ভাঙ্গা হৃদয় টাকে, আর প্রতিজ্ঞা করে এই হৃদয় কাউকে দেবে না তারা, তবে তাদের অজান্তেই আবার হৃদয় দিয়ে ফেলে অজানা কাউকে তবে শেষে সেও আরো ভেঙে দিয়ে যায় । তখন ই আমাদের মতি আসে ভাঙ্গা হৃদয় কখনো জোড়া যায় না 🖤🖤
অসম্ভব সুন্দর লিরিক,,, পূর্ন সাহিত্যিক মর্যাদার দাবিদার এই গান।।।একেবারে অদ্বিতীয়।।। ❤️
To the person who introduced me to this song and band☺thank you so much😌you didn't stay but this did and everytime i listen to this song it reminds me of you🙂miss you a lot🖤
hmm khub sundar haa
❤❤❤
রাত বাড়ছে, কি নিরাময় শুশ্রূষা দিচ্ছে এই গান আমার পুরো ভিতরটা কে।
ওহ মৌ,
তুমি জানো না যে মাঝরাতে
একঘেঁয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে।
জানি না কার কী যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে,
আর ভুলে যাই পস্তাতে।
জীবন চলছে না আর সোজাপথে
দেখো আজও হাসি কোনমতে,
বেঁচে গেছি বলি হতে হতে।
হয়তো মরে গেলে হতো বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেলো,
জীবনের সেরা স্মৃতিগুলো।
স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে, আর হাত পাতে,
আর ভেঙে পড়ে কান্নাতে।
উৎপাতে হয়ে দিশেহারা
তার ভয়ে হই ঘরছাড়া,
দিই পলায়নে আশকারা, আমায়।
এই প্রাণ, এইভাবে পলাতক হোলো
তবু যাবে কাঁহাতক বলো?
শেষ হয়ে গেলো পেট্রল-ও
থামি সুনশান ফাঁকা বাইপাস-এ
আর হৃদয়ের সার্কাস-এ,
স্মৃতি দেয় দুয়ো আর হাসে ..
বলো, ঘৃণা করবে কি প্রিয়তমা
যদি চেয়ে নিতে বলি ক্ষমা,
বলি সোকজ-টা দিতে জমা।
এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না,
আরে, ফুটেছে হাসনুহানা,
তাকাও ..
জীবন চলছে না আর সোজাপথে
দেখো আজও হাসি কোনওমতে
বেঁচে গেছি বলি হতে হতে।
হয়তো মরে গেলে হতো বেশি ভালো
কেন এত সুখ ফেলে গেলো
জীবনের সেরা স্মৃতিগুলো।
এই প্রাণ, এইভাবে পলাতক হোলো
তবু যাবে কাঁহাতক বলো ?
শেষ হয়ে গেলো পেট্রল-ও
থামি সুনশান ফাঁকা বাইপাস-এ
আর হৃদয়ের সার্কাস-এ
স্মৃতি দেয় দুয়ো আর হাসে।
Lee ee enna reason e enna panra da man and woman to😊 e e enna panra e r e
প্রিয় কিছু হারিয়ে গেলে বোধহয় তাঁকে এই গানের মধ্যে দিয়ে খুঁজে পাওয়া যায় ।।।। তাইনা ? প্রত্যেকটা ফসিলস্ প্রেমী বোধহয় তাঁদের প্রিয় কেই খুঁজতে এখানে আসে ।। ভালো থাকুক সেসব মানুষগুলো যারা নিজেদের প্রিয় কে আজও ভোলেনি ।।। তারা রোজ একটু করে করে আজও তাঁদের জন্য একবার করে মরে যায় ।।।আর এই গানগুলো শুনে আবার বাঁচার জন্য উঠে দাঁড়ায় হয়তো ।। 😌😌🖤❤️💭💭
Fossils chilam achi thakbo joy rock❤ 0:45
Ai gan tar sathe amar sob kichui Mile jai even amar bhalobashar manush tar nam o mou jokhon e take miss kori ai gan ta ase suni akta aladai santi pai🙂. I will listen to the song again whenever someone likes it. And I love you so much bby ❤️🥺
❤️❤️❤️
First found during heartbreak. Instant love with Fossils. Love from Assam
2010 sei college e first year sob mone pore jai gaan ta sunlei. Rupam da aro ei dhoroner gaan chai.
৫ বছরের প্রেমটা নিমেষের মধ্যে ভেঙে গেলো। বৃষ্টি ভেজা রাস্তা টায় একসাথে হাত ধরে চলার কথা ছিল। আজ সেই রাস্তা দিয়েই আমি হাঁটছি কিন্তু একা, বৃষ্টি হচ্ছে কিন্তু পাশে শুধু তোমার গান টাই আছে।
glad that we grew up hearing this gem!
College Life er unmadona... Fossils... Rupam Islam manei Rock... ❤️❤️❤️❤️
Ei sob gaan sunle ekhon mone pore college life er din gulo...
Boss tumie sera sera sera...
Love from Delhi. ❤️ I miss my Kolkata and my peoples❤️
ফসিলস,চন্দ্রবিন্দু আর মহিনের ঘোরাগুলি কতকাতার এ ব্যান্ডগুলোকে আমরা আপন করে নিয়েছি...এপার বাংলা থেকে বলছি..!ভালোবাসা নিবেন ওপার বাংলার ব্যান্ড সংগীত শ্রোতারা❤️❤️❤️
Ki Darun Lyrics likhe go...Rupam one of the best Singers from Bengal...Rare Talent.
Reverb.. Onek purono din mone pore jay, tar sathe ei ganer smriti.. Takhon shune khub ultra modern legechilo amar nijer dukkho gulor kache.. Kintu ekhon I do realize the futuristic aspect.. Keep it up RUPAM.. Waiting for such a factual execution.. May the ALMIGHTY bless us all to hear such realization..
কোলকাতা'র কোন গানের কথার ভাবলেই এই গানটার কথা সবার আগে মনে পড়ে, অনেক ভালোবাসা রুপম এর জন্য, বাংলাদেশ থেকে।
Amio bangla desh i
তুমি নেই এই পৃথিবীতে তবু এই গানটি সেই দিন গুলোর কথা মনে করিয়ে দেয়. প্রথম কোনো কিছু সত্যি ভোলা যায় না. এটা চির সত্য কথা.
কি হয়েছিলো
সে কি ???
🙄🙄🙄
কোথায় গেল ????.
Comment rekhe gelam future generation er jonno (Rupam daa)🔥🔥🔥,Jara jara Rupam dar fan a6o tarai sudhu like koro .
The lyrics is too much to ask for..nostalgic every time i play this🤘🤘🤘
জয় রক। দাদা পুরো ফাটিয়ে দিয়েছো। নতুন বছরে আরো নতুন গান আশা করলাম তোমার কাছ থেকে।
কেন হয় না আর এরকম গান?
যেখানে বাদশা, হানি র ভাললাগা শেষ হয় সেখান থেকে ফসিলস শুরু করে ❤️❤️
1:40⏳️""যখন কেউ সাথ দেয় না তখন Fossils সাথ দেয় ""❤️💔❤️
i agree
Sottie tai
Jibon ta khub e kothin... Biyer age prem holeo ta sohoje porinoti pai na. R onno dike biye hoye geleo ter por swamir kache bou er valolaga bhalobasa ta mullohin hoye pore ... Bou er r ak nam boring hoye jai ...😢😢
Ak dom 🤟 🖤🫶🙏
একদম সত্যি কথা 😊
School life e jokhn shuntam gaan ta tokhn darun lagto..tune, tempo and rupam islam's voice eguloi enough chilo gaan ta ke barbar shonar jonne...
Pore boyesher sathe sathe jotobar gaan ta shuneci , lyrics er meaning gulo aro beshi bujhte laglam and gaan ta aro priyo hote laglo each time
যখন প্রিয় মানুষ বিস্বাসঘাতকতা করে তখন রূপম ইসলাম এর গান শান্তি দেয় মনে। 😔♥️
Very nice 👍 song. So beautiful & too heart 💞❤️💕💓 touching creation forever. Thank you so much Rupam Dada. God 🙏 bless you dear.
2021 a k k gan ta suncho.. ???
Me 🙂❤
Me
আমিও
Achhi boss
Amio
ভালোবাসার সর্বোচ্চ level হলো Rupam da 💙
জানিনা কেন মণ খারাপ থাকলে fossils এর গান শুনতে ভালো লাগে 🤗🤗
Sotti, mone ekta alada jor paoa jai
Moner kotha bolechen
Mon ta onk relief hoi
মন খারাপ থাকুক বা না থাকুক, ফসিলস্ সবসময় শোনামাত্রই দারুণ লাগে
মনে আনন্দ থাকলেও আমি এই গান শুনি
Chirokal er gaan eta.. Sei schl life theke sunchi.. aajo ichhe kore majhe majhe rat e eka thaki , gaan suni , purono katha mone kori r Gaan ta upobhog kori.. world er jekhanei thaki na keno..Rupam da tumi sotti osadharon.. ki kore baniyechile ei gaan gulo jani na..
Fossils mane Aladai..uffff....mood puro change hoa jaiiii..🖤🖤😌😌.
বাঙালির রক্তে যেমন ভাবে মোহন-ইস্ট
ঠিক তেমনি বাঙালির রক্তে ফসিলস আর রূপম দা...❤️
Ei gaan feel korte gele aage erokom experience thakte hbe..I love it❤
Love from an Assamese Rock lover. Fossils Fan. Anger Passion heartbreak all in one songs!
অদ্ভুত রহস্যময় এক নেশা আছে গানটায় 😊😊
Ai song ta 2003 e 1 st shunechilam. Aaj o sei favourite song hoye roilo. Tokhon thekei fossils k bhalobasa. Sab muhurteo ai song ta barbar shuntey chaibo.
Mon kharap er rate akmatro songi Fossils.❤
Ek mot
❤️
sei koto bochor dhore ei gaan ta sunch.
Rupam Da r theke erokom aro gaan asa kore achi jeta kaaljoyi hoye thakbe.
srota hoye sunechi perform korechi eta tao same magic continue
অদ্ভুত এক শান্তি।এক নিমেষে সব কষ্ট উধাও।জীবন চলছে সোজাপথে এই গান শোনার পর❤️❤️❤️
Today is her birthday, This was her favorite song, we both used to sing it together. This song is so special for me. Now we are no longer together but I wish she is doing good. And wish her luck.
Happy Birthday
আবার দেখা হবে৷
😢😢😢 Stay Strong brother
দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়। তবু এই গান অমলিন। আজ থেকে বহু যুগ পর ও থাকবে।আজ থেকে একশো বছর পরও এই গান অমলিন থাকবে
জীবনের এখন যেই বয়সটা যাচ্ছে তাতে অনেক হতাশা, অবহেলা, বেকারত্বতে পরতে হচ্ছে 😔 কাউকেই যেন পাশে পাচ্ছি না তারপরও যেন এই গান শুনলে মনটা স্থীর হয়ে যায়❤️ আর বলে তকদীরে যা লেখা আছে সেইটাই হবে😍😍❤️❤️
Unfortunately today's generation never understand the value of this song 😢
ওহ মৌ
তুমি জানো না যে মাঝরাতে
একঘেয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে
জানি না
কার কী যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে
আর ভুলে যাই পস্তাতে
জীবন
চলছে না আর সোজাপথে
দ্যাখো আজও হাসি কোনওমতে
বেঁচে গেছি বলি হ'তে হ'তে
হয়তো
মরে গেলে হ'ত বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেল
জীবনের সেরা স্মৃতিগুলো
স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে আর হাত পাতে
আর ভেঙে পড়ে কান্নাতে
উৎপাতে হয়ে দিশেহারা
তার ভয়ে হই ঘরছাড়া
দিই পলায়নে আশকারা
আমায়
এই প্রাণ
এইভাবে পলাতক হ'ল
তবু যাবে কাঁহাতক বলো
শেষ হয়ে গেলো পেট্রোলও
থামি
সুনসান ফাঁকা বাইপাসে
আর হৃদয়ের সার্কাসে
স্মৃতি দেয় দুয়ো আর হাসে
বলো
ঘৃণা করবে কি প্রিয়তমা
যদি চেয়ে নিতে বলি ক্ষমা
বলি শো-কজটা দিতে জমা
এ হৃদয়
দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না
আরে! ফুটেছে হাসনুহানা
তাকাও
জীবন
চলছে না আর সোজাপথে
দ্যাখো আজও হাসি কোনওমতে
বেঁচে গেছি বলি হ'তে হ'তে
হয়তো
মরে গেলে হ'ত বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেল
জীবনের সেরা স্মৃতিগুলো
এই প্রাণ
এইভাবে পলাতক হ'ল
তবু যাবে কাঁহাতক বলো
শেষ হয়ে গেলো পেট্রোলও
থামি
সুনসান ফাঁকা বাইপাসে
আর হৃদয়ের সার্কাসে
স্মৃতি দেয় দুয়ো আর হাসে
❤
Ay bristi veja monsoon r sathe rupam ohhh just so nostalgic.. Purono din gulo r kkno firee asbe na😢😢😢😢😢
জীবন জীবাশ্ম মুছে গিয়ে
বেঁচে থাকুক ভালোবাসার ফসিলস্ 🖤❤️
Gan ta sathe onek kichu joriye ache.... Like deo notification ঢুকলে আবার আসব sunte
Rupam Islam এর গান কে বোঝার জন্য অন্তত একবার হলেও মন ভাঙা খুব জরুরী ❤️
😊💔
Correct yrrrrr❤️❤️❤️
Kno mon na vangle mormo bojha jai na
Eminence meet up 2021 a gaan ta Abhishek Sir er gola thekei..prothom sona......ekhn bujlam Sir koto perfect geyechilo...... Legend 💕....gaan to sotti speechless..puro chuye gelo..Rupam Islam Sir you beauty.😍
2024 কে কে গানটা শুনছো
Literally me bro
In December......$
In December......$
সত্যি যখন সব কিছুই অতীত তখন এই গান গুলই বতর্মানে বাঁচতে শেখায়… আর স্কুল কলেজ এর বন্ধু প্রেম ভালোবাসা যেন সব গল্পের কাহিনী হয়েগেছে…😢😢 FOSSILS ❤❤
যখন জীবন চলার সব রসদ ফুরিয়ে যায় তখন শুধু এই গান আরেকবার শোনার জন্য হলেও বেচে থাকতে ইচ্ছে হয়।
Tanki fanki listening to this song now right sitting on the roof..u sang this song beautifully cz u remember the lyrics, lines.. love this song very much..i know u too r listening this song..close ur eyes nd see the gap between my teeths nd I'm singing for u🥰
There are some deeply hidden memories involved in this song.
Dekhte dekhte 31e paa dilam Rupum dar kichu kichu gan a6he jeta kono din o old hobe na tar moddhe ai ekta gan...offfff puru aladai🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Rupom come back....
The time is perfect...
Bengal needs you
বলো, ঘৃণা করবে কি প্রিয়তমা
যদি চেয়ে নিতে বলি ক্ষমা,
বলি সোকজ-টা দিতে জমা।
এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না।।
আরে, ফুটেছে হাসনুহানা
তাকাও।।।
কলেজের স্মৃতি গুলো তরতাজা হয়ে গেলো ❤️❤️
সত্যি বলতে এই গানের প্রত্যেকটি কথা মনের গভীরের গুপ্ত অনুভূতিগুলোকে আবার জাগিয়ে তোলে।
রাত ১:৫৫
২৯ মে ২০২২
ঢাকা বাংলাদেশ
Oooo
যখন জীবনে কিছুই ভালো নেই তখন এই গান গুলো শুনি❤
Rupam da tmr ai gaan k konodin vulte perbo na..
Ai gaan ta heart k chuya gache already ..r tumi o amr heart ar moddhe mise gacho.
Rupam Islam, সেই কলেজ লাইফ থেকে এই নামটা বুকে খোদাই করা। আর তাই আজ ১৫ বছর পরেও বুকটা চিনচিন করে।
তোমার 💓 এর কোনো অসুবিধা আছে বেকার দাদার নামে দোষ দিয়ো না।😂
Doctor dekhan . . . stroke er lokkhon . . .
khub valo bolle tumi
@@RobertChelios হাহাহা
Bro 15 years
নিয়ম করে ওরা যখন ছেড়ে যায়, রূপম তখন ভরসার হাত বাড়িয়ে দেয়❤️
এই মানুষটির জন্য আজও মৃত মানুষ গুলো পুনর্জন্ম লাভ করছে ❤✨
Uff.. Ki daarun voice, music, lyrics... Erokom bangla band er gan r hy to bangla band e pawa jbe na..