🔥🔥 ৪ বৌয়ের অগ্নিপরীক্ষা 🔥🔥

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 792

  • @zahidvlogs6903
    @zahidvlogs6903 Рік тому +95

    ছাদিয়া ভাবিকে এখানে আমার সবচাইতে বেশি এক্সপার্ট মনে হয়েছে, 💐💐,বিভিন্ন জনের বিভিন্ন রকম মত থাকতেই পারে কিন্তু আমারটা আমি জানালাম।

  • @Ashik_Rahman23
    @Ashik_Rahman23 Рік тому +46

    একটি গান তিন থেকে চারবার শুনলে একঘেয়ে লাগে, কিন্তু পবিত্র আজান যতই শুনি ততই ভালো লাগে।❤❤❤❤❤❤❤

  • @mohammadja3126
    @mohammadja3126 Рік тому +33

    আগামীতে এই রকম প্রতিযোগীতায় শিশির ভাই, কাম্মি আপু অংশগ্রহন না করলে ভালো হবে।

  • @shamimaakter6705
    @shamimaakter6705 Рік тому +67

    প্রতিযোগিতার উপকরণ একই দেয়া উচিত ছিল। কারণ যে মোটামুটি রান্না জানে সেও গরুর মাংস রান্না করলে মজা হবে।তারপর এখানে তো পুরো রেসিপি দিয়েছেন শিশির ভাইয়ের মা যেখানে বাকিরা নিজে নিজে করেছে। আজকের ভিডিও দেখে যেকোনো মানুষই বুঝতে পারবেন যে অনেক কিছুই অনেকে আগে থেকে জেনেই বলেছে। আর বিচারকের বিচারের ব্যাপারটা গত দুইদিন ধরেই দেখে বোঝা যাচ্ছে যে এখানে নিরপেক্ষ বিচার হচ্ছে না।আমার মতে আনন্দ করার জন্য এরকম আয়োজন করাই যেতে পারে। কিন্তু প্রতিযোগীতার নামে এরকম প্রহসন না করাই ভালো। কারণ এটা যেমন আমাদের চোখে পড়ছে তেমনি যারা অংশগ্রহণ করেছে তাদের কাছেও কিন্তু খারাপ লাগে হয়ত ভদ্রতার খাতিরে কেউ বলে বা বলে না।এটা ছাড়া ভিডিওর বাকি সবকিছুই ভালো লেগেছে।নতুন বৌ এর রেসিপিটা ভালো হয়েছে। দানসদকার ব্যাপারটা কখনোই লোকজন জানানো বা দেখনোর বিষয় না।যাইহোক আমি আমার মতামত বলেছি।আশাকরি ভবিষ্যতে এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন।বিষয়গুলো নেগেটিভভাবে নিবেন না।

    • @nazifa7557
      @nazifa7557 Рік тому +12

      একদম ঠিক।
      মজা করে আয়োজন কর, এগুলা ঠিক আছে।
      কিন্তু পক্ষপাতিত্ত করে নিজেদের বেস্ট করেন এগুলা ঠিক না।

    • @ritazaman5283
      @ritazaman5283 Рік тому

      লিপিস্টিক, টিপ পড়ানো প্রতিযোগিতায় সাদিয়া সজীব সবার থেকে ভালো করেছিল সেটা সবাই বলবে কিন্তু ফলাফল কাম্মি প্রথম।
      আজ ২/৩ বছর ধরে চ্যানেলে যত প্রতিযোগিতা দেখেছি সব গুলাতে হয় কাম্মি না হয় উনার শাশুড়ী ই বিজয়ী।একমাত্র হেনা টা ভাগ্যিস সেইভাবে কেউ লাগাতে পারে না দেখে শোভা ক্র বিজয়ী করে।
      তবে রান্না বান্না বিষয়ক সব প্রতিযোগিতায় কাম্মি আর উনার শাশুড়ী ছাড়া আর কাউকেই কখনোই বিজয়ী এরা করে না।

    • @nurjan8214
      @nurjan8214 Рік тому +5

      ১০০'/, রাইট কথা বলেছেন,,, সবাই সময় কাম্মিকে জিতানোর জন্য চেষ্টা করে আর কারো চিন্তা করে না,,

    • @DeaD_Taj
      @DeaD_Taj Рік тому

      সহমত।

  • @purnimahazra2057
    @purnimahazra2057 Рік тому +65

    Silpi Madam বিচারক হিসাবে আগের দিন ফেল।তাই অন্য বিচারপতি চাই। শিশির ছেলে দের নিয়ে একটা event দেখাও।

  • @20animeclub00
    @20animeclub00 Рік тому +185

    শিশির ভাইয়ার বাবা অনেক ভালো মানুষ। কিন্তু উনি যদি "মহানবি (সাঃ) এর" সুন্নত মোতাবেক দাড়ি রাখেন তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে।😊 (আমিন)

    • @mahmodashraf7690
      @mahmodashraf7690 Рік тому +4

      দাড়ি রাখলে শিশির ভাইয়ার আব্বুকে আরো স্মার্ট দেখা যাবে ১০০%

    • @shahida5564
      @shahida5564 Рік тому

      ওনার দাঁড়ি উঠবে না।
      ওনার ফেস টা খেয়াল করে দেখবেন।

    • @hasnahenaqueen496
      @hasnahenaqueen496 Рік тому

      ​@@mahmodashraf7690000

    • @jasminzaman9797
      @jasminzaman9797 Рік тому

      Ekjon prokrito muminer jonno dari rakha ta aboshok noy.

  • @ms9294
    @ms9294 Рік тому +329

    আপনাদের একটা কথা বলি। আগের দিন যে প্রতিযোগিতার ভিডিও আমরা দেখলাম তাতে যদি নিরপেক্ষভাবে বিচার করা যাই তাহলে প্রথম হবে সাদিয়া ভাবি ও সজীব ভাই। কিন্তু আপনাদের বিচারক একেইবরি নিরপেক্ষ ভাবে বিচার করেননি। আশা করি অনেক দর্শকই তা উপলব্ধি করেছেন। এটা একেবারেই ঠিক হয়নি। যাই হোক আপনাদের ভিডিও দেখতে ভালো লাগে। কোলকাতা থেকে❤|

    • @jannatulferdousi3423
      @jannatulferdousi3423 Рік тому +36

      কাম্মি আপু, শিশির ভাইয়ের চ্যানেল পক্ষপাতিত্ব করে জিতানো হয়ছে

    • @haqueaziza4880
      @haqueaziza4880 Рік тому +19

      Same amio etai vbtecilam🙂

    • @ayashasuma3392
      @ayashasuma3392 Рік тому +41

      ঠিক।
      সাদিয়া ভাবি প্রথম, শিমু অথবা কাম্মি আপু ২য় ৩য় হলে বিচার ঠিক হইতো,,
      কারণ শিমুর টাও ভাল হইছিল

    • @nigarafroz2879
      @nigarafroz2879 Рік тому +26

      Sob bar i ai vabe kammi k jitie dewa hoy

    • @evolona1105
      @evolona1105 Рік тому +15

      ঠিক আর শিমু আপুর ও কিছু হওয়ার কথা ছিল

  • @rubayarawshan4234
    @rubayarawshan4234 Рік тому +61

    শিশির ভাই এর আব্বা ওভার রিয়েকশন দেন 😂
    পুরাই হাস্যকর

  • @zarakhan7534
    @zarakhan7534 Рік тому +19

    খুব ভালো লাগলো কিন্তু নাম্বার সবাইকে ১০ করে দিলে মানে সমান করে দিলে সব বউদের ভালো লাগতো, সবাই বেষ্ট, ( মনে হচ্ছিল কাম্মি যে গরু,ডাল রান্না করছে এটা তার শ্বশুর জানে) আমার সব খেতে ইচ্ছে করছে❤❤❤

  • @armanmiah7827
    @armanmiah7827 Рік тому +33

    এক জন্য মহিলা একজন ছেলে কে সাজাইয়া ২য় হয় কি ভাবে,,,,সজিব ভাই আর সাদিয়া প্রথম,,হওয়া দরকার ছিল আর কাম্মি ২য়,,আর শিমু ৩য়,,

  • @capturedbysha_ra
    @capturedbysha_ra Рік тому +35

    নতুন বউ শিক্ষিত মার্জিত ব্যাবহার অনেক ভালো লাগলো সবার থেকে আলাদা।সবাই মিলে মিশে থাকেন সেই কামনাই করছি।

  • @mdraju-yi9fv
    @mdraju-yi9fv Рік тому +11

    আজকে এ first comment করলাম সব সময় কামমী কি firstবানানোর চেষ্টা করে??

  • @ayashasiddika5896
    @ayashasiddika5896 Рік тому +36

    নতুন ভাবিকে অনেক ভালো লাগসে,, খুব অমায়িক দেখে বুঝা যাচ্ছে যথেস্ট গুনী ও আল্লাহ পাক ভাবিকে ও ভাইয়ার জীবন সুন্দর করে দিক

  • @md.mohasinreza3012
    @md.mohasinreza3012 Рік тому +5

    অপু, তপু,নুহিন এরা সবাই কোথায় এদের কাউকেই দেখলাম না।

  • @vocalistmadhumita755
    @vocalistmadhumita755 Рік тому +7

    Excellent video .
    Sadia vabi kintu sab theke sundori bou .❤

  • @azizulmorshed
    @azizulmorshed Рік тому +5

    টু বি হনেস্ট, সাদিয়া ভাবি সবচেয়ে বেশি এক্সপার্ট প্লাস হেল্পফুল।

  • @ayatahmed541
    @ayatahmed541 Рік тому +22

    46:12 min e kheyal kore dekhben shilpi khalamma kammir sosur k ishara dicche r puro video te uni kammir baba r sosur er samnei dariye chilo. r review dewar somoy e bujha jacche biru khalu niropekkho vabe Judge koreche r baki duijon specially kammir sosur toh overacting suru krse.mane era pareo. othocho sadiya vabir sob kichu perfect but unara toh ei bachal kammi kei winner banabe always r ei kammi o 100 bar nijer rannar proshongsha korei kul pacche na,othocho general knowledge game gulo te dekhben kammi kisui pare na.kintu jokhon eder ghorer kao judges hoy tara iccha kore kammi k besi number dey.sob somoy jehetu apnarai winner hoben tahole kosto kore protijogita dewar ki dorkar nijerai nijeder gift den jottosob.

  • @ShahanaraBaby
    @ShahanaraBaby Рік тому +20

    শিশির ভাইয়ার বাবা এবং মা
    খুবই ভালো মনের মানুষ,
    আল্লাহ ওনাদের নেক হায়াত দান করুক। আমিন।

  • @adorisday4342
    @adorisday4342 Рік тому +15

    Bou der choto korchen..even apnar abbu ektu besi e kotha bole..onara ki mone kosto pacche nah ajib

  • @asmaulhusna8231
    @asmaulhusna8231 Рік тому +17

    সাদিয়া বেস্ট। কামমি বেশি ভাব , পন্ডিত পন্ডিত

  • @soniachowdhury2926
    @soniachowdhury2926 Рік тому +18

    সাদিয়া খুবই ভাল মানুষ কারন কষ্ট করে পিয়াজ করে সেটা আপনার বউ নিয়ে নিল এটা ঠিক না 😊

  • @pachmishalijol
    @pachmishalijol Рік тому +12

    ইসরাত যেখান থেকে এই ভিডিও গুলো দেখছে তার কিন্তু খুব আফসোস হচ্ছে এত সুন্দর পরিবার থেকে চলে যাওয়ার জন্য শুভকামনা রইল নব দম্পতির জন্য

    • @shamsunnahar7175
      @shamsunnahar7175 Рік тому +7

      Israter jonno er shiki vag o Kora hoini

    • @pannahossan8389
      @pannahossan8389 Рік тому +1

      ইশরাত কে ওরা ঠিক ভাবে মেনে নেয় নাই।

    • @Nancy_Afreen
      @Nancy_Afreen Рік тому

      Israt k to dekhlam na jibone kew kisu dise.. R ei bou k khala mami chachi sobai gold er ear ring nakful shari sob kisu dicche.. Ashole israt k hasan vaiya palay biye krsilo to tai kew like krto na.. Sobar emn behave ei unader sonhshar tike nai 😢

  • @ummekhadeza785
    @ummekhadeza785 Рік тому +13

    কাম্মি আপু অনেক ভাগ্যবান কারণ তার শশুর-শাশুড়ী দুজনেই খুব ভালো। এক কথায় অসাধারণ।

    • @sharmeensultana2023
      @sharmeensultana2023 Рік тому +1

      উনার আপন মামা আর মামী ত উনার শশুড় শাশুড়ী

  • @irenriya7844
    @irenriya7844 Рік тому +20

    সাদিয়া ভাবী কে খুব সুন্দর লাগে

  • @ayeshasiddika6979
    @ayeshasiddika6979 Рік тому +16

    হুম কালকে আমি ও এ কথাটা ভাবছি বলব,সবচেয়ে সুন্দর হইছে সাজিয়ে ভাবীর।

  • @SemasVlog
    @SemasVlog Рік тому +34

    সবাই মিলে রান্না করার আনন্দ টাই অন্য রকম ❤আজকের ভ্লগটা অসাধারণ ছিল। মজার মজার সব রান্নার আয়োজন মাশাআল্লাহ ❤❤

  • @monerkotha8053
    @monerkotha8053 Рік тому +10

    Sobar cheye.. besi help niche...kammi apu...aikane partiality hoice

  • @shatarupadas5663
    @shatarupadas5663 Рік тому +22

    এতো সাহায্যের পর সবার রান্না ভালো হবার কথা যারা রান্নায় পারদর্শী তারা রান্নায় সাহায্য করে দিয়েছে স্বাদ এর ব্যাপারে সবটাই ওনারা সাহায্য করেছেন এটা প্রতিযোগিতা ঠিক নয় ফলাফলটা ও মার্জিত নয়।

  • @sadatalnahian8986
    @sadatalnahian8986 Рік тому +8

    Sadia vabik sob somoi best mona hoi

  • @adhuraafa
    @adhuraafa Рік тому +43

    সবাই ভালো কিন্তু শিল্পী আন্টি অসাধারণ। উনি আসলেই সর্ব গুনে সম্পূর্ণ।।

    • @unknowwer
      @unknowwer Рік тому +1

      আল্লাহ যদি বলে কি চাও বল্লভ শিল্পী খালাকে

  • @shamimaabdussatter9244
    @shamimaabdussatter9244 Рік тому +18

    Gorur mangsho thake onno ranna gulo kosto beshi

  • @muhammadkaziarfat6897
    @muhammadkaziarfat6897 Рік тому +6

    আমার ভাই তোমার ভাই বিরু ভাই বিরু ভাই
    বিরু ভাই রক্সস😎😎😎🤘🤘

  • @Nusrat_2021
    @Nusrat_2021 Рік тому +5

    এই ব্লগটা একদম না টেনে দেখেছি। খুব ভালো লেগেছে 🤍🤍🤍

  • @ummekhadeza785
    @ummekhadeza785 Рік тому +16

    প্রায় ৪ বছরেরও বেশি সময় ধরে জীবনের গল্পের ভিডিও দেখছি কিন্তু আজকের ভিডিও টা সবচেয়ে বেষ্ট 😍😍😍

  • @onusgallery5217
    @onusgallery5217 Рік тому +10

    Sadia vabi best. 🥰. Janina kno sadia vabik ato valo lage❤

  • @manujdutta-fx1jh
    @manujdutta-fx1jh Рік тому +21

    দোয়া করি প্রত্যেকটা অবিবাহিত মেয়ের জন্য তারা যেন এরকম পরিবারের মত সুন্দর একটা পরিবার শ্বশুর- বাড়ি হিসেবে পায়। খুব ভালো লাগলো ওনাদের দেখে। দোয়া করি সবসময় আপনারা এরকম হাঁসি- খুশি থাকুন।

    • @manujdutta-fx1jh
      @manujdutta-fx1jh Рік тому

      @@dhakaiyamaa ji

    • @bellalsufi6719
      @bellalsufi6719 Рік тому

      ​@@dhakaiyamaa সেই খবর দিয়ে কি হবwill be

    • @jesminbanu6502
      @jesminbanu6502 Рік тому

      @Bellal Sufi আপনি @Dhakaya Maa কে প্রশ্ন করেছেন ঐ খবর জেনে তার কি হবে ? আমার তো মনে হয় বিগত দুই বছর আগের খবর জানতে আরো অনেকেই আগ্রহি । ঐ টা জানলে কি হবে না হবে সেটা বিষয় না । আসল কথা হলো আমার ধারনায় বিগত দুইটা বি সি এস পরীক্ষার লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা অন্তর্ভূক্ত হলে আম জনতা ইতিমধ্যে তার উত্তর ও পেয়ে যেত । দেখা যাক এই ৪৫ তম বি সি এস পরীক্ষার জন্য যে লিখিত পরীক্ষার “ মেইড ইজি “ ( ঐ যে প্রশ্নের সাথে উত্তর লিখা গাইড বই পাওয়া যায় না ) বইতে এর কোন জবাব পাওয়া যায় কি না ।

  • @জান্নাতুলনাইম-ঙ৬গ

    সবাইকে একটা রেসিপিই রান্না করতে দেওয়া উচিত ছিলো।তাহলে ফেয়ার হতো, গরুর মাংসের একরকম স্বাদ,মুরগির একরকম আর শাকের একরকম,এই তিনটা কিভাবে একে অন্যের সাথে তুলনা করা যায় জানা নাই।গরুর মাংস ভালো হবে জানা কথা আর রান্না করতে দিচেন কাম্মি আপুকে ভালো প্রতিযোগিতা করছেন।

    • @khokonmimikhan2658
      @khokonmimikhan2658 Рік тому

      ফালতু জঘন্য কমেন্ট করলেন। যে কোনো আইটেমই রান্নার জন্য স্বাদ জঘন্য হতে পারে। সবাইকে একই জিনিস রাঁধতে দিলে বাড়ী ভর্তি লোক একই জিনিস বারবার খাবে? এটা কেমন কথা? পৃথিবীর বড় বড় রান্নার প্রতিযোগীতা দেখলে এমন কথা বলতে পারতেন না। যাকে যএই আইটেম রাঁধতে দিবে, সে সেটা কতটা পার্ফেক্ট করে (সিদ্ধ, রং, মশলা, লবন, তেল) দিয়ে রান্নাটা উপযুক্ত স্বাদের করতে পারে, সেটাই পরীক্ষা।

  • @jasminakther6566
    @jasminakther6566 Рік тому +1

    Ami to sobar preme pori galam ,sobaar bonder,maa k amr khub valo lage,soba khubi mistri akta meye

  • @sumaiyaeliaskanon2745
    @sumaiyaeliaskanon2745 Рік тому +12

    আপু আপনি খুবই খুবই সৌভাগ্যবান..
    যে এমন একজন শশুরের স্বান্নিধ্যতা পেয়েছেন..

    • @Farhan_Ahmed_Sabbir_75
      @Farhan_Ahmed_Sabbir_75 Рік тому +1

      Right sob somoy ful mark dey

    • @sumanaghosh6643
      @sumanaghosh6643 Рік тому +1

      Akdom thik amon sosur payoa vagyo chai

    • @rebaakterliza8279
      @rebaakterliza8279 Рік тому +1

      Right kammi Apu er shosur er moto manush hoy na eto valo moner manush uncle ke amr onek valo lage sodharo ek jon manush

  • @sadiamahbub4444
    @sadiamahbub4444 Рік тому +12

    মাশাল্লাহ নতুন বউ অনেক মিশুক এবং সবসময়ই হাসি মুখে কথা বলে এবং সে গুণী ও বটে এর থেকে বেশি কিছুর প্রয়োজন হয় না Alhamdulillah ❤অনেক দোয়া ও ভালোবাসা হাসান ভাই এবং রূপা ভাবীর জন্য 💞সাথে কাম্যি আপু কে ও অনেক শুভেচ্ছা জানাই winner হবার জন্য

  • @kafelworaazad2419
    @kafelworaazad2419 Рік тому +11

    Ar ager video r winner sadia and sajib...kami ar shishir onara 3rd hole clo hoto coz shisir lipstick khub halka diyece..sei tulonay sharif shimur lipstick tik diyece..tip o tik jaigai e dise...bicarok jara tara icca kre tara vlogger kr jitayse...very bad...

  • @vlogwazida8527
    @vlogwazida8527 Рік тому +13

    নতুন বউ রুপার ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ।। ❤️❤️এতো সুন্দর ফ্যামিলি পেয়েছে।।মাশাআল্লাহ।। 🤲🤲❤️❤️

  • @NiparChannel
    @NiparChannel Рік тому +18

    আমার আম্মা ও তরকারির লবণ বার বার টেষ্ট করে,, খুব ভালো লাগলো ❤❤❤ এইরকম বৌ, শাশুড়ির মিল যেনো সবার ঘরে ঘরে হয়।

  • @MohammadKhan-rt7hm
    @MohammadKhan-rt7hm Рік тому +6

    নূতন বউয়ের নাম রোপা না হয়ে হিরা হলে শিল্পি আংটির খবর আছেলো😁

  • @farhananewaz103
    @farhananewaz103 Рік тому +9

    সব কিছু তে কাম্মী কিভাবে প্রথম হয় ???????????

    • @ritazaman5283
      @ritazaman5283 Рік тому

      বিচারকরা যখন চ্যানেলের মালিক কে তেল দেয় 😁😁😁😁😁
      তা না হলে সব সময় উনিই বিজয়ী।কখনো কি ১৯/২০ হয় না

  • @sharifislamsisir
    @sharifislamsisir Рік тому +6

    ভাত ও চিংড়ি পুঁইশাক ঐ মহিলার রান্না ভালো হয়েছে। মাছ,গরুর মাংস, মুরগির মাংস। এই সব রান্না তো সব সময়ই আপনার চ্যানেলে দেখা যায়। কিন্তু চিংড়ি দিয়ে পুঁইশাক সবাই পারে না 😊😊😊😊😅

  • @limonafrinvlogs8136
    @limonafrinvlogs8136 Рік тому +56

    হাসান ভাইয়ের বিয়ের পর ঘরের প্রাণ চলে আসছে, আপনারা সবাই থাকাতে ঘরের আনন্দ টারও দ্বিগুণ বেড়ে গেল, ভালো থাকবেন ভাইয়া ও আপু

  • @NiparChannel
    @NiparChannel Рік тому +9

    নতুন বৌ এতো পর্দাশীল মাশাআল্লাহ ❤❤❤❤ অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো

  • @humayrahossain1853
    @humayrahossain1853 Рік тому +18

    hasan vaiar bou onek shundor hoise.. Onek cute and beautiful...

    • @thirdperson3758
      @thirdperson3758 Рік тому +1

      Hasan er bou er colour r kammir colour akerokom.Tahole toh kammi o sundor.But sorry to say hasan er ai bou ta o shamla!

    • @jesminbanu6502
      @jesminbanu6502 Рік тому +1

      @ Third Person এটা ২০২৩ সাল । ধন্যবাদ দিতে হয় আপনাকে । আপনার কমেন্টে আপনার মন মানসিকতা এত সুন্দর করে প্রকাশ করেছেন । গায়ের রং দিয়ে মানুষকে বিচার করা ….? ভাগ্য ভালো যে এখন এক সময়কার বিখ্যাত Fair & Lovely বাজার থেকে উঠে গেছে । তা না হলে তারা তাদের বিউটি পেজেন্ট হান্ট “তোমাকে খুঁজছে বাংলাদেশ” এ আপনাকে “ মিস/ মিসেস বাংলাদেশ “ মনোনয়ন দিতে পারতো !! কি আর করা ?

    • @shamimabegum1168
      @shamimabegum1168 Рік тому +1

      @@thirdperson3758 Colour diye r koto manush k judge korben apnara!!! Apnar family te ki kew kalo nai? Apnr channel er name er shathe apnar character o mile gelo "third person"🤣

  • @flavorquestBD
    @flavorquestBD Рік тому +2

    রুপা ভাবি আর হাসান ভাইয়ের নতুন জীবনের জন্য অনেক শুভকামনা ❤️❣️

  • @fatemalipi5458
    @fatemalipi5458 Рік тому +8

    আজকের ভিডিও টা অসাধারণ একটা ভিডিও ছিলো। নতুন ভাবীর জন্য অনেক অনেক অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আল্লাহ উনাদের দাম্পত্য জীবন সুখের,শান্তির, কুনজর মুক্ত রাখুক। উভয়ই পরিবারকে খুশি রাখুক সারাজীবন 💞💞❤️❤️💞💞❤️❤️সত্যি মন থেকে দোয়া রইলো রুপাভাবী এবং কৌশিক ভাইয়ার জন্য। আমিন আমিন আমিন 🤲🤲

  • @paromitadey891
    @paromitadey891 Рік тому +9

    রূপা সত্যিই ভীষন মিষ্টি মেয়ে❤❤❤

  • @gamezone2880
    @gamezone2880 Рік тому +6

    এত কিছু জাস্ট ভিউ এর জন্য।রংপুর আসলে এরা জানে যে ভিউ বেশি পায়।শিমুর শ্বশুর বাড়ির লোকজন কোথায়??

  • @farzanaprity9688
    @farzanaprity9688 Рік тому +14

    কাম্মী আপু, আপনি ভাগ্যবতী এত ভালো একজন শশুর পেয়েছেন। আপনার হাতের রান্না গুলো কত কনফিডেন্সলি বলেছেন উনি❤️

    • @sabekunnahar4238
      @sabekunnahar4238 Рік тому

      Sob sosur rai vlo hoi ...kintu kopal Kore amn sasuri paise ...ki kopal kammi Apu r

  • @cokerjolrakhajaienahuq5196
    @cokerjolrakhajaienahuq5196 Рік тому +1

    রাতে ঘুম আসছিলো না পরে এই ভিডিও দেখলাম ভীষণ ভালো লেগেছে।আর এখন ঘুম আসছে 😊

  • @kafelworaazad2419
    @kafelworaazad2419 Рік тому +6

    Akhaneo kammi ke 1st banano hbe😂😂😂😂

  • @nasrinabir2020
    @nasrinabir2020 Рік тому +4

    ১.১৬ মিনিট না হয়ে যদি দুই ঘন্টার ভিডিও হতো,, দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গেলো বুজলাম না!! অনেক অনেক ভালো লাগছে ভিডিও ,, রান্না বাড়া প্রতিযোগিতা,, আর নতুন বউয়ের জন্য দোয়া ও ভালোবাসা সারা জীবন সুখ শান্তিতে ভরপুর থাকুক" আর জীবনের গল্পের পরিবারের জন্য অনপক দোয়া করি ,,,, 💖💖💖💖💖💖💖🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @shwapnochurahjoyeta3705
    @shwapnochurahjoyeta3705 Рік тому +3

    Shishir vaiya... Amar mone hoy kal r aj dui din e Sadia vabi first hoyce but..

  • @EASY-h9o
    @EASY-h9o Рік тому

    Assalamualaikum bhai and apu.masa Allah ranna gula onek nice.amader sylhet e eirokom chiken ranna kora hoy.ei chiken ranna onek mojha hoy

  • @jakiasultananisha7272
    @jakiasultananisha7272 Рік тому +1

    কাম্মি আপুর শ্বশুর ভালো করেই জানে গরুর মাংশ কাম্মি আপু রান্না করছে।।।
    ওইজন্য আপু ইচ্ছা করেই গরুর মাংস নিয়েছে আর ডাল।।
    শিশির ভাইয়াকে আমার খুব ভাল লাগে।।
    তবে কাম্মি আপু একটু বেশি কথা বলে।

  • @nilufasdailyvlogs619
    @nilufasdailyvlogs619 Рік тому

    amer onk ball lagsa maga paise thank you saber gone doro basa roili 🕋🕋🕋🇺🇸😭😭😭🕋🕋🕋

  • @MSTMeherunNesaBristy
    @MSTMeherunNesaBristy Рік тому +14

    মাশাআল্লাহ অসাধারণ ভিডিও ছিল আজকের ভিডিও টা এক কথায় একের ক 👌👍✌️😍😍😍😍😍👌👍✌️

    • @ankitasarker8246
      @ankitasarker8246 Рік тому

      Video ta Upoload hoyare to 14 min hoilo video o 1 ghontar 😅😅

    • @MSTMeherunNesaBristy
      @MSTMeherunNesaBristy Рік тому

      ​@@ankitasarker8246 আলহামদুলিল্লাহ সবসময়ই জীবনের গল্পের রংপুর ও ঈশ্বরধীর ভিডিও গুলো বেস্ট হয় এই ভিডিও গুলো পুরো দেখে কমেন্ট করার প্রয়োজনীই হয়না " আর আমি তিন বছর দরে জীবনের গল্পের ভিডিওর রেগুলার দর্শক " বুজাতে পারলাম আপনাকে। আর আপনার সুবিধার্থে বলছি আমি ভিডিও দেখতে দেখতে কমেন্ট করি এমনকি ৮:০০ টায় ভিডিও দেয়ার সাথে সাথেই দেখি। বুজাইতে পারছি।

  • @morshedyearmin6848
    @morshedyearmin6848 Рік тому +4

    মাশাল্লাহ আপনাদের সবাইকে খুব সুন্দর লাগছে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুক নিরাপদে রাখুক আপনাদের সকলের ও সাইফান জন্য অনেক বেশি দোয়া রইল।

  • @maksumajahan4800
    @maksumajahan4800 Рік тому +6

    সবাই মিলেমিশে কাজ করছে দেখে খুবই ভালো লাগলো। পিকনিক পিকনিক ভাব আছে ❤। আর আপনাদের নতুন বৌকে আমার অনেক অনেক ভালো লেগেছে। অনেক ভালোবাসা রইলো বউয়ের জন্য ❤️❤️❤️❤️

  • @porim.j4022
    @porim.j4022 Рік тому +18

    অপু তপু কৈ😢

  • @sonialima4863
    @sonialima4863 Рік тому

    Noton vabir jonno onik onik dua noton vabir ranna ta just wow❤❤❤❤❤

  • @fatamatuzzhoramimi5344
    @fatamatuzzhoramimi5344 Рік тому +5

    Notun bow er hijap pore video samne asha ta khub valo laglo.sob somoy emon dekhte cai

  • @shabihatasnim304
    @shabihatasnim304 Рік тому

    Oneeeeeeeeeeeeeeeekkkkk valolagseeeeeee❤❤❤❤❤❤❤❤ mashaAllah .apnader ke poribarer lok mone hoy ekhn 3 bochor dhore dekhte dekhte❤❤❤

  • @faijurrahman6969
    @faijurrahman6969 Рік тому +3

    Sadia bhabi 1 st hoise

  • @mdkamrulhasan3119
    @mdkamrulhasan3119 Рік тому +3

    জীবনে অনেক ফেমেলি ব্লগ কাপল ব্লগ দেখলাম কিন্তু জীবনের গল্পের মত এত বাস্তবমুখী কনটেন্ট আর কাউকে করতে দেখলাম না। দোয়া করি এভাবেই যেন আপনাদের পরিবার সারা জীবন হাসি খুসি তাকে। আর আমার মিথ্যা হাসান ভাইয়ের নতুন জীবন যেন সুখের ও শান্তির হয়।

  • @Womanpower4536
    @Womanpower4536 Рік тому +1

    Sobgula item e onek sundor hoyse karon ey sob rannay jori a ase ghorer bowder maya bhalobasa tader poribarer lukder jonno

  • @duharporibar5968
    @duharporibar5968 Рік тому +5

    চার বৌয়ের রান্না খুব সুন্দর হয়েছে নতুন বৌয়ের পরিবেশন খুব সুন্দর কাম্মির রান্না শেষে গরম মসল্লার বাগার টা খুব পছন্দের সাদিয়ার মুরগির কালার দারুন রত্না ভাবী তরকারি ও বেশ লোভনীয়। আল্লাহ রে আল্লাহ কতো প্রশংসা করলাম।

  • @rumanaislam9054
    @rumanaislam9054 Рік тому

    আপনাদের বৌ টা ওনেক সুন্দর হইছে ভাইয়া ওনেক ওনেক দোয়া রইলো🥰🥰🥰🥰🥰🎉🎉🎉🎉

  • @nilufasdailyvlogs619
    @nilufasdailyvlogs619 Рік тому

    hasan bai bow sak sata sare gaban ha ae doro basa roili maste ball hasa thank you 🎁💕🕋🙃🤯🥰🥗🥰🍚💕🥘🥘🥘🥘🥘🍚🥗🥗💕💕🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋

  • @AminulIslam-yx4sg
    @AminulIslam-yx4sg Рік тому +4

    খুবই ভালো লাগে আপনাদের পরিবারের সবাইকে।

  • @nihatanzina4756
    @nihatanzina4756 Рік тому +3

    Sadia 1st Hoi but apnra bar bar kammi k 1stt koran

  • @uncutruby2038
    @uncutruby2038 Рік тому

    আসলেই আমি খড়ির উনুনে রান্না করলে কেমন যেন ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়ে যায়.....
    রান্না তো ভালো......
    হৈ চৈ টাও বেশ হলো 😊💛❤️💛🙏

  • @luckyakter4823
    @luckyakter4823 Рік тому +2

    ওনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, নতুন বউ ওনেক মিস্টি মাশআল্লাহ ❤❤❤

  • @shahinaakther5822
    @shahinaakther5822 Рік тому +3

    অসাধারণ অসাধারণ অসাধারণ ✌️✌️✌️✌️🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @mollagaming948
    @mollagaming948 25 днів тому +1

    Ratna Vabir Sasuri ke ?
    Oni Kamir Kemon Vabi hoy ?
    Keu janle bolben

  • @MdAtik-ti9rz
    @MdAtik-ti9rz Рік тому

    ব্লগ টা দেখে অনেক আনন্দ পেলাম আপু তোমারদের কে অনেক ধন্যবাদ।❤❤❤❤🎉🎉🎉🎉

  • @muntahamawariyamoni
    @muntahamawariyamoni Рік тому +17

    আপনাদের রান্না দেখে আমার খেতে অনেক ইচ্ছে করছে রংপুরের রান্না দেখে মন ছুয়ে যাচ্ছে ❤❤❤❤❤

  • @hiraakter604
    @hiraakter604 Рік тому +2

    চার জনকে'ই যদি গরুর মাংস রান্না দিতো
    তাহলে যার টা বেশি ভালো হতো তাকে ই এক নাম্বার বানাতো এটা হলে বেষ্ট হতো আমার মতে

  • @Fafa-c9x1s
    @Fafa-c9x1s Рік тому +9

    মাশাআল্লাহ সবাই পাকা রাধুনি খুব সুন্দর হয়েছে ❤️❤️❤️

  • @familyvlog6381
    @familyvlog6381 Рік тому +7

    শিশির ভাই মজা করে কথা বলে অনেক ভালো লাগে শুনতে তখন সায়মা খালাম্মাকে বলছিল উনি ১০০ বার লবণ চেক করে উনি লবণ চেক করার সময় শিশির ভাই বলতেছিল দুইবার করছে আরো বাকি ৯৮ বার আছে 😁😁আমি ভিডিও দেখে হাসতে হাসতে ভালো লাগলো ভিডিওটা শিশির ভাই ইজ দ্যা বেস্ট 👌❤️❤️❤️❤️❤️

  • @northeastvillagelife9918
    @northeastvillagelife9918 Рік тому +4

    😂kammi apu 😂 ekjon selfish kirpon kitpta mohila ato taka income kore but bhai ar bho re ekta balo gift like gold chain ,ear ring gift korte pare na chiiiiiii chiiiiiiiiii 😡😡 nerrow minded lady

  • @Labonijahan3871
    @Labonijahan3871 Рік тому +9

    রুপা খুব ভাগ্যবতী,, এমন একটা পরিবার পেয়েছে।। সবাই এভাবেই ভালো থাকবেন,,একে অপরের পাশে থাকবেন।। দোয়া রইলো।

  • @desigirlasmr9250
    @desigirlasmr9250 Рік тому +19

    Yesterday clearly Sadia and Shojib were winner but they make Kammi win every thing which is unfair
    Specially Shilpi aunty is very baised towards kammi yesterday she made them winner and today she said Kammi’s beef is the toughest when we all know beef cooking is the easiest

  • @FahmidaRimi-f1c
    @FahmidaRimi-f1c 3 місяці тому

    সবাইকে খুশি করতে শিশির ভাই কাম্মি আপু দুজনেই কত্ত আপ্রাণ চেষ্টা করে। যেকোন একটা উছিলায় সবাই যদি চেষ্টা করে তাদের জিতিয়ে দিয়ে কিছুটা খুশি তাদেরও ফিরিয়ে দিতে, তাহলে আপনাদের সমস্যা কোথায়? আপনারা কি করে ভাবলেন যে এতগুলো মানুষ তারা প্রত্যেকেই বোকা, তাদের মনে আপনাদের ভাবনা গুলো আসেনা? একটু পজেটিভলি সব কিছু নেন, দেখবেন আশে পাশের সবকিছুই সুন্দর।

  • @nilufarparveen2745
    @nilufarparveen2745 Рік тому +5

    ভাইয়া আপু আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই। সাইফান বাবাটা কেমন আছে। রংপুরে র ভিডিও গুলো অনেক ভালো লাগছে। হাসান এর নতুন জীবন এর জন্য অনেক অনেক দোয়া রইল।❤❤❤

  • @mercy_ghy
    @mercy_ghy Рік тому +20

    শিশির ভাই অনেক মজার একটা মানুষ। তার কথা শুনে হাসতে হাসতে আমি শেষ 😂😂😂 So Wonderfull Personality

  • @shohagmiah9087
    @shohagmiah9087 Рік тому +1

    ভিডিও শেষ হয়নি এখনো,, আর একটা কথা বলতে আসলাম,,রূপা ভাবিকে নতুন নাক ফুলে অনেক সুন্দর লাগতেছে ❤❤❤👌👌👌👌

  • @nhasan1555
    @nhasan1555 Рік тому

    রুপার মিষ্টি মাখানোতে আরও অল্প দুধ দিলে মিষ্টি ভাল হবে।ডো একটু শক্ত লাগছে ❤😂🎉😢😮😅😅

  • @tashfiyavloges2991
    @tashfiyavloges2991 Рік тому +5

    শোভা পিওর রিভিও দিছে🤣
    আমি কিছুই বুজি না কোনটা ভালো কোনটা মজা না

  • @shilpisvlog7469
    @shilpisvlog7469 Рік тому

    Sadiya vabi k 1st kora uchit chilo 😢

  • @jannatulferdaus7296
    @jannatulferdaus7296 Рік тому +11

    ওয়াও আজ অনেক বড় ভিডিও ❤
    ভালোবাসা নিবেন সালাম নিবেন সবাই ❤

  • @vianfashions6358
    @vianfashions6358 Рік тому +23

    একঘেয়েমি vlogs দেখতে আর ভালো লাগেনা না। আর সব কাজে দিদি সেরা এটা ঠিক নয়।অন্য রা কি কিছু ই পারে না। Strange

  • @nazmajamal7674
    @nazmajamal7674 Рік тому

    কামমী পরিবার ও শিশির পারিবার দুই পরিবার অত্যন্ত ভালো। আর শাশুড়ি ও শ্বশুর এক কথায় সবাই প্রচন্ড ভালো। আমার বাড়ি কুষ্টিয়া

  • @shahjanuddin3766
    @shahjanuddin3766 Рік тому +6

    আনন্দ ঘন মুহূর্তে অপু তপুকে দেখলামনা। কিন্তু কেন।

  • @Labonijahan3871
    @Labonijahan3871 Рік тому +22

    পরিবারের সবাই যখন একসাথে তখন খাবার এমনেই মজা হয়ে গেছে।।