প্রতিমা বড়ুয়া পাণ্ডে, ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অসমীয়া লোকগীতির জনপ্রিয় গায়িকা।

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • প্রতিমা বড়ুয়া পাণ্ডে, ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অসমীয়া লোকগীতির জনপ্রিয় গায়িকা। তাঁর বিখ্যাত জনপ্রিয় গান গুলোর মধ্যে আছে -
    ও মোর মাহুত বন্ধুরে...
    হস্তির কন্যা হস্তির কন্যা ...
    মইষ চড়ান, মইষাল বন্ধু, ঘাটের উজানে ...
    কমলা সুন্দরি নাচে ...
    কচুর পাতার পানি যেমন রে/ ও জীবন টলমল টলমল করে ...
    বার মাসে তের ফুল ফোটে …
    গদাধরের পারে পারে রে …
    কালজয়ী গোয়ালপারীয়া লোকগীতিকে জনপ্রিয় করণের জন্যে প্রতিমা বড়ুয়া, ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমী পুরস্কারে ভূষিত হন।
    প্রতিমা বড়ুয়া ১৯৩৫ সালের ৩ অক্টোবর পশ্চিম আসামের ধুবড়ী জেলার গৌরীপুরের রাজ পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা প্রকৃতীশ চন্দ্র বড়ুয়া (যিনি ঐ অঞ্চলে লালজি বড়ুয়া নামে পরিচিত ছিলেন) এবং দেবদাস খ্যাত চলচিত্র পরিচালক প্রমথেশ বড়ুয়ার ভাইঝি ছিলেন। মাতার নাম মালতীবালা বড়ুয়া। তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন কলকাতায় এবং মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন অসমের গৌরীপুর বালিকা বিদ্যালয়ে। ১৯৫৩ সনে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। স্বামীর নাম গৌরি শঙ্কর পাণ্ডে।
    গৌরীপুরের রাজকন্যা ছিলেন প্রতিমা বড়ুয়া। তাই মা মেয়েকে সতর্ক করে বলতেন- রাজবাড়ির মেয়ের নিচু শ্রেণির মানুষের ‘দেশি’ গান গাওয়া উচিত নয়। কিন্তু হস্তিবিশারদ, জঙ্গল-প্রাণ বাবা প্রকৃতিশ চন্দ্র বড়ুয়ার মেয়ের রক্তেও ছিল বন্যতা। কলকাতার স্কুলে পড়াশোনার পর অসমে ফিরে রাজবংশী, কমতাপুরি গান আঁকড়ে ধরেন তিনি। পরে তা গোয়ালপড়িয়া গান নামে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়েছিলেন এই ছকভাঙা গায়িকা।
    প্রতিমা বড়ুয়ার আরো কিছু গুণের মধ্যে যেমন, রাজ পরিবার হিসেবে উনাদের অনেক হাতি ছিল। তাই উনি হাতির পিঠে চড়তে পারতেন অবলীলায়। পেশাদার মাহুতদের থেকেও হাতি পরিচালনায় তিনি ছিলেন দক্ষ। তাই ‘হস্তীর কন্যা’ নামেও পরিচিত হন প্রতিমাদেবী। তিনি একজন রাজার কন্যা হয়েও ছিলেন সম্পূর্ণ নিরহঙ্কার ও আমায়িক। উনার গানের কণ্ঠের মতো উনার ব্যবহার ও মধুর ছিল। ২৭ ডিসেম্বর ২০০২, প্রতিমা বড়ুয়া পাণ্ডে অসমে মৃত্যু বরণ করেন।
    কিংবদন্তী শিল্পী ভূপেন হাজরিকার সংস্পর্শে আসার পর তাঁর ‘এরা বাটর সুর’ সিনেমাতে প্রতিমাদেবীর একটা গান ব্যবহার করেন। এরপর থেকে মাহুত, মহিষাল, নাওরিয়াদের মুখচলতি লুপ্তপ্রায় গানগুলো নতুন জীবন পায় প্রতিমা বড়ুয়ার কণ্ঠে।
    শিল্পীর জন্ম দিনের এই শুভক্ষণে শ্রদ্ধা জানিয়ে নিবেদন করছি তাঁর গাওয়া গোয়ালপড়িয়া লোকগীতির একটি "গদাধরের পারে পারে … "।

КОМЕНТАРІ • 4

  • @maynalhoque733
    @maynalhoque733 2 місяці тому

    ❤ অসাধারণ কণ্ঠে অসাধারণ গান গেয়েছো ধন্যবাদ ❤❤

  • @mayukhdutta513
    @mayukhdutta513 2 роки тому +5

    অসাধারণ, এই মহান শিল্পীকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা 🙏

  • @gopalroyboxi7471
    @gopalroyboxi7471 Рік тому

    Rajbongshi Loko git